SSB Academy
৫ম থেকে ১০ শ্রেণির একাডেমিক কোচিং এর ন
নতুন শিক্ষা কারিকুলাম
👉সাপ্তাহিক ছুটি ২ দিন।
👉ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
👉ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
👉 এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
👉সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।
✍️ হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি:
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
- বাংলা
- ইংরেজি
- গণিত
- জীবন ও জীবিকা
- বিজ্ঞান
- সামাজিক বিজ্ঞান
- ডিজিটাল প্রযুক্তি
- ধর্মশিক্ষা
- ভালো থাকা
- শিল্প ও সংস্কৃতি
২০২৬ এ এইচএসসি
২০২৪ এ নবম শ্রেণি
ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।
প্রিয় স্কুলের প্রি এডমিশন শুরু...
আপনাদের প্রিয় বিএম ল্যাব স্কুলের আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম তো শুরু হচ্ছে ১লা ডিসেম্বর থেকে। তবে ‘প্রি এডমিশন’ শুরু হয়েছে। চলবে ১৬নভেম্বর থেকে ৩০নভেম্বর পর্যন্ত। প্রি এডমিশনে থাকছে স্পেশাল গিফট প্যাকেজও।
সিদ্ধান্ত আপনার, পরিচর্যা আমাদের।
আপনি চাইলে আপনার সন্তানকে ইসলামি পরিবেশে জেনারেল ও টেকনিক্যাল শিক্ষায় সু-শিক্ষিত করে গড়ে তুলতে পারেন এবং প্রস্তুত করতে পারেন দুনিয়া ও আখেরাতের জন্য।
প্রি এডমিশন ফরম লিংক—
https://forms.gle/hjTPbKV9RNBevqHd6
আপনার সন্তানকে আমাদের এখানে কেন ভর্তি করাবেন?
বিস্তারিত—
https://m.facebook.com/story.php?story_fbid=122121842252075230&id=61552256926099&mibextid=Nif5oz
🌀ক্যাম্পাস : পাকড়ি জামে মসজিদের পশ্চিমপাশে, দরবস্ত, জৈন্তাপুর, সিলেট।
BM LAB SchoolBM LAB School
বিএম ল্যাব স্কুল’র শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি। আজ থেকে আবেদন শুরু। চলবে ২৫শে নভেম্বর পর্যন্ত।
সাপোর্টের জন্য—
Official WhatsApp : 01641249672
Call : 01759609770
আসসালামু আলাইকুম
প্রিয় দরবস্ত-জৈন্তাবাসী!
ইতোমধ্যে আপনারা নিশ্চয় জানতে পেরেছেন যে, শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাতায়ন’ ক্রমশ তার স্বপ্নযাত্রা-২০২৮ পানে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ১৬ থেকে ২৩, খুব একটা দীর্ঘ না হলেও ৭বছর কিন্তু কম না৷ এই সাত সাতটি বছরের শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আমাদের আরো একটি ড্রিম প্রজেক্ট “বাতায়ন মডেল ল্যাবরেটরি স্কুল” যাত্রা করছে ইনশাআল্লাহ। স্কুলটি আমাদের এই বৃহত্তর এলাকার জন্য সম্পূর্ণ ব্যতিক্রম ও স্বতন্ত্র। পরিচালিত হবে ইসলামি পরিবেশে জেনারেল ও টেকনিক্যাল শিক্ষার অপূর্ব সমন্বয়ে।
আপনি নিশ্চয়ই আনন্দিত হবেন যে, আপনার সন্তান এখন জেনারেল শিক্ষার পাশাপাশি দীনের জরুরি বিষয়াবলীও শতভাগ গুরুত্বের সাথে শিখতে পারবে ইনশাআল্লাহ। আজকের ছোট্ট শিশুটি যখন বড় হবে, ডাক্তার-ইঞ্জিনিয়ার কিংবা অন্যকিছু হবে। তখন সে যেনো তার মূলকে ভুলে না যায়, দূরে সরে না যায় দীন থেকে, সেই চেতনায় আপনার সন্তানকে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
আমরা চাই আপনার সন্তান যেনো শুধুমাত্র মুখস্থকরণে অভ্যস্ত না হয়। সে যেনো পড়ালেখার পাশাপাশি তার ব্যবহারিক দিকও প্রাক্টিস করতে পারে৷ এজন্য আমরা তৈরি করছি একাধিক শিশুতোষ ল্যাবরেটরি। যেখানে তারা যা শিখবে তার এক্সপেরিমেন্ট করতে পারবে ইনশাআল্লাহ। তাই আমাদের কোনো স্টুডেন্টকেই আর প্রাইভেট পড়তে হবে না৷
আপনার সন্তানের মেধার যথাযথ বিকাশের জন্য আমাদের যাকিছু করার তার সর্বোচ্চটুকু করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আপনাদের সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী।
আসছে ১লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম। আপনি সচক্ষে সার্বিক ব্যবস্থাপনা দেখার জন্য হলেও আমাদের আঙিনায় স্বাগতম!
