Green Organic Store-গ্রীন অর্গানিক স্টোর

Green Organic Store-গ্রীন অর্গানিক স্টোর

Welcome To Green Organic Store-গ্রীন অর্গানিক স্টোর| Order The Best Natural And Organic Products Here

Welcome To Green Organic Store-গ্রীন অর্গানিক স্টোর||
আপনি যদি অর্গানিক / বাজারের সেরা পন্যটি পেতে চান তাহলে নির্ধিদ্বায় আমাদের পেইজে যোগাযোগ করতে পারেন। আপাতত সিলেটের বাগানের ফ্রেশ চা নিয়ে আমরা কাজ করছি। আপনার প্রয়োজনে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা চা পাঠিয়ে থাকি।
তাই দ্রুত যোগাযোগ করতে পারেন বাগানের সেরা চা পাওয়ার জন্য।

14/02/2023

চুলের যত্নে চা পাতা:
---------------------------
সকালে এক কাপ চা আমাদের সারাদিনের সতেজতার রসদ দিয়ে দেয়। চা ছাড়া পুরো একটা দিন যেন ভাবাই যায় না তবে জানেন কি চা কিন্তু আমাদের চুলের যত্নেও ভীষণ ভাবে উপকারী। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই এবং প্যানথেল। যা চুলের বৃদ্ধি, চুল পড়া রোধ, চুলকে ঝলমলে করে তোলে। চলুন জেনে নেই চা কিভাবে আমাদের চুলের যত্নে ব্যবহৃত হয়:

- নিষ্প্রাণ চুলের যত্নে:
অনেকের চুল ভেঙে যায়। এ সমস্যা থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন ব্ল্যাক টি। যাদের চুলে উজ্জ্বলতা নেই তারাও এই সমস্যা থেকে মুক্তি পাবেন চায়ের লিকার ব্যবহারে। দুই ক্ষেত্রেই চায়ের লিকার চুলে দিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে।

- চুলের উজ্জ্বলতা ধরে রাখতে:
চুলের উজ্জ্বলতার জন্য চায়ের লিকার দিয়ে কন্ডিশনারও বানিয়ে নিতে পারেন। চা পাতা ফুটিয়ে গরম করে নিন। তারপর ঠাণ্ডা করে ছেঁকে লেবুর রস দিয়ে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে চুল হবে ঝলমলে।

- খুশকির সমস্যায়:
শীতকালে অনেকের চুলে খুশকি দেখা যায়। তারা চাইলে চা পাতার প্যাক করে নিতে পারেন। এই প্যাক নিয়মিত ব্যবহারে চুলের খুশকি দূর হবে। ব্যবহার করা চায়ের পাতা ফেলে না দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। এরপর ঠাণ্ডা করে চুলে ব্যবহার করুন। এতে চুলের খুশকি দূর হবে ও চুল উজ্জ্বল হবে।

- চুল পড়া রোধে :

চুল পড়া রোধ ও চুলের বৃদ্ধিতে কাজ করে চায়ের লিকার। চা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। এরপর এই পানি চুল ও মাথার তালুতে স্প্রে করতে হবে। নিয়মিত করলে চুল পড়া কমবে এবং চুলের বৃদ্ধি ভালো হবে।






#চা_পাতা
#সিলেটের_চা
#গ্রীনঅর্গানিকস্টোর



#চায়েরদেশসিলেট
#চা_পাতা

14/02/2023

#চা_পাতা
#সিলেটের_চা
#গ্রীনঅর্গানিকস্টোর





#টি
#চায়েরদেশসিলেট

13/02/2023

সিলেটের চায়ের রঙ, স্বাদ এবং সুবাস অতুলনীয়। সিলেটের স্থানীয় চা বাগানের নতুন পাতার আসল স্বাদের খাটি চা পাতা কুরিয়ারে আমরা পৌছে দিচ্ছি দেশের যে কোন প্রান্তে। আপনার প্রয়োজনে আমরা সর্বদা প্রস্তুত। মান এবং সঠিক ওজনের গ্যারান্টি পাচ্ছেন আমাদের কাছে।






