Sharif Suggestion for Govt. Job

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sharif Suggestion for Govt. Job, Shopping & retail, Sunamganj.

21/09/2023

আলহামদুলিল্লাহ,
★ববঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ এ #হিসাব_কর্মকর্তা (৯ম গ্রেড) পদে written a টিকলাম। আমার #সাজেশন পড়ে আরও অনেকেই বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে পরীক্ষা দিয়ে written a টিকছে।

★★★★👉👉যারা ১১তম থেকে ২০ গ্রেডের পরীক্ষায় written/MCQ a টিকার জন্য কমন উপযোগী pdf #সাজেশন নিতে চান তারা Call করুন : 01759998204

pdf সাজেশনের মূল্য 350 টাকা।

★মানসম্মত সাজেশন পড়েন, ইনশাল্লাহ আপনিও টিকবেন।

06/09/2023

প্রচুর পড়তে হবে,কিন্তুু কথা হইলো ভাইয়া সবথেকে শেষের বইটা কেমনে বের করেন??

Photos from Sharif Suggestion for Govt. Job's post 13/07/2023

আলহামদুলিল্লাহ,
★বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এ পদে written a টিকলাম। আমার #সাজেশন পড়ে আরও অনেকেই বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে পরীক্ষা দিয়ে written a টিকছে।
👉👉যারা ১১তম থেকে ২০ গ্রেডের পরীক্ষায় written/MCQ a টিকার জন্য কমন উপযোগী pdf #সাজেশন নিতে চান তারা Call করুন : 01759998204

pdf সাজেশনের মূল্য 350 টাকা।

★মানসম্মত সাজেশন পড়েন, ইনশাল্লাহ আপনিও টিকবেন।

Photos from Sharif Suggestion for Govt. Job's post 08/10/2022

আলহামদুলিল্লাহ,
★তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এ #নিরীক্ষা_সহকারী (১৩তম গ্রেড) পদে written a টিকলাম। আমার সাজেশন পড়ে আরও অনেকেই বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে পরীক্ষা দিয়ে written a টিকছে।

যারা ৩য় ও ৪র্থ শ্রেণীর পরীক্ষায় written/MCQ a টিকার জন্য কমন উপযোগী pdf সাজেশন নিতে চান তারা Call করুন : 01759998204

pdf সাজেশনের মূল্য 350 টাকা।

★মানসম্মত সাজেশন পড়েন, ইনশাল্লাহ আপনিও টিকবেন।

Photos from Sharif Suggestion for Govt. Job's post 12/06/2022

আলহামদুলিল্লাহ,
★বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রামে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদে written a টিকলাম। আমার সাজেশন পড়ে আরও অনেকেই বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে পরীক্ষা দিয়ে written a টিকছে।

যারা ৩য় ও ৪র্থ শ্রেণীর পরীক্ষায় written/MCQ a টিকার জন্য কমন উপযোগী pdf সাজেশন নিতে চান তারা Call করুন : 01759998204

pdf সাজেশনের মূল্য 200 টাকা।

★মানসম্মত সাজেশন পড়েন, ইনশাল্লাহ আপনিও টিকবেন।

Photos from Sharif Suggestion for Govt. Job's post 11/06/2022

আলহামদুলিল্লাহ,

★দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে written a টিকলাম।

৩য় ও ৪র্থ শ্রেণীর পরীক্ষায় written a টিকার জন্য কমন উপযোগী pdf সাজেশন নিতে Call করুন :

01759998204

pdf সাজেশনের মূল্য 200 টাকা।

★মানসম্মত সাজেশন পড়েন, ইনশাল্লাহ আপনিও টিকবেন।

23/11/2021

আলহামদুলিল্লাহ, ২য় সরকারি চাকুরি পেলাম।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

