Prachyanews
প্রাচ্যনিউজ গতানুগতার বাইরের একটি সং
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই পৃথিবীর বুকে একটি রক্তাক্ত মহাকাব্য জন্ম নেয়।সে মহাকাব্যটির নাম বাংলাদেশ।৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রম দিয়ে এ মহাকাব্য রচনা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তিনি অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার আমাদের মহাকবি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ত্ব অর্জিত হওয়ার পর তা রক্ষা করে অর্থনৈতিক ও সাংষ্কৃতিক স্বনির্ভরতা প্রতিষ্ঠার ডাক আসে।নানা প্রতিকূলতা,দ
ছবি, ভিডিও প্রকাশের আগে ভাবুন প্লিজ। অনেক ছবি, ভিডিওতে মুখ ব্লার করতে হয়।
কজন শিক্ষার্থী তিনবার বিসিএস দেয়ার পর দেখল যে আরও দুইটা বিসিএসের সার্কুলার হয়েছে, তাঁর বয়স আছে, সুযোগ আছে দেয়ার। কিন্তু সে তো তিনবার দিয়ে ফেলেছে। তখন তাঁর মনের অনুভূতি কেমন হবে? অনেকে আমি দেখেছি ৫ বার দিয়েও হয়নি। অনেকে আছে প্রথম বা দ্বিতীয় বারেই হয়ে যায়। তবে এই সিদ্ধান্তের একটা দিক ভালো হবে। সেটি হল মেধাবী এইসব শিক্ষার্থী শুধু বিসিএসের পেছনে ছুটে জীবনকে হুমকির মধ্যে ফেলবেনা। বিকল্প চিন্তা থাকবে মাথায়। #35 #
যখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না তখন এমন একটা দৃশ্য কি সম্ভব ছিল? একটা ছেলে রেলগাড়িতে তাঁর হাত হারিয়েছে। জনতা ছবি তুলতে ব্যস্ত। ছবি দিয়ে আসলে এই ছেলের কষ্ট লাঘব হবে কি? আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন।
একটা মেয়েকে এত গুলো ছেলে অস্ত্রসহ ঘেরাও করে উড়না ধরে টান দিচ্ছে, ব্যাগ নিয়ে নিচ্ছে। মেয়েটা উড়না ফেলেই দৌড় দিচ্ছে। ছেলেগুলো মেয়েটাকে ধাওয়া করছে। কিশোর গ্যাং নিয়ে কারো চিন্তা আছে বলে দেখছি না।কিশোর গ্যাং নিয়ে আমি সত্যি খুব চিন্তিত। এই শহরে আমার ছেলে, মেয়ে বড় হচ্ছে। কতদিন আমি নিজে এদেরকে আগলে রাখতে পারব? এই শহরের যানজট থেকেও বড় সমস্যা কিশোর গ্যাং। এটা নিয়ে সম্মিলিত কোনো উদ্যোগ দেখছি না। অথচ সমাজকল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, শিশু মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। লক্ষ কোটি টাকার বাজেট খরচ হচ্ছে। কিন্তু কিশোর গ্যাং নিয়ে কারো চিন্তা দেখছি না। শিশুরা ডান্ডি খাচ্ছে দেদারসে। তিন বেলা ডান্ডি খাওয়া শত শত শিশু এই শহরে আছে। দেখার কি কেউ নেই?
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মুখে শুনুন স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত সত্য ইতিহাস। আশা করি এরপরে আর কেউ আমাদের ইতিহাস নিয়ে অযথা বিতর্ক করবেন না।
বঙ্গবন্ধু সম্পর্কে সেদিন যা বললেন ধর্ম বিষয়ক উপদেষ্টা, বিশিষ্ট আলেম জনাব আ ফ ম খালিদ হোসেন।
বঙ্গবন্ধুতে মুগ্ধ অধ্যাপক আসিফ নজরুল।
বঙ্গবন্ধুকে নিয়ে আসাফ উদ দৌলার স্মৃতিচারণ। Asafuddowla
প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে কেমন শিক্ষক আমরা চাই?
কলকাতায় ব্যবসায়ীদের মাথায় হাত! নেই বাংলাদেশী পর্যটক
Wonderful moments in CHUNARCHAR, BELNA, KERANIGANJ
https://www.youtube.com/watch?v=ibECDvCb9Ms
🔴LIVE- मुंबई कूच करने के बाद Imtiaz Jaleel का ये भाषण तेज़ी से हो रहा वायरल?? Azmi Mushaira Media Azmi Mushaira Media |||| Don't Forget to Like Comment, Share And Subscribe II🔴LIVE- मुंबई कूच करने के बाद Imtiaz Jaleel का ये भाषण तेज़ी से हो रहा वायरल?? ...
মানুষ বাটপারি-চিটারি করতে পারেঃকুত্তা-বিলাই পারেনা-পথ শিশুর অনুধাবন।