Charity Fighters of Sylhet
"Charity fighters of sylhet" is an Social Service Organization means an organisation set up to assist
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, আমাদের "রামাদান গিফট" প্রজেক্টের দ্বিতীয় দিনে সিলেট শহর এবং সিলেট জেলার আশে পাশের কিছু গ্রামে বেশ কিছু মানুষের কাছে পৌঁছে গেছে রমজানের উপহার।যেহেতু সবসময়ই আমাদের টার্গেট থাকে সত্যিকার অর্থেই যাদের সাহায্যের প্রয়োজন তাদের কাছেই সাহায্য পৌঁছে দেওয়া,তাই আমরা বিভিন্ন এলাকা ঘুরে কিছু ব্যাকওয়ার্ড জায়গায় সবসময় আমাদের উপহার দেওয়ার চেষ্টা করি,যেসকল জায়গায় সাধারণত এসব সাহায্য কম পৌঁছে।সেই সুবাদেই আজকে আমরা গিয়েছিলাম কিছু বাড়িতে, যাদের কাছে কখনোই তাদের এলাকার বাইরে অন্য কারোর কাছে থেকে কোনো সাহায্য যায়না। আলহামদুলিল্লাহ আমাদের কাজ সফলভাবে শেষ হয়েছে,আর এরকম সুন্দরভাবে রমজানের শুরু করতে পেরে আমাদের মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করছে। 🤍
আজকের প্রজেক্টের নেতৃত্ব দিয়েছেন আমাদের Charity Fighters of Sylhet এর ভাইস প্রেসিডেন্ট মেহের করিম চৌধুরী এবং তার সাথে ছিলেন আমিনুর রহমান চৌধুরী (প্রেসিডেন্ট), নাফিউল করিম চৌধুরী (সাধারণ সম্পাদক), ও সায়েম আহমেদ চৌধুরী (অর্থ সম্পাদক)। দোয়া করবেন সবাই, আর আমাদের পাশে থাকবেন যাতে সবসময় আমরা নিম্নআয়ের মানুষদের জন্য কিছু করে যেতে পারি।
আসসালামু আলাইকুম।
আমাদের "রামাদান গিফট" প্রজেক্টের হবিগঞ্জ জেলার উপহার বিতরণ করা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এই প্রজেক্টে সবথেকে বেশি অবদান ছিলো একজনের আপুর যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, যার সাহায্য ছাড়া এই প্রজেক্ট সম্পন্ন করা কষ্টসাধ্য হয়ে যেতো। আপু প্রায়ই অসুস্থ থাকেন, আমরা দোয়া করি আল্লাহ উনাকে এবং উনার পরিবারের সবাইকে সব সময় সুস্থ ও ভাল রাখেন এবং সব সময় আমাদের পাশে থাকেন ....আমিন।
আমাদের হবিগঞ্জ এরিয়ার টিম লিডার তায়্যিবা চৌধুরী মাহিয়া ( Tayeba Chowdhury ) এবং তার টিমকে ধন্যবাদ এতো সুন্দরভাবে এই প্রজেক্ট সম্পন্ন করার জন্য।
Charity Fighters of Sylhet -এর প্রতিষ্ঠাতা সদস্য, সকলের প্রিয় অভিভাবক ও নয়নের মণি এবং সিএফএস এর সুযোগ্য সভাপতি
Aminur Taj এর আমেরিকা গমন উপলক্ষে দোয়া, শুভকামনা ও অকূল ভালোবাসা রইল।
সিএফএস পরিবারের সাথে সবসময় যেমন ছিলেন, আমরা চাই দূরে গিয়েও একইভাবে আপনি আমাদের নেতৃত্ব দিয়ে যান আপনার আপন শক্তিতে❤️💐
আসালামুয়ালাইকুম,
আমাদের সিএফএস সভাপতি আমিনুর রহমান চৌধুরীর পক্ষ থেকে JR BEAN. কে ছোট একটি উপহার তার অনুপ্রেরণামূলক কাজের জন্য।
প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই। কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয়। মনের বিশ্বাস থাকলে তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে Charity Fighters of Sylhet পরিবারের বিশ্বাস। তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনো তোমার সুযোগ আছে। যে কোন ঝামেলা ছাড়াই জেতে সে বিজেতা। কিন্তু যে শত ঝামেলা সামলে জেতে সে ইতিহাস রচয়িতা। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল তোমার উজ্জল ভবিষ্যতের জন্য। 💐💐
আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভাল আছেন।
