RETINA-Tangail
রেটিনা টাঙ্গাইল শাখার একটি ফেসবুক পেজ।
প্রিয় শিক্ষার্থী,
মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৩-২৪ সেশনের জন্য তোমাদের বহুল আকাঙ্ক্ষিত রেটিনার “এক্সক্লুসিভ এক্সাম ব্যাচ” শুরু হতে যাচ্ছে। যারা মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে চাও ও রেটিনার সমৃদ্ধ প্রকাশনা নিতে ইচ্ছুক তাদের জন্য এই কোর্সটি।
কেনো রেটিনায় পরীক্ষা দিবে?
গত সেশনে তোমরা দেখেছো, যারা স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিয়ে অভ্যস্ত ছিল তারাই চান্স পেয়েছে। রেটিনার প্রতিটি ক্লাস টেস্ট, টিউটোরিয়াল ও মডেল টেস্টের প্রশ্নপত্র প্রণয়ন করা হয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের অনুকরণে। কখনোই এমন প্রশ্নে পরীক্ষা নেয়া হয় না যা শিক্ষার্থীদের অতি আত্মবিশ্বাসী করে তোলে কিংবা এমন কঠিন প্রশ্ন, যা শিক্ষার্থীদের হতাশার সাগরে ফেলে দেয়। তাই রেটিনার মানসম্মত প্রশ্ন সলভ করার মাধ্যমে তোমরা যেকোনো প্রশ্নে ভালো করার জন্য যোগ্য হয়ে উঠবে।
অনলাইন কিংবা অফলাইন উভয়ভাবেই কোর্সটি করা যাবে।
১০০০/- ছাড়ে ভর্তি চলছে..
❏ ওরিয়েন্টেশন: ০৮ অক্টোবর ২০২৩ (সম্ভাব্য)
❏ পরীক্ষা শুরু: ১০ অক্টোবর ২০২৩ (সম্ভাব্য)
❏ পরীক্ষার বার: রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার
কোর্স প্ল্যান:
➜ ৩৬ টি ক্লাস টেস্ট
➜ ১২ টি টিউটোরিয়াল
➜ ১২ টি পেপার ও সাবজেক্ট ফাইনাল
➜ ১৫ টি মডেল টেস্ট
➠ সকল পরীক্ষা ২ সেট প্রশ্নে নেয়া হবে
➠ পরীক্ষার পর ব্যাখ্যাসহ উত্তরপত্র দেয়া হবে
ম্যাটেরিয়াল'স: (সবার জন্য)
১. মেডিকেল প্রশ্ন ব্যাংক
২. অনুশীলনীর প্রশ্নব্যাংক
৩. প্র্যাকটিস বুক
৪. জিকে বুলেটিন
৫. বঙ্গবন্ধু কর্ণার
৬. বন্ধকালীন সময়ে প্র্যাকটিসের জন্য প্রশ্ন এবং OMR
প্রকাশনা সহ প্যাকেজে এগুলোর পাশাপাশি থাকবে ৮ টি ডাইজেস্ট ও ৪ খন্ডের একটি সম্পূর্ণ প্রস্তুতি সহায়ক গাইড।
ভর্তি ফি ও ছাড়:
➠ প্রকাশনা সহ-১১,০০০/-
➠ প্রকাশনা ছাড়া-৮০০০/-
(উভয় ক্ষেত্রে ১,০০০/- ছাড়!)
