Tanhabib Industry Ltd
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanhabib Industry Ltd, Industrial Company, Khondkar Bazar, Osmani Nagar, Sylhet.
Chumki tat saree all colours available price 750
ইসলামিক সংগীত, যদি আধারের ঘন কেটে যায়।
Follow Us
উসমানী খেলাফত পুরো মিডিলিস্ট
সিলেটে অস্বাভাবিক বন্যার কারণ ভারত নয়তো??
আজ কয়দিন যাবত সিলেটে টানা বৃষ্টি হচ্ছে, নতুন এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে 😭😭😭
ভয়াবহ চিত্র:
কেমন আছেন বন্যা দুর্গত অসহায় মানুষেরা?
Tanhabib.com
ওয়েব কনফারেন্স বা ইন্টারভিউ চলার সময় কী পরা উচিত?
আমাদের জীবনটা এক ধাক্কায় বদলে দিয়েছে অতিমারি, বাড়ির চার দেওয়ালই এখন আমাদের আরামের ঠিকানা এবং কাজের জায়গাও বটে। এতদিন অফিসের কাজ সেরে বাড়ি এসে যেখানে বিশ্রাম নিতেন, এখন সেখান থেকেই শুরু হচ্ছে সারা দিনের দৌড় ঝাঁপ। তাই ঘর আর বাইরের ফারাক বিশেষ নেই। তাই ওয়েব কনফারেন্স আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সমস্যা হল, ওয়েব কনফারেন্সে বসার অভ্যেসটা আমাদের কারওই নেই, কেউই জানি না ঠিক কী পরলে ক্যামেরার সামনে দেখতে ভালো লাগবে, ক্যামেরা কতটা দূরে রেখে বসা উচিত। অনেকেই হয়তো ভাববেন যে এই জরুরি অবস্থায় ফ্যাশন নিয়ে মাথাব্যথা করার অবসর কার আছে? সেটাও ভুল। যদি আমরা এই পরিস্থিতিতে কাজ করতে বা মিটিংয়ের চাপ সামলাতে পারি, তা হলে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও বিশেষ চিন্তাভাবনা প্রয়োগ করা উচিত।
প্রথমেই যেটা মনে রাখতে হবে তা হল, আপনার অফিসের যদি বিশেষ কোনও ড্রেস কোড থাকে, তা হলে সেটা মেনে চলা উচিত। হ্যাঁ, নিচে শর্টস বা পাজামা যা খুশি পরুন না কেন, উপরে একটা ধোপদুরস্ত টপ বা শার্ট পরা একান্ত প্রয়োজনীয়। টি-শার্ট বা ট্যাঙ্ক টপ চলবে না একেবারেই। এমন কিছু পরবেন না যা খুব রিভিলিং। একটু লুজ জামা পরা ভালো, তবে একেবারে বিরাট বড়ো কিছুও পরবেন না। শাড়ি বা সালওয়ার কামিজের মতো দেশি পোশাক অবশ্যই পরতে পারেন। হালকা কোনও গয়না পরতে পারেন কানে আর গলায়। খুব বড়ো বড়ো জংলা প্রিন্ট থেকেও দূরে থাকতে পারলে ভালো হয়। তার চেয়ে দেখতে নিশ্চিতভাবেই ভালো লাগে এক রঙের জামা।
এবার প্রশ্ন, এই ধরনের মিটিংয়ের সময় ল্যাপটপ বা ফোন কোথায় রাখা উচিত। পারলে জানলার কাছে কোথাও বসুন। অনেকেই খুব ক্যাজুয়ালি পছন্দের পানীয়ে চুমুক দিতে দিতে বা খাবার চিবোতে চিবোতেও মিটিং করেন, তবে সেটা দেখতে অতি কুৎসিত লাগে। জানলা দিয়ে যদি প্রাকৃতিক আলো আসে, তা হলে দেখতে ভালো লাগবে। ওয়েবক্যাম থাকবে আপনার আই-লেভেলের একটু উপরে। পিছনে যেন অগোছালো জামাকাপড় বা বইপত্রের স্তূপ না জমে থাকে, সেটা একটু দেখে নেবেন। আর দেওয়াল বা পর্দার রঙের সঙ্গে যেন পোশাকের রং মিশে না যায়, সেটাও নিশ্চিত করে নেওয়া দরকার।
