Nihal Art Work
I am a Graphic Designer.Typhography,Book cover,v-card,Logo,Flyers design,app icon.T-shirt, web dsg.
নখ-চুল না কাটা
عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا رَأَيْتُمْ هِلَالَ ذِي الْحِجَّةِ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ.
অর্থ : উম্মে সালামা রা. থেকে বর্ণিত, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যিলহজ্বের দশক শুরু হবে তখন তোমাদের মধ্যে যে কুরবানী করবে সে যেন তার চুল নখ না কাটে।
(সহীহ মুসলিম, হাদীস ১৯৭৭; জামে তিরমিযী, হাদীস ১৫২৩)
এই হাদীসের উপর ভিত্তি করে ফকীহগণ কুরবানীকারীরর জন্য নখ-চুল না কাটাকে মুস্তাহাব বলেছেন। তবে এ হুকুম তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা যিলকদের শেষে নখ-চুল কেটেছে। অন্যথায় নখ-চুল বেশি লম্বা হয়ে যাবে। যা সুন্নাতের খেলাফ। আর যে ব্যক্তি কুরবানী করবে না তার জন্য এ হুকুম প্রযোজ্য কি না এ ব্যাপারে কেউ কেউ বলেছেন, এ হুকুম শুধুমাত্র কুরবানীকারীদের জন্য প্রযোজ্য। তাদের দলীল পূর্বোক্ত হাদীস। আর কেউ কেউ বলেন, কুরবানী যারা করবে না তাদের জন্যও। তাদের দলীল হল :
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى عِيدًا جَعَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ الْأُمَّةِ، فَقَالَ الرَّجُلُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلَّا مَنِيحَةً أُنْثَى أَفَأُضَحِّي بِهَا؟ قَالَ: لَا، وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ، وَتُقَلِّمُ أَظْفَارَكَ، وَتَقُصُّ شَارِبَكَ، وَتَحْلِقُ عَانَتَكَ، فَذَلِكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ.
অর্থ : আব্দুল্লাহ বিন আমর রা. থেকে বর্ণিত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে কুরবানীর দিবসে ঈদ (পালনের) আদেশ করা হয়েছে। যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! যদি আমার কাছে শুধু একটি মানিহা থাকে (অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উটনী) আমি কি তা কুরবানী করতে পারি? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি চুল, নখ ও মোঁচ কাটবে এবং নাভীর নিচের পশম পরিষ্কার করবে। এটাই আল্লাহর দরবারে তোমার পূর্ণ কুরবানী বলে গণ্য হবে।
(সুনানে আবু দাউদ, হাদীস ২৭৮৯; সুনানে নাসায়ী, হাদীস ৪৩৬৫)
এই হাদীসে যেহেতু কুরবানীর দিন চুল-নখ কাটার কথা আছে তাহলে এর আগে না কাটার দিকে ইঙ্গিত বুঝা যায়।
ভারতকে #বয়কট করা যেন এমন না হয় যে, আপনি এখনো তাদের মুভি দেখেন, IPL-দেখার এর জন্য অপেক্ষা করেন এবং আপনার ঘরে এখনো ইন্ডিয়ান সিরিয়াল চলে।
ঈদের দিনের সুন্নাহ সমূহ 👇
১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। [বায়হাকী, হাদীস নং-৬১২৬]
২. মিসওয়াক করা। [তাবয়ীনুল হাকায়েক-১/৫৩৮]
৩. গোসল করা। [ইবনে মাজাহ, হাদীস নং-১৩১৫]
৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা। [বুখারী, হাদীস নং-৯৪৮]
৫. সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। [বুখারী, হাদীস নং-৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং -৭৫৬০]
৬. সুগন্ধি ব্যবহার করা। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০]
৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম। [বুখারী, হাদীস নং-৯৫৩, তিরমিজী, হাদীস নং-৫৪২, সুনানে দারেমী, হাদীস নং-১৬০৩]
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৫৭]
৯. ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। [দারাকুতনী, হাদীস নং-১৬৯৪]
১০. ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। [বুখারী, হাদীস নং-৯৫৬, আবু দাউদ, হাদীস নং-১১৫৮]
১১. যে রাস্তায় ঈদগাতে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা। [বুখারী, হাদীস নং-৯৮৬]
১২. পায়ে হেটে যাওয়া। [আবু দাউদ, হাদীস নং-১১৪৩]
১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আসত্ এই তাকবীর পড়তে থাকাঃ
