Freelancer Tanbir Sami

Freelancer Tanbir Sami

Hey! This is Tanbir Sami & I am a professional Freelancer. I am working on Digital Marketing field.

19/01/2024

Life is short but is wide this too shall pass.
You only live once, but if you do it right, once is enough.

19/01/2024

Do something and change it!

09/12/2022

- Your family doesn't know how much difficulties and pressure you go through in your daily life or in your job.

- And your work doesn't know the circumstances of your life and your home.

- Your colleagues, your friends, and loved ones will not understand the size of the new and old responsibilities that are above you.

- And your partner is always expecting unconditional love and support from you, he wont underatand the amount of pressure you go through no matter how much you talk and explain to him.

No one will understand what you're really going through and they most likely don't appreciate efforts.

14/08/2022

আসুন আমরা যারা ঘরে বসে আছি লাইফটাকে চেঞ্জ করি জীবনটাকে নতুন করে সাজাই ❤️

10/05/2022

মাঝে মাঝে ক্ষণিকের জামিন নিয়ে ব্যস্ততাহীন জীবনে ডুব দিই, তারপর আবার এই শহরের যাবজ্জীবনে আটকে যাই !!

02/05/2022

Eid Mubarak!!!

08/04/2022

🖋️পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট টেকনিক

১. কথা হজম করতে শিখুন! এইটা অনেক বড় গুণ!আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।

২. কখনও তর্কে জিততে যাবেন না! এটা সময়ের অপচয়।

৩.আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন! আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে! আপনি একটু হাসুন।

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে! আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই! এটা বোকামি।

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না! তাই কাজ শুরু করুন নিরবে! আপনার কাজই কথা বলবে।

৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন! নিজেকে বিশ্বাস করুন! নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮. আপনি অনেক কিছু পারেন! কি দরকার বলে বেড়ানোর! কাজ করুন! যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুঁজে বের করবে।

৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না! কুকুরদের জিততে দিন! আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।

১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে।

১১. বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।

04/04/2022

Never Give Up 💪🏻!

30/03/2022

কারো কারো হয়তো ফ্যামিলি প্রবলেম চলে,কারো হয়তো ক্যারিয়ারের চিন্তায় রাতে ঘুম হয়না,কেউ কেউ হয়তো প্রিয় মানুষ কে হারিয়ে বিষন্নতায় ভোগে সারাদিন,কেউ কেউ হয়তো নানান রকমের প্রেশারে পড়ে নিজেকে হারিয়ে খুঁজছে,কেউ কেউ হয়তো রোগে আক্রান্ত,আমাদের জীবনের 'সমস্যার' শেষ নাই আসলে,তাও আমরা কেউ 'কেমন আছি?' জিজ্ঞেস করলে হেসে হেসে বলে দেই 'আলহামদুলিল্লাহ ভালো আছি!'

আমাদের 'ভালো থাকা' হারিয়ে গেলেও আমাদের 'ভালো' থাকতে হয়! এটাই জীবন! ❤️

30/03/2022

NeverGiveUp
যা সহজে পাওয়া যায় তার তেমন মূল্য থাকেনা।
পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেন।
১. সফল মানুষ
২. ব্যার্থ মানুষ
আমি কমপক্ষে ৩০০ জন সফল মানুষের জীবনী পড়েছি, এবং সবার সফলতার মূলমন্ত্র হচ্ছে হাল না ছাড়ার মনোভাব।
আপনি সফল হবেন নাকি ব্যার্থ হবেন তা ঠিক হবে আপনি হাল ছেড়ে দিয়েছেন কি না তার উপর।

বিশ্বের সবচেয়ে ধনী মানুষ এলন মাস্কের SpaceX এর একটা প্রজেক্ট শুরু হওয়ার সময় পৃথিবীর প্রায় সবাই বলছিলো এই প্রজেক্ট ফেইল করবে, এটা ছিলো একটা রকেট উৎক্ষেপণ প্রজেক্ট।
এবং এটা ফেইল করে, বেশ ব্যায়বহুল এই প্রজেক্টের জন্য এলন মাস্ক ২য় বার চেষ্টা করেন এবং এটি আবার ফেইল করে।
তখন এলন মাস্ক বলেন আমরা ৩য় বার চেষ্টা করতে পারি।
এবং ৩য় বার প্রজেক্টটি ফেইল করে।
তারপরে এলন মাস্ক বারবার চেষ্টা করেন এবং অবশেষে পৃথিবীর সবাইকে অবাক করে দিয়ে এই প্রজেক্টটি সফল হয়।

