DDCC
Doctors Diagnostic and Consultation Center (DDCC) is situated at Stadium Market, Room 23,24/Rear to
সবাইকে ঈদের শুভেচ্ছা 🥀🌷
ঈদ মোবারক ❤️ 🧡
শুভ নববর্ষ ১৪২৯ বাংলা।
শুভ হউক প্রতিটি মুহূর্ত
ডক্টরস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
স্টেডিয়াম মার্কেট, সিলেট।
সুস্থ দেহ সুস্থ মন সবার জন্য জরুরি।
প্রেগন্যান্ট হবার প্রথম ৩ মাস পরে টিকা নেয়া যাবে। বুকের দুধ খাওয়ানো মায়েরা যেকোন সময় টিকা নিতে পারবেন।
ফেব্রুয়ারি মাস জুড়ে পাচ্ছেন বিশেষ ছাড়।
ডিডিসিসি'র পক্ষ থেকে সিলেটবাসীকে জানাই ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। আমরা আধুনিক মেশিন দ্বারা সুলভে নির্ভুল রোগ নির্ণয় করার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে থাকি। যেকোন তথ্য ও চিকিৎসকের আ্যাপয়মেন্টের জন্য সরাসরি যোগাযোগ করুন 01778674388, 01718052311
"ভারনিক্স" নামক শব্দটির সঙ্গে আমরা কতটা পরিচিত!!?
বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে। "ভারনিক্স " নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়। কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।
এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।
সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!
সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে। এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।
জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়। (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।
[কালেক্টেড]
আমরা আছি আপনাদের পাশে......
স্বাস্থ্যসেবা নিয়ে
১৭ই অক্টোবর ২০২১ইং থেকে নিয়মিত রোগী দেখবেন।
ডক্টরস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।
স্টেডিয়াম মার্কেট, সিলেট।
সবাই কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা,
ঈদ মোবারক।
স্বাস্থ্য বিধি মেনে চলুন সুস্থ থাকুন।
পরিস্থিতি খুব কঠিন। এই পরিস্থিতিতে অকারণে panic না করে কয়েকটি কথা মনে রাখুন।
1. Covid রোগীর গায়ে হাত দিলেই Covid ছড়ায় না...
এটি এক প্রকার Droplet infection. একমাত্র তার হাঁচি, কাশি বা কথা বলার সময়েই লালার সূক্ষ্ম কণিকার মাধ্যমে ভাইরাস তার শরীর থেকে বেরোতে পারে। এবং তাও আপনার গায়ে লাগলে, পিঠে লাগলে, এমনকি তা খাবারের সঙ্গে আপনার পেটে গেলেও আপনি আক্রান্ত হবেন না। ভাইরাস একমাত্র আপনার শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে গেলেই সংক্রমণ সম্ভব।
তাই কোনো Covid রোগী মাথা ঘুরে পরে গেলে তাকে তুলতে গেলে আপনারও Covid হয়ে যাবে না। বিপদে পাশে থাকুন। তবেই আপনারও বিপদে মানুষকে পাশে পাবেন। শুধু মনে রাখবেন নাকে বা মুখে হাত দেবেন না। ভয় করলে Covid রোগীর সংস্পর্শে আসার পর হাত Alcohol Sanitizer দিয়ে Sanitise করে ফেলুন বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। খুব ভয় করলে পরনের পোশাক কেচে ফেলুন এবং স্নান করে নিন।
2. Covid হলেই মানুষ মরে না, এটি কোনো মারন ব্যাধি নয়। এর Death Rate দুই শতাংশেরও কম। কিন্তু Covid রোগী isolation-এ থেকে প্রচণ্ড ভাবে মানসিক ভাবেও অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার immunity বা অনাক্রমনতা কমে যায়। তাই রোগীকে সহজপাচ্য পুষ্টিকর খাবার দিন এবং পরিচিতদের Covid হলে call করে, Video call করে, একসঙ্গে online games খেলে, movie suggest করে তাকে মাতিয়ে রাখুন।
