আজও ভালোবাসি তোমায়
আপনাদের লিখা গল্প, কবিতা পেইজে শেয়ার করতে ইনবক্স করুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ভাইদের জন্য সবাই দোয়া করুন । 💔
"ভালোবাসার অনুভূতি"
কিছু কিছু মানুষ তোমায় ঠিকই বুঝে নিবে। সে বুঝে নিতে পারে বলেই সে তোমার কাছের মানুষ।
তোমার হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্টগুলো ঠিকই তাদের চোখে ধরা পড়ে যাবে। ফোনের এ প্রান্ত হতে তুমি তাকে বলছো। আমি ভালো আছি। কিন্তু অদ্ভুত কোনো এক মায়াবলে অপর প্রান্ত হতে সে ঠিকই বুঝে নিবে তুমি ভালো নেই।
তুমি ভালো নেই বুঝতে পেরে সে ব্যাকুল হয়ে উঠবে। তার দুঃখ কষ্ট ভুলে গিয়ে সে তোমার দুঃখ কষ্ট দূরীকরণের হাজারো উপায় খুঁজে বেড়াবে। তার নিজেকে নিয়ে কোনো প্রকার চিন্তা-ভাবনা থাকবেনা। তুমিই তার সব।
তোমার দুঃখে তার বুক হাহাকার করে উঠবে। তোমার কষ্টে সে চুপিসারে অশ্রু বিসর্জন দিবে। সে এক অদ্ভুত ব্যাথা অনুভব করবে। যা অন্যান্য ব্যাথার জন্য ওষুধ খেলেও এটাকে সে জিয়িয়ে রাখার চেষ্টা করবে।
তোমার সুখেই সে সুখী হবে। তোমার প্রতি থাকবে তার অফুরন্ত ভালোবাসা। যে ভালোবাসায় থাকবে অতল বিশ্বাস, কিছু মান অভিমান, আর থাকবে পৃথিবীর সবচেয়ে কিছু পবিত্র অনুভূতি।
শুধুমাত্র প্রতিদিন দেখা করার নামই ভালোবাসা নয়। সারাটিক্ষণ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারে কমিউনিকেট করার নামই ভালোবাসা নয়। রাত জেগে ফোনালাপে ব্যাস্ত থাকার নামই ভালোবাসা নয়।
কিংবা কদিন পর পর ডেটিং এ যাওয়ার নামই ভালোবাসা নয়। অথবা সারাটিক্ষণ ভালোবাসি ভালোবাসি বলার নামই ভালোবাসা নয়। অনেক দূরত্বের মাঝে বহুদিন কথা না বলেও ভালোবাসা যায়।
কথা বলতে বলতে তার মায়াবি চাহনীর দিকে তাকিয়ে হঠাৎ অন্য কোনো জগতে হারিয়ে যাওয়ার মাঝেও ভালোবাসা রয়েছে। মন খারাপের রাতে বারান্দায় কিংবা ছাঁদে দাড়িয়ে তার পাঠানো পুরোনো ম্যাসেজ গুলো পড়ে আনমনে হেসে উঠার মাঝেও ভালোবাসা রয়েছে।
কিংবা পড়ন্ত বিকেলে শহরের অলিগলিতে হাতে হাত দিয়ে পাশাপাশি হেঁটে চলা আর ধুকপুক বুক বেয়ে বসন্ত নেমে আসার মাঝেও ভালোবাসা রয়েছে। প্রিয় গানগুলো বারবার শোনার সময় লিরিকসগুলো নতুনভাবে অনুভব করে তাকে কল্পনা করার মাঝেও ভালোবাসা রয়েছে। তাকে নিয়ে ভাবার সময় দু এক লাইন লিখে ফেলার মাঝেও ভালোবাসা রয়েছে।
এই পৃথিবীতে এরকম অসংখ্য ভালোবাসার উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকল ভালোবাসার মানুষের অন্তরে। যার মাঝে এরকম ভালোবাসার কিছু সুপ্ত অনুভূতি অন্তঃনিহিত। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। ভালো থাকুক ভালোবাসার অনুভূতিগুলো।
(সংগৃহীত)
Kotha sotto...
