EnglishClassroom.net

This page is for IETLS, spoken and writing. keep in touch to get all information and videos

30/12/2023
30/12/2023
12/01/2023

অসাধারণ sentence!!!!!!!
Would rather not=পছন্দ করি না
I’d rather not memorize grammar rules. আমি ব্যাকরণের নিয়ম মুখস্থ করা পছন্দ করি না।
I’d rather not go out tonight. আমি আজ রাতে বাইরে যাওয়া পছন্দ করি না।
I’d rather not fly. আমি বিমানে চড়া পছন্দ করি না।
I’d rather not go for a coffee. আমি কফি খাওয়া পছন্দ করি না।
I’d rather not make a phone call at night. আমি রাতে ফোন করা পছন্দ করি না।
I’d rather not walk in the sun.আমি রোদে হাঁটা পছন্দ করি না।
আপনি একটা বাক্য লিখুন।

20/10/2022

💢বার বার চাকরির পরীক্ষায় আসে এমন কিছু গুরুত্বপূর্ণ Adjective লিস্ট:

🔘Night এর adjective - Nocturnal
🔘Moon এর adjective - Lunar
🔘Cow এর adjective - Bovine
🔘Law এর adjective - Legal
🔘Heart এর adjective - Hearty/Heartening
🔘Village এর adjective - Rural
🔘Dog এর adjective - Canine
🔘Sun এর adjective - Solar
🔘Cat এর adjective - Feline
🔘Tax এর adjective - Taxable
🔘Statute এর adjective - Statutory
🔘Marriage এর adjective - Nuptial/Married
🔘Time এর adjective - Temporal
🔘Egg এর adjective - Oval
🔘Bird এর adjective - Avian
🔘Globe এর adjective - Global
🔘Salt এর adjective - Saline
🔘Sea এর adjective - Marine
🔘Home এর adjective - Homely

Collected

20/09/2022

You all can incredibly beautify your speaking using these kinda vocabulary and level up as well.

গুরুত্বপুর্ণ কিছু সমার্থক শব্দ
⛔মূল্যবান= Valuable, precious, costly, useful, beneficial,
⛔চমৎকার= Excellent, superb, outstanding, splendid.
⛔আন্তরিক= Cordial, friendly, affectionate, warm- heated.
⛔আকর্ষণীয়= Cute, adorable, pretty, catchy, appealing
⛔বিরক্তিকর= Boring, tedious, dull, disgusting, annoying,
⛔বিখ্যাত= Famous, popular, well known, prominent, famed.
⛔মন্দ/খারাপ= Bad, inferior, unsatisfactory, nasty, imperfect.
⛔সুখী/আনন্দিত= Happy, cheerful, cheery, merry, joyful, jovial
⛔ধৈর্যশীল= Patient, tolerant, calm, forbearing, persistent,
⛔বোকা/নির্বোধ= Silly, foolish, stupid, unintelligent, idiotic
⛔দক্ষ = Efficient, proficient, skilled, competent, productive.
⛔বিশ্বাস = Believe, trust, faith, confidence, admit, regard
⛔সাহায্য = Help, aid, assist, support, serve, encourage, attend
⛔দেখা = Look, see, notice, watch, observe, view, recognize,
⛔আগ্রহী = Eager, keen, interested, fervent, enthusiastic,
⛔ভুল/ত্রুটি= Wrong, incorrect, mistaken, error, fault,
⛔কল্পনা করা= Imagine, fancy, fantasy, envision, envisage.
⛔ধারনা করা= Idea, concept, belief, opinion, perception, view,
⛔তৈরি/সৃষ্টি করা= Create, make, build, produce, generate
⛔বড়/বৃহৎ= Big, large, vast, huge, immense, massive.
⛔শুরু/আরম্ভ= Start, launch, begin, inception, dawn, opening
⛔প্রশংসা করা= Admire, praise, appreciate, adore, honor,
⛔সন্তুষ্ট= Satisfaction, pleasure, amusement, cheerfulness.
⛔চিন্তা/উদ্বেগ= Worry, anxiety, concern, anguish, uncertainty,
Online English Language Club-OELC
⛔শেষ= End, conclusion, termination, finish, close, edge,
⛔সঠিক= Correct, perfect, appropriate, right, accurate, exact.
⛔বিশেষ= Special, exceptional, exclusive, uncommon, extraordinary
⛔গুরুত্বপূর্ণ= Important, significant, principal, momentous,
⛔চেষ্টা/প্রচেষ্টা= Effort, struggle, attempt, intention, try
⛔দ্রুত= Fast, quick, rapid, speedy, swift, brisk, fleet, active.
⛔শান্ত= Calm, quite, cool, peaceful, tranquil, serene, mild
⛔আবেগ= Emotion, sentiment, reaction, response, passion, feeling.
⛔বিশস্ত= Faithful, devoted, loyal, trustworthy, reliable, trusty, true.
⛔উপকারী= Beneficent, helpful, favourable, useful, beneficent.
⛔ক্রয় করা= Buy, purchase, investment, acquisition, gain, deal.
⛔বুদ্ধিমান= Intelligent, bright, smart, brilliant, creative, quick-witted.
⛔ভদ্র, মার্জিত= Polite, well- mannered, modest, gentle, courteous.
English Therapy
⛔হতাশ= Disappointed, upset, depressed, hopeless, let down.
⛔অসাধারণ= Awesome, impressive, stunning, amazing, mind- blowing.
⛔দুঃখিত= Sorry, sad, unhappy, sorrowful, downcast, penitent.
⛔ধন্যবাদ= Thanks, gratitude, appreciation, gratefulness, thanksgiving.
⛔আশাবাদী= Optimistic, hopeful, confident, promising, expectant.
⛔খুশি /সন্তুষ্ট= Glad, pleased, happy, joyful, delighted, thrilled, merry.
⛔ঘৃণা= Hate, loathing, detestation, dislike, distaste, antipathy.
⛔যাওয়া = Go, proceed, move, recede, depart, fade, disappear, travel
⛔মিথ্যা = False, fake, bogus, counterfeit, spurious, untrue
⛔সামান্য = Little, tiny, small, diminutive, shrimp, runt, puny
⛔বর্ণনা করা = Describe, represent, characterize, narrate, relate,
⛔ধ্বংস = Destroy, ruin, demolish, raze, waste, slay, end
⛔হাস্যকর = Funny, humorous, amusing, comic, comical, laughable
⛔নতুন = New, current, recent, modern, unique, up-to-date, dewy
⛔সব = all, full, whole, every, everyone, entire, total, complete
⛔সর্বদা = always, constantly, ever, permanently, evermore, eternally
⛔সুলভ = available, handy, convenient, common, attainable, obtainable,
⛔সাধারণ = General, common, ordinary, usual, normal, simple, typical
⛔বিশুদ্ধ = Pure, fresh, natural, Perfect, authentic, genuine
⛔সক্রিয় = Active, effective, abuzz, operative, reactive, live, speedy
⛔জয় = Win, victory, gain, success, conquest, , conquest, achievement
⛔উপহার = Gift, grant, presentation, reward, offering, gratuity
⛔তুলনা করা = comparison, compare, contrast, parallel, analogy, parallelism

