Programming With Tanvir

আসসালামু আলাইকুম 😊
পেইজে স্বাগতম 🖤

Photos from Programming With Tanvir's post 24/12/2023

আলহামদুলিল্লাহ অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা রক্ত সেবা ওয়েবসাইট তৈরি করব
ইনশাআল্লাহ আমি সেটাকে তৈরি করে ফেলেছি ,
আমার ওয়েবসাইটের সুবিধা সমূহঃ
১ । এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ডোনার কে খুঁজে বের করা যাবে ।
২ । ডোনার কে মেসেজ করা যাবে
৩। গ্রুপভিত্তিক ভাবে ডোনার খোঁজা যাবে
৪। জেলা থানা অনুযায়ী ডোনার খুঁজতে পারবে
৫। টপ ডোনারদের তালিকা দেখা যাবে
আপনারা যেভাবে ডোনার রেজিস্ট্রেশন করবেন
বিস্তারিত কমেন্টে

03/07/2023

ই-কমার্স ’২০২২ এর নিয়ম অনুযায়ী তৈরী।
ই-কমার্স প্যাকেজের মধ্যে যা পাচ্ছেন -–
১। রিটেইল এবং হোলসেল সুবিধা
২। একটি ডায়নামিক PHP লারাভেল ভিত্তিক ই-কমার্স ওয়েবসাইট। সিঙ্গেল ভেন্ডর ও মাল্টিভেন্ডর ওয়েবসাইট।
৩। ফ্রি SSL সার্টিফিকেট(সারা জীবনের জন্য)।
৪। ডিস্কাউন্ট বা কুপন প্রোডাক্ট অপশন।
৫। বাংলা এবং ইংরেজী দুইটি ভাষা (ইংরেজী থেকে বাংলা ভাষা পরিবর্তন করা যাবে)।
৬। আনলিমিটেড প্রোডাক্ট আপলোড।
৭। সেবা, ডিজিটাল প্রোডাক্ট আপলোড করার সুবিধা।
৮। আনলিমিটেড প্রোডাক্ট ক্যাটাগরি।
৯। প্রিমিয়াম লুকিং রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন। যেকোনো কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন ও ট্যাবে স্মুথলি সাপোর্ট করবে।
১০। স্টক ম্যানেজমেন্ট এর সুবিধা- কয়টা প্রোডাক্ট স্টকে আছে, কয়টা বিক্রি হয়েছে এবং স্টক শেষ হলে অটোমেটিক Out Of Stock দেখানোর ব্যবস্থা।
১১। একটি প্রোডাক্টের একাধিক সাইজ/ কালার / ব্র্যান্ড / দাম / ছবি ও অন্যান্য তথ্য যোগ করার ব্যবস্থা থাকবে।
১২। কাস্টমার একাউন্ট, অর্ডার ট্র্যাকিং, লাইভ চ্যাটিং এর ব্যবস্থা।
১৩। পেমেন্ট গেটওয়ে SSL কমার্স (বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমেক্স কার্ড ) সহ বিভিন্ন পেমেন্ট মেথড অপশন।
১৪। অর্ডার গ্রহণ, অর্ডার এডিট, অর্ডার হোল্ড, অর্ডার প্রসেসিং, অর্ডার কমপ্লিট অপশন।
১৫। শিপিং/ডেলিভারী চার্জ সিস্টেম।
১৬। ফ্লাশ ডিল এবং ক্যাম্পেইন প্রোডাক্ট অপশন।
১৭। অটোমেটিক ইনভয়েস তৈরী।
১৮। অটোমেটিক প্যাকিং স্লিপ তৈরী।
১৯। প্রোডাক্ট গ্যালারি অপশন।
২০। ডিজিটাল হিসাব-নিকাশের লাইভ স্ট্যাটাস সুবিধা।
২১। Blog অপশন, যার মাধ্যমে আপনি পোস্ট/আর্টিকেল লেখালেখি করতে পারবেন।
২২। Reviews/Product Reviews অপশন।
২৩। Wish Lists অপশন।
২৪। Easy To Use Control Panel, User Friendly, Mobile Friendly & CMS.
২৫। All Security Option.
২৬। সব ধরণের সোশ্যাল নেটওয়ার্ক সাইট, আইকন।
২৭। সোশ্যাল লগইন (লগইন উইথ ফেসবুক এবং গুগল)।
২৮। অটোমেটিক ই-মেইল এর সুবিধা।
২৯। ফটো স্লাইডারএবং ডাইন্যামিক ব্যানার।
৩০। লাইভ চ্যাট অপশন।
৩১। প্রোডাক্ট সার্চ অপশন।
৩২। প্রোডাক্ট ফিল্টার অপশন।
৩৩। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)।
৩৪। লগইন-রেজিস্ট্রেশন ছাড়াই প্রোডাক্ট ক্রয়।
৩৫। প্রি-অর্ডারের সুবিধা।
৩৬। শিপিং মেথড যোগ করার সুবিধা (কোন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয়েছে তা কাস্টমারের জানার সুযোগ)।
৩৭। অর্ডার ট্র্যাকিং সিস্টেম।
৩৮। স্টাফ ম্যানেজমেন্ট
৩৯। ওটিপি সিস্টেম।
৪০। কাস্টমার এবং শপ ওনারের কাছে অর্ডার সম্পর্কিত ম্যাসেজ প্রদানের সুবিধা।
৪১। ক্লাসিক প্রোডাক্ট (ক্লাসিক এ্যাড) যোগ করার সুবিধা।
৪২। রিটেইল এবং হোলসেল, দুই ভাবেই পণ্য বিক্রয়ের সুবিধা।
৪৩। রিসেলার অপশন
৪৪। FAQ (Frequently Asked Questions), About Us, Contact Us, Terms & Conditions, Refund Policy সহ গুরুত্বপূর্ন পেজ সহ আরো অনেক ফিচার ।
৪৫।.com Domain
৪৬। 10GB Hosting
👉আপনি যদি এন্ড্রয়েড ওয়েবভিউ মোবাইল অ্যাপস নিতে চান সেক্ষেত্রে ৪৯৯/- অতিরিক্ত চার্জ দিতে হবে।
এছাড়া ও যেকোন ধরণের কাস্টমাইজ ওয়েবসাইট করে নিতে পারবেন।
কেন আমাদের কাছ থেকে ওয়েবসাইট/সফটওয়্যার তৈরী করবেন?
***************************************
✔আমরা আপনাদের কথা চিন্তা করে বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকি যেমনঃ
সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ সেবা দান করি ।
✔ঠিক আপনার মনের মত করে ওয়েবসাইট কাস্টমাইজ ও ডেভেলপ করি।
✔আমরা ঠিক সময় কাজের ডেলিভারি দিয়ে থাকি।
✔কাজের শেষে উপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে আমরা কাজ বুঝিয়ে দিয়ে থাকি।
✔কোন প্রকার লুকায়িত খরচ নেই।
✔যেকোনো সমস্যায় আমরা লাইফটাইম অনলাইন সাপোর্ট প্রদান করি।


বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিতে পারেন ।
আমাদের অন্যান্য সার্ভিস সমূহঃ
👉স্কুল,নিউজপোর্টাল,হসপিটাল,রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সহ যেকোন লারাভেল ওয়েবসাইট
আমাদের যেকোন সার্ভিস নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।
ধন্যবাদ

01/07/2023

⛔️যদি এগুলো না করেন, তাহলে অনলাইন ব্যবসায় ছেড়ে দিন
২০২১ সালের দিকেও কিছু পেইজ ছিল খুব হৈ হুল্লর করে অনলাইন বিজনেস শুরু করেছিল, এরকম অনেক পেইজ এখন নাই। বছর খানেক আগে লাস্ট পোস্ট করা হয়েছে, কেউ পেইজ নাম চেঞ্জ করেছে, কেউ বা পেইজ ডিলিট করে দিয়েছে। কিন্তু কেন? কেন অনলাইন ব্যবসায় থেকে অনেকে ঝড়ে পরে। শুরু করে ঠিক কিন্তু ধরে রাখতে পারেনা। আমরা অনলাইন ব্যবসায় এর জন্য সার্ভিস দিয়ে আসছি ২০১৯ সাল থেকে, আমাদের চোখের সামনে ছোট পেইজ অফিস নিয়েছে, অনেক টাকা নিয়ে নামা পেইজ এ হাওয়াআআআ হয়ে গিয়েছে এবং অনেকে ছোট ছোট পায়ে হাল না ছেড়ে এগিয়ে চলেছে। এই অভিজ্ঞতাগুলোর আলোকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই যা অনলাইন ব্যবসায়ের জন্য অনেক প্রয়োজন। আর যদি এগুলো না করেন, তাহলে অনলাইন ব্যবসায় ছেড়ে দিন।
▪ আগে শিখুন, পরে মাঠে নামুনঃ ব্যবসায় আর সাতার কাটা এক বিষয় না। যে পানিতে নামলাম, পানি খাইলাম এক সময় সাতার শিখে গেলাম। ব্যবসায় এর পেছনে আপনি একা না, অনেকে জড়িত থাকে। সুতরাং ব্যবসায় কে সাতার মনে করে নাকানি চুবানি না খেয়ে কিছু অভিজ্ঞতা এবং প্রায়োগিক জ্ঞান নিয়ে ব্যবসায় করতে নামুন। ফেসবুকে পেইজ কীভাবে ম্যানেজ করতে হয়, অ্যাড কীভাবে দেয়া যায়, পলিসি কি, অ্যাকাউন্ট কীভাবে সেইফ রাখা যায় এসব জেনে ব্যবসায় নামা উচিত। খালাতো ভাই, এলাকার ভাই, বি এফ কে দিয়ে পেইজ ম্যানেজ করালে লালবাতি জ্বলতে বেশী সময় লাগবে না। বি এফ ভাইয়েরা রাগ কইরেন না, সব খানে পারফর্মেন্স ভাল নাই হতে পারে, ইটস ওকে। যারা ব্যবসায় করতে চান, বেসিক কিছু বিষয় হলেও শিখে জেনে তারপর নামুন। তাহলেই অমুক আইটি তমুক ফ্রিল্যান্সার আপনাকে হাইকোর্ট দেখাতে পারবে না, সার্ভিস নিলেও আপনি আপনার মত করে বিষয়টা বুঝতে পারবেন, মতামত দিতে পারবেন। ভবিষ্যতে নিজের কাজ নিজেই করতে পারবেন। সুতরাং, আগে শিখুন পরে মাঠে নামুন।
