Sabbir Ahmed

Bsc Textile Engineering Student

29/11/2023

15 skills.............. High income skills

1.Web Development

Web development involves the creation, modification, and maintenance of websites and web applications. It’s a highly lucrative profession with the global web development market set to reach $254 billion by 2026.

2. SEO

Search engine optimization (SEO) is the process of optimizing websites to rank higher on search engine results pages. As businesses become more aware of the importance of digital channels, demand for SEO professionals has increased drastically in recent years.

3. Online Marketing

Digital marketing is a highly sought-after skill in the age of the internet. Online marketers plan and execute campaigns to promote products and services using digital channels.

4. Video Editing

Video editing involves creating, editing, and optimizing videos for the web. Video has become an essential part of digital marketing, and video editors are in high demand.

5. Copywriting

Copywriting is the art of writing content that persuades readers to take some desired action. It’s a highly lucrative skill because more and more businesses are realizing the power of persuasive copywriting.

6. Graphic Design

Graphic design is the art of creating visually compelling designs. It’s a highly valuable skill that can help businesses create stunning visuals that can grab their customers’ attention.

7. Social Media Management

Social media management involves managing a brand’s presence and engagement on social media platforms. As businesses realize the power of social media, demand for social media experts has skyrocketed.

8. Public Speaking

Public speaking is the art of speaking in front of a large audience. It’s a highly lucrative skill because the demand for experienced speakers has increased significantly in recent years.

9. Coaching and Mentoring

Coaching and mentoring involve helping people to achieve their personal and professional goals. It’s a highly rewarding profession and it doesn’t require a college degree.

10. Consulting

Consulting is the practice of offering professional advice to clients in order to help them achieve their goals. This is another highly lucrative profession and it doesn’t require a degree.

11. Event Planning

Event planning is the creative and logistical process of planning, organizing, and executing an event or series of events. Demand for experienced event planners has increased significantly in recent years.

12. Photography

Photography is the art of capturing stunning visuals using a camera. With the rise of digital photography, demand for professionals has skyrocketed and it doesn’t require a college degree.

13. Video Production

Video production is the process of creating videos for advertising, entertainment, education, and other purposes. It’s a highly lucrative profession and is becoming more in-demand as businesses realize the power of video.

14. Copy Editing

Copy editing is the process of revising and correcting written material for errors of grammar, spelling, syntax, and style. It’s a highly sought-after profession as businesses become more aware of the importance of clear and error-free content.

15. Voice-Over Artist

Voice-over artists provide voice-over recordings for commercials, video games, videos, audio books, and other types of media. Demand for experienced voice-over artists is on the rise and it doesn’t require a degree.

Conclusion

As you can see, there are plenty of high-income skills you can learn without getting a college degree. From web development to copy editing, these skills can help you create a successful and lucrative career.