একজন বিদেশে উচ্চ শিক্ষাগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী আমাদের কাছে সহযোগিতা কামনা করেন। বিষয়টি আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেদা চৌধুরী জানতে পেরে, তিনি অর্থ সহায়তা দিতে আগ্রহী হোন। পরবর্তীতে আমাদের টিমের সহযোগিতায় ঐ শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট আমিনুর রহমান চৌধুরী।
আসালামুয়ালাইকুম
আমাদের চ্যারিটি ফাইটার্স অফ সিলেট এর চেয়ারম্যান শাহেদা চৌধুরীর পক্ষ থেকে জারিয়া দারুল উলুম ইসলামিয়া মাদরাসা। বাহুবল, হবিগঞ্জ এ নগদ ছয় হাজার টাকা হাদিয়া প্রদান করা হয়েছে। হাদিয়া প্রদানের সময় উপস্থিত ছিলেন আমাদের C.F.S প্রেসিডেন্ট আমিনুর রহমান চৌধুরী।
শুভ জন্মদিন Charity Fighters of Sylhet এর ভাইস প্রেসিডেন্ট Meher Karim Chowdhury 💐💐
সিএফএস পরিবারের সাথে আপনার পথ চলা অসীম পর্যন্ত বিস্তৃত হোক, এ কামনাই করি। পাশাপাশি আপনাদের সকলের কাছো তার উজ্জ্বল ভবিষ্যত ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করি! 🌸❤️
আসসালামু আলাইকুম! আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ দয়ায় সবাই ভালো আছেন। আমরা সবাই জানি, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে আনন্দ ও রহমতের মাস রমজান। এই পবিত্র মাসের আগমন ঘটে আমাদের মধ্যে অনেক আশা ও নাজাত কামনায়। আগামী ১১ই মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র মাহে রমজান। প্রতিবারের মতো এবারও আপনাদের সবার আস্থার প্রতীক Charity Fighters of Sylhet নিয়ে আসছে ভিন্নধর্মী এক প্রজেক্ট।
"রমজান হবে সব শ্রেণির মানুষ জন্য"এই প্রত্যাশ্যায় ও মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই।
Give a little
Help a lot......Raise you hand ✊✊
Donate now! (Contact our Hotline numb)
হবিগঞ্জ বিভাগের পোদ্দারবাড়ি উপজেলার জুলিয়া বেগম কে তার পায়ের উন্নত চিকিৎসার জন্য C.F.S চেয়ারম্যান শাহেদা চৌধুরীর পক্ষ থেকে নগদ ৫০০০/= টাকা সাহায্য প্রদান করা হয়।
অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন C.F.S এর হবিগঞ্জ এরিয়া কমান্ডার তাইয়বা চৌধুরী (Tayeba Chowdhury) এবং আমাদের প্রেসিডেন্ট আমিনুর রহমান চৌধুরী।
আসালামুয়ালাইকুম
আমাদের চ্যারিটি ফাইটার্স অফ সিলেটে এর চেয়ারম্যান শাহেদা চৌধুরীর পক্ষ থেকে তাহ্ফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা হবিগঞ্জ শাখায় নগদ ছয় হাজার টাকা হাদিয়া প্রদান করা হয়েছে। হাদিয়া প্রদানের সময় উপস্থিত ছিলেন আমাদের হবিগঞ্জ এরিয়া কমান্ডার তায়ইবা চৌধুরী এবং তার সাথে নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আমিনুর রহমান চৌধুরী।
শীত প্রজেক্ট আপডেট-০৪
আসালামুয়ালাইকুম
আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের শীত প্রজেক্টে সিলেট বিভাগের ৪ টা জেলারই কাজ সম্পন্ন করেছি মৌলভীবাজার জেলা দিয়ে।
সেই ধারাবাহিকতায় এবার মৌলভীবাজার জেলায় হুডি বিতরনের মাধ্যমে আমাদের শীত প্রজেক্ট এর ৪টি জেলারই কাজ শেষ হয়েছে।
হুডি বিতরণের সময় নেতৃত্ব দিয়েছেন আমাদের সি.এফ.এস. এর মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ডার Md Nafiul Karim Chowdhury , এবং তারই সাথে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিশিষ্ট ব্যবসায়ী ফারুক চৌধুরী।
আমাদের টিম আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ আপনাদের ভরপুর ভালোবাসা, সাপোর্ট এবং অনুপ্রেরণার জন্য।
"নতুন বছরে জীবন হয়ে উঠুক রামধনুর মতোই রঙিন। সূর্যের মতো উজ্জ্বল। গোলাপের মতোই সুগন্ধ ছড়িয়ে পড়ুক জীবন জুড়ে। শুভ নববর্ষ!"
