GK MEDIA
মানুষের ভালোবাসা পাওয়ায় কাম্য�
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মতিয়া চৌধুরীর মামা মোস্তফা জামাল হায়দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
💥ব্রেকিং
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ।
স্কুল পর্যায়-৫৫৮৯০ জন উত্তীর্ণ
স্কুল-(২)-৫৩২৩জন উত্তীর্ণ
কলেজ ও সমপর্যায়-২২৬৫২ জন উত্তীর্ণ
সর্বমোট-৮৩৮৬৫জন
এমন মরণ মওলা তুমি কাউকে দিয়ো না
বন্যা কবলিত ধোবাউড়া উপজেলা পুড়াকান্দুলিয়া গ্রামে আজ নৌকা যোগে বাজারে যাবার পথে হঠাৎ ভিমরুল (ব্যাংরুল) এর আক্রমনে পরেন দূধনই জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম হুজুর,ও উনার মেয়ে এবং ছেলে তিনজন।
বাবা মেয়ে মারা গেছেন সবাই জেনেছেন। সর্বশেষ ছোট ছেলেটাও মারা যায়।
এমন মর্মান্তিক মৃত্যু কোন ভাবেই মেনে নেয়া যায় না
। বাবা,ছেলে,মেয়ে একসাথে তিন জনের জানাজা আজ সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।
রব্বুল আলামীন আপনি তাঁদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এবং বেহেশতবাসী করুন । আর শোকাবহ পরিবারকে সবর করার তৌফিক এনায়েত করুন ।। আমীন।।
সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন শেরপুর জেলার কৃতি সন্তান জেনারেল ওয়াকার-উজ-জামান
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, জানুয়ারী-২০২৪.
অনলাইনে আবেদন শুরু ১৯জানুয়ারি ২০২৪এবং শেষ ০৭ ফেব্রুয়ারি ২০২৪
শীতকালীন সবজি
লোকেশন🌐 বরমী, শ্রীপুর,গাজীপুর
চিতাবাঘটি একটি মা বানরকে হ'ত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে। এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা❤️
চিরিরবন্দর রেলওয়ে বাজারে পাঙ্গাস মাছে আল্লাহু লেখা দেখা গেছে.... সুবাহানাল্লাহ
AllAH MOHAN♥️♥️
পুরো অন্ধকার সেন্টমার্টিন আইল্যান্ড
😥🥲
আল্লাহ সবাইকে হেফাজত করুন 🤲🤲
লাখনৌ বাজারে এক গরিব দর্জির দোকান
ছিল। সেই দর্জি কারও মৃত্যু সংবাদ
শুনলেই নিজের দোকান বন্ধ করে
তার জানাযায় শরিক হতেন।
'এরকম ঘনঘন দোকান বন্ধ করলে
আপনার কারবারে ক্ষতি হবে তো !' -
একথার উত্তরে সেই দর্জি
বলেছিলেন,
'আলেমদের মুখে
শুনেছি -
"যে মানুষ মুসলমানদের
জানাযায় বেশি বেশি অংশ নেবে, তার
নিজের জানাযায় অনেক বেশি
লোকের সমাগম হবে।"
- আমি তো
গরিব মানুষ। বেশি লোক আমাকে
চেনেই না। তো, আমার জানাযায় আর
কজন লোক আসবে ! তাই,
মুসলমানের হক ভেবে এবং এই
কাজের দরুন আল্লাহ্র সন্তুষ্টি পাওয়ার
উদ্দেশ্যে, আমি জানাযায় যোগ দিয়ে
থাকি।'
আল্লাহ্র কী শান দেখুন !
