Sri Sri mahalakshmi Voirobi griba mahapeeth
One of the 51 satipeeths, Jainpur ,south Surma . Sylhet-3100, Bangladesh
শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী তিথিতে পীঠস্থানের পুজা মন্ডপ পরিদর্শনে আসেন সিলেটের মাননীয় বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক জনাব আবু আহমেদ সিদ্দিকী এনডিসি, এস. এম. পি.'র পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম,সেবা, দক্ষিণ সুরমা উপজেলার ইউএনও জনাব উর্মি রায়, বিশিষ্ট রাজনীতিবিদ জেলা বিএনপি'র সভাপতি জনাব কাইয়ুম চৌধুরী সহ বিভিন্ন অংগনের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এ সময় দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পীঠস্থান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী তিথিতে আজ পীঠস্থানের দুর্গামন্দিরে দুর্গা মায়ের সপ্তমীপূজা চলছে......
পীঠস্থান পরিচালনা কমিটির উপদেষ্টা, টিলাগড় নিবাসী সিলেটের প্রথিতযশা শিক্ষক, অধ্যক্ষ(অবঃ) প্রফেসর অনিল চন্দ্র দেব গতকাল রাত ২.০০ ঘটিকার সময় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো ৭৭ বছর। তাহার মৃত্যুতে পরিচালনা কমিটির পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও তাহার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো যাচ্ছে।
সাধারণ সম্পাদক
পীঠস্থান পরিচালনা কমিটি।
সতীপীঠে শারদোৎসবে সবাই স্বাদরে আমন্ত্রিত।
অদ্য পীঠস্থান পরিদর্শন ও তথায় পুজা দিতে আসেন ভারতের উত্তর প্রদেশের বারানসিস্থিত রামকৃষ্ণ হোমস এর মহারাজ স্বামী অপ্রমেয়ানন্দজী। সিলেট রামকৃষ্ণ মিশনের উত্তম মহারাজ তার সংগে ছিলেন। এসময় বিশিষ্ট ইমিগ্রেশন বিশেষজ্ঞ আর.কে.ধর,বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পি শান্তিময় ভট্টাচার্য, পীঠস্থান পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক, সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক লাভলু দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
১৭ই এপ্রিল বুধবার মহানবমী তিথিতে বিহীত পুজার মধ্য দিয়ে সম্পন্ন হলো ৩ দিন ব্যাপী সতীপীঠের অধিষ্ঠাত্রী মায়ের ১৪৩১ বাংলা/২০২৪ খ্রিষ্টাব্দ সনের বাতসরিক পুজার অনুষ্টানাদী।সবার অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর ভাবে বাতসরিক পুজা ২০২৪খ্রীস্টাব্দ সুসম্পন্ন হওয়ায় পীঠস্থান পরিচালনা কমিটির শ্রদ্ধেয় উপদেষ্টাবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ, সতীতীর্থ সেবক সংঘের সদস্যবৃন্দ,এলাকাবাসী ভক্তবৃন্দ, সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত পূণ্যার্থীবৃন্দ এবং সর্বোপরি বৃহত্তর জৈনপুর চান্দাই এলাকা সহ সিলেট সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পীঠস্থান পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সবার প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা।-
শুভেচ্ছান্তে-
শিবব্রত ভৌমিক চন্দন
সভাপতি
ও
জনার্দন চক্রবর্ত্তী মিন্টু
সাধারণ সম্পাদক
শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ
জৈনপুর,সিলেট।
অদ্য বাতসরিক পুজার ২য় দিনে মহা অষ্টমী তিথিতে পীঠস্থানের প্রশাসনিক ভবনের ১ম তলার শুভ উদ্বোধন ও সতীপীঠের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার, মিঃ চন্দ্র শেখর, সেকেন্ড সেক্রেটারি মিঃ মানস কুমার মুস্তাফি,শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ডঃ দিলীপ কুমার দাস চৌধুরী, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ রকিব খান, সিলেট গ্যাস ফিল্ডস এর জিএম প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস, সিলেট গ্যাস ফিল্ডস এর ব্যাবস্থাপক নিধু ভুষন দাস উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন পীঠস্থান পরিচালনা কমিটির অন্যতম সহসভাপতি শ্রী চন্দন দাস।রাষ্ট্রীয় কাজে ব্যাস্ত থাকায় অনুষ্ঠানের প্রধান বক্তা সিলেট -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব তাঁহার একান্ত সচিব মাধ্যমে ভার্চুয়ালী ভবন উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানের শুরতে চন্ডী পাঠ করেন পুরোহিত দুলু চক্রবর্তী। বক্তারা সতীপীঠের মাহাত্ম্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং প্রধান অতিথি মাননীয় মেয়র ও বিশেষ অতিথি কাউন্সিলর রকিব খান পীঠস্থানের উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিক চন্দন ও অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী জনার্দন চক্রবর্তী মিন্টু।
মায়ের মহাসপ্তমীর পুজা চলছে.....