শীত প্রজেক্ট আপডেট-০৩
আসালামুয়ালাইকুম
আলহামদুলিল্লাহ, আমরা আমাদের শীত প্রজেক্টে সিলেট বিভাগের ৪ টা জেলা নিয়েই কাজ করছি।
সেই ধারাবাহিকতায় এবার হবিগঞ্জ জেলায় হুডি বিতরনের মাধ্যমে আমাদের শীত প্রজেক্ট এর হবিগঞ্জ জেলার কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ।
হুডি বিতরণের সময় উপস্থিত ছিলেন আমাদের সি.এফ.এস. এর হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ডার Ahsan Chowdhury, জকিগঞ্জ ইউনিট কমান্ডার Sayem Ahmed Chowdhury, হবিগঞ্জ ইউনিট কমান্ডার Tayeba Chowdhury এবং নেতৃত্ব দিয়েছেন আমাদের সি.এফ.এস. জেনারেল আমিনুর রহমান চৌধুরী। এবার শুধু মৌলভীবাজার জেলা বাকি আছে, দোয়া করবেন সেটাও যেনো আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি।
শীত প্রজেক্ট আপডেট-০২
আসসালামু আলাইকুম! আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন!
আজ ১০/১২/২৩ দিবাগত রাতে, এবারের শীত প্রজেক্টের সবচেয়ে বড় অধ্যায় (সিলেট জেলা) সুস্থভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ!
গভীর রাতে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আসলেই যারা শীতার্ত, অসহায় মানুষ তারাই যেনো উপহার গুলো পায়। সম্পূর্ণ জেলার আনাচে কানাচে ঘুরে যোগ্য-বঞ্চিত ও অসহায়দের কাছে আপনাদের দেয়া আমানত পৌঁছে দিতে নেতৃত্ব দেন সিএফএস এর সভাপতি Aminur Taj। পাশাপাশি এ প্রজেক্টের সার্বিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক Md Nafiul Karim Chowdhury এবং আমাদের প্রচার সম্পাদক H. M. Raj
তাদের অক্লান্ত পরিশ্রম ও নির্ঘুম রাত শেষে আমরা আজকের অধ্যায় সম্পন্ন করতে পেরেছি আজানের সুমধুর ধ্বনি শোনার মধ্য দিয়ে। আলহামদুলিল্লাহ!
ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পৌঁছে দেব আমাদের শীতসামগ্রী। সকলের দোয়া প্রার্থী!
আসসালামু আলাইকুম! আশা করছি সবাই ভালো আছেন!
আপনাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। এ পথ চলারই অংশ হিসেবে আজ একজন বৃদ্ধ অসহায় ব্যক্তিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সিএফএস টিম।
প্রেক্ষাপট হচ্ছে, ঐ ব্যক্তি এক লন্ডন প্রবাসীর বাসায় কেয়ার টেকার এর দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ৩০ বছরেরও অধিক সময়। তিনি ডায়াবেটিস এ ভুগছিলেন দীর্ঘ দিন, যা তাঁর জন্য বয়ে এনেছে দূর্বিষহ সময়। উনার বর্তমানে ডান পায়ের নিচের দিকে পচন ধরেছে, পাশাপাশি রক্তশূন্যতায় ভুগছেন তিনি। চাকরি ছেড়েছেন অসুস্থতায়, এমতাবস্থায় এই ব্যক্তির নিজের বৃদ্ধ স্ত্রী ব্যতীত কেউ নেই, কোনো সহায় সম্পত্তিও নেই। শূন্য অবস্থায় তিনি ওসমানী মেডিকেলে ভর্তি হন। এ পরিস্থিতি আমরা সিএফএস জানতে পারি এবং কিছু অর্থ সহায়তা দেয়ার চেষ্টা করি। পাশাপাশি ওদের কাছে কোনো শীতবস্ত্র না থাকায় আমরা শীতবস্ত্র প্রজেক্ট থেকে সহযোগিতার ব্যবস্থা করি। মহান সৃষ্টিকর্তা সকলের সহায় হবেন। ইনশাআল্লাহ।
[বি. দ্র. কেউ যদি এই অসহায়কে সহযোগিতা করতে চান, আমাদেরকে জানাতে পারেন। আমাদের মাধ্যমে আপনারা সরাসরি সহযোগিতা করতে পারবেন]
আলহামদুলিল্লাহ,