#চা_পাতা
#সিলেটের_চা
#গ্রীনঅর্গানিকস্টোর





#টি
#চায়েরদেশসিলেট

13/02/2023

গাছের গোড়ায় চা-পাতা দিলে কি আসলেই লাভ আছে?
-----------------------------------
- মানবদেহের জন্য চায়ের উপকারিতা কতটুকু, তা আমরা কমবেশি জানি। গাছের বেলায়ও চা-পাতার উপকারিতা অনেক। চা-পাতায় আছে ট্যানিক অ্যাসিড। চা-পাতা পচতে শুরু করলে মাটিতে এই ট্যানিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান ছাড়ে। ফলে মাটির অম্লতা বৃদ্ধি পায়, পাশাপাশি পুষ্টি গুণাগুণও।

- চা-পাতা বেশ ভালো ‘মালচ’ হিসেবে কাজ করে। ‘মালচিং’ মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতি। এই পদ্ধতির চর্চা আমাদের দেশেও অনেক দিন ধরে চলছে। মালচিংয়ের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের উপাদান—ধান বা গমের খড়, কচুরিপানা, গাছের পাতা, শুকনা ঘাস, কম্পোস্ট, ভালোভাবে পচানো রান্নাঘরের আবর্জনা ইত্যাদি। এই উপাদানগুলো দিয়ে গাছপালার গোড়া, সবজিখেত ও বাগানের বেডের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেওয়া হয়। আর একেই বলে মালচ এবং পদ্ধতিটিকে বলা হয় মালচিং।

- তো মালচিংয়ের ব্যবহৃত উপাদানের মধ্যে চা-পাতা অন্যতম উপাদান। চা-পাতা মাটির তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং মাটিকে দ্রুত শুকিয়ে যেতে দেয় না। এ ছাড়া আগাছা জন্মাতেও দেয় বাধা। মালচিংয়ের জন্য গাছের গোড়ায় মোটামুটি শুকনা চা-পাতার এক আস্তরণ দিতে হয়, যাতে মাটির উপরিভাগ পুরোপুরি ঢেকে যায়।

- কীটপতঙ্গ গাছের জাতশত্রু। চা-পাতা মেশানো পানি গাছে ছিটিয়ে দিলে কীটপতঙ্গের হাত থেকে রেহাই মেলে। চায়ের ঘ্রাণ ইঁদুর, বিড়াল ও অন্যান্য পোকামাকড়ের ভীষণ অপছন্দ। তাই গাছের পাতায় ও গোড়ায় চা-পাতা ছিটিয়ে দিলে এসব থেকেও থাকা যায় নিরাপদ। এ ছাড়া চায়ের পাতার কারণে গাছে ছত্রাকও জন্মে না।

- অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি চা-পাতা জোগান দেয় নাইট্রোজেনের। এই নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয়। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ফলে পাতা হলুদ হয়ে যায় এবং হখাবারও তৈরি করতে পারে না। ধীরে ধীরে গাছ মরেও যেতে পারে।






#চা_পাতা
#সিলেটের_চা
#গ্রীনঅর্গানিকস্টোর





#স্টোর
#গ্রিনটি

12/02/2023

চা এর নেশা; বড় নেশা
ছাড়তে পারা যায় না,
ছাড়বো ই বা কেন ??যখন ছাড়তেই আমি চাই না!
চা হল এমন এক পানীয় যা শুধু তৃষ্ণা মেটায় না ;দুঃখেরও অবসান ঘটায় ।

12/02/2023

#চা_পাতা
#সিলেটের_চা
#গ্রীনঅর্গানিকস্টোর





#চাবাগান
#গ্রীনঅর্গানিক

11/02/2023

ব্যবহৃত চা-পাতা যে কাজে লাগাতে পারেন।
----------------------------------
দিনে অন্তত দুই-তিনবার চা খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। বেশির ভাগ ক্ষেত্রে চা বানানোর পর পাতা ফেলে দেওয়া হয়। কিন্তু ব্যবহৃত চা পাতাও যে অনেক কাজে লাগানো যায় এটা অনেকেরই জানা নেই।

