আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

Religious Centre

30/06/2024

- শুয়োরের গোশত খেয়েছেন কখনো?
- আস্তাগফিরুল্লাহ! এসব কী বলে!
- আপনি কিসে জব করেন ভাই?
- ব্যাংকে।
- আস্তাগফিরুল্লাহ! এসব কী বলে!!
বিনামূল্যেও শূকরের গোশত খাওয়া হারাম, এটা আমরা ঠিকই মানি;
অথচ সুদের অর্থে কেনা গরুর গোশতটাও কিন্তু হারাম, এটুকু কেন বুঝি না?

_ফারহীন আল মুনাদী🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

29/06/2024

কোকা-কোলা কোম্পানীর শেয়ার আছে ইসরাইলের, কিন্তু অ্যাপেল কোম্পানি সরাসরি fund raise করে এবং বিপুল পরিমাণ অর্থ কোম্পানি থেকে ইসরাইলে সরাসরি প্রেরণ করে।

অর্থাৎ ২০০৭ যদি ধরি, ২০০৭ থেকে যত অ্যাপেলের ফোন, পণ্য, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, আমি আপনি কিনেছি, তার একটা বড় অংশ একদম সরাসরি, মানে কোকাকোলার চেয়েও বেশি এবং সরাসরি ইসরাইলকে অর্থনৈতিক ভাবে সহায়তা করেছে...

অ্যাপেলের পণ্য বয়কট করতে পারবেন?
কোকা-কোলার চেয়েও বেশি এবং ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হবে ইসরাইল... পারবেন কি?

_সংগৃহীত




#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

29/06/2024

পায়ে হেঁটে হজ্ব

আগেও লিখেছি৷ আজও লিখছি- পায়ে হেঁটে হজ্বে যাওয়া জায়েয হলেও এটি রুসুমে পরিণত হলে এ থেকে বিরত থাকাই উচিত৷ বাস্তবতা হচ্ছে, দিনদিন এটি রুসুমে পরিণত হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছে৷

এখন তো নারীরাও পায়ে হেঁটে হজ্বে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছে৷ সম্প্রতি ভারতের এক নারী পায়ে হেঁটে হজ্বে রওয়ানা দেবার সংবাদ প্রচার হয়েছে, যা কোনোভাবেই জায়েয নয়৷ মাহরাম না থাকলে তো নারীদের জন্য বিমানে চড়ে হজ্বে যাওয়ারই অনুমতি নেই৷

আল্লাহর ঘরের মেহমান হওয়ার আবেগকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি৷ তবে বিষয়টি হয়ে গেছে সম্পূর্ণ রুসুম ও খ্যাতিনির্ভর৷ কারো হজ্বে যাওয়ার আর্থিক সামর্থ থাকলে বাহনে করেই যাওয়া উচিত৷ সামর্থ না থাকলে হজ্ব তো ফরযই হয় না৷

হাদীসে এসেছে- এক নারী পায়ে হেঁটে হজ্ব করার মান্নত করেছিলেন৷ রাসূলুল্লাহ ﷺ বললেন, আল্লাহ তাআলা তার পায়ে হাঁটার মুখাপেক্ষী নন৷ তাকে বলো, বাহনে করে যেন হজ্বে যায়৷ (তিরমিযী)

তাছাড়া রাসূলুল্লাহ ﷺ নিজে বাহনে আরোহন করে হজ্ব করেছেন৷ তাই তো উত্তম হলো, দূরদূরান্ত থেকে বাহনে করে হজ্বে যাওয়া৷ অবশ্য সেখানে পৌঁছার পর হজ্বের বিভিন্ন আমল পায়ে হেঁটে আদায় করা অধিক সওয়াবের আলোচনা হাদীসে সুস্পষ্টভাবে আলোচিত হয়েছে৷

যেহেতু বিষয়টি পৃথক কোনো ফযিলতের নয়৷ বরং নিরুৎসাহ প্রদান করা হয়েছে৷ তাই এই প্রবণতাকে এত বেশি গুরুত্ব দেয়া বা প্রচার করা কোনোটাই উচিত নয়৷

_মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

28/06/2024

একটা পুরো জেনারেশনের মেয়েকে শেখানো হলো, সবাই তোমার শত্রু। সবাই চায়, আপনার স্বাধীনতা-অধিকার হরণ করতে। নারীজাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সমগ্র বিশ্ব।

