Bhulagonj STONE Supplier, Sylhet

We provide building materials like stone, sand, brick, ... etc.

Photos from Solid Builders - সলিড বিল্ডার্স's post 16/09/2022
Photos from Bhulagonj STONE Supplier, Sylhet's post 10/09/2022

ভোলাগঞ্জ এর সিঙ্গেল এবং বুজুরি পাথর! 😮

এখানে ভোলাগঞ্জ এর বিভিন্ন সাইজের সিঙ্গেল এবং বুজুরি পাথর এর ছবি দেয়া আছে, দেখুন! প্রতিটি ছবির নিচে বিবরণ দেয়া আছে। ১২-২৫ মিলি সাইজের সিঙ্গেল, ১৬ মিলি সাইজের সিঙ্গেল, ১/২" সাইজের বুজুরি এবং ৫/১০ সাইজের বুজুরির ছবি দেয়া আছে।

পাইলিং এবং ব্লক নির্মানের কাজে ব্যবহার করতে পারবেন! আবার রোডস & হাইওয়ের কার্পেটিং এর জন্য ১/২" সাইজের বুজুরি ব্যবহার করতে পারবেন।

সম্পূর্ণ ওয়াশ করা পাথর। সকল সিঙ্গেল এবং বুজুরির এর মধ্যে বেস্ট পাথর। যে কোন পরিমাণ সাপ্লাই দিতে পারব। আজকের রেইট জানতে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন।

যোগাযোগ ঃ
০১৭১০৫৫৪৮১৭ (হোয়াটসঅ্যাপ)
০১৬১০৬৩৫৩৮৫
মোঃ আরিফুল ইসলাম
সলিড বিল্ডার্স
পারুয়া, ভোলাগঞ্জ রোড, সিলেট।

Photos from Bhulagonj STONE Supplier, Sylhet's post 08/08/2022

ভোলাগঞ্জ এর বোল্ডার ভাঙ্গা পাথর!

ছবি এবং ভিডিও দুটোই দেখুন! বর্তমানে কোয়ারি বন্ধ থাকা সত্ত্বেও, বহু চড়াই-উতরাই পার হয়ে স্থানীয় কোয়ারি থেকে খুব অল্প পরিমান পাথর উত্তোলন করা হয়। সবার কাছে এই পাথরটা পাবেন না! আমরা সপ্তাহে চার গাড়ি পর্যন্ত সাপ্লাই দিতে পারব। বেস্ট পাথর, সম্পূর্ণ ওয়াশ করা। পিএসআই মান ৬০০০-৬৫০০। ৩/৪ এবং ডাউন সাইজ একসাথে স্টেক করা হয়েছে। মূলত সাইজটা হচ্ছে ১৬-২২ মিলি।

টেকসই বিল্ডিং নির্মানের ঢালাই কাজের জন্য ভোলাগঞ্জ এর পাথরের উপর আর কোন পাথর নেই। এই বিষয়ে যে কোন এক্সপার্ট ইন্জিনিয়ার এর সাথে কথা বলে খোঁজ নিতে পারেন।

বর্তমান বাজারের সবচেয়ে দামি পাথর ভোলাগঞ্জ এর স্থানীয় পাথর। বর্তমান রেইট ১৯৫/- সিএফটি। সাথে আপনার আনলোড পয়েন্ট পর্যন্ত ভাড়া যোগ করে নিতে হবে।

প্রয়োজনে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন।

যোগাযোগঃ
০১৬১০ ৬৩ ৫৩ ৮৫
০১৭১০ ৫৫ ৪৮ ১৭ (হোয়াটসঅ্যাপ)
মোঃ আরিফুল ইসলাম
সলিড বিল্ডার্স
পারুয়া, ভোলাগঞ্জ রোড, সিলেট।

30/04/2022

আজ ঐতিহাসিক মে দিবস !

ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ (সাঃ) সেই ১৪০০ বছর আগেই শ্রমিকের ঘাম শুকাবার আগে তাদের পারিশ্রমিক প্রদান করে শ্রম ও শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন ।

আসুন আজ সবাই মিলে শ্রম ও শ্রমিকের প্রতি সম্মান জানাই । শ্রমক্ষেত্র প্রসার করে দেশকে এগিয়ে নিয়ে যাই।

30/10/2021

= ''খতিয়ান'' কি?
= ''সি এস খতিয়ান'' কি?
= ''এস এ খতিয়ান'' কি?
= ''আর এস খতিয়ান'' কি?
= ''বি এস খতিয়ান'' কি?
=“দলিল” কাকে বলে?
=“খানাপুরি” কাকে বলে?
= ''নামজারি'' কাকে বলে ?
=“তফসিল” কাকে বলে?
=“দাগ” নাম্বার/''কিত্তা'' কাকে বলে?
= “ছুটা দাগ” কাকে বলে?
= ''পর্চা'' কাকে বলে ?
= ''চিটা'' কাকে বলে ?
= ''দখলনামা'' কাকে বলে ?
= “খাজনা” ককে বলে?
= ''বয়নামা'' কাকে বলে ?
= ''জমাবন্দি'' কাকে বলে ?
= ''দাখিলা'' কাকে বলে ?
= ''DCR'' কাকে বলে ?
=“কবুলিয়ত” কাকে বলে ?
= “ফারায়েজ” কাকে বলে?
= “ওয়ারিশ” কাকে বলে?
= ''হুকুমনামা'' কাকে বলে ?
= ''জমা খারিজ'' কাকে বলে ?
= ''মৌজা'' কি/ কাকে বলে ?
= “আমিন” কাকে বলে?
= “কিস্তোয়ার” কাকে বলে?
= “সিকস্তি” কাকে বলে ?
= “পয়ন্তি” কাকে বলে?
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
=খতিয়ানঃ
মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্ত্তত করা হয় তাকে খতিয়ান বলে। এতে ভূমধ্যাধিকারীর নাম ও প্রজার নাম, জমির দাগ নং, পরিমাণ, প্রকৃতি, খাজনার হার ইত্যাদি লিপিবদ্ধ থাকে। আমাদের দেশে বিভিন্ন ধরনের খতিয়ানের উপস্থিতি লক্ষ্য করা যায়। তন্মধ্যে সিএস, এসএ এবং আরএস উল্লেখযোগ্য। ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে “থতিয়ান” বলে। খতিয়ান প্রস্তত করা হয় মৌজা ভিত্তিক।
= সি এস খতিয়ানঃ
১৯১০-২০ সনের মধ্যে সরকারি আমিনগণ প্রতিটি ভূমিখণ্ড পরিমাপ করে উহার আয়তন, অবস্থান ও ব্যবহারের প্রকৃতি নির্দেশক মৌজা নকশা এবং প্রতিটি ভূমিখন্ডের মালিক দখলকারের বিররণ সংবলিত যে খতিয়ান তৈরি করেন সিএস খতিয়ান নামে পরিচিত।
=এস এ খতিয়ানঃ
১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাসের পর সরকার জমিদারি অধিগ্রহণ করেন। তৎপর সরকারি জরিপ কর্মচারীরা সরেজমিনে মাঠে না গিয়ে সিএস খতিয়ান সংশোধন করে যে খতিয়ান প্রস্তুত করেন তা এসএ খতিয়ান নামে পরিচিত। কোনো অঞ্চলে এ খতিয়ান আর এস খতিয়ান নামেও পরিচিত। বাংলা ১৩৬২ সালে এই খতিয়ান প্রস্তুত হয় বলে বেশির ভাগ মানুষের কাছে এসএ খতিয়ান ৬২র
খতিয়ান নামেও পরিচিত।
= আর এস খতিয়ানঃ
