MD Ainul Haque

Hey, This is MD Ainul Hauqe. I am a professional Graphic Designer And Digital Marteker
I am working

19/12/2023
04/04/2022

- Ramadan day 2 💝

- Make dua, It’s Ramadan, The month of Forgiveness.🌸❤️🤲

02/04/2022

গেস্টপোস্ট নিয়ে অনেকেই চিন্তিত। বেকলিংকের জন্য সাইট পিছিয়ে আছে ফলে অনেক কষ্ট ও টাকা ইনভেস্ট করেও কোনও হাল হচ্ছে না, রেঙ্ক পাচ্ছে না। রেঙ্কিং ও ভিজিটোরের জন্য গেস্ট পোস্ট করে অনেকেই সফল হয়েছেন এবং এডসেন্স, এফিলিয়েট করে সাইট ইনকামে চলে এসেছে। প্যাসিভ ইনকামও বেড়েছে। কিন্তু গেস্টপোস্ট করাও একটা ঝামেলা। সাধারনত এ সময় যে সমসসাগুলো আসে তা হচ্ছেঃ

· নিস রিলেটেড সাইট কোথায় পাব?
· কোয়ালিটি কন্টেন্ট কিভাবে দিব?
· কন্টেন্টে কোয়ালিটি এবং ইউনিক ইমেইজ ডিজাইন কিভাবে করবো?
· বেকলিংক ডোফলো দিবেতো?
· গেস্টপোস্টের সাথে টাকাও লাগবে না তো?
· সবচেয়ে বড় কথা আমার কন্টেন্ট ওরা পাবলিশ করবেতো? পাবলিশ করলেও পড়ে যদি রিমুভ করে দেয়?

এরকম নানান সমস্যা নিয়ে চিন্তা করতে করতে কাজটা আর করা হয় না। অনেকে বিভিন্ন কাজে ব্যাস্ততার জন্যও করতে পারছেন না। কিছু টিপস জানা থাকলে ও শিডিউল মেন্টেইন করলে আপনি অনায়াসে গেস্টপোস্ট করতে পারবেন। আপনার সাইটের ডিএ বাড়ানো, রেঙ্ক পাওয়া, ভিজিটর নিয়ে এসে পিছিয়ে পড়া সাইটকে সামনে নিয়ে এসে আপনিও সফল হবেন এবং দ্রুত ইনকামে চলে আসবেন।

গেস্ট পোস্ট করার জন্য যে বিষয়গুলো মাথায় থাকতে হবে তা হচ্ছে:

১। আপনার নিশ রিলেটেড সাইটে কোয়ালিটি কন্টেন্ট দেয়া ।

২। গেস্টপোস্ট কন্টেন্ট ১০০% ইউনিক, গ্রামারলী ইরর ফ্রি এবং ইনফরমেটিভ হতে হবে।

৩। গেস্টপোস্ট কন্টেন্ট সম্পূর্ণ এসইও করে দেয়া ভালো ।

৪। গেস্টপোস্ট এ ফিচার ইমেজসহ ৪টি ইউনিক ইমেইজ ডিজাইন করে দেয়া ।

৫। প্রয়োজনে কন্টেন্টে শর্ট ইনফরমেটিভ ভিডিও দেয়া ।

৬। রিলেটেড সাইটে গেস্টপোস্ট ইনপুট করে সে পেইজটিকেও অপটিমাইজ করে দেয়া ।
৭। ফ্রি গেস্টপোস্ট এলাও এবং ভালো ডিএ এরকম সাইটে গেস্টপোস্ট করা ।

৮। কন্টেন্ট পাবলিশ হওয়ার পর তা ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, রেড্ডিট, ড্রিব্ললি, ট্রাম্বলার ইত্যাদি সোস্যাল সাইটে শেয়ার করে দেয়া যাতে আপনার মেইন সাইটে অর্গানিক ভিজিটর আসে।

৯। আপনার সাইটের কম্পিটিটর এনালাইসিস করে গেস্টপোস্ট ও বেকলিংকের কাজ করা ।

১০। প্রতিটি রেফারেল সাইট থেকে কমপক্ষে ২টি ডোফলো বেকলিংক নিশ্চিত করা ।

১১। আপনার মেইন সাইটে ভিজিটরের জন্য গেস্টপোস্টকেও রেঙ্ক করার চেস্টা করা ।
১২। সব কাজের স্কিনশট ও সফট কপি আপনার সংরক্ষনের জন্য রেখে দেয়া ।