3. বাড়িতে Covid Patient না থাকলে বাড়ির মধ্যে Mask পরে থাকবেন না। ঘর থেকে না বেরোলে মনের বিকার ঘটা এবং immunity কমে যাওয়া স্বাভাবিক। তাই বিকেলবেলা রাস্তায় না, বাগান থাকলে সেখানে বা না থাকলে ছাদে একটু হেঁটে ও শরীর চর্চা করে আসুন। এতে ঘরে বসে বসে ওবেসিটির সম্ভাবনাও কমবে। (মনে রাখবেন শুধুমাত্র immunity boosting খাবার খেয়ে আদৌ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না, প্রকৃতির সংস্পর্শে না এলে কখনোই বাড়বে না।) শরীরচর্চা করা বা নির্জন ছাদে হাঁটার সময় মাস্ক পড়বেন না। সাবধানতা অবলম্বনের এক দারুণ অস্ত্র Mask. কিন্তু এর Overuse করবেন না তথা বিনা কারণে (যেমন গাড়ি চালানোর সময় Helmet এর ভিতরে) পড়বেন না। এতে এমনিতেই আপনার শরীরে Oxygen এর ঘাটতি দেখা দেবে।
4. Oximeter থাকলে বিনা কারণে ঘন ঘন Saturation check করবেন না। এতে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। একমাত্র জ্বর কিংবা অসুস্থ হলে check করবেন। 95 অবধি saturation খুব স্বাভাবিক। তাছাড়াও এই পরিস্থিতিতে Mask ব্যবহারের ফলে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম দেখানোও একদমই অস্বাভাবিক না। Panic করবেন না।
5. রোগ না হয়ে থাকলে আগে থেকে ভয় পেয়ে ওষুধ কিনে বা অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করে রাখবেন না। এও এক প্রকার কালোবাজারি। এতে যাদের প্রয়োজন তারা পাচ্ছেন না। দাম বেড়ে যাচ্ছে। after all সমগ্র মানবজাতির ক্ষতি করবেন না একা হাতে।
6. কোভিড সংক্রান্ত কোনো রকম সমস্যা হলেই নিকটবর্তী হাসপাতালে যান। সেখানে তৎক্ষণাৎ বেড না পেলেও আপনাকে Oxygen দেওয়ার ব্যবস্থা করা হবে এবং Rapid Test করানো হবে।
7. কাপড়ের মাস্ক পরা, না পরা সমান। N95 এবং Sanitizer এখন essential commodities. তাই এদের দাম এখন বেঁধে দেওয়া। N95 এবং Sanitizer ব্যবহার করুন। Office-এ বা বাইরে থাকলে কিছুক্ষণ অন্তর হাত Sanitise করুন। একটু হাত ঘষে ফেলার মতো একটি ক্ষুদ্র অভ্যেস যদি আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে তাহলে তা করবেন না কেনো?
এ বিষয়ে Face Shield - ও একটি দারুণ সুরক্ষা প্রদানকরী বস্তু। ব্যবহার করতে পারেন।
8. Covid Virus এর কিন্তু ডানা নেই, উড়ে উড়ে ছড়ায় না এই রোগ। তাই প্রতিবেশীর বাড়িতে Covid হলে একদমই panic করবেন না। বরং তাকে সাহায্য করুন। ওষুধ, খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস ঘরের দরজায় পৌঁছে দিন। এতে আপনার Covid হবে না। ভয় করলে Mask, Face Shield, হাতে rubber gloves use করতে পারেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে সাবধানতা অবলম্বন করুন। কিন্তু তাই বলে মানুষের পাশে দাঁড়ানোর থেকে সরে আসবেন না। মনে রাখবেন তাদের বিপদের আপনি দাঁড়ালে একদিন আপনার বিপদেও তারা দাঁড়াবে।
আর এটুকুতেই ভয় পাওয়ার আগে মনে রাখবেন ডাক্তার এবং নার্সরা হাজার হাজার কোভিড রোগীকে নিয়ে কাজ করছেন। তারা কিন্তু সবাই সংক্রমিত হয়ে যাচ্ছেন না। তাই আপনার প্রতিবেশী, বন্ধু, আত্মীয় বা পরিচিত কেউ আক্রান্ত হলে যতোটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আবারও বলছি, সময়টা খুব কঠিন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এখন আপনি হেলাফেলা করলে আপনার জীবন বা আপনার পরিবারের মানুষদের জীবনও কিন্তু হেলাফেলা হয়ে যেতে পারে।
তাই নিজের যত্ন নিন।
মানুষের পাশে থাকুন।
সাবধানে থাকুন।
(সসংগৃহীত)
রোগীর প্রয়োজনে আমরা সিরিয়াল নিয়ে সহায়তা করি।
আধুনিক সেবায় আমরা আছি আপনার পাশে।
ডক্টরস ডায়াগনস্টিক এন্ড কনসালন্টেশন সেন্টার
স্টেডিয়াম মার্কেট, সিলেট।