✅ আমাদের এই বৃহত্তর এলাকায় আমরাই প্রথম এবং আমরা কেন অনন্য?
👉 উন্নত যোগাযোগ ব্যবস্থায় মনোরম ও সিসিটিভি কভারড নিরাপদ ক্যাম্পাস, ওয়েব বেইজড সফটওয়্যার ম্যানেজমেন্ট এবং স্মার্ট ক্লাসরুম।
👉 ন্যাশনাল কারিকুলামের সাথে নিজস্ব সিলেবাস।
👉 সেমিস্টার সিস্টেমসহ বিশেষজ্ঞ প্যানেল প্রবর্তিত বিশ্বমানের পদ্ধতিতে শিক্ষাদান।
👉 পাক্ষিক-সাময়িক বার্ষিক মূল্যায়ন ও পুরস্কার প্রদান।
👉 সায়েন্স ও কম্পিউটারসহ একাধিক সমৃদ্ধ শিশুতোষ ল্যাবরেটরি।
👉 ‘দেখে-শুনে' ও ‘গল্পে-ছন্দে' বাস্তব ও কর্মমুখী পাঠদান।
👉 সুসজ্জিত ইনডোর ও আউটডোর খেলাধুলা ও শরীরচর্চা।
👉 জরুরি দীনশিক্ষার মাধ্যমে নৈতিক, মানবিক গুণাবলী অর্জন ও ইসলামি মূল্যবোধে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস।
👉 শুদ্ধ বাংলা-ইংরেজি-আরবিতে কথোপকথন ও প্রাক্টিস।
👉 স্মার্ট হাতের লেখার ওপর নিয়মিত স্পেশাল ট্রেনিং ।
👉 তেলাওয়াত, সংগীত, আবৃত্তি ও বক্তব্য প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ।
👉 জাতীয় ও আন্তর্জাতিক দিবসের পাশাপাশি বাতায়ন ঘোষিত ‘ফুড ইভেন্ট' সহ বিভিন্ন দিবস উদযাপন।
🌀ক্যাম্পাস : পাকড়ি জামে মসজিদের পশ্চিমপাশে, দরবস্ত, জৈন্তাপুর, সিলেট।
এসএসবিয়ান রিইউনিয়ন-২০২৩ এর আরো কিছু স্থিরচিত্র।
বিস্তারিত—https://m.facebook.com/story.php?story_fbid=782024367267625&id=100063802071845&mibextid=Nif5oz
আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
৫ অক্টোবর স্টুডেন্ট সার্ভিস অফ বাতায়ন একাডেমি’র পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে “এসএসবিয়ান রিইউনিয়ন-২০২৩” এর কিছু স্থিরচিত্র।
আজ ৬অক্টোবর, শুক্রবার, সকাল সাড়ে ৯টায়, একাডেমির প্রধান ক্যাম্পাসে আয়োজিত এই মিলনমেলায় বেশকিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে “প্রাক্তন এসএসবিয়ান” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়।
প্রাক্তন স্টুডেন্ট রাজু আহমদকে আহ্বায়ক ও নাহিদ হাসান বিজয়কে সদস্য সচিব করে ১৩সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
হোসনা আক্তার, মার্জিয়া বেগিম, জনি বেগম, ফাহিমা আক্তার লাভলী, ফাহাদ আহমদ, আবু তালহা, সুমি বেগম, সুমাইয়া বেগম, জান্নাতুন নূর নিশি, আয়শা বিনতে শরীফ তাবাসসুম, আব্দুল্লাহ আল নুমান।
ছবিতে স্যারদের সাথে নবগঠিত আহ্বায়ক কমিটি।
আসসালামু আলাইকুম
প্রিয় শিক্ষার্থীরা!
আশাকরি ভালো আছো!