20/09/2022

No eye has seen, no ear has heard, and no mind has imagined what Allah has prepared for those who love him 😍😍

14/09/2022

সে খাওয়ার মত খেয়েছিল।
He did like eating.
সে পড়ার মতো পড়েছিল।
He did like reading.
সে খেলার মত খেলেছিল।
He did like playing.
সে লেখার মত লিখেছিল।
He did like writing.
যাই হোক না কেন আমার শেখা প্রয়োজন।
No matter what, I need to learn.
যাই হোক না কেন আমার লেখা প্রয়োজন।
No matter what, I need to write.
যাই হোক না কেন আমার জানা প্রয়োজন।
No matter what ,I need to know.
যাই হোক না কেন আমার আসা প্রয়োজন।
No matter what, I need to come.
যাই হোক না কেন আমার জানানো প্রয়োজন।
No matter what , I need to inform.
যাই হোক না কেন আমার বলা প্রয়োজন।
No matter what , I need to say.
যাই হোক না কেন আমার শেখানো প্রয়োজন।
No matter what I need to teach.
যাই হোক না কেন বাংলাদেশের জয় প্রয়োজন।
No matter what, Bangladesh needs to win

পড়া শেষে done লিখে যান😍
Happy learning with
sir

13/09/2022

25 communicative words
1.Every now and then মাঝে মাঝে।
2.Drop dead gorgeous অনেক সুন্দর।
3.A sitting duck সহজ লক্ষ্যবস্তু।
4.A piece of cake খুব সহজ।
5.spick and span পরিষ্কার-পরিচ্ছন্ন।
6.. Off and on → মাঝে মাঝে।
7. Frequently → বারবার।
8. Intermittently → থেমে থেমে।
9. Come what may → যাই ঘটুক না কেন।
10. Nothing serious → মারাত্মক কিছুই না।
11. Sooner or later → দু'দিন আগে অথবা দু'দিন পর
12. What. a luck → কি ভাগ্য!
13. That sounds good → ওহ বেশ ভালো।
14.. What a disaster! → কী সর্বনাশ।
15. The fact is → ব্যাপারটি হচ্ছে।
16. That would be nice → সেটা দারুন হবে।
17. Wow! Nice → ওয়াও! দারুন।
18. Wait a little bit → একটু অপেক্ষা করুণ।
19. No wonder → অবাক হওয়ার কিছুই নেই।
20. Nothing else than → তাছাড়া কিছুই না।
21. Somewhere else → অনয কোথাও।
22. So excited → খুবই উত্তেজিত।
23. I highly appreciate thay → আমি খুবই কৃতজ্ঞ যে।
24. It's all a hoax! → সব ধোঁকাবাজি আর কি!
25. By the way → ও ভালো কথা।
------------------------------
Happy learning with
sir