আসন্ন বাতসরিক পুজায় সকল ভক্তবৃন্দের উপস্তিতি ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
অদ্য পীঠস্থানে মায়ের বাতসরিক পুজা ২০২৪ উপলক্ষে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সভা সভার শেষ পর্যায়ে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য অবিনাশ দাস (অপু) মহাষয়কে তাহার কানাডা সফর উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে সম্বর্ধনা প্রদান করা হয়।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, পীঠস্থানের পীঠাধীষ্টাত্রী দেবতা শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবীর আসন্ন বাতসরিক পুজা- ২০২৪ উপলক্ষে আগামী ১লা মার্চ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকার সময় পীঠস্থানে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হইবে। উক্ত সাধারণ সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাইতেছে। তাছাড়া, উক্ত সাধারণ সভায় যাতে পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সহ সাধারণ ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করা যায়, সে ব্যাপারে সবাইকে যার যার অবস্থান থেকে যথাসম্ভব ভুমিকা রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাইতেছে।
অনুরোধ ক্রমে--
সাধারণ সম্পাদক
পরিচালনা কমিটি।
অষ্টম শ্রেনীর ধর্মশিক্ষা বইয়ে পীঠস্থানের বর্ণনা দেওয়ার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ (এনসিটিবি) কর্তৃপক্ষকে পীঠস্থান পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
অদ্য পীঠস্থানে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট পরিচালিত ধর্মীয় শিক্ষা (বয়স্ক) কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে ট্রাস্টের সিলেট শাখার সহকারী পরিচালক শ্রী রবিন আচার্য ও বিশেষ অতিথি হিসাবে মাউশি, সিলেট এর উপ পরিচালক অধ্যাপক শ্রী প্রতাপ চৌধুরী মহাষয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীঠস্থান পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিক চন্দন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন পীঠস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী জনার্দন চক্রবর্তী মিন্টু।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পীঠস্থান পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি শ্রী নারায়ণ চক্রবর্তী, সহ সম্পাদক শ্রী দীপংকর পাল,সাংগঠনিক সম্পাদক শ্রী লাভলু দেব, প্রচার সম্পাদক শ্রী পুলক দেব,সিনিয়র সদস্য শ্রী অবিনাশ দাস অপু,পুরোহিত শ্রী দুলু চক্রবর্তী প্রমুখ সহ সতীতীর্থ সেবক সংঘের সদস্যবৃন্দ এবং শিক্ষা কেন্দ্রের শিক্ষয়িত্রী মিতু নাথ সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সিলেট -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব সাহেবকে অভিনন্দন জানাতে অদ্য এমপি সাহেবের বাড়িতে আমরা।
পীঠস্থানের ৩ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজে মাননীয় সাংসদ জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব কর্তৃক বিগত ২১/৫/২৩ ইং তারিখে GSID--2 প্রকল্পের আওতায় বরাদ্দকৃত ৫.০০.০০০/০০ টাকার অনুদানের প্রেক্ষিতে বিগত ২২/৮/২৩ ইং তারিখে প্রেরীত প্রাক্কলন মাননীয় সংসদ সদস্যের তড়িৎ হস্তক্ষেপে ১২/১১/২৩ তারিখে LGED বিভাগ কর্তৃক চুড়ান্ত অনুমোদিত হওয়ায় সিলেট -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান মহোদয়কে পীঠস্থান পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
জনার্দন চক্রবর্তী মিন্টু
সাধারণ সম্পাদক,
পীঠস্থান পরিচালনা কমিটি।