সারাদিন খেটে আপনার আহ্লাদ মেটানো বাবা আপনাকে সন্ধ্যার পর বাইরে থাকতে না দেওয়ার মানে হলো, সে আপনার স্বাধীনতা হরণ করতে চায়। আপনার জন্য বিনোদন, ফ্রেন্ড সার্কেল সব স্যাক্রিফাইস করে বাসে ঝুলে রোদ সহ্য করে কাজ করতে যাওয়া স্বামী আপনাকে কিছু করতে বলার মানে হলো, সে আপনাকে দাসী বানিয়ে রাখতে চায়।

তাহলে নারীজাতির করণীয় হচ্ছে, যেকোনো মূল্যে নিজের অধিকার ও স্বাধীনতা অর্জন করা। দুনিয়ার কোনোকিছুর পরওয়া করা যাবে না। কীভাবে আপনি তা করবেন? আপনার অর্থ উপার্জন করতে হবে, বিরাট-বিরাট টাইটেল অর্জন করতে হবে, যা ইচ্ছা তা করার অধিকার পেতে হবে। সবকিছুর উপরে সব পুরুষ ও ধর্মের অধিকার বাদ দিতে হবে।

এখন আপনি সেটা যেভাবেই করেন। মেধা-পরিশ্রম দিয়ে হোক, শরীর দেখিয়ে বা ভোগের প্লেটে তুলে হোক, আপনার এসব অর্জন করাই লাগবে। পরিবার, স্বামী, সন্তান যা কিছু আছে সব হলো প্রতিবন্ধকতা। এগুলো বাদ দিতে পারলেই সবচেয়ে ভালো। অন্তত বাধ্য হয়ে যা করা দরকার তট্টুক।

তাই বিয়েকে ইচ্ছামত পেছাবেন। বিয়ে করে ফেললেই যুলুমের জাঁতাকলে পড়ে গেলেন। সন্তান যথাসম্ভব কম নেবেন। সন্তান নিলেই ক্যারিয়ার পিছিয়ে যাবে। বাড়তি ঝামেলাও। ক্যারিয়ার নেই, বেশি বাচ্চা- অনেক অসম্মানের। ক্যারিয়ারের জন্য কনসিভ করার পরে বাচ্চা মেরে ফেলাও একটা অসাধারণ সিদ্ধান্ত। আপনার দেহ, আপনারই চয়েজ। তাই না?

গর্ভপাত, শিশুহত্য। ও বুয়ার হাতে বড় হওয়া বাচ্চা দেখে অবাক হওয়ার কিছু আছে?

_ইরফান সাদিক🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

27/06/2024

২০১০ সালে আমার প্রথম চিল্লার সফর ও সালের সফরের প্রথম চিল্লার আমীর ছিলেন যাত্রাবাড়ী মাদরাসার সাবেক স্যার আব্দুল ওয়াদুদ রহ.। বয়স ছিল ৬০ এর কোঠায়। সফরে থাকাকালীন দেখতাম, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই তাঁর জিহ্বার নড়াচড়া বেড়ে যেত। হাতের তাসবীহের দানা খুব বেশি ওঠানামা করত। একদিন মুযাকারায় বললেন, তিনি বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবার মাগরিব, অর্থাৎ আরবি হিসেব অনুযায়ী পুরো শুক্রবার দিন প্রায় ১ লাখ দুরুদ পড়তেন!

তাঁর এই আমল আমাকে প্রচুর উৎসাহিত করে। তাঁকে দেখতাম, বৃহস্পতিবার রাতে ঘুমাতেন দেরি করে। দুরুদের আমল তাঁকে বানিয়েছিল এক সাচ্চা আশেকে রাসূল!
জীবদ্দশায় তিনি একাধিকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছিলেন।

ইয়া আল্লাহ! আমাদেরকে এমন আশেকে রাসূল বানিয়ে দিন না!