▪ গড্ডালিকা প্রবাহে গা ভাসাবেন নাঃ একটা প্রোডাক্ট ভাল চললেই সবাইকে যে ঐ প্রোডাক্ট সেল করতে হবে বিষয়টা এমন না। কিন্তু অনেক বিজনেস এর শুরুই হয় এভাবে। যেটা বেশী চলে সেটায় সবাই মিলে যোগ দেয়। তাই প্রডাক্ট সিলেকশনে সতর্ক হউন। ২০২০ সালে যে পেইজগুলো শুধু কভিড সংক্রান্ত সার্ভিস বা প্রোডাক্টে ফোকাস দিয়েছিল তাদের বেশীরভাগই এখন ফোকাস চেঞ্জ করে ফেলেছে। এরকম একটি প্রোডাক্টে ফোকাস থাকা অনেক পেইজ কম্পিটিশনের কারণে নতুন প্রোডাক্ট আনতে বা ব্যবসায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তাই প্রোডাক্ট সিলেকশনে সময় নিন। রিসার্চ করে, ভবিষ্যৎ ফিসিবিলিটি বুঝে অনলাইন ব্যবসায় শুরু করা উচিত।
▪ ধৈর্য সবচেয়ে বড় শক্তিঃ একদম বাস্তব কিছু অভিজ্ঞতা শেয়ার করি। আমরা যেহেতু ফেসবুকে অ্যাড রানের সার্ভিস দেই অনেক ধরণের ব্যবসায় এবং মানুষের সাথে কথা হয়। এর মধ্যে অনেকেই থাকে একটু অস্থির প্রকৃতির। ম্যাসেজ এর রিপ্লাই দিতে কেন দেরি হচ্ছে, অ্যাড আয়ক্টিভ হচ্ছে না কেন, ম্যাসেজ আসছে না কেন ইত্যাদি বিষয় নিয়ে খুব বেশী অস্থির থাকেন এবং ধৈর্য হারিয়ে ফেলে। এবং আশ্চর্যজনকভাবে তাদের অ্যাড এর পারফর্মেন্স কোন এক অজানা কারণে কম আসে। এবং যারা ধৈর্য সহকারে কাজ করতে থাকে তারা এক সময় ঠিক এই ভাল ফলাফল পায়। তাই কোন অবস্থাতেই ধৈর্য হারালে চলবে না। লোকসান হবে, শ্বশুরবাড়ি এর লোকজন টিটকারি দিবে, বাবা মা বিয়ে দিতে চাইবে, জুকারবারগ পেইজ রেস্ট্রিক্ট করে দিবে, এজেন্সি টাকা মেরে দিবে এরকম অনেক কিছুই হবে কিন্তু ধৈর্য হারিয়ে ফেলা যাবে না। ছক কেটে আবার এগিয়ে যেতে হবে, এক ভুল বার বার না করে।
▪ অর্থই মূলঃ স্বল্প পুঁজি নিয়ে অনলাইন ব্যবসায় করা অসম্ভব না, তবে অনেক কঠিন। যদি আপনার পুঁজি বেশী থাকে, আপনার জন্য বাবসায় করা সহজ হবে। তাই যদি পুঁজি কম হয় অনেক ভেবে চিনতে ব্যবসায় শুরু করবেন এবং খরচগুলো বুঝে শুনে করবেন। যদি পুঁজি বেশী থাকে তাহলে ব্যবসায় করে শান্তি পাবেন, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সুযোগ থাকবে, ব্যবসায় কে বড় করার সুযোগ বেশী থাকবে এবং ঝুঁকি নেয়ার সুযোগ থাকবে। তাই অর্থ এর যাতে ভাল পরিমাণ ফ্লো বজায় থাকে সেটা নিশ্চিত করেই অনলাইন ব্যবসায় শুরু করা উচিত।
▪ পরিকল্পনাঃ “আগে শুরু করি, পরে দেখা যাবে” এসব আবেগি কথায় ব্যবসা চলবে না। ব্যবসায় শুরু করার আগে সবকিছুর পরিকল্পনা করে নিতে হবে। প্রোডাক্ট কি হবে, প্রাইস কি রকম রাখবেন, কোথায় কোথায় আপনার প্রোডাক্ট পাওয়া যাবে, কীভাবে মার্কেটিং করবেন সবকিছু পরিকল্পনা করে ব্যবসায় শুরু করবেন। পরকিল্পনার মধ্যে পরিবর্তন আসবে কিন্তু অন্তত একটা রোডম্যাপ থাকবে যা আপনি মেনে চলতে পারবেন।
ব্যবসায় সবাই শুরু করে, পেইজ সবাই খোলে, টিকে থাকে গুটি কয়েকজন। একটু খোঁজ নিয়ে দেখেন যারা টিকে আছে তারা এই বিষয়গুলো ঠিক মেনে চলেছে। হয় সেচ্ছায় না হয় ঠেকায়, তাই ঠেকায় পরে না শিখে আগে থেকেই শিখুন, কাজে দিবে।