হ্যাঁ, এই গরমে বাড়িতে থাকার সময়ে আমরা চুলটা টেনে মাথার উপর ঝুঁটি করে রাখতেই বেশি পছন্দ করি, সেটা আরামদায়ক তো বটেই। শ্যাম্পু করাও হয়ে ওঠে না আলসেমির জন্য। কিন্তু মিটিংয়ের আগে প্লিজ একটু পরিচ্ছন্ন হয়ে নিন। মুখে সামান্য টিন্টেড ময়েশ্চরাইজার লাগান, চুল আঁচড়ে নিন পরিষ্কার করে। লিপস্টিক দরকার নেই, তবে টিন্টেড লিপ বাম চলতে পারে।
Collected from GOOGLE
ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুরের মঞ্চে অনামিকা খান্নার পোশাকে ঝলমলে জাহ্নবী-অর্জুন কাপুর
দেখতে দেখতে 15 বছরে পা দিল ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর এবং কলকাতায় তাদের সদ্য সমাপ্ত এডিশনটি নিঃসন্দেহে বহুদিন ফ্যাশন-সচেতন মানুষের মনে থাকবে। ফ্যাশন ডিজ়াইন কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে কিউরেটর ইন চিফ হিসেবে হাত মিলিয়েছিলেন ডিজ়াইনার আশিস সোনি। ফ্যাশনের উৎসব উদযাপিত হল তিনটি থিমের আধারে – ক্রাফট, ব্লেন্ড এবং আইডেন্টিটি। মুম্বইতে অনুষ্ঠিতব্য এই ইভেন্টের গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবেন ভারতসেরা 15জন ডিজ়াইনার।
এবারের ট্যুরের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ‘শোকেস’ বিভাগটি। যেখানে অংশ নিলেন উঠতি এবং প্রতিশ্রুতিমান ডিজ়াইনার ও মডেলরা। নজর কেড়ে নিল কলকাতা পর্বের কালেকশন গ্যালারি আর স্টাইল ফোরামও। কালেকশন গ্যালারিতে ঠাঁই পেয়েছে কল্লোল দত্ত, দেব আর নীল, আয়ুষ্মান মিত্র, পারমিতা ব্যানার্জি, দিব্যা শেঠের মতো 40 জন ডিজ়াইনারের নজরকাড়া কাজ। শোকেস বিভাগে লাদাখি হস্তশিল্পের অসামান্য প্রদর্শন দেখালেন লাদাখের তরুণ ডিজ়াইনার স্টানজ়িন পালমো। স্টাইল ফোরামের মনোজ্ঞ আলোচনায় যোগ দিলেন ডিজ়াইনার অঞ্জু মোদী, ফোটোগ্রাফার অনুষ্কা মেনন, ক্রীড়া ভাষ্যকার গৌতম ভিমানি, ডিজ়াইনার পারমিতা ব্যানার্জি, ‘শি ফাউন্ডেশন’-এর শামলু দুদেজা প্রমুখ।
অনামিকা খান্নার ‘মাই ক্রাফট, মাই প্রাইড’ শীর্ষক শোয়ে যে পোশাকগুলি তুলে ধরলেন, তার কারিগরি রীতিমতো চোখ ধাঁধিয়ে দিতে পারে। স্যাটিন, সিল্ক, খাদি কটনের ফ্যাব্রিকে তৈরি পোশাকগুলি নিজস্বতা ও শৈল্পিক চেতনায় অনন্য হয়ে উঠেছিল। চিত্রতারকা জাহ্নবী ও অর্জুন কাপুর ছিলেন অনামিকার শো স্টপার। কলকাতার গর্ব এই ডিজ়াইনার বললেন, ‘‘আজকাল তো দুনিয়া প্রবলভাবে বাণিজ্যিক হয়ে উঠেছে, হস্তশিল্প কিন্তু সেই পথে চলে না। হাতের কাজ মানে হচ্ছে মানুষের স্পর্শ। সনাতন এই পদ্ধতিগুলির সংরক্ষণ হলেই একমাত্র আমরা নিজেদের স্বাধীনভাবে প্রকাশ করতে পারব।’’
Collected from GOOGLE
📝📝আপনি আপনার কোম্পানির লাইসেন্স কিভাবে করবেন।
