উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দ, সিরাজগঞ্জ।
50 bedded Government Hospital providing health care to the people of Kamarkhanda Upazila,Sirajganj
গতকাল ০৪/০২/২০২৪ তারিখ শনিবার কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে মাতৃমৃত্যুজনিত ভার্বাল অটোপসি গ্রহণের সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. মোঃ ইব্রাহিম স্যার, মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল ডা. মোঃ বিজয় হোসেন, হেল্থ ইনচার্জ আব্দুল মান্নান এবং সহকারী ইনচার্জ নেজাবত হোসেন৷এসময় তারা একটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দ, সিরাজগঞ্জ। মেডিকেল টিম গঠন করে, এম্বুলেন্স স্ট্যান্ডবাই রাখা হয়, ইমার্জেন্সিতে যেকোন পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রস্তুত রাখা হয়। তাছাড়া নির্বাচন পরিদর্শক হিসেবে কামারখন্দের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইব্রাহিম। এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল
ডা. মোঃ বিজয় হোসেন এবং মেডিকেল অফিসার আই.সি.টি মোঃ শিবলী শাহরিয়ার।
গতকাল ৩০/১২/২০২৩ তারিখ শনিবার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোসা গ্রামে মাতৃমৃত্যুজনিত ভার্বাল অটোপসি গ্রহণের সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. মোঃ ইব্রাহিম স্যার, মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল ডা. মোঃ বিজয় হোসেন, হেল্থ ইনচার্জ আব্দুল মান্নান এবং স্বাস্থ্য সহকারী আলামিন৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কামারখন্দের ১২/১২/২০২৩ ইং তারিখ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর উদ্বোধন করেন সিরাজগঞ্জের সুযোগ্য সিভিল সার্জন
ডা. রামপদ রায় স্যার। এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দের জিন এক্সপার্ট রুমের শুভ উদ্বোধন করেন।
এদিন কামারখন্দ উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং গ্রামে ৬ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন কামারখন্দ উপজেলার সম্মানিত স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইব্রাহিম স্যার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র বাংলাদেশে অসংক্রামক রোগে মৃত্যুহার কমানোর লক্ষ্যে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চালু করেছে NCDC প্রোগ্রাম ( অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রোগ্রাম)। শীতাতপ নিয়ন্ত্রিত অত্যন্ত সুসজ্জিত এই এন.সি.ডি.সি. কর্ণারের আওয়ায় প্রত্যন্ত গ্রামীণ জনপদের রোগীদের মাসিক ভিত্তিতে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হৃদরোগের মুখে খাওয়ার ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। এছাড়াও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দ, সিরাজগঞ্জ। এর সুযোগ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মোহাম্মাদ ইব্রাহীম স্যারের একান্ত পৃষ্ঠপোষকতায় অসহায় ও দরিদ্র রোগীদের স্বল্প পরিসরে প্রয়োজন অনুযায়ী ইনসুলিন সরবরাহ করা হচ্ছে। বর্তমানে কামারখন্দ উপজেলাতে এ পর্যন্ত প্রায় ৩০০০(তিন হাজার) রেজিস্টার্ড রোগী প্রতিমাসে এই কর্ণার থেকে সেবা গ্রহণ করছেন ।
ডায়াবেটিস আক্রান্ত রোগীরা যারা ইনসুলিন বা ঔষধ সেবন করেন তাদের অনেকেই হটাৎ অবচেতন হয়ে গেলে বা জ্ঞান হারিয়ে ফেললে কিংবা প্রচণ্ড ঘামলে অথবা হৃদস্পন্দন অত্যধিক বেড়ে গেলে অতি দ্রুত ডায়াবেটিস চেক করুন অথবা আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দ, সিরাজগঞ্জ।-এ নিয়ে আসুন।