❏ অনলাইনে ভর্তির জন্য- www.retinabd.org/admission
❏ যোগাযোগ: 09677 999 666
Welcome to Retina Medical & Dental Admission Coaching Welcome to Retina Medical & Dental Admission Coaching
১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ ৪৩ বছর যাবৎ রেটিনা মেডিকেল এ্যান্ড ডেন্টাল এ্যাডমিশন কোচিং সুনামের সাথে তার কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠানটি মেডিকেল, একাডেমিক ও ভার্সিটি ভর্তি প্রস্তুতি বৈ অন্য কোনো সেবা প্রদান করেনি বা যুক্ত থাকেনি।
সম্প্রতি "রেটিনা প্লাস নার্সিং ভর্তি কোচিং" নামে একটি প্রতিষ্ঠান আমাদের নজরে আসে, যারা রেটিনার খ্যাতিকে ব্যবহার করে, #রেটিনা নাম জুড়ে দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে। ফলশ্রুতিতে অনেক শিক্ষার্থী ও শুভাকাংখী প্রতিনিয়ত তথ্য বিভ্রাট ও নিম্নমানের সার্ভিস পেয়ে প্রতারণার শিকার হচ্ছেন।
রেটিনা প্লাস বা এ ধরণের নামধারী কোনো প্রতিষ্ঠানের সাথে #রেটিনার দূরতম সম্পর্কও নেই। অতএব এ সংক্রান্ত তথ্য বিকৃতি বা প্রবঞ্চনা থেকে সকলকে সাবধান থাকতে অনুরোধ করা হচ্ছে।
‘রেটিনা+’ নার্সিং ভর্তি কোচিং-কে রেটিনা ভেবে প্রতারিত হবেন না।
Retina Narsingdi - রেটিনা নরসিংদী
লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজে ২০২৩ এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান।
HSC'23 পরীক্ষার্থীদের জন্য রেটিনা টাঙ্গাইল শাখা আয়োজন করছে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার।
তারিখঃ ১১ জুলাই ২০২৩
সেমিনারের আলোচ্য বিষয়-
★ মেডিকেল ভর্তি পরীক্ষার বিস্তারিত
★ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিস্তারিত
সেমিনারে ফ্রি রেজিস্ট্রেশন করতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন-
Name College Name Mobile No
Sent to 01707 781779
প্রয়োজনে- 01707 781779
ক্যারিয়ার গাইড লাইন সেমিনার-২৩
স্থান :- টাঙ্গাইল রেটিনা অফিস
তাং:- ১১জুলাই (মঙ্গলবার)
❝ঈদ হোক সাম্যের সাহসের গান
ঈদ হোক জীবনের সুখ অফুরান❞
পবিত্র ঈদুল—আযহার শুভেচ্ছা।
❞عيد مبــــــــــــــــــــارك❝ 🌙
প্রিয় রেটিনা স্টার’২৩ পরীক্ষার্থী,
আগামীকাল ২৪ জুন তোমাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে HSC/Aliml'23 পরীক্ষার্থীদের সবচেয়ে বড় প্রতিযোগিতা রেটিনা স্টার’২৩! আশাকরি ভালো প্রস্তুতি নিয়েছ। তোমাদের পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করার জন্য কিছু নির্দেশাবলী মেনে চলতে হবে। তোমরা নিশ্চয়ই নিজেদের মতো করে সব গুছিয়ে নিবে এবং পরীক্ষা কেন্দ্রে অবশ্যই সময়মতো উপস্থিত হওয়ার চেষ্টা করবে। চলো, নির্দেশাবলীগুলো দেখে নেইঃ 💕
রেটিনা স্টার ২০২৩
পরীক্ষা: ২৪ জুন, ২০২৩
সময়: সকাল ১০ টা
ছবি থেকে প্রত্যেকের আসন বিন্যাস দেখে নাও।
প্রিয়,
সময় যত অতিক্রম করছে, প্রতিযোগিতা জ্যামিতিক হারে বাড়ছে! সবকিছুই কেমন যেনো কঠিন হয়ে যাচ্ছে। স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাচ্ছে। কিন্তু এর মধ্যেই আমরা আত্মবিশ্বাসী ও সফলদের দেখতে পাই! তুমি যদি ওদের জীবন নিয়ে পর্যালোচনা করো, দেখতে পাবে ওরা সময়ের সবথেকে সঠিক ব্যবহার করে থাকে।
এইচএসসিতে থাকা কালীন সময়েই বেসিক কনসেপ্ট গুলো ভালোভাবে বুঝে নেয়। কঠিন বিষয়গুলো আয়ত্ত করে নেয়।
তোমাকেও এভাবে এগিয়ে থাকতে হবে। স্বপ্নের সিঁড়িতে পা রেখে অগ্রসর হতে হবে। তাই এখনি ভর্তি হয়ে যাও সুবিধাজনক ব্যাচে। ভর্তি হলেই প্রি-মেডিকেল প্রিপারেশন'২৩ সম্পূর্ণ ফ্রি পাচ্ছো!