অনেকে গেস্টপোস্ট যেনতেন ভাবে করে। তারা মনে করে কোনরকমে বেকলিংক পেলেই হল। ফলে ১০টা সাইটে কন্টেন্ট দিয়েও ১টা বা ২টা পাবলিশ হয়। পুরো পরিশ্রমটাই বৃথা। আপনার গেস্টপোস্ট সবদিক থেকে কোয়ালিটিফুল হলে সেটা পাবলিশতো হবেই এবং রেঙ্ক হওয়ার ও পসিবিলিটি বেড়ে যায়। তাতে আপনারই তো লাভ।

এ কাজগুলো আপনি নিজেই সময় নিয়ে করতে পারেন। আরও প্রফেশনালী ও কম সময়ে করে নিতে চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি। উপরের সবগুলো ক্রাইটেরিয়া মেনে সাথে আরও হিডেন ট্রিকস এড করে আপনাকে সার্ভিস দিতে পারি এবং সার্ভিস ফি আপনার সাধ্যের মধ্যেই।

সার্ভিস নিতে ও পরামর্শ করতে যোগাযোগ করুন ০১৭১৬৪৫২১০১ (হোয়াটসএপ)


আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।

16/01/2022

Upcoming Freelancer
My Brother's Daughter❤️❤️
Her Name is Jannatul Mariya❤️

23/08/2021

ভাল্লাগছে❤️

10/07/2021

অভিনন্দন আর্জেন্টিনা প্রিয়দল🇦🇷
শুভকামনা King Of Fotbally LM10❤️🇦🇷

তোমার জাদুর বাক্সে সব আছে, নেই শুধু নিয়তি, কি দাও নি এই ফুটবল কে, একটি মেজর ট্রপির খোঁজে, নিজের শেষ বিন্দু দিয়ে লড়ে যাচ্ছো প্রতিনিয়ত🙂

ফুটবল যদি রুপকথা হয়, তবে রাজকুমারের চরিত্র কৃতিত্বটা মেসির প্রাপ্য❤️
কখনো উচ্চ সরে মেতেছো প্রতিটা জয়ে কখনো কান্নায় ভেঙ্গে পড়েছো সর্বহারা হয়ে, হয়তো একটা আক্ষেপ তোমার সব অভিমান মুছে দিবে, তোমার ব্যর্থতার অশ্রুজরা দিনগুলো সহে নেওয়া মানুষ গুলো এখনো আছে থাকবে এবং থেকে যাবে তোমার ফ্যান হয়ে❤

আর্জেন্টিনা এখন হার কে ভয় করেনা, কারন হারতে হারতে যে হৃদয়টা তাদের পাথর হয়ে গেছে 💔
তোমার শেষ আক্ষেপ টা যেনো পূর্ণ হয়, আর যেনো খালি হাতে ফিরতে না হয় তোমায়😊
Whether you win the trophy or not, I was, I am, I will be, Forever Argentina 😊❤️