- ক্ষত কমাতে: রান্নাঘরে কাটাকাটি করতে গিয়ে হাত কেটে গেছে? ক্ষত সারানোর জন্য অ্যান্টিসেপটিক কিছু খুঁজছেন? সেক্ষেত্রে অন্য কিছু না খুঁজে চায়ের পাতা ব্যবহার করতে পারেন। কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষত সারাতে কাজে লাগে। এ জন্য চায়ের পাতাগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিন। তারপর কেটে যাওয়া জায়গায় লাগান। তাহলে দ্রুত ক্ষত সেরে যাবে।

- গাছের সার: ফোটানো চায়ের পাতা গাছের সার হিসেবে বেশ উপকারী। সেক্ষেত্রে চায়ের পাতা রোদে শুকিয়ে তার পর গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করুন।

- কন্ডিশনার হিসাবে: শ্যাম্পু করার পর ঠিক মতো কন্ডিশনিং না করলে চুল হয়ে ওঠে নিষ্প্রাণ। সব সময়ে দোকান থেকে কেনা কন্ডিশনার না মেখে প্রাকৃতিক কন্ডিশনার দিয়েও চুলের যত্ন নিতে পারেন। এই রকমই একটি প্রাকৃতিক কন্ডিশনার হলো চা পাতা। এ জন্য ফোটানো চায়ের পাতা সিদ্ধ করে নিন। শ্যাম্পু করার পর সেই পানি দিয়ে ধুয়ে নিলে চুল নরম হয়ে উঠবে।

- জুতার দুর্গন্ধ তাড়াতে: অনেকেরই জুতা থেকে দুর্গন্ধ বের হয়। এ সমস্যা থেকে নিস্তার পেতে গ্রিনটিতে ভরসা রাখুন। গ্রিনটির পাতা জুতার ভেতরে এক দিন রাখলেই গন্ধ দূর হবে।







#চা_পাতা
#সিলেটের_চা
#গ্রীনঅর্গানিকস্টোর





#সিলেটেরচা
#চায়েরদেশসিলেট

11/02/2023

যখন কিছুই আপনার অনুকূলে যায় না, তখন এক কাপ চা’ই পারে সব কিছুকে একটু অন্যরকম করে তুলে ধরতে।

10/02/2023

চায়ের দেশ খ্যাত সিলেটের সেরা সব বাগানের অরিজিনাল (অর্গানিক) চা পাতা পাচ্ছেন আমাদের কাছে।এখানে রয়েছে স্থানীয় বাগানের বাছাইকৃত নতুন এবং সেরা পাতা থেকে সংগৃহীত সেরা মানের চা পাতা। যা সম্পুর্ন টাটকা, তাজা ও ক্ষতিকর কেমিক্যাল মুক্ত। কথা দিতে পারি এটা বাজারের নামি -দামী ব্রান্ডের চা পাতার তুলনায় গুনে মানে অনন্য। তাই দেরি না করে এখনই মেসেজ দিতে পারেন সেরা চা পাতার ফ্লেভার পাওয়ার জন্য।






#চা_পাতা
#সিলেটের_চা
#গ্রীনঅর্গানিকস্টোর





#অর্গানিক
#ক্লোনটি

10/02/2023

#চা_পাতা
#সিলেটের_চা
#গ্রীনঅর্গানিকস্টোর





#চাপাতা
#চা_পাতা

09/02/2023

Dust Tea vs Leaf Tea: গুঁড়ো চা না কি পাতা চা—শরীরের জন্য কোনটি বেশি উপকারী?
--------------------------------------------
সকালে উঠে চায়ের কাপে চুমুক না দিলে ঘুম কাটতে চায় না বাঙালির। তবে অনেকেই আছেন যাঁরা শরীর ভাল রাখতে দুধ চায়ের বদলে চুমুক দেন লিকার চায়ে। কালো চা যাঁরা খান তাঁরা সাধারণত দু’ধরনের চা কেনেন। পাতা চা, না হলে গুঁড়ো চা। কড়া লিকার খেতে যাঁরা বেশি পছন্দ করেন, তাঁদের প্রথম পছন্দ গুঁড়ো চা। আর চায়ের সুগন্ধ পেতে চাইলে সে ক্ষেত্রে পাতা চা কেনাই ঠিক হবে। তবে এই দুই ধরনের চায়ের স্বাস্থ্যগুণ কিন্তু সমান নয়।

গুঁড়ো চা এবং পাতা চা— শরীরের জন্য কোনটি বেশি উপকারী?