কোর্সে যা থাকছে-
➠ ৩৬টি ক্লাস
➠ ৩৬টি ক্লাসটেস্ট
➠ ১২টি টিউটোরিয়াল
➠ ৮টি পেপার ফাইনাল
➠ ৪টি সাবজেক্ট ফাইনাল
➠ ১৫টি মডেল টেস্ট
◉ ক্লাসের ধরণ: অফলাইন এবং অনলাইন
◉ সহায়ক প্রকাশনা:
● রেটিনা ডাইজেস্ট (৮ টি)
● প্রশ্নব্যাংক (৩ টি) ও
● গাইড (৪ খন্ড)
◉ কোর্স ফি: ২২,০০০/-
৪,০০০/- ছাড়ে ভর্তি চলছে...!
👉👉👉ভর্তি হলেই থাকছে প্রি-মেডিকেল কোর্সটি ফ্রি!👈👈👈
যা থাকছে:
◉ মোট ক্লাসঃ ৪০ টি
ক্লাসঃ সপ্তাহে ৪ দিন (রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার)
কোর্সে জীববিজ্ঞান ও রসায়ন এর শর্ট সিলেবাস শেষ করা হবে।
◉ টেস্টপেপার সলভ ক্লাসঃ ৮ টি
(পদার্থ- ৪ টি ও গণিত- ৪ টি)
◉ HSC মডেল টেস্ট
প্রি-মেডিকেল শুরুঃ মার্চের ১ম সপ্তাহে
অনলাইনে ভর্তি: www.retinabd.org/admission
📲 ভর্তি সহ অন্যান্য সামগ্রিক বিষয়ে যোগাযোগ: যোগাযোগঃ 01707781779
প্রিয় HSC'23 পরীক্ষার্থী,
তোমরা জেনে খুশি হবে, তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে "রেটিনা স্টার'২৩" পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষা থাকায় তোমাদের দাবি ও প্রত্যাশার কথা চিন্তা করে এবারের স্টার পরীক্ষা হতে যাচ্ছে ২৪ জুন, ২০২৩ তারিখে।
সারাদেশের অসংখ্য মেধাবীদের মাঝে নিজেকে যাচাইয়ের একটা সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ এখানেই!
মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয় সে সম্পর্কে আইডিয়া পাবে, পাশাপাশি তোমাদের HSC এর প্রিপারেশন কেমন হয়েছে, তা সহজেই বুঝতে পারবে।
দেশের সর্ববৃহৎ এই প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করছ তো?
জোনভিত্তিক এবং সেন্ট্রালি তোমাদের জন্য থাকছে ১৫ লক্ষ টাকার নগদ পুরস্কার ও শিক্ষাবৃত্তি!!
একটু বিস্তারিত দেখে নিই, চলো..
কারা পরীক্ষা দিতে পারবে: ২০২৩ সালের HSC/আলিম পরীক্ষার্থীরা (বাংলা ও ইংরেজি মাধ্যম)
✅ পরীক্ষার সিলেবাস: HSC সিলেবাস
✅ প্রশ্নের ধরণ: মেডিকেল স্ট্যান্ডার্ড
✅ পরীক্ষার মানবন্টন: ১০০ ( MCQ), নেগেটিভ মার্কিং ০.২৫ (অর্থাৎ ৪টি ভুল উত্তরে ১ মার্ক বাদ যাবে।)
➠ জীববিজ্ঞান: ৪০
➠ রসায়ন: ৩৫
➠ পদার্থবিজ্ঞান: ২৫
✅পরীক্ষার পাশ মার্ক: ৪০
✅রেজিস্ট্রেশন ফি: ফ্রি!!