দেখতে দেখতে তোমাদের একাডেমি আজ ৫অক্টোবর পদার্পণ করছে পঞ্চম বর্ষে৷ সেই উপলক্ষে আগামীকাল শুক্রবার, সকাল সাড়ে ৯টায়, এসএসবি একাডেমি, প্রধান ক্যাম্পাসে (আবুবকর কমপ্লেক্স, দরবস্ত বাজার) প্রাক্তন এসএসবিয়ানদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “এসএসবিয়ান রিইউনিয়ন-২০২৩” শিরোনামে একটি মিলনমেলা।
আশাকরি সবাই সময়মত উপস্থিত থাকবে৷
Model Institute of Science & Technology Ltd গাজীপুর ক্যাম্পাসে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি চলছে...
MIST বিশ্বব্যাংক মঞ্জুরিকৃত দেশের শীর্ষতম বেসরকারি ডিপ্লোমা প্রতিষ্ঠান। বিশাল একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম। একাধিক সরকারি মন্ত্রণালয়ে রেজিস্টার্ড।
প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে সুপার কম্পিউটার সমৃদ্ধ বৃহৎ একটি ল্যাব সহ একাধিক বিষয়ে উপমহাদেশের বৃহত্তম কয়েকটি ল্যাবরেটরি। যা আমার সচক্ষে দেখা নয় শুধু, হাত দিয়ে ছুয়ে দেখার সৌভাগ্যও হয়েছে।
প্রতিষ্ঠাতা পরিচালক (সম্মানী) শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ Abdul Mannan স্যার। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েট এর দীর্ঘ ২০বছরের ডিন (ইইই), বিভাগীয় প্রধান (ইইই) ও সিন্ডিকেট মেম্বার।
স্যার একজন ইসলামিক স্কলার, সমাজ সংস্কারক ও রাজনৈতিক বিশ্লেষকও।
এছাড়াও স্যারের শুধুমাত্র পরিচয়ের জন্য আমাকে একটা প্রবন্ধ লিখতে হবে। আর যদি তার কর্মপরিধি নিয়ে লিখি তাহলে তো একটা বই হয়ে যাবে।
যাহোক, এসএসসি/দাখিল/এইচএসসি/আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে চাইলে যোগাযোগ করুন।
Batayon বাতায়ন কিংবা “স্টুডেন্ট সার্ভিস অফ বাতায়ন ( SSB) একাডেমি” রিলেটেড শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অফিসিয়াল প্যাডে একটি প্রত্যয়নপত্র নিয়ে যাবেন। তোমাদের জন্য থাকবে অফিসিয়ালি স্পেশাল ডিসকাউন্ট।
➡️৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সসমূহ—
* ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
* ডিপ্লোমা ইন আর্কিটেকচার
* ডিপ্লোমা ইন ডাটা টেলিকমিউনিকেশ এন্ড নেটওয়ার্কিং
* ডিপ্লোমা ইন গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং
* ডিপ্লোমা ইন ফুড টেকনোলজি
* ডিপ্লোমা ইন সার্ভেয়িং
ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে—
https://m.facebook.com/story.php?story_fbid=322544990295663&id=100076204928456&mibextid=Nif5oz
শুভকামনা❤️
এখানে অনেকগুলো প্রিয়মুখ দেখা যাচ্ছে। যারা “স্টুডেন্ট সার্ভিস অফ বাতায়ন (SSB) একাডেমি” এর গর্বিত স্টুডেন্ট। দুআ নিরন্তর❤️
আজ ১৬আগস্ট। ২০২০ সালের আজকের এই দিনেই এসএসবি একাডেমি, ডেমা শাখা ক্যাম্পাসটির পথচলা শুরু হয়।
হাঁটি হাঁটি পা পা করে ৩য় বর্ষের ইতি টেনে ৪য় বর্ষে পদার্পণ করেছে আমাদের প্রিয় এই ক্যাম্পাসটি।
নাতিদীর্ঘ এ যাত্রায় যারা সঙ্গী হয়েছেন অভিভাবক, শুভাকাঙ্ক্ষী,ভশিক্ষক ও শিক্ষার্থীসহ সবার প্রতি আমরা কৃতজ্ঞ।
এসএসবি একাডেমি ডেমা ক্যাম্পাসের ৪র্থ বর্ষের পথচলায় আপনাদের দুয়া ও ভালোবাসা কামনা করছি।
তত্ত্বাবধায়ক
রাসেল মাহফুজ
পরিচালক
Md Almas Uddin
১৬.০৮.২০২৩
এসএসসি-দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের আন্তরিক অভিনন্দন এবং অকৃতকার্যদের জন্য দুআ ও ভালোবাসা নিরন্তর।
তোমরা এগিয়ে যাও লক্ষ্যবিন্দুকে ফলো করে।
শুভ কামনা!