13/06/2021

🎉স্পোকেন ইংলিশ স্কিল এর গুরুত্ব।🎉
🍀কোন একটি ভাষা দক্ষতা অর্জন এর পূর্ব শর্ত চারটি বিষয়ে দক্ষতা অর্জন।
বলা, পড়া, শোনা এবং লিখা।
আপনি যদি কোন ভাষা বলতে না পারেন তা লিখা পড়া বেশ কষ্টের।
🍀ইংরেজি যদিও আন্তর্জাতিক ভাষা তাও আমাদের জন্য বিদেশি ভাষা।
ইংরেজি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। কিন্তু আজও দুলাইন বলতে গেলে আকাশ বাতাসে শব্দ খুজি।
এর জন্য আমারা নিজেরাই দায়ী।
আমরা কখনো ইংরেজি বলার চেষ্টা করিনা। আমরা বলার আগে নানা দিক ভাবি। কিন্তু বাংলা বলার সময় ব্যাকরণ নিয়ে কি চিন্তা করেন। ব্যাকরণ কিন্তু ভাষার প্রয়োজনে সৃষ্টি । তাই ভাষাকে ব্যাকরনে না বেধে বলার চেষ্টা করুন। আপনার মতো করে তারপর দেখবেন ভুল করতে করতে বলতে পারছেন।
🍀আর শিশুরা কোন ভাষা কিভাবে শেখে?
আমরা বড় মানুষরা অনেক জটিল চিন্তাভাবনা করে একটি সহজ জিনিসকে অনেক ঘোরালো প্যাঁচালো করে তুলি, শিশুদের সেই চিন্তা নেই, তারা হামাগুড়ি দিয়ে সবচেয়ে সহজ পথে তরতর করে শিখে ফেলে জিনিসটি! প্রশ্ন হচ্ছে, শিশুরা একটি ভাষা কিভাবে শেখে? তারা নিশ্চয়ই নীলক্ষেত থেকে “৩০ দিনে ইংরেজি শিখুন!” বই কিনে, CNN/BBC এর খবর দেখে আর ডিকশনারি ঘেঁটে ব্যাকরণ পড়ে ভাষাটি শিখতে যায়নি! তারা যেটি করে, চারপাশের নানা উপকরণ থেকে প্রতিনিয়ত একটু একটু করে শেখে। যেমন ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্রটি চমৎকার ইংরেজি বলে, তাকে ইংলিশ মিডিয়ামে ধরে ধরে শেখানো হয়নি ইংরেজি বলতে, তার চারপাশে সবাই ইংরেজিতে কথা বলে, তার বইগুলো ইংরেজি, সারাক্ষণ ইংরেজি বলতে লিখতে শুনতে দেখতে সেও ধীরে ধীরে শিখে ফেলেছে ভাষাটি। এবং বলতে পারছে। আসলেই তাই।
🍀ইংরেজি বলতে পারলে কী হবে?
ভাষার উপর সম্পূর্ণ দখল আসবে।
যোগাযোগ সহজ হবে।
শিক্ষা, ব্যবসা চাকুরির ক্ষেত্রে এগিয়ে যাবে অনেকখানি। নিন্মের কারনগুলার।জন্য ইংরেজি ভাষা বলতে পারা শিখা জরুরি -
➡সব থেকে বেশি ব্যাবহার করা হয় ইংরেজি ভাষা। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরণের ভাষায় কথা বলা হয়। কিন্তু যখন ভিন্ন দেশের মানুষ একে অপরের সাথে কথা বলে তখন ইংরেজি ভাষা ব্যাবহার করে।
➡ইংরেজি তো অনেক কঠিন ভাষা? তাহলে এই ভাষাটি কেন শিখতে হবে? কারন। বুদ্ধিমান বিশ্বের প্রতিটি দেশেই এই ভাষার ব্যাবহার রয়েছে। তাই আপনি হবেন দ্বিভাষী। ইংরেজি ভাষা জানা থাকলে বিদেশেও অনেক চাকরির সুযোগ রয়েছে।
➡বিশ্বতে প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে আমেরিকা অনেক এগিয়ে আছে। আমেরিকার প্রতিটি ক্ষেত্রে ইংরেজির ব্যাবহার করা হয়। তাদের ছোট থেকে বড় সকল স্থানে শুধু ইংরেজির ব্যাবহার।
➡পৃথিবীর বেশিরভাগ দেশেই ইংরেজি ভাষার প্রচলন রয়েছে। গ্রেট ব্রিটেন এর প্রস্তাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আফ্রিকার কিছু অংশ, ইন্ডিয়া ও বিভিন্ন ছোট ছোট দেশের ভাষা ইংরেজি করা হয়েছে। এছাড়া জার্মানি, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এবং নেদারল্যান্ড এ ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে গ্রহন করা হয়েছে। ইংরেজির কারনে এইসব দেশের লোকের সংস্কৃতি এখন আমাদের সামনে তুলে ধরতে পারছে।
➡ইংরেজি শিখার আরেকটি গুরুত্বপূর্ণ কারন হল বিজ্ঞান শেখা। বিজ্ঞান শিখতে হলে অবশ্যই ইংরেজি জানা জরুরি। বিজ্ঞানের সকল সীমা ইংরেজির উপর নির্ভরশীল।
➡ইংরেজি কিছু বর্ণমালার মিলিত শব্দ। চীনা ভাষার তুলনায় এই ভাষাটি অনেক দ্রত শিখা যায়।
➡ইংরেজি একটি ফিল্ম ইন্ডাস্ট্রির ভাষা। তাই, আপনি যদি ইংরেজি শিখেন, তাহলে আপনাকে আর সাবটাইটেল পরে পরে মুভি দেখতে হবে না।
➡মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষা জানলে আপনার রং, বর্ণ ও জাতিগত কোন তফাৎ তারা দেখবেনা। আপনার জন্য সেখানে সুযোগের অভাব হবে না।
➡ইংরেজি শিখার পর আপনি আপনার বাচ্চাদের তা শিখাতে পারবেন। যদি আপনার বাচ্চারা ইংরেজি ভাষা আগে থেকেই পারেন তাহলে তাদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন।
➡যুক্তরাষ্ট্রে যারা ইংরেজিতে কথা বলতে পারে তাদের চাকরিক্ষেত্রে চাহিদা বেশি। তাদের উপার্জনও বেশি। ইংরেজি শিক্ষা আপনার চাকরী প্রাপ্তির ক্ষেত্রে অনেক অবদান রাখবে।
তাই ইংরেজি স্পোকেন স্কিল শেখা অত্যন্ত জরুরি।

