Habib Homoeo Pharmacy
Dr. MD Habibur Rahman
Kabirpur Savar Dhaka 01827-739012
ছেলেদের একটি সমস্যা ইপিডিডাইমো অর্কাইটিস । যেখানে অ*ন্ডকোষে ব্যথা হয়, বী*র্যে শুক্রা*ণুগত সমস্যা তৈরি করে এবং বাচ্চা কনসিভ হতেও সমস্যা হয়।
আমাদের আজকের এই রোগী দীর্ঘদিন আলোপ্যাথি চিকিৎসা করার পরও কোন উপকার না পেয়ে ডা. হাবিবুর রহমান স্যারের কাছে চিকিৎসার জন্য আসেন এবং আল্লাহর রহমতে আরোগ্য লাভ করেন। এধরনের জটিল কঠিন রোগীদের হো*মিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা এখন বাংলাদেশেই হচ্ছে। তাই হীনমন্যতায় না ভোগে দক্ষ একজন চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন।
প্রস্রাবের গতি কমে যাচ্ছে বা প্রস্রাব ধীরে ধীরে চিকন নালে বের হচ্ছে, এই ধরনের সমস্যায় যে রোগীরা ভোগেন তারা বেশির ভাগই ইউরেথ্রাল স্ট্রিকচার বা ব্লাডার নেক হাইপারট্রফি ইত্যাদি রোগে আক্রান্ত হন। প্রস্রাবের এই সমস্যাটি দিন রোগীর জীবন দুর্বিষহ করে তোলে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে যখন রোগীরা
এলোপ্যাথিক চিকিৎসকদের শরণাপন্ন হন তারা সাধারণত সার্জারি করে দেয়। কিন্তু সার্জারি করার পরেও এই রোগ যন্ত্রণা থেকে মুক্তি মেলেনা, ক'দিন যেতে না যেতেই সেই সমস্যা আবারও দেখা দেয়। তবে হোমিওপ্যাথিতে এই রোগ গুলোর অপারেশন ছাড়াই স্হায়ী ভাবে আরোগ্য হওয়া সম্ভব ।
পুরুষের ছোট অন্ডকোষের চিকিৎসা।
[আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন, যার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হবে সেটি নিয়ে আলাদাভাবে ভিডিও তৈরি করা হবে]
অন্ডকোষ পুরুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এখানেই পুরুষের সে*ক্স হরমোন তৈরি হয়। মানুষের বাচ্চা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শুক্রাণু, এই শুক্রাণুও অন্ডকোষেই তৈরি হয়। বিভিন্ন কারণে এটি ছোট হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমরা এর চিকিৎসা দেখানোর চেষ্টা করেছি।
দিশেহারা হয়ে ১০-১৫ জন ডাক্তার দেখিয়ে আরোগ্য লাভ না করে ব্যাগ ভর্তি রিপোর্ট নিয়ে যখন রোগী আপনার কাছে আসে তার করুণ চাহনি যদি আপনি অনুভব করতে পারেন তবেই রোগীর মনের কষ্ট বুঝতে পারবেন।
আরোগ্য হোক মানব জাতি
দেহ ও মনের রোগ থেকে!
বাচ্চা না হওয়ার সমস্যা নিয়ে অনেকেই আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন। কখনো দেখা যায় পুরুষের সমস্যার কারণে বাচ্চা কনসিভ হয় না আবার কখনো নারীর সমস্যার কারণে বাচ্চা কনসিভ হয় না। পুরুষ মহিলা উভয়েরই হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা সম্ভব। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এলোপ্যাথিতে যে রোগগুলো সারে না হোমিওপ্যাথিতে সেগুলো কত সুন্দর ভাবে আরোগ্য হয় এমন বহু কেস এর আগেও দেখিয়েছি। আজ আজোস্পার্মিয়ার একটি কেস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার ভাল লাগবে এবং নতুন চিকিৎসকদের মনোবল বৃদ্ধি হবে।
আলহামদুলিল্লাহ ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক আয়োজিত হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার 2023 খুব সুন্দরভাবে শেষ হলো।
যারা বিয়ের পর বছরের পর বছর চেষ্টা করেও একটা সন্তানের মুখ দেখতে পারেননি এটা কত বড় কষ্ট তারা ছাড়া আর কেউ বুঝবে না। চিকিৎসক হিসেবে রোগীর দুঃখ ভারাক্রান্ত হৃদয় দেখে আমরা কিছুটা মাত্র অনুভব করতে পারি। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি ওই সকল পরিবারের মুখে হাসি তুলে দেওয়ার উসিলা হিসেবে আমাকে কবুল করেছেন। দেখুন একটি আশ্চর্য সফলতার গল্প
