Shapan Kumar Biswas

পছন্দের গানগুলি শুনে সত্যিই মুগ্ধ হই এবং বারবার শুনি।

02/07/2024

ঐতিহ্যবাহী জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, বাবুর বাজার, জকিগঞ্জ, সিলেট এ প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ জনাব জয়েদ আহমদ, প্রধান শিক্ষক হিসেবে ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দে যোগদান করেছেন। উনার বাবা মরহুম জনাব আব্দুল খালিক একজন স্বনামধন্য শিক্ষা অফিসার ছিলেন। উনার বাড়ি রতনগঞ্জ বাজারের পাশে পলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ, সিলেট এর প্রধান শিক্ষক ছিলেন। এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

24/04/2024

https://www.facebook.com/share/p/hMw6mDg2SAvBLzZR/?mibextid=oFDknk

বিজ্ঞাপনটার কথা কি আপনাদের মনে আছে ?
বর্তমানে দেশের তীব্র দাবদাহের প্রেক্ষাপটে খুব মনে পড়ছে।

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এবং খ্যাতিমান অভিনেতা আবুল খায়ের অভিনীত একটা বিজ্ঞাপন শৈশবে বিটিভিতে প্রায়ই দেখতাম। যতদূর মনে পড়ে, কবিরাজ আবুল খায়ের গ্রামের একটি জায়গায় লোকজন জড়ো করে বলতে থাকেন-

“আল্লাহর দান এই গাছ। যারা চিনতে পারে, তারা নিজেই নিজের চিকিৎসা করতে পারে, আর যারা চিনতে পারে না তাদের জন্য আছি আমি। আমি কবিরাজ। গাছ নিয়ে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন।”

কবিরাজ – “গাছ আমাদের কি কামে লাগে?”
জনতা — “গাছ আমাগো অনেক কামে লাগে।”
কবিরাজ –“যেমন?”
জনতা –“গাছ আমাদের নানা রকম ফল দেয়।”
কবিরাজ — “আর?”
জনতা — “গাছ আমাদের ছায়া দেয়।”
কবিরাজ — “আর?’
জনতা — “লাকড়ি দেয়, চুলা জ্বালাই।”
কবিরাজ – “আর?”
জনতা — “কাঠ দিয়া খাট পালঙ্ক বানাই।”
কবিরাজ — “হের লাইগা-বেবাক গাছ কাইটা ফালাইতাসে। কিন্তু আসল কথাটা কেউ কইলেন না। দমের কথা ! প্রতিটা নিঃশ্বাসের লগে আমরা যে অক্সিজেন নেই, সেটা কে দেয়?”

“ভাইসব… একেকটা গাছ একেকটা অক্সিজেনের ফ্যাক্টরি। আর দেয় ওষুধ যা আমি আপনাগো পৌঁছাইয়া দেই। সব গাছ কাইটা ফালাইতাসে। আমি ঔষধ বানামু কি দিয়া?”

বৃক্ষ মালিক — “কি গো কবিরাজ, কি খোঁজতাসেন?”
কবিরাজ — “আইচ্চা, এইখানে একটা অর্জুন গাছ আছিলো না?”
বৃক্ষ মালিক — “আছিলো, কাইট্টা ফালাইছি।”
কবিরাজ — “এইখানে একটা শিশু গাছ আর ঐ মাথায় একটা হরতকী গাছ।”
বৃক্ষ মালিক — “আছিলো , কাইট্টা ফালাইছি।”
কবিরাজ — “আপনের গাছ?”
বৃক্ষ মালিক — “হ । টেকার দরকার পড়ছে তাই বিক্রি করছি।”
কবিরাজ — “গাছ লাগাইছিলো কে?”
বৃক্ষ মালিক — “আমার বাবায়।”
কবিরাজ — “আপনি কী লাগাইছেন ?”
বৃক্ষ মালিক — “আমি কী লাগাইছি?”
কবিরাজ — “হ, ভবিষ্যতে আপনার পোলারও টেকার দরকার হইতে পারে।”

