Miftha Hussen Mithon
ধৈর্য ধারণ করো, তোমার রবের সিদ্ধান্তের অপেক্ষায়!
সূরা আত-তূর ৪৮
ক্ষমতা মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়।
পৃথিবীতে টাকার চেয়ে মূল্যবান কি আছে..??
‘৭৫ নম্বর জার্সিটাই সমস্যা! স্টেডিয়ামের গেটে থামিয়ে বলেছে, জার্সি খুলে আবার আসতে।’
বিস্তারিত : https://www.somoynews.tv/news/2024-10-21/7TV3KMYR
ফেইসবুক প্রতি সপ্তাহে কিছু টার্গেট দেয় , এই টার্গেট অর্জন করলে আপনাকে পরের সপ্তাহে আবারো কিছু টার্গেট দেবে , এটাকে গেম মনে করে এই টার্গেট অর্জনের জন্যে কনটেন্ট ক্রিয়েট, ব্লগার্স কিংবা ডিজিটাল ক্রিয়েটররা দৌড়াতে থাকে, মাস শেষে ফেইসবুক ২ কিংবা ৪ পয়সা দিয়ে ইউসার দের ধরে রাখার চেষ্টা করে ! বাম পাশের ছবিটা আমার এই সপ্তাহের টার্গেট, যদিও আমি কোনো টার্গেট এর পেছনে দৌড়াবো না, ফেইসবুক আসলে আমার মূল্যবান সময় নিয়ে খেলার অধিকার রাখে না, তাই এটা ইগ্নোরেড! I
২য় মানে ডান পাশের মার্ক করা কিছু সেন্ট দেখুন এটা আদতে ছিল ১.৬৭ ডলার, যেটা আমার লাস্ট মাসের পারফরমেন্স এর বোনাস ছিল, ফেইসবুকের কথা মতো না চলাতে এখন কর্তন শুরু করেছে, ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পারফরমেন্স দেখে কেটে করেছে ১.৪৬, গতকাল পর্যন্ত ছিল ১.৫১, মনে হচ্ছে আমি তাদের গোলাম, কথা না শোনায়, আমার টাকায় তারা হাত দেবার অধিকার রাখে !
আপনি এক সাথে ২টা মুরগি ধরতে পারবেন?! ছেড়ে দেয়া ২টা মুরগি এক সাথে ধরা কখনোই সম্ভব না, হয় ফেইসবুক এ মনোযোগ দিন না হয় নিজের ক্যারিয়ার এ দুটো করতে গেলে কোনোটাই হবে না!
কাল দেখি এখন অফিস/ চেম্বার এ বসে একজন লাইভ করছে, এই লাইভ এর জন্যে কি অফিস কর্মী নিয়োগ করে? বেতন দেয়?
অফিস বা কাজে বসে ফেইসবুক এর রিচ নিয়ে ভাবা স্পষ্ট দুর্নীতি !! I said corruption!
সুন্দর কথা বলার জন্যে অনেকে আছে, আমি না হয় বোধের কথা বললাম, বুঝলে বুঝপাতা ! কেউ যেন আমাদের গোলাম না বানিয়ে ফেলে, যেমন ফেইসবুক!
কথার আঘাত এতোটাই কষ্টদায়ক যা সহ্য করার ক্ষমতা সবার থাকে না ‼️
এই নির্লজ্জ লোকটা কে কি বলবো আমাদের ভাষা নেই
77K
১৯৭১ প্রশ্নে আমার মনে হয় স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজাকার ছাড়া কেউ দ্বিমত পোষণ করবেন না। এই দেশ আমাদের সবার! কোন রাজনৈতিক দলের নয়। জয় বাংলা স্বাধীনতার শ্লোগান, বঙ্গবন্ধু বাংলাদেশের অবিসংবাদিত নেতা। কেউ মানেন আর নাই মানেন। এই সত্যি কথাগুলো বলতে কোন দল করা লাগে না। ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের আত্বত্যেগের বিনিময়ে অর্জিত আমাদের এই সোনার বাংলাদেশ। প্রোফেসর ডক্টর ইউনুস একজন নোবেল জয়ী হতে পারেন কিন্তু স্বাধীনতা প্রশ্নে তিনি যে কথাগুলো বলেছেন এটার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করি।
গঠনমূলক মন্তব্য করতে পারেন....?
