SAZZAD
আমি সাক্ষ্য দিচ্ছি.!✋
- আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, আল্লাহ এক এবং অদ্বিতীয়.!
Bazzigar brid
তুর্কীর একটি চ্যানেল ৫ বছরের এক বাচ্চার সাথে কথা বলে যাকে ১১২ ঘন্টা পর ধ্বং*সস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি এত দীর্ঘ সময় অ*নাহারে থাকনি?
সে উত্তরে বলে একজন সাদা পোশাকের ব্যক্তি তার নিকট এসে তাকে খাবার ও পানি দিত অতপর চলে যেত।
আল্লাহ তা'আলা বলেনঃ
আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই,তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়।সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে।(সূরা হুদ: ৬)❤️🥀
সুবাহানাল্লাহ।।
আজারবাইজানের রাজধানী বাকু শহর থেকে নিজের ভাঙ্গা গাড়ি নিয়ে তুর্কির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই ব্যক্তি। নিজের স্বল্প সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব সাহায্য করা যায় তা গাড়িতে বোঝাই করে নিয়েছেন।
মানবতার চাইতে সুন্দর দৃশ্য আর কিছুই হতে পারে না—💙
জাফর ইক বালের বই কিনতে তার এক ফ্যান মেলায় উপস্থিত.
কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হবে কিভাবে একটা বিরুদ্ধ পরিবেশের বিপরীতে একাই লড়াই করে যেতে হয়! তার অনুপ্রেরণা হওয়া উচিত হিরো আলম।
আমাদের দেশের তৃতীয় থেকে ৬ষ্ঠ শ্রেণীর বইতে আজেবাজে গল্প ও মনগড়া কথা না লিখে হিরো আলম তথা আশরাফুল আলম এর জীবনযুদ্ধের গল্প লেখা উচিত।
আপনি ঘৃণা তুচ্ছতাচ্ছিল্য হাসিঠাট্টা ট্রল করতে পারেন, কিন্তু এই হিরো আলম থেকে আমি প্রতিনিয়ত শিখিছি, আমার অনুপ্রেরণাও বটে। কিভাবে একটা বিরুদ্ধ পরিবেশে বিপরীতে একাই লড়াই চালিয়ে নিজের স্বপ্নপূরণে লেগে থাকতে হয়। সেটা Hero Alom এর জীবন থেকে শিখতে পারেন।
নিম্নবিত্ত পরিবারের টাকা-পয়সা, খ্যাতি, প্রভাব, শিক্ষা কিংবা রূপহীন ছেলের জন্ম। ছোটবেলায় একবেলা খাবার খেতে পারলে দুইবেলা উপবাস থাকা লেগেছিলো, বাবা চানাচুর বিক্রি করে সংসার চালাতো।
শিক্ষা জীবনের সমাপ্তিটা ক্লাশ থ্রি বা ফোরে থাকা অবস্থায় এক বৃষ্টিস্নাত রাতে আশরাফুল আলমের মাকে মেরে ছেলেকেসহ ঘর থেকে বের হয়ে নানার বাড়ী পাড়ী দিয়ে।
তারপর ক্যাসেটের দোকান দিয়ে পরিবার চালিয়েছেন। কিন্তু তার স্বপ্ন ছিলো অনেক বড়ো। বলতে গেলে আকাশকুসুম কল্পনা। সিনেমায় অভিনয় করা।
পরিচালকেরা তাড়িয়েছে হিরো হওয়ার স্বপ্ন নিয়ে হাজারো তিরস্কার সহ্য করে নায়ক হয়েছে, গায়ক হয়েছে, এমপি হওয়ার অনবরত চেষ্টা সফল হয়ে লড়েছে এবং আদালত প্রাঙ্গনে লড়াই করে এখনো টিকে আছে।
পুঁথিগত বিদ্যা না থাকলেও মহামারী ও বিপদেআপদে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। নিজের স্বশিক্ষিত জ্ঞান দিয়ে গণমাধ্যমের উল্টো পাল্টা প্রশ্নের জবাব সুকৌশলের সাথে অনুপ্রেরণামূলক ভাবে উত্তর করেন।
যে শিক্ষিত কিংবা চাটুকারিতার মুখোশ পরিহিত এমপি যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে নিঃস্ব করে দিচ্ছে, তাদের চাইতে হাজারগুনে হিরো আলম এমপি হওয়ার যোগ্য! আমি তার মঙ্গল কামনা করি।
একটা স্কুলে টিচার ছাত্রদের প্রশ্ন করেছিলেন...