একবার জরিপ হওয়ার পর তাতে উল্লেখিত ভুলত্রুটি সংশোধনের জন্য পরবর্তীতে যে জরিপ করা হয় তা আরএস খতিয়ান নামে পরিচিত। দেখা যায় যে, এসএ জরিপের আলোকে প্রস্তুতকৃত খতিয়ান প্রস্তুতের সময় জরিপ কর্মচারীরা সরেজমিনে তদন্ত করেনি। তাতে অনেক ত্রুটি-বিচ্যুতি রয়ে গেছে। ওই ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে ভূমি মাপ-ঝোঁক করে পুনরায় খতিয়ান প্রস্তুত করার উদ্যোগ নিয়েছেন। এই খতিয়ান আরএস খতিয়ান নামে পরিচিত। সারাদেশে এখন পর্যন্ত তা সমাপ্ত না হলেও অনেক জেলাতেই আরএস খতিয়ান চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে।
সরকারি আমিনরা মাঠে গিয়ে সরেজমিনে জমি মাপামাপি করে এই খতিয়ান প্রস্তুত করেন বলে তাতে ভুলত্রুটি কম লক্ষ্য করা যায়। বাংলাদেশের অনেক এলাকায় এই খতিয়ান বি এস খতিয়ান নামেও পরিচিত।
= বি এস খতিয়ানঃ
সর্ব শেষ এই জরিপ ১৯৯০ সা পরিচালিত হয়। ঢাকা অঞ্চলে মহানগর জরিপ হিসাবেও পরিচিত।
= “দলিল” কাকে বলে?
যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারন ভাবেতাকে দলিল বলে।
= “খানাপুরি” কাকে বলে?
জরিপের সময় মৌজা নক্সা প্রস্তুত করার পর খতিয়ান প্রস্তুতকালে খতিয়ান ফর্মের প্রত্যেকটি কলাম জরিপ কর্মচারী কর্তৃক পূরন করার প্রক্রিয়াকে খানাপুরি বলে।
= নামজারি কাকে বলে ?
ক্রয়সূত্রে/উত্তরাধিকার সূত্রে অথবা যেকোন সূত্রে জমির নতুন মালিক হলে নতুন মালিকের নাম সরকারি খতিয়ানভুক্ত করার প্রক্রিয়াকে নামজারী বলা হয়।
= “তফসিল” কাকে বলে?
জমির পরিচয় বহন করে এমন বিস্তারিত বিবরণকে “তফসিল” বলে। তফসিলে, মৌজার নাম, নাম্বার, খতিয়ার নাম্বার, দাগ নাম্বার, জমির চৌহদ্দি, জমির পরিমাণ সহ ইত্যাদি তথ্য সন্নিবেশ থাকে।
= “দাগ” নাম্বার কাকে বলে? / কিত্তা কি ?
দাগ শব্দের অর্থ ভূমিখ-। ভূমির ভাগ বা অংশ বা পরিমাপ করা হয়েছে এবং যে সময়ে পরিমাপ করা হয়েছিল সেই সময়ে ক্রম অনুসারে প্রদত্ত ওই পরিমাপ সম্পর্কিত নম্বর বা চিহ্ন।
যখন জরিপ ম্যাপ প্রস্তুত করা হয় তখন মৌজা নক্সায় ভূমির সীমানা চিহ্নিত বা সনাক্ত করার লক্ষ্যে প্রত্যেকটি ভূমি খন্ডকে আলাদা আলাদ নাম্বার দেয়া হয়। আর এই নাম্বারকে দাগ নাম্বার বলে। একেক দাগ নাম্বারে বিভিন্ন পরিমাণ ভূমি থাকতে পারে। মূলত, দাগ নাম্বার অনুসারে একটি মৌজার অধীনে ভূমি মালিকের সীমানা খূটিঁ বা আইল দিয়ে সরেজমিন প্রর্দশন করা হয়। দাগকে কোথাও কিত্তা বলা হয়।
= “ছুটা দাগ” কাকে বলে?
ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি এককে যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোন নাম্বার ভুলে বাদ পড়ে তাবে ছুটা দাগ বলে। আবার প্রাথমিক পর্যায়ে যদি দুটি দাগ একত্রিত করে নকশা পুন: সংশোধন করা হয় তখন যে দাগ নাম্বার বাদ যায় তাকেও ছুটা দাগ বলে।
= পর্চা কীঃ / “পর্চা” কাকে বলে?