মৃত্যুর খুব কাছে মানুষগুলো, তাদেরকে উদ্ধার করুন।🙏
ফেনী সদর ১২নং ফাজিলপুর ইউনিয়নের ০১নং ওয়াড ভূইয়ার হাট ফেনী মুহুরিনদীর পাশের গ্রাম পূর্ব কচুয়ার অবস্থা বেশি খারাপ, তাদের টেলিফোন ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন।
১ / ইসমাইল মাস্টার বাড়ি ২৫০ জন
২ / পূর্ব কচুয়া জামে মসজিদ ১০০+ জন
৩ / রিয়াজ উদ্দিন ভূঁইয়া বাড়ি ১০০+ জন
৪/ কলিম উদ্দিন ভূঁইয়া বাড়ি ৫০/৬০ জন
৫/ বড় বাড়ি ৪০/৫০ জন
৬/ পাটোয়ারী বাড়ি ১৪০/১৫০জন
৭/ হিরোর টেকের আশপাশে অনেক বাড়িতেও অনেক লোক আটকানো রয়েছে।
যত দ্রুত উদ্ধারকারী টিম চলে যান এ এলাকায়, তাদেরকে উদ্ধার করুন।👏
#যোগাযোগ
+8801810614845
+8801874938757
+8801840094056
+8801742423509
+8801995496372
[ নেটওয়ার্ক নাই অনেক যায়গায় ]
#ফেনী
আসসালামু আলাইকুম
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।
দীর্ঘ ১৫ দিন যাবত, এই শিশুটি খুলনা জেলার-পাইকগাছা উপজেলার মাহমুদকাটি মোড়ে দিন রাত ঘোরাফেরা করছে। রাত হলে যে কোন দোকানের সামনে ঘুমিয়ে পড়ে। সে তার নাম ঠিকানা বলতে পারে না। যদি কেউ ছেলেটির ঠিকানা জানেন, তাহলে যোগাযোগ করতে পারেন।
নিম্নোক্ত ফোন নাম্বারে যোগাযোগ করুন?
👉01727039366
আপনার একটি শেয়ারে ফিরে পেতে পারে ছেলেটি তার হারানো পরিবারকে!
সংগৃহীত
১. কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ- আপনাকে জিততে সহায়তা করবে! কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান; আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ অতীত আর টেনশন-এর কারণ ভবিষ্যৎ। তারচেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন; আনন্দে বাঁচুন!
২. ঠেকতে ঠেকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায়- কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজ স্বার্থে ব্যবহার করে? আপনার সামনে যিনি আপনার প্রশংসা আর অন্যের সমালোচনা করেন, একটু পরেই তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন!
৩. পরম সমালোচনাকারী হচ্ছে- যিনি প্রতিনিয়ত আপনাকে আর্শীবাদ করেন ‘একজন’ হয়ে উঠার জন্য...! সমালোকেরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু- বিনা পয়সায় ভুল ধরিয়ে দিতে সর্বদা তৎপর থাকেন... তাঁদের কখনোই অবহেলা করবেন না! আপনি বরং বিনয়ী হোন, মানুষকে সম্মান করুন ও গুরুত্ব দিন; সবকিছু বহুগুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে!
৪. কেউ যদি আমায় ঈর্ষা করে, আমি খুবই খুশি হই। কারণ আমি বুঝতে পারি যে, আমি সঠিক কাজটাই করছি! আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করল না, তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেননি!! মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু ও সমালোচকের সংখ্যার ভিত্তিতে!!!
৫. জিততে হলে কখনো কখনো হারতে হয়। আজকের হারই হয়ত ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে। কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না- এটা সময়ের অপচয়! সম্ভব হলে আপনি অন্যদেরকে জিতিয়ে দিন, জিতে গেছে ভেবে কেউ যদি খুশি হয়, আপনিও নীরবে একটুখানি হেসে নিন। অন্যের সুখে সুখী হতে পারলে আপনিই মহাসুখী!