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

_তানজীল আরেফীন আদনান হাফিজাহুল্লাহ🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

27/06/2024

মানুষ মানুষের অবদান ভুলে যায়। এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তা'আলা বলেছেন, ''মানুষ বড্ড অকৃতজ্ঞ প্রাণী।'' কিন্তু আল্লাহ তা'আলা কোনকিছুই ভোলেন না। আপনি কবে, কখন, কোন মুহুর্তে ছোট্ট একটা পিঁপড়াকে বেসিন থেকে দেয়ালে তুলে দিয়ে তারপর ওযু করেছিলেন আল্লাহ তা'আলার সেটাও মনে আছে। আর এর জন্যেও তিনি আপনাকে প্রতিদান দেবেন।

এমন রবকে রেখে যে ইনসান ইনসানের প্রেমে মত্ত হবে তার দিল টুটবে নাতো কার দিল টুটবে?

_আনিকা নাওয়ার🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

26/06/2024

দাদির বয়সী মহিলা। চামড়া কুচকে গিয়েছে, হাড়ের শক্তি নেই। জাবালিয়া ক্যাম্পের বাসিন্দা তিনি। জ|য়ো'নিস্ট ই'য়|হু'দী সেনাদের কথায় নিজ বাসস্থান ত্যাগ করতে চান নি।
বিপরীতে ই'জ্র|য়ে'লী সৈন্যরা তার বাসায় রাতের আঁধারে হিংস্র কুকুর লেলিয়ে দেয়। কুকুর তার হাত ছিন্নভিন্ন করে ফেলে।
কতটা হিংস্র জাতি এরা কল্পনা করা যায়?

_সংগৃহীত
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

21/06/2024

সোহবত বা সহচর্য খুব গুরুত্বপূর্ণ। এটা কেবল সরাসরি সহচর্য না ডিজিটাল সহচর্যও। মানুষের পোস্ট, কমেন্ট ইত্যাদি আপনার চিন্তায় প্রভাব ফেলে। নিজের অজান্তেই আপনি শিখে ফেলেন অনেক কিছু। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। অনেক মানুষই এমন অনেক কিছু লিখে, শেয়ার করে, কমেন্ট করে যা আসলে সত্যের কাছাকাছিও নয়। যেহেতু অধিকাংশ মানুষ সঠিক চিন্তা করতে সক্ষম নয় সুতরাং তাদের কথা আমলে নিলে সমস্যা। কিন্তু আপনি বুঝবেন কিভাবে। সুতরাং সাবধান থাকা।

আমি পার্সোনালি খুব অল্প কিছু মানুষের সমর্থন বিরোধিতা গুরুত্ব দিই। বাকিদের রিয়েকশন কেবল তার কাছে কথাটা পৌছেছে বলে বিবেচিত হয়। যার দ্বীনের সঠিক বুঝ নাই তার সমর্থন বা বিরোধিতা উভয়ের ভ্যালু সমান। আর তা শূন্য। এটা অহংকার নয়, কর্তব্য। অহংকার হলো সঠিক জ্ঞানকে অস্বীকার করা। উলুল আলবাবতো লাখে একজনও থাকবে না, স্বাভাবিক।

এছাড়া অনেক মানুষ এমন কিছু পোস্ট করে যা আপনাকে দুনিয়ার দিকে ফিরিয়ে দেবে। অনেক সময় এমন কিছু শেয়ার করে যা হারামের দিকে নিয়ে যাবে। সুতরাং এরকম মানুষের পোস্ট ফলো না করা।

মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। অফলাইন অনলাইন সব ধরনের বন্ধু সমান গুরুত্বপূর্ণ।

_S M Nahid Hasan🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

21/06/2024

‘আপনার নেক কাজের সহযোগী হয়, এমন বন্ধু কখনো হারাতে দেবেন না।
পৃথিবীতে সত্যিকার বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।
যদি কখনো মিলে যায়, মনে রাখবেন তাকে জোটানো যত কঠিন ছিল, হারানো ততই সহজ।
ছোটোখাটো বিষয়ে তাকে ছাড় দিন।
হঠাৎ সামান্য কোনো কারণে সে ছেড়ে না যায়, খেয়াল রাখুন।’🌻

_ইমাম শাফিঈ রহঃ।🌸
[হিলইয়াতুল আউলিয়া, ৪/১০১]

#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

21/06/2024

কারো দুর্বল জায়গায় আঘাত করে তাকে কষ্ট দিও না তাহলে মহান আল্লাহও তোমার মধ্যে অনুরূপ দুর্বল জায়গা বানিয়ে তোমাকে কষ্ট দিবেন ।

রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ
مَنْ ضَارَّ أَضَرَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَقَّ اللَّهُ عَلَيْهِ

যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে, আল্লাহ তার ক্ষতি করবেন এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবেন।

_[তিরমিযী ১৯৪০, আবূ দাউদ ৩৬৩৫, ইবনে মাজাহ; ২৩৪২; তাহকীক আলবানীঃ হাসান]
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

21/06/2024

আপনি ফেইসবুক‌ স্ক্রল করছিলেন,
হঠাৎ দেখলেন আপনার বেকার বন্ধুটি খুব ভালো একটি চাকরি পেয়ে গেছে। আপনি মনে মনে বলে উঠলেন, "আলহামদুলিল্লাহ! আল্লাহুম্মা বারিক! হে আল্লাহ, আমার বন্ধুটির আয় রোজগারে বরকত দিন এবং তাকে কর্মজীবনে অনেক উন্নতি করার তৌফিক দান করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনার বান্ধবীর বিয়ের দাওয়াত পাওয়ার পর আপনি মন থেকে দোয়া করলেন, " হে আল্লাহ! আমার বান্ধবীর দাম্পত্য জীবন আপনি সুখ-শান্তিতে পরিপূর্ণ করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনি পার্কে হাঁটছিলেন, দেখলেন ফুটফুটে একটি বাচ্চা খেলা করছে। আপনি বাচ্চাটির উদ্দেশ্যে দোয়া করলেন, "হে আল্লাহ! শিশুকে সুস্থ-সবল রেখে নেক হায়াত দান করুন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

বাসায় ফেরার সময় দেখলেন এক বৃদ্ধ ভিক্ষুক অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে। আপনি তাকে প্রয়োজনীয় সাহায্য করার পর তার জন্য দোয়া করলেন, " হে আল্লাহ! আপনি লোকটিকে সুস্থতা দান করুন এবং তার জীবনের সব দুঃখ, কষ্ট দূর করে দিন।" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আমি কিন্তু কোনো রূপকথার গল্প বলছি না। আমাদের সাথে ঠিক এমনটাই হয়। এই মর্মে একটি হাদিস আছে,

"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ কোন ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার সময় আমীন বলতে থাকেন। যখনই সে তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতা বলেন, আমীন, তোমার জন্যও অনুরূপ কল্যাণ।"
~ সুনানে ইবনে মাজাহ, ২৮৯৫।

আমাদের সমাজটা হিংসা-বিদ্বেষে ভরে গেছে। আমরা অন্যের ভালো সহ্য করতে পারিনা। কারো ভালো দেখলে দোয়া করা তো দূরের কথা বরং অনেকে অন্যের সুখ নষ্ট করার জন্য কালো জাদুও করে! অথচ আল্লাহর দেওয়া বিধান কতই না চমৎকার! অন্যের ভালো চাইলে, অন্যের জন্য ভালো দোয়া করলে, তাতে বরং নিজেরই উপকার হয়। কেননা, ফেরেশতাদের দোয়া তো কখনো বিফল হয়না।

এই সুন্দর হাদিসটি না জানার কারণেই হয়ত অনেকর মনে এখনো হিংসার ময়লা রয়ে গেছে। তাই পোস্টটি শেয়ার করে সবার কাছে রাসুল (সঃ)-এর বাণী পৌঁছে দিন। কে জানে?হয়ত আপনার করা একটি শেয়ারই অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দেবে!

_সংগৃহিত
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

20/06/2024

যেদিন থেকে আমি দুরুদকে নিজের সঙ্গী হিসেবে গ্রহণ করেছি, সেদিন থেকে চোখের পলকে আমার সমস্যা দূর হয়ে গেছে আর জীবন ভরতে শুরু করেছে অপরিসীম নিয়ামত ও বরকতে।
আর এইজন্যই আপনাদেরকে ঘনঘন দুরুদ পড়ার কথা স্মরণ করাই........

আজ দুরুদ পড়েছেন তো?
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.........