ভূমি জরিপকালে চূড়ান্ত খতিয়ান প্রস্তত করার পূর্বে ভূমি মালিকদের নিকট খসড়া খতিয়ানের যে অনুলিপি ভুমি মালিকদের প্রদান করা করা হয় তাকে “মাঠ পর্চা” বলে। এই মাঠ পর্চা রেভিনিউ/রাজস্ব অফিসার কর্তৃক তসদিব বা সত্যায়ন হওয়ার পর যদি কারো কোন আপত্তি থাকে তাহলে তা শোনানির পর খতিয়ান চুড়ান্তভাবে প্রকাশ করা হয়। আর চুড়ান্ত খতিয়ানের অনুলিপিকে “পর্চা” বলে।
= চিটা কাকে বলে?
একটি ক্ষুদ্র ভূমির পরিমাণ, রকম ইত্যাদির পূর্ণ বিবরণ চিটা নামে পরিচিত। বাটোয়ারা মামলায় প্রাথমিক ডিক্রি দেয়ার পর তাকে ফাইনাল ডিক্রিতে পরিণত করার আগে অ্যাডভোকেট কমিশনার সরেজমিন জমি পরিমাপ করে প্রাথমিক ডিক্রি মতে সম্পত্তি এমনি করে পক্ষদের বুঝায়ে দেন। ওই সময় তিনি যে খসড়া ম্যাপ প্রস্তুত করেন তা চিটা বা চিটাদাগ নামে পরিচিত।
= দখলনামা কাকে বলে?
দখল হস্তান্তরের সনদপত্র। সার্টিফিকেট জারীর মাধ্যমে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি নিলাম খরিদ করে নিলে সরকার পক্ষ সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দেয়ার পর যে সনদপত্র প্রদান করেন তাকে দখলনামা বলে।
সরকারের লোক সরেজমিনে গিয়ে ঢোল পিটিয়ে, লাল নিশান উড়ায়ে বা বাঁশ গেড়ে দখল প্রদান করেন। কোনো ডিক্রিজারির ক্ষেত্রে কোনো সম্পত্তি নিলাম বিক্রয় হলে আদালত ওই সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দিয়ে যে সার্টিফিকেট প্রদান করেন তাকেও দখলনামা বলা হয়। যিনি সরকার অথবা আদালতের নিকট থেকে কোনো সম্পত্তির দখলনামা প্রাপ্ত হন, ধরে নিতে হবে যে, দখলনামা প্রাপ্ত ব্যক্তির সংশ্লিষ্ট সম্পত্তিতে দখল আছে।
= “খাজনা” ককে বলে?
সরকার বার্ষিক ভিত্তিতে প্রজার নিকট থেকে ভূমি ব্যবহারের জন্য যে কর আদায় করে তাকে খাজনা বলে।.
= বয়নামা কাকে বলে?
১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধির ২১ আদেশের ৯৪ নিয়ম অনুসারে কোনো স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় চূড়ান্ত হলে আদালত নিলাম ক্রেতাকে নিলামকৃত সম্পত্তির বিবরণ সংবলিত যে সনদ দেন তা বায়নামা নামে পরিচিত।
বায়নামায় নিলাম ক্রেতার নামসহ অন্যান্য তথ্যাবলি লিপিবদ্ধ থাকে। কোনো নিলাম বিক্রয় চূড়ান্ত হলে ক্রেতার অনুকূলে অবশ্যই বায়নামা দিতে হবে।
যে তারিখে নিলাম বিক্রয় চূড়ান্ত হয় বায়নামায় সে তারিখ উল্লেখ করতে হয়।
= জমাবন্দিঃ
জমিদারি আমলে জমিদার বা তালুকদারের সেরেস্তায় প্রজার নাম, জমি ও খাজনার বিবরণী লিপিবদ্ধ করার নিয়ম জমাবন্দি নামে পরিচিত। বর্তমানে তহশিল অফিসে অনুরূপ রেকর্ড রাখা হয় এবং তা জমাবন্দি নামে পরিচিত।
= দাখিলা কাকে বলে?
সরকার বা সম্পত্তির মালিককে খাজনা দিলে যে নির্দিষ্ট ফর্ম বা রশিদ ( ফর্ম নং১০৭৭) প্রদান করা হয় তা দাখিলা বা খাজনার রশিদ নামে পরিচিত।
