Skytouch Tourism / স্কাইটাচ ট্যুরিজম

Skytouch Tourism / স্কাইটাচ ট্যুরিজম

You may also like

Premier Travel & Tours
Premier Travel & Tours

চলুন-ঘুরে বেড়াই।প্রকৃতির সাথে সখ্যতা গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।
স্কাইটাচ ট্যুরিজম

18/05/2021

কোভিড-১৯ পরিস্থিতি অবনতির জন্য আমাদের সকল কার্যক্রম অনিদিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।

16/04/2021

Location: Ghatail, Tangail

26/12/2020

রিজুক ঝর্ণা, রোমা, বান্দরবন । সারা বছর পানি থাকে এই ঝর্ণায়। মনোমুগ্ধকর ঝর্ণা ।

Photos from Skytouch Tourism / স্কাইটাচ ট্যুরিজম's post 19/12/2020

আলহামদুলিল্লাহ... সফল ভাবেই শেষ হলো " রিজুক ঝর্ণা-বগালেক-কেউক্রাডং-কক্সবাজার-সোনাদিয়া " ট্যুর। অভিযাত্রী দলের সকলের ট্যুর সম্পর্কে মতামত আশা করছি।

Photos from Skytouch Tourism / স্কাইটাচ ট্যুরিজম's post 19/11/2020

শুরু হয়ে গেল আরও একটি ট্যুরের প্রস্তুতি। ইনশাআল্লাহ এবার যাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কেউক্রাডং ( বর্তমান ৩য় সর্বোচ্চ) জয় করতে। সাথে দেখব রিজুক ঝর্ণা, বগা লেক এবং অসম্ভব সুন্দর জাদিপাই জলপ্রপাত। ইনশাআল্লাহ যাচ্ছি ০৩/১২/২০২০ ।

26/09/2020

আবার একটি ট্যুরের সময় হয়ে এলো....
লোকেশন কোথায় হলে ভালো হয়....?

19/06/2020

আপনার বিমানের টিকেট ( অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক) এর জন্য যোগাযোগ করুন। জাপানি সুপার মার্কেট, পুরাতন বাসস্ট্যান্ড, ঘাটাইল।

Photos from Skytouch Tourism / স্কাইটাচ ট্যুরিজম's post 02/06/2020

আহারে আহারে কবে পাবো তাহারে ............... সিক্কিম, ইন্ডিয়া।

20/03/2020

আল্লাহ্‌র ভরসায় নিজে নিরাপদ থাকুন এবং পরিবার সহ সকলকে নিরাপদ রাখুন।

04/03/2020

Attention... 👀📢📢📢
সকলের জানা অতীব জরুরী... 📣📣📣

🎯করোনা মোটামুটি বড়সড় একটি ভাইরাস। তবুও খালি চোখে দেখা যাবে না, ইলেক্ট্রন মাইক্রোস্কোপ লাগবে এটাকে দেখতে! 👁

🎯এর আকারের কারনে বাজারে পাওয়া যায় এমন মাস্ক এটাকে প্রতিরোধ করতে স্বক্ষম হবে। 😷

🎯যেহেতু এই ভাইরাসটি বাতাসে নয়, মাটিতে অবস্থান করে, তাই এটা বাতাসে ছড়ায় না।

🎯কোন ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় ১২ ঘন্টা জীবীত থাকতে পারে। তাই সাবান দিয়ে হাত ধুলেই যথেষ্ট হবে।

🎯কাপড়ে এই ভাইরাসটি প্রায় ৯ ঘন্টা জীবীত থাকতে পারে। তাই, কাপড় ধুয়ে নিলে বা রোদে ২ ঘন্টা থাকলে এটি মারা যাবে।

🎯হাতে বা ত্বকে এই ভাইরাসটি ১০ মিনিটের মতো জীবীত থাকতে পারে। তাই, এলকোহল মিশ্রিত জীবানু নাশক হাতে মেখে নিলেই জীবানুটি মারা যাবে।

🎯করোনা গরম আবহাওয়ায় বাঁচে না। ৭০ সেলসিয়াস তাপমাত্রা এটিকে মারতে