কবিরাজ আবারো সবাইকে জড়ো করে বলতে শুরু করেন —
“আমি আর আপনাগোর কবিরাজ নাই। আপনারা চাইলেও আমি আর ওষুধ দিতে পারুম না।
প্রশ্ন করতে পারেন কেন? উত্তর একটাই। সাপ্লাই শেষ। গাছ নাই তো আমার ওষুধও নাই। লাকড়ি বানায়া চুলায় দিছি, খাট পালঙ্ক বানায়া শুইয়া রইছি, টেকার দরকার পড়ছে গাছ কাটছি। যা কাইটা ফালাইসি তা কি পূরণ করছি? বাপ দাদার লাগানো গাছ কাটছি। নিজেগো সন্তানের জন্য কী রাখছি?
অক্সিজেনের ফ্যাক্টরি ধীরে ধীরে শেষ হইতাসে। চোখ ভইরা সবুজ দেখি না। ভবিষ্যতে কেমনে দম লইবেন?”

জনতা- “আহো, মিয়া ভাই তোমারে নিয়া একটা চারা গাছ লাগাই আর মনে মনে কই সবুজ দুনিয়া দেখতে চাই, বুক ভইরা দম নিতে চাই। আর আমাদের সন্তানেরা, তোমাগোর লাইগ্যা টাকার গাছ লাগাইলাম। অক্সিজেনের ফ্যাক্টরি বানাইলাম।“
#আবুল খায়েরের ছবি- "আজ রবিবার" নাটক থেকে নেয়া।

Courtesy: হুমায়ূনের ভুবন

21/04/2024

গরমে করণীয়

20/04/2024

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।"

সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।

শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!

হাতির বাচ্চা স্কুলে এলো।‌। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উট ,, জিরাফ,, সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেলো।।

শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌।

"ফার্স্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্চা ফেল।।

- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌।

-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।"

হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।

শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।

হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।

ফার্স্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্চা ফেল।। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে।।

প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।।

চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!!
তারা মেনে নিতে পারলো না।।

-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শিখে নে, বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।"

ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।

প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"

মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।

বাচ্চা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"

মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"

হাতি,, উট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।

শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"

হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"

শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না‌।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"

-- "উট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।"

-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।। ও মারা যাবে।।"

মনে রাখতে হবে,, *শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।

----------সংগৃহীত

19/03/2024

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান।
স্খান: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় অবস্থিত।

12/01/2024

#এক #নজরে
"দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪" এ জয়ীদের মধ্যে কার দায়িত্বে কোন মন্ত্রণালয়।

09/01/2024

📸 Watch this video on Facebook
https://www.facebook.com/share/v/NBXUPKfhtVv8m7GQ/?mibextid=HSR2mg

ভোটে জয়ী শেখ হাসিনাকে চীন-ভারতসহ ১১ রাষ্ট্রদূতের শুভেচ্ছা 08/01/2024

ভোটে জয়ী শেখ হাসিনাকে চীন-ভারতসহ ১১ রাষ্ট্রদূতের শুভেচ্ছা দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগের বিজয়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত ও ...

28/12/2023
25/12/2023

#শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম কেন প্রয়োজন?

আগামী ৫/৭/১০ বছরের মধ্যে অনেক পেশার রূপ বদল হবে এবং নতুন নতুন পেশার উদ্ভব হবে। এ বিষয়ে কয়েকটি উদাহরণ উল্লেখ করা হলো-

#বর্তমানে ডাক্তার রোগী পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন টেষ্ট দিয়ে রোগ সম্পর্কে ধারণা নিয়ে এরপর প্রেসক্রিপশন দেন।
আগামীতে চিকিৎসা পদ্ধতি আর এভাবে থাকছে না। এসআই প্রযুক্তিতে রোবটিক্স এর মাধ্যমে মেশিনের সামনে দাঁড়ালে মেশিন বলে দিবে রোগীর কি সমস্যা এবং তার কত মাত্রায় কতটুকু ঔষধের প্রয়োজন।