✅রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/12zjruhtsGK8Ko9t5
বা সরাসরি রেটিনার নিকটস্থ ব্রাঞ্চে।
📅 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৭ জুন, ২০২৩
📅 পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৪ জুন, ২০২৩
পরীক্ষার মাধ্যম: অফলাইন
➠ বিস্তারিত জানতে জয়েন করো- https://www.facebook.com/groups/retinaofficial/ গ্রুপে
তো ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলো। দেখা হচ্ছে, ইনশাআল্লাহ...
(বি.দ্র. কোন কলেজ থেকে ২০০ এর অধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলে তাদের মধ্যে মেধাতালিকায় প্রথম ১০ জনের জন্য রয়েছে বিশেষ পুরষ্কার
আলহামদুলিল্লাহ।
ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা ২০২২-২৩
স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট।
নাম: মাইশা মেহজাবিন ঐশী
রেটিনা রোল: 452619
এক্স: কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল
চান্সপ্রাপ্ত সকলকে অভিনন্দন ও শুভকামনা 💕
আলহামদুলিল্লাহ।
ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা ২০২২-২৩
শেরে বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট বরিশাল।
নাম: ইসরাত জাহান ইলা
রেটিনা রোল: ৪৫১৫১০
এক্স: কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল
চান্সপ্রাপ্ত সকলকে অভিনন্দন ও শুভকামনা 💕
প্রিয় SSC/দাখিল ২০২৩ ব্যাচের ভাইয়া ও আপু,
তোমার পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় নিশ্চয়ই দম ফেলবারও সময় নেই। শীঘ্রই মাধ্যমিকের সিঁড়ি অতিক্রম করে উচ্চ মাধ্যমিকের অধ্যায় শুরু করবে। তীব্র প্রতিযোগিতার এই যুগে অলস সময় কাটানোর জো নেই। তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হবে।
লক্ষ্য নির্ধারণ করে, সেই পানে ছুটতে হবে। হাজারো শিক্ষার্থীর ভীড়ে তোমার অবস্থান যাচাই করতে, মেধাকে শাণিত করতে, আত্মবিশ্বাস কে বুস্ট আপ করতে, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমাকে অভ্যস্ত করে তুলতে SSC'23 বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রেটিনা আয়োজন করছে
RETINA BIOLOGY OLYMPIAD'23.
বিশ্রামের মাঝেই সময় করে রেজিস্ট্রেশন করে নাও।
📢তোমাদের জন্য থাকছে ১৫ লক্ষ টাকার নগদ শিক্ষাবৃত্তি ও পুরস্কার!!!
#রেজিস্ট্রেশন ফ্রী!
রেজিস্ট্রেশনের শেষ সময়: ৩ জুন, ২০২৩
পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১০ জুন, ২০২৩
কারা অংশগ্রহণ করতে পারবে: SSC/সমমান ২০২৩ এর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী।
রেজিষ্ট্রেশনের মাধ্যম: রেটিনার নিকটস্থ ব্রাঞ্চে বা
অনলাইন গুগল ফর্মে https://forms.gle/R5eBwz5KibMwMNat5
সিলেবাস: SSC'23 বায়োলজি সিলেবাস
জোনভিত্তিক পুরস্কার:
১ম: ৫ হাজার টাকা
২য়: ৩ হাজার টাকা
৩য়: ২ হাজার টাকা
৪র্থ - ১০তম: ১ হাজার টাকা
১১তম - ৫০তম: ৫০০ টাকা
কেন্দ্রীয় মেধাতালিকার প্রথম ২০ এর জন্য পুরষ্কার:
১ম: Laptop
২য়: ipad
৩য়: Android phone
৪র্থ - ১০ম: Smart watch
১১তম - ২০তম: TWS Earbuds
বিস্তারিত জানতে জয়েন করো https://www.facebook.com/retinatangail
01707781779
প্রিয় শিক্ষার্থী,
নিশ্চয়ই ভালো আছো। HSC/আলিম পরীক্ষার প্রস্তুতি ভালভাবেই নিচ্ছো। অনেকে এখন থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছো। স্বপ্ন দেখছ সাদা এপ্রোন গায়ে জড়ানোর।
আচ্ছা, বলো তো, ভর্তি পরীক্ষার আগেই যদি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে HSC শর্ট সিলেবাসের ওপরে ১০০ মার্কের একটা MCQ পরীক্ষা নেওয়া হয়, কেমন হয়?
