Freelancing House
"Freelancing House'' The Pioneer of Excellence To provide Advance Freelancing & English training ser
Eid Mubarak to everyone.
অনেকেই মনে করেন যে ফ্রিল্যান্সিং করে কি আসলেই টাকা ইনকাম করা সম্ভব, আমি যখন ব্যাংকে যাই টাকা উত্তলন করতে তখন আমার হাসি পায় যে হায়রে বাংগালী, আসলে টাকা ইনকামের গ্যারান্টি কেউই দিতে পারবে না,একমাত্র নিজের কপালে থাকলেই সম্ভব, কিন্তু চেষ্টা করলে সবকিছুই সম্ভব, আর ফ্রিল্যান্সিং এ ভাল করে কাজ করলে ইনকাম টা একটু বেশিই করা সম্ভব, তাই ফ্রিল্যান্সিং শিখুন, নিযে স্বাবলম্বী হন। আর অবশ্যই ফ্রিল্যান্সিং শিখুন সফল ফ্রিল্যান্সার এর কাছ থেকে। ধন্যবাদ
ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার প্রশ্নের উত্তর সমূহ
একজন ফ্রিল্যান্সারই জানে এই মুহূর্তটা কত যে খুশির
Freelancing House (Sylhet)
খুবই শীগ্রই শুরু হচ্ছে ফ্রিল্যান্সিং হাউসের নতুন ব্যাচ, তাই আপনিও পারেন ফ্রিল্যান্সিং শিখে ঘরে বসেই উপার্জন করতে এবং গড়ে তুলতে নিজের ক্যারিয়ার এবং হয়ে উঠতে পারেন নিজের কাজের বস নিজেই। তাই দেরি না করে আজই ভর্তি হয়ে যান।
✅কোর্স নাম :- ফ্রিল্যান্সিং ইংলিশ ও গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
🗣কোর্স ফি :- ১০,০০০ টাকা
🗣কোর্স ডিউরেশন :- ৪-৫ মাস
🗣ক্লাস ডিউরেশন :- প্রায় ২ ঘন্টা
🗣ক্লাস টাইম :- পরবর্তীতে জানানো হবে
🗣সপ্তাহে দুটি ক্লাস।
✅✅ভর্তি নেওয়ার নিয়ম:
✅আমাদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে এডমিশন ফি দিয়ে আপনার সিট নিশ্চিত করবেন।
✅বিকাশ, নগদে পেমেন্ট গ্রহণযোগ্য না , আপনাকে ডিরেক্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। কোর্স ফি হ্যান্ডক্যাশে অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে,এবং আপনার নাম, মোবাইল নাম্বার এবং কোন ব্যাচে ভর্তি নিতে আগ্রহী বলে রাখবেন।
Phone & Support Number:
📞- 01965143937
📞- 01779135371
Stay connected with Freelancing House
ধন্যবাদ ।
𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 𝐭𝐨 𝐞𝐯𝐞𝐫𝐲𝐨𝐧𝐞. 𝐌𝐚𝐲 𝐭𝐡𝐢𝐬 𝐝𝐚𝐲 𝐚𝐧𝐝 𝐚𝐜𝐭𝐮𝐚𝐥𝐥𝐲 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐝𝐚𝐲 𝐛𝐫𝐢𝐧𝐠 𝐩𝐞𝐚𝐜𝐞 𝐡𝐚𝐩𝐩𝐢𝐧𝐞𝐬𝐬 𝐚𝐧𝐝 𝐡𝐞𝐚𝐥𝐭𝐡 𝐭𝐨 𝐚𝐥𝐥 𝐲𝐨𝐮𝐫 𝐥𝐨𝐯𝐞𝐝 𝐨𝐧𝐞𝐬.
With Top Freelancers & Businessman l l Get Together Event l
Group - Freelancing House (Sylhet)
YouTube- ফ্রিল্যান্সিং হাউস
Freelancing House Iftar Mahfil 2022
With Top Freelancers & Businessman l l Get Together Event l
Group - Freelancing House (Sylhet)
YouTube- ফ্রিল্যান্সিং হাউস
ঈদের পরেই শুরু হবে ক্লাস নতুন আরেকটি ব্যাচ।
সিট সংখ্যা মাত্র ১২ টি।
অনেক আছে কয়েক মাস আগে থেকে অপেক্ষা করছেন।
আমরা বেশি স্টুডেন্ট নিয়ে ক্লাস করাইনা। তাই যারা আগে এডমিশন নিবেন শুধু তারাই সিট পাবেন।
তাই যারা ঈদের পরপরই যে ব্যাচ শুরু হবে সেই ব্যাচে এডমিশন নিতে চান তারা অবশ্যই ঈদের আগে আগে এডমিশন নেয়ার চেষ্টা করবেন !