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
তবে ঈদুল আযহায় যাবার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবে। [মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-১১০৫]
রমজান ঐ মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানুষের জন্য পুরোটাই হেদায়াত যা এমন স্পষ্ট উপদেশপূর্ণ যে তা সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য পরিষ্কার ভাবে তুলে ধরে
---------------- “সূরা বাক্বারী-১৮৫
গত বছরের কাজ এটি, আজ শুধু কালার + লগলটা পাল্টালাম ।
HD link - https://pin.it/Xnl02oG
#প্রাপ্তি_পোস্ট
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে জান্নাতের আহবান গ্রুপ কর্তৃক আয়োজিত #জান্নাতের_আহবান_প্রতিযোগিতা_০৩ ডিজাইন কনটেস্টে অংশগ্রহণ করে প্রথম হয়েছিলাম আলহামদুল্লিাহ।
উক্ত কনটেস্টকে উপেক্ষা করে শাইখ মূসা জিবরীল এর লিখা চমৎকার (ধূলিমলিন উপহার রামাদান) এই বইটি পেলাম এবং রামাদান উপলক্ষে রামাদান রিমাইন্ডার নোটবোক ও সাথে ৪ টা বুকমার্ক হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ এই গ্রুপের সাথে জড়িত সবাইকে উত্তম জাযা দিন ইনশাআল্লাহ 💟
হে মানুষ তোমরা তুমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্টিকার করাতে হবে অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। (সূরা ইনশিকাক্ব -০৬)
মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানিনা নারায়ে তাকবীর। বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার।
الله اكبر الله اكبر الله اكبر الله اكبر
এই ধ্বনি শুনে কাপে মুরতাদ কুফফার,
এই ধ্বনি তুলে রণে অস্ত্রের ঝঙ্কার।
বীর মুজাহিদদের গতি করে দুর্বার,
শত্রুর অন্তরে করে ভীতি সঞ্চার।
ভেঙে দেয় বাতিলের দম্ভ অহংকার,
তাগুতের মসনদ পুরে করে ছারখার।
বলো আল্লাহু আকবার।
#আল্লাহু_আকবার
Typography by-
Follow My Pinterest- https://pin.it/5eaICdt
আলহামদুলিল্লাহ, "স্বপ্ন ভোকাল" Shwapno Vocal. নামে একটি স্টোডিও এর জন্য লগো ডিজাইন করলাম। অনুমতি ব্যাতিত ইউজ করবেন না। আপনাদের প্রয়োজন হলে বলতে পারেন ইনশাআল্লাহ নিজের চিন্তা ভাবনা থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ ফ্রি চাহিয়া লজ্জা দিবেন না।
- (পেইড ওয়ার্ক/চার্জ প্রয়োজ্য)
কর্টেসি-
Follow my pinterest - https://pin.it/3ZPmRuh
Islamic Wallpaper Design,
Size - 1080 × 2400
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
- [সূরা - আল ইমরান, আয়াত : ১৮৫]
Typography by - Intashar Ahmed Nihal - Graphic Designer
Follow MY Pinterest -
https://pin.it/5feW0rT
Wallpaper ড্রাইভ লিংক 👇
https://drive.google.com/file/d/15oStMP6lPU6WBnT6vcM4840DRhPhxTBR/view?usp=drivesdk
: Ιитαѕнαя Αн๓є∂ ຖιнคℓ] __ Follow
pictures .
Typography by- Ιитαѕнαя Αн๓є∂ ຖιнคℓ]
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
- [সূরা - আল ইমরান, আয়াত : ১৮৫]
Typography by - Ιитαѕнαя Αн๓є∂ ຖιнคℓ],
Follow MY Pinterest -
1/- https://pin.it/2dcNq8F
2/- https://pin.it/6arcZWm .
: Ιитαѕнαя Αн๓є∂ ຖιнคℓ] __ Follow
pictures .
অভিনন্দন সমস্ত এস.এস.সি পরীক্ষার্থীদের।
Congratulated with SSC Candidates.
Follow MY Pinterest - https://pin.it/61YoJ96
Typography by- Intashar Ahmed Nihal - Graphic Designer
আলহামদুলিল্লাহ! ❣️
Dawah of Islam (DOI) /
Hasanah Publication
গ্রুপপে ডিজাইন কনটেস্ট বিজয়ী হয়েছি।উক্ত গ্রুপ থেকে হাদিয়া এসে আজ হাতে পৌছালো! গ্রুপের সাথে সংশ্লিষ্ট সকলকে মহান আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দান করুন। দোয়া রইলো সকলকর্মরত দায়িত্বশীলদের প্রতি । গ্রুপটি আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে যাক,বারাকাল্লাহু ফিক।
https://www.facebook.com/groups/2845315185722123/?