14/09/2021

✔জাতিসংঘের ৭৬ তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর,২০২১।

14/09/2021

#বর্তমানে_দেশের_শীর্ষ_ব্যক্তিবর্গ

➡প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হােসেন (২২তম) ➡অ্যাটর্নি জেনারেল আবু মােহাম্মদ আমিন উদ্দিন (১৬ তম)
➡প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা (১২ তম)
➡বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির (১১ তম) ➡বাংলাদেশের সেনাপ্রধান- এস এম শফিউদ্দিন আহমেদ (১৭ তম)
➡নৌবাহিনীর প্রধান- মােহাম্মদ শাহীন ইকবাল
➡বিমান বাহিনীর প্রধান শেখ আবদুল হান্নান (১৬ তম)
➡পুলিশ এর মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ (৩০ তম)
➡বিজিবি এর মহাপরিচালক মেজর জেনারেল মােঃ সাফিনুল ইসলাম (২২ তম)
RAB এর মহাপরিচালক- চৌধুরী আবদুল্লাহ আল মামুন
➡বাংলাদেশ কর্মকমিশনের চেয়ারম্যান- মাে . সােহরাব হােসাইন (১৪ তম)
➡দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান- মােহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ (৬ ষ্ঠ)
➡প্রধান তথ্য কমিশনার- মরতুজা আহমদ
➡মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক- মােঃ নূরুল ইসলাম
➡জাতীয় রাজস্ব বাের্ড (এনবিআর) এর চেয়ারম্যান- আবু হেনা মােঃ রহমাতুল মুনিম
➡জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান- নাছিমা বেগম (৪ র্থ)
➡আইন কমিশনের চেয়ারম্যান- বিচারপতি এবিএম খাইরুল হক
➡জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক
➡বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ (১৩ তম)

10/04/2021

মিশরের লাক্সর শহরে ৩,০০০ বছরের পুরনো একটি নগরী আবিষ্কৃত হয়েছে (নাম- "আতেন")।

22/02/2021
02/08/2020

চলমান ১৮ টি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি

(১) #কর্ণফুলী_গ্যাস_ডিস্ট্রিবিউশন_কোম্পানী_লিমিটেড (কেজিডিসিএল)।
→ পদ সমূহঃ বিভিন্ন পদ।
→ পদ সংখ্যাঃ ১১৮ টা।
→ আবেদন ফিঃ ৩০০ ৳।
→ আবেদন শুরুঃ ০৬/০৮/২০২০।
→ আবেদন শেষঃ ০৫/০৯/২০২০।
→ আবেদন লিংকঃ https://kgdcl.teletalk.com.bd
বি.দ্রঃ যেকোন ১টা পদে আবেদন করতে পারবেন।

(২) #বাংলাদেশ_নির্বাচন_কমিশন এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশঃ
→ পদ সংখ্যাঃ ২৭৪টি
→ আবেদন ফীঃ ১১২/- ও ৫৬/- টাকা
→ আবেদন শুরুঃ ৪/০৮/২০২০ ইং
→ আবেদনের শেষ তারিখঃ ০৩/০৯/২০২০ ইং
↓অনলাইনে আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন।
http://ecs.teletalk.com.bd/home.php
↓বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন। অথবা,
↓বিজ্ঞপ্তি দেখতে নিচের লিংকে প্রবেশ করুন
http://www.ecs.gov.bd/

(৩) #জনতা_ব্যাংক_লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তিঃ
→ পদের নামঃ সিনিয়র অফিসার - আইটি (এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইন্জিনিয়ার) ।
→ পদ সংখ্যাঃ ০৯ টি।
→ আবেদন ফিঃ ২০০৳।
→ জব আইডিঃ 10106
→ আবেদন শেষঃ ১০/০৮/২০২০ ইং

(৪) #বাংলাদেশ_বিমানবাহিনী ২ টি নিয়োগ বিজ্ঞপ্তিঃ
→ পদসমূহঃ
(i) Airmen.
(ii) Education Instructor and Cypher Assistant.
→ আবেদনের সময়সীমাঃ ৩০-০৭-২০২০ থেকে ২০-০৮-২০২০ ইং।
→ অনলাইনে আবেদনঃ https://joinairforce.baf.mil.bd/apply
→ বিস্তারিতঃ https://joinairforce.baf.mil.bd/circular

(৫) #বাংলাদেশ_কৃষি_উন্নয়ন_কর্পোরেশন (বিএডিসি) এর ০৪ টি নিয়োগ বিজ্ঞপ্তিঃ
→ পদসমূহঃ ০৭ ক্যাটাগরির ১৬১ টি পদ (পদসমূহের লিখিত পরীক্ষা একই তারিখ ও সময়ে অনষ্ঠিত হতে পারে। তাই একাধিক পদে আবেদন না করাই ভাল)।
→ আবেদন ফিঃ ৫০০ টাকা।
→ আবেদনের সময়সীমাঃ ২০-০৮-২০২০ ইং।
→ অনলাইনে আবেদনঃ https://badc.teletalk.com.bd
→ বিস্তারিতঃ http://www.badc.gov.bd/site/view/notices