কারন এর পরে কখন ব্যাচ শুরু হবে কোন নিশ্চয়তা নাই।
✅কোর্স নাম : ফ্রিল্যান্সিং ইংলিশ ও গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
🗣কোর্স ফি: ১০,০০০ টাকা
🗣কোর্স ডিউরেশন: ৪-৫ মাস
🗣ক্লাস ডিউরেশন : প্রায় ২ ঘন্টা
🗣ক্লাস টাইম: পরবর্তীতে জানানো হবে
🗣সপ্তাহে দুটি ক্লাস ।
✅ক্লাস শুরু হবে কখন, এডমিশের পরে আপনাকে মেসেজ অথবা কল করে আপনার ব্যাচ শুরুর দিন এবং সময় জানিয়ে দেওয়া হবে।
✅ক্লাস আমাদের প্রতিষ্ঠানে অফলাইনে হবে। ( জালালাবাদ, সিলেট)
⚠️ ⚠️ নির্দেশাবলী: ⚠️⚠️
✅যাদের খুব তারাহুরো তাদেরকে এডমিশন না নেয়ার জন্য রিকোয়েস্ট করবো , ক্লাস চলাকালীন অবস্থায় ইনকাম করার চিন্তা কিংবা তাড়াতাড়ি ইনকাম করতে চাইলে এডমিশন নিবেননা !
✅এডমিশন নেয়ার পর বিভিন্ন সমস্যা দেখিয়ে রিফান্ড চাইলে আপনাকে রিফান্ড দেয়া হবেনা, রিফান্ড এর পরে আমি কিন্তু সিট ফিলাপ করার জন্য আবার এডমিশন নেই না , সুতরাং বুঝে শুনে এডমিশন নিবেন !
✅ কোর্স করলেই ইনকাম বা সাকসেস হয়ে যাবেন ভাবলে এডমিশন নিবেন না। আপনি চেষ্টা এবং পরিশ্রম করলে ইনশা-আল্লাহ ,
আর পরিশ্রম না করলে আল্লাহর হাওলা ।
✅✅ভর্তি নেওয়ার নিয়ম:
✅আমাদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছে এডমিশন ফি দিয়ে আপনার সিট নিশ্চিত করবেন।
✅বিকাশ, নগদে পেমেন্ট গ্রহণযোগ্য না , আপনাকে ডিরেক্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে। কোর্স ফি হ্যান্ডক্যাশে অথবা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে,এবং আপনার নাম, মোবাইল নাম্বার এবং কোন ব্যাচে ভর্তি নিতে আগ্রহী বলে রাখবেন।
Phone & Support Number:
📞- 01965143937
📞- 01779135371
Stay connected with Freelancing House
ধন্যবাদ ।
Freelancing House "Freelancing House'' The Pioneer of Excellence To provide Advance Freelancing & English training services.
একজন সফল ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সিং গল্প ।
চাইলে আপনিও হতে পারেন এমন একজন সফল ফ্রিল্যান্সার।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 𝟎𝟏𝟕𝟕𝟗𝟏𝟑𝟓𝟑𝟕𝟏 𝟎𝟏𝟗𝟔𝟓𝟏𝟒𝟑𝟗𝟑𝟕
কত মানুষ আছে ফ্রিল্যান্সিং শিখতে চাইয় কিন্তু ইংরেজী শিখতে চায় না,আসলে ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজী ততটাই আবশ্যক যতটা মাছের জন্য পানি আবশ্যক,কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা বাহিরের দেশের মানুষদের সাথে কাজ করি আর তারা আমাদের ভাষা তো অবশ্যই বুঝবে না কিন্তু ইংরেজি মোটামোটি বেশির ভাগ দেশের মানুষই বুঝে কারণ ইংরেজী হল ইন্টারন্যাশনাল ভাষা ,তাই ফ্রিল্যান্সিং শিখার আগে ইংরেজী শিখা আবশ্যক,এখন আসুন ফ্রিল্যান্সিং করে কি আসলেই ইনকাম করা সম্ভব এবং মানুষ কি ফ্রিল্যান্সিং করে আসলেই ইনকাম করছে ? তার উত্তর হল অবশ্যই সম্ভব কারন বাংলাদেশে প্রায় ৫ থেকে ৭ লক্ষ ফ্রিল্যান্সার রা ফ্রিল্যান্সিং করে যাচ্ছে তাই যেখানে লক্ষ লক্ষ মানুষ ইনকাম করে যাচ্ছে সেখানে আমার তো আর বলারই দরকার নাই যে আসলেই মানুষ ইনকাম করছে ।।
Best Profession