অত্র হাসপাতালের সুযোগ্য ও ডায়নামিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মোহাম্মাদ ইব্রাহীম স্যারের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় হাসপাতালের জরুরী বিভাগে এধরণের অবচেতন হয়ে যাওয়া ডায়াবেটিক রোগীদের ২৪/৭ ডায়াবেটিস চেক করে দ্রুত চিকিৎসার মাধ্যমে নিশ্চিত মৃত্যুর কবল থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
গত কয়েকমাসে আমরা বাঁচাতে পেরেছি ৫-৬ জন রোগীর জীবন। মনে রাখবেন, ডায়াবেটিস বেড়ে গেলে তাৎক্ষনিক মারা যাবেন না, তবে অনেক বেশি কমে গেলে তাৎক্ষণিক মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দ, সিরাজগঞ্জে ইপিআই
স্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ ইব্রাহীম স্যার।
প্রতিদিন এই কেন্দ্র থেকেই নবজাতক শিশুদের ১০ টি রোগের টিকা এবং ১৫ বছর বয়সোর্ধ কিশোরীদেরকে টিটেনাস ও ডিপথেরিয়া রোগের টিকা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়৷
গত ২৩/০৮/২০২৩ ইং তারিখ কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নে একজন মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষা রোগীকে দেখতে যান কামারখন্দের সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. মোহাম্মদ ইব্রাহিম। এসময় তিনি ঐ রোগীর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। রোগী চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং যক্ষার ঔষধ বিনামূল্যে দেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান।
কামারখন্দ উপজেলায় ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় রায়দৌলতপুর ইউনিয়নের সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ (এম.ও. ডি.সি)
ডা. মোঃ বিজয় হোসেন, হাসপাতাল এবং ব্র্যাকের অন্যান্য কর্মীবৃন্দ।
অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশন থেকে বিরত থাকি...
হাঁটু ব্যাথা চিকিৎসায় অভাবনীয় সাফল্য! রোগীটি আমাদের হাসপাতালে হাঁটু ব্যাথা নিয়ে ভর্তি ছিলেন দীর্ঘদিন। তিনি সম্পূর্ণ বিছানায় শয্যাশয়ী ছিলেন, হাটতে পারতেন না ব্যাথার যন্ত্রণায়৷
আমাদের চিকিৎসায় রোগীটি এখন হাটতে পারছে - এটা আমাদের জন্য অনেক বড় সাফল্য৷
রোগীদের সেবায় অত্র হাসপাতালের সম্মানিত UH&FPO জনাব ডা. মোহাম্মদ ইব্রাহিম স্যার এবং RMO ডা. সুমনুল হক স্যারের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দ, সিরাজগঞ্জ। অনন্য এবং দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দ, সিরাজগঞ্জ। এর পক্ষ থেকে রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. মোহাম্মদ ইব্রাহিম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমুনুল হক সজীব। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দের পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
কামারখন্দে ব্যাগে মিলল জীবিত পুত্র নবজাতক!
সিরাজগঞ্জ কামারখন্দে মঙ্গলবার সকালে উপজেলার আলোকদিয়ার রেল সেতু এলাকায় ব্যাগ থেকে এক জীবিত পুত্র নবজাতকের উদ্ধার করেছে পুলিশ। পরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দে আনা হয়। সেখানে একজন সিনিয়র স্টাফ নার্স বাচ্চাকে অতিসত্বর নিজের বুকের দুধ পান করান। বাচ্চার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দের পক্ষ থেকে উপজেলা স্বাস্হ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ ইব্রাহিম সকল ঔষধ এবং বাচ্চার ব্যবহারের ডায়পার, ফিডার, দুধ হতে শুরু করে প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্হা করেন। তাছাড়া বাচ্চাটির সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন পুলিশ সদস্য নিয়োজিত আছেন।
এদিকে বাচ্চাটির চিকিৎসার দায়িত্বে নিয়োজিত আর.এম.ও ডা. সুমুনুল হক জানান, 'নবজাতক ওই শিশুটির শারীরিক অবস্থা ভাল আছে। কিন্তু সে শঙ্কা মুক্ত নয়।'
Directorate General of Health Services