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা দিয়ে আমাদের শীত বস্ত্র বিতরণ শুরু হয়েছে। ইনশাআল্লাহ, সিলেট বিভাগের বাকি জেলা গুলোতে অতি শিগগিরই পৌঁছে যাবে আমাদের শীত বস্ত্র নিম্ন আয়ের, অসহায় শীতার্ত মানুষদের মধ্যে।
আসালামুয়ালাইকুম,
আলহামদুলিল্লাহ, আমাদের শীতকালীন বস্ত্র বিতরণ প্রজেক্টের হুডি প্রিন্টিংয়ের কাজ চলছে। আলহামদুলিল্লাহ এ প্রজেক্টের দ্বিতীয় ধাপের কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাতে চাই আবারও 'নাছির কালার স্ক্রিন প্রিন্টারস' কে ন্যায্য মূল্যে ভালো টেকসই ডিজাইনের কাজ করতে সহযোগিতা করায়। [ বিঃদ্রঃ- এ প্রজেক্টে আমাদের সি.এফ.এস এর মেম্বার ফান্ডের (মেম্বারদের মাসিক চাঁদা) সহযোগিতায় হুডিতে ডিজাইন এবং প্রিন্ট করা সম্ভব হচ্ছে ]
আমরা আবারও সকলের কাছে দোয়া প্রার্থী! ইনশাআল্লাহ, খুব শীঘ্রই আমরা প্রজেক্ট বাস্তবায়ন করব।
প্রজেক্ট আপডেট:
আসসালামু আলাইকুম!
আশা করছি সবাই ভালো আছেন! আপনারা সবাই অবগত আছেন, আমাদের শীতকালীন বস্ত্র বিতরণ প্রজেক্টের কাজ চলছে। উক্ত শীত প্রজেক্টের জন্য আজ আমাদের সকলের কাঙ্ক্ষিত হুডি পৌঁছেছে সিলেটে। আমাদের সিএফএস টিমের সদস্যরা হুডি সংগ্রহ করে তাতে নিম্নোক্ত ডিজাইন প্রিন্ট করার লক্ষ্যে ডিজাইন ঘরে সেগুলো পৌঁছে দেন। আলহামদুলিল্লাহ। এ প্রজেক্টের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। আপনাদের করা সহযোগিতার জন্যই আমরা এগিয়ে যেতে পারছি।
ধন্যবাদ 'বি-বাড়িয়া গার্মেন্টস' কে, তারা যৌক্তিক মূল্যে আমাদের হুডি সংগ্রহ করে দিয়েছেন। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই 'নাছির কালার স্ক্রিন প্রিন্টারস' কে ন্যায্য মূল্যে ডিজাইনের কাজ করতে সহযোগিতা করায়! আমরা সকলের কাছে দোয়া প্রার্থী! খুব শীঘ্রই আমরা প্রজেক্ট বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ।
[বিঃদ্রঃ- এ প্রজেক্টে আপনাদের দেয়া সহযোগিতায় হুডি কেনা সম্ভব হয়েছে এবং আমাদের সিএফএস এর মেম্বার ফান্ডের সহযোগিতায় হুডিতে ডিজাইন করা সম্ভব হচ্ছে]
ধন্যবাদ জানাই সি.এফ.এস পরিবারের পক্ষ থেকে মাঠে খেলতে আসা কয়েক ঘণ্টার জন্য অতিথিদের এবং তাদের সি.এফ.এস সংগঠনে ডোনেশনের জন্য।
ইনশাল্লাহ চারিটি ফাইটার্স অফ সিলেট একমাত্র সংগঠন সিলেট বিভাগে যা মানুষের দেয়া ডোনেশন থেকে কোন প্রকার পার্সেন্টেজ রাখে না এবং সরাসরি তা মানব কল্যাণ মানবতা রক্ষার্থে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে অর্থ প্রদান এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ব্যবহার করে থাকে। হিসাব নিকাশ সবারই হবে মৃত্যুর পর, এবং ওপরে আল্লাহ আছেন বাকিটুকু উনার হাতে ছেড়ে দেন।
২৮/১০/২০২৩ ইং
খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে তারই সাথে ইন্টারনেট ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে । তাই যুবসমাজকে খেলাধুলায় যুক্ত করার তাগিদ দিলেন চ্যারিটি ফাইটার্স অফ সিলেটের চেয়ারম্যান শাহেদা চৌধুরী ( Shaheda Chowdhury)। তিনি বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ইন্টারনেট ও মোবাইল ফোনের অপব্যবহার এবং মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। এরই পরিপ্রেক্ষিতে ব্যাডমিন্টন মাঠ তৈরি করা হয় সি.এফ.এস চেয়ারম্যানের ক্রয়কৃত প্লটে। মাঠ উদ্বোধনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর Humayun Kabir Suhin। হুমায়ুন কবির সুহিন ভাইকে ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য সি.এফ.এস পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসালামুয়ালাইকুম,