12/09/2022

Communicative vocab

দেখার মত - Worth-watching
মনে রাখার মত - Worth-remembering
অনিন্দ্য সুন্দর - Irreproachable beauty
অশ্রুসিক্ত নয়নে - With tearful eyes
বাপরে বাপ! - Holy cow!
নাক চুলকানো - Scratching nose
ঠেলা সামলানো - Face the music
ডিগবাজি খাওয়া - Turn a some
ভোজবাজি করা - Hanky panky
দেমাগ দেখানো- haughtiness
সব নষ্টের গোড়া - The root of all spoil
চুরিচামারী - Pilferage
পাগল করে দেওয়া - Drive wild
পার পাওয়া- Get away
ধমক দেত্তয়া – Scold
মিষ্ঠ ভাষী - Silver tongue
লাফানো - Hop
ছিনিয়ে নেওয়া - sn**ch আওয়ায়
সত্যি আনন্দিত ➞ Really pleased
আমি আনন্দিত। ➞ I am delighted
আপনার দয়া। ➞ So kind of you!
এবার তোমার পালা ➞ It’s your turn
আমার কিছু যায় আসেনা! ➞ I don’t care!
এটা সত্যি চমৎকার ➞ That’s fantastic
বলতে গেলে কিছুই না ➞ Next to nothing
ভাষা সংযত করো ➞ Mind your language
আসল কথা বল ➞ Come to the point
খোলাখুলি ভাবে বলতে গেলে। ➞ To be frank
ভাল একটি দিন কাটাও। ➞ Have a good day
------------------------------
Collected and edited.

09/09/2022

There is .... milk in the bottle.

very little
small
very few
a litte.

06/09/2022

দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত বাক্য 😍

1.I like eating. আমি খেতে পছন্দ করি।
2.I want to eat. আমি খেতে চাই।
3.I can eat .আমি খেতে পারি।
4.I could eat . আমি খেতে পারতাম।
5.I will be able to eat. আমি খেতে পারব।
6. I should eat. আমার খাওয়া উচিত।
6.I should have eaten.আমার খাওয়া উচিত ছিল।
7.I could have eaten.আমি খেলেও পারতাম।
8.I had better eat.আমার খাওয়াই ভালো।
9.I used to eat. আমি খেতাম।
10.I am used to eating.আমি খেয়ে অভ্যস্ত।
11.I have to eat.আমাকে খেতে হবে।
12.I had to eat.আমাকে খেতে হয়েছিল।
13.I am to eat.আমাকে খেতে হয়।
14.I would like to eat.আমি খেতে চাই।
15.I would like to have eaten.আমি খেতে চেয়েছিলাম।
16.I cannot but eat. আমি না খেয়ে পারিনা।
17.I could not but eat. আমি না খেয়ে পারলাম না।
18.I must eat. আমি অবশ্যই খাব।
19.I am able to eat. আমি খেতে সক্ষম।
20.I am about to eat.আমি খাব খাব ভাব।
Happy learning with
sir

05/09/2022

Truely.. এটি সঠিক নয়।
Truly.. ট্রুলি
এটি সঠিক।

05/09/2022

Do it soon 😍

04/09/2022

people who are looking for Short -cuts for developing English skill will fail on the Stage.

04/09/2022

feel like + V(ing) = ইচ্ছে করছে.....
১. তোমাকে থাপড়াতে ইচ্ছা করছে।
= I feel like spanking / slapping you.
২. তোমাকে দেখতে ইচ্ছে করছে।
= I feel like seeing you.
৩. তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে।
= I feel like crying (by) hugging you.
৪. তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে।
= I feel like talking to you.
৫. তোরে লাথি মারতে ইচ্ছে করছে।
= I feel like kicking you.
৬. আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে।
= I feel like getting wet in the rain.
৭. চিল্লাইয়া কাঁদতে ইচ্ছে করছে।
= I feel like crying (by) screaming.
৮. আমার চুল ছিড়তে ইচ্ছে করছে।
= I feel like tearing my hair out.