(৬) #বাংলাদেশ_পরিসংখ্যান_ব্যুরো (বিবিএস):
→ পদসমূহঃ ২১ ক্যাটাগরির ৭১৫ টি পদ।
→ আবেদন ফিঃ ১১২ টাকা, ৫৬ টাকা।
→ আবেদনের সময়সীমাঃ ১৫-০৯-২০২০ ইং।→ অনলাইনে আবেদনঃ http://bbs.teletalk.com.bd/home.php
→ বিস্তারিতঃhttp://bbs.teletalk.com.bd/doc/BBS.pdf

(৭) #মৎস্য_অধিদপ্তর (সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি):
যে সকল প্রার্থী ইতোপূর্বে অনলাইনে আবেদন করেছেন তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।
একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন।
→ পদসমূহঃ ০৮ ক্যাটাগরির ৩১০ টি পদ।
→ আবেদন ফিঃ ১১২ টাকা, ৫৬ টাকা।
→ আবেদনের সময়সীমাঃ ১৩-০৮-২০২০ ইং।
→ অনলাইনে আবেদনঃ http://dof.teletalk.com.bd/
→ বিস্তারিতঃhttp://dof.teletalk.com.bd/pdf/1386458797circular.pdf

(৮) #পেটেন্ট_ডিজাইন_ও_ট্রেডমার্কস অধিদপ্তরঃ
→ পদসমূহঃ ০৬ ক্যাটাগরির ১২ টি পদ।
→ আবেদন ফিঃ ১১২ টাকা, ৫৬ টাকা।
→ আবেদনের সময়সীমাঃ ০৩-০৮-২০২০ ইং থেকে ০৩-০৯-২০২০ ইং।
→ অনলাইনে আবেদনঃ http://dpdt.teletalk.com.bd
→ বিস্তারিতঃ http://www.ebdpratidin.com/home/pre_page/9

(৯) #বাংলাদেশ_টেলিযোগাযোগ_নিয়ন্ত্রণ_কমিশনঃ
→ পদসমূহঃ ১০ ক্যাটাগরির ৪৭ টি পদ।
(i) সহকারী পরিচালক -০৯ টি পদ
(ii) উপ- সহকারী পরিচালক -২১ টি পদ
(iii) অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর- ১০ টি
----- ইত্যাদি পদ।
→ আবেদন ফিঃ ২২৪ টাকা।
→ আবেদনের সময়সীমাঃ ১২-০৮-২০২০ ইং।
→ অনলাইনে আবেদনঃ http://btrc.teletalk.com.bd
→ বিস্তারিতঃhttp://www.btrc.gov.bd/sites/default/files/BTRC%20Recruitment%20Circular-2020.pdf

(১০) #বাংলাদেশ_ওভারসিজ_এমপ্লয়মেন্ট_অ্যান্ড_সার্ভিসেস_লিঃ (বোয়েসেল):
→ পদসমূহঃ ১২ ক্যাটাগরির পদ।
→ আবেদন ফিঃ ২০০ টাকা, ৩০০ টাকা।
→ আবেদনের সময়সীমাঃ ১৬-০৮-২০২০ ইং।
→ আবেদন ফরম ডাউনলোডঃ http://www.boesl.gov.bd
→ বিস্তারিতঃ
https://epaper.observerbd.com/2020/07/13/index.php

(১১) #বাংলাদেশ_নৌবাহিনীঃ
→ পদের নামঃ কমিশন্ড অফিসার ২০২০ ডিইও ব্যাচঃ
→ আবেদনের সময়সীমাঃ ০৫-০৮-২০২০ ইং।
→ অনলাইনে আবেদনঃ https://www.joinnavy.mil.bd

(১২) #বাংলাদেশ_নৌবাহিনীঃ
→ স্থগিতকৃত নাবিক ও এমওডিসি (নৌ)- বি ২০২০ ব্যাচের পরিবর্তিত ভর্তি কার্যক্রমের সময়সূচীঃ ২০-০৮-২০২০ ইং পর্যন্ত।
→ বিস্তারিতঃhttp://joinnavy.navy.mil.bd/media/contents/sailors/Final-Sailor-2020-B.pdf