24/11/2023

চাকুরির বাজার
Corporate Jobs

চাকরি শুরুর পর এতদিন পর্যন্ত আমি কেবল বিভিন্ন প্রতিষ্ঠানে ভাইভা দিয়ে গিয়েছি। ইদানিং নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে, সেটা হচ্ছে, আমি এখন ভাইভা নিচ্ছি। এবং সেটা অপারেটর/ওয়ার্কার লেভেলের ভাইভা না। জুনিয়র ম্যানেজমেন্ট লেভেলের ভাইভা। এবং তারা ফ্রেশ, কোন অভিজ্ঞতা নেই। এই ভাইভাতে প্রচুর পরিমাণে টেকনিক্যাল প্রশ্ন করা হচ্ছে, বাংলা এবং ইংরেজি, দুই ভাষাতেই। তবে টেকনিক্যাল প্রশ্নগুলো গভীর লেভেলের না, একেবারেই প্রিলিমিনারি লেভেলের, এবং তাদের সাবজেক্ট রিলেটেড।
যেহেতু প্রথমবারের মতন এই ধরণের কাজের দায়িত্ব পেয়েছি, কাজেই নানান বিশ্ববিদ্যালয় থেকে ছেলে-পিলের সিভি কালেক্ট করছি এবং তাদেরকে ডাকছি। সরকারী এবং বেসরকারী দুই ধরণের বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কেই ডাকা হচ্ছে।
এবং এই কাজটা করতে গিয়ে আমি যেটা অবজার্ভ করেছি, তা হচ্ছেঃ
১. অনেকের মেইলের বডিতে কিছুই লেখা থাকে না। জাস্ট সিভি এটাচ করে পাঠিয়ে দেয়।
২. অনেকের সিভিতে নানান জায়গায় বানান ভুল থাকে।
৩. ইন্টারভিউতে আসার সময় অনেকের গেটাপ তেমন ভালো থাকে না। কোনমতে একটা শার্ট গায়ে দিয়ে চলে আসে।
৪. অনেককে ইংরেজিতে প্রশ্ন করলেই আটকে যায়। আমতা-আমতা করতে থাকে।
৫. অনেকে যেই পোস্টে ভাইভা দিতে আসে, সেই পোস্ট সম্পর্কে তেমন আইডিয়া নিয়ে আসে না। একেবারে প্রাথমিক লেভেলের ব্যাসিক প্রশ্ন করলেও ভুল-ভাল উত্তর দেয়।
৬. অনেকে যে ইন্টারভিউ দিতে এসেছে, এটাই তাদের মনে থাকে না। ডাক পাওয়ামাত্র কোন অনুমতির তোয়াক্কা না করে সোজা ভাইভা রুমে ঢুকে যায়। এবং অনুমতি না নিয়েই চেয়ারে বসে পড়ে। এখানেই শেষ না, ইন্টারভিউ এর মাঝখানেই পা দোলাতে থাকে।
৭. অনেকের মধ্যে কনফিডেন্সের অনেক অভাব। কথা বলারই সাহস পায় না। আমি নিজেই খোঁচায়-খোঁচায় তাদের পেট থেকে কথা বের করেছি।
সবাই যে এইসব ভুল করেছিলো, তাও না। সবকিছু মিলিয়ে ওভারল ভালো কোয়ালিফিকেশন সম্পন্ন ক্যান্ডিডেট আমি পেয়েছিলাম, কিন্তু সংখ্যায় খুব কম। ম্যাক্সিমামেরই কিছু না কিছু ত্রুটি থাকে।
এখন আমার প্রশ্ন হচ্ছে, এরকম কেন হবে? এগুলো ব্যাসিক লেভেলের বিষয়। এই সংক্রান্ত বিষয়ে কারো ভুল করা উচিৎ না। ভাইভা ভালো-খারাপ কিছু একটা হতেই পারে, কিন্তু একেবারে Core জায়গায় গিয়ে গন্ডগোল পাকিয়ে ফেললে তো মুশকিল। বিশ্ববিদ্যালয়ের রেপুটেশন নিয়ে টান পড়ে।