SSB Academy
Batayon বাতায়ন
ভিসিটিসি’র ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস “ICT CEREMONY-2023”— এ অংশগ্রহণ করতে পারো তুমিও...! স্পেশালি এসএসসি/দাখিল ফলপ্রার্থীদের জন্য...!
দরবস্ত-জৈন্তা অঞ্চলে অল্পদিনে সাড়াফেলা প্রফেশনাল প্রতিষ্ঠান “ভিশনটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার”—ভিসিটিসিতে চলছে “টু ইন ওয়ান” অফার।
সুহৃদ শিক্ষার্থীরা!
এসএসসি পরীক্ষা পরবর্তী ফ্রি সময়টুকু হেলায় নষ্ট না করে ভর্তি হয়ে যাও কোনো একটা প্রফেশনাল কোর্সে। এক্ষেত্রে কম্পিউটার কোর্সকে প্রাধান্য দিতে পারো। কারণ, আইটি খাত সম্ভাবনাময় একটি খাত। স্বনির্ভর জাতিগঠনে তথ্য-প্রযুক্তির বিকল্প নেই। সুতরাং উজ্জ্বল ক্যারিয়ার গড়তে তথ্য-প্রযুক্তির স্কিল অপরিহার্য।
তাই অযথা সময় নষ্ট না করে ভর্তি হয়ে যাও যেকোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে। এক্ষেত্রে ভিসিটিসি যদি তোমার কাছে থাকে তাহলে চয়েজলিস্টের ফার্স্টেই রাখতে পারো। কারণ, ভিসিটিসি’র সাথে কম্পিউটার শিখলে সাথে সাথে স্পোকেন ইংলিশেরও একটি কোর্স করে নিতে পারবে। যা তোমার ক্যারিয়ার গড়তে দারুণ সাহায্য করবে।
তাছাড়া তুমি যদি বাতায়নের ২০২২সেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়ে থাকো, তাহলে নিশ্চয় তোমার কাছে ভিসিটিসি প্রদত্ত একটি গিফট কার্ড আছে। তা তুমি ইউজ করতে পারো।।এক্ষেত্রে তুমি সর্বোচ্চ ১০০০/- পর্যন্ত ছাড় পাবে।
যাদের এসএসসি ও দাখিল পরীক্ষা শেষ হয়েছে তাদের জন্য এটি অত্যন্ত সুখবর। [ যারা দশম শ্রেণিতে পড়ালেখা করছ, তারাও এই সুযোগ গ্রহণ করতে পারো। গতবছর যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দিয়েছ তাদের জন্যও এটা একটা সুবর্ণ সুযোগ বটে। ]
বিস্তারিত জানতে—
https://m.facebook.com/story.php?story_fbid=230948466344850&id=100082890954535&mibextid=Nif5oz
সুহৃদ শিক্ষার্থীরা!
এসএসসি পরীক্ষা পরবর্তী ফ্রি সময়টুকু হেলায় নষ্ট না করে ভর্তি হয়ে যাও কোনো একটা প্রফেশনাল কোর্সে। এক্ষেত্রে কম্পিউটার কোর্সকে প্রাধান্য দিতে পারো। কারণ, আইটি খাত সম্ভাবনাময় একটি খাত। স্বনির্ভর জাতিগঠনে তথ্য-প্রযুক্তির বিকল্প নেই। সুতরাং উজ্জ্বল ক্যারিয়ার গড়তে তথ্য-প্রযুক্তির জ্ঞানার্জন অপরিহার্য।
তাই অযথা সময় নষ্ট না করে ভর্তি হয়ে যাও যেকোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে। এক্ষেত্রে ভিসিটিসি যদি তোমার কাছে থাকে তাহলে চয়েজলিস্টের ফার্স্টেই রাখতে পারো। কারণ, ভিসিটিসি’র সাথে কম্পিউটার শিখলে সাথে সাথে স্পোকেন ইংলিশেরও একটি কোর্স করে নিতে পারবে। যা তোমার ক্যারিয়ার গড়তে দারুণ সাহায্য করবে।
তাছাড়া তুমি যদি বাতায়নের ২০২২সেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়ে থাকো, তাহলে নিশ্চয় তোমার কাছে ভিসিটিসি প্রদত্ত একটি গিফট কার্ড আছে। তা তুমি ইউজ করতে পারো।।এক্ষেত্রে তুমি সর্বোচ্চ ১০০০/- পর্যন্ত ছাড় পাবে।
যাদের এসএসসি ও দাখিল পরীক্ষা শেষ হয়েছে তাদের জন্য এটি অত্যন্ত সুখবর। [ যারা দশম শ্রেণিতে পড়ালেখা করছ, তারাও এই সুযোগ গ্রহণ করতে পারো। গতবছর যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দিয়েছ তাদের জন্যও এটা একটা সুযোগ বটে। ]
ভিশনটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার-ভিসিটিসি দিচ্ছে তোমাদের জন্য “টু ইন ওয়ান” অফারে গুরুত্বপূর্ণ দুটি কোর্সে ভর্তির সুযোগ।