(১৩) #বাংলাদেশ_সেনাবাহিনীঃ
→ পদসমূহঃ
(i) ৫৫ বিএমএ স্পেশাল কোর্স (ইঞ্জিনিয়ার্স/ সিগন্যালস/ইএমই/এইসি)
(ii) ৪৮ তম ডিএসএসসি (আরভিঅ্যান্ডএফসি)
→ আবেদনের সময়সীমাঃ ০৮-০৮-২০২০ ইং।
→ অনলাইনে আবেদনঃ https://joinbangladesharmy.army.mil.bd

(১৪) #বাংলাদেশ_সেনাবাহিনীঃ
→ পদের নামঃ ৭৬ তম ডিএসএসসি (এএমসি)
→ আবেদনের সময়সীমাঃ ০৮-০৮-২০২০ ইং।
→ অনলাইনে আবেদনঃ https://joinbangladesharmy.army.mil.bd

(১৫) #জেলা_প্রশাসকের_কার্যালয়, জামালপুরঃ
→ পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ৩০ টি পদসহ ০৭ ক্যাটাগরির পদ।
→ আবেদনের সময়সীমাঃ ০৯-০৮-২০২০ ইং।
→ আবেদন ফরম ডাউনলোডঃhttp://www.jamalpur.gov.bd/sites/default/files/files/jamalpur.gov.bd/notices/aa4722a0_ce6e_410a_bb4b_da29f02385c7/6d38a232dca528b610e814a569602519.pdf
→ বিস্তারিতঃhttp://www.jamalpur.gov.bd/sites/default/files/files/jamalpur.gov.bd/notices/f8ac2484_66f3_4070_b194_dd1c560b945c/f9b744612dce5a4d8c0de63d3bf8f130.pdf

(১৬) #বিদ্যুৎ_বিভাগঃ
→ পদসমূহঃ ০৪ ক্যাটাগরিতে মোট ১২ টি পদ।
→ আবেদনের সময়সীমাঃ ২০-১০-২০২০ ইং।
→ আবেদন ফিঃ ১১২ টাকা, ৫৬ টাকা।
→ অনলাইনে আবেদনঃ http://pd.teletalk.com.bd
→ বিস্তারিতঃhttps://powerdivision.portal.gov.bd/sites/default/files/files/powerdivision.portal.gov.bd/npfblock//28-06-2020-merged.pdf

(১৭) #জেলা_প্রশাসকের_কার্যালয়, নড়াইলঃ
→ পদসমূহঃ ০৪ টি ক্যাটাগরিতে ১৩ টি পদ।
→ আবেদনের সময়সীমাঃ ১৬-০৮-২০২০ ইং।
→ বিস্তারিতঃhttp://www.narail.gov.bd/sites/default/files/files/www.narail.gov.bd/notices/ffa27db1_7087_44b3_a04e_212d7c61fd97/56319d867495e48f775e83129280affe.pdf

(১৮) :
→ Total Post: 05.
→ Last Date of Application: 20.08.2020.
→ Application Form: http://macademy.gov.bd/2020/07/23/job-circular-with-forms-21-07-2020/
→ Details: http://www.ebdpratidin.com/home/next_page/6 (July 23, 2020)

kgdcl.teletalk.com.bd

BCS real viva Number 1 || বিসিএস ভাইবা 38 তম BCS 30/07/2020

38 তম BCS real viva 1
প্রার্থী প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
https://youtu.be/Y4IOZSSMlFc

38 তম BCS real viva 2
প্রার্থী Tax ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
https://youtu.be/xELDjjHf2No

38তম BCS real viva 3
প্রার্থী পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
https://youtu.be/Xs5_r6MWPbU

বাকি সব Viva গুলোও আমার Youtube channel a দেওয়া হবে, তাই Subscribe করে পাশে থাকুন ।
চ্যানেল লিংক : https://www.youtube.com/channel/UCp_46hh3xthntebcf76VM1g

BCS real viva Number 1 || বিসিএস ভাইবা 38 তম BCS

29/07/2020

বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি রাজস্ব খাতের ১১ টি পদে মোট ২৭৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০৪-০৮-২০২০ থেকে । আবেদন করা যাবে ০৩-০৯-২০২০ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