মোবাইল ঃ01778674388, 01718052311
ঈদ সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও আনন্দ।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
ডক্টরস ডায়াগনস্টিক এন্ড কনসালন্টেশন সেন্টার,
স্টেডিয়াম মার্কেট, সিলেট।
01778674388
শুভ নববর্ষ
সবাইকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।।
বিঃদ্রঃ শুধু মাত্র অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি চাকরীর জন্য আবেদন করতে পারবেন। অন্যথায় আবেদন পত্র গ্রহন করা হবে না।
-------------------------------------------------------------------------------
ডক্টরস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার -এ জরুরী ভিত্তিতে " সেলস্ অ্যাান্ড মার্কেটিং এক্সিকিউটিভ " পদে নিয়োগ দেয়া হবে।
-------------------------------------------------------------------------------
পদঃ সেলস্ অ্যাান্ড মার্কেটিং এক্সিকিউটিভ
সংখ্যাঃ ৪ জন
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচ এস সি পাশ
অভিজ্ঞতাঃ নুন্যতম ২ বছর মার্কেটিং এ অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল মার্কেটিং এ কাজ করার অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে।
বেতনঃ ১২,০০০০-১৫,০০০ টাকা
ইমেলে সিভি পাঠান: [email protected]
অথবা যোগাযোগ করুন
ডক্টরস্ ডায়াগনস্টিক আ্যান্ড কনসালটেশন সেন্টার
২৩-২৪ স্টেডিয়াম মার্কেট ( সানী ফার্মেসীর পিছনে ), রিকাবী বাজার, সিলেট
ফোনঃ ০১৬২৪৮০৯৮৫১, ০১৭২৫৯৯৭৫৮১
আবেদন পাঠানোর শেষ তারিখ 12th January 2021
Unlike other years in the past, 2020 has been passed through so much anxieties, panics, death toll, uncertainty. However, it also has taught us some important lessons of lifetimes besides art of living in the most adverse poor conditions. The teaching will pave our way of all success and happiness in 2021.
ইতিমধ্যে কোভিড ১৯ এর দ্বিতীয় স্ট্রেইন শুরু হয়েছে বলে বিশেষজ্ঞগণের মতামত ব্যক্ত করেছেন। ঘরে ও বাইরে সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনি সুস্থ, আপনার পরিবার ও প্রিয়জনেরা সুস্থ।
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।।
----------------------------------------------------------------------------------------------------
ডক্টরস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার -এ জরুরী ভিত্তিতে অভিজ্ঞ " ল্যাব টেকনোলজিস্ট " পদে নিয়োগ দেয়া হবে।
------------------------------------------------------------------------
পদঃ ল্যাব টেকনোলজিস্ট
সংখ্যাঃ ২ জন
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচ এস সি পাশ/ নূন্যতম ল্যাব টেকনোলজির সার্টিফিকেট কোর্স থাকা আবশ্যক
অভিজ্ঞতাঃ ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার নূন্যতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ আলোচনা সাপেক্ষে
সিভি পাঠানোর ইমেল [email protected]
অথবা যোগাযোগ করুন
২৩-২৪ স্টেডিয়াম মার্কেট ( সানী ফার্মেসীর পিছনে ), রিকাবী বাজার, সিলেট
ফোনঃ ০১৭৭৮৬৭৪৩৮৮, ০১৭১৮০৫২৩১১
আবেদন পাঠানোর শেষ তারিখ ২৫ ডিসেম্বর ২০২০
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।।
------------------------------------------------------------------------
ডক্টরস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার -এ জরুরী ভিত্তিতে "রিসেপশনিস্ট " পদে নিয়োগ দেয়া হবে।