♋একটির সাথে আরেকটি ফ্রি।
➡️কম্পিউটার কোর্সে ভর্তি হলে বেসিক স্পোকেন ইংলিশ কোর্স ফ্রি।
➡️স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হলে বেসিক কম্পিউটার কোর্স ফ্রি।
♋কোর্স ফি. ৩০০০/- [ফি. মূলত ৬০০০টাকা। তোমাদের জন্য ৫০% ছাড় দিয়ে ৩০০০টাকা রাখা হয়েছে। এছাড়াও বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ সেশনে যারা অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছ, তোমাদের জন্য থাকছে ভিসিটিসি প্রদত্ত “গিফট কার্ড” এর অনুকূলে অতিরিক্ত ১০০০(-) টাকা পর্যন্ত ডিসকাউন্ট]
➡️ভর্তির শেষ সময় : ৩১মে-২০২৩
➡️ওরিয়েন্টেশন ক্লাস : ২রা জুন-২০২৩
➡️কোর্স শেষে বোর্ড পরীক্ষার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান করা হবে।
♋কোর্স ম্যানেজমেন্ট—
➡️Computer Training with VCTC
➡️Spoken English with SSB Academy
♻️যোগাযোগ—
🏠ভিশনটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার
আবু বকর কমপ্লেক্স, দরবস্ত বাজার, জৈন্তাপুর, সিলেট।
🟢WhatsApp
+88 01703238484
📞Call—
+88 01759609770
+88 01771036207
+88 01739843856
📧E-mail—
[email protected]
🌐Website
https://ictknowledgebd.org
এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের জন্য “টু ইন ওয়ান” অফারে ভর্তি চলছে...
♋একটির সাথে আরেকটি ফ্রি
➡️কম্পিউটার কোর্সে ভর্তি হলে বেসিক স্পোকেন ইংলিশ কোর্স ফ্রি।
➡️স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হলে বেসিক কম্পিউটার কোর্স ফ্রি।
♋কোর্স ফি. ৩০০০/-
➡️“টু ইন ওয়ান” অফারে
ভর্তির শেষ সময় : ৩০মে-২০২৩
➡️ওরিয়েন্টেশন ক্লাস : ১লা জুন-২০২৩
➡️কোর্স শেষে বোর্ড পরীক্ষার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান করা হবে।
♋কোর্স ম্যানেজমেন্ট—
➡️Computer Training with VCTC
➡️Spoken English with SSB Academy
♻️যোগাযোগ—
ভিশনটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার
আবু বকর কমপ্লেক্স, দরবস্ত বাজার, জৈন্তাপুর, সিলেট।
WhatsApp🟢
01703238484
Call🔵
+88 01771036207
+88 01739843856
+88 01759609770
এসএসসি-দাখিল পরীক্ষায় আমাদের অনেক স্টুডেন্ট অংশগ্রহণ করছেন। তাদের এবং সকল পরীক্ষার্থীদের জন্য দুআ নিরন্তর।
তোমাদের ভাগ্যে উদিত হোক সাফল্যের সোনালী সূর্য।
SSB Academy ডেমা শাখা ক্যাম্পাসের এসএসসি ব্যাচের চূড়ান্ত মডেল টেস্ট পরিদর্শন করেন একাডেমির তত্ত্বাবধায়ক রাসেল মাহফুজ স্যার ও শাহীন স্যার। পাবলিক পরীক্ষার অনুরূপে আয়োজিত এই মডেল টেস্ট অত্যন্ত সুচারুভাবে পরিচালিত হচ্ছে।
৩রা মার্চ SSB Academy দরবস্ত প্রধান ক্যাম্পাসে শুরু হয় “Spoken English Preparation Course” এর প্রথম পর্ব।
স্পেশাল এই কোর্সটি বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ সেশনে বৃত্তিপ্রাপ্তদের জন্য।
বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ সেশনে বৃত্তিপ্রাপ্তদের জন্য SSB Academy'র স্পেশাল আয়োজন “স্পোকেন ইংলিশ প্রিপারেশন কোর্স”।
তবে এবারের আয়োজনে থাকছে আরো একটি স্পেশাল আয়োজন। সেজন্য কো-স্পনসর হিসেবে থাকছে সাবিলুর রাশাদ ইনস্টিটিউট।
আজ থেকে ভর্তি শুরু।
শেষ হচ্ছে ২৭শে ফেব্রুয়ারি।
Monthly Assessment Exam(December-22)
SSC Batch-2023
Science & Humanities
“I wish my students success in the future”.