13/06/2021

বিশ্ববাজারে বাংলাদেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার অন্যতম একটি কারণ হচ্ছে বেকারত্ব। করোনাকালীন যা আরও প্রকট রূপ নিয়েছে। লকডাউন শিথিল হলেও বেশিরভাগ কর্মসংস্থান পুরোদমে শুরু হয়নি। এরই সুবাদে চলছে নির্বিচারে কর্মী ছাঁটাই। ফলে চাকরি আর কর্মক্ষেত্র হারিয়ে বেকার হচ্ছে হাজার হাজার জনবল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের সর্বশেষ জরিপ (২০১৬-২০১৭) অনুযায়ী দেশে বেকার সংখ্যা ২৭ লাখ, যা অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে বড় বাধা। আর এই বাধা নিরসনে সম্ভাবনার দুয়ার হতে পারে ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা। যেটা কি-না সব বেকার যুবকদের কাছে হয়ে উঠেছে আশার আলোর মতো। এর মাধ্যমে একটি কম্পিউটার, ইন্টারনেট সংযোগ আর নিজের দক্ষতা দিয়েই বেকারত্ব ঘুচিয়ে যে কেউ সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে। ফ্রিল্যান্সিং কাজের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং থেকে শুরু করে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কনটেন্ট রাইটিংসহ আরও অনেক কিছুই অন্তর্ভুক্ত। প্রযুক্তির সহজলভ্যতা থাকার কারণে যে কেউ মনোযোগ আর সঠিক নির্দেশনার সঙ্গে বেশ কিছুদিন যদি কোনো নির্দিষ্ট কাজ শেখায়, সময় দেয় তাহলে এক বছরের মধ্যেই সেই ব্যক্তি নির্দিষ্ট বিষয়টি নিয়ে ফ্রিল্যান্সিং করা শুরু করে দিতে পারবে। তবে এক্ষেত্রে বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ন্যূনতম ইংরেজি জানতে হবে। বিভিন্ন চাকরি বা কর্মক্ষেত্রে কাজ করার পাশাপাশি অবসর সময়েও যে কেউ করতে পারবে এই কাজ। ফ্রিল্যাসিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই এবং বাড়িতে বসেই এসব কাজ করা যায়। আর এর মাধ্যমে নিজের দক্ষতা দ্বারা অনেক সচ্ছলভাবে জীবনযাপন করা যায়।
নিজ দেশে শ্রমের ব্যয় অনেক বেশি থাকার কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিার মতো উন্নত দেশগুলোর অনেক বড় বড় করপোরেশন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আইটি আউটসোর্সিংয়ের দিকে ঝুঁকছে। আর এই সুযোগে বাংলাদেশের মেধাবী ফ্রিল্যান্সাররাও তাদের কর্মদক্ষতা দিয়ে বিদেশি কোম্পানিগুলোর আস্থা খুব ভালোভাবেই অর্জন করতে পেরেছে। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের (ওআইআই) তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মোট নিবন্ধিত ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় ৭ লাখের কাছাকাছি এবং সক্রিয় ফ্রিল্যান্সার রয়েছে ৫ লাখ, যা অনলাইন শ্রমিক সরবরাহে বাংলাদেশকে নিয়ে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে। বাংলাদেশ তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যারা প্রতি বছর দেশের অর্থনীতিতে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ যোগ করছে এবং যেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, অনলাইন শ্রমশক্তির সবচেয়ে বড় সরবরাহকারী হচ্ছে তারা। ভারতে প্রায় ২৪ শতাংশ গ্লোবাল ফ্রিল্যান্সার ওয়ার্কার আছে। এর পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ, অনলাইন শ্রমশক্তিতে যাদের অবদান হচ্ছে ১৬ শতাংশ। প্রযুক্তিগত দিক দিয়ে কিছুটা পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য এটি সত্যিই বিস্ময়কর। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের অর্থায়নে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের (এলইডিপি) আওতায় এরই মধ্যে অনলাইনের মাধ্যমে বিনামূল্যে ৫০ দিনব্যাপী গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্সে ১০০ ভাগ উপার্জনের নিশ্চয়তা দিয়ে ফ্রিল্যান্সিং শেখানো শুরু হয়েছে। যার মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই যে কেউ বিনামূল্যে শিখতে পারবেন ফ্রিল্যান্সিং। ৪০ হাজার জনকে দেওয়া হবে এই ফ্রি প্রশিক্ষণ। তবে এক্ষেত্রে থাকতে হবে ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত, যা কি-না বেকারত্ব নিরসনে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। যুব সমাজকে ফ্রিল্যান্সিংয়ে উদ্বুদ্ধ করতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও বিভিন্ন উদ্যোগ নিতে হবে। প্রশিক্ষণকে করতে হবে আরও সহজলভ্য। সারাদেশে শক্তিশালী ইন্টারনেট সেবা নিশ্চিতের পাশাপাশি কমাতে হবে ইন্টারনেট প্যাকেজের খরচ। দেশের মোট জনসংখ্যার অর্ধেক মহিলা, যাদের অধিকাংশই বাসায় গৃহিণীর কাজ করে। তাদের এই কাজের পারিশ্রমিক না থাকায় তারা দেশের জিডিপিতে কোনো অবদান রাখতে পারছে না। তাই আমরা যদি পরিবারের শিক্ষিত মহিলা সদস্যদের এ বিষয়ে উদ্বুদ্ধ করতে পারি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে পারি, তাহলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অবসর সময় কাজে লাগিয়ে তারা নিজেরা যেমন স্বাবলম্বী হতে পারবে, পাশাপাশি তার পরিবার এবং দেশের অর্থনীতিতেও অনেক বড় অবদান রাখতে পারবে।
বর্তমান এই বৈশ্বিক মহামারিতে অনেক ছোট-বড় কোম্পানি নিজেদের গুটিয়ে নিয়েছে, হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। আর এই পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিকও হবে না। তাই বেকারত্বের অভিশাপ থেকে বাঁচতে এবং লকডাউনে সময়ের সদ্ব্যবহারের জন্য নেমে পড়–ন ফ্রিল্যান্সিংয়ে নিজের দক্ষতা বাড়ানোর কাজে। পরিশেষে বলা যায়, করোনাকালীন এই অচলাবস্থায় যেখানে বিশ্ব অর্থনীতিই মুখ থুবড়ে পড়েছে, সেখানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বেকার সমস্যা দূরীকরণে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের চেয়ে ভালো কোনো সমাধান আর নেই।

25/12/2020

কাউকে কটু কথা বলবে না।
কারণ সে-ও কটু প্রতু্ত্তর দিতে পারে।
উত্তপ্ত বাক্যবিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে।
দন্ডের প্রতিদন্ড তোমাকেও স্পর্শ করবে।

22/11/2020

success Depends on hard work

22/10/2020

Digital Marketing কি?