আমি গ্রুপে আমার কোম্পানির লাইসেন্স পেয়ে একটা পোস্ট করেছিলাম তাই অনেকে কমেন্ট করেছেন কোম্পানি রেজিষ্ট্রেশন প্রক্রিয়া বলার জন্য আমি অনেকের কমেন্টের রিপ্লাই দিয়েছি আবার অনেকের দিতে পারিনি তাই ভাবলাম নিজের কোম্পানির লাইসেন্স করার অবিজ্ঞতা থেকে একটা পোস্ট করি তাহলে যাদের জানার আগ্রহ তারা কিছুটা আইডি পাবেন। (নিজের অবিজ্ঞতা থেকে লেখা ভুলত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন)।
আপনি যদি মনস্থির করে থাকেন আপনি কোম্পানি করবেন তাহলে প্রথমত আপনাকে নিম্নে দুইজন আর সর্বোচ্চ ৫০ জন কোম্পানি পার্টনার নিতে হবে কারণ কোম্পানি আইনে একা কোম্পানি করা যায়না।
👉 কোম্পানি করার সিদ্ধান্ত নেওয়ার পর আপনাকে কোম্পানির একটা নাম ঠিক করতে হবে কোন নামে আপনি কোম্পানি রেজিষ্ট্রেশন করাবেন, যখন নাম ঠিক করে ফেলবেন মূলত এখান থেকেই আপনার রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু। এখন আপনাকে আপনার কোম্পানির ঠিক করা নামের *নেইম ক্লিয়ারেন্স* নিতে হবে RJSC এর কাছে থেকে তারজন্য এই সাইটে গিয়ে আপনি ইমেইল পাসওয়ার্ড দিয়ে একটা একাউন্ট করবেন (http://www.roc.gov.bd) তারপর সার্চ দিয়ে দেখবেন আপনার ঠিক করা নামটি খালি আছে কিনা যদি খালি থাকে তাহলে নাম ক্লিয়ারেন্স নিতে পারবেন অন্যথায় পারবেন না, নাম খালি থাকলে আপনাকে নাম ক্লিয়ারেন্স ফি ৬০০ টাকা ও ১৫% ভ্যাট ব্যাংকে জমা দিতে হবে, নাম ক্লিয়ারেন্স পাওয়ার পর নিম্নে উল্লেখিত কাগজপত্র গুলো আপনাকে RJSC তে জমা দিতে হবে, আরজেএসসি কর্তৃপক্ষ আপনার কাগজপত্র ঠিক থাকলে খুব তারাতাড়ি আপনার ইমেইলে লাইসেন্স এর সফট কপি পাঠিয়ে দিবে।
👉👉আপনার যা যা কাগজপত্র লাগবেঃ-
★ আপনার ঠিক করা কোম্পানির নামের *নেইম ক্লিয়ারেন্স*
★ মেমোরেন্ডার অব এসোসিয়েশন এবং আর্টিকেল অব এসোসিয়েশন। (এই কাগজ গুলো মুলত কোম্পানির মূলধন কত, কোম্পানি কি কি ব্যবসা করবে, কোম্পানি কিভাবে পরিচালিত হবে এই বিষয়ের দলিল, এই ডকুমেন্টস গুলো যে কোনো এডভোকেট দিয়ে লেখানো উচিৎ কারণ অনেক অইনি বিষয় থাকে)।
★ তারপর একটা শেয়ারহোল্ডারদের বিবরণী দিতে হবে যেখানে উল্লেখ থাকবে কে কতটুকু শেয়ার নিতেছেন কার পজিশন কি সবার ঠিকানা ভোটার আইডি নাম্বার এই বিষয়ে বিস্তারিত।
★ এরপর শেয়ারহোল্ডারদের টিআইএন সার্টিফিকেট জমা দিতে হবে।
★আপনার কোম্পানি অফিসের ঠিকানা ও শেয়ারহোল্ডারদের IX ফরমে স্বাক্ষর।
👉👉কোম্পানি রেজিষ্ট্রেশন খরচ মূলত আপনার মূলধনের উপর নির্ভর করে তবে আপনার যদি অথোরাইজড ক্যাপিটাল এক কোটি টাকা হয় তাহলে আপনি আরজেএসসি রেজিষ্ট্রেশন প্রক্রিয়া কন্সাল্টেন্সি ফি সহ ৪০ হাজার টাকার ভিতরে করে নিতে পারবেন।
(পরবর্তীতে আপনার কিছু কাগজপত্র লাগবে যেমনঃ কোম্পানির ট্রেড লাইসেন্স, কোম্পানি লোগো ও ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন, ব্যাংক একাউন্ট করা)।