দাখিলা কোনো স্বত্বের দলিল নয়, তবে তা দখল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করে।
= DCR কাকে বলে?
ভূমি কর ব্যতিত আন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফর্মে (ফর্ম নং ২২২) রশিদ দেওয়া হয় তাকে DCR বলে।
=“কবুলিয়ত” কাকে বলে?
সরকার কর্তৃক কৃষককে জমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব প্রজা কর্তৃক গ্রহণ করে খাজনা প্রদানের যে অঙ্গিকার পত্র দেওয়া হয় তাকে কবুলিয়ত বলে।
= “ফারায়েজ” কাকে বলে?
ইসলামি বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফারায়েজ বলে।
= “ওয়ারিশ” কাকে বলে?
ওয়ারিশ অর্থ উত্তরাধিকারী । ধর্মীয় বিধানের অনুয়ায়ী কোন ব্যক্তি উইল না করে মৃত্যু বরন করলেতার স্ত্রী, সন্তান বা নিকট আত্মীয়দের মধ্যে যারা তার রেখে যাওয়া সম্পত্তিতে মালিক হওয়ার যোগ্যতাসম্পন্ন এমন ব্যক্তি বা ব্যক্তিগণকে ওয়ারিশ বলে।
= হুকুমনামা কাকে বলে?
আমলনামা বা হুকুমনামা বলতে জমিদারের কাছ থেকে জমি বন্দোবস্ত নেয়ার পর প্রজার স্বত্ব দখল প্রমাণের দলিলকে বুঝায়। সংক্ষেপে বলতে গেলে জমিদার কর্তৃক প্রজার বরাবরে দেয়া জমির বন্দোবস্ত সংক্রান্ত নির্দেশপত্রই আমলনামা।
= জমা খারিজ কিঃ
জমা খারিজ অর্থ যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করা। প্রজার কোন জোতের কোন জমি হস্তান্তর বা বন্টনের কারনে মূল খতিয়ান থেকে কিছু জমি নিয়ে নুতন জোত বা খতিয়ান খোলাকে জমা খারিজ বলা হয়। অন্য কথায় মূল খতিয়ান থেকে কিছু জমির অংশ নিয়ে নতুন জোত বা খতিয়ান সৃষ্টি করাকে জমা খারিজ বলে।
= “মৌজা” কাকে বলে?
CS জরিপ / ক্যাডষ্টাল জরিপ করা হয় তখন থানা ভিত্তিক এক বা একাধিক গ্রাম, ইউনিয়ন, পাড়া, মহল্লা অালাদা করে বিভিন্ন এককে ভাগ করে ক্রমিক নাম্বার দিয়ে চিহ্তি করা হয়েছে। আর বিভক্তকৃত এই প্রত্যেকটি একককে মৌজা বলে।। এক বা একাদিক গ্রাম বা পাড়া নিয়ে একটি মৌজা ঘঠিত হয়।
= “আমিন” কাকে বলে?
ভূমি জরিপের মাধ্যমে নক্সা ও খতিয়ান প্রস্তত ও ভূমি জরিপ কাজে নিজুক্ত কর্মচারীকে আমিন বলে।
= “কিস্তোয়ার” কাকে বলে?
ভূমি জরিপ কালে চতুর্ভুজ ও মোরব্বা প্রস্তত করার পর সিকমি লাইনে চেইন চালিয়ে সঠিকভাবে খন্ড খন্ড ভুমির বাস্তব ভৌগলিক চিত্র অঙ্কনের মাধ্যমে নকশা প্রস্তুতের পদ্ধতিকে কিস্তোয়ার বলে।
= “সিকস্তি” কাকে বলে?
নদী ভাংঙ্গনের ফলে যে জমি নদী গর্ভে বিলিন হয়ে যায় তাকে সিকন্তি বলে। সিকন্তি জমি যদি ৩০ বছরের মধ্যে স্বস্থানে পয়ন্তি হয় তাহলে সিকন্তি হওয়ার প্রাক্কালে যিনি ভূমি মালিক ছিলেন তিনি বা তাহার উত্তরাধিকারগন উক্ত জমির মালিকানা শর্ত সাপেক্ষ্যে প্রাপ্য হবেন।