৬. চিতা বাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না। আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। হয়ত অনেক কিছু পারেন; তবে দরকার নেই তা বলে বেড়ানোর। নীরবে কাজ করে যান... যার প্রয়োজন তিনি আপনাকে ঠিকই খুঁজে নেবেন। তবে অযোগ্য কাউকে টেনে উপরে তুললে সে-ই এক সময় উল্টো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিশোধ নেবে!
৭. আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না, শুধু নিজেকে ছাড়া। আপাতত সেটাই করুন- নিজেকে বদলে ফেলুন; আর অন্তত দুজন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন। সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে!
৮. আপনার চিন্তা-ভাবনার ওপরে যারা আস্থা রাখতে পারে না, তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিজের প্রতি বিশ্বাস রাখুন- এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও আস্থাভাজন করে তুলবে; স্রেফ সময়ের অপেক্ষা।
৯. জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান কারণ তারা অন্যকে copy করার চেষ্টা করেন, কিন্তু তাদের আসলে জানা নেই- প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা! কোথায় জন্মেছেন- সেটা আপনার নিয়তি; কোথায় পৌঁছাবেন- সেটা আপনার কর্মফল!
১০. আজকে থেকে ঠিক ৯৯৯ দিন পরে আপনার অবস্থান কোথায় হবে- সবকিছুই নির্ভর করছে এখন কাদের সঙ্গে মিশছেন আর কী কী বই পড়ছেন, তার ওপর!
১১. কোনো কথা শোনামাত্রই যাচাই না করে বিশ্বাস করবেন না। কেননা মিথ্যা কথা সব সময়ই সত্যের চাইতেও তীব্রতর। প্রমাণের ঝামেলা নেই বলে মিথ্যে কথা ও গুজব দ্বিগুণ গতিতে ছোটে। কিন্তু সত্যটা প্রমাণ করতে যথেষ্ট সময়ক্ষেপণ ও বেগ পেতে হয়!
১২. জীবনটা বড্ড ক্ষণস্থায়ী, ভালো করারই সময় কম। মন্দ কাজ করার সুযোগ কই? ভালো মানুষ সাজার ভান না করে ভালো মানুষ হয়ে গেলেই তো হয়!
১৩. আপনার স্বপ্ন নিয়ে কেউ যদি হাসা-হাসিই না করে, তবে বুঝে নেবেন- লক্ষ্যটা খুব ছোট হয়ে গেছে! আবার স্বপ্ন পূরণে বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ সেটা বাস্তবায়ন করে নিজের বলে চালিয়ে দিতে পারে..! তবে যে স্বপ্ন বাস্তবায়নের শুরুতেই অন্যের সহযোগিতা নিতে হয় অর্থাৎ নিজে এগিয়ে নিতে পারেন না- সেই স্বপ্ন দেখবেন না।
১৪. কেউ কেউ ইতিহাস গড়েন, বাকিরা সেই ইতিহাস পড়ে পরীক্ষায় পাস করেন! বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে এমন কাজ করুন, যাতে অন্যেরা আপনার সঙ্গে ছবি তুলে সামাজিক গণমাধ্যমে পোস্ট করে।
১৫. মানুষ মাটি দিয়ে তৈরি, মাটিজাত খাবার খেয়ে বাঁচে, মৃত্যুর পরে আবার মাটিতেই মিশে যাবে; তার কি অহংকার ও রাগ করা সাজে? মানুষের গ্রহণযোগ্যতা কখনো ফেসবুক-এ লাইক-এর সংখ্যা দিয়ে যাচাই করা যায় না; মৃত্যুর পর উনার জানাজায় ক’জন হাজির হলেন- সেটাও দেখার বিষয়!