_উস্তাযা রুকাইয়া মাবরুরা🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

20/06/2024

প্রকৃত আলিম কে?
এ প্রশ্নের জবাবে ইবনু উয়াইনা বলেন, "আলিম তো সেই ব্যক্তি, যে প্রতিটি কথার হক আদায় করে।"

জিজ্ঞেস করা হলো, কথার হক আবার কী?
বললেন, "সে অনুযায়ী কাজ করা।"

_[ইকতিযাউল কওলি আল আমল : ১/৮]
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

20/06/2024

বৃষ্টি আর কুরআনের মাঝে সুন্দর একটি মিল আছে। বৃষ্টি যমীনের ধুলাবালি-আবর্জনা সাফ করে নিয়ে যায়, মাটি উর্বর হয়।

তেমনি কুরআন তিলাওয়াত আমাদের অন্তরের মলিনতাকে ঝেড়ে মুছে সাফ করে দেয়, সত্য ধারণ করা সহজ হয়।

★বৃষ্টি ও কুরআন

_হাফিজ আল মুনাদী🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

20/06/2024

রাসেল ভাইপার নামক এক প্রকার বিষধর সাপ নিয়ে খুব নিউজ হচ্ছে। যার কামড়ে মানুষ মারা যায় দ্রুত এমনকিছু তথ্য বলা হচ্ছে নিউজে।এবং সেই সাপ নাকি বর্তমানে সারা দেশে ছড়িয়ে গেছে + বাসার ভেতর ও ডুকে যায় সুযোগ পেলে। নিউজটা কিন্তু স্বাভাবিক ভাবে সবার কাছে চিন্তারই,কিন্তু এসব বিষধর প্রাণী থেকে পরিত্রাণের দুআ কিন্তু আমাদের জন্য রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। সুতরাং সকাল সন্ধ্যায় হেফাজতের আমল হিসেবে বাধ্যতামূলকভাবে দুআটা সবাই নিয়মিত পড়তে পারি ইং শা আল্লহ।

✅যে ব্যক্তি বিকালে এ দুআটি তিনবার পড়বে, সে রাতে কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবে না। এবং সকালে পড়লে সারাদিন কোনো বিষধর প্রাণী তার ক্ষতি করতে পারবেনা।

أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।

আহমাদ, নং ৭৮৯৮; তিরমিযী, হাদীস ৩৪৩৭

_সংগৃহিত
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

18/06/2024

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে ভয়াবহ বন্যা। প্রায় প্রতিটি উপজেলায় মানুষ পানি বন্ধি। অনেকে ঈদের জামাত পড়তে পারেনি, কুরবানি দিতে পারেনি।

"এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের!"_[সূরা বাক্বারা: আয়াত ১৫৫]

প্রতিটা দুর্যোগ মানেই একেকটা সতর্কবানী। আমরা সতর্ক হই, সিরাতুল মুস্তাকিমে চলি। আল্লাহ আমাদের হেফাজত করুন।

_Sheikh Nadia Lina🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

18/06/2024

-কুরবানির গোশত এত স্বাদ হওয়ার কারণটা হচ্ছে দুনিয়াতে এটাই একমাত্র খাবার সেটাতে স্বয়ং আল্লাহ্ মেজবান, আর আমরা আল্লাহর মেহমান।
খাওয়ার ওয়াক্তে ব্যাপারটা স্বরণ করবেন।

_মাহদী ফয়সাল হাফিজাহুল্লাহ🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

18/06/2024

আজকের দিনে গরু খাওয়ার পর শেখ বুরহানুদ্দিনের জন্য অন্তর থেকে দুআ করুন। তাঁর কারণেই রাজা গৌর গোবিন্দকে সিলেটের মাটি থেকে বিতাড়িত করে গরু খাওয়ার স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন শাহ জালাল ইয়েমেনী রাহ.।

যারা বিস্তারিত জানেন না তাদের জন্য সংক্ষেপ ইতিহাস একটা লেখা থেকে কমেন্টে তুলে ধরছি।

_আব্দুল্লাহ আল মাসুদ হাফিজাহুল্লাহ🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

16/06/2024

ঈদ মোবারাক🌙
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُم

❝আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশ্ত ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পার, এজন্য যে, তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন; সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও।❞_(সূরা হাজ্জ, আয়াত ৩৭)