👉👉💰কোম্পানি করার সুবিধাগুলো যা জানি তা লিখে দিলামঃ-
★আপনি যদি বড় পরিসরে কিছু করতে চান মানে আপনার স্বপ্ন যদি শতশত কোটি টাকার চ্যালেঞ্জ নিয়ে কাজ করার ইচ্ছে থাকে তাহলে আপনার প্রচুর মূলধন দরকার পড়বে আর এই মূলধন আপনার একার না হলেও মূলধন সংগ্রহের জন্য আপনি অনেক সুবিধা পাবেন।
★আপনার কোম্পানিতে যারা বিনিয়োগ করবে বা শেয়ার ক্রয় করবে আপনার প্রতিষ্ঠান কোম্পানি রেজিষ্ট্রেশনের আওতাধীন থাকার কারণে বিনিয়োগকারীদের বিনিয়োগের ঝুকির পরিমাণ কম থাকে *কারণ কোম্পানির দায় অসিম*। উদাহরণ দিলে বুঝবেন ধরুন আপনি ব্যাংক ঋণ, বিনিয়োগ সহ ব্যবসায় লস করছেন তাহলে এখন আপনাকে লসের ভাগ নিতে হবে কিনা, হ্যা আপনি লসের ভাগ নিবেন তবে আপনার যত টাকা কোম্পানিতে যে পরিমাণ টাকা বিনিয়োগ আছে সে পরিমাণ টাকার লসের ভাগ নিবেন।
★একটা কোম্পানি করতে গেলে আপনি বা যারা মিলে কোম্পানি করতেছেন সবার ব্যক্তিগত অনেক কাগজ পত্র আরজেএসসির কাছে জমা দিতে হয় সেক্ষেত্রে দেখা যায় কোম্পানি প্রতারণা বা জালিয়াতি করতে পারেনা ভেগে যাওয়াতো অনেক দূরের বিষয়, তাই যে কেউ আপনার কোম্পানি সাথে কাজ করতে বা বিনিয়োগ করতে বিশ্বাস এবং আশ্বস্তবোধ করে।
★আপনার ব্যবসার মূলধনের প্রয়োজনে আপনি যদি ব্যাংক ঋণ নিতে চান তাহলে সহজে ব্যাংক ঋণ পাওয়া যায়, মানে হলো ব্যাংক একমালিকানাধীন প্রতিষ্ঠানের চেয়ে অংশীদারি প্রতিষ্ঠানকে সহজে ঋণ দিয়ে থাকে।
★একটা কোম্পানি একবার রেজিষ্ট্রেশন করে নিলে আর তা কখনো বন্ধ হতে পারেনা যতক্ষণ না আইনের মাধ্যমে তা বন্ধ না করা হয়। মানে একটা কোম্পানির অস্তিত্ব চিরন্তন থাকে।
★আরেকটা বিষয় সেটা হলো আপনি যে কোনো সময় আপনার কোম্পানির শেয়ার যে কারো কাছে বিক্রি এবং সহজে হস্তান্তর করতে পারবেন। আরো অনেক সুযোগসুবিধা আছে।
** কারো যদি আর কিছু জানার থাকে তাহলে কমেন্টে লিখুন আমি জানলে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ **
সাইফুল ইসলাম হাবিব
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক
তানহাবিব ইন্ডাস্ট্রি লিঃ
www.tanhabib.com
01715818574
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Sylhet
3100
Hatura Road, Sahporan
Sylhet, 3103
Lack View housing development Pvt ltd Project. Thare are few minits gone to project near the Hatura
Jangail Point Sunamganj Road Sylhet
Sylhet, 3100
Arif Plastic Recycling Industry
Sylhet
Sylhet, 3200
Non owven soping bag and face masks manufacturer
Al Falah Complex, 1st Floor, Lalbazar, Bondor
Sylhet, 3100
POLY Cable Industries.Limited. Safety_In_Every_Connection!
Village: Rupchang Union : Nijpat, Janitapur
Sylhet, 3156
Relentless pursuit to produce 100% organic food.