১৬. সুস্থ দেহ+প্রশান্ত মন = উপভোগ্য জীবন। শরীরের সুস্থতার জন্য চাই পরিমিত খাদ্যাভ্যাস আর মনের প্রশান্তির জন্য চাই রুচিশীল পাঠ্যাভ্যাস।
১৭. জ্ঞানীরা বলেন কেননা তাঁদের কাছে বলার মতো কিছু কথা আছে; আর মূর্খরা বলেন কেননা তাদেরও কিছু বলতে ইচ্ছে করে! কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করার আগে অন্তত তাঁর সমান যোগ্যতা অর্জন করে নিতে হয়...!
১৮. যে কাজের জন্য বিবেক প্রশ্নবিদ্ধ করে, সে কাজ থেকে বিরত থাকাই শ্রেয়। যা কিছু পেয়েছেন, তার জন্য শুকরিয়া আদায় করুন, ধৈর্যধারণ করুন… ভবিষ্যতে আরো ভালো দিন আসবে!
১৯. প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে যে সমন্বয় ঘটাতে পারে, সে-ই প্রকৃত সুখী। হবে না, পারবো না, আমার কপালে নেই কথাগুলো প্রায়ই বলে থাকি। কিন্তু মজার ব্যাপার- নিজেকে জিজ্ঞেস করলে যে উত্তর পাওয়া যাবে, তা কিন্তু একেবারেই উল্টো। আমি পারবো, আমাকে দিয়েই হবে- এই শক্তি অন্তরে লুকিয়ে থাকে, জীবন যুদ্ধে শক্ত হাতে হাল ধরতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেতিবাচক ভাবনার টানুন ইতি, বেড়ে যাবে জীবনের গতি!
২০. মস্তিষ্ক কখনো অলস সময় কাটাতে পারে না, সর্বক্ষণ কিছু না কিছু চিন্তা করবেই। মজার ব্যাপার হলো- আপনি যখনি আগের চিন্তা ডাউনলোড করে ফেলবেন (অর্থাৎ কাগজ-কলম নিয়ে লিখে ফেলবেন এবং কাজে প্রয়োগ করবেন), মস্তিষ্ক কেবলমাত্র তখনি নতুন কিছু ভাববার সুযোগ পায়, নচেৎ আগের চিন্তাটাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। কোনো একটা চিন্তা কাজে পরিণত না করে মাথায় নিয়ে বসে থাকলে নতুন চিন্তা মাথায় আসে না (ঢোকার জায়গা পায় না)। কোনো পরিকল্পনাই গ্রহণযোগ্য নয়, যতক্ষণ না সেটি বাস্তবায়িত হচ্ছে…! তাই মাথায় যত বুদ্ধি আসে, যত দ্রুত সম্ভব কাজে লাগান; হয় লাভ হবে নইলে অভিজ্ঞতা হবে! অর্জন হিসেবে কোনোটাই মন্দ নয়।
২১. পৃথিবীতে এমন কোনো কাজ নেই- যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন! যারা কোনোকালেই কিছু করবে না- তারাই কেবল বলে অসম্ভব। এ জগতে মানুষের কাছে অসম্ভব বলে কিছুই নেই- থাকতে পারে না। এ পৃথিবীতে অসম্ভব বলে যদি কিছু থাকে, সেটা আছে কেবল মূর্খ ও অলসদের অভিধানে!
সংগৃহীত
অ্যান্টিভেনম কোথায় আছে, কিভাবে কাজ করে ? | Russells VIper | News Explainer | Ekattor TV অ্যান্টিভেনম কোথায় আছে, কিভাবে কাজ করে ? #রাসেলভাইপার #সাপের_বিষ #সাপের_বিষের_প্রতিশেধক ...
আমরা যাঁরা সুস্থ আছি সবাই বলি আলহামদুলিল্লাহ 🤲
With Fatima’s Business Counseling – I just got recognized as one of their top fans! 🎉
একই আকাশের নিচে তুমি আমি তবুও আমাদের দেখা হয় না!
---------------------------------------------------------------
আমাদের দূরত্ব ক্রমশ বাড়ছিলো!