19/06/2023

আপনার পছন্দের ই-কমার্স ওয়েবসাইট
তৈরি করুন একদম অল্প মুল্যে
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হলো ই-কমার্স ব্যবসা
তাই আর দেরি না করে এখনই দ্রুত ওয়েবসাইট তৈরি করে নিন আমাদের থেকে
একমাত্র আমরাই দিচ্ছি ২৪ ঘন্টা সাপোর্ট

19/06/2023

আপনার ওয়েব ডেভেলপার আপনাকে ভয়ংকর ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছেনাতো?

লক্ষ্য টাকার E- Commerce বিজনেস এর জন্য ওয়েবসাইট তেরীর বাজেট রেখেছেন মাত্র ৪/৫ হাজার টাকা? খাল কেটে কুমির টেনে আনছেন নাতো?

আচ্ছা ভেবে দেখুনতো যেখানে শুধু ডোমেইন & হোস্টিং কিনতে এক বছরের জন্য খরচ হয় ১৫০০ থেকে ২০০০ টাকা নুন্যতম, একটা থিম বা স্ক্রিপ্ট এর মূল্য থাকে ৪০০০-৫০০০ টাকা তাহলে একটা ওয়েবসাইট তৈরী করার জন্য শুধু মেটেরিয়ালই লাগছে এরাউন্ড ৬০০০ টাকা তারপর সাইট কাস্টমাইজ/ ডেভেলপমেন্ট খরচ রয়েছে, সেখানে ইনটোটাল ৫০০০ টাকাতে আপনার ওয়েব ডেভেলপার কিভাবে আপনাকে ওয়েবসাইট দিচ্ছে?