এই দু’ধরনের চা পাতা কী ভাবে প্রস্তুত করা হয়, তার উপর চায়ের গুণগত মান অনেকটাই নির্ভর করে। গুঁড়ো চা প্রস্তুত করতে সময় কম লাগে। বাগান থেকে তোলার পরে যন্ত্রের মাধ্যমে চা পাতা শুকিয়ে গুঁড়ো করা হয়। চা পাতার বেশ কিছু উপাদান এতে থেকে যায়। ফলে অনেক সময় গুঁড়ো চায়ের স্বাদ তেতো হয়ে যায়। অন্য দিকে, পাতা চা প্রস্তুত করতে অনেকটা বেশি সময় লাগে। পাতা চায়ে ক্যাটেচিন, আইসোফ্লাভন, পলিফেনলের মতো যৌগ থাকে। গুঁড়ো চায়ে ক্যাটেচিন, আইসোফ্লাভনের মাত্রা খুব কম। পলিফেনলের পরিমাণ অবশ্য গুঁড়ো চায়ে পাতা চায়ের মতোই থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গুঁড়ো চায়ের চেয়ে পাতা চা কিন্তু বেশি উপকারী।







#চা_পাতা
#সিলেটের_চা
#গ্রীনঅর্গানিকস্টোর





#চায়েরদেশসিলেট
#চা_পাতা

09/02/2023
09/02/2023

পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই, যা হাতে এক কাপ চা নিয়ে সমাধান করা যাবে না।👌👌👌

08/02/2023

Can't Imagine a moment without Tea.





#চা
#চাপাতা


#সিলেটিচা
#ক্লোনটি
#সিলেটেরচা

08/02/2023

বাজারে এমন অনেক চা পাতা পাওয়া যায়, যেগুলোতে রং বা অনেক ধরনের রাসায়নিক মেশানো থাকে। ভেজাল চা দীর্ঘদিন ধরে পান করলে স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব পড়তে পারে।

তাই জেনে রাখা জরুরি যে আপনি যে চা পান করছেন তা কি আসল নাকি ভেজাল মিশ্রিত? চলুন তবে জেনে নেওয়া যাক চা পাতার ভেজাল চেনার উপায়-

>> চা পাতায় ভেজাল আছে কি না শনাক্ত করতে প্রথমে একটি টিস্যু পেপারে ২ চা চামচ চা পাতা রাখুন। এরপর পাতায় কয়েক ফোঁটা পানি দিয়ে কিছুক্ষণ রোদে রাখুন।

তারপর টিস্যু পেপার থেকে চা পাতা তুলে ফেলুন। চা পাতায় ভেজাল থাকলে টিস্যু পেপারে দাগের চিহ্ন দেখা যায়। কোনো দাগ বা চিহ্ন যদি না থাকে তাহলে বুঝবেন চা পাতায় ভেজাল নেই।

>> আরেকটি উপায় হলো, এক গ্লাস ঠান্ডা পানিতে ১-২ চা চামচ চা পাতা দিয়ে ১ মিনিট রেখে দিন। পানিতে কিছুক্ষণের মধ্যে রং বের হলে বুঝবেন চা পাতায় ভেজাল আছে। আসল চা পাতার রং এত তাড়াতাড়ি বের হয় না। তাও আবার ঠান্ডা পানিতে!

>> চা পাতা আসল নাকি নকল পরীক্ষা করার আরও একটি উপায় হলো হাতে চা পাতা নিয়ে ১-২ মিনিট ঘষুন। হাতে কোনো রং দেখলে বুঝবেন চা পাতায় কিছু মেশানো আছে

05/02/2023

Keeping the troubles away with a relaxing cup of tea..