হিমালয় চূড়া থেকে মাটির দূরত্ব যেমন
ঠিক তেমনি করে তুমি
আমার কাছে দুর্বোধ্য হতে থাকলে।
কেনো এমন হচ্ছে
কেনো এমন হচ্ছে
প্রশ্নটি করতে করতে ক্লান্ত হয়ে
থেমে গেছি আমি।
কখনও কখনও থামতে হয়, থামাতে নয়।
নয়ত অসম্মানের জীবন বয়ে বেড়াতে হয় আমৃত্যু!
আমাদের দূরত্ব ক্রমশ বাড়ছিলো!
প্রতিটা দিন তোমাকে নতুন করে আবিষ্কার করতে লাগলাম।
তোমার অজুহাতের বন্যায় আমি আর ভেসে যেতে পারছিলাম না।
আমার পৃথিবীটা তুমিময় করতে গিয়ে দেখেছি
তোমার পৃথিবীটা আমিময় নই।
ভালোবাসার বিপরীতে এমন অবহেলা কেনো মানবো আমি? কেনো মানবো?
আমাদের দূরত্ব ক্রমশ বাড়ছিলো!
গন্তব্যে ফিরে গেছি দুজনেই তবে
কে কাকে গেছি ছেড়ে
কে পুড়েছি কতোটা অনুতাপের ভারে, জানি না!
হয়ত দুজনেই দুজনকে ছেড়ে গেছি
নয়তো সময় আমাদের পক্ষে ছিলো না!
আজ একই আকাশের নিচে তুমি থাকো,
আমিও থাকি
তবু আমাদের দেখা হয় না….!
সংগৃহীত
আজকের পোস্ট বউকে নিয়ে।
বউ হতে হবে কাস্টমার কেয়ারের মতো ধৈর্যশীল,
স্বামী সরাদিন বকা/বকি করলেও বলবে, স্যার আপনি শান্ত হোন আমি বিষয়টা দেখছি!
২৮০০ টাকার ময়দার বস্তা বর্তমানে ২০৫০ টাকা,
বিস্কুট,পাউরুটি,পরোটার দাম কি কমেছে?
এই দেশে দাম বাড়লে আর কমে না।
ইতালি'র ভিসা পেতে কাউকে টাকা দিতে হবে না: ইতালি রাষ্ট্রদূত | ইতালি'র ভিসা পেতে কাউকে টাকা দিতে হবে না ।বাংলাদেশে নিযুক্ত ইতালি রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেছেন, আব....
তামিলনাড়ু ছিলাম। সেখানে ১০০/২০০ গ্রাম মাছ, মাংস কেনা যায়। প্রতিবেলা টাটকা কিনে এনে নিজের রুমে রান্না করে খাইতাম। খুব ভালো সুবিধা মনে হয়েছে।
বেঙ্গালুরুতে সন্ধ্যার পর বারগুলোর সামনে ৩০ রুপি দিয়ে ১০০ গ্রাম চিকেন পাকোড়া পাওয়া যায়। চোখের সামনে প্রস্তুত করে দেবে।
মেঘালয়ে পাহাড়ি এলাকায় চিকেন তরকারি চামচ হিসেবে বিক্রি হয়। ১ চামচ (বড় সাইজের) ২০ রুপি। টাকা থাকলে ৫ চামচ খান, না থাকলে ১ চামচ।
কলকাতায় ফুটপাতে ফুচকা খেয়েছি। আপনাকে একসাথে ২০ টা দেবেনা। আপনি যতো পিস বলবেন ঠিক ততো পিস। ২ টা চাইলেও খেতে পারবেন, ৩০ টা পারবেন।
দার্জিলিং ভাত খাওয়ার সময় ১ টা কাচামরিচ দিলো। চাইলাম আরোও ৫ টা। উত্তর দিলো– একটা করে নেন, আপনি যতোটা খাবেন ততোটা দেবো। কিন্তু নষ্ট করা যাবে না। আপনাকে যা দেবো, তা আর ফেরত নেবোনা। ফেলে দিতে হবে, তাই একসাথে দেওয়া যাবে না।
একই অভিজ্ঞতা মিরিকে কাঁচা পেয়াজ চাইতে গিয়ে।
আসামের গৌহাটি স্টেশনের আশেপাশে এতো এতো চায়ের দোকান, কিন্তু কেউ কারোও খাওয়া কাপে খায়না। ওয়ানটাইম কাপে চা খেয়ে ফেলে দিতে হয়।