তাহলে যেই ডেভেলপাররা এমন লোভনীয় ওফার দিয়ে আপনাদের ফাঁদে ফেলছে তারা কি দিচ্ছে?

সেই সকল ডেভেলপাররা নাল বা ক্রাকড স্ক্রিপ্ট ব্যবহার করে প্রি মেইড কোন একটা ওয়েবসাইট বারবার বিভিন্ন জনের কাছে সেল দিচ্ছে।

আমারা সাধারণ মানুষ যাদের ডেভেলপমেন্ট এর এই টেকনোলোজি নিয়ে ৫% ও ধারনা নেই তাই না বুঝেই এই ফাঁদে পা দিয়ে নিজেদের ক্ষতি ডেকে আনছি, আসেন নাল বা ক্রাকড স্ক্রিপ্ট কি তা সহজ করে বুঝায়, ধরুন আপনি রাস্তায় একটি তালা কুড়িয়ে পেলেন এবং বাড়িতে এসে মহা খুশিতে সেই তালা দিয়ে আপনার গুরুত্বপূর্ণ কোন জিনিস তালা বন্ধ করে রাখলেন, আচ্ছা সেই তালার চাবি যে অন্য কারর কাছে নেই সেটা আপনি সিউর হতে পারবেন? সেই তালা দিয়ে আপনার গুরুত্বপূর্ণ কোন জিনিস তালা বন্ধ করা কি বুদ্ধিমানের কাজ হবে?
ঠিক ব্যাপারটা এইরকম নাল স্ক্রিপ্ট হচ্ছে সেই পরে পাওয়া তালা, যা আপনি বব্যহার করলেন ঠিকই কিন্তু চাবি অন্য কারর কাছে, যা দিয়ে খুব সহজেই আপনার ওয়েবসাইট এর সকল তথ্য চুরি ও হ্যাক করা যাই, যার ফলে খুব সহজেই আপনার ওয়েবসাইট এর নিয়ন্ত্রন এবং নিরাপ্ততা হারাবেন।

আবার সেই সকল ডেভেলপার বলবে যে আপনাকে লাইফটাইম সাপোর্ট ও দেবে, এবার ধরুন আপনি একজনের কাছ থেকে একটি তালা নিয়ে ঘরে তালা দিয়ে বাইরে গেলেন, এখন অই তালার যে চাবি তা সেই ব্যক্তির কাছে অবশ্যই আছে, এখন যদি উনি আপনার ঘরের তালা খুলে চুরি করে নেই, পরবর্তীতে আপনি এসে যদি উনাকে ধরেন তবে সে শিকার করবে? আপনার হারানো জিনিস ফিরে পাবেন? কারন আন-অথরাইজড জিনিসের কোন সাপোর্ট হয়না।

তাই আশা করা যাই কোন বুদ্ধিমান মানুষ অন্যের তালা নিজের ঘরে লাগিয়ে রাখবেন না।
ইতি মধ্যেই আসা করি নাল স্ক্রিপ্ট যে কতোটা ভয়ংকর হতে পারে তা বুঝতে পেরেছেন।

তারপর ও নাল স্ক্রিপ্ট এর এর ক্ষতিকর কিছু দিক নিয়ে বলি।
১) আন সিকিউর ওয়েবসাইট।
২) যেকোন সময় ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়া, সাইট ক্রাশ করা।
৩) আপনার কনফিডেনশিয়াল তথ্য খুব সহজেই চুরি হওয়া।
৪)ক্লাইন্টের তথ্য চুরি হওয়া।
৫) খুব সহজেই আপনার সাইট হ্যাক হতে পারে।

এইগুলো প্রাথমিক ক্ষতিকর দিকগুলো।

তাই বলি একটা সিকিউর, সেফ, প্রফেশনাল ওয়েবসাইট বানাইতে হলে কমপক্ষ্যে ১০০০০ থেকে ১৫০০০ টাকা ডেভেলপমেন্ট বাজেট রাখুন। প্রফেশনাল ডেভেলপার বা কোন এজেন্সি থেকে ডেভেলপমেন্ট করুন।