আল্লাহ আপনার এবং আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমীন।

#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

15/06/2024

আমি বহু আল্লাহওয়ালাকে দেখেছি, তারা বিশেষ দোয়া-চাওয়া গুলো আরাফা দিবসে আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়ার জন্য হৃদয় গহীনে সঙ্গোপনে রেখে দিতেন।

_ইমাম আওযায়ি রাহিমাহুল্লাহ🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

15/06/2024

মুফতিয়ে আজম মুফতি শফী রহ. এর কাছে একজন ব্যাংকার গিয়ে জিজ্ঞেস করে, হুজুর! আপনি ফতওয়া দিয়েছেন আমাদের টাকা দিয়ে কুরবানী করা জায়েয নয়। আমাদের কেউ যেন শরীকও না রাখে। অথচ আমরা দিন-রাত কষ্ট করে টাকা কামাই করি, তাহলে জায়েয হবে না কেন?

মুফতি শফী রহ. তখন উত্তর দেন: পতিতাও তো রাত জেগে কামাই করে, তাই বলে কি তার টাকাও বৈধ হয়ে যাবে? সুদের কামাই শুধু রাত জেগে কেন, সারাজীবন কষ্ট করলেও বৈধ হবে না।

সূত্র: মুফতি বুরহান সাহেব হাফি.। মুহতামিম, জামিয়া আবু বকর রা.। দারুল উলূম করাচির বহু পুরোনো যোগ্য ফারেগীনদের একজন তিনি।

_তানজীল আরেফীন আদনান হাফিজাহুল্লাহ🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

15/06/2024

কুরবানি কবুলের জন্য তিনটি বিষয় জরুরী -
১। অন্তরের হালাত (তাকওয়া)
২। নিয়তের পরিশুদ্ধতা (ইখলাস)
৩। হালাল অর্থ (বৈধ উপার্জন)

_হাফিজ আল মুনাদী হাফিজাহুল্লাহ🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

15/06/2024

বিদায় হজ্ব৷ আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবিকে নিয়ে অবস্থান করছেন রাসূলে আকরাম ﷺ৷ "আগামী বছর হয়ত তোমাদের সঙ্গে এই জায়গায় আর মিলিত নাও হতে পারি"৷ বিদায়ের কলিজা বিদীর্ণ করা সুরে সাহাবায়ে কেরামকে সমঝিয়ে দিচ্ছেন দ্বীনের গুরু সব দায়িত্ব৷

হাতের কাছে সিরাতের কোনো বই থাকলে বিদায় হজ্বের অধ্যায়টা পড়ুন৷ ফিরে যান সাড়ে চৌদ্দশ বছর আগের সেই সময়ে৷ কিছু সময়ের জন্য নষ্টালজিক হয়ে যান৷ নবীজির ভালোবাসার সুধা পান করুন৷ নবীপ্রেমে অশ্রুসজল হয়ে যেতে পারে আপনার আখিযুগল৷

_মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

15/06/2024

জিলহজ মাসের ৯ তারিখ ফজর নামাজের পর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত সময়কে তাশরিকের দিন বলে এবং এই সময়ে প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত একবার.....

‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ’ এই তাকবির পড়া ওয়াজিব। এটিকে তাকবিরে তাশরিক বলা হয়। (হেদায়া: ১/২৭৫)

ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়া হোক বা একাকী, ওয়াক্তের মধ্যে পড়া হোক বা কাজা, নামাজি ব্যক্তি মুকিম হোক বা মুসাফির, শহরের বাসিন্দা হোক বা গ্রামের সবার ওপর ফরজ নামাজের পর একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। (দুররে মুখতার: ২/১৮০)

তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চৈঃস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আর নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে। (শামি: ২/১৭৮)

ফরজ নামাজের পর তাকবির বলতে ভুলে গেলে, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকবির পড়ে নেবে। তবে হ্যাঁ, নামাজের বিপরীত কোনো কাজে লিপ্ত হয়ে গেলে, যেমন, কথা বলা, নামাজের স্থান থেকে উঠে পড়া ইত্যাদি হলে তাকবির বলতে হবে না, বরং ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করবে। ( শামি: ৬/১৭৯)

