Abdal Hussain
personal blog
কিছু মানুষ কেমনে চায় সেই কাপে রুটি ভিজাতে ,
যেই কাপ সে নিজেই ভেঙে দিয়েছে । 🤔🤔🤔
আসলে কথাটা রুটির জন্য নয় । 🤔🤔
...
পাহাড়ের উপরে যখন,
" আমি " 😁😁
ALL 🥲🥲
শুধুমাত্র সে(She) কষ্ট পাবে বলে ,,, নয়তো....... 🤪
Hmmmmmm💕💕💕💕
😁😁😁😁
Hmmm🤟
🤣😁
🤟🤟
প্রিয় নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন
মুসলিম নয় মুনাফিক তুমি রাসুলের দুষমন।
এই কু*লাঙ্গার আসাদ নুর আমাদের কলিজার টুকরা রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাকে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনা হোক🙏🙏
যত দ্রুত সম্ভব এ-ই কুলাঙ্গারকে আইনের আওতায় আনার বাংলাদেশের প্রশাসনের প্রতি অনুরোধ রইলো।
এগারো মাসে হিফজ সম্পন্নকারী জামিয়া ঝিগলী`র `হিফজ বিভাগের `ছাত্র মুহাম্মদ মাজেদুল ইসলাম অনন্য ভালোবাসায় সিক্ত।
মুহা. মাজেদুল ইসলাম।ঝিগলী গ্রামের মরহুম শফিকুল ইসলাম (কালা মিয়া)সাহেবের ছেলে।জামিয়া ঝিগলী`র হিফজ বিভাগের ছাত্র। মাত্র এগারো মাসে সে কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছে।
বিগত বছর শাওয়ালে হিফজ শাখা খুলার পর সে হিফজ বিভাগে ভর্তি হয়।তারপর মাত্র এগারো মাসে পবিত্র কুরআন মাজীদের হিফয সম্পন্ন করেছে। ফালিল্লাহিল হামদ।গত বছর নেজামুল মাদারিস সুনামগঞ্জের কেন্দ্রীয় পরীক্ষায় ১৫ পারা গ্রুফে পরীক্ষা দিয়ে মুমতাযও পেয়েছিলো।আলহামদুলিল্লাহ।
গতকাল হিফজ ও নূরানী বিভাগের অভিভাবক সমাবেশে তাঁকে এবং অন্যদেরকে উৎসাহ প্রদানের জন্য অভিভাবকদের সামনে তাঁকে পুরুস্কৃত করা হয়েছে বিভিন্নজনের পক্ষ থেকে।
#মাদরাসার আত-তাওহীদ ছাত্র সংসদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান!
#মাদরাসার বৃত্তিফান্ড`আলহাজ্ব রং বিবি ও শায়েখ তৌহিদ আলী রহ. বৃত্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ হাজার টাকা।
#ঝিগলী স্কুল পয়েন্টের ব্যবসায়ী মাওলানা খালেদ হুসাইন সাহেবের পক্ষ থেকে ৫ শত টাকা।
#ঝিগলী স্কুল পয়েন্টের ব্যবসায়ী মাওলানা হুসাইন আহমদ সাহেবের পক্ষ থেকে একটি সুন্দর ঘড়ি।
#ঝিগলী স্কুল পয়েন্টের ব্যবসায়ী,মাও. আব্বাস সাহেবের পক্ষ থেকে একসেট পাঞ্জাবীর কাপড় ও সেলাইয়ের টাকা।
#মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফিজ মাওলানা সাইফুল আলম সাহেবের পক্ষ থেকে ৫শত টাকা।
#এছাড়া ঝিগলী স্কুল পয়েন্টের ব্যবসায়ী দুলাল মিয়া সাহেব বলেছেন,যতদিন সে ঝিগলী মাদরাসায় পড়ালেখায় থাকবে!তাঁর হোটেলে প্রতিদিন সকালে নাস্তা ফ্রি।ডা. আজাদ সাহেব বলেছেন,তিনি ঔষধের খরছ বহন করবেন।
একজন কুরআনুল কারিমের হাফিজের প্রতি সকলের এ ভালোবাসায় আমরা অভিভূত।খুশিতে আমাদের চোখ অশ্রুসজল হয়েছে।এটা কুরআনের প্রতি অনন্য ভালোবাসার নজির।এ ভালোবাসা স্রেফ কুরআনের ভালোবাসা।
#দশমাসে যে এবং যতজন ছাত্রই হিফজ সম্পন্ন করবে তাঁদেরকে বাইসাইকেল পুরুস্কারের ঘোষণা দিয়েছেন নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা সাইদুর রহমান সাহেব।
আল্লাহ তাআলা এই ছাত্রসহ আমাদের সকলকে কুরআনের জন্য কবুল করুন। কুরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখার তাওফীক নসীব করুন।আমাদের জীবন হোক কুরআনময়।
--- MD Abdal Hussain
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
পকেটের অবস্থা দেখে ঘুরতে যাই না
চেহারার অবস্থা দেখে ছবি তুলি না।☺️☺️☺️
#যা বলার সরসরি বলবি
🤘🤘🤘
হুম🥰🥰🥰
সতর্কতা!
লিফট খোলা মাত্র প্রবেশ করবেন না। আগে দেখে নিন "ফ্লোর" আছে কি না। অনেক সময় লিফটের দরজা আসে কিন্তু ফ্লোর আসে না। আপনি পা দেয়ার সাথে সাথে একদম নিচে পড়ে -মা- -রা- যেতে পারেন। তাড়াহুরা নয় বরং ধীরে সুস্থে প্রবেশ করুন।
এমন দু- র্ঘ- ট- না- য় অনেক মানুষই -মা- -রা- গেছেন।
(এই ছোট্র ম্যাসেজটি অনেককে সচেতন করবে ইনশা আল্লাহ)
আজ বিশ্ব চা দিবস, সবাইকে চা দিবসের শুভেচ্ছা।❤️🎉
দুনিয়ার চা খোর এক হও, আজ বেশী করে চা খাও।😇
* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন। ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন। ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। ১৯ বছর বয়সে তিনি বাবা হন। ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে।
সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন। ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি। নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন। চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি।
অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন। ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন। তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন।
আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
তখন তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে। আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- তা হল রন্ধনশিল্প।
তিনি ৮৭ ডলার ধার কই না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন।
তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...
৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিয়নার বনে গিয়েছিলেন।
স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!
----- তাই, হতাশ হবার কিছু নেই। আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিয়নার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন! হতাশ না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন। 🧍♂️
❤️❤️❤️❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the establishment
Telephone
Website
Address
Sunamganj
Rajai
Sunamganj, 3030
Various types of videos or video games will be offered on this page. Everyone should follow the page.
Sylhet
Sunamganj
The most free fire Gaming videos of free fire games are uploaded to this channel, everything about
Sunamganj, 3002
Aslamualaikum brothers and sisters I am opening a gaming page I want to go for with your love so that I can give you good things as gifts.
Sylhet
Sunamganj, LAKESHORBAJAR3431
you can write a short summary about this page or tell people about your products or services
Jogonnatpur
Sunamganj, JOGONNATPUR
https://youtube.com/channel/UC9gTpvbV5rGBsddgg1p9ruQ
Sunamganj
꧁ 𒈞gαмιηg ωιтн мк ναι𒈞꧂সাইই পেইজটি ফলো দিয়ে রাখেন যতুটুক সম্ভব বিডও দেওয়ার চেষ্টা করব 7628267012 UI
Sunamganj
Hello ! This is Sakib � . Welcome To Our Page ! If you love gaming content please Like and follow