Director
Md Almas Uddin
SSB Academy,Dema Branch.
এসএসবি একাডেমি দরবস্ত প্রধান ক্যাম্পাসের অষ্টম শ্রেণির চূড়ান্ত মডেল টেস্ট শুরু।
আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচ এস সি ও আলিম পরীক্ষা।
আমাদের শিক্ষার্থীসহ সবার জন্য আন্তরিক ভালবাসা ও দোয়া রইল।
সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেছে সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়, দরবস্ত।
আমাদের স্টুডেন্ট আশরাফুল আম্বিয়া ও নাজিফা তাসনিয়া মনি এবং ইসরাত জাহান এষাকে অভিনন্দন। উদ্ভাবনী দক্ষতার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
বিজয়ের জন্য দুআ রইলো।
আজ বিকেল ৩টায় বাতায়ন মিলনায়তনে সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানের মাধ্যমে বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়।
বিস্তারিত— https://m.facebook.com/story.php?story_fbid=438594408381519&id=100066928908760
আলহামদুলিল্লাহ, “বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২২” এর ফলাফল প্রকাশিত হয়েছে।
পরীক্ষাটি অনুষ্ঠিত হয় গত ৯সেপ্টেম্বর-২০২২ ইংরেজি। অংশগ্রহণ করে ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৬১জন শিক্ষার্থী।
আজ ১০অক্টোবর, সোমবার, বিকেল ৩টায় বাতায়ন মিলনায়তনে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বাতায়ন প্রধান রাসেল মাহফুজের হাতে রিজাল্টশিট তুলে দেন “বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-বিএমইএম অথরিটি” এর দায়িত্বশীলবৃন্দ।
➡️‘ক’ বিভাগের (নবম-দশম শ্রেণি) ফলাফল দেখতে ক্লিক করুন— https://drive.google.com/file/d/14stM-hEMt4eL-JA7Nzb2Qsm36ghk3Gg4/view?usp=sharing
➡️‘খ’ বিভাগের (অষ্টম শ্রেণি) ফলাফল দেখতে ক্লিক করুন—
https://drive.google.com/file/d/1zY1csEjWw1DAvVGCmujfCY9wsDXhDpyi/view?usp=sharing
➡️‘গ’ বিভাগের (পঞ্চম শ্রেণির) ফলাফল দেখতে ক্লিক করুন—
https://drive.google.com/file/d/1tLO9WNf0PjP84K4DiTpE2DKlC8nI_oDK/view?usp=sharing
➡️‘ঘ’ বিভাগের (চতুর্থ শ্রেণির) ফলাফল দেখতে ক্লিক করুন—
https://drive.google.com/file/d/1KYoNaW0BmWPoZnSroRfPKsoEY8-vhCnu/view?usp=sharing
শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। “বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষা-২০২২” এর ফালাফল প্রকাশিত হবে আগামীকাল বিকেল ৪টায়৷
দেখতে চোখ রাখুন বাতায়নের অফিসিয়াল ফেসবুক পেজে।
https://www.facebook.com/batayon.org
“এসএসবি একাডেমি” দরবস্ত বাজারস্থ প্রধান ক্যাম্পাসের অষ্টম শ্রেণির মাসিক মূল্যায়ন পরীক্ষার পুরস্কার বিতরণের কিছু চিত্র।
একাডেমির পরিচালক মিজান স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাতায়ন প্রধান ও একাডেমির প্রধান তত্ত্বাবধায়ক রাসেল মাহফুজ ও বাতায়ন সমন্বয়ক লুৎফুল করিম রাজ্জাক।
“এসএসবি একাডেমি ডেমা ব্রাঞ্চের” মাসিক মূল্যায়ন পরিক্ষা-(সেপ্টেম্বর ২২)
→দশম শ্রেণি (বিজ্ঞান)
→নবম শ্রেণি(বিজ্ঞান)
→নবম শ্রেণি (মানবিক)
→অষ্টম শ্রেণি
আমার শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।🥰😍
মো.আলমাছ উদ্দিন
পরিচালক:এসএসবি একাডেমি, ডেমা ব্রাঞ্চ।
SSB Academy
তাং:০১.১০.২২ ইং
তৃতীয়বারের মতো “বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষা” আয়োজন হচ্ছে, আলহামদুলিল্লাহ। করোনাবিপর্যস্ত সময়ে আমরা পরপর দুবছর পরীক্ষা নিতে পারিনি। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক, তাই এবার আর মিস করছি না৷
তো কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন?