= “পয়ন্তি” কাকে বলে?
নদী গর্ভ থেকে পলি মাটির চর পড়ে জমির সৃষ্টি হওয়াকে পয়ন্তি বলে।
ধন্যবাদান্তেঃ
মোঃ চাঁন মিয়া মন্ডল (এলএল, বি)

20/07/2021

ঈদ মোবারক 🙂

13/05/2021

ঈদ মোবারক।

Photos from Bhulagonj STONE Supplier, Sylhet's post 22/03/2021

ভোলাগঞ্জের বোল্ডার ভাঙ্গা ৩/৪, ১/২", সিঙ্গেল, চীফ ১/২", চীফ ৫/১০ " পাথর।

সম্পূর্ণ ওয়াশ করা পাথর। ছবিতে যেমন দেখছেন, ঠিক তেমন ফ্রেশ পাথর। আজকের রেইট জানতে সরাসরি কল করুন।

01610635385 (হোয়াটসএ্যপ)

Photos from Bhulagonj STONE Supplier, Sylhet's post 14/03/2021

ভোলাগনঞ্জ এর উতমা ছড়া ৩/৪ সাইজ পাথর! 😍

উতমা ছড়ার লাল-সাদা এবং কাল ৩/৪ সাইজ পাথর আছে। ভুতো ভাঙ্গা এবং বোল্ডার ভাঙা এই পাথর আপনার প্রয়োজনে যেকোন পরিমান এবং যে কোন স্থানে সাপ্লাই দিতে পারব।

আজকের রেইট জানতে সরাসরি কল করুন কিংবা হোয়াটসএ্যপ করুন।

যোগাযোগঃ 01610635385 (হোয়াটসঅ্যাপ)

ট্রাক লোড হবে ভোলাগন্জ এর পারুয়া থেকে।

14/03/2021

ভোলাগন্জের ৩/৪ সাইজ পাথর! 😍

বাংলাদেশের সবচেয়ে গুণগত মানের পাথর। আপনার প্রয়োজনে যেকোন পরিমান এবং যে কোন স্থানে সাপ্লাই দিতে পারব।

আজকের রেইট জানতে সরাসরি কল করুন কিংবা হোয়াটসএ্যপ করুন।

যোগাযোগঃ 01610635385 (হোয়াটস্এ্যপ)

ট্রাক লোড হবে ভোলাগন্জ এর পারুয়া থেকে।

Want your business to be the top-listed Hardware Service in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Telephone

Website

Address

Parua Petrol Pump Area, Bholaganj Road, Kompanyganj
Sylhet

Other Building Materials in Sylhet (show all)
Adnan Stone Crusher Adnan Stone Crusher
BGB Camp Road, Sona Tilla
Sylhet, 3151

The truth is in the touch of a stone, in what the stone tells you. Hereby Adnan Stone Crusher, a nam

Ms Paplu Enterprise Ms Paplu Enterprise
Sylhet
Sylhet

We provide all kinds RFL Upvc pipe fittings,Plastic door,Motor,Water tank,Tubewel,Plastic furniture,

Vertex STONE Supplier Vertex STONE Supplier
Tamabil Road, Jaintapur
Sylhet, 3156

With more than 10 years experience we are proud to continue the tradition, now in its second generat

Sylhet Sands & Imported Meghalaya Stones Sylhet Sands & Imported Meghalaya Stones
Jaflong
Sylhet

Construction Materials Supplier

Irfan Stone Cruser Irfan Stone Cruser
Sylhet, 3152

We are a famous stone businesses in Jaflong Sylhet.we produce and sale all catagories of LC stone and local stone.we maintain high quality stone with Elegant Environment.All the st...

Ecoiit "ইকোইট" Ecoiit "ইকোইট"
Rasas 47, 2nd Floor, Tamabil Road, West Shibgonj
Sylhet, 3100

"ECOIIT" provides you Eco-friendly Concrete Hollow Blocks, Solid Blocks and Helps to build your drea

MS Saif Enterprise MS Saif Enterprise
Juflong
Sylhet

Assalamu Alaikum

Imported Meghalaya Stones & Sylhet Sands Imported Meghalaya Stones & Sylhet Sands
Sylhet
Sylhet, 3100

Construction Materials Supply

Ruhan Builders Ruhan Builders
Parua, Volaganj, Companyganj
Sylhet

Stone & Sand.

ভোলাগঞ্জ-Bholagonj120 ভোলাগঞ্জ-Bholagonj120
Bholagonj, Company Gonj
Sylhet

JCE JCE
Jaflong
Sylhet, 3151

Imported Stone supplier.

MHM International Company MHM International Company
Pathantula, Sylhet-3100
Sylhet