কারা নামায পড়ে না?
প্রথম জন উত্তর দিল - যে ব্যক্তি মারা গিয়েছে।
দ্বিতীয় জন উত্তর দিল - যে ব্যক্তি নামায পড়তে পারে না।
তৃতীয় জন খুব সুন্দর উত্তর দিয়েছে যেটা টিচারের চিন্তা বাড়িয়ে দিল! উত্তরটি হলো - যে ব্যক্তি অমুসলিম, সে নামায পড়ে না।
এবার টিচার চিন্তায় পড়ে গেলেন
এর মাঝে আমি কোনটিতে আছি?
আমি কি মারা গিয়েছি?
আমি কি অমুসলিম?
আমি কি নামায পড়তে পারি না?'
আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবী করার পরও নামাজ পড়ি না, চলুন আমরাও একটু চিন্তা করি নিজেকে নিয়ে, প্রশ্ন করি নিজেকে।
⭐একজন ইউপি চেয়ারম্যানের মাসিক বেতন ৮ হাজার টাকা। সে হিসেবে ৫ বছরে ওনার সম্ভাব্য আয় হবে ৪ লক্ষ ৮০ হাজার টাকা🙂
⭐একজন মেম্বারের মাসিক বেতন ৫ হাজার টাকা। সে হিসেবে ৫ বছরে ওনার সম্ভাব্য আয় হবে ৩ লক্ষ টাকা।🙂 কেউ যদি এই নির্বাচনের জন্য অঢেল টাকা-পয়সা খরচ করে তাহলে বুঝতে হবে তার উদ্দেশ্য খারাপ। এই টাকা সে জনগণের কাছ থেকে কিভাবে আদায় করবে তা বুঝতে আশা করি কারো কষ্ট হবে না। তাই সামান্য হাজার দুয়েক টাকার কাছে বিক্রি হয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। এই টাকা দিয়ে আপনি সর্বোচ্চ পাঁচদিন হয়তো চলতে পারবেন। কিন্তু পরবর্তী পাঁচ টা বছর কি করবেন???
আশা করি সবাই বুঝতে পেরেছেন।👍
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Sherpur
2110
Mymensingh, Town
Sherpur
Assalamualaikum viewers, I am here to present you some interesting videos. So following my page.
Nokla, Sherpur
Sherpur
১। নিজেকে পর্যবেক্ষণ করুন ২। স্রোতের বিপরীতে ভাবতে ভয় নয় ৩। নিজের দক্ষতা ও দুর্বলতাকে জানতে হবে
Sherpur, 2100
🖤 💜⭕💜 💙❖⭕❖💙 ◈•┼┼•🌹•┼┼•◈ ✮┼✮ ━━❖❖♥❖❖━━ ꧁𑁍𝐒𝐮𝐛𝐨𝐫𝐧𝐚𑁍꧂ ━━❖❖♥❖❖━━ ✮┼✮ ◈•┼┼•🌹•┼┼•◈ 💜❖⭕❖💜
Sherpur
Sherpur
Hi I am shoel rana, I,m a blogger I have a facbook page please follow me to gate my vedio everyit.
Sherpur
I like to make videos, so I share the videos with you, so please support me more, like, comment, share, thanks you very much❤️❤️❤️
Sherpur
I have no such qualities Which is like writing, I always try Like everyone's mind to stay.�� I know I'm different, Yet like everyone else, I want to be with everyone.��
Village: Benupara, Post Office: Kakarkandi Thana: Nalitabari, City:Sherpur
Sherpur, 2110
Hi, This is Seo Vlog Channel.In this channel, I share my Seo vlog videos, travel Seo vlog