এছাড়া ও আপনার ওয়েবসাইট তৈরীর পরে নিজেই আপনার ওয়েবসাইট সিকিউর করে নিন, কিছু জিনিস আপনার ওয়েব ডেভেলপার থেকে বুঝে নিন যেমন -
১) এডমিন ইউ আর এল চেঞ্জে করুন /admin না রেখে।
২) ওয়েবসাইট এর ব্যাকআপ নিজের কাছে সগ্রহ করুন।
৩) স্ট্রং credential ব্যবহার করুন।
৪) ssl certificate অন আছে কিনা বুঝে নিন।
৫) ইউজড টেকনোলোজি হাইড করিয়ে নিন।
৬) At least use Ddos, bruteforce & SQL injection attack prevention.

যদি ওয়েবসাইট wordpress এ হয়ে থাকে তবে নিজেই এডমিন প্যানেল থেকে অনেকটা বুঝে নিতে পারবেন। এছাড়া ও অনেক সিকিউরিটি ইস্যু নিয়ে কাজ করতে হয়।

অনেকে বলতে পারেন ভাই আমার সাইট বেশ কিছুদিন ভালোই চলছেতো, তাদের উদ্যেশে বলবো ভাইয়া চুরি একদিনই হয় আর যেদিন সব যায় সেদিনই জিনিসের গুরুত্ব বুঝা যায়।
যখন একটা রানিং সাইট হ্যাক হয়ে যাবে বা ক্রাশ হয়ে যাবে ডাটাবেজ সহ আপনার এতোদিনের কস্টের ফল সেদিন বুঝবেন। আমার ক্ষুদ্র কর্ম জীবনের অভিজ্ঞতাই এমন ভুক্তভূগী অনেককেই দেখেছি।

অনেকে ছোট পরিসরে শুরু করতে চাই কম বাজেটে, তারাই এমন ধোকাতে বেশি পরেন। তাদের উদ্দেশ্যে বলবো শুরু যখন করছেন তখন একটু কষ্ট হলেও ভালোভাবে করুন। কারন তাহলে একটা সময় পর অনেক কষ্টের ফল পাবেন আশা করি কিন্তু কষ্ট করে হারানোর সম্ভবনা খুবই কম।

এছাড়া ও যারা নিজেদের ওয়েবসাইট ডেভেলপ করে ব্যবসা পরিচালনা করছেন তারা নিয়মিত ওয়েবসাইট এর হেলথ স্টাটাস চেক করান প্রফেশনাল ওয়েব ডেভেলপার থেকে। নিজের অনলাইন প্লাটফর্মকে সেফ জোন এ রাখুন।

এছাড়া ও যেকোন ডেভেলপমেন্ট প্রয়োজনে বা কিছু জানার থাকলে বিনা দ্বিধায় প্রশ্ন করুন কমেন্টে অথবা ইনবক্স করুন আমি আমার বেস্ট দিয়ে আপনার উত্তর করার ও সমস্যা সমাধানের চেষ্টা করবো। এই লিখা থেকে যদি একজন ও উপকৃত হন তবে আমার কষ্ট সার্থক।❤️

Tanvir Alam Mugdha

29/05/2023
26/05/2023

আপনার পছন্দের ই-কমার্স ওয়েবসাইট
তৈরি করুন একদম অল্প মুল্যে
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যবসা হলো ই-কমার্স ব্যবসা
তাই আর দেরি না করে এখনই দ্রুত ওয়েবসাইট তৈরি করে নিন আমাদের থেকে
একমাত্র আমরাই দিচ্ছি ২৪ ঘন্টা সাপোর্ট
Our Services
✅ WordPress Design
✅ E-commerce website
✅ Portfolio website
✅ Premium Theme and Plugin
✅ Website SEO
✅ Product SEO
বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে নক করুন

12/04/2023

What is Python? Introduction to Python 🐍 | Why Python | Where Python is used

10/04/2023

create a ecommerce website

25/03/2023

how to develop pos software //Free Download Restaurant Billing software //Complete POS Management
For
more information inbox

21/03/2023

এইরকম ওয়েবসাইট নিতে চাইলে ইনবক্স করতে পারেন

26/01/2023

কম্পিউটার প্রোগ্রামিং শেখার উপকারীতা কী?