আমার মতে, যে কোন ইন্টারভিউতে কয়েকটা বিষয়ে ফোকাস করা উচিৎ। তা হচ্ছেঃ
১. যেই পোস্টে ভাইভার জন্য ডাকা হয়েছে, সেই বিষয়ে মিনিমাম একটা পড়াশোনা করে আসা উচিৎ। গুগলে ঐ কন্টেন্টের উপর সার্চ দিলেই অনেক জিনিস পাওয়া যায়। সেগুলো স্টাডি করে আসা উচিৎ।
২. ভাইভায় নিজেকে "প্রেজেন্টেবল" করা অত্যন্ত জরুরি। এরজন্য খুব বেশি কষ্ট করা লাগে না। জাস্ট ফুল ফর্মাল ড্রেসে আসা, চুল ঠিকমতন আঁচড়ানো, রুমে ঢুকার আগে অনুমতি নেওয়া, বসার আগে অনুমতি নেওয়া। এইটুকুই।
৩. বর্তমান জমানায় ইংরেজি ছাড়া দেশ অচল। যে কোন ভাইভাতেই কনভার্সেশনের মাঝখানে ইংরেজিতে একটা ছোট্ট অংশ থাকে। কাজেই, মোটামুটি লেভেলের ইংরেজি বলার দক্ষতা থাকতে হবে। আমেরিকান বা ব্রিটিশ দের মতন ইংরেজি হতে হবে, এমন না। কিন্তু At Least কাজ চালানোর মতন ইংরেজি বিদ্যা জানা থাকতে হবে।
৪. সার্কুলার দেখলাম, আর মেইলে সিভি পাঠিয়ে দিলাম, এত সহজ না বিষয়টা। মেইলের বডিতে প্রাসঙ্গিক কিছু কথা লেখতে হবে। হয়তো যে মেইলটা পাবে, সে লেখাগুলা পড়বেই না ভালোমতন। তাও অন্তত লেখাগুলার উপর চোখ বুলায়ে তার একটা ধারণা হবে, ক্যান্ডিডেট চাকরি টাকে গুরুত্ব দিচ্ছে। একটা পজিটিভ ইমপ্রেশন তৈরী হবে।
৫. সিভিটাকে যত্ন করে এবং সময় নিয়ে বানাতে হবে। বানান ভুল থাকাটা বর্জনীয়। এবং নিজেকে হাইলাইট করা যায়, এই বিষয়গুলো ফুঁটিয়ে তুলতে হবে। বাপের নাম, মায়ের নাম এইগুলা থাকা আর না থাকা একই। এগুলো দিলেও, সিভির একেবারে শেষের দিকে দেওয়া যেতে পারে। কোন নিয়োগকর্তা কখনই দেখবে না ক্যান্ডিডেটের বাবার নাম কি।
৬. কথা বলতে হবে কনফিডেন্টলি। প্রশ্নের উত্তর না জানলে কনফিডেন্টলি বলতে হবে, "স্যার এই বিষয়টা আমার ঠিক জানা নেই।" কিন্তু আমতা-আমতা করা যাবে না। আমতা-আমতা করা মানেই Unsmartness এর লক্ষণ। Boldness সবাই পছন্দ করে।
আজ থেকে ২০ বছর আগে ঢিলা-ঢালা কন্ডিশন ছিলো মার্কেটে। খালুর জোরে-মামার জোরে চাকরি হয়ে যেতো। বর্তমানের মার্কেট আর আগের মতন নেই, দিন-দিন Competitive হচ্ছে। পোস্ট সীমিত, কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা দিন-দিন বাড়ছে। তুমুল প্রতিযোগিতার এই যুগে টিকে থাকতে হলে আলাদা কিছু দেখাতেই হবে। নাহলে পাল্লায় টিকে থাকা যাবে না। এবং এই প্রতিযোগিতায় পাল্লা দিয়ে যারা জয়ী হয়, তারা আসলেই যোগ্য। নিজের যোগ্যতাতেই যোগ্য, খালু-মামার জোরে না।