ফ্রিল্যান্সিং থেকে কিছু করতে হলে অবশ্যই ইংরেজী জানা জরুরী, কারণ ফ্রিল্যান্সিং যারা করেন তারা ইউরোপ আমেরিকাতে এবং বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে থাকেন,তাই সেই দেশের লোকেদের সাথে কাজ করতে হলে অবশ্যই তাদের সাথে কথা বলতে হবে,আর ইংরেজী ভাষা হল ইন্টারন্যাশনাল ভাষা ,তাই যে কেউ বুঝে, কেউ যদি ইংরেজীতে কথা বলতে পারে এবং আইটি থেকে যেকোন একটি স্কিল অর্জন করে ,তাহলে কাজের অভাব হবে না ,কারণ স্কিলের মূল্য সব জায়গায়ই আছে,আর ফ্রিল্যান্সিং এর হাতিয়ারই হল স্কিল যা দিয়ে আমরা ইনকাম করছি
ধন্যবাদ Freelancing House
ফ্রিল্যান্সিং করে কোন কিছু করতে হলে অবশ্যই সেই ব্যক্তির থাকতে হবে পরিপূর্ণ ইচ্ছা শক্তি এবং সঠিক গাইড লাইন,আর পরিশ্রম তো অবশ্যই আসলে পরিশ্রম ছাড়া কোন কিছুই পাওয়া সম্ভব না,কারণ একটা কথাই আছে যে ,যে ব্যক্তি চেষ্টা করে সেই পায়, আসলে পরিশ্রম অনেকেই করতে পারে কিন্তু সঠিক জায়গায় এবং সঠিক গাইড লাইন ছাড়া পরিশ্রম করলে ও অনেক সময় ব্যর্থ হতে হয়,দেখুন পরিশ্রমের দিকে চিন্তা করলে রিক্সা ওয়ালা অনেক পরিশ্রম করে কিন্তু কত টাকাই বা ইনকাম করতে পারে, ফ্রিল্যান্সিং থেকে কিছু করতে হলে অবশ্যই থাকতে হবে সঠিক গাইড লাইন, তাই সঠিক গাইড লাইনের কোন বিকল্প নেই
ফ্রিল্যান্সিং যা হল একটি মুক্ত পেশা,যেখানে আপনি আপনার ইচ্ছা মত কাজ করবেন মাস শেষে আপনার একাউন্টে এসে জমা হবে শুধু ডলার আর ডলার,বিষয়টি বলতে যেভাবে সহজ ঠিক তেমনি ইনকাম করাও সহজ তবে শর্ত হল থাকতে হবে আপনার স্কিল অর্থাৎ আইটি সেক্টরের যে কোন একটি দক্ষতা,সেই দক্ষতা যদি থাকে আপনার তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য খুবই সহজ,আলহামদুলিল্লাহ আমি একজন ফ্রিল্যান্সার এবং আমি ফ্রিল্যান্সিং কে নিয়েছি প্রফেশন হিসেবে এবং ভালই ইনকাম করতেছি,
ধন্যবাদ জানাই ফ্রিল্যান্সিং হাউস কে কারন ফ্রিল্যান্সিং হাউস কাজ করে যাচ্ছে মানুষকে দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তুলার লক্ষে
Freelancing Is The Great Profession
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Sylhet
3100
House 23, Lane 4, Housing Estate, Amborkhana
Sylhet, 3100
Creator Lab is a fun, exciting and educational space where children and teenagers can l
Cinema Hall Gate Boteshor
Sylhet, 3104
Working today to shine tomorrow.
Golapganj, Sylhet
Sylhet, 3166
Hello Well, come to our page. This is a computer training center. we are training basic computer MS Word, MS Excel, MS Office.
F Block, Main Road Shahjalal Uposhahar
Sylhet, 3100
Fore-Finger is an IT based institute. Especially, Accounts Management System and Digital Marketing c
Bishwanath Singer Kash
Sylhet, 3134
Your services:👉Basic computer👉Graphics Design👉Web design👉Office Application👉 Programming
Kajolshah
Sylhet, 3100
We are the leading IT Training and Career Coach in Sylhet, a pioneer in IT training using the digita
Sylhet, 3100
Our main purposes isn't earning behind training businesses. we are trying to give a little effort so
Lamabazar Road
Sylhet, 3100
Spend 30 minutes every day and Learn Freelancing. We plan to build a self Reliant Nation.
Uttaraboban 2nd Floor Shibganj Sylhet, House-6, Road-20, Block-B, Shahjalal Uposhohor, Sylhet
Sylhet
We Provide Best freelining service