গত পরশুদিন মঙ্গলবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন অন্তে সন্ধ্যায় শান্তিজল গ্রহণ ও বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হলো অত্র সতীপীঠের ১৪৩০ বাংলা সনের শারদীয় দুর্গাপূজার অনুষ্টানাদী।সবার অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দর ভাবে শারদীয় দুর্গোতসব ২০২৩ খ্রীস্টাব্দ এর দুর্গাপূজা সুসম্পন্ন হওয়ায় পীঠস্থান পরিচালনা কমিটির শ্রদ্ধেয় উপদেষ্টাবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্যবৃন্দ, সতীতীর্থ সেবক সংঘের সদস্যবৃন্দ,এলাকাবাসী ভক্তবৃন্দ, সিলেট বিভাগ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত পূণ্যার্থীবৃন্দ এবং সর্বোপরি বৃহত্তর জৈনপুর এলাকা সহ সিলেট সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পীঠস্থান পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সবার প্রতি রইলো বিজয়ার শুভেচ্ছা
"শুভ বিজয়া"।--
শিবব্রত ভৌমিক চন্দন
সভাপতি
ও
জনার্দন চক্রবর্ত্তী মিন্টু
সাধারণ সম্পাদক
শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ
জৈনপুর,সিলেট।
শারদীয় দুর্গাপূজা ১৪৩০ বাংলা, মহা নবমী তিথিতে পীঠস্থানের দুর্গামন্দিরে ভক্ত সমাগমের কয়েকটি স্থিরচিত্র।
শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে গতকাল মহা সপ্তমীদিনে সবার সাথে শুভেচ্ছা বিনিময় এবং পীঠস্থান ও দুর্গামন্ডপ পরিদর্শনে আসেন সিলেট -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব,সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিঃ দেবজিত সিংহ,সিলেট জেলার এডিএম জনাব ইমরুল হাসান, দক্ষিন সুরমা উপজেলার ইউএনও জনাবা উর্মি রায়, মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব মাসুক উদ্দিন আহমদ ও সম্পাদক জনাব অধ্যাপক মোঃজাকির হোসেন, সিলেট জেলা আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক জনাব কবির উদ্দিন আহমদ,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব মোঃ ফজলুল করিম হেলাল সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় পীঠস্থান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাদেরকে পীঠস্থানে স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন।
অদ্য পীঠস্থানে পুজো দিতে আসেন জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল ও অপু উকিল। এ সময় পীঠস্থান পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, সহ সভাপতি নারায়ণ চক্রবর্তী, নির্বাহী সদস্য বিদ্যুৎ দাস, প্রচার সম্পাদক পরিতোষ দেব পুলক, আওয়ামী লীগ নেতা জনাব ফজলুল করিম হেলাল,কৃষি কর্মকর্তা প্রানতোষ দাস,পুরোহিত দুলু চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
অদ্য ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্নাত্নানন্দজী মহারাজ এবং সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ পীঠস্থান পরিদর্শন ও তথায় পুজো দিতে আসেন। এ সময় পীঠস্থান পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্ত্তী মিন্টু, সহ সম্পাদক মিন্টু দাস, সদস্য সুব্রত দেব লাভলু ও পুরোহিত দুলু চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
ভক্তবৃন্দের আগমনে মুখরিত হয়ে উঠুক পীঠস্থানের শারদীয় দুর্গাপূজা- ১৪৩০ বাংলার আয়োজন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ০৪/০৮/২০২৩ শুক্রবার সকাল ১১.০০ ঘটিকায় পীঠস্থানে এলাকাবাসী ভক্তবৃন্দের উপস্থিতিতে কার্যনির্বাহী কমিটির এক সভা আহবান করা হইয়াছে।উক্ত সভায় সংস্লিষ্ট সকলের উপস্তিতি কামনা করা যাচ্ছে।
অনুরোধক্রমে ---
সাধারণ সম্পাদক
কার্যনির্বাহী কমিটি।
বাতসরিক পুজা চলিতেছে......
পুজায় সবাই স্বাদরে আমন্ত্রিত ---