হিমেল খান
ডেপুটি ম্যানেজার - ইটিপি এন্ড ইসিআর
প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি।

Job information - জব ইনফর্মেশন ☑️

18/11/2023

#পর্ব -১
অনেক দিন থেকে রমেশ দা আর ফোন দেয় না।এখন হয়তো তার অবস্থা ভালো। এখন আর দিন দুপুরে হঠাৎ করে ফোন দেয় না।
-বিভু আমার দু-শ টাকা লাগবে।
হয়তো অনেক ব্যস্থ থাকে তাই হয়তো নক দেয় না।সাত বছর আগের কথা তখন আমি ঢাকা শহরে নতুন।রমেশ দা আমাকে ঢাকা নিয়ে এসেছে।
আমার মা আমাকে আসতে দিতে চাইনি।এই অভাবের সংসার, বাবার খুব ইচ্ছে ছেলেকে বড় হতে হবে যত কষ্ট করা লাগে করবো।
রমেশ দা আমার পিসির ছেলে ঢাকা কলেজে বাংলাতে ডিগ্রি নিচ্ছে।
আমি সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি।
রমেশ দা আমাকে ঢাকা কলেজে রসায়নে ভর্তি করিয়ে দিলো।
আমি তখন কিছু ই বুঝিনা কোথায় ভর্তি হবো কি করবো।
বাবার সাথে সকালে মাঠে কাজ করতাম, কাজ শেষ করে সকাল দশটাতে কলেজে যেতাম। সারাদিন ক্লাস করে আবার বাবার সাথে মাঠে পাট কাটতে যেতাম, না হয় সবজী তুলতে।মোবাইল দেখেছি বন্ধুদের কাছে কিন্তু হাত দেওয়া হয়নি।তবে পরীক্ষার ফলাফল আমার সবসময় ভালো হতো।তাইতো বাবা আমাকে ঢাকা পাঠিয়েছে।বিশ শতকরে শেষের দিক,সালটা ১৯৯৮, আমি ঢাকা কলেজে ভর্তি হয়েছি।রসায়ন আমার সাবজেক্ট।ইলেকট্রন প্রোটন আর নিউক্লিয়াস নিয়ে সারাদিন পার করি।
মাঝে মাঝে রমেশ দার সাথে আড্ডা হয়।ও হ্যা একটা টিউশনি ও পেয়েছি রমেস দা দিয়েছে ব্যবস্থা করে। নতুন বন্ধু হয়েছে অনেকে রুসু,নিহাল,সাজ্জাদ,নেহা আরো অনেকে।সবাই নিজের কাজ নিয়ে ব্যস্থ কেউ ছাত্র রাজনীতি কেউ বা টিউশনি আবার সবাই মিলে সময় পেলে রোস্তমের দোকানে আড্ডা আর চা।
রমেশ দাও আমাদের সাথে চায়ের আড্ডাতে বসতো।রমেশ দা ২য় বর্ষ আমি প্রথম বর্ষ। আমি রমেশ দা এর সাথে ই থাকি।অনেক কষ্ট করে আমাদের দিন চলে।রমেশ দার বাবা নাই, মা অনেক কষ্ট করে কিছু টাকা দেয় মাঝে মাঝে। আর রমেশ দা এর মামারা অনেক ধনি।কিছু কিছু উৎসহ ও সাহায্য পেয়ে রমেশ দা এর লেখাপড়া। রমেশ দা এর বড় বোন আছে, বিয়ে হয়েছে।রমেশ দার কাছে একটা বাটন মোবাইল আছে।রমেশ দার মামা রমেশদা কি কিনে দিছে।আমিও মাঝে মাঝে হাতে নিয়েছি।আমাদের গ্রামের সম্ভু সরদারের ছেলের ফোনে ফোন দিয়ে দু একদিন মা বাবার সাথে কথা বলেছি।যদিও বাড়িতে মাঝে মাঝে চিঠি লেখা হয়।সব সময় সম্ভু সরদারের ছেলের ফোনে ফোন দেওয়া যায় না।খাওয়া দাওয়া লেখাপড়া আর আড্ডা এইতো যাচ্ছে দিন। যদিও আমার কিছু টাকা আয় হওয়া তে বাবার উপর চাপটা কুমছে। রমেশ দা মাঝে মাঝে আমাকে বেশ উৎসহও দিতো। কষ্টের কথা বলার মতো, এই শহরে আপন তো শুধু ই রমেশ দা।............….............চলবে

(সাধারণ হয়ে লেখার চেষ্টা, প্রচুর বানান ভুল করি,পরে সময় পেলে দক্ষ কাউকে দিয়ে বানান ঠিক করিয়ে নিবো🥲)

19/08/2023
18/08/2023

আল্লাহু আকবর

06/07/2023

সুন্দর বিকালে❤️❤️

17/06/2023

The importance of the textile industry :::

The importance of the textile industry in the economy of Bangladesh is very high . The garments manufacturing sector earned $19 billion in the year to June 2012, one of the impoverished nation's biggest industries. Currently this industry is facing great challenges in its growth rate. The major reasons for these challenges can be the global recession, unfavorable trade policies, internal security concerns, the high cost of production due to increase in the energy costs, different safety issues specially fire, etc. Depreciation of Bangladeshi Taka that significantly raised the cost of imported inputs, rise in inflation rate, and high cost of financing has also effected seriously the growth in the textile industry. As a result neither the buyers are able to visit frequently Bangladesh nor are the exporters able to travel abroad for effectively marketing their products. With an in-depth investigation it was found that the Bangladesh textile industry can be brought on top winning track if government and others individuals takes serious actions in removing or normalizing the above mentioned hurdles. Additionally, the government should provide subsidy to the textile industry, minimize the internal dispute among the exporters, withdraw the withholding and sales taxes etc. Purchasing new machinery or enhancing the quality of the existing machinery and introducing new technology can also be very useful in increasing the research and development (R and D) related activities that in the modern era are very important for increasing the industrial growth of a country.