১. কম্পিউটার অপারেটর- ১

২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর- ৫

৩. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ৩

৪. উচ্চমান সহকারী- ৪

৫. হিসাব সহকারী- ৯

৬. স্টোর কিপার- ১৫

৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৪০

৮. গাড়ী চালক- ৬

৯. অফিস সহায়ক- ১৭৮

১০. নিরাপত্তা প্রহরী- ৭

১১. পরিচ্ছন্নতাকর্মী- ৫

28/07/2020

বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ণনায় ব্যবহৃত শব্দ সমূহঃ

Wʀɪᴛᴛᴇɴ & Eᴅɪᴛᴇᴅ Bʏ : S M Shamim Ahmed

1)The most valiant hero =বীরশ্রেষ্ঠ
2) Great valiant hero = বীরোত্তম
3) Valiant hero =বীর বিক্রম
4) Ideal of courage/ Symbol of Bravery = বীর প্রতিক
5) Liberation war = মুক্তিযুদ্ধ
6) Freedom fighters মুক্তিযুদ্ধারা
8) Valiant freedom fighters সাহসী মুক্তিযোদ্ধারা
9) Brother in arms সহযোদ্ধা
10) War of Independence = স্বাধীনতা যুদ্ধ
11) Bangladesh Liberation War = বাংলাদেশের মুক্তিযুদ্ধ
12) Bangladesh's independence from Pakistan = পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা
13) Two-nation theory = দ্বি-জাতি তত্ত্ব
14) Founded solely = এককভাবে প্রতিষ্ঠিত
15) Basis of religion = ধর্মের ভিত্তিতে
16) Multi religious = বহু ধর্মীয়
17) Women freedom fighters = নারী মুক্তিযোদ্ধা
18) Nine month long bloody war =নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ
19) The war lasted for nine months= যুদ্ধটি নয়মাস স্থায়ী হয়েছিল
20) Lay down life =জীবন উৎসর্গ করা
21) Freedom fighters happily laid down their lives =মুক্তিযুদ্ধারা খুশি মনে জীবন উৎসর্গ করেছেন
22) Occupational forces = দখল দার বাহিনী
23) Foe/ enemy =শত্রু
24) Attack of the enemy =শত্রুর আক্রমণ
25) Attack and counter attack = আক্রমণ ও পাল্টা আক্রমণ
26) All walks of people =সকল স্তরের মানুষ
27) Fight face to face =মুখোমুখি যুদ্ধ করা
28) To make the country free from enemies =দেশকে শত্রু মুক্ত করা
29) Battle field = যুদ্ধক্ষেত্র
30) Bloody war =রক্তক্ষয়ী যুদ্ধ
31) Supreme / Highest sacrifice =সর্বোচ্চ ত্যাগ
32) The allied force =মিত্র বাহিনী
33) Armed conflict = সশস্ত্র সংঘাত
34) Cultural differences = সাংস্কৃতিক পার্থক্য
35) Secular constitution = ধর্মনিরপেক্ষ সংবিধান
36) Tried to impose Urdu = উর্দু চাপানোর চেষ্টা করেছিল
37) Cultural and linguistic identity = সাংস্কৃতিক এবং ভাষাগত পরিচয়
38) United by a common language and a common culture = একটি সাধারণ ভাষা এবং একটি সাধারণ সংস্কৃতির দ্বারা সংযুক্ত
39) Struggled for their freedom = তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম।
40) History of aggression = আগ্রাসনের ইতিহাস।

28/07/2020

#আপডেট_তথ্যঃ

#বিশ্বব্যাংকের_শ্রেণিবিন্যাসে_বাংলাদেশঃ
১.বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
উঃ ১৯৪০ মা.ডলার

২.মাথাপিছু আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১৪৯ তম

৩.PPP'র ভিত্তিতে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
উঃ ৫১৯০ মার্কিন ডলার

৪. PPP'র ভিত্তিতে মাথাপিছু আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১৪৫ তম

৫.মোট জাতীয় আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৪০ তম

৬. GDP-তে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ৪১ তম

28/07/2020

যে সকল দেশের মূদ্রার নাম “ডলার” সেগুলা মনে রাখার উপায়ঃ (টেকনিক)