তখন সাংবাদিকেরা এলন মাস্ককে জিজ্ঞেস করেন ৩ বার ফেইল করার পর আপনি কি ভেবেছিলেন এই প্রজেক্ট সফল হবে?

তখন এলন মাস্ক বললেন " হ্যা! কারণ I will Never Give Up"

সফল হওয়ার আগ পর্যন্ত আমি হাল ছাড়তাম না।

আপনিও যদি আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটা বাক্য মেনে চলেন, নিজের কাজের টেবিলের সামনে লিখে রাখেন এবং সেই অনুযায়ী কাজ করেন ইনশা আল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবেনা।

মনে রাখবেন আপনি যেটা পারবেননা বলে হাল ছেড়ে দিয়েছেন পৃথিবীর কেউ না কেউ এটা পেরেছে বা পারবে, তাঁরা পারলে আপনি কেনো পারবেননা?

Never Give Up In Your Life❤️

30/03/2022

ছবি টা দেখে নরমালি বোঝা যাচ্ছে ভেতরে লাশ/মৃত দেহ আছে।হঠাৎ করে বৃষ্টি শুরু,সবাই পলিথিন দিয়ে লাশ টা ঢেকে বারান্দা বা ঘরে আশ্রয় নিয়েছে।যিনি ছবিটা ক্যাপচার করেছেন,তিনিও রুম থেকেই তুলেছেন।
তোমার প্রয়োজন বুঝে নাও কতটুকু,আজ মরলে একটু পরেই সবাই পর,তোমার লাশটা ঘরে তোলা যাবে না।তোমার জন্য কেও বৃষ্টিতে ভিজতেও পারবে না।একটু চোখের পানি পড়বে,যা বাড়িতে পোষা কোনো প্রানী মারা গেলেও পড়ে সবার।
কিন্তু একটা ব্যক্তির দামি কোন অলংকার হারিয়ে গেলে যত বার সেই হারিয়ে যাওয়া অলংকারের কথা স্বরন করে তত বার তুমি মারা গেলেও স্মরণ করবে না।

সুতরাং যত দিন বাঁচবো,নিজের জন্য বাঁচবো।
ইমান আমল নিয়ে বাঁচবো।
কারন সবচেয়ে আপন হলো আমাদের রব ❤️আল্লাহ❤️

Timeline photos 24/03/2022

Look at this fantastic map of Bangladesh created on Fiverr by dadidudevdo 🗺🇧🇩 Whether you need a children's book illustration, social media assets, or wall art book Davina for your next gig!

23/03/2022

আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান তাহলে নিচের পাঁচটি কাজ করার অভ্যাস করেন, এই কাজ গুলো আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে ইনশা আল্লাহ।

১. আপনি যে স্বপ্ন পূরণ করতে চান সেই স্বপ্ন রিলেটেড পোস্টে ফেসবুক লাইক কমেন্ট করবেন সব সময়, এতে ফেসবুক আপনাকে বেশি করে এই রিলেটেড পোস্ট দেখাবে, আপনার মন একটা জায়গায় স্থীর থাকবে, এই বিষয় আপনি অনেক কিছু জানতে পারবেন। ( এটা একটু হাস্যকর কিন্তু বেশ কার্যকরী, পরীক্ষা করে দেখতে পারেন)
২. বই পড়া শুরু করুন, কমপক্ষে ৪ পৃষ্ঠা হলেও পড়ুন। পৃথিবীর খুব কম মানুষ বই পড়ে, পৃথিবীর সকল মানুষকে যদি ভাগ করতে চান তাহলে আপনি দুইটা ভাগে ভাগ করতে পারেন।
১. যারা বই পড়ে
২. যারা বই পড়েনা