বর্তমান যুগ হাই স্প্রিট ইন্টারনেটের যুগ।এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । বলা যায় পৃথিবী এখন হাতের মুঠোয় । এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকে ডিজিটাল মার্কেটিং বলে। এককথায় বলা যায়- ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়। ইন্টারনেট ব্যবস্থা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। যেমন- গুগল, ইউটিউব, বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক সহ নানান সামাজিক যোগাযোগ মাধ্যম।

21/10/2020

তোমরা দীপুমনি কে বলে দিও,
মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ডিপ্লোমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেছে😑

21/10/2020

বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা ৪৯টি। যেখানে কিনা মোট স্টুডেন্ট এর সংখ্যা ১৪ লাখ এর বেশি। পরীক্ষা হলে সবার পরীক্ষা এক সাথেই হবে। সুতরাং ১৪ লাখ পরীক্ষার্থী।

অন্যদিকে বাংলাদেশে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পর্যায়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।

তাহলে কি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং এর পরীক্ষার্থীর সংখ্যা কি এইসএসসি পরীক্ষার্থীদের থেকে কম?

বলতে গেলে প্রায় সমান-সমান, তাহলে তাদেরকে অটোপাশ দিতে পারলে আমাদের বেলায় সেটা কেনো বিপরীত?

এখন পয়েন্ট ২ তে আসিঃ
এইসএসসি পরীক্ষা যখন শুরু হবার কথা তখন দেশের লকডাউন ঘোষণা হয়েছে। তার মানে তাদের সম্পূর্ণ প্রস্তুতি ছিলো পরীক্ষার জন্য।

অন্যদিকে আমরা পলিটেকনিক এর স্টুডেন্ট যখন এক সেমিস্টার শেষ করে অন্য সেমিস্টারে উঠি, তার কিছু দিনের মাথায় কলেজ বন্ধ হয়ে যায়। সেখানে আমাদের পরীক্ষার প্রস্তুতি বলতে গেলে কিছুই হয় নি।
আর ওই সেমিস্টার তো বাদ ই দিলাম পরের সেমিস্টার ও শেষের পথে।

পয়েন্ট ৪ঃ
এখন অনেকেই বলবে এতদিন বাড়িতে বসে কি করছো?পড়াশুনার অনেক টাইম ছিলো?
তাদের জন্য একটাই কথা বলতে চাই-
বৈঠা ছাড়া নৌকা চালানো যতটা কঠিন, শিক্ষা-প্রতিষ্ঠান ছাড়া লেখা পড়াটাও ততটাই কঠিন।

ও হ্যাঁ এখন তো আবার কেউ বলবে তোমাদের তো অনলাইনে ক্লাস হইছিল? তাহলে তো কোনো চিন্তাই নাই।
আরে ভাই এমন অনেকেই আছে যারা গ্রামে বাস করে তাদের নেট স্পিড অতোটাও ভালো না।
আর একটা কথা মোবাইল হাতে নিয়া যদি লেখা-পড়া হইতো তাহলে দেশে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এর অভাব হইতো না।

আমাদের শিক্ষামন্ত্রী বলছে আমাদের নাকি হাতে কলমে শিক্ষা তাই নাকি অটো পাশ দেয়ার কথাই ওঠেনা।তাহলে যদি এইকারনে পরীক্ষা নিতে পারে তাইলে ইন্সটিটিউট কেন বন্ধ রাখলো?স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরিচালনা করতে পারতো।

এমন অনেক কথাই বললে বলা যায়। তবে একটা কথা বলে শেষ করবো। আমাদের সেমিস্টার যাতে নষ্ট না হয় সেই দিক দৃষ্টি রাখার অনুরোধ করছি।

বি.দ্র. ঃ HSC এর মতো যদি একটা পাবলিক পরীক্ষায় যদি অটোপাশ হতে পারে তাহলে আমাদের তো পরীক্ষা দেয়ার কথা চিন্তা করাই উচিত না ।

কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন।

- মোঃ আশরাফুল হোসেন "জিয়াদ"
ন্যাশানাল পলিটেকনিক কলেজ চট্টগ্রাম

06/10/2020

I want to fly, I want to go around

Photos from Freelancer Bangladesh's post 30/09/2020
25/09/2020

25/09/2020

17/09/2020

**kfacebook

asainulbd01 : I will do best youtube seo for your videos or channel for $10 on fiverr.com 25/06/2020

If you want to rank your video on the first page of YouTube,
Then you need to complete the optimization of your Video.
Youtube SEO means Video Title optimization, Description optimization,
Tag selection. I will offer you a complete SEO package for your
Videos. This will help to improve your channel.