28/07/2020

► প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন?
উত্তর : - ২০১০ সালে।
► তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
উত্তর : - ডাউকি।
► BTRC এর ইংরেজী পূর্ণরূপ কোনটি?
উত্তর : - Bangladesh Telecommunication Regulatory Commission.
► বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
উত্তর : - সৈয়দপুর।
► বাংলাদেশের White Gold কোনটি?
উত্তর : - চিংড়ি।
► বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়?
উত্তর : - কক্সবাজার।
‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?
উত্তর : - উন্নত জাতের গমের নাম।
‘আলোকিত মানুষ চাই’ এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?
উত্তর : - বিশ্ব সাহিত্য কেন্দ্র।
► বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরের নাম কি?
উত্তর : - নাজনীন সুলতানা ।
► পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
উত্তর : - ১৫-১৯ মার্চ ২০১১ ।
► ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হয় কবে?
উত্তর : - ৪ ডিসেম্বর, ২০১১।
► টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর : - মণিপুর
► বাংলাদেশের বিমান বাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হওয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপনযোগ্য সল্প পাল্লার ক্ষেপণাস্রের নাম কি?
উত্তর : - এফএম-৯০।
► বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি?
উত্তর : - IBM 1620
► বাংলাদেশে প্রথম কবে এবং কোথায় কম্পিউটার স্থাপিত হয়?
উত্তর : - ১৯৬৪ সালে ঢাকায় পরমাণু শক্তিকেন্দ্রে।
► বাংলাদেশ সাব মেরিন ক্যাবল যুক্ত হওয়ার চুক্তি স্বাক্ষর করে কবে?
উত্তর : - ২৭ মার্চ ২০০৪।
► বিজিবির সর্বপ্রথম নাম কি ছিল?
উত্তর : - রামগড় লোকাল ব্যাটালিয়ন।
► স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন্?
উত্তর : - মোহাম্মদ উল্লাহ্।
► জাতিসংহের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর : - ট্রিগভেলি
► কবে সর্বপ্রথম বাংলাদেশে লিভার প্রতিস্থাপন অপারেশন করা হয়?
উত্তর : - জুন ২০১০।
► আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ?
উত্তর : - ভেদরগঞ্জ,শরীয়তপুর।
► বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ?
উত্তর : - ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সংগৃহীত
💚💚💚💚ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন আর ধন্যবাদ দিয়ে সাথে থাকবেন ।শুভ কামনা সবার জন্য 💜💜💜💜

26/07/2020

করোনা সম্পর্কে 12টি তথ্য:

১) করোনা শব্দের আভিধানিক অর্থ কি?
উঃ মাথার মুকুট
২) কোন দশকে করোনা ভাইরাসের সন্দেহ মেলে?
উঃ ১৯৩০
৩) করোনা ভাইরাস কত সালে আবিষ্কার হয়?
উঃ ১৯৬০
৪) WHO কবে এই ভাইরাসের নাম দেন 2019-nCOV?
উঃ ৭ জানুয়ারি,২০২০
৫) কোভিড-১৯ কবে নামকরণ করা হয়?
উঃ ১১ ফেব্রুয়ারি,২০২০
৬) কোভিড-১৯ রোগটি প্রথম কোথায় ও কবে সনাক্ত করা হয়?
উঃ ৩১শে ডিসেম্বর ২০১৯ চীনের উহান নগরীতে রোগটি সনাক্ত করা হয়।
৭) WHO, COVID-19 কবে PANDEMIC হিসেবে ঘোষণা করে?
উঃ ১১ মার্চ, ২০২০
৮) COVID-19 রোগটির বহনকারী ভাইরাসটির নাম কি?
উঃ SARS-COV-2
৯) বিজ্ঞানীরা কবে কোভিড-১৯ কে সার্স-করোনা ভাইরাস গোত্রের বলেন?
উঃ ৯জানুয়ারি,২০২০
১০) কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারী হিসেবে কবে কে ঘোষণা দেয়?
উঃ ১১ মার্চ,WHO
১১) বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত করা হয় কবে?
উঃ ৮ মার্চ, ২০২০
১২) কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায় কবে?
উঃ ১৮ মার্চ,২০২০

Photos from Sharif Suggestion for 3rd & 4th class Govt. Job's post 09/07/2020

❑❑ ‘সরকারি প্রাথমিক শিক্ষক বিধিমালা-২০১৯’