03/09/2022

He talks as if he..... a mad.
a.was
b.is
c.were

30/08/2022

Should have +v3.কোন কাজ করা উচিত ছিল।

1. I should have Written. আমার লিখা উচিত ছিল।
2.I should have tried. আমার চেষ্টা করা উচিত ছিল।
3.I should have said prayer.আমার নামাজ পড়া উচিত ছিল।
4.I should have called you. আমার তোমাকে ফোন করা উচিত ছিল।
5.I should have got 7 in IELTS. আমার আইইএলটিএস পরীক্ষায় 7 পাওয়া উচিত ছিল।
6.I should have accepted the proposal. আমার প্রস্তাবটি গ্রহণ করা উচিত ছিল।
7.I should have gone abroad. আমার বিদেশ যাওয়া উচিত ছিল।
8.I should have considered the matter. আমার বিষয়টা বিবেচনা করা উচিত ছিল।
9.I should have planted tree.আমার গাছ লাগানো উচিত ছিল।
10.I should have denied it. আমার এটা অস্বীকার করা উচিত ছিল।
11.I should have got on the Rickshaw. আমার রিক্সায় উঠা উচিত ছিল।
12.I should have become a doctor. আমার ডক্টর হওয়া উচিত ছিল।
13.I should have brought up the baby.আমার বাচ্চাটি লালন-পালন করা উচিত ছিল।
15. I should have talked to my teacher. আমার শিক্ষকের সাথে কথা বলা উচিত ছিল।
16.I should have made a Poverty free country.আমার একটি দরিদ্র মুক্ত দেশ গড়া উচিত ছিল ।
17.I should have rectified myself.আমার নিজেকে শুধরানো উচিত ছিল।
18. I should have given up bad habit.আমার খারাপ অভ্যাস ত্যাগ করা উচিত ছিল।
19.I should have practiced regularly. আমার নিয়মিত চর্চা করা উচিত ছিল।
20.I should have spoken loudly. আমার জোরে বলা উচিত ছিল।

Happy learning with
sir

23/08/2022

Read aloud
a while কিছুক্ষণের জন্য।
Wait for a while কিছুক্ষণ অপেক্ষা করো।
Write for a while কিছুক্ষণ লেখ।
Sleep for a while কিছুক্ষণ ঘুমাও।
Practice for a while কিছুক্ষণ চর্চা করো।
Try for a while কিছুক্ষণ চেষ্টা করো।
Swim for a while কিছুক্ষণ সাঁতার কাটো।
Run for a while কিছুক্ষণ দৌড়াও।
Recite for a while কিছুক্ষণ আবৃতি কর।
Draw for a while কিছুক্ষণ আক।
Talk for a while কিছুক্ষণ কথা বলো।
Think for a while কিছুক্ষণ চিন্তা করো।
Lough for a while কিছুক্ষণ হাসো।
Drive for a while কিছুক্ষণ চালাও।
Work for a while কিছুক্ষণ কাজ করো।
Happy learning with
sir

22/08/2022

যে বাক্যগুলো আমাদের দৈনন্দিন কথোপকথনে খুবই গুরুত্বপূর্ণ।
I feel very good আমার খুব ভালো লাগছে।
I feel very bad আমার খুব খারাপ লাগছে।
I feel very disturbed আমার খুব অশান্তি লাগছে।
I feel very tired আমার খুব ক্লান্ত লাগছে।
I feel very comfortable আমার খুব আরাম লাগছে।
I feel very cold আমার খুব ঠান্ডা লাগছে।
I feel very hot আমার খুব গরম লাগছে।
I feel very ashamed আমার খুব লজ্জা লাগছে।
I feel very hungry আমার খুব ক্ষুধা লাগছে।
I feel very scared আমার খুব ভয় লাগছে।
I feel very thirsty আমার খুব পিপাসা লাগছে।
Happy learning with

sir.

19/08/2022

Elaborate discussion of Causative verb .
Make=বাধ্যবাধকতা

I make him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই।
I don't make him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই না।
Do I make him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই?
Don't I make him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই না?

Passive.

I have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই।
I don't have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই না।
Do I have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নেই?
Don't I have the car driven.
আমি কি গাড়িটা চালিয়ে নেই না?

I made him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম।
I didn't make him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই নি।
Did I make him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম?
Didn’t I make him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই নি?

I had the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম।
I didn’t have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই নি।
Did I have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম?
Didn’t I have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নেই নি?

I will make him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাব।
I won't make him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাব না।
Will I make him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাব?
Won't I make him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাব না?

I will have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিবো।
I won't have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিবো না।
Will I have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিবো?
Won't I have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিবো না?

Present continuous tense.

I am making him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি।
I am not making him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি না।
Am I making him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি?
Am I not making him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি না?

Passive.

I am having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছি।
I am not having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছি না।
Am I having have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছি?
Am I not having the car driven.
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছি না?

past continuous tense.

I was making him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম।
I wasn’t making him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম না।
Was I making him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম?
Wasn't I making him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম না?

Passive.

I was having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম।
I wasn’t having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না।
Was I having the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম?
Wasn’t I having the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না?

Future continuous tense.

I will be making him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব।
I won't be making him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব না।
Will I be making him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব?
Won't I be making him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব না?

Passive.

I will be having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিতে থাকব।
I won't be having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিতে থাকব না।
Will I be having the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিতে থাকব?
Won't I be having the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিতে থাকব না?

Present, past and future perfect tense.