link:-https://bit.ly/31h4OYZ

asainulbd01 : I will do best youtube seo for your videos or channel for $10 on fiverr.com For only $10, asainulbd01 will do best youtube seo for your videos or channel. | Hey,This is Md Ainul Haque.Welcome to my youtube SEO service. I will do the best YT SEO for your videos and channel.If you want to | On Fiverr

21/06/2020

“সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও।”

-----মিল্টন বার্লে (বিখ্যাত অভিনেতা)

21/06/2020

“বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে।”

-------প্লেটো (দার্শনিক)

21/06/2020

“সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা।”

21/06/2020

জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি ছোট্ট ছোট্ট স্মৃতি আনন্দে উপলক্ষ্যে। যত বেশি হাসবে, যত কম অভিযোগ করবে, জীবনটা ততোই ভরে উঠবে সুখে, পরিতৃপ্তিতে।

asainulbd01 : I will do best youtube seo for your videos or channel for $10 on fiverr.com 16/06/2020

asainulbd01 : I will do best youtube seo for your videos or channel for $10 on fiverr.com For only $10, asainulbd01 will do best youtube seo for your videos or channel. | Hey,This is Md Ainul Haque.Welcome to my youtube SEO service. I will do the best YT SEO for your videos and channel.If you want to | On Fiverr

14/06/2020

- ওপারে ভালো থেকো😥

13/06/2020

ডিজিটাল মার্কেটিং কি ? (What is digital marketing )

ডিজিটাল এবং মার্কেটিং, দুটো শব্দের অর্থ অন্য অন্য। এক্ষেত্রে, Digital মানে হলো এমন একটি টেকনোলজি যেটা কম্পিউটার বা যেকোনো electronic device এর মাধ্যমে ইলেকট্রনিক (electronic) টেকনোলজি কে বুঝায় যেটা বিশেষ ভাবে ইন্টারনেট নেটওয়ার্ক এর সাথে জড়িত।

এবং, মার্কেটিং মানে হলো, যেকোনো বিসনেস (business), প্রোডাক্ট (product), সার্ভিস বা ব্যক্তিগত উদ্দেশ্য গ্রাহকের কাছে বিভিন্ন উপায় বা মাধ্যমের ব্যবহার করে প্রচার করা। প্রচারের উদ্দেশ এটাই,যাতে আপনার প্রচার করা পণ্য লোকেরা কিনোক বা আপনার বিসনেস এর ব্যাপারে লোকেরা জানুক।

তাহলে, ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি ? এর অর্থ কি ?

ডিজিটাল শব্দের অর্থ ইন্টারনেটের সাথে জড়িত এবং মার্কেটিং শব্দের অর্থ হলো, যেকোনো product বা service গ্রাহকের কাছে প্রচার করা বা লোকেদের তার বিষয়ে জানানো।

এবং তাই, Digital marketing এর অর্থ অনেক সোজা। ডিজিটাল মার্কেটিং সেই সব ধরণের মার্কেটিং বা প্রচারের প্রচেষ্টা বা মাধ্যমকে বোঝায় যেগুলি বিশেষভাবে একটি electronic device বা ইন্টারনেট ব্যবহার করে সম্ভব।

আজ নিজের উদ্দেশ্যসাধনের উপায় হিসেবে অনেক কোম্পানি বা ব্যবসা এই ডিজিটাল মার্কেটিং এর অনেক চ্যানেল বা ভাগের ব্যবহার করছেন। এই ভাগ গুলির মধ্যে বিশেষ ভাবে – সার্চ ইঞ্জিন optimization , social media, email, অনলাইন বিজ্ঞাপন (ppc) এবং নিজের একটি website সেরা।

এই মাধ্যম বা উপায় গুলির ব্যবহার করে আজ, যেকোনো কোম্পানি নিজের ব্যবসা (business) বা পণ্য (product) অনেক কম খরচে দেশ বিদেশের যেকোনো জায়গায় যেকোনো শহরে বা গ্রামে নিজের পণ্যর প্রচার বা মার্কেটিং করছেন এবং ইন্টারনেটের মাধ্যমে লক্ষবস্ত গ্রাহক পেয়ে যাচ্ছেন।

