Ashraf Ahmed Marju

Ashraf Ahmed Marju

I am Muslim by birth and proud to be a Muslim. I know Islam is a true religion and I am on a right track.

There are other religions too Why I was not attracted towards them?

07/08/2021
Photos from Ashraf Ahmed Marju's post 16/07/2021
12/07/2021

আখেরী জামানায় কেয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে। এটি হবে কেয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত।


পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে, পশ্চিম আকাশে সূর্য উঠার কিছুক্ষণ পরই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তাওবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে- এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফির থেকে নির্দিষ্ট চিন্হের মাধ্যমে আলাদা করে ফেলবে। মু‘মিনের কপালে লিখে দেবে ‘মুমিন’ এবং কাফিরের কপালে লিখে দেবে ‘কাফির’। এ ব্যাপারে কোরআন থেকে যা জানা যায়-
পবিত্র কোরআনুল কারিমে সূরা আন নামলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা বলেন,
وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ

12/07/2021

Gggg

10/07/2021

Ashraf Ahmed Marju

Miraj Ahmed(@831692244) Official | Likee 30/06/2021

https://l.likee.video/p/otQNsN?os=ALite

Miraj Ahmed(@831692244) Official | Likee Watch the best short videos of Miraj Ahmed(@831692244) on Likee

18/06/2021

513101393262512

Ashraf Ahmed Marju - YouTube 10/06/2021

https://youtube.com/channel/UCj_WtrwtIwLIr-CAj0EOAZQ

Ashraf Ahmed Marju - YouTube Share your videos with friends, family, and the world

16/05/2021

মামা ভাগ্নে

02/05/2021

Happy birthday rock

02/05/2021

True🌹💝💖🌹

01/05/2021

~পাঁচ ওয়াক্ত সালাতের সৌন্দর্য

01/05/2021

😭😭

01/05/2021

চলতি বছরের অক্টোবরে ক্রিকেট–বিশ্ব মাতাতে শুরু হবে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এবারের আসর নিয়ে তোমরা নিশ্চয় ইতিমধ্যে দারুণ উত্তেজনায় ভুগছ। চাপ না নিয়ে মগজটাকে একটু শান্তি দেওয়ার জন্য ক্রিকেট স্টেডিয়াম থেকে বেরিয়ে ক্রিকেটবিষয়ক যে সিনেমা আছে, সেগুলোর ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে আসি।

প্রথমেই ঘুরে আসা যাক কঠোর, হিংস্র ওয়ার্ডেন জন ‘হিটলার’ কাক্কারের জীর্ণ অনাথ আশ্রম থেকে। এই অনাথ আশ্রমের কঠিন পরিবেশেই লাথিগুঁতো খেয়ে দিনাতিপাত করে ১৩ বছর বয়সী কারান নামের এক ছেলে। অনাথ কারানের দুটি স্বপ্ন—এক. তার বাবা-মা হবে এবং দুই. সে একদিন অনেক বড় একজন ক্রিকেটার হবে। আশ্রমের কেয়ারটেকার বুড়ো ভোলু দাদা প্রায়ই আশ্রমের বাচ্চাকাচ্চাদের ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের গল্প শোনান। সেই বিশ্বকাপে কপিল দেবের অনবদ্য খেলার কথা বেশ রসিয়ে রসিয়ে বর্ণনা করেন তিনি। তাঁর এই গল্পগুলো শুনতে শুনতেই কারানের আদর্শ হয়ে যান কপিল দেব। কারান স্বপ্ন দেখতে শুরু করে, সে–ও একদিন কপিল দেবের মতো বিরাট ক্রিকেটার হবে।

এক ঝড়ের রাতে কারান কুড়িয়ে পায় একটি পুরোনো ক্রিকেট ব্যাট, ব্যাটের গায়ে কপিল দেবের নাম আর ১৯৮৩ খোদাই করা লেখা দেখে কারান বুঝে যায় যে এটা স্বয়ং কপিল দেবেরই ব্যাট, যেটা দিয়ে খেলে তিনি বিশ্বকাপ জিতিয়েছিলেন! একসময় এই ব্যাট দিয়ে ব্যাটিং করতে গিয়ে কারান আবিষ্কার করে, এই ব্যাট সাধারণ কোনো ব্যাট নয়, এটা একটা জাদুর ব্যাট, এই ব্যাট দিয়ে সে যে বোলারের বলই মারে, তার সবই বিরাট বিরাট ছয় হয়ে যায়! ঘটনাচক্রে একদিন কারানের একটা বিরাট ছয় গিয়ে পড়ে ইন্ডিয়ান ক্রিকেট দলের কোচের গাড়ির কাচের ওপর! সেই আঘাতে গাড়ির কাচের তো দফারফা! এ ঘটনাই কারানকে নিয়ে যায় স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে! কারান ঢুকে যায় ইন্ডিয়ান জাতীয় ক্রিকেট দলে এবং ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে প্রতি ম্যাচেই সে চার–ছয়ের বন্যা বইয়ে দেয় ওই জাদুর ব্যাট দিয়ে বল মেরে! সিনেমার গল্পের কি এখানেই শেষ? মোটেই না! মূলত এরপর শুরু হয় আসল গল্প। অনাথ আশ্রমের সামান্য এক অতি অবহেলিত ছেলে থেকে মুহূর্তেই কারান হয়ে যায় দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ।