আজ ০৫/০৮/২০২২ ইং তারিখ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দের সম্মানিত ইউ.এইচ.এন্ড এফ.পি.ও ডা.মোহাম্মদ ইব্রাহিম স্যার।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা.মোঃ বিজয় হোসেন, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
২০/০৭/২০২২ তারিখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দ, সিরাজগঞ্জ। বনাম কামারখন্দ থানার মধ্যকার ম্যাচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১-০ গোলে জয়লাভ করে।
স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে আরেকটি স্বর্ণখচিত সাফল্যের পালক যুক্ত হলো পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের মাধ্যমে। আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অকুতোভয় দৃঢ় মানষিকতা ও অক্লান্ত পরিশ্রমের বলেই সকল অপশক্তি ও বাঁধাকে জয় করে সমগ্র বাংলাদেশ আজ বিশ্ব জয়ের আনন্দে ভাসছে। গণমানুষের স্বপ্ন এই পদ্মা জয়ের আনন্দকে ব্যানার, ফেস্টুন এবং সকলের মাঝে মিষ্টি ও জিলাপি বিতরণ সহ বিভিন্ন আঙ্গিকে উৎযাপন করেছে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজগঞ্জ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রগামী "আমাদের টাকায় আমাদের সেতু" - আমাদের স্বপ্নের পদ্মা সেতুর আজকের এই শুভ উদ্বোধনের শুভালগ্নে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে স্বপ্নকামী সকলকে জানাই আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। ♥️
অভিনন্দন বাংলাদেশ! 🥰
অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 🥰🥰
১৫-১৯ জুন ২০২২ সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ান।
আজ ১৭ মে,বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।
দিবসটিকে ঘিরে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন।’
স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের (এনসিডিসি) তথ্যমতে, অসংক্রামক রোগে বিশ্বে ৭১ শতাংশ এবং বাংলাদেশে ৬৭ শতাংশ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া দেশে প্রতি পাঁচ জনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। এ অবস্থায় উচ্চ রক্তচাপ প্রতিরোধে সবাইকে খাদ্যাভ্যাসের পরিবর্তনের পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এনসিডি কান্ট্রি প্রোফাইল ২০১৮ অনুসারে, বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর ৬৭ শতাংশের পেছনে দায়ী নানা অসংক্রামক রোগ। দিন দিন এসব রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশে বর্তমানে উচ্চ রক্তচাপ খুব সাধারণ রোগ হিসেবে দেখা দিয়েছে।
এনসিডি রিস্ক ফ্যাক্টর সার্ভে (স্টেপস ২০১৮) অনুসারে,
দেশে প্রতি পাঁচ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন (২১%) উচ্চ রক্তচাপে (সিস্টোলিক ব্লাড প্রেশার ১৪০ মিমি মার্কারি) আক্রান্ত। এর বাইরে এখনো বিপুল সংখ্যক মানুষ তাদের রক্তচাপ জানেন না। হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, পক্ষাঘাত, অন্ধত্বসহ নানাবিধ জটিল অসুখের জন্য উচ্চ রক্তচাপ একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ উপাদান।
#বিশ্ব_থ্যালাসেমিয়া_দিবস
আজ ৮ ই মে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।প্রতি বছরের ন্যায় এ বছরও মহাসমারোহে পালিত হচ্ছে। সবাই থ্যালাসেমিয়া নিয়ে আজ বলছে, লিখছে। উদ্দেশ্যে একটাই, এই রক্তচোষা রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা। রক্তরোগ বিশেষজ্ঞ হিসেবে আমাকেও কিছু লিখতে হচ্ছে আমার দায়িত্ববোধ থেকে। তবে আমার লেখার উদ্দেশ্য থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টি।
থ্যালাসেমিয়া চিকিৎসা নিয়ে কিছু ভুল ধারণা যা রোগী ও চিকিৎসক উভয়ের মধ্যে বিদ্যমান উল্লেখ করছি:-
★ থ্যালাসেমিয়ার চিকিৎসা মানে, সারাজীবন ট্যাবলেট ফলিসন খেয়ে যাবেন। আর যখন খুব দূর্বল হয়ে যাবেন, মাঝেমধ্যে এক ব্যাগ রক্ত ভরে নিবেন!!!!