এটাই হলো “ডিজিটাল মার্কেটিং” এবং এ আজ মার্কেটিং এর অনেক শক্তিশালী উপায় বা মাধ্যম।

আজ ইন্টারনেট ব্যবহার করা লোকেদের সংখ্যা অনেক অনেক বেড়ে গেছে এবং আসছে সময়ে এর ব্যবহার আরো বাড়বে।

লোকেরা আজ যেকোনো জিনিস ইন্টারনেটে খুজেঁ বা সার্চ করেন, ভিডিও দেখেন বা সোশ্যাল মিডিয়া সাইট গুলিতে নিজের সময় দেন। এবং, আজ লোকেরা ইন্টারনেটের একটানা (continuous) ব্যবহার নাকরে থাকতেই পারেনা।

এমনিতে, বিভিন্ন কোম্পানি বা business নিজের পণ্য বা সার্ভিস প্রচার বা মার্কেটিং করার জন্য ইন্টারনেট থেকে আর কি ভালো সুযোগ বা জায়গা পাবেন, যেখানে সব ধরণের চাহিদা বা ইচ্ছে রাখা লক্ষবস্ত গ্রাহকের কোনো সীমাবদ্ধতা নেই।

এবং এগুলি সব সম্ভব ইন্টারনেটের দ্বারা করা এই মার্কেটিং প্রক্রিয়ার দ্বারা যাকে আমরা digital marketing বলি।

সোজা ভাবে বললে, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন মাধ্যমের ব্যবহার করে আপনি নিজের ব্যবসার সাথে জড়িত কাস্টমার বা লক্ষবস্তু গ্রাহকের সাথে সংযোগ (connect) হতে পারবেন সেখান থেকে যেখানে তারা অনলাইন ইন্টারনেটে নিজেদের বেশি সময় খরচ করেন।

এর বিভিন্ন মার্কেটিং tools ব্যবহার করে যেমন, email marketing, digital advertising (ppc), social media marketing, search engine বা blog / website আপনি নিজের business brand তৈরি করতে পারবেন

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Sylhet
3100

Other Advertising/Marketing in Sylhet (show all)
Pasa bhai Pasa bhai
Baluchor
Sylhet, 3100

Saleh Ahmed- Freelancer Saleh Ahmed- Freelancer
Jaintapur
Sylhet, 3156

Hey, Welcome to my profile. This is SALEH, I have 5 years' experience in Digital Marketing. I am expe

Freelancer Tanvir Freelancer Tanvir
Sylhet
Sylhet, 3100

Professional Digital Marketer � SEO Expert � YouTube Growth Specialist � Music Promoter �

Mamun Ahmed Mamun Ahmed
Amberkhana
Sylhet, 3100

Social Media Management | Email Marketing | Search Engine Optimization ( SEO) | Social Media Marketing | Page setup & optimize | Social media promotion | YouTube video SEO | You...

Sajib Deb Sajib Deb
Sylhet
Sylhet, 3100

Hi, I am Sajib Deb, from Bangladesh. I am a professional digital marketer & SEO expert.

Freelancer Fahim Freelancer Fahim
Housing Estate
Sylhet, 3100

I am a freelancer. I have a great experience in music promotion & social media marketing. I will promote your content to reach a target and organic audience. Contact me if u need a...

Anikur Rahman-Freelancer Anikur Rahman-Freelancer
Golapganj
Sylhet, 3100

AmranHussan AmranHussan
Guyaspur
Sylhet, 3162

I am an SEO Professional.I have really good knowledge and experience in Digital Marketing. Also, I'm

Shakil Ahmed Shakil Ahmed
Sylhet, 3100

"Maximize reach & ROI with expert digital marketing. Your success, our strategy!"

abid_dme abid_dme
R250
Sylhet, 3100

Your success is my success. I am a firm believer in quality over quantity.My skills your growth. Onc

BD Towhi BD Towhi
Noyasorok
Sylhet, 3100

✌This page is especially helpful for freelancers. 😇We are here for helping them.

Yamin's page Yamin's page
Sylhet, 3110

I am a digital marketing manager and graphic designer. Business page, Youtube, Spotify, Soundcloud etc channel promotion. Email-marketing. Website SEO. Music promotion.