সেপ্টেম্বর মাসের মধ্যে অথবা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সারাদেশে ২৬ হাজার প্রাক-প্রাথমিক ও ১৪ হাজার সহকারি (মোট ৪০ হাজার) শিক্ষক নিয়োগের জন্য আবেদন কার্যক্রম শুরু হবে; সূত্রঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালায় পাঁচটি বড় পরিবর্তন এনে ‘সরকারি প্রাথমিক শিক্ষক বিধিমালা-২০১৯’ এর গেজেট প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
(i) নতুন বিধিমালায় সহকারী শিক্ষক পদে পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা অনার্স অথবা সমমানের ডিগ্রি হতে হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৩০ বছর। এতদিন এইচএসসি পাস সনদ থাকা নারীরা প্রাথমিক শিক্ষক হতে পারতেন।
(ii) নারী প্রার্থীদের জন্য ৬০ শতাংশ কোটা বহাল থাকবে। ২০ শতাংশ পোষ্য কোটা ও বাকি ২০ শতাংশ পুরুষ প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এ ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে পাস করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি ২০ শতাংশ কোটা পূরণ না হয়, তবে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
(iii) প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় সরকারি কর্ম কমিশনের(পিএসসি) নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে নিয়োগ প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে ২১-৩০ বছর। আগে তা ছিল ২৫-৩৫ বছর। প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে ৬৫ শতাংশ আর পিএসসির মাধ্যমে সরাসরি ৩৫ শতাংশ নিয়োগ দেওয়া হবে।
(iv) নতুন বিধিমালা অনুযায়ী, মোট পদের শতকরা ২০ ভাগ বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের মধ্য থেকে নেয়া হবে। এ ছাড়া ক্লাস্টার বা উপজেলাভিত্তিক আর্ট ও সংগীত শিক্ষক নিয়োগে পদ সৃষ্টি করা হয়েছে।
(v) নতুন নিয়োগ বিধিমালায় শিক্ষক নিয়োগ আগের মতোই উপজেলা বা থানাভিত্তিক হবে। তবে কেন্দ্রীয়ভাবে গঠিত সহকারী শিক্ষক নির্বাচন কমিটির সুপারিশ ছাড়া কোনো ব্যক্তিকে সহকারী শিক্ষক পদে সরাসরি নিয়োগ দেওয়া যাবে না। এ ছাড়া বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হলে বা বাংলাদেশের নাগরিক ভিন্ন কাউকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ দেওয়া যাবে না।

https://samakal.com/todays-print-edition/tp-khobor/article/19041944/নতুন-বিধিমালার-গেজেট-প্রাথমিক-শিক্ষক-নিয়োগে-পাঁচ-পরিবর্তন

বাংলা একাডেমি কর্তৃক সংশোধিত নতুন বানান সমূহ 2020 09/07/2020

BCS, সরকারি জব, admission এর জন্য জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ https://youtu.be/Bci29tdw9RA

বাংলা একাডেমি কর্তৃক সংশোধিত নতুন বানান সমূহ 2020

Photos from Sharif Suggestion for 3rd & 4th class Govt. Job's post 08/07/2020

করোনা ভাইরাস নিয়ে বাংলা ও ইংরেজিতে রচনা

07/07/2020

ইংরেজি শব্দের কিছু উচ্চারণ বিধি:
-
শব্দের মধ্য Tথাকলে "T" এর পর U হলে "T" এর
উচ্চারণ "চ" হবে। যেমন:- Future (ফিউচার),
Century (সেনচুরী), Mixture, Fixture.
-
শব্দের মধ্য "D" এর পর G হলে "D" এর উচ্চারণ
হয় না। যেমন:- Knowledge (নলেজ), Judge( জজ),
Bridge, Coleridge.
-
K এর পর n হলে K এর উচ্চারণ হয় না। যেমন:-
Know (নো), Knee (নী), Knife (নাইফ),
Knowledge
(নলেজ)।
-
G এর পর Vowel থাকলে G এর উচ্চারণ"গ" হয়।
যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide
(গাইড), Give, Get, Gift।
-
S এর পর H হলে S এর সর্বদা "শ" হয়। যেমন:-
Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.
-
W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না।
যেমন:- Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh-
question এর সব।
-
T এর পর io হলে "T" এর উচ্চারণ "শ" হয়। যেমন
National (ন্যাশনাল)।
-
i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি
হয় "ফ" এর মত হবে। যেমন:- Eight (এইট), Right
(রাইট), High (হাই), Enough (এনাফ), Cough
(কফ)।
-
একত্রে হলে ং"এর উচ্চারণ হয়। যেমন:-
Bangladesh (বাংলাদেশ)।
-
শব্দের শেষে e থাকলে "e" এর উচ্চারণ হয়
না। যেমন:- Name (নেইম), Come (কাম), Take
(টেক)।
-
যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত হয়
তখন G এর উচ্চারণ Silent হয়। প্রথমে যদি G
থাকে এবং তারপরেই যদি "N" থাকে তবে G
silent থাকে।
Example:
1.Sign (সাইন) - চিহ্ন।
2.Campaign (ক্যামপেন) - প্রচার।
3.Reign (রেইন) - শাসন।
4.Design (ডিজাইন) - নকশা।
5.Resign (রিজাইন) - পদত্যাগ।
-
C-এর উচ্চারণ কখন 'ক' আর কখন 'স' হবে ?
Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে
তার উচ্চারণ 'ক' হয়। কিছু সহজ উদাহরণ পড়ে
মিলিয়ে দেখুন:-
Can (v, ক্যান্) - পারা।
Class (n, ক্লাস্) - শ্রেণি।
Colour (n, কালার্) - রং।
Cup (n, কাপ্) - পেয়ালা।
Crime (n, ক্রাইম্) - দুর্নীতি।
-
Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে
তাহলে তার উচ্চারণ 'স' হবে। দেখে নিই
কিছু
সহজ উদাহরণ:-
Center (n, সেন্টার্) - কেন্দ্র।
Ceiling (n, সিলিং) - ভেতরের দিকের ছাদ।
Cinema (n, সিনেমা) - প্রেক্ষাগৃহ।
Cyclist (n, সাইক্লিস্ট্) - সাইকেল চালক