✅ অনেক উপকারিতা আছে, যেমন:

১) উন্নত ক্যারিয়ার, যেহেতু ওয়েবসাইট -সফটওয়্যার-এপস এর চাহিদা এখন তুঙ্গে।
২) মস্তিষ্ক চালু থাকা
৩) যেকোনো জটিল সমস্যা সহজভাবে ভেঙে সমাধান করার দক্ষতা অর্জন
৪) আবেগ কমে যাওয়া (আপনি যুক্তিকে আবেগের ওপরে প্রাধান্য দেবেন)
৫) ভালো যৌক্তিক তর্ক করতে পারবেন
৬) একাকিত্ব কাটানোর দারুন উপায়
৭) নতুন একটি কমিউনিটি পাবেন
৮) সমস্যা সমাধান আর নতুন নতুন জিনিস শেখার মত আনন্দ অন্য কিছুতে নেই
৯) প্রোগ্রামিং জোক্স পড়ে প্রাণ খুলে হাসতে পারবেন যা প্রোগ্রামার ছাড়া আর কেও বুঝবে না!😄

© Tanvir Alam Mugdha

25/01/2023

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি মানুষকে রিপ্লেস করা শুরু করলো?

OpenAI ২০২২ সালের নভেম্বরে Chat GPT নামে একটি চ্যাটবোট লঞ্চ করে যা পুরো বিশ্বের ভয়ের এবং একইসাথে আনন্দের অনুভূতি সৃষ্টি করেছে।আপনি জানলে অবাক হবেন যে ফেসবুক ও ইন্সটাগ্রামের যেখানে ২ বছর লেগেছে ১ মিলিয়ন সাবক্রাইবার পেতে,পিন্টারেস্ট এর লাগছে ৫ মাস সেখানে Chat GPT এর প্রয়োজন হয়েছে মাত্র ৫ দিন!

কি এই Chat GPT?সহজ ভাষায় বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI Language Model যা আপনার প্রশ্নের উত্তর নিজে থেকে টেক্সট জেনারেট করে প্রদানের জন্য প্রি-ট্রেইনড ।

যেমন ধরুন,আপনি একটি চাকরির জন্য এপ্লাই করবেন এর জন্য আপনার সিভি এবং কভার লেটারের প্রয়োজন। আপনি যদি চ্যাট জিপিটি কে প্রাথমিক কিছু ইনফো দিয়ে এটি তৈরী করতে বলেন নিমিষেই একটি ইউনিক সিভি এবং কভার লেটার সে তৈরী করে ফেলবে।এছাড়াও নিজের অ্যাপ কিংবা ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় কোড,রিসার্চ পেপার তৈরী ইত্যাদি বিভিন্নভাবে মানুষকে রিপ্লেস করছে এই Chat GPT!

আবার ধরুন, আপনি একজন স্টুডেন্ট। আপনার মাথায় একটি বিজনেস আইডিয়া আছে কিন্তু সেটাকে দাঁড় করাতে প্রয়োজন নির্দিষ্ট বিষয়ে কিছু এক্সপার্ট মানুষ।যেমন -

সেলস,মার্কেটিং,প্রোগ্রামিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং কাস্টমার সাপোর্ট।

আপনি জানলে অবাক হবেন যে Chat GPT একাই আপনার বিজনেসের সেলস আইডিয়া জেনারেট করে সেটার মার্কেটিং স্ট্রেটেজি শেয়ারের পাশাপাশি কোডিং এবং ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করে আপনার কাস্টমারকে সাপোর্ট পর্যন্ত দেওয়ার ক্ষমতা রাখে!

তাহলে এবার উপলব্ধি করতে পারছেনতো AI কিভাবে রিপ্লেস করতে যাচ্ছে মানুষকে?

তাই এটাই সময়, যারা ভাবছেন আমি একটু গ্রাফিক্স ডিজাইন পারি,আমি একটু কন্টেন্ট রাইটিং পারি,আমি একটু SEO পারি ইত্যাদি তারা একটুর জায়গা থেকে নিজেকে কমপক্ষে যেকোনো একটি বিষয়ে এক্সপার্ট করার দিকে মনযোগী হওয়া উচিত।

এই Chat GPT কি ফ্রি ইউজ করা যাবে?