ভালোবাসার জন্য দিবসের প্রয়োজন হয় না। দিবসের প্রয়োজন হয় চাহিদা মেটানোর জন্য। 🙂🙂
একটা রিলেশনশিপ ব্রেকাপের পর অন্য রিলেশনশিপে যাওয়াটাকে চরিত্রের দোষ বলে না,
চরিত্রের দোষ সেটাই যখন একই সাথে একাধিক রিলেশনশিপ হ্যান্ডেল করা হয়।💔
জন্ম নেওয়ার তিন দিনের মাথাতেই সৃষ্টিকর্তা লিখে দেয় কার ভাগ্যে কার নাম আছে,
সেই নাম আমরা জানি না।😊💛
সেই নাম কে খুঁজতে একাধিক মানুষ জীবনে আসতেই পারে।যে ছেড়ে চলে যাবে জানবে সেই নামের মধ্যে সে পড়েই না।💚
কেউ কেউ ভাগ্যক্রমে প্রথমেই সেই মানুষ পেয়ে যায়, যেজন্য তাদের জীবনে আসা প্রথম মানুষটার সাথেই তাদের বিয়ে হয়।❤
আবার কেউ কেউ একাধিক ব্রেকাপের পর একটা ঘাটে এসে নোঙর ফেলে।💙
সবসময় জেনে রাখবে প্রথম প্রেম দ্বিতীয় প্রেম বলে কিছু নেই, যেটা টেকে সেটাই প্রথম এবং শেষ প্রেম, যেগুলো টেকে না সেগুলোকে "ভালোবাসা"বলে নামাঙ্কিত করলে "ভালোবাসা "শব্দটার অপমান করা হয়।😇
প্রেমে শুধু মানুষ বদলায়, প্রেমের নাম অতীতেও প্রেম ছিল, ভবিষ্যতেও প্রেমই থাকবে।💜
এর কোনো বদল নেই। তাই মানুষের হিসেবে প্রেম কখনোই এক দুই তিন সংখ্যায় বিবেচ্য হতে পারে না ❤
🤭
সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। অপূর্ণতা থাকে না শুধু বড় বড় সাধক ও মহা পুরুষদের
- হুমায়ূন আহমেদ
মানুষের জীবনে এমন কিছু কথা থাকে যা সবাইকে বলতে পারেনা। যেসব কথা সকলকে বলা যায় না তা মানুষ ডাইরিতে লিখে রাখে। কেননা কিছু কিছু কথা ডাইরির পাতায় থাকাটাই ভালো। কেননা কিছু কিছু কথা অন্য মানুষের কানে গেলে মানুষ তা নিয়ে হাসাহাসি করে।
জীবনের এমন কিছু সত্য কথা আছে যা অনেক সময় বলা হয়ে ওঠেনা। তার মূল কারণ কিছু কিছু কথা মনে দাগ কেটে যায়। যা মানুষকে বলে বোঝানো সম্ভব না। যার কারণে কথাগুলো আমাদের মনেই থেকে যায়।
কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।
- হুমায়ূন আহমেদ
প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।
- রবীন্দ্রনাথ ঠাকুর
জীবন কারো জন্য থেমে থাকে না,
কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়
প্রিয় মানুষটার জন্য ❤️
..
