মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার
শায়খ আব্দুল্লাহ রহঃ'র পূণ্যস্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান!
আলহামদুলিল্লাহ! সকল পরীক্ষার্থী ও আসাতিযায়ে কেরামসহ মুহিব্বীন ও মুতায়াল্লিকীনকে আন্তরিক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ।
জামেয়ার ভর্তি বিজ্ঞপ্তি! আব্দুল্লাহী কাননে আপনাকে স্বাগতম।
মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার মাদরাসার দীর্ঘদিনের শায়খুল হাদীস, প্রিয় শায়খ আল্লামা মুফতি ইউসুফ শ্যামপুরী (রহ:)এর আহলিয়ায়ে মুহতারামা ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহ....
জানাযা- বাদ আছর, হরিপুর বাজার মাদরাসা মাঠে।
উভয়ই শুক্রবার দিনে ইন্তেকাল করেছেন আলহামদুলিল্লাহ!
আল্লাহ তায়ালা উভয়কে যেনো জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমীন।
'হৃদয়ে মাদরাসাতুল উলুম' গজলের ইউটিউব লিংক কমেন্টে পাবেন!
আলহামদুলিল্লাহ!
আপনাদের প্রিয় মাদরাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজার মাদরাসার বার্ষিক জলসায় নগদ চাঁদা হয়েছে- ৮৩,০০,০০০/- (তিরাশি লক্ষ টাকা)
আল্লাহ সকলের দানকে কবুল করুন।
ফুযালায়ে কেরামের পদচারণায় মুখরিত ফুযালা স্টল!
মোবারক মাহফিলে সবাই আমন্ত্রিত!
মুহতারাম ফুযালাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে!
হরিপুর বাজার মাদরাসার স্বনামধন্য সফল মুহতামিম হযরত মাওলানা শায়খ হিলাল আহমদ হাফিযাহুল্লাহ'র পবিত্র উমরাহ ও যিয়ারাহ শেষে প্রত্যাবর্তনে হরিপুরবাসীর রাজকীয় অভ্যর্থনা!
আলহামদুলিল্লাহ!
মাদরে ইলমী মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার এর এনামী জলসায় নগদ চাঁদা হয়েছে ৩৮,৫২,০০০/- (আটত্রিশ লক্ষ বাহান্ন হাজার টাকা।)
ফালিল্লাহিল হামদ।
হরিপুর বাজার মাদরাসার দীর্ঘদিনের স্বনামধন্য শায়খুল হাদীস বরেণ্য আলেম আল্লামা শায়খ মুফতি ইউসুফ শ্যামপুরী রাহিমাহুল্লাহ'র শানে একটি তাযিয়া গজল!
01841593283 মুহতামিম, হরিপুর বাজার মাদরাসা।
মাদরাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজার মাদরাসার স্বনামধন্য সফল মুহতামিম উস্তাদে মুহতারাম শায়খ হিলাল আহমদ দা. বা. এর মোবাইল হারিয়ে যাওয়াতে পুরাতন নাম্বার তোলা সম্ভব হয়নি।
এখন থেকে এই নাম্বার 01841593283 হযরত ব্যবহার করছেন। সার্বক্ষণিক এই নাম্বারেই হযরতকে পাওয়া যাবে।
শেয়ার, কপি/পেস্ট করে সবাইকে বিষয়টি জানিয়ে দিতে সহযোগিতা করুন।
বরেণ্য আলেম, ফাযিলে মাদরাসাতুল উলুম মাওলানা আব্দুশ শাকুর তোয়াকুলীর ইন্তেকাল!
কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামেয়া কলাবাড়ী মাদরাসার সিনিয়র শিক্ষক ও মাদরাসা সংলগ্ন জামে মসজিদের খতিব মাওলানা আব্দুশ শাকুর সাহেব (৫৫) আজ সকালে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আগামীকাল (১৮ সেপ্টেম্বর) তোয়াকুল কান্দিগ্রামে সকাল ৯টায় নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
শায়খুল হাদীস মুফতি হউসুফ শ্যামপুরী রাহিমাহুল্লাহ সম্পর্কে শায়খে বাগেরখালীর হৃদয়গ্রাহী অনুভূতি!
الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى
امابعد
শায়খুল মাশায়িখ, ওলীয়ে যামান, মুজাহিদে মিল্লাত, উস্তাদে মুহতারাম শায়খুল হাদীস মুফতি ইউসুফ শ্যামপুরী রহ. ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। তিনি আমার উস্তাদ ও মুশীর ছিলেন। তাঁর জীবন চরিত ছিলো সলফে সালেহীনের নমুনায় পরিবেষ্টিত। যুহদ ও তাকওয়া দ্বারা পরিশোধিত। সুন্নাহর পথে সদাসর্বদা পরিচালিত। দ্বীনের ওপর সুসংগঠিত ও সুপ্রতিষ্ঠিত।
হেমু মাদরাসায় পড়াকালীন হযরতের শাগিরদ হওয়ার সৌভাগ্য হয়েছিলো। তা ছাড়া দীর্ঘদিন একই প্রতিষ্ঠানের সহকর্মী থাকায় হযরতকে অত্যন্ত কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। আমি হযরতকে তাকওয়া ও পরহেযগারীর উজ্জল দৃষ্টান্ত মনে করি। তিনি উস্তাযুনা শায়খ আব্দুল্লাহ রহ.'র জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন। জিহাদী চেতনায় শায়খ রহ.'র পূর্ণ অনুসারী ছিলেন। সামাজিক সমস্যা নিরসনে একজন দক্ষ মুরব্বী ছিলেন। কোনোদিন সুন্নাহ বিরোধী কোনো মাকরূহ এমনকি মুশতাবাহ কাজের সাথেও জড়িত দেখি নি। হকের পথে অটল ও অবিচল একজন মহান ব্যক্তি ছিলেন। কিতাব অধ্যয়নের ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। দরস ও তাদরীসে ছিলেন অনন্য। আত্মশুদ্ধির লাইনে ছিলেন একজন পরিশুদ্ধ মানুষ।
তিনি মাদরাসাতুল উলুম হরিপুর বাজার মাদরাসার একজন দক্ষ দিকপাল ছিলেন। হযরত মুহতামিম সাহেব সহ সকল উস্তাদ তালাবার রাহনুমা ও পরামর্শ দাতা ছিলেন। যে কোনো হাঙ্গামা কিংবা সমস্যার সম্মুখীন হলে আমরা মোটেও বিচলিত হতাম না। ভাবতাম, আমাদের পাটওয়ার হুজুর যেহেতু আছেন, তিনিই সমাধান করবেন। তিনি ছিলেন আমাদের আশ্রয়ের ঠিকানা। আজ আমরা সেই আশ্রয়স্থল হারিয়ে ভীষণভাবে মর্মাহত ও শোকাহত।
হরিপুর বাজার মাদরাসার নাযিম ও শায়খুল হাদীস প্রিয় শাগিরদে রশীদ মাওলানা শায়খ নযরুল ইসলাম তোয়াকুলী হযরতের জীবনী রচনার কাজ হাতে নিয়েছেন শোনে আমি খুব আনন্দিত হয়েছি। আল্লাহ তায়ালা তাকে উভয় জাহানে কামিয়াবী দান করুন। ইলমে আমলে বারাকাহ দান করুন।
ইনশাআল্লাহ পাঠকমহল এই মহান মনিষীর জীবনী গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে অনেক উপকৃত হতে পারবেন। জীবনের পাথেয় খোঁজে পাবেন। আত্মার খোরাক পাবেন। সর্বপুরি আদর্শ জীবনের সন্ধান পাবেন।
পরিশেষে রাব্বে কারীমের কাছে প্রার্থনা করছি যে, হযরত রাহিমাহুল্লাহকে যেনো জান্নাতের উচ্চ আসনে অধিষ্ঠিত করেন। শোক সন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জমীল আতা করেন। হযরতের রূহানী ও ইলমী ফয়েয দ্বারা আমাদেরকে ফয়যিয়াব করেন। আমীন।
মোহাম্মদ আব্দুল কাদির বাগেরখালী
খাদিমে হাদীস, হরিপুর বাজার মাদরাসা।
নাই নাই নাই শায়খে শ্যামপুরী রহ.!
লিখেছেন: মাওলানা আব্দুল ওয়াদুদ
গেয়েছে: সাইদুর রহমান সিয়াম।
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবীতে ২৭ মে শনিবার সিলেট বিভাগীয় খতমে নবুওয়াত মহা সমাবেশ সফলের লক্ষে হরিপুর বাজারে প্রচার মিছিল ও পথসভার দৃশ্য!
ঈদুল ফিতরের সুন্নাহ সমূহ!
আগ্রহীরা ২ শাওয়ালের মধ্যে যোগাযোগ করুন। নাদিয়ার মুয়াল্লিম ট্রেনিং। হরিপুর বাজার মাদরাসা।
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ!
আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার'র বার্ষিক জলসার নগদ চাঁদা হয়েছে -৬৭,১২,৫০০/- (সাতষট্টি লক্ষ বারো হাজার পাঁচশত টাকা)
আল্লাহ সকলের দানকে কবুল করুন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the university
Website
Address
Sylhet
3100
Tilagarh
Sylhet, 3100
Sylhet Engineering College (SEC) established in the year 2007 under the School of Applied Sciences & Technology, Shahjalal University of Science and Technology, is best of its kind...
Technical Road
Sylhet, 3100
Sylhet polytechnic is a one of the most popular institute of the Bangladesh. It is situeted in the
Mirer Moydan
Sylhet
Blue Bird School is not one of the it's just simply the best school in Sylhet city.From 2006 it has started college section.In a short period of time Blue Bird College has also ear...
Technical Road
Sylhet, 3100
It is a page where you know about all the updates of Sylhet Polytechnic Institute
Sylhet
আসসালামু আলাইকুম সকলের ভালোবাসায় এবং সাপোর্টে আমার এই পেইজটি এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।
29/5 Pathantola Road
Sylhet
Jalalabad Ragib-Rabeya Medical College, Sylhet is situated in divisional headquarter of Sylhet Divis
Sylhet
স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখ স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয়না