I have made him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছি।
I haven't made him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই নি।
Have I made him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছি?
Haven’t I made him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই নি?

passive

I have had the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়েছি।
I haven't had the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই নি।
Have I had the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়েছি?
Haven’t I had the car driven.
আমি কি গাড়িটা চালিয়ে নেই নি?

Past perfect tense.

I had made him drive the car before you came.
তুমি আসার আগে আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম।
I hadn't made him drive the car before you came.
তুমি আসার আগে আমি তাকে দিয়ে গাড়িটা চালাই নি।
Had I made him drive the car before you came?
তুমি আসার আগে আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম?
Hadn't I made him drive the car before you came?
তুমি আসার আগে আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই নি?

passive

I had had the car driven before you came.
তুমি আসার আগে আমি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম।
I hadn't had the car driven before you came.
তুমি আসার আগে আমি গাড়িটা চালিয়ে নেই নি।
Had I had the car driven before you came?
তুমি আসার আগে আমি কি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম?
Hadn't I had the car driven before you came?
তুমি আসার আগে আমি কি গাড়িটা চালিয়ে নেই নি?

Future perfect tense

I will have made him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব।
I won't have made him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব না।
Will I have made him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব?
Won't I have made him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব না?

Passive.

I will have have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব।
I won't have have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব না।
Will I have have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব?
Won't I have have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব না?

Present, past and future perfect continuous tense.

I have been making him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি।
I haven't been making him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি না।
Have I been making him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি?
Haven’t I been making him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি না?

passive

I have been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি।
I haven't been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি না।
Have I been having the car driven for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি?
Haven't I been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি না?

Past perfect continuous tense.

I had been making him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছিলাম।
I hadn't been making him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছিলাম না।
Had I been making him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছিলাম?
Hadn’t I been making him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছিলাম না?

passive

I had been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম।
I hadn't been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না।
Had I been having the car driven for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম?
Hadn't I been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না?

Future perfect tense

I will have been making him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাতে থাকব।
I won't have been making him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাতে থাকব না।
Will I have been making him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাতে থাকব?
Won't I have been making him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাতে থাকব না?

passive

I will have been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিতে থাকব।
I won't have been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিতে থাকব না।
Will I have been having the car driven for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিতে থাকব?
Won't I have been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিতে থাকব না?

Have=পেশাদারিত্ব, মানে হলো আমি যাকে দিয়ে কাজটি করিয়ে নিভো তা হলো তার পেশা।

I have him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই।
I don't have him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই না।
Do I have him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই?
Don't I have him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই না?

Passive.

I have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই।
I don't have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই না।
Do I have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নেই?
Don't I have the car driven.
আমি কি গাড়িটা চালিয়ে নেই না?

Past indefinite tense.

I had him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম।
I didn't have him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই নি।
Did I have him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম?
Didn’t I have him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই নি?

Passive.

I had the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম।
I didn’t have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই নি।
Did I have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম?
Didn’t I have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নেই নি?

Future indefinite tense.

I will have him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাবো।
I won't have him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাবো না।
Will I have him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাবো?
Won't I have him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাবো না?

Passive.

I will have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিবো।
I won't have the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিবো না।
Will I have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিবো?
Won't I have the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিবো না?

present, past and future continuous tense.

I am having him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি।
I am not having him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি না।
Am I having him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি?
Am I not having him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি না?

Passive.

I am having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছি।
I am not having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছি না।
Am I having the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছি?
Am I not having the car driven.
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছি না?

Past continuous tense.

I was having him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম।
I wasn’t having him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম না।
Was I having him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম?
Wasn't I having him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম না?

Passive.

I was having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম।
I wasn’t having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না।
Was I having the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম?
Wasn’t I having the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না?

Future continuous tense.

I will be having him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব।
I won't be having him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব না।
Will I be having him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব?
Won't I be having him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব না?

Passive.

I will be having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিতে থাকব।
I won't be having the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিতে থাকব না।
Will I be having the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিতে থাকব?
Won't I be having the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিতে থাকব না?

Present perfect tense.

I have had him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছি।
I haven't had him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই নি।
Have I had him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছি?
Haven't I had him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই নি?

passive.

I have had the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়েছি।
I haven't had the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই নি।
Have I had the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়েছি?
Haven’t I had the car driven.
আমি কি গাড়িটা চালিয়ে নেই নি?

Past perfect tense

I had had him drive the car before you came.
তুমি আসার আগে আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম।
I hadn't had him drive the car before you came.
তুমি আসার আগে আমি তাকে দিয়ে গাড়িটা চালাই নি।
Had I had him drive the car before you came?
তুমি আসার আগে আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম?
Hadn’t I had him drive the car before you came.
তুমি আসার আগে আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই নি?

Passive.