সেই সাথে থাকছে জোনভিত্তিক এবং সেন্ট্রালি সর্বমোট ১৫ লক্ষ টাকার নগদ পুরস্কার ও শিক্ষাবৃত্তি !!
একটু বিস্তারিত দেখে নিই, চলো..
🍁 কারা পরীক্ষা দিতে পারবেঃ ২০২৩ সালের HSC/আলিম পরীক্ষার্থীরা।
🍁 পরীক্ষার সিলেবাসঃ HSC সিলেবাস
🍁 প্রশ্নের ধরণঃ মেডিকেল স্ট্যান্ডার্ড
🍁 পরীক্ষার মানবন্টনঃ ১০০ ( MCQ), নেগেটিভ মার্কিং ০.২৫ (অর্থাৎ ৪টি ভুল উত্তরে ১ মার্ক বাদ যাবে।)
🔹জীববিজ্ঞানঃ ৪০
🔹রসায়নঃ ৩৫
🔹পদার্থবিজ্ঞানঃ ২৫
🍁 পরীক্ষার পাশ মার্কঃ ৪০
🍁 রেজিস্ট্রেশন ফিঃ ফ্রি!!
🍁 রেজিস্ট্রেশন লিংকঃ https://forms.gle/12zjruhtsGK8Ko9t5
বা সরাসরি রেটিনার নিকটস্থ ব্রাঞ্চে।
🍁 রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১৪ মে, ২০২৩
🍁 পরীক্ষার সম্ভাব্য তারিখঃ ২০ মে, ২০২৩
🍁 পরীক্ষার মাধ্যমঃ অফলাইন
বিস্তারিত জানতে জয়েন করো- https://www.facebook.com/groups/retinaofficial/ গ্রুপে
তো ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলো। দেখা হচ্ছে, ইনশাআল্লাহ...
(বি.দ্র. কোন কলেজ থেকে ২০০ এর অধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলে তাদের মধ্যে মেধাতালিকায় প্রথম ১০ জনের জন্য রয়েছে বিশেষ পুরষ্কার)
চলমান জীবনে চড়াই-উৎরাই থাকবে কিন্তু ধৈর্যহারা হওয়া যাবে না। অল্পতেই হতাশ হওয়া যাবে না। কষ্টের পর ইনশাআল্লাহ স্বস্তি ফিরে আসবেই।
রেটিনা টাঙ্গাইল শাখায় ৫০০/- ছাড়ে মডেল টেস্ট ব্যাচে ভর্তি চলছে...
প্রিয় শিক্ষার্থী,
মেডিকেল ভর্তি পরীক্ষা যত এগিয়ে আসছে, তোমরাও নিশ্চয় নিজেদের পড়াশুনা গুছিয়ে নিচ্ছো। পড়াশুনা গুছিয়ে নেওয়ার পাশাপাশি বেশি বেশি পরীক্ষা এবং সারা দেশের মেধাবী মেডিকেল ভর্তিচ্ছুদের মধ্যে নিজের অবস্থান যাচাই করে নেওয়াটা এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। রেটিনা তাই আয়োজন করেছে ফাইনাল মডেল টেস্ট প্যাকেজের।
যা থাকছে:
১৫ টি মডেল টেস্ট
০৮ টি পেপার ফাইনাল
০৪ টি সাবজেক্ট ফাইনাল
ভর্তি হলেই তোমরা পাচ্ছ:
১. রেটিনা প্রশ্নব্যাংক
২. মডেল টেস্ট প্র্যাক্টিস বুক
৩. টিউটোরিয়াল এক্সাম- ০৯টি
ভর্তি হলেই থাকছে ৫০০/- ডিসকাউন্ট।
ভর্তি ফি:
প্রকাশনা ছাড়া: ২৫০০/-
প্রকাশনা সহ: ৫৫০০/
ভর্তির জন্য যোগাযোগ করুন:- ২৮২ নর্থ প্যালেস (৪র্থ তলা) আকুর টাকুর পাড়া, টাঙ্গাইল +8801707781779
retinabd.org/admission এই ঠিকানায় ভর্তি হতে পারবে।
যেকোন জিজ্ঞাসায় খোলা থাকছে 09677999666
ওরিয়েন্টেশন আগামী ১৮ ফেব্রুয়ারী, ২০২৩।
দেখা হচ্ছে,ইনশাআল্লাহ
"স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ"
এটি ১৮৫৮ সালে মিটফোর্ড হাসপাতাল নামে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ১৯৭২ সালে মেডিকেল কলেজে রূপান্তরিত হয়। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রাবাসের সংখ্যা ৮ টি। বর্তমানে কলেজটিতে এমবিবিএস, বিডিএস সহ মোট ২৭ টি কোর্স চালু আছে। মিডফোর্ড হাসপাতাল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠান।
তোমার স্বপ্নের ক্যাম্পাস কোনটি? 🤔
মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২২-২৩
১০০০/- ছাড়ে এক্সাম ব্যাচে ভর্তি চলছে...