- প্রসঙ্গ যখন ভালোবাসার,
তখন আমার আল্লাহ'ই সেরা!
পিন্টারেস্ট/- https://pin.it/22ubBJw
টাইপোগ্রাফি BY - Intashar Ahmed Nihal - graphic designer
, Infinity pinter + Adobe draw.
Bangladesh 16 December
1971 VICTORY DAY 🇧🇩
My sister's play doll Cooking stove The younger brother went to fight The dust of the feet is flying. Stuck brother did not return After going to war Mother did not mourn To the younger son. My mother's nose is gone The martyr is the brother This flag of red and green This is the flag.
Design By- Intashar Ahmed Nihal - graphic designer
*মোবাইল ইউজারদের জন্য নিয়ে আসলাম।
নির্বাচনি পোষ্টার ডিজাইন। (পেইড PLP)
PLP ফাইলটি সংগ্রহ করতে এখনি ভিজিট করুন Shorif art.com এ। এবং বেছে নিন আপনার পছন্দের ডিজাইন। কমেন্ট বক্সে থাকা লিংক থেকে PLP file টি সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ নেক্সটে ফ্রি ডিজাইন নিয়ে আসছি।
এই আইডির মালিকের সামনে পরীক্ষা,
- ফেইল ঠেকাতে এখন ব্যাস্ত 🤧
MY Professional (Printers) Account 👇
https://pin.it/2jUfhGr
*বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবেই ইনশাআল্লাহ (ডাঃ এনায়েত উল্লাহ আব্বাসি) ।
typography by - https://pin.it/5KzlDJw
*নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।
- [*সূরা - আল ইনশিরাহ, আয়াত-০৬] -
আয়াতের কিছু ব্যাখ্যা:-
এ হলো নবী (সাঃ) ও তাঁর সাহাবাগণের জন্য শুভসংবাদ যে, তোমরা ইসলামের পথে যা কিছু দুঃখ-কষ্ট সহ্য করছ এ ব্যাপারে চিন্তিত হওয়ার কোন প্রয়োজন নেই; যেহেতু এর পরেই আল্লাহ তাআলা তোমাদের জন্য অবসর ও স্বস্তি এনে দেবেন। সুতরাং এইরূপই হয়েছিল; যা সারা পৃথিবীর লোকেরা অবগত।
কর্টেসি- Intashar Ahmed Nihal - graphic designer
Alhamdulillah I made an Arabic calligraphy paid logo called "SAIFULLAH". Use without permission is prohibited. Contact inbox if you have this kind of logo. (Paidwork)
আলহামদুলিল্লাহ! ❣️
Dawah of Islam (DOI) /
Hasanah Publication
গ্রুপপে ডিজাইন কনটেস্ট বিজয়ী হয়েছি।উক্ত গ্রুপ থেকে হাদিয়া এসে আজ হাতে পৌছালো! গ্রুপের সাথে সংশ্লিষ্ট সকলকে মহান আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দান করুন। দোয়া রইলো সকলকর্মরত দায়িত্বশীলদের প্রতি । গ্রুপটি আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে যাক,বারাকাল্লাহু ফিক।
Intashar Ahmed Nihal - graphic designer
* সেই পুরোনো আবেগ আর নেই 😔
হুদাই বানালাম কেউ আবার উল্টো
পাল্টা কমেন্ট করবেন না 😷
Typography by.......
Intashar Ahmed Nihal - graphic designer
ভিডিও লিংক কমেন্ট বক্সে 💔
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Sylhet
3100-
Zindabazar
Sylhet, 3100
Laser Cutting, Mug Pring, Baner Design, Leaflet Design, ID Card ETC
RONKELY NOYAGRAM, RONKELY UTTOR, GOLAPGONJ, SYLHET
Sylhet, 3160
Hi, Fastphic team is a professional Logo and Branding Design Specialist.
Sylhet, 3190
Hi, I'm Ahmed Ashraf. I'm an expert Graphic Designer. You can follow me for expanding your Knowledge.
19-20 1st Floor, Bari Mention, Medical Road, Modina Market
Sylhet, 3100
It Robot is the most responsible & trusted agency in Bangladesh. We are provide multiple service.
Guyaspur
Sylhet, 3162
I am an SEO Professional.I have really good knowledge and experience in Digital Marketing. Also, I'm
Sreemangal
Sylhet, 3210
Helping to build your brand. We help to boost your business through social media services.