এরপর? এরপর কী হয়, সেটা জানতে হলে অবশ্যই তোমাদের দেখতে হবে ২০০৭ সালে মুক্তি পাওয়া চেন কুলি কি ম্যান কুলি নামের দারুণ মজাদার সিনেমাটি। সিনেমাটি মূলত হলিউড সিনেমা লাইক মাইক–এর ভারতীয় সংস্করণ হলেও মজার দিক দিয়ে কোনো অংশে কম স্বতন্ত্র নয়!

01/05/2021

মিতুলের বাবা মারা গেছেন বহু আগেই। তার মা শায়লা আহমেদ একটা প্রাইভেট ফার্মে চাকরি করেন। তাতে যা টাকাপয়সা আসে, মা-ছেলের দিনকাল চলে যায়।

কয়েক মাস আগের কথা। শায়লা একটা নতুন স্মার্টফোন কিনে এনেছেন। মিতুল হঠাৎ এসে বলে, মা, তোমার ফোনটা দাও না!

কী করবি?

খেলব একটু।

শোন, কাউকে ফোনটোন দিবি না কিন্তু।

ঠিক আছে।

রাত সাড়ে ১১টা বেজে গেছে। শায়লার ঘুম ঘুম লাগছে। তিনি ভাবলেন, এবার ছেলেটাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া যাক। কিন্তু শোয়ার ঘরে গিয়ে তিনি দেখেন মিতুল নেই! তিনি দৌড়ে ড্রয়িং রুমে যান, দেখেন মিতুল সোফাতেই ঘুমিয়ে গেছে। শায়লা স্বস্তি বোধ করলেন। তিনি স্মার্টফোনটা হাতে নিলেন, দেখবেন মিতুল কিছু বদলে ফেলেছে কি না।

না। তেমন কোনো পরিবর্তন নেই। কাউকে মিতুল ফোনও দেয়নি, টেক্সটও করেনি। শুধু গেমস খেলেছে আর ছবি তুলেছে।

শায়লা মিতুলের তোলা সব ছবি ডিলিট করে দিলেন। শুধু সর্বশেষ ছবিটা ডিলিট করলেন না; সেটি দেখার সময় তাঁর মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত নেমে গেল: এটা ঘুমন্ত মিতুলের ছবি। কোনো একজন যেন তার ওপর থেকে তুলেছে...আর ছবিতে একজন বয়স্ক নারীও আছেন; যাঁকে শায়লা কখনো দেখেননি।

হান্টেড রুমস, থট ক্যাটালগ ও হাফপোস্ট ওয়েবসাইট অবলম্বনে

01/05/2021

Tommorow come to the new entertainment"mojar mojar jokes"
All day at 9:30 pm

25/04/2021

চেন্নাই সুপার কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল টিম যারা তিনবার আই পি এল খেতাব জিতেছে এবং প্রত্যেক বছর এই টিমটি প্লে-অফে পৌঁছায়।[৪] ২০১৫ সালের আই পি এল ৮ এ তাদের কাছে তাদের জয়ের ধারা বজায় রাখবার সুযোগ ছিল কিন্তু ২০১৫ সালের আই পি এলে তারা রানার্স হয়। তারাই হল প্রথম কোন ভারতীয় দল যারা চ্যাম্পিয়ন্স লীগ টোয়েন্টি-২০ জিতেছিল। এই দলের হয়ে সর্বাধিক রান করেছেন তিন জন খেলোয়াড় এবং তারা হলেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না এবং মাইকেল হাসি, এবং সর্বাধিক উইকেট নিয়েছেন আলবি মরকেল, রবিচন্দ্রন অশ্বিন, ডোয়েন ব্র্যাভো।[৫][৬] ২০১২ সালে চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড মূল্য ছিল মার্কিন ডলার ৭৫.১৩ মিলিয়ন, যা তাদেরকে আই পি এলের সবচেয়ে মুল্যবান দল করে তোলে।[৭]

24/04/2021

Delhi given more oxygen than they asked, upto AAP govt to rationalise’: Harsh Vardhan

Harsh Vardhan's statement comes at a time when Delhi CM Arvind Kejriwal has been repeatedly flagging the shortage of oxygen for the last few days.

Want your public figure to be the top-listed Public Figure in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#ashraf_ahmed_marju
মামা ভাগ্নে
Happy birthday rock
True🌹💝💖🌹
~পাঁচ ওয়াক্ত সালাতের সৌন্দর্য
😭😭

Category

Telephone

Address

Arambag, Road No. 2
Sylhet