07/07/2020

#অর্থ_মন্ত্রণালয়ের_অধীন
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ১৯০১ পদে বিশাল নিয়োগ
#আবেদন_করতে_চাইলে ইনবক্সে নক করুন।

(১)পদের নাম : অডিটর
পদ সংখ্যা : ৫৩৮ জন
যোগ্যতা : স্নাতক

(২)পদের নাম : জুনিয়র অডিটর
পদ সংখ্যা : ৪৫৭ জন
যোগ্যতা : এইচ.এস.সি
(বান্দরবন, রাঙ্গামাটি, জয়পুরহাট জেলা বাদ)

(৩)পদের নাম : অফিস সহায়ক
পদ সংখ্যা : ২৫৫ জন
যোগ্যতা : এস.এস.সি
(চাঁদপুর, নাটোর, নড়াইল, বাগেরহাট, বরিশাল জেলা বাদ)

(৪)পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার
পদ সংখ্যা : ৪০ জন
যোগ্যতা : স্নাতক

(৫)পদের নাম : কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা : ৫৫৪ জন
যোগ্যতা : এইচ.এস.সি

Want your business to be the top-listed Shop in Sunamganj?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Sunamganj
3432

Other Shopping & Retail in Sunamganj (show all)
SM UZZOL 24 SM UZZOL 24
My Business Borchora Bazar
Sunamganj

https://www.facebook.com/profile.php?id=100046649195324

Yousuf Enterprise Yousuf Enterprise
Birgaon Bazar, Dokshin Sunamganj
Sunamganj

You can get here Shoes, electrical and electronics products, lpg gases cylinders etc.

বিসমিল্লাহ্ রেস্টুরেন্ট,সুনামগঞ্জ বিসমিল্লাহ্ রেস্টুরেন্ট,সুনামগঞ্জ
সদর হাসপাতাল রোড, সুনামগঞ্জ
Sunamganj

জারা এন্টারপ্রাইজ জারা এন্টারপ্রাইজ
Sunamganj, 3000

আমাবাড়ী বাজার, (অগ্রণী ব্যাংক এর নিচে) মাদ্রাসা রোড, সুনামগঞ্জ।

Abul & Sons Abul & Sons
Surma Market
Sunamganj

ক্রোকারিজ সামগ্রীর পাইকারী ও খুচরা ব?

Mahjin Aru t shirt rahuda.com Mahjin Aru t shirt rahuda.com
Sunamganj

Men's(clothing brand)

Md Maruf Md Maruf
Sunamganj

DigBaaz DigBaaz
Chhatak
Sunamganj

E-commerce Website for Authentic Products.☺️ We Have The Best Quality Products – You definitely Appreciate.

Gents Collection Gents Collection
Chhatak
Sunamganj, 3080

Shirt, T-Shirt, Pant, Three Quarter

Sunam Shop Ltd. Sunam Shop Ltd.
Sunamganj Sadar
Sunamganj, 3100

আমাদের স্লোগান: ক্রেতার হাসি আমরা ভা?