পরীক্ষা শুরুঃ ০৭ জানুয়ারী ২০২৩
অনলাইন কিংবা অফলাইন উভয়ভাবেই কোর্সটি করা যাবে।
🤔 কেনো রেটিনায় পরীক্ষা দিবে?
রেটিনার প্রতিটি ক্লাস টেস্ট, টিউটোরিয়াল ও মডেল টেস্টের প্রশ্নপত্র প্রণয়ন করা হয় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের অনুকরণে। আমরা কখনোই এমন প্রশ্নে পরীক্ষা নেই না যা অতিরিক্ত সহজ, শিক্ষার্থীদের বায়বীয় আত্মবিশ্বাসের চূড়ান্তে পৌঁছে দেয় কিংবা এমন কঠিন প্রশ্ন, যা শিক্ষার্থীদের হতাশা বাড়িয়ে দেয়। বরং মানসম্মত, ভর্তি পরীক্ষার প্রশ্নের বিশুদ্ধ ক্লোন প্রশ্নপত্র সলভ করার মাধ্যমে শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হয়ে ওঠে।
অনলাইনে ভর্তির জন্যঃ https://www.retinabd.org/admission
যোগাযোগঃ 09677 999 666
প্রিয় HSC'22 পরীক্ষার্থী,
আশা করি সবাই ভাল ও সুস্থ আছো। তোমাদের লিখিত পরীক্ষা তো শেষ, পরীক্ষা কেমন হয়েছে?
তোমাদের জন্য রেটিনা মেডিকেল এন্ড ডেন্টাল এ্যাডমিশন কোচিং, টাঙ্গাইল শাখা আয়োজন করেছে ফ্রি ক্লাস ও গাইডলাইন সেমিনার। উক্ত সেমিনারে DMC ও SSMC'র ভাইয়ারা তোমাদের ক্লাস নিবেন এবং গাইডলাইন দিবেন।
ফ্রি ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করতে তোমার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে তোমার নাম, কলেজ এবং মোবাইল নং ( Name College Mobile No.) লিখে 01707 781 779 নাম্বারে SMS করো।
রেটিনা টাঙ্গাইল শাখাঃ
২৮২ নর্থ প্যালেস (৪র্থ তলা), ঢাকা ক্লিনিকের ১০০ গজ উত্তরে,নব্বই বাড়ি রোড, আকুর টাকুর পাড়া, টাঙ্গাইল।
📞 01707 781 779
গুগল ম্যাপ :
RETINA Tangail - রেটিনা টাঙ্গাইল | Best Medical & Dental Admission Coaching in Tangail · 4th Floor, North Palace, 100 yard north of Dhaka clinic B.B Girls School Road, Akur Takur Para - Polashtoli Link Rd, Tangail 1900, B ★★★★★ · Educational consultant
📢 প্রিয় HSC/সমমান পরীক্ষার্থী,
পরীক্ষা প্রায় শেষের দিকে, স্বপ্নপূরণের সিঁড়িতে এখনই উঠবার সময়।
🎯 তোমার সুবিধার জন্য ছাড়ের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে!