বন্ধ্যাত্বের অনেক কেস এর আগে দেখিয়েছি যার মধ্যে বেশিরভাগই ছিল পুরুষ বন্ধ্যাত্ব। আজকের কেসটিতে মহিলার সমস্যা জনিত কারণে বাচ্চা কনসিভ হচ্ছিল না। দীর্ঘদিন বহু জায়গায় চিকিৎসা করা হয়েছে কিন্তু রেজাল্ট শূন্য! সর্বশেষ হোমিওপ্যাথিতে এসে মুখে হাসি ফুটল🙂
আপনার কোন দোয়াটি প্রয়োজন😄
১০ বছরের পুরনো পায়ের কড়া ব্যথার কারণে হাঁটতে কষ্ট হতো, দৈনন্দিন কাজকর্মও ঠিকঠাক করতে পারতেন না। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হোমিওপ্যাথিক চিকিৎসার উসিলায় কোথায় করা ছিল তাও এখন স্পষ্ট বুঝা যায় না একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে
Corn treatment before and after
ইদানিং হসপিটাল গুলো ভবিষ্যৎ থেকে রিপোর্ট এনে বর্তমানে ডেলিভারি দিচ্ছে। আজকে ২০২৩ সালের নভেম্বর মাসের ১৬ তারিখ কিন্তু রিপোর্টটি হচ্ছে এই মাসের ৩০ তারিখের। বাংলাদেশের চিকিৎসা সেবা দিন দিন কত আধুনিক হচ্ছে😄
FSH একটি হরমোনের নাম, নারী-পুরুষের সেক্স হরমোনকে এই হরমোনটিই কন্ট্রোল করে। ভিডিওতে বিস্তারিত বলেছি কেমন লাগলো জানাবেন।
আলহামদুলিল্লাহ। আজ হোমিওপ্যাথিক চিকিৎসা আইন জাতীয় সংসদে পাশ হলো।
পাইলস বা অর্শ মলদ্বারের একটি কমন সমস্যা। পাইলস সাধারণত দুই ধরনের হয়ে থাকে মলদ্বারের ভিতরে ও বাহিরে। চিকিৎসার বিজ্ঞানের ভাষায় যাকে বলে Internal Hemorrhoid ও External Hemorrhoid.
এলোপ্যাথিক চিকিৎসায় পাইলসের জন্য অপারেশনের প্রয়োজন হয় কিন্তু হ্যানিম্যান আবিষ্কৃত হোমিওপ্যাথিক চিকিৎসায় পাইলসের জন্য অপারেশনের কোন প্রয়োজন নেই, ঔষধের মাধ্যমেই পাইলস একদম গোড়া থেকে আরোগ্য করা সম্ভব। নিচে একটি রোগীর ভিডিও দিলাম দীর্ঘদিনের এই যন্ত্রণা থেকে হোমিওপ্যাথিক চিকিৎসার উসিলায় আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন।
১২ বছরের পাইলস ১ মাসে অনেকটা সুস্থ্য, Homoeo treatment for peils Hemorrhoids ১২ বছরের পাইলস ১ মাসে অনেকটা সুস্থ্য, Homoeo treatment for peils Hemorrhoids★ডা. মোঃ হাবিবুর রহমান ০১৮২৭৭৩৯০১২, কবিরপুর বাসস্ট্যান্ড, সাভ....
মুখে ক্যা*ন্সার হওয়ার পিছনে কোন জিনিসটি সবচেয়ে বেশি দায়ী?
(নতুন চিকিৎসক বা সাধারণ মানুষ যে কেউ উত্তর দিতে পারেন)
৭ বছরের পুরনো মুখের ঘা আ্যাপথাস আলসার। বহু চিকিৎসা করে কোন কাজ হয়নি, সর্বশেষ হোমিওতে এসে সুস্থ হল।
এভাবেই দিন দিন সাধারণ মানুষের ভরসা জয় করতে পারছে হোমিওপ্যাথি, দীর্ঘদিন ধরে ভুগতে থাকা পুরনো রোগ গুলো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আরোগ্য হচ্ছে।
নিজেরও পরিবারের স্বাস্থ্য রক্ষায় নিরাপদ হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন।
- ডা. হাবিবুর রহমান।
বিভিন্ন রোগ নিয়ে ছোট ছোট আকারে পোস্ট করতে চাচ্ছি, আশা করি এতে সাধারণ মানুষ এবং নতুন চিকিৎসকরা উপকৃত হবেন। আপনাদের মতামত চাই
Urethral stricture বা মুত্রনালীর সংকোচন, যেখানে রোগীর প্রস্রাবের রাস্তা চিকন হয়ে যায়, প্রস্রাব করতে সমস্যা হয়, অনেক বেশি চাপ প্রয়োগ করতে হয়, প্রস্রাব চিকননালীতে হয়, ক্লিয়ার ভাবে প্রস্রাব হয় না, মনে হয় পেটে আরো প্রস্তাব রয়ে গেছে। এই সমস্ত সমস্যার অ্যালোপ্যাথিতে একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করা কিন্তু হোমিওপ্যাথিতে অপারেশন ছাড়াই ওষুধের মাধ্যমেই স্ট্রিকচার আরোগ্য করা যায়, এমনই একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম ।
গনোরিয়া জনিত লিঙ্গ থেকে পুঁজ আসা, প্রস্রাবে জ্বালা ব্যথা ইত্যাদি সমস্যার হোমিও সফল চিকিৎসা | Gonorrhea Homoeo Treatment.