1902 সালে লাখনৌয়ের বিখ্যাত আলেম
আবদুল হাই সাহেবের ইনতিকাল
হলো। রেডিওতে তাঁর মৃত্যু সংবাদ
সম্প্রচার করা হলো। খবরকাগজে ছাপা
হলো জানাযার স্থান ও সময়। জানাযায়
হাজির হলো কয়েক লক্ষ মুসলমান।
দেরিতে পৌঁছনোর জন্য অনেকে
শরিকও হতে পারল না।
জানাযার ময়দানে, মাওলানা আবদুল হাই
লাখনৌবির জানাযা শেষ হওয়ার সাথে সাথে,
অন্য আর একটি 'মাইয়েত' আনা হলো
এবং ঘোষণা করা হলো - 'আপনারা
মেহেরবানি করে আরও একজন
ভালো মুসলমানের জানাযা পড়ে যান।'
এই দ্বিতীয় জানাযাটি ছিল সেই গরিব
দর্জির। মাওলানার জানাযায় অংশ নেওয়া
সমস্ত লোক, যাঁদের মধ্যে
অনেকেই আল্লাহ্ওয়ালা ও আলেম
ছিলেন, সকলেই সেই দর্জির জানাযা
পড়লেন। এমনকি, সামান্য দেরির জন্য
মাওলানার জানাযায় শরিক হতে না পারা
লোকেরাও এই দর্জির জানাযায় শরিক
হলো। ফলে, ওই বিখ্যাত আলেমের
চেয়ে এই অখ্যাত দর্জির জানাযায় বেশি
লোকের সমাগম ঘটল !
সর্বোচ্চ মহান আল্লাহ্ পূর্ণ করলেন
দর্জির মনস্কামনা।
সত্যিই, 'ইখলাস' বা বিশুদ্ধ আন্তরিকতার
সঙ্গে কোনও কাজ করলে তা ব্যর্থ
হয় না !
.....
শেরপুর জেলা মানবাধিকার সংস্থা আমাদের আইন এর আওতাধীন, শেরপুর সদর উপজেলা মানবাধিকার সংস্থা আমাদের আইন এর সভাপতি নির্বাচিত হলেন, জনাব খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক, জনাব মোঃ জাকির হোসেন মিন্টু
১৯৬৫ সালে ৫ বিঘা জমির বিনিময়ে জাপানি এই রেডিওটি ক্রয় করেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রহিমাবাদ গ্রামের আলতাফ মিয়া।
লেখা ও ছবি : সংগৃহীত
ভারতের কর্নটাকের হিজাব আন্দোলন সেই ছাত্রী,, তাবাসসুম , যে কি না আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো বিশ্ব কাপিঁয়ে ছিল,, ঠিক ঐ মুসকান ই আবার,, দ্বাদশ শ্রেনিতে 600 মার্কের মধ্যে 593 নম্বর পেয়ে গোটা রাজ্যের প্রথম স্থান অর্জন করেন। 😍
আলহামদুলিল্লাহ্ একেই বলে বীর। ❤❤
শ্রীবরদীর কাকিলাকুড়ার দক্ষিণ চিথলিয়ায় বজ্রপাতে নিহত- ১! আহত- ২
সূত্র : আমাদের শ্রীবরদী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান 🎆আনন্দ উল্লাস🎇
সময়: ঈদের দিন সন্ধ্যা।
ভেন্যু : গাজীর খামার বাজারের উত্তর পাশে,ইউনিয়ন পরিষদ রোড
জি কে মিডিয়ার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা।
❣️❣️🌙
ওগো শুনছো শুধু টিপলেই হয় না' ডুকাতে হয়🙃🤪
একদিনে ৫০ শতক জমির ধান কেটে তাক লাগালেন নুরুল!
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একদিনে ৫০ শতাংশ (স্থানীয় হিসেবে ৫ কাঠা) জমির বোরো ধান কেটে তাক লাগিয়ে দিয়েছেন নুরুল আমীন নামে এক শ্রমিক। এ বাবদ ৩ হাজার ৫০০ টাকা মজুরি পেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর ৫টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একাই ৫০ শতাংশ জমির ধান কাটেন নুরুল। তার ধান কাটা দেখতে ক্ষেতের চারপাশে কয়েকশ মানুষ ভিড় জমান।
(সংগৃহীত)
কি নাচরে ভাই😱😱