এই দুই ধরনের মানুষের মন মানসিকতা কখনও এক হবে না।
৩. Notion ব্যাবহার করা শুরু করুন ( Notion ডায়রির মতো) Notion এ লিখে রাখুন আপনার প্রতিদিনের কাজ, এবং To Do List. এতে করে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে।

৪. মাঝেমাঝে রাস্তায় একা হাঁটবেন, রাতে হলে ভালো। রাতের শহর অদ্ভুত সুন্দর, আর গ্রামের সকাল সুন্দর।
একা একা হাঁটলে আপনি জীবন নিয়ে চিন্তা করতে পারবেন , আপনার মাথায় অনেক আইডিয়া আসবে। অবশ্য স্মার্ট ফোন সাথে রাখবেননা।

৫. এটা প্রথমে লেখা উচিত ছিলো, কিন্তু ইচ্ছে করে লিখেনি, জীবনের সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধর্মকে গুরুত্ব দিন, দেখবেন বেস্ট সিদ্ধান্ত নিতে পারবেন, সিদ্ধান্ত পক্ষে না গেলেও নিজেকে ব্লেইম করার অপশন থাকবেনা।

23/03/2022

Never Give Up Strength Yourself

23/03/2022

06/03/2022

Don't see anyone Hard Working! Just look Success

06/03/2022

Get Up and Start Work Now To Make Your Dream True.

If You Want To be successful in Your life just leave Your comfort zone.

Freelancer Tanbir Sami

15/01/2022

ভালো ফলাফল সহ স্নাতক পাশ করা ছেলেকে উপহার দিতে বাবা তাকে পারিবারিক গ্যারেজে নিয়ে গেলেন।

একটি পুরনো গাড়ি দেখিয়ে বললেন, জরাজীর্ণ এই গাড়িটা আমি বহু বছর আগে নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই।

তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য একটা গাড়ির শোরুমে যাও এবং দেখো, তারা এটার কত দাম বলে।”

ছেলেটা গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”

বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!”
ছেলে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′′

বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। ছেলেটা গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"

তখন বাবা তাঁর ছেলেকে বললেন, "সঠিক জায়গার সঠিক লোক, তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্যায়ন না করা হয়, তবে রাগ করবেনা। বুঝে নিবে, তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণ ও গুণীর মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না, যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন করার যোগ্য মানুষের বড্ড অভাব।"

20/12/2021

ভালোবাসুন নিজেকে, ,আত্ববিশ্বাস নিয়ে এগিয়ে চলুন, ব্যার্থতার কাছে কখনও হার মানবেন না। ,মনে রাখবেন সবাই বেইমানি করতে পারে কিন্তু আপনার পরিশ্রম কখনও আপনার সাথে বেইমানি করবে না।

12/12/2021

Focus your aim and work hard!

12/12/2021

Smile is the greatest happiness. You can wear!

29/09/2021

আপনি একজন Successful Freelancer হতে চান?

But Hard Work করতে চান না এটা কিভাবে হয়। 😇

১৫-২০+ বছর পড়া লেখা করে,
চাকরি করতে গিয়ে ৭-১০-১৫ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাবেন কিনা তাও ঠিক নাই BCZ
আমাদের এই দেশে দালালের যে অভাব নাই?

আর ১০- ১৫ হাজার টাকার Course শেষ করার পর
১ রাতেই রাজা হয়ে যেতে চান এটা কেমন করে হয়।

You Should must have to work At Least 1 Years

ODER পাচছিনা BUT পাবো এই আত্মােবিশশাস রাখতে হবে আপনাকে।

Research করে দেখান সব Freelancer এর পিছনে লুকিয়ে আছে একটি পুরনো গল্প।

thank You everyone

19/08/2021

🔵 যাদের জন্য ফ্রিল্যান্সিং নয়:

◼ যারা শর্টকাটে সাফল্য পেতে চায়।
◼ যারা অল্প কাজ শিখেই আয় করতে চান।
◼ যাদের নিজের দক্ষতা বৃদ্ধির প্রতি মনোযোগ নেই।
◼ যারা মনে করেন ফ্রিল্যান্সিং মানেই ঘরে বসেই মাস শেষে ৫০/৬০ হাজার টাকা আয় করা।
◼ যারা মনে করেন ৩/৪ মাসের একটি কোর্স করলেই মেন্টর সব শিখিয়ে দিবেন এবং পরবর্তীতে আর কিছু শেখা লাগবে না।
◼ যারা ভাবেন, “কিছুদিন দেখি, পরে শিখে নিবো নে”।
◼ যারা নিয়মিত এবং নির্দিষ্ট পরিমান সময় দিতে পারবেন না।
◼ যাদের পরিশ্রম করার মানষিকতা এবং সামর্থ্য নেই।
◼ যারা অল্প পরিশ্রমে বেশী আয় করতে চান।

আশা করি উপরের বিষয়গুলো যদি আপনি ভালোভাবে পড়ে থাকেন এবং বুঝে থাকেন তাহলে আপনি আপনার প্রাথমিক জ্ঞান পেয়ে যাবেন। তাই সবকিছু যদি আপনার অনুকূলে থাকে, তাহলে আপনি নিশ্চিতে ফ্রিল্যান্সিং জগতে পা রাখার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। কিন্তু যদি মনে করেন বেশিরভাগ বিষয়গুলোই আপনার প্রতিকূলে, তাহলে এই পথ আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না।

Collected from "Fiverr bangladesh group"

24/07/2021

আসসালামু আলাইকুম,

ফাইভারের নতুন সাবস্ক্রিপশন ফিচার প্রায় অনেকেই পেয়েছেন এবং অনেকেই বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত নয়। আপাতত এটি একটি বেটা ফিচার হিসেবে ফাইভার Launch করেছে।

আমি নিজে যতটুকু এই বিষয়ে রিসার্চ করে বুঝেছি সেইটুকু শেয়ার করছি। আমার নিজেরই পুরোপুরি এখনো ধারণা লাভ হয়নি তাই ভুল-ত্রুটি বা অজ্ঞতা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ফিচারটির ধরণ:
আপনি আপনার ১০ ডলারের উপরের গিগে "Add Subscription" অপশনটি অন করার সুযোগ পাবেন। সাবস্ক্রিপশন অপশনে আপনি আপনার গিগে ৫% থেকে শুরু করে ২০% পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ বায়ারকে দিতে পারবেন। অর্থ্যাৎ কোনো বায়ার যদি আপনার প্রথম কাজে খুবই সন্তুষ্ট হয় তবে সে আপনার উক্ত গিগ সাবস্ক্রাইব করলে পরবর্তী অর্ডারে সে ঐ ডিসকাউন্ট পাবে। ফলে বায়ার আপনার গিগে অর্ডার করার আগ্রহ বেড়ে যাবে।

সংক্ষেপে আমি বিষয়টি এতটুকুই বুঝলাম।

এখন বলি কেন আমি মনে করি সেলারদের এই ফিচারটি অন করা উচিৎ না:
আমার ধারণা এটি ফাইভারের একটি ট্রিকস যাতে সেলার কোনো বায়ার/ক্লায়েন্টকে মার্কেটপ্লেসের বাইরে নিয়ে কাজ করতে না পারে। কারণ কোনো বায়ার/ক্লায়েন্ট যদি দেখে ফাইভারে সে পরবর্তী অর্ডারগুলোর জন্য সেলার থেকে ডিসকাউন্ট পাচ্ছে তখন সে কখনোই মার্কেটপ্লেসের বাইরে কাজ করতে চাইবে না। এতে করে আল্টিমেটলি সেলেররাই ক্ষতিগ্রস্থ হবে কারণ তাদের কাছ থেকেই ডিসকাউন্টের টাকাটা যাবে।

এখন কেউ যদি বলেন যে, এই ফিচারের মাধ্যমে তো অনেক বেশি অর্ডার পাওয়া সম্ভব তাহলে কেন অন করবো না? কারণ:

১) যেকোনো বায়ার আপনার গিগের সাবস্ক্রিপশন অপশনটি দেখবেন কিন্তু কখনোই প্রথম কাজ না করে এই সাবস্ক্রিপশনের সুযোগ নিবে না। প্রথম কাজ করে satisfied হলেই সে আগ্রহ বাড়াবে আপনার সাথে কাজ করতে ইন ফিউচার।

২) সো যদি কোনো বায়ার আপনার প্রথম কাজে খুশি হয় তাহলে অনেকেই এখন যেমন পরবর্তী আরো বহু কাজের জন্য ক্লায়েন্টকে মার্কেটপ্লেসের বাইরে আনার সুযোগ পান সেটি আর পাবেন না কারণ ক্লায়েন্ট ফাইভারে যদি পরবর্তী কাজের জন্য ডিসকাউন্ট দেখে তাহলে সে কখনোই বাইরে আসবে না।

৩) এখন সেলেররা প্রথম কাজ ক্লায়েন্টের সাথে successfully করার পর পরবর্তী কাজের জন্য যেখানে আরো হাই প্রাইস ক্লায়েন্টকে অফার করে সেখানে এই ফিচার তো পুরোই বুমেরাং!

৪) একজন বায়ার আপনার প্রথম কাজ পছন্দ হলে সে এমনিতেই আপনার সাথে পরবর্তী কাজ করতে আগ্রহবোধ করবে বরং আরো বেশি পেমেন্ট দিয়ে আপনার থেকে কাজ করাবে। কোনো সাবস্ক্রিপশন ফিচারের দরকার পড়বে না। বরং এই ফিচারের কারণে যারা নিয়মিত রিপিটেড ক্লায়েন্টের কাজ করেন তাদের ক্ষতি। এখানে পুরো লাভ ফাইবার আর ক্লায়েন্টের।

আমি যতটুকু টুকটাক এই ফিচার নিয়ে বুঝেছি সেই আলোকে শেয়ার করলাম। যেহেতু নতুন ফিচার তাই সবার আলোচনার সুযোগ রয়েছে। মূলত আমরা সেলেররা সেলারদের লাভ নিয়েই ভাবতে হবে। আমার কাছে এই ফিচার ফাইবারের একটা ট্রিক্সই মনে হচ্ছে যেন ক্লায়েন্টকে মার্কেটপ্লেসের বাইরে না নিতে পারে কোনো সেলার।

আমার বিশ্লেষণ কতটুকু যুক্তিযুক্ত জানা নেই কারণ আমিও পুরোপুরি ওয়াকিবহাল নই এই ব্যাপারে। যদি বিষয়টি এমনই হয়ে থাকে তাহলে সব সেলারদের উচিৎ এই ফিচার অন না করা। এখনো এটি বেটা মোডে আছে। সো ফাইবার যদি দেখে এই ফিচার তেমন কেউ কাজে লাগাচ্ছে না তাহলে হয়তো তারা এটি নিয়ে দ্বিতীয়বার ভাববে।

আমার ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখেবেন। আর আপনাদেরও কারো এই বিষয়ে আরো ভালো জানা থাকলে শেয়ার করুন যাতে আমরা সবাই লাভবান হতে পারি।

জাজাকাল্লাহু খাইরান🖤

24/07/2021

আমরা যারা সীমিত আকারে গ্রাফিক্স ডিজাইনার তারা যানি ক্যানভা কতটুকু উপকারী একটা সাইট, আর তা যদি প্রিমিয়াম হয় তাহলে তো আর কোন কথাই নেই

নেন ক্যানভা প্রিমিয়াম লিংক, এক ক্লিকে করে ফেলুন প্রিমিয়াম আর আকাঊন্ট না থাকলে জাস্ট সাইন আপ

লিংক : https://www.canva.com/brand/join?token=kAhIi2Y-wqBxpgTAS3oozw&brandingVariant=edu&referrer=team-invite

New Link : https://cutt.ly/wx14OAW (old team fill-up)

আমার মতো কাচা ডিজাইনারদের জন্যে ( Not For Expert)

Stay connected with group for more premium resources

📐Instruction
-Just Log in/ Sign Up With Email
-Enjoy All Premium Feature📏

⚠️⚠️ about 1000+ premium done. So limit crossed -> if need anyone they can inbox but there has a condition

sorry new link will come soon.