➡️ বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষায় স্কুল ও সমমান মাদরাসা থেকে ৪র্থ, ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। (১০ম শ্রেণির গ্রুপে এসএসসি পরীক্ষার্থী ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরাও চাইলে অংশগ্রহণ করতে পারবে।)
➡️নিজ নিজ বিদ্যালয়/সরাসরি বাতায়ন অফিস থেকে নির্ধারিত নিবন্ধন ফরম সংগ্রহ করতে হবে।
➡️ফরম ফি. ৪র্থ ও ৫ম শ্রেণির জন্য ৫০টাকা এবং ৮ম ও ১০ম শ্রেণির জন্য ১০০টাকা নির্ধারিত।
➡️স্পষ্টাক্ষরে ফরম পূরণ করে ১লা সেপ্টেম্বরের ভেতরে বিদ্যালয় প্রধান/তার প্রতিনিধির মাধ্যমে/সরাসরি বাতায়ন অফিসে জমা দিতে হবে।
➡️নিবন্ধন ফরমের সাথে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
➡️৬ সেপ্টেম্বরের পরে বিদ্যালয়/বাতায়ন অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
➡️৯ সেপ্টেম্বর সকাল ৯ টায় ছবিযুক্ত প্রবেশপত্র সাথে নিয়ে নির্ধারিত পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
➡️পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে বাতায়নের ০১৬৪১-২৪৯৬৭২-এই অফিসিয়াল ওয়াটসাপ নাম্বারে
“বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ্রগ্রহণ করতে চাই” লিখে ম্যাসেজ পাঠান।
➡️যেকোনো প্রয়োজনে যোগাযোগ
০১৭৯৮-৫৩৯৯৮৭
০১৭৬৩-৩০১৯৫৯
০১৭৫৭-৫৬৮৯৬৪
০১৭৭১-০৩৬২০৭
০১৬৪১-২১০২৯৫
০১৭২১-১৭১১৭০
০১৭৪৫-৭৫৩৮৯৯
০১৩০২-৭০৫২৫৭
অফিস: মৌলানা আবুবকর কমপ্লেক্স, উত্তরগলি [দরবস্ত বাজার মসজিদের পূর্বপাশে], দরবস্ত বাজার, জৈন্তাপুর, সিলেট
এসএসবি একাডেমি (ডেমা ক্যাম্পাস)
মাসিক মূল্যায়ন পরিক্ষা (আগস্ট-২০২২)
তৃতীয়বারের মতো “বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষা” আয়োজন হচ্ছে, আলহামদুলিল্লাহ। করোনাবিপর্যস্ত সময়ে আমরা পরপর দুবছর পরীক্ষা নিতে পারিনি। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক, তাই এবার আর মিস করছি না৷
তো কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন?