তাও নিজ হাতে নির্দিষ্ট জায়গায়। পানিতে নয়, সরাসরি দুধে চা তৈরি করে ছোট ১ কাপ (আমাদের সাইজের ৫ ভাগের ১ ভাগ) ৫ টাকা। আপনার যতো ইচ্ছে খাইতে পারেন, ১ কাপ বা ৫ কাপ।
নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে মাছের বারবিকিউ করে। আমার পেটে ক্ষিদা নাই, বাট টেষ্ট করার ইচ্ছে আছে। মাছ পিস করে এক পিস বিক্রি করেছে।
খেয়েছি।
শিলিগুড়িতে ১ পিস করে আপেল কেনা যায়।
কোলকাতায় ফুটপাতে মনের মতো নাস্তা করা যায়। যেমন ক্লিন, তেমন সতর্ক। আপনি হাত দিয়ে ফুটপাতের দোকান থেকে বিস্কুট নিতে পারবেন না। যে দেবে সে হাত ধুয়ে দেবে এবং যার দোকান সে।
ছোট এক কাপ চা ৫ টাকা। কিন্তু আপনি অর্ডার করলে চা বানিয়ে দেবে, আগে থেকে বানিয়ে রাখেনা। একজন শ্রমিক ফুটপাতে দাঁড়িয়ে যে দোকানে খাবে, একজন বড় কর্তা বা ছাত্ররা খাইতে পারে। সকালের অফিস টাইমে এটা বেশী দেখা যায়। এর কারণ হচ্ছে– সতেজ খাবার এবং পরিষ্কার। এবং সামর্থ্য অনুযায়ী খাওয়া যায় একই খাবার।
আমাদের ছোটবেলায় গ্রামে ইলিশ কেটে বিক্রি করতে দেখেছি এবং কিনেছি। এখন যেভাবে খাসি বা গরু বিক্রি করা হয়, তা যদি না হতো মানে আস্ত কিনা লাগতো কয়জন পারতেন?
ভারতের এই সিস্টেম আমার ভালো লাগে। এতে সমাজের সব স্তরের মানুষ খাইতে পারে।
এই যে বাংলাদেশে এ বছর এত ইলিশ কয়জন শ্রমিক সে ইলিশ খেয়েছে? আবার কারোও কারোও ফ্রিজে হয়তো জায়গাই হচ্ছেনা।
যদি কেটে ১০০ গ্রাম করে বিক্রি করা হতো, হয়তো একজন রিকশা চালক বা দিনমজুর তার সন্তান বা বৃদ্ধ মা-বাবার জন্য একপিস নিতে পারতো।
টাকার অভাবে ঘুরতে গিয়ে বা এমনিতে কত মানুষ হোটেলে শুধু ডাল ভাত খায় তার হিসেব আছে? কিন্তু ৩ টুকরা চিকেন একসাথে না কিনে যদি ১ পিস কেনা যেত নিশ্চয়ই অনেকে এফোর্ট করতে পারত।
পিস করে বা ছোট ছোট ভাগে বিক্রি করাকে আমি পজিটিভ হিসেবেই দেখি।
কারণ গরীব মানুষগুলো খাবারের স্বাদটা অন্তত পাবে।
সংগৃহীত
-পৃথিবীর সবচেয়ে বড় অহংকারী লোক সে 😔😔
-যে সালামের উওর দেয় না🥰🥀
__𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦 💙
আলহামদুলিল্লাহ 🤲
ঈদ মোবারক সবাইকে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Sunamgonj
Sunamganj, 3000
Video Edit. Online income. Online Project. Youtube income. Feacbook income., and online others Subj
Vishwamberpur
Sunamganj, 3000
আসসালামু আলাইকুম আমরা নিত্তনতুন মটিফিসান নিয়া ভিডিও করেথাকি।/video Editor/