Mirza's Blog
we are making video
ও দুদু ডালে কি জানি কালা কালা লাগতেছে......
follow us on Twitter & Instagram :
https://twitter.com/ShomotVai
https://instagram.com/shomot.vai
#সহমতভাই #সিরিয়াসভাই
সমবায়ে ৫শ’ স্বজনকে চাকরি! পদবি-উচ্চমান সহকারী। চাকরি সমবায় অধিদফতরে। বসেন রাজধানীর শেরে বাংলা নগরস্থ প্রধান কার্যালয়ে। আর এখান থেকেই তিন.....
বিজয় ৭১ হলের আবাসিক শিক্ষার্থী মোঃ শাহরিয়াদ হোসেনকে টর্চার সেলে রাতভর মারধর করে হল ছাত্রলীগ।
হামলার ঘটনা বর্ণনা এবং নির্যাতনকারীদের শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করে শাহরিয়াদ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট নির্যাতনকারীদের বহিষ্কার দাবি এবং মামলা করার কথা বলেন শাহরিয়াদ।
পৃথিবীর কোন দেশের বিশ্ববিদ্যালয়ে এমন রাজনৈতিক দখলদারিত্ব আছে বলে জানা নেই। এই আধুনিক দাসত্ব থেকে মুক্তি না মিললে কখনোই আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাড়াতে পারবো না।
১৯১৯ সালের তৃতীয় শ্রেণীর প্রশ্ন।
ছবি: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র (মমিনুল)
প্রাচীন যুগে চীনারা বহিঃশত্রুর আক্রমন থেকে নিরাপদে থাকতে
গ্রেটওয়াল নির্মাণ করেছিল।
গ্রেটওয়ালের দেয়াল এত উঁচু করা হয়েছিল যাতে
শত্রুরা দেয়াল টপকিয়ে চীন আক্রমন করতে না পারে।
ইন্টারেস্টিং বিষয় হলো,
গ্রেটওয়াল নির্মাণের প্রথম একশো বছরের মাথায়
চীনারা তিন বার বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়।
আরো আশ্চর্যের বিষয় হলো,
কোনোবারই আক্রমণকারীদের দেয়াল টপকাতে
বা দেয়াল ভাঙতে হয় নি।
কারণ প্রতিবারই তারা পাহারারত দেয়াল-রক্ষীদের ঘুষ দিয়ে
মূল গেট দিয়েই চীনে ঢুকে পড়ে।
চীনারা মজবুত দেয়াল তৈরি করেছিল বটে,
কিন্তু পাহারাদার দেয়ালরক্ষীদের চরিত্র মজবুত করেনি,
ফলে আক্রমন থেকে নিজেদের বাঁচাতে পারে নি।
আমাদের অবস্থাও আজ তাই।
আমরা দেয়াল নির্মান করে চলছি,
কিন্তু দেয়াল পাহারাদারকে চরিত্র নির্মান করি নি।
তাইতো, আজ শিক্ষার হার বেড়েছে,
কিন্তু মানবতা, মানবিক মূল্যবোধ, মনুষ্বত্ব বাড়ে নি।
আপনি কোন জাতিসভ্যতাকে ধ্বংস করে দিতে চাইলে
জাস্ট তিনটি কাজ করুন,
(ক) পরিবার ও পারিবারিক গঠন ধ্বংস করে দিন
(খ) শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিন
(গ) তরুণ সমাজকে আদর্শচ্যুত করে দিন
ব্যস, আর কিছুই করতে হবে না।
এবার সব আপনার নির্দেশে চলবে।
ব্যাংক খাতে ‘লাইসেন্স টু লুট’, বাংলাদেশ সংস্করণ লাইসেন্স টু কিল মানেই জেমস বন্ড। ব্রিটিশ গোয়েন্দা গল্পের নায়ক জেমস বন্ডকে এই লাইসেন্স দেওয়া আছে। চরিত্রটি কাল্প....
এই বইটা খুবই চিন্তা করে লেখা। এখানে তথ্য আছে। ব্যাখ্যা আছে। এটা একটা পড়ার মতো বই।
যে কোন কিছু কেনার সময় তিনগুন খরচ করলে সেটা থেকে আয় কখনোই আর লাভজনক হয় না।
তাই সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত কেনাকাটার ফলে ধারের টাকা শোধ করার সক্ষমতা থাকে না।
যে ভবন তিনগুন খরচে বানানো সেটা ভাড়া দিলেই ক্ষতি হবে। কারণ এর ভাড়া তো তিনগুণ হবে না।
গনি মিয়া এজন্য গনি মিয়াই থেকে যায়। যতোই ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করুক, তার ভাগ্য বদলায় না।
এই বইটা নিয়ে অর্থনীতির ছাত্ররা আলাপ করতে পারেন।
তারুণ্যের জয় হোক...
আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দিয়ে বাংলা একাডেমি তার স্বকীয়তা হারিয়েছে।
এই টাকাকে রিজার্ভ হিসেবে গুনলেই হয়। রিজার্ভ এ এই টাকা যোগ করে পাচারকারিদের ধার দিয়ে দিক। ধার শোধ করবে না আর রিজার্ভের পরিমানও বাড়লো।
এভাবেই তো অংক করছে অনেকদিন ধরে।
'মুঘলরা ভারতে থেকেছে, বিনিয়োগ করেছে; ব্রিটিশরা করেছে সম্পদ পাচার' - Roar বাংলা ব্রিটিশরা ভিন্ন ছিল এই অর্থে যে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না দেশটির প্রতি। মুঘলরা ছিল এমন ধরনের দখলদার, যারা আগেও এ...
১৯৬১/৬২ সালের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার অঙ্ক পরীক্ষার প্রশ্ন।
ছবি: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র (খুরশেদ)
দূরভিক্ষ ও মহামন্দার আশংকা শোনা যাচ্ছে। দায়িত্বশীল মহল থেকে সতর্কতা করা হচ্ছে। সবাই সচেতন হউন। আসুন, আমরা কৃষিজ ও শিল্প উৎপাদন বাড়াই, অপচয় রোধ করি,পরিমিত ব্যয় করি, সঞ্চয় করি।
দেশ ও জাতিকে বাচাতে সকল অনিয়ম, দুরনিতি,অপব্যয়, অপচয় রোধ করি।
সবার সম্মিলিত প্রচেষ্টাই আমাদেরকে আসন্ন দূরযোগ থেকে রক্ষা করতে পারবে, ইনশাআল্লাহ!!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Tangail
1900
Tangail
This is my own page. On this page I take up the events around me and my surroundings ..
Tangail
-🦋 অচিরেই তোমার প্রতিপালক🦋 তোমাকে এতো দিবেন যে তুমি খুশি হয়ে যাবে!"😍 (সূরা আদ দোহা-৫)🦋
যমুনা, কালিহাতী, টাঙ্গাইল
Tangail, 1900
সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে ।
Tangail
⊱༅༎�� বদলে ফেলেছি আমি অভিমানের ধরণ মুখে থাকে হাসি চোখে থাকে অনুভূতি নিঃশব্দে মরণ।�� ⊱༅༎��