আপনি সরাসরি OpenAI এর ওয়েবসাইট থেকে বিনামূল্যে Chat GPT chatbot ব্যবহার করতে পারবেন। OpenAI জানিয়েছে যে, Chat GPT এখনো Feedback Stage এ আছে। কোম্পানিটির স্ট্রেটেজি সম্ভবত এটি বিনামূল্যে রাখা যাতে অনেক লোক তাদের Chatbot টি ব্যবহার করতে পারে।

To be continued....

22/01/2023

একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কোন দশটি অ্যালগরিদম হৃদয় দিয়ে শেখা উচিত?

➢ আমার মতে এটি নির্দিষ্ট কোন অ্যালগরিদম হবে না। হবে দশটি ক্যটাগরির অ্যালগরিদম।

১ - Sorting algorithms.

২ - Hashing algorithms.

৩ - Basic Data Structures ( উদাহরণ স্বরূপঃ list, array )

৪ - Searching algorithms

৫ - String matching and parsing algorithms.

৬ - Stack, queue, priority queue, mapping, set ইত্যাদি।

৭ - Data structure and graph algorithms.

৮ - Dynamic programming.

৯ - State-space search algorithms.

১০ - Understanding of pointers.

❒ ভালো একজন সফটওয়্যার প্রকৌশলী হতে হলে নির্দিষ্ট কোন অ্যালগরিদম এ সীমাবদ্ধ থাকা উচিত নয়। ক্রমাগত শিখতে থাকা উচিত।
© Programming With Tanvir

20/12/2022

Happy Freelancing 🙂

19/11/2022

Python Tutorials - Multiplication Table// Program How to Create Multiplication Tables in Python

10/10/2022

আবারও Giveway হবে নাকি 🙂

Html class 1 18/07/2022

Html Class Series link:
Class 1 :https://youtu.be/mHERPj5tX7Q
Class 2:https://youtu.be/Yd3iP5YNJEo
Class 3 part
1:https://youtu.be/bKRfGYnx6nQ
Class 3 part 2:https://youtu.be/fL22ASBn8C4

Html class 1 Programming With tanvir

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Sirajganj?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

What is Python? Introduction to Python 🐍 | Why Python | Where Python is used
create a ecommerce website
Programming With Tanvir  Legend form #Legend form
how to develop pos software //Free Download Restaurant Billing software //Complete POS ManagementFormore information  in...
এইরকম ওয়েবসাইট নিতে চাইলে ইনবক্স করতে পারেন
Python Tutorials - Multiplication Table// Program How to Create Multiplication Tables in Python

Category

Website

Address

Sirajganj

Other Web design in Sirajganj (show all)
Wp_Nazmul Wp_Nazmul
Sirajgonj , Rajshahi
Sirajganj, 6780

I'm Md Nazmul Hossain . I'm a WordPress expert with multiple years of experience (Since-2018).

MD Yamin MD Yamin
Bangladesh Sirajganj
Sirajganj

💫welcome 💫

Md Mahfuzul Alam Siam Md Mahfuzul Alam Siam
Sirajganj

Desirous of an IT Service Management role in a challenging workplace that welcomes innovative ideas.

Nakul Kumar Nakul Kumar
Falia, Purnimagunti, Ullapara
Sirajganj, 6760

Masum Mahdi Nahid Masum Mahdi Nahid
Sirajganj

WordPress Developer || eCommerce Expert

Sudeb karmokar Sudeb karmokar
Sirajganj, 6700

Pro Wordpress , WooCommerce Expert

Joni fashion house Joni fashion house
Shahzadpur
Sirajganj, 6770

Quicker Designer Quicker Designer
Telqupi
Sirajganj, 6700

This is a creative UI/UX & Graphic designer page.

Wordpress, Woocommerce, Wordpress Security Expert Wordpress, Woocommerce, Wordpress Security Expert
Sirajganj, Tarash, Washin, Dhankunti Kumar Para, Dhankunti
Sirajganj

I am Arafat Amin. I have 3+ years of experience creating WordPress websites and Lead Generation

Coder momin Coder momin
Sirajganj
Sirajganj, 6720

Adnan Hafijur Adnan Hafijur
Sirajganj, 1930

Passionate and dedicated to my work With 2.5 years of experience as a Web Developer & Wordrpess

Graphics Gallery Graphics Gallery
Sirajganj, 6760

PRINT DESIGN | BRANDING | PRODUCT ADS BANNER Portfolio: behance.net/designxgallery