🦋জীবন পেন্সিলে আঁকা ছবির মতই, কিন্তু এর কোনো অংশই রাবার দিয়ে মুছে ফেলা যায় না✿
কাউকে ভালোবাসার পর সে ছেড়ে গেলে তাকে প্রায়শই মনে পরবে এটাই স্বাভাবিক, তবে তাই বলে এটা ভেবোনা যে তুমি ছেড়ে যাওয়ার পরেও সারা জীবন তোমায় মনে পরবে।
ღ যদি সফল হতে চাও তবে পরিশ্রম করে যাও। কেননা বিনা পরিশ্রমে সফলতা অর্জন করা যায় না। ღ
ভালোবাসা মানুষকে এক ঠেলায় সফলতার গল্পে ঢুকিয়ে দিতে পারে আবার এক নিমিষেই মানুষকে সম্পূর্ণ ধ্বংস ও করে দিতে পারে।
প্রতিটি মানুষ জীবনে বেঁচে থাকে ভালোবাসার জন্য, আর যখন মানুষের জীবনে থেকে ভালোবাসা দূরে সরে যায় তখন তার কাছে বেঁচে থাকা আর মরে যাওয়ার মাঝে কোনো পার্থক্য থাকেনা।
অপূর্ণতা প্রেমকে বড় ও গভীর করে তোলে৷ লাইলি – মজনু কিংবা রোমিও- জুলিয়েটের প্রেম এত বিখ্যাত হয়ে আছে, কারণ সেসব প্রেম ছিলো অপূর্ণ।
ভালোবাসা নিয়ে সবাই খুশি থাকেনা, কারো মনে থাকে বিদ্বেষ। তারা কখনোই কাউকে মন থেকে ভালোবাসতে পারেনা, ধোকাবাজির মধ্যেই তাদের মনের শান্তি।
জীবনে পথ চলাটা অনেক কঠিন তবে যদি এই পথে ভালোবাসার একজন মানুষ পাওয়া যায় তবে এ জীবনের পথ অনেক সহজ হয়ে যায়।
কাউকে ভালোবাসা যে কতটা কঠিন যা কেউ কাউকে ভালো না বাসলে বুঝবেনা, ভালোবাসা ছাড়া জীবনকে কখনোই উপভোগ করা যায়না।
SHAWN
🦋✿তুমি যদি মন থেকে কাউকে অফুরন্তভাবে ভালোবাসো তবে তা কখনোই ফুরাবার নয়, ফুরানোর পরিবর্তে দিনে দিনে সেই ভালোবাসা বৃদ্ধি পাবে✿🦋
SHAWN
আমরা মানুষরা নিজেই নিজেকে অসুখী মনে করি আর অসুখী করে ফেলি,
তার প্রথম আর প্রধান কারণ আমরা সর্বদা ব্যর্থতার হিসাব করি শুধু।
জীবনটাই যে মস্ত বড় পাওয়া এটা মৃত্যুর আগ মূহুর্ত ছাড়া
আমরা অধিকংশরাই বুঝতে পারি না।
পৃথিবীর প্রতিটা মানুষই অভিনয় করে।
কেউ নিজের সাথে কেউ অন্যের সাথে।
কেউ নিজেকে হাসাতে আবার কেউ
অন্যকে হাসাতে। কেউ এই অভিনয় করে
নিজের দুঃখ লুকাতে যেয়ে অথবা নিজেকেই দুঃখ দেয়ার জন্য। আবার কেউ অন্যের দুঃখ ঘুচাতে অথবা অন্যকে দুঃখ দিতে। তবে অভিনয় সবাই আমরা করছি আর করব এটা ঠিক।
"Only money can buy happiness"
কথাটা আগে মিথ্যে মনে হতো, কিন্তু আমি ভুল ছিলাম। এই শহরে টাকার কাছে সবকিছু বিক্রি হয়।
তুমি সবসময় কেবল নিজেকে নিয়ে ভেবেছো,
নিজেকেই ভালোবেসে আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছো
তুমি হচ্ছো একটা কষ্টদায়ক পাথরের টুকরা,
যা দিয়ে আঘাত দিয়েছো প্রতিনিয়ত
তোমার যখন যার সাথে কথা বলতে ইচ্ছে হয়
তুমি তার সাথেই কথা বলো, কাছে টেনে নাও,
আবার যখন ভালো লাগে না তখন তাকে দূরে সরিয়ে দাও
তোমাকে সবাই এতো ভালোবাসে
তবুও নিজের অবস্থানে তুমি স্বার্থপর
মনে রেখো, মানুষকে দেয়া প্রতিটি কষ্ট তুমি অবশ্যই পাবে
কখনোই সুখী হবে না তুমি,কোনদিন. . .
কে তুমি?
কেনো এতদিন পরে?