★ আপনি থ্যালাসেমিয়া মাইনর। আপনার কোনো টেনশন নেই।নাকে তেল দিয়ে ঘুমান!!!
★থ্যালাসেমিয়া রোগ ভালো হওয়ার কোনো চিকিৎসা নেই!!!
★ আপনি প্লিহা বা স্প্লিনটা কেটে ফেলেন। ভালো হয়ে যাবেন!!!
★আপনার রক্ত শুন্যতা। একব্যাগ আয়রন ইঞ্জেকশন নিন!!!
★ গর্ভবতী মায়ের রক্তশূন্যতা। আয়রন খান!!!
★বাংলাদেশে গর্ভ অবস্থায় বলা সম্ভব না পেটের বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত হবে কি না!!!
এধরনের আরো অনেক পয়েন্ট😵😵😵😵
আপনার ধারণা যদি এমন হয়ে থাকে,তবে আপনি ভুল করছেন।
থ্যালাসেমিয়া রোগীর আপনার আমার মত সুস্থ ভাবে বেচে থাকার অধিকার ও সুযোগ আছে। সাথে সুযোগ আছে ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়া মুক্ত রাখার।
তাই আসুন, আমরা সবাই থ্যালাসেমিয়া সম্পর্কে জানি।জাতিকে থ্যালাসেমিয়া মুক্ত করতে চেষ্টা করি।
#থ্যালাসেমিয়া_কি?
ইহা একটি বংশগত রক্তরোগ।
#আমার_বংশে_তো_কারও_এই_রোগ_নাই। তাহলে আমার সন্তানের এই রোগ হলো কি ভাবে?
অবিশ্যই আপনারা স্বামী স্ত্রী উভয়েই থ্যালাসেমিয়া রোগের বাহক, যা হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস পরীক্ষা করলেই ধরা পরবে।
#বাহক_কি_জিনিস?
রক্তের হিমোগ্লোবিন তৈরীর দুইটা জিনের ১ টি খারাপ। যার ফলে বাহকের রোগের কোনো লক্ষণ প্রকাশ না পেলেও,তিনি রোগটিকে বহন করে নিয়ে চলেন।
#বাহকের_গুরুত্ব_কি?
যেহেতু বাহকের সাধারণত কোনো লক্ষণ প্রকাশ পায় না,তাই একজন বাহকের সাথে আরেকজন বাহকের বিয়ে হলে,সন্তান থ্যালাসেমিয়া রোগাক্রান্ত হওয়ার সম্ভবনা আছে।
#তাহলে_উপায়?
বিয়ের আগে অবশ্যই হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস টেস্টটা করিয়ে নেয়া উচিৎ। কারণ আমাদের মাঝে অনেক বাহক আছে।
#বিয়ে_তো_হয়ে_গেছে।এখন?
তবুও হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস টেস্ট টি করিয়ে নিতে হবে।কারণ স্বামী স্ত্রী উভয়েই বাহক হলে বাচ্চা পেটে ৩ মাস থাকতেই পরীক্ষা করা যায় যে বাচ্চা সুস্থ হবে,নাকি অসুস্থ।
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দ, সিরাজগঞ্জ এর পক্ষ থেকে এতিমখানায় এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোহাম্মদ ইব্রাহিম স্যার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, কামারখন্দ, সিরাজগঞ্জ মোছা. মেরিনা সুলতানা। এছাড়া আরো উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসারবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোহাম্মদ ইব্রাহিম স্যারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কামারখন্দ, সিরাজগঞ্জে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কামারখন্দ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের পাশাপাশি হাসপাতালের মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে উপস্থিত কিশোর কিশোরীদেরকে পুরষ্কৃত করা হয়।
"সঠিক পুষ্টিতে সুস্থ জীবন" এই স্লোগানকে সামনে রেখে ২৩-২৯ এপ্রিল সারা দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দ, সিরাজগঞ্জে এক আলোচনা সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম স্যার।
বাচ্চাকে জোর করে সুজি খাওয়াতে গিয়ে.............