------------------------------------------------------------------------
পদঃ রিসেপশনিস্ট
সংখ্যাঃ ২ জন
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচ এস সি পাশ
অভিজ্ঞতাঃ ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে।
বেতনঃ আলোচনা সাপেক্ষে
সিভি পাঠানোর ইমেল [email protected]
অথবা যোগাযোগ করুন
২৩-২৪ স্টেডিয়াম মার্কেট ( সানী ফার্মেসীর পিছনে ), রিকাবী বাজার, সিলেট
ফোনঃ ০১৭৭৮৬৭৪৩৮৮, ০১৭১৮০৫২৩১১
আবেদন পাঠানোর শেষ তারিখ ২৫ ডিসেম্বর ২০২০
মহান বিজয় দিবসে সকল সিলেটবাসীকে ডক্টরস্ ডায়াগনোস্টিক ও কনসাল্টেশন সেন্টার ( ডিডিসিসি)'র পক্ষে থেকে জানাই রক্তিম শুভেচ্ছা।
করোনার দ্বিতীয় অধ্যায়, আক্রমন, থাবা যাই বলি না কেন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইউরোপে নতুন নতুন সংক্রমণের ঢেউ উঠেছে বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশেও নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। তাই সচেতনতা বৃদ্ধি করা ছাড়া দ্বিতীয় কোন পন্থা এই মুহুর্তে পৃথিবীর কোথাও নেই। ঘর থেকে বের হলে অবশ্যই মাক্স পড়ে বের হবেন। সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। আপনারদের যেকোন শারীরিক অসুস্থতায় সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর।
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।। জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি ।।
------------------------------------------------------------------------
ডক্টরস ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার -এ জরুরী ভিত্তিতে " সেলস্ অ্যাান্ড মার্কেটিং এক্সিকিউটিভ " পদে নিয়োগ দেয়া হবে।
------------------------------------------------------------------------
পদঃ সেলস্ অ্যাান্ড মার্কেটিং এক্সিকিউটিভ
সংখ্যাঃ ১ জন
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এইচ এস সি পাশ
অভিজ্ঞতাঃ মেডিকেল মার্কেটিং এ কাজ করার অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে।
বেতনঃ আলোচনা সাপেক্ষে
ইমেলে সিভি পাঠান [email protected]
অথবা যোগাযোগ করুন
২৩-২৪ স্টেডিয়াম মার্কেট ( সানী ফার্মেসীর পিছনে ), রিকাবী বাজার, সিলেট
ফোনঃ ০১৭৭৬৭৪৩৮৮, ০১৭১৮০৫২৩১১
আবেদন পাঠানোর শেষ তারিখ ৩১ই অক্টোবর ২০২০
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the practice
Telephone
Website
Address
Sylhet
3100
Opening Hours
Monday | 09:00 - 21:00 |
Tuesday | 09:00 - 21:00 |
Wednesday | 09:00 - 21:00 |
Thursday | 09:00 - 21:00 |
Friday | 09:00 - 21:00 |
Saturday | 09:00 - 21:00 |
Sunday | 09:00 - 21:00 |
Jaintapur
Sylhet, 3156
ইস্টেডিয়াম মার্কেট নিচ তলা সিলেট 🩺 ডাক্তার সিরিয়াল 01707180150 🔍ডাক্তার সংক্রান্ত তথ্য 01727101131
Green Crescent MediLab Time Square Building, Shibgonj Point, Sub-City, Sonarpara
Sylhet
GREEN CRESCENT MEDILAB is specially designed for the immigration health screening according to the e
Hospital Road, Kajol Shah
Sylhet, 3100
DNA profiling lab established by Bangladesh government
Rikabi Bazar, Stadium Market
Sylhet, 3100
Apollo Diagnostics has already earned for itself the reputation of being the most preferred, one-stop
Shaheber Bazar
Sylhet, 3100
We provide you proper treatment in our Center. We have the best medical equipment to save your life. 24*7 at your health care. 24*7 Pharmacy open.