I had had the car driven before you came.
তুমি আসার আগে আমি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম।
I hadn't had the car driven before you came.
তুমি আসার আগে আমি গাড়িটা চালিয়ে নেই নি।
Had I had the car driven before you came?
তুমি আসার আগে আমি কি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম?
Hadn't I had the car driven before you came?
তুমি আসার আগে আমি কি গাড়িটা চালিয়ে নেই নি?

Future perfect tense.

I will have had him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব।
I won't have had him drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব না।
Will I have had him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব?
Won't I have had him drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব না?

Passive.

I will have had the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব।
I won't have had the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব না।
Will I have had the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব?
Won't I have had the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব না?

Present perfect continuous tense.

I have been having him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি।
I haven't been having him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি না।
Have I been having him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি?
Haven’t I been having him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি না?

passive

I have been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি।
I haven't been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি না।
Have I been having the car driven for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি?
Haven't I been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি না?

Past perfect continuous tense.

I had been having him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছিলাম।
I hadn't been having him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছিলাম না।
Had I been having him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছিলাম?
Hadn’t I been having him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছিলাম না?

passive

I had been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম।
I hadn't been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না।
Had I been having the car driven for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম?
Hadn't I been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না?

Future perfect continuous tense.

I will have been having him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি।
I won't have been having him drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি।
Will I have been having him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি?
Won't I have been having him drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি না?

passive

I will have been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি।
I won't have been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি না।
Will I have been having the car driven for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি?
Won't I have been having the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি না?

Get=কাউকে রাজি খুশিয়ে করিয়ে।

Present indifinite tense.

I get him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই।
I don't get him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই না।
Do I get him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই?
Don't I get him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই না?

Passive.

I get the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই।
I don't get the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই না।
Do I get the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নেই?
Don't I get the car driven.
আমি কি গাড়িটা চালিয়ে নেই না?

Past indefinite tense.

I got him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম।
I didn't get him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই নি।
Did I get him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম?
Didn’t I get him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই নি?

Passive.

I got the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম।
I didn’t get the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই নি।
Did I get the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম?
Didn’t I get the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নেই নি?

Future indefinite tense.

I will get him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাব।
I won't get him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাব না।
Will I get him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাব?
Won't I get him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাব না?

Passive.

I will get the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিবো।
I won't get the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিবো না।
Will I get the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিবো?
Won't I get the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিবো না?

Present continuous tense.

I am getting him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি।
I am not getting him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি না।
Am I getting him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি?
Am I not getting him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছি না?

Passive.

I am getting the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছি।
I am not getting the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছি না।
Am I getting the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছি?
Am I not getting the car driven.
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছি না?

Past continuous tense.

I was getting him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম।
I wasn’t getting him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম না।
Was I getting him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম?
Wasn’t I getting him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম না?

Passive.

I was getting the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম।
I wasn’t getting the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না।
Was I getting the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম?
Wasn’t I getting the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না?

Future continuous tense.

I will be getting him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব।
I won't be getting him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব না।
Will I be getting him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব?
Won't I be getting him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাতে থাকব না?

Passive.

I will be getting the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিতে থাকব।
I won't be getting the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিতে থাকব না।
Will I be getting the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিতে থাকব?
Won't I be getting the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিতে থাকব না?

Present perfect tense.

I have got him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছি।
I haven’t got him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালাই নি।
Have I got him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছি?
Haven't I got him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই নি?

passive.

I have got the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়েছি।
I haven’t got the car driven.
আমি গাড়িটা চালিয়ে নেই নি।
Have I got the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়েছি?
Haven't I got the car driven.
আমি কি গাড়িটা চালিয়ে নেই নি?

Past perfect tense

I had got him to drive the car before you came.
তুমি আসার আগে আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম।
I hadn't got him to drive the car before you came.
তুমি আসার আগে আমি তাকে দিয়ে গাড়িটা চালাই নি।
Had I got him to drive the car before you came?
তুমি আসার আগে আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়েছিলাম?
Hadn't I got him to drive the car before you
তুমি আসার আগে আমি কি তাকে দিয়ে গাড়িটা চালাই নি?

Passive.

I had got the car driven before you came.
তুমি আসার আগে আমি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম।
I hadn't got the car driven before you came.
তুমি আসার আগে আমি গাড়িটা চালিয়ে নেই নি।
Had I got the car driven before you came?
তুমি আসার আগে আমি কি গাড়িটা চালিয়ে নিয়েছিলাম?
Hadn't I got the car driven before you came?
তুমি আসার আগে আমি কি গাড়িটা চালিয়ে নেই নি?

Future perfect tense.

I will have got him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব।
I won't have got him to drive the car.
আমি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব না।
Will I have got him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব?
Won't I have got him to drive the car?
আমি কি তাকে দিয়ে গাড়িটা চালিয়ে থাকব না?

Passive.