30/05/2023

Congratulations Litton Kumer Das

লিটন কুমার দাস বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২২ এ বর্ষসেরা ক্রীড়াবিদ এবং ক্রিকেটার হিসাবে দ্বৈত সম্মান অর্জন করেন! 👑

30/05/2023

কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।
অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।
ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।
বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এইভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন
ফলাফলে সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...

¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।
কপি

18/05/2023

fabric from apparel Industries.....
It’s not only waste, It's use for new product development.

17/05/2023

has the potential to produce $1.2 billion worth of recycled textile and garment items as the country has a big production base for cotton fibre clothing items.

15/05/2023

:::কর্পোরেট চাকুরির ধরন:::

১.কর্পোরেট এক্সিকিউটিভ :

প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরের কর্মী। এই স্তরের কর্মীরা মূলত প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীর সাথে জড়িতো থাকে।

যেমন:সিইও,সিএফও,সিএমও,সিওও ইত্যাদি। সাধারণত পদের নাম 'C' অক্ষর দিয়ে শুরু হয়,তাদের কে সি-লেভেলের কর্মচারীও বলা হয়ে থাকে।

২,৩,৪,৫ ৬ Coming....
(লেখক:সাইমন)

14/05/2023

ঘূর্ণিঝড়ের সময় করণীয়:

বাতাস শান্ত হয়ে গেছে মনে হলেও ঘর থেকে বের হবেন না। বাতাসের গতিবেগ ফের বাড়তে পারে এবং তা ক্ষতির কারণ হতে পারে। ঘূর্ণিঝড় চলে যাওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণার আগে নিরাপদ আশ্রয়ে থাকুন।

10/05/2023

Our Hero ❤️

10/05/2023

Congratulations ❤️

Half century for Mushfiqur Rahim! 🤩

10/05/2023

🏃‍♂️

04/05/2023

Mahdiul Hasan Murad
Happy Birthday 💥💥💥💥💥

Photos from Sabbir Ahmed's post 16/04/2023

সর্বোচ্চ ১২০০ কাউন্টের সুতার মসলিনের কথাও জানা যায়।
ঢাকাই মসলিনের কাউন্ট ৫০০।

20/02/2023

মানুষ চিতনে করণীয়....

মানুষকে চিনতে হলে তাকে টাকা ধার দিন।
মানুষকে চিনতে হলে তার উপকার করুন।তারপর পরখ করে দেখুন সে কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ।
মানুষকে চিনতে হলে আপনার কোনো গোপন কথা তার কাছে শেয়ার করুন।তারপর দেখুন সে ওই কথাটি হজম করতে পেরেছে কিনা।
মানুষকে চিনতে হলে সে মানুষটির স্বপ্ন সম্পর্কে জানুন।
মানুষকে চিনতে হলে আগে পরীক্ষা-নিরীক্ষা করে দেখুন তিনি তেলবাজি এবং চাটুকারিতা করেন কিনা।
মানুষকে চিনতে হলে আগে দেখুন- সে কুটনামি এবং পরনিন্দা করেন কিনা।
মানুষকে চিনতে হলে আগে দেখুন যে সে পরোপকারী কিনা।
মানুষকে চিনতে হলে আগে দেখুন যে সে সত্যবাদী এবং সত্যান্বেষী কিনা।
বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টভাষী লোকজন অন্যের ক্ষতি করে থাকেন।
কোন বৃহত্তর উদ্দেশ্য নিয়ে কেউ আপনার সাথে মিশছেন কিনা সেটি আগে যাচাই-বাছাই করুন, তারপর সবই বুঝে যাবেন।
কারো মধ্যে লোভ এবং লালসা রয়েছে কিনা সেটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখুন।

20/02/2023

স্মার্ট হতে......

কথা কম বলি,শুনি বেশি।

যা বলি স্পষ্টভাবে বলার চেষ্টা করি।

সুবিধাবাদী এবং ভণ্ডদের এড়িয়ে চলি।

নিজেকে কখনোই সস্তা হতে দেই না।

হুজুগেপনা এবং গুজববাজি থেকে বিরত থাকি।

চেষ্টা করি ভিন্নমত সয়ে নিতে।

চেষ্টা করি ব্যক্তিগত আক্রমণ পরিহার করতে।

চেষ্টা করি তেলবাজি এবং চাটুকারিতার ঊর্ধ্বে উঠতে।

কখনো কখনো পর্যবেক্ষক এবং দর্শক হওয়ার চেষ্টা করি।

বুঝে শুনে পা ফেলি।

নিজেকে পরিপাটি,গোছালো এবং সময়ানুবর্তী রাখার চেষ্টা করি।

চেষ্টা করি ব্যক্তিগতভাবে স্বাধীন থাকতে।

কারো দ্বারা প্রভাবিত হওয়ার ঊর্ধ্বে উঠতে চাই।

নেতিবাচক এবং হতাশাবাদী লোকদের আনাগোনা থেকে নিজেকে বিরত রাখি।

অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করিনা।

কখনো ভুলেও কুটনামি করিনা।

কাউকে বিনা উস্কানিতে আক্রমণ করি না।

কাউকে বিনা কারণে সন্তুষ্ট করিনা।

17/01/2023

Organdy fabric!
Used for Ceremonial Clothing for girls.

08/01/2023

কোটি মানুষের আশা ভরসা গার্মেন্টস শিল্প।
চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করছি তো!?!?❤️

03/01/2023

❤️❤️❤️
Video :Suraia de..

Want your school to be the top-listed School/college in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সুন্দর বিকালে❤️❤️
কোটি মানুষের আশা ভরসা গার্মেন্টস শিল্প। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করছি তো!?!?❤️
❤️❤️❤️Video :Suraia de..
বাবা মানে হাজার বিকেল.......

Telephone

Website

Address

Tangail

Other Colleges & Universities in Tangail (show all)
Mawlana Bhashani Science & Technology University Mawlana Bhashani Science & Technology University
Mawlana Bhashani Science & Technology University, Santosh
Tangail, 1902

Mawlana Bhashani Science and Technology University is a government financed public university of Bangladesh. It is named after the charismatic, legendary political leader of the co...

Mawlana Bhashani Science and Technology University(MBSTU). Mawlana Bhashani Science and Technology University(MBSTU).
Santosh
Tangail, 1902

The students of this university are educated in such a way that they are able to speak and write Eng

অনলাইন BTEC and BHETI ভর্তি প্রস্তুতি কোচিং অনলাইন BTEC and BHETI ভর্তি প্রস্তুতি কোচিং
Tangail

B.SC in Textile Engineering Admission Coaching BTEC & BHETI (২০৮) আসনের ভর্তি প্রস্তুতি সেবা দিচ্ছি।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কালিহাতী শাজাহান সিরাজ কলেজ
কালিহাতী শাজাহান সিরাজ কলেজ
Tangail, ১৯৭০

Kalihati Shajahan Siraj College

This Story This Story
Tangail
Tangail

If you #Love life; don't west time because #life is created by the sun of #time..!!

A͓̽r͓̽a͓̽f͓̽a͓̽t͓̽ ͓̽s͓̽h͓̽o͓̽v͓̽o͓̽ A͓̽r͓̽a͓̽f͓̽a͓̽t͓̽ ͓̽s͓̽h͓̽o͓̽v͓̽o͓̽
Tangail

সম্পদ জীবনের আরাম আয়েশের জন্য 🤩 জীবন সম্পদ অর্জন করার জন্য নয় 🤩 🤫শেখ সাদী রাহমাতুল্লাহ আলাই 🤫

Dipzol vai Dipzol vai
Tangail

king sifat

Titu Vai Titu Vai
Tangail

I am Titu from tangail follow my page Titu vai for Funny content .

Md Shuvo Shekh Md Shuvo Shekh
Tangail

Come Beg Nirma���

Sabbir Khan Sabbir Khan
Ghatile
Tangail, TANGILE

Update

NTC Institute of Computer Education, Tangail NTC Institute of Computer Education, Tangail
Fire Service Road, Purbo Adalotpara, Tangail Sador, Tangail
Tangail, 1900

Computer and Technical Training Center