#শিক্ষক এখন যেভাবে পাঠদান করেন তা সামনে অকেজো। যেমন: বাংলার শিক্ষক পড়াতেন টাকা চেয়ে পিতার নিকট পত্র লিখ। আগামীতে ছাত্র-ছাত্রীদের এই প্রশ্নটি লিখতে বললে ছাত্র-ছাত্রীরা হাসবে। বলবে পত্র লেখা কি এ যুগে চলে? মানিঅর্ডার এর সনাতনী ব্যবস্থা কি হাস্যকর নয়। এখন সেকেন্ডের মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করা যায়। শিক্ষকদের কোনটা শিখাতে হবে?

#আগামীতে কোন প্রতিষ্ঠানের নিয়োগ গতানুগতিক মুখস্থ বিদ্যার উপর হবে না। নিয়োগ হবে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা দেখে। প্রার্থী কোন বিষয়ে ডিগ্রি অর্জন করলো তা যায় আসে না, প্রার্থী কি করতে পারে তা দেখে।

#যারা প্রবাসে আছেন তারা জানেন সার্টিফিকেটবিহীন লোক তার দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতি ঘন্টায় ৩০-৪০ ডলার ইনকাম করছে। সেখানে বাংলাদেশি মাস্টার্স ডিগ্রীধারী লোক হোটেলের মেসিয়ার। যার বেতন ১২ ডলার ধরা হয়েছে।

#শুনে হয়তো অবাক হবেন বাংলাদেশে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের নগদ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সার্টিফিকেটে নয়, যোগ্যতা দেখে।

#বাংলাদেশে পোশাক শিল্পে যে পরিমাণ লোক লাগে আগামীতে হয়তো আর লাগবে না। কাঁচামাল থেকে পোশাক শিল্পে প্যাকেটিং ও অন্যান্য কাজ করবে মেশিন।

এভাবে সকল পেশার রূপ বদলে যাবে।যুগের এ পরিবর্তন কেউ স্বীকার করুক আর নাই বা করুক এটাই বাস্তবতা।

#অনেক পেশা বর্তমানে বিলুপ্তি ঘটেছে। যেমন: পালকি বহন, শাঁকের করাত (গাছ চিরানো), গরু-মহিষ দ্বারা হালচাষ ও মাড়াই প্রভৃতি।

দ্রুত গতিতে বদলে যাচ্ছে পৃথিবী পরিবর্তনশীল অবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সারা পৃথিবী। বর্তমান শিক্ষার্থীদের গড়ে তুলতে বাংলাদেশের শিক্ষার কারিকুলামেও তাই বিশ্ব নাগরিক হিসেবে এ পরিবর্তন আনতে হয়েছে। আসুন আমরা ও বাস্তবতা বুঝি। নতুন কারিকুলাম নিয়ে খারাপ মন্তব্য থেকে বিরত থাকি।
Copy And Spell Out Edit..

24/12/2023

#যোগ্যতা: নিয়ম কানুন মেনে যথাযথভাবে একটি কাজ সুসম্পন্ন করাই হচ্ছে যোগ্যতা।
নতুন কারিকুলাম অনুযায়ী যোগ্যতার ৪টি উপাদান। যথা: ১। জ্ঞান ২। দক্ষতা
৩। দৃষ্টিভঙ্গি ৪। মূল্যবোধ।

#জ্ঞান: গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।
#দক্ষতা: গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।
#দৃষ্টিভঙ্গি: সিগন্যাল গাড়ি নেই। সার্জেন্ট নেই। আপনি নিয়ম মানবেন কিনা, সেটা আপনার দৃষ্টিভঙ্গি।
#মূল্যবোধ: সব সময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হওয়া হলো মূল্যবোধ।
#যোগ্যতা: নিয়ম কানুন মেনে ভালো ভাবে গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছাতে পারাই হচ্ছে তার যোগ্যতা।

Photos from Shapan Kumar Biswas's post 21/12/2023

#সংশোধিত ২৮/১২/২০২৩ খ্রি. মোট ৭৬ দিন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের ছুটির তালিকা।
মোট ছুটি ৬০ দিন।
২১/১২/২০২৩ খ্রি.