এখন সারা দেশে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ কারণে বিপর্যস্ত জনজীবন। শীত দরিদ্র ও অসহায় মানুষের জীবনে বিরূপ প্রভাব ফেলে, শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য হতদরিদ্র মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। অনেক ছিন্নমূল মানুষ পথেঘাটে ও ফুটপাতে ছেঁড়া কাপড় মুড়ি দিয়ে শুয়ে থাকে। মাথা গোঁজার একটুখানি ঠাঁই নেই তাদের। তাই শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব শ্রেণি ও পেশার মানুষের আবশ্যিক কর্তব্য। নিজের সামর্থ্য অনুযায়ী শীতার্তদের সাহায্য-সহযোগিতা করা খুবই জরুরি। আশা করি আপনারা সবাই আমাদের সাথে এগিয়ে আসবেন। আমরা শীতার্ত ব্যক্তিদেরকে নতুন হোডি দিয়ে, এই শীতে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে থাকব যা আপনাদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়।
সাহায্যের পাঠানোর মাধ্যম নিচের ছবিতে সবকিছু লেখা আছে ছবির নিচের অংশে, যেখানে তিনটি মাধ্যম উল্লেখ করা আছে।
আপনাকে কেউ পরিত্যক্ত খাতায় ফেলে দিলেও আপনি ঠিকই মাহমুদউল্লাহ হয়েই ফিরতে চাইবেন...
“জয় এবং পরাজয়ের মধ্যে পার্থক্য প্রায়শই… ছেড়ে দেওয়া নয়।”
আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য সি.এফ.এস পরিবারের পক্ষ থেকে শুভকামনা। আপনাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পারফরমেন্স আসুক এই বিশ্বকাপে।
“আমারা বাঙালি অসম্ভব বিশ্বাস করি কারণ অন্য কেউ করে না।” 🇧🇩
আসালামুয়ালাইকুম,
ইনশাআল্লাহ আমরা সামনের শীতকালে, মেগা শীত প্রজেক্ট করব যেটা করতে প্রচুর টাকার প্রয়োজন। ইভেন এবার আমাদের শীত প্রজেক্টে শীতার্ত ব্যক্তিদের জন্য উপহারটিও ভিন্ন রকম রাখবো যা শীতার্ত মানুষের মুখের হাসি ফুটাতে বাধ্য করবে। আমাদের এই মেগা প্রজেক্টে আপনাদের সবাইকে ডোনেশন দিয়ে সহযোগিতা করার আহবান রহিল। কারণ আপনাদের সবার সহযোগিতা ও অনুপ্রেরণা ছাড়া এই মেগা শীত প্রজেক্ট করা আসলেই আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। মানবতা রক্ষার্থে আপনারও এগিয়ে আসুন আমাদের পাশে। ইনশাল্লাহ আপনার এই সহযোগিতার বিনিময় আল্লাহ সুবহানাতায়ালার কাছ থেকে পাবেন। আপনারা চাইলে আমাদের বিকাশ পেমেন্ট নাম্বার অথবা পার্সোনাল বিকাশ/নগদ টাকা পাঠিয়ে সহযোগিতা করতে পারবেন। কেউ যদি বিদেশ থেকে টাকা পাঠাতে চান, তাহলে তারা আমাদের সি.এফ.এস ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে সহযোগিতা করতে পারবেন।
টাকা পাঠানোর ডেড-লাইন অক্টোবর মাসের ২৪ তারিখ। ⚠️⚠️
নগদ পার্সোনালঃ +8801715-777719
বিকাশ পার্সোনালঃ +8801715-777719
বিকাশ পেমেন্ট নাম্বারঃ +8801580-751728
ব্যাংক একাউন্ট নাম্বার- 00171110000-8649 (চ্যারিটি ফাইটার্স অফ সিলেট, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, উপশহর শাখা, সিলেট)
আসসালামু আলাইকুম।