তাকবিরে তাশরিক
ﺍﻟﻠﻪ ﺃﻛﺒﺮ ﺍﻟﻠﻪ ﺍﻛﺒﺮ، ﻻ ﺇﻟﻪ ﺇﻻ ﺍﻟﻠﻪ، ﻭﺍﻟﻠﻪ ﺃﻛﺒﺮ ﺍﻟﻠﻪ ﺃﻛﺒﺮ ﻭﻟﻠﻪ ﺍﻟﺤﻤﺪ উচ্চারণ: ‘আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ’

অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল্লাহ মহান, আল্লাহ মহান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

_সংগৃহিত
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

13/06/2024

'জিলহজ্জের দশকে জুমার দিন অন্য সময়ের জুমার চাইতে উত্তম; কারণ, এতে দুই ফজিলত একত্র হয়।'*

_ইমাম ইবনু হাজার (রহ.)🌸
[সূত্র: ফাতহুল বারী: ২/৪৬০]

▪দুই ফজিলত বলতে, জু'মার দিনের ফজিলত এবং জিলহজ্জ প্রথম দশকের ফজিলত।

#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

13/06/2024

যেসব আমলে হজ্ব ও উমরাহর সওয়াব পাওয়া যায়।

▪️এক. সত্যিকার আগ্রহ থাকলে। (বুখারী:৪৪২৩)

▪️দুই. ঘরে ওজু করে মসজিদে এসে ফরজ নামাজ আদায় করলে। (আবু দাউদ:৫৫৮)

▪️তিন. ফজরের নামাজ শেষে একই জায়গায় বসে, সুর্যোদয় পর্যন্ত একটু যিকির আযকার পড়া। অতঃপর দুই রাকাত ইশরাকের নামাজ পড়লে।
(তিরমিযি:৫৮৬)

▪️চার. ইলম শেখার জন্য অথবা কাউকে শিখানোর জন্য মসজিদে আসলে। (তাবারানী:৭৪৭৩)

▪️পাঁচ. বাবা মায়ের খেদমত করলে। (মুসনাদে আবি ইয়ালা:২৭৬০)

▪️ছয়. ফরজ নামাজ শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পড়লে। (সহিহ মুসলিম:৫৯৫)

আল্লাহ তায়ালা আমলের তাওফিক দিন। আমিন।

✨আমলি_টিপস

_আব্দুল্লাহ আল মনসুর হাফিজাহুল্লাহ🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

12/06/2024

কখনই কোনো মানুষের সন্তুষ্টি চাইবেন না, চাইবেন আল্লাহর সন্তুষ্টি। কারো হৃদয়ে নিজের জন্য স্থান চাইবেন না, চাইবেন আল্লাহর রাজি খুশি। কারো ভালবাসা চাইবেন না, চাইবেন আল্লাহর ভালবাসা। কারো থেকে সম্মান চাইবেন না, চাইবেন আল্লাহ যেন আপনাকে সম্মানিত করেন। সামান্যতম ভালবাসা, আবেগ, মায়া, যত্ন, সম্মান কোনো কিছুর জন্যই জীবনেও কোনো মানুষের মুখাপেক্ষী হবেন না। শুধুমাত্র আল্লাহর মুখাপেক্ষী হবেন। আপনি শুধুমাত্র আল্লাহর জন্য, এইটুকুই মাথায় রাখবেন। দেখবেন, যা চাইছেন তার থেকে অনেক বেশিই পাচ্ছেন।

_ উস্তাযা যাইনাব আল গাজী🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

11/06/2024

জনপরিসরে তাকবিরের উচ্চারণ ট্যাবুর মত হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরামের সমাজে তাকবিরের আমল ছিল খুবই স্বাভাবিক। তারা পথেঘাটে, বাজারে, সর্বত্রই অনায়েসে তাকবিরের চর্চা করতে পারেন।

মুসলিম সমাজ হিসেবে এটি আমাদের জন্য দু:খজনক ব্যাপার। এটি সমাজে আমাদের দূর্বলতা ও আধিপত্যহীনতার একটি নিদর্শন। আমরা তাকবিরের আমল চর্চার মৌসুমে আছি। সারা বছরেই সাহাবায়ে কেরামের সমাজে তাকবিরের চর্চা ছিল। কিন্তু জিলহজ্ব মাসের শুরু থেকে তারা বাজারে, পথেঘাটে তাকবিরের ধ্বনি আরো বাড়িয়ে দিতেন।