পেছনে ফিরে দেখো তুমি
অপ্রত্যাশিত অতিথি
চোখ ফেরালে বলো কেনো
ভয় পেয়েছো কি, নাকি অরতি?
জানি প্রতিটা স্বপ্নে তুমি দেখেছো আমায়
নিরন্তর ছিলে আমারই ছায়ায়
তবে চোখ মেলাতে কি বিরোধ
ভুল করে একটাবার প্রাচীরটা ভেঙ্গে দেখো
জমে আছে কত কথা ভুল করে বলে দিও
জন্মান্তর যদি মিথ্যে হয়, এই হবে শেষ দেখা
ভালোবাসি কেনো যে তোমায়
হবেনা আর কখনও বোঝা
যখন তোমাকে খুব মিস করি,, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি..
জানি সেখানে তোমাকে দেখব না..
কিন্তূ এই ভেবে সান্তনা পাই যে,, দুজনে এক আকাশের নিচেইতো আছি..
পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে।
বাসার ছাদে
দাঁড়িয়ে আছে রোদ।কিন্তু সে
ট্রেনের
কোনও শব্দ অনুভব করছে না।সে
ভেবে
যাচ্ছে নিজেকে নিয়ে।
নিজের জীবন কে
নিয়ে।পরিবার কে নিয়ে।এসব
ভাবার
কারনে বাইরের কিছুই সে অনুভব
করতে
পারছে না।ইচ্ছে করছে ছাদ
থেকে লাফ
দিয়ে সুইসাইড করতে।কিন্তু
সেটা কি
সম্ভব?বেঁচে থেকেই বা কি হবে?
ইচ্ছের
তো বিয়ে হয়ে যাচ্ছে।দুই দিন
পরই তার
বিয়ে। কিন্তু রোদের কোনও
উপায়
নেই।না পারবে এই বিয়েটা
আটকাতে সে
আর না পারবে নিজেই বিয়ে
করতে।
-এই ভাইয়া , শুনিস না কেন?
খেতে
আয়।
হঠাৎ করে মেঘ এসে জোরে
ধাক্কা দিয়ে
বলে রোদ কে।
মেঘ রোদ এর একমাত্র বোন।এই
দুনিয়ায় রোদ এর মেঘ আর আম্মু
ছাড়া
কেউ নেই।হ্যাঁ, ইচ্ছে নামের
মেয়েটি
হয়ত ছিল তার কেউ একজন,বাট
সেও
অন্য জনের হয়ে যাচ্ছে।
-কই ডাকলি তুই?
-এই যে অনেকক্ষণ ধরে ডাকছি।
কিন্তু
তুমি শুনতেই পাচ্ছ না ভাইয়া।কি
হয়েছে
তোমার?
-কই, কিছু না তো। তুই যা, আমি
আসছি।
না, রোদের সুইসাইড করা যাবে
না।সে
ছাড়া তো তার মা আর বোনের
কেউ
নেই।সে চলে গেলে মা বোনকে
কে
দেখবে?মেঘকে পড়ালেখা শেষ
করাতে
হবে, ভালো ছেলে দেখে তার
বিয়ে দিতে
হবে।অনেক কাজ যে রোদের
বাকি
আছে।।কিন্তু ইচ্ছেকে ছাড়া
রোদ
বাঁচবে কিভাবে?সে তো ইচ্ছে
কে নিজের
জীবনের চেয়েও বেশি
ভালোবাসে।
রোদ আর ইচ্ছের পরিচয় ভার্সিটি
র
প্রথম দিনেই।প্রথম দেখাতেই
রোদকে
ভালো লেগে যায় ইচ্ছের ।সেই
থেকে
ফ্রেন্ডশিপ তারপর প্রেম।রোদ
প্রথম
দিকে এ রিলেশনে যেতে চায়
নি।কারন
রোদ জানত এটা সম্ভব না।কিন্তু
ইচ্ছের ভালোবাসার সামনে
তা বেশি
দিন টিকে নি।অবশেষে
ভালোবেসে ফেলে
ইচ্ছে কে।
আসলে রোদ এর মত ছেলেদের জন্য
ভালোবাসা নয়।যাদের ঘরে
বাবা
নেই,এমন কি বাবা তেমন বেশি
সম্পদ
ও রেখে যায় নি, তারা
ভালোবাসার কথা
ভাবতেই পারে না।তাদের
পরিবার কে
চালাতে হয়।মা বোনকে দেখে
রাখতে