আমাদের ক্লাব এবং পেইজের উপর দিয়ে অনেকটা প্রতিবন্ধকতা গেছে, সবকিছুর পরে এখন সবটা স্বাভাবিক হয়েছে আলহামদুলিল্লাহ।
অনেকে চেয়েছিলো আমাদের সংগঠনে ফাটল ধরাতে কিন্তু তারা সফল হয়নি।
সব কাটিয়ে আপনাদের দোয়ায়,ভালোবাসায় আর অনুপ্রেরণায় আমরা সবসময় একসাথে থাকবো আর মানুষের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
আসালামুয়ালাইকুম,
দুঃখজনক হলেও সত্য, আমাদের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ কে আজকে বহিষ্কার করা হলো তার পদ থেকে।
প্রথমত উনি প্রেসিডেন্টের সাথে বেয়াদবি করেছেন, দ্বিতীয়ত সংগঠনের নিয়ম কানুন অমান্য করেছেন, তৃতীয়ত আমাদের একটি চুক্তি পত্র ছিল যেখানে ওনার সিগনেচার আছে, তাও তিনি অমান্য করছেন এবং শেষে উনি আমাদের পেইজকে মেনশন করে বিভ্রান্তমূলক পোস্ট দিয়েছেন ওনার ফেসবুক প্রোফাইলে। যেখানে উনি বলেছেন যে, আমরা মেম্বারদের কাছ থেকে মাসিক চাঁদা জোরপূর্বক আদায় করি, যা সম্পূর্ণ মিথ্যা। কারণ কাউকে সংগঠনে নিয়োগ দেওয়ার আগে তাকে শর্তাবলী দেওয়া হয়, ইভেন মাসিক চাঁদা সম্পর্কেও বলে দেওয়া হয়, পরে তিনি বা তাহা, তা মানিলে তাকে সংগঠনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শুধু তাই নয়, তিনি আরো বলেছেন যে সংগঠনকে একনায়কতন্ত্র ভাবে চালানো হচ্ছে, তাও সম্পূর্ণ মিথ্যা। কারণ সংগঠনে সবার মতামত নেওয়া হয়, যার সত্যতা আপনি আমাদের সহ-সভাপতি, ধর্ম বিষয়ক সম্পাদক, অর্থ সম্পাদক, এক্সিকিউটিভ মেম্বারদের কাছ থেকে জেনে নিতে পারেন। তিনি আরো বলেছেন উনাকে হুমকি দেওয়া হয়েছে, যার কোন সত্যতা নাই এবং এটি একটি ভিত্তিহীন কথা। যদি ওনাকে হুমকি দেওয়া হতো তাহলে আমরা আইনি ব্যবস্থা কখনোই গ্রহণ করতাম না। কিন্তু আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। আসলে তিনি পদ পদবীর লোভে সংগঠনের নিয়ম কানুন ভেঙ্গেছেন এবং পেজের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য বিভ্রান্ত মুলক পোস্ট করেছেন সংগঠন থেকে বহিষ্কার হওয়ার কারণে।
ওনার বিভ্রান্ত মূলক পোস্টের কাউন্টারে আমরা আইনি সহযোগিতা নিয়েছি ৯৯৯ এর মাধ্যমে।
তথ্য নিচে দেওয়া আছে।
সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং বিভ্রান্ত মুলক কথাবার্তা থেকে বিরত থাকুন।
Thank you for calling National Emergency Service 999. Your complain number is CFS45655270
Aminur Taj H. M. Raj Riyad Ahmed Hridoy Sabiha Bushra MD ALi Hussen Emad Rahman Sayem Ahmed Chowdhury ( বিঃদ্রঃ যাদের মেনশন করা হয়েছে তারা আমাদের সেন্ট্রাল প্লাস এক্সিকিউটিভ মেম্বার, চাইলে আপনারা সত্যতা যাচাই করতে পারেন)
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the organization
Telephone
Website
Address
Dhakin Surma
Sylhet, 3110
This page all video upload islamic,inshaallah so,all people follow this page. #islamic #islamic son
Munshi Arjan Ali Villa, Ashtoghori, Beanibazar
Sylhet, 3100
এটি একটি সম্পুর্ণ অলাভজনক সংগঠন। সমা?
Kulaura, Moulvibazar;Sylhet
Sylhet
WSC a social welfare community based in bangladesh which is mostly run by the students of school-col