আমাদেরও উচিত জনপরিসরে তাকবিরের চর্চা করা। তাকবিরের প্রতি তৈরি হওয়া ট্যাবু ভেঙ্গে দেয়া। এটি সামাজিকভাবে ইসলামের আধিপত্য তৈরিরও একটি ধাপ হতে পারে আমাদের জন্য। এই তাকবিরের প্রতি সেকুলার ও ব্রাক্ষ্মণ্যবাদীদের আছে ঐতিহাসিক চুলকানি ও ভীতি।

_ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহ🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

11/06/2024

আহ্!
---------
মদীনা মুনাওয়ারায় আমাদের হোটেলের ঘটনা। স্বামী-স্ত্রী একসাথে হজে এসেছিলেন। গতকাল স্বামী মারা গেলেন। আজ সকালে মসজিদে নববীতে জানাযা শেষে বাকীতে দাফন করা হলো। কতো সৌভাগ্যবান!

স্ত্রী শুধু বলছেন, আমাকে রেখে তুমি একা সোনার মদীনায় থেকে যাবে, এমন তো কথা ছিলোনা!

❝হজ করতে এসে হজের আগেই যাঁরা মৃত্যুবরণ করে, হাশরের মাঠে তাঁরা তালবিয়া পড়তে পড়তে উঠে সোজা জান্নাতে চলে যাবে।❞(বুখারী ১২৬৮)
হে আমার রব, ঐ স্ত্রীকে সবর করার তাওফীক দাও!

এমনিভাবে একদিন আমাকেও তোমার রাসূলের শহরে রেখে দিও, যাতে তোমার নবীর সাথে হাশরে উঠতে পারি!!

_মুফতি আমজাদ হোসাইন [দা.বা.]🌸
#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝

Want your place of worship to be the top-listed Place Of Worship in Sylhet?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

লাব্বাঈক লাব্বাঈক লাব্বাঈক ইয়া আকসা🌼#Our_Aqsa#Pray_For_Palestine ..#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝
ইসরাইলের দিকে ছুটে চলা রুজুম মিসাইলের সারি। মনে হয় যেন শয়তানের দিকে ছোঁড়া অগ্নি-পাথর।#OurAqsa #Palestine#MashwaraShorts ...
অতঃপর,একদিন সকল আয়োজনের ইতি ঘটবে,পাওয়া-না পাওয়ার সমস্ত হিসাব বন্ধ হবে,ঐ চির ধরা দেয়ালের মতো,সম্পর্কে ফাটল ধরবে।ধীরে ধীরে...
❝৯ই জিলহজ্ব আরাফার দিন❞আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃরাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ “এমন কোন দিন...
কিছু দু'আ কবুল না হওয়া যেনো অসুখের সুখ। যেই সুখে মানুষ যত্ন করে কাঁদে। মাস তিনেক আগে কবুলিয়্যাতের আশায় জানালার কার্ণিশ ব...
হৃদয়বিদারক এক ইতিহাস💔🥀৫-৬মে ২০১৩#শাপলা_চত্বর#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝
“আর আমি কেবল সতর্কবার্তা হিসেবেই নিদর্শনসমূহ পাঠিয়ে থাকি।”  [সূরা আল-ইসরা ১৭:৫৯]#আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝
ভূমিকম্পে সিরীয় শিশুটির উপর বিল্ডিংয়ের ছাদ ধসে পড়ে। নিচ থেকে একজন তাকে কালিমার তালকিন দিচ্ছে, কালিমায়ে শাহাদাত শিখাচ্ছে,...
সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, মুত্তাকীরা ছাড়া• আয-যুখরুফঃ৬৭-৭০ ভিডিও: সংগৃহীত #আফিয়াহ_𝘼𝙛𝙞𝙮𝙖𝙝
অনেক পেরেশানিতে যখন মাথাটা ভার হয়ে যায়, শ্বাস নিতেও বুকে কষ্ট লাগে, মন খারাপে মুখটা মলিন হয়ে আসে, তখন “ আল্লাহ সব ঠিক কর...
ভালো খারাপ নিয়েই মানুষের জীবন।  যদি কেউ নিজের অতীতের জন্য অনুতপ্ত হয় তবে তার অতীতটা বারবার সামনে আনার চেষ্টা করবেন না।  ...
#Ayatul kursi

Website

Address

Sylhet