এই বিষয়ে আরও জানুনঃ
ডা. মোঃ হাবিবুর রহমান
হাবিব হোমিও ফার্মেসী
01827739012
(call IMO WhatsApp)
চন্দ্রা-নবীনগর মহাসড়কের,
কবিরপুর বাসস্ট্যান্ড (তোহা টেক্সটাইলের সাথে) আশুলিয়া, সাভার, ঢাকা।
রোগী দেখার সময়ঃ-
🔶শনি থেকে বৃহস্পতি
সকাল ৯টা থেকে দুপুর ১টা
বিকেল ৪টা থেকে রাত ৯টা
🔶শুক্রবার
বিকেল ৩টা থেকে রাত ৯টা
(আসার দিন সকালে কল করে আসতে হবে)
অর্ধশতাবদি কোরআনের দাওয়াত দিয়েছেন সারা বিশ্ব জুড়ে, জীবনের শেষ অংশে জেল জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হে আল্লাহ এই মহান দিনের দায়ীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো, আমীন
সবার বাড়িতেই বাচ্চা আছে সন্তানের প্রতি বাবা-মার ভালোবাসা কতটুকু তা বাবা-মাই জানে! এই ফুটফুটে বাচ্চাটি হাইড্রোসেফেলাসে আক্রান্ত। বাচ্চাটির সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই
লিভার টিউমারের হোমিও চিকিৎসা, দেখুন ডাক্তার কিভাবে রোগীর ক্ষতি করে। নিজে সতর্ক হোন-সতর্কতা বাড়ানোর জন্য বেশী বেশী শেয়ার করুন
বাইরে আজ অনেক বাতাস সাথে মিষ্টি মিষ্টি রোদ। কখনো একটু বৃষ্টি কখনো আবার রোদ। আকাশও তার রূপ প্রকাশ করেছে
উপহার পেতে সবারই ভালো লাগে, সেই উপহার যদি প্রিয় শিক্ষরের দেয়া হয় তাহলে তো কথাই নেই।
৪ তারিখ মঙ্গলবার উপমহাদেশের অন্যতম রেপার্টরিবিদ ডা. আহাম্মদ হোসেন ফারুকী স্যারের চেম্বারে স্যারের সাথে সারা দিন রোগী দেখার সৌভাগ্য হলো। চিকিৎসা বিষয়ক ও ব্যক্তিগত নানা বিষয়ে কথা হলো। বিদায় বেলা আমাকে অবাক করে দিয়ে নিজের লিখা ১০টি বই উপহার দিলেন। এতগুলো বই স্যারের কাছ থেকে পাবো তা কখনো ভাবিনি, ঐ সময়ের অনূভুতি কথায় ব্যক্ত করা সম্ভব নয়।
স্মৃতির পাতায় ছবি গুলো সংরক্ষণ করে রাখলাম। মহান আল্লাহ স্যারকে দীর্ঘ নেক হায়াত দান করুন। স্যারের ছায়া আমাদের উপর আরও দীর্ঘ করুন, আমীন।
বন্ধ্যাত্ব সমস্যা সমাধানে কোন চিকিৎসা নেবেন | PCOS | PCOD | Oligospermia |Azoospermia | Infertility
এ বিষয়ে আরও ভিডিও দেখুন👉https://youtube.com/playlist?list=PLp6-yqF5jUvKBj17YhYRI_XYogm5mjqwy
ডা. মোঃ হাবিবুর রহমান
01827739012
(call IMO WhatsApp)
চেম্বারের ঠিকানা...
হাবিব হোমিও ফার্মেসী
চন্দ্রা-নবীনগর মহাসড়কের,
কবিরপুর বাসস্ট্যান্ড (তোহা টেক্সটাইলের সাথে) আশুলিয়া, সাভার, ঢাকা।
রোগী দেখার সময়ঃ-
🔶শনি থেকে বৃহস্পতি
সকাল ৯টা থেকে দুপুর ১টা
বিকেল ৪টা থেকে রাত ৯টা
🔶শুক্রবার
বিকেল ৩টা থেকে রাত ৯টা
(আসার দিন সকালে কল করে আসতে হবে)
Click here to claim your Sponsored Listing.