হয়।বেঁচে থাকার জন্য যুদ্ধ করে
যেতে
হয়।
রোদের ফোনে একটা টেক্সট
আসলো
ইচ্ছের।
"ভালো থেকো রোদ।আমি
বুঝেছি তুমি
আমাকে একটুও ভালোবাসো নি।
সব
অভিনয় ছিল তোমার।আমি
তোমাকে
কোনও দিন ক্ষমা করবো না।"
রোদের চোখ দিয়ে কয়েক
ফোঁটা অশ্রু
ঝরে পড়লো।হয়ত তা কেউ
দেখলো না।
বুঝতে পারবে না ইচ্ছে কোন
দিন।
ইচ্ছে বিয়ের খবর শোনার পর রোদ
কে
সব বলে।ইচ্ছে চায় রোদ যেন
তাকে
নিয়ে পালিয়ে যায়।কিন্তু রোদ
তা চায়
নি।ইচ্ছেরা অনেক বড়লোক।
ইচ্ছের
বাবা কোনও মতেই রোদের
সাথে বিয়ে
দিবে না । হয়ত বিয়ে দিত যদি
রোদ
কোন জবে থাকতো।কিন্তু সে
বেকার।
রোদ একদিন ভালো অবস্থায়
যাবে,তবে
এত দিন কোন মা বাবাই তার
মেয়েকে
রাখবে না।তাই পালানো
ছাড়া ইচ্ছের
কোন উপায় ছিল না।
রোদ ইচ্ছেকে বলে সে যেন তার
বাবা
মার পছন্দের ছেলেকে বিয়ে
করে ফেলে।
তাতেই সে হ্যাপি হবে।রোদকে
যেন ভুলে
যায়।কথা গুলো শোনার পর ইচ্ছে
কাঁদতে কাঁদতে চলে যায়।
একবারও
পিছনে তাকায়নি।যদি তাকাত
তবে
হয়ত অনেক কিছু দেখতে পেত।।
ভালোবাসা রোদদের মত
ছেলেদের জন্য
নয়।হয়ত পালিয়ে যেতে পারতো
কিন্তু
তাতে কেউ সুখী হত না।প্রচন্ড
অর্থবিত্তের মাঝে বেড়ে ওঠা
একটা
মেয়ে রোদের কাছে ভালো
থাকতো না।
কারন রোদের তেমন টাকা পয়সা
নেই।
হয়ত একদিন সব ই হবে, ,,তখন ইচ্ছে
থাকবে না।রোদের বিয়ের কথা
ভাবতে
অনেক দেরি আছে।টিউশনি করে
মা
বোন নিয়ে বেঁচে থাকা যায়।
তবে বউ
নিয়ে না।।
হয়ত রোদ ইচ্ছেকে বিয়ে করতে
পারতো।যদি তারা সমবয়সী না
হত।
ধীরে ধীরে কালো মেঘে
ঢেকে যাচ্ছে চাঁদ
টা।ট্রেন একটার পর আরেকটা
আসছে।
দাঁড়িয়ে আছে রোদ।।অনেক
গুলো ট্রেন
চলে গেল।রোদ দাঁড়িয়েই আছে।
হয়ত
সারা রাত দাঁড়িয়ে থাকবে,,,,
(সংগৃহীত)
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Jahangirnagar University
Savar, 1342
This magazine is a platform where you can share your memories and experiences gathered during JU life
CRP Chapain
Savar, 1343
Holociti is a Digital Marketing and Business Consultancy service provider. Which will help you to gr
Parbati Nagar
Savar, 1340
To share with the world the stories of all the people that make up EMCH; from the professors to the
Savar
This Magazine is a platform where you can Share your memoires and Experience gathered durnig SGC life
Savar Pouro Elaka
Savar
A Person who falls and gets back Up is much Stronger than a Person who Never fell