09/07/2021

Complete my 40th order pray me all guys

03/06/2021

মার্কেটপ্লেসের সাতটা কাজ আপনি কোনো ঝামেলা ছাড়াই করতে পারবেন। ফাইভার মার্কেট প্লেসটাকে যদি উদাহরণ হিসেবে নিই, ফাইভারে সাক্সেস পাওয়ার জন্য, এই সাতটা কাজ করতে থাকেন; সবকিছুই সহজ হয়ে যাবে।
(১) কমপক্ষে ৭টি গিগ অ্যাকটিভ করে রাখুন, ভালো কীওয়ার্ড দিয়ে।
(২) কমপক্ষে ১২-১৫ ঘণ্টা একটিভ থাকুন।
(৩) অর্ডার না পেতে থাকলে, মাসে অন্তত ১/২ বার গিগ আপডেট করুন।
(৪) কমপক্ষে ১০টি বায়ার রিকুয়েস্ট পাঠান প্রত্যেক দিনে।
(৫) ফাইভার ফোরামে একটিভ থাকুন এবং যারা এক্সপেরিয়েন্স সেলার, তাদের ফলো করুন।
(৬) যত দ্রুত সম্ভব হয়, মেসেজের উত্তর দেয়ার চেষ্টা করবেন।
(৭) গিগ মার্কেটিং বলে কোনো মার্কেটিং নেই, তাই গিগের প্রমোশন করুন ক্রিয়েটিভলি, নট টিপিক্যালি।
এই সাতটা বিষয় মাথায় রাখুন। দ্যাটস ইট।

03/06/2021

Client Direct Call Me! And get me 400$ Work

20/05/2021

Never Give up try to try

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

#islamicreels
abrarul haque asif -- Never Give Up

Website

Address

Bangladesh/Sylhet
Sylhet
3100

Other Advertising/Marketing in Sylhet (show all)
Pasa bhai Pasa bhai
Baluchor
Sylhet, 3100

Saleh Ahmed- Freelancer Saleh Ahmed- Freelancer
Jaintapur
Sylhet, 3156

Hey, Welcome to my profile. This is SALEH, I have 5 years' experience in Digital Marketing. I am expe

Freelancer Tanvir Freelancer Tanvir
Sylhet
Sylhet, 3100

Professional Digital Marketer � SEO Expert � YouTube Growth Specialist � Music Promoter �

Mamun Ahmed Mamun Ahmed
Amberkhana
Sylhet, 3100

Social Media Management | Email Marketing | Search Engine Optimization ( SEO) | Social Media Marketing | Page setup & optimize | Social media promotion | YouTube video SEO | You...

Sajib Deb Sajib Deb
Sylhet
Sylhet, 3100

Hi, I am Sajib Deb, from Bangladesh. I am a professional digital marketer & SEO expert.

Freelancer Fahim Freelancer Fahim
Housing Estate
Sylhet, 3100

I am a freelancer. I have a great experience in music promotion & social media marketing. I will promote your content to reach a target and organic audience. Contact me if u need a...

Anikur Rahman-Freelancer Anikur Rahman-Freelancer
Golapganj
Sylhet, 3100

AmranHussan AmranHussan
Guyaspur
Sylhet, 3162

I am an SEO Professional.I have really good knowledge and experience in Digital Marketing. Also, I'm

Shakil Ahmed Shakil Ahmed
Sylhet, 3100

"Maximize reach & ROI with expert digital marketing. Your success, our strategy!"

abid_dme abid_dme
R250
Sylhet, 3100

Your success is my success. I am a firm believer in quality over quantity.My skills your growth. Onc

BD Towhi BD Towhi
Noyasorok
Sylhet, 3100

✌This page is especially helpful for freelancers. 😇We are here for helping them.

Yamin's page Yamin's page
Sylhet, 3110

I am a digital marketing manager and graphic designer. Business page, Youtube, Spotify, Soundcloud etc channel promotion. Email-marketing. Website SEO. Music promotion.