21/12/2023

২০২৪ সালের সরকারি/বেসরকারি কলেজসমূহের ছুটির তালিকা।

21/12/2023

২০২৪ সালের সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা

21/12/2023

২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন

09/12/2023

আপনি কি জানেন যে আপনি যদি একটি বয়ামে ১০০টি কালো পিঁপড়া এবং ১০০টি লাল পিঁপড়া রাখেন তবে কি হবে, কিছুই হবে না?

হবে যদি আপনি বয়াম কিম্বা জারটি জোরে নাড়ান, পিঁপড়ারা একে অপরকে মারতে শুরু করবে,এই অবস্থায় লাল পিঁপড়ারা কালো পিঁপড়াকে তাদের শত্রু মনে করবে এবং কালো পিঁপড়ারা লাল পিঁপড়াকে তাদের শত্রু মনে করবে। মূলত সত্যিকারের শত্রু হল সেই বয়াম কাঁপানো ব্যক্তিটি। মানব সমাজেও একই ঘটনা অহরহ ঘটে।

তাই একে অপরকে আক্রমণ করার আগে ভাবা উচিত কে ঝাঁকুনি দিচ্ছে!

09/12/2023

I have reached 200 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Photos from Shapan Kumar Biswas's post 28/09/2023

প্রয়োজনীয় টিপস

Want your business to be the top-listed Media Company in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

৪র্থ উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৩ এ নীলাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আমার মেয়েসহ শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণের চিত্...

Category

Address

NILAMABOR PUR, ZAKIGONJ
Sylhet
3190

Other Digital creator in Sylhet (show all)
Md Alamin Md Alamin
Sylhet

Don't Depend Too Much On Anyone In This World Because Even Your Own Shadow Leaves You When Your In ~

Arif Ahmed Arif Ahmed
Moulvibazar
Sylhet, 3100

আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশাকরি সবাই ভালো আছেন I am Muslim Syhleti Fua

Farid Ahmed Farid Ahmed
Osmaninagar Thana
Sylhet, 3100

I am a talented, ambitious and hardworking individual, with broad skills and experience in digital and printed marketing, social media and leading projects.

Tuhin Khan Tuhin Khan
Sylhet

প্রোফাইলে আপনাকে স্বাগতম🫡 ❤️🥰❤️ ❤️❤️ ❤️

Juwel live TV Juwel live TV
Sylhet

◢◤♥️◥◣ ◥◣♥️◢◤ digital media Juwel Live Tv Page 🔴 Juwel Emon TV YouTube channel 🎞️

𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵 𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵
Sylhet

Mᴜsʟɪᴍ━ꜱᴏᴄɪᴇᴛʏ:・゚ Don’t change yourself for people 🥳 Only change yourself for Allah 😻😻

My Sylhet 24 My Sylhet 24
Sylhet

RT Ruman RT Ruman
Kulaura
Sylhet

প্লিজ সবাই সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট পাবেন। শ্রীমঙ্গল মৌলভীবাজার ✌️❤️🥀

Ruhan ff Ruhan ff
Khasdobi
Sylhet

Assalamualaikum

Shaif Al Hasan Ahad Shaif Al Hasan Ahad
Sylhet, 3100

I am a professional freelancer,Logo Designer,Social media post maker,business card designer.

m.emad_uddin_71 m.emad_uddin_71
Kulaura
Sylhet

NuRul Vlogsツ NuRul Vlogsツ
Sylhet , Sunamgong
Sylhet

I want to highlight the beauty of nature, through some of my little obstacles