➡️ বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষায় স্কুল ও সমমান মাদরাসা থেকে ৪র্থ, ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। (১০ম শ্রেণির গ্রুপে এসএসসি পরীক্ষার্থী ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরাও চাইলে অংশগ্রহণ করতে পারবে।)
➡️নিজ নিজ বিদ্যালয়/সরাসরি বাতায়ন অফিস থেকে নির্ধারিত নিবন্ধন ফরম সংগ্রহ করতে হবে।
➡️ফরম ফি. ৪র্থ ও ৫ম শ্রেণির জন্য ৫০টাকা এবং ৮ম ও ১০ম শ্রেণির জন্য ১০০টাকা নির্ধারিত।
➡️স্পষ্টাক্ষরে ফরম পূরণ করে ১লা সেপ্টেম্বরের ভেতরে বিদ্যালয় প্রধান/তার প্রতিনিধির মাধ্যমে/সরাসরি বাতায়ন অফিসে জমা দিতে হবে।
➡️নিবন্ধন ফরমের সাথে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
➡️৬ সেপ্টেম্বরের পরে বিদ্যালয়/বাতায়ন অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
➡️৯ সেপ্টেম্বর সকাল ৯ টায় ছবিযুক্ত প্রবেশপত্র সাথে নিয়ে নির্ধারিত পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
➡️পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে বাতায়নের ০১৬৪১-২৪৯৬৭২-এই অফিসিয়াল ওয়াটসাপ নাম্বারে
“বাতায়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ্রগ্রহণ করতে চাই” লিখে ম্যাসেজ পাঠান।
➡️যেকোনো প্রয়োজনে যোগাযোগ
০১৭৯৮-৫৩৯৯৮৭
০১৭৬৩-৩০১৯৫৯
০১৭৫৭-৫৬৮৯৬৪
০১৭৭১-০৩৬২০৭
০১৬৪১-২১০২৯৫
০১৭২১-১৭১১৭০
০১৭৪৫-৭৫৩৮৯৯
০১৩০২-৭০৫২৫৭
অফিস: মৌলানা আবুবকর কমপ্লেক্স, উত্তরগলি [দরবস্ত বাজার মসজিদের পূর্বপাশে], দরবস্ত বাজার, জৈন্তাপুর, সিলেট
এসএসবি একাডেমি ডেমা ক্যাম্পাসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত “মেধা যাচাই পরীক্ষা-২০২২” এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র।
আজ ১৬ আগস্ট ২০২২ ঈসায়ি। ২০২০ সালের এই দিনে আমাদের এসএসবি একাডেমি’র শাখা হিসেবে ডেমা ক্যাম্পাস যাত্রা শুরু করে। এই দুবছরে ডেমা ক্যাম্পাস অত্যন্ত সুনামের সাথে শিক্ষার্থীদের সাপোর্ট দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ।
আজকের এই দিনে আমি ক্যাম্পাসের পরিচালক মো. আলমাছ উদ্দিন স্যার সহ সকল টিচারদের, স্টুডেন্টদের এবং অভিভাবক ও শুভাকাঙ্খীদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি৷
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডেমা ক্যাম্পাস “মেধা যাচাই পরীক্ষা-২০২২” সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দুআ ও ভালোবাসা নিরন্তর।
রাসেল মাহফুজ
তত্ত্বাবধায়ক: এসএসবি একাডেমি
#এসএসসি পরিক্ষা ১৫ সেপ্টেম্বর।
শামিমার কণ্ঠে “পরের জায়গা পরের জমি”
বাতায়ন-এসএসবি আয়োজিত “স্পোকেন ইংলিশ প্রিপারেশন কোর্স” এর শিক্ষার্থী শামিমা আক্তারের কণ্ঠে “পরের জায়গা পরের জমি” গানটি সেই হয়েছে। ধন্যবাদ তাকে৷
https://www.facebook.com/100112731404004/posts/648579636557308/
#ফাইল_ভিডিও
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Sylhet
3128
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Metropolitan University
Sylhet, 3100
Dr. Toufique Rahman Chowdhury- an economist,a banker,a social leader or better known as an eminent educationist.He is the Founder of IBIT and Metropolitan University, Bangladesh an...
Shahjalal University Of Science And Technology
Sylhet, 3114
This is a Robotics, Aeronautics & Interfacing Research group. Its a group started by Shahjalal University of Science & Technology(www.sust.edu),Bangladesh
Akhalia
Sylhet, 345
All pesent and past members, associates, activists, supporters, welwishers of BICS SUST.
Head Office : House # 04, Block # D, Main Road, Uposhahor, Sylhet. Biswanath Office : Shapla Building (1st Floor), College Road, Biswanath
Sylhet, 3130
Computer & Language institute
Sylhet
Sylhet
I will provide English language learning information.You can learn English vocabulary antonyms synon
Sylhet
Learn Quran online BD is an online learning institutions.Many Bangladeshi students from verious count
Zindabazar
Sylhet
This page is for all the learners stumbling to get their desire score at IELTS test. We provide with personal care at your home as a tutor. Inbox anytime. Thank You