🤔 তোমার বন্ধুদের অনেকেই যুক্ত হয়েছে মেধাবীদের এই মেলায়। তুমি আসছো তো?
👉 অনলাইনে ভর্তি হতে ভিজিট করোঃ www.retinabd.org/admission
📱 09677-999 666
এক ম্যাচ হাতে রেখেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে রেটিনা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।
নিচের কোনটি ভাইরাসজনিত জ্বর নয়?
👇কমেন্টে জানিয়ে দাও তোমার উত্তর।
করোটিকা স্নায়ু (ইংরেজি: cranial nerves) বা ক্রেনিয়াল নার্ভ হচ্ছে সেসকল স্নায়ু যা সরাসরি মস্তিষ্ক থেকে উদ্ভূত। ব্রেইনস্টেম থেকে উদ্ভূত স্নায়ুগুলোও এর মধ্যে অন্তর্ভুক্ত। উল্লেখ্য, করোটিকা স্নায়ুগুলোর মধ্যে দশটির উৎপত্তিস্থল-ই ব্রেইনস্টেম।
বিভিন্ন সংজ্ঞা অনুসারে মানুষের শরীরে বারো থেকে তেরো জোড়া করোটিকা স্নায়ু রয়েছে যেগুলোকে সাধারণত রোমান সংখ্যা (I – XII) দ্বারা নির্দেশ করা হয়। কিছু ক্ষেত্রে এই ক্রম শুরু হয় শূন্যতম করোটিকা স্নায়ু থেকে যা টার্মিনাল স্নায়ু (0) বা ক্রেনিয়াল নার্ভ জিরো নামেও পরিচিত।
সবচেয়ে বড় করোটিক স্নায়ু কোনটি?
👇কমেন্টে জানিয়ে দাও তোমার উত্তর।
সময় বাড়লো রেজিস্ট্রেশনের
রেটিনা স্টার-২২
তোমাদের জন্য থাকছে ২০ লক্ষ টাকার নগদ শিক্ষাবৃত্তি ও পুরস্কার!!!
SSC'22 বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রেটিনা আয়োজন করছে RETINA BIOLOGY OLYMPIAD'22.
রেজিস্ট্রেশন ফ্রী!
♦️ রেজিষ্ট্রেশনের মাধ্যমঃ
অনলাইন গুগল ফর্ম https://forms.gle/TvCFL4VtSByFbF8z7
অফলাইনে সরাসরি ব্রাঞ্চে
♦️ সিলেবাসঃ SSC'22 বায়োলজি শর্ট সিলেবাস
RETINA Biology Olympiad (SSC 2022) " বুকের মাঝে স্বপ্ন হাজার, আকাশসম বড়ো রুখতে জানি বাঁধার পাহাড়, দূর্বিনীত ঝড়ও। " সুপ্রিয় SSC/দাখিল ২০২২ ব্যাচের ভা....
রেটিনা স্টার-২২ টাঙ্গাইল জোন থেকে
পুরস্কার প্রাপ্তদের একাংশ ।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Tangail
1900
Opening Hours
Monday | 09:00 - 18:00 |
Tuesday | 09:00 - 18:00 |
Wednesday | 09:00 - 18:00 |
Thursday | 09:00 - 18:00 |
Friday | 09:00 - 18:00 |
Saturday | 09:00 - 18:00 |
Sunday | 09:00 - 18:00 |
Bashtoil Bazar (near Bashtoil Kazi Office), Mirzapur
Tangail, 1941
cadet college admission test guideline.
Akur Takur Para
Tangail, 1900
Imran Khan is an IELTS spoken English teacher.
Milk Vita Road, Dewla
Tangail, 1900
We help parents/students and organizations with educational planning.
Old Bus Stand , Fire Service
Tangail, 1900
Basic education is the best way to change a nation and to make talent generation in the world 🌍.
Tangail Municipality
Tangail, 1900
আপনি কি আপনার সন্তানের জন্য একজন উপযুক্ত গৃহ শিক্ষক খুঁজছেন? উপযুক্ত গৃহশিক্ষক পেতে কল করুন ।
College Road
Tangail
TUITION PROVIDER Tangail Sadar, Tangail.