কতই বা বয়স ছিলো বেচারার। অকালে ঝড়ে গেলো একটি প্রাণ।
বাচ্চাদের পাকস্থলির ধারণ ক্ষমতা সম্পর্কে অধিকাংশ মায়েদের ভালো ধারণা নাই।
সূত্রঃ BCS Health CADRE
আজ ১৪ই এপ্রিল, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কামারখন্দের পক্ষ থেকে অন্তঃ বিভাগে ভর্তিকৃত রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। খাবার বিতরণের সময় উপস্হিত ছিলেনঃ-
মেডিকেল অফিসার ডা. মোঃ বিজয় হোসেন,
সিনিয়র স্টাফ নার্সবৃন্দ, এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
রোজায় চিকিৎসাসংক্রান্ত সাধারণ জিজ্ঞাসাসমূহ -
১. রোজা অবস্থায় ইনহেলার, নাকের স্প্রে ব্যবহার করা যাবে।
২. রোজা অবস্থায় চোখ, ও কানের ড্রপ ব্যবহার করা যাবে।
৩. হার্টের এনজাইনার সমস্যার জন্যে বুকে ব্যথা উঠলে ব্যবহৃত নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহবার নিচে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না।
৪. রোজা রেখে শিরাপথে খাদ্য-উপাদান ছাড়া কোনো ওষুধ ত্বক, মাংসপেশি বা হাড়ের জোড়ায় ইনজেকশান হিসেবে প্রয়োগ করলে রোজার কোনো ক্ষতি হবে না।
৫. রোজা রাখা অবস্থায় স্যালাইন বা গ্লুকোজ জাতীয় কোনো তরল শিরাপথে গ্রহণ করা যাবে না।
৬. চিকিৎসার প্রয়োজনে রোজা রেখে অক্সিজেন কিংবা চেতনা নাশক গ্যাস গ্রহণে রোজা নষ্ট হবে না।
৭. চিকিৎসার প্রয়োজনে ক্রিম, অয়েনমেণ্ট, ব্যাণ্ডেজ, প্লাস্টার ইত্যাদি ব্যবহার করলে এবং এসব উপাদান ত্বকের গভীরে প্রবেশ করলেও রোজার কোনো সমস্যা হবে না।
৮. রোজা রেখে দাঁত তোলা যাবে। দাঁতের ফিলিং করা যাবে এবং ড্রিল ব্যবহার করা যাবে। এছাড়া দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতাবশত কিছু গিলে ফেললে রোজা নষ্ট হবে না।
৯. রোজা রেখে রক্ত পরীক্ষার জন্যে রক্ত দিতে বাধা নেই।
১০. কাউকে রক্তদানে এবং রক্তগ্রহণেও বাধা নেই।
১১. চিকিৎসার জন্যে যোনিপথে ট্যাবলেট কিংবা পায়ুপথে সাপোজিটোরি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না।
১২. পরীক্ষার জন্যে যোনিপথ কিংবা পায়ুপথে চিকিৎসক বা ধাত্রী আঙুল প্রবেশ করালেও রোজার সমস্যা হবে না।
১৩. রোজা রেখে জরায়ু পরীক্ষার জন্যে হিস্টেরোস্কপি এবং আই.ইউ.সি.ডি ব্যবহার করা যাবে।
১৪. হার্ট কিংবা অন্য কোনো অঙ্গের এনজিওগ্রাফি করার জন্যে কোনো রোগ নির্ণয়কারক দ্রবণ শরীরে প্রবেশ করানো হলে রোজার ক্ষতি হবে না।
১৫. কোনো অঙ্গের আভ্যন্তরীণ চিত্রধারণের জন্যে সেই অঙ্গের প্রবেশপথে কোনো ক্যাথেটার বা নালীর মাধ্যমে প্রয়োজনীয় তরল রঞ্জক প্রবেশ করালে রোজা নষ্ট হবে না।
১৬. রোগ নির্ণয়ের জন্যে এণ্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করলেও রোজা নষ্ট হয় না। তবে এণ্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করার সময় ভেতরে তরল কিংবা অন্য কোনো কিছু প্রবেশ করানো যাবে না যার খাদ্যগুণ রয়েছে।
১৭. রোজা রাখা অবস্থায় না গিলে মাউথওয়াশ, মুখের স্প্রে ব্যবহার করা যাবে এবং গড়গড়া করা যাবে।