03/02/2023
02/02/2023

বিশ্বের কয়েকটি দামী চা:

- ডা-হোং পাও টি, চীন - প্রতি কেজি ১২ লাখ ডলার। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামী চা।

- পাণ্ডা ডাং টি, চীন - প্রতি কেজি প্রায় ৭০ হাজার ডলার।

- ইয়েলো গোল্ড টি বাডস, সিঙ্গাপুর -
প্রতি কেজি প্রায় ৮০০০ ডলার।

- ভিনটেজ নার্সিসাস, চীন - প্রতি কেজি ৩,২৫০ ডলার।

- সিলভার টিপস ইমপেরিয়াল টি, দার্জিলিং - প্রতি কেজি ১৮৫০ ডলার।

- গোল্ডেন বেঙ্গল টি, বাংলাদেশ - (প্রস্তাবিত) - যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক চা উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ তাদের উৎপাদিত 'গোল্ডেন বেঙ্গল টি' নামের বিশেষ চা-য়ের মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ১৪ লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। সিলেটে এই চায়ের চাষ করা হচ্ছে। এই চা বাজারে আসলে এটি হবে বিশ্বের সবচেয়ে দামী চা।







#চা
#চা_পাতা
#গ্রীনঅর্গানিকস্টোর
#অর্গানিকস্টোর
#ক্লোন
#ক্লোন_চা

#সিলেটি_চা

01/02/2023

Welcome To Green Organic Store-গ্রীন অর্গানিক স্টোর|| আপনি যদি অর্গানিক / বাজারের সেরা পন্যটি পেতে চান তাহলে নির্ধিদ্বায় আমাদের পেইজে যোগাযোগ করতে পারেন। আপাতত সিলেটের বাগানের ফ্রেশ চা নিয়ে আমরা কাজ করছি। আপনার প্রয়োজনে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা চা পাঠিয়ে থাকি। তাই দ্রুত যোগাযোগ করতে পারেন বাগানের সেরা চা পাওয়ার জন্য।














#চা
#চাপাতা
#অর্গানিক
#স্টোর
#ফ্রেশচা
#ক্লোন

Want your business to be the top-listed Food & Beverage Service in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Chowkideki
Sylhet
3100

Other Organic Grocery Stores in Sylhet (show all)
Azmaeen's Azmaeen's
Mirabazar
Sylhet, 3100

সুন্নাহ ফুড আইটেম, এরাবিয়ান আতর, আর কা?

Tea Market Tea Market
Amberkhana
Sylhet, 3100

আপনার পরিশ্রমের অর্থের বিনিময়ে, কোয়ালিটি পন্য সরবরাহ করাই আমার অঙ্গিকার।

Sylhet Premium Tea House Sylhet Premium Tea House
Zindabazar
Sylhet, 3100

Dhaka Pharmacy Dhaka Pharmacy
Sylhet Mohanagar Daroga Mollah Road
Sylhet, 3100

Online Product, Online Shop, Online retailer-a TRUSTED and RELIABLE Customer-centric e-co

Hamzah Hamzah
Kodomtoli
Sylhet, 3110

নিত্য প্রয়োজনীয় ১০০% হালাল পণ্য আপনাদ?

TongDokan - টং দোকান TongDokan - টং দোকান
3rd Floor (Lift-3), Left Side, Galeria Shoping Complex, , ( Opposite Of Pansi Restaurant) , Jollarpar Road, Zindabazar
Sylhet, 3100

সততার পুজিতে,অভিজ্ঞতার আলোকে পরিচালিত আপনাদের বিশ্বস্ত খাটি পণ্যের প্রতিষ্ঠান

Shukran Food Shukran Food
Shibganj, Sylhet
Sylhet

A healthy food store

Sylhety Food Basket Sylhety Food Basket
Dorjipara
Sylhet, ৩১০০

এখানে আপনারা পাচ্ছেন সিলেটের ঐতিহ্যবাহী ও অর্গানিক খাদ্য সামগ্রী।

Sylhet Pharma & Organic Food Sylhet Pharma & Organic Food
Sylhet, 3300

Best organic food in Sylhet town

Mango Bazar Mango Bazar
Mirabazar
Sylhet, 3100

We supply fresh and quality mangoes directly from the gardens of Rajshahi. Our supplied mangoes are

Rahman Brand Rahman Brand
Moulvibazar
Sylhet

Atik Bazar Organic Shop Atik Bazar Organic Shop
Uposhohor
Sylhet, 3100