I will have got the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব।
I won't have got the car driven.
আমি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব না।
Will I have got the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব?
Won't I have got the car driven?
আমি কি গাড়িটা চালিয়ে নিয়ে থাকব না?

Present perfect continuous tense.

I have been getting him to drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি।
I haven't been getting him to drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি না।
Have I been getting him to drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি?
Haven't I been getting him to drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাচ্ছি না?

passive.

I have been getting the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি।
I have been getting the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি না।
Have I been getting the car driven for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি?
Haven’t I been getting the car driven for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছি না?

Past perfect continuous tense.

I had been getting him to drive the car for two hours.
আমি দুই ঘন্টা ধরে তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম।
I hadn't been getting him to drive the car for two hours.
আমি দুই ঘন্টা ধরে তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম না।
Had I been getting him to drive the car for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম?
Hadn’t I been getting him to drive the car for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে তাকে দিয়ে গাড়িটা চালাচ্ছিলাম না?

Passive.

I had been getting the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম।
I hadn't been getting the car driven for two hours.
আমি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না।
Had I been getting the car driven for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম?
Hadn’t I been getting the car driven for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে গাড়িটা চালিয়ে নিচ্ছিলাম না?

Future perfect continuous tense.

I will have been getting him to drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাতে থাকব।
I won't have been getting him to drive the car for two hours.
আমি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাতে থাকব না।
Will I have been getting him to drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাতে থাকব?
Won't I have been getting him to drive the car for two hours?
আমি কি তাকে দিয়ে দুই ঘন্টা ধরে গাড়িটা চালাতে থাকব না?

passive.

I will have been getting the car driven for two years.
আমি দুই দিন ধরে গাড়িটা চালিয়ে নিতে থাকব।
I won't have been getting the car driven for two years.
আমি দুই দিন ধরে গাড়িটা চালিয়ে নিতে থাকব না।
Will I have been getting the car driven for two years?
আমি কি দুই দিন ধরে গাড়িটা চালিয়ে নিয়ে থাকব?
Won't I have been getting the car driven for two years?
আমি কি দুই দিন ধরে গাড়িটা চালিয়ে নিয়ে থাকব না?

Let= মানে হলো কাউকে কিছু করতে দেওয়া বা কাউকে কোন কিছু করার অনুমতি দেওয়া।

present indefinite tense.

I let him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দেই।
I don't let him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দেই না।
Do I let him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দেই?
Don't I let him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দেই না?

Past indefinite tense.

I let him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিয়েছিলাম।
I didn’t let him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দেই নি।
Did I let him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দেয়েছিলাম?
Didn’t I let him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দেই নি?

Future indefinite tense.

I will let him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিবো।
I won't let him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিবো না।
Will I let him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দিবো?
Won't I let him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দিবো না?

Present continuous tense.

I am leting him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিচ্ছি।
I am not leting him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিচ্ছি না।
Am I leting him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দিচ্ছি?
Am I not leting him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দিচ্ছি না?

Past continuous tense.

I was letting him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিচ্ছিলাম।
I wasn’t letting him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিচ্ছিলাম না।
Was I letting him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দিচ্ছিলাম?
Wasn’t I letting him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দিচ্ছিলাম না?

Future continuous tense.

I will be letting him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিতে থাকব।
I won't be letting him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিতে থাকব না।
Will I be letting him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দিতে থাকব?
Won't I be letting him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দিতে থাকব না?

present perfect tense.

Let=কাউকে কিছু করতে দেওয়া

I have let him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিয়েছি।
I haven’t let him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দেই নি।
Have I let him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দিয়েছি?
Haven't I let him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দেই নি?

Past perfect tense.

I had let him drive the car before you came.
তুমি আসার আগে আমি তাকে গাড়িটা চালাতে দিয়েছিলাম।
I had let him drive the car before you came.
তুমি আসার আগে আমি তাকে গাড়িটা চালাতে দেই নি।
Had let him drive the car before you came?
তুমি আসার আগে আমি কি তাকে গাড়িটা চালাতে দিয়েছিলাম?
Had I let him drive the car before you came?
তুমি আসার আগে আমি কি তাকে গাড়িটা চালাতে দেই নি?

Future perfect tense.

I will have let him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিয়ে থাকব।
I won't have let him drive the car.
আমি তাকে গাড়িটা চালাতে দিয়ে থাকব না।
Will I have let him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দিয়ে থাকব?
Won't I have let him drive the car?
আমি কি তাকে গাড়িটা চালাতে দিয়ে থাকব না?

present perfect continuous tense.

I have been letting him drive the car for two hours.
আমি দুই ঘন্টা ধরে তাকে গাড়িটা চালাতে থাকব।
I haven’t been letting him drive the car for two hours.
আমি দুই ঘন্টা ধরে তাকে গাড়িটা চালাতে থাকব না।
Have I been letting him drive the car for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে তাকে গাড়িটা চালাতে থাকব?
Haven't I been letting him drive the car for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে তাকে গাড়িটা চালাতে থাকব না?

Past perfect continuous tense.

I had been letting him drive the car for two hours.
আমি দুই ঘন্টা ধরে তাকে দিয়ে গাড়িটা চালাতে দিচ্ছিলাম।
I hadn't been letting him drive the car for two hours.
আমি দুই ঘন্টা ধরে তাকে দিয়ে গাড়িটা চালাতে দিচ্ছিলাম না।
Had I been letting him drive the car for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে তাকে দিয়ে গাড়িটা চালাতে দিচ্ছিলাম?
Hadn't I been letting him drive the car for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে তাকে দিয়ে গাড়িটা চালাতে দিচ্ছিলাম না?

Future perfect continuous tense.

I will have been letting him drive the car for two hours.
আমি দুই ঘন্টা ধরে তাকে গাড়িটা চালাতে দিতে থাকব।
I will have been letting him drive the car for two hours.
আমি দুই ঘন্টা ধরে তাকে গাড়িটা চালাতে দিতে থাকব না।
Will I have been letting him drive the car for two hours?
আমি কি দুই ঘন্টা ধরে তাকে গাড়িটা চালাতে দিতে থাকব?
Won't I have been letting him drive the car for two hours.
আমি কি দুই ঘন্টা ধরে তাকে গাড়িটা চালাতে দিতে থাকব না?

Passive of let.
গাড়িটা চালানো হোক।
Let the car be driven.

Collected.

Want your school to be the top-listed School/college in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Good at .. দক্ষ।Bad at ... অদক্ষ।Slow at .. ধীর।   Quick at .. দ্রুত।1.I am good at driving a car . আমি গাড়ি চালাতে দক্...
As.. Adjective... as. মত। 1.I am as honest as my father. আমি আমার বাবার মত সৎ। 2.I was as honest as my father.  আমি আমার...
1.am.is.are+able to+v1. কোন কাজ করতে সক্ষমI am able to speak English.2.was.were+able to+v1. কোন কাজ করতে সক্ষম ছিলামI wa...
Yet to  দেরি আছে ।Compelled to  বাধ্য।Keen to আগ্রহী। Reluctant to অনিচ্ছুক।Likely to সম্ভাবনা আছে।Sorry for inconvenien...
আমি যখন যমুনা নদীর মাঝখানে।
Being হয়ে।Before being হওয়ার আগে।After being হওয়ার পরে।Without being হওয়া ছাড়া।For being হওয়ার জন্য।Because of bei...
Get এর বিভিন্ন  অর্থ এবং ব্যবহার।
Expression1.It sounds good.2.It sounds bad.3.Break a leg.4.keep me in your prayer.5.Blessed be your tongue.6.Never give ...
Three largest words in the world.1.Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis.2.Supercalifragilisticexpialidocious.3....
I can =  আমি পাড়ি I could =আমি পারতামI will be able to =  আমি পারব।
Standard pronunciation of p/t/k 😍
use of "supposed to &likely to" You're requested to watch the full video 🥰

Telephone

Website

Address

Polash Toli
Tangail
1900

Other Tangail schools & colleges (show all)
Tangail Darul Ulum Kamil Madrasah Tangail Darul Ulum Kamil Madrasah
Tangail
Tangail, 1900

Madrasah education is going to learn something better.

Madinatul Ulum Madrasah Madinatul Ulum Madrasah
Hatimara, Sagordighi, Ghatail
Tangail, 1984

মদিনাতুল উলূম মাদ্রাসা,সাগরদিঘী, ঘাটাইল, টাঙ্গাইল।

Satihati g r m Dakhil Madrasah - 2015 Satihati g r m Dakhil Madrasah - 2015
Satihati, Kalihati
Tangail

Shafin Ahmed Hira Shafin Ahmed Hira
Tangail

Its all about World General Knowledge.

Kh.Abdur Rahman-Badhon Kh.Abdur Rahman-Badhon
House Building
Tangail, 1900

Advanced digital marketing and shopify dropshipping with freelancing guideline

Texcare Coaching Home Texcare Coaching Home
Tangail

For your higher education, you will get Texcare Admission Coaching Home at BTEC and BHETI admission test to help you get a chance in BSc in Textile Engineering.

Sarker_IT Sarker_IT
Baradoma
Tangail, 1900

To teach & Learn IT Education & Business. Like this Page to Exchange your view point .

RYB Electric by lalshobuj RYB Electric by lalshobuj
Tangail

plz, sobai video gulo dekhun, jara notun a Electric kaj shikhtesen,.

Bidas Consultancy Bidas Consultancy
Main Road, Elenga Bustand, Elenga
Tangail

A helping hand for Japanese & Korean language and also travel there.

HSC NOTE BD HSC NOTE BD
Tangail

এই পেজটি তৈরি করা হয়েছে HSC শিক্ষার্থীদের জন্য