১৮. রোজা রাখা অবস্থায় লিভারসহ অন্য কোনো অঙ্গের বায়োপসি করা যাবে।
১৯. রোজা রাখা অবস্থায় পেরিটোনিয়াল কিংবা মেশিনে কিডনি ডায়ালাইসিস করা যাবে।
রোজা রাখা অবস্থায় চিকিৎসা সংক্রান্ত কী কী করা যাবে আবার কী কী করা যাবে না তা নিয়ে যেমন সাধারণ রোগীদের মধ্যে জ্ঞান ও সচেতনতার অভাব রয়েছে, তেমনি নানা সংশয় ও বিভ্রান্তি রয়েছে চিকিৎসকদের মাঝেও। এ সমস্ত বিভ্রান্তি দূর করার জন্যে ১৯৯৭ সালের জুন মাসে মরক্কোতে অনুষ্ঠিত নবম ফিক্বহ-চিকিৎসা সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সম্মেলনে জেদ্দা ইসলামিক ফিকহ একাডেমি, আল আজহার ইউনিভার্সিটি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আলেকজান্দ্রিয়া, মিশর এবং ইসলামিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (আইএসইএসসিও) প্রতিষ্ঠানের বিজ্ঞ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এই সম্মেলনের মূল আলোচনার বিষয় ছিল--রোজা অবস্থায় যেসব পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ প্রয়োগে রোজা নষ্ট হবে না সে বিষয়ে একটা সঠিক দিকনির্দেশনা দেওয়া। এ লক্ষ্যে ইসলামিক চিন্তাবিদগণ চিকিৎসা বিজ্ঞানের সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও গবেষণা করে রোজা অবস্থায় ওষুধ প্রয়োগ ও পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে সুচিন্তিত তথ্য উপস্থাপন করেন যা ২০০৪ সালে বিখ্যাত ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) বৈজ্ঞানিক নিবন্ধ হিসেবে প্রকাশিত হয়।
(তবে নাকের ড্রপের ব্যাপারে অনেক স্কলার আপত্তি করেন। অনেকসময় এসব ফিক্বহী বিষয়ে বিভিন্ন স্কলারদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। সব স্কলারের মতামতের প্রতিই আমাদের শ্রদ্ধা থাকা প্রয়োজন।)
গত মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকাসহ সারা দেশের হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। গত কয়েকদিনে প্রতিদিন আগত রোগীর সংখ্যা বিগত যেকোনো দিনের চেয়ে বেড়েই চলেছে।
রোগের চিকিৎসা করার চেয়ে রোগকে প্রতিরোধ করা উত্তম। রোগটি হলে কি করবেন এবং কিভাবে প্রতিরোধ করবেন সে সম্পর্কে আমাদের চিকিৎসকরা নিচের কয়েকটি পরামর্শ দিয়েছেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Website
Address
Sadar Hospital Road
Sirajganj, 6700
Its a digonastic Lab
M. A Matin Road (Opposite Of Judge Court)
Sirajganj, 6700
SHN has been providing health services primarily to the low-income group & the ultra-poor people.
Betkandi, Bagmara, Ullapara, Sirajgonj
Sirajganj
Health is about being physically, mentally and socially fit and active. A healthy person is always r
House: 12, Near Bongobondhu Mohila College, Sherkhali. Shahjadpur
Sirajganj, 6770
Homoeopathic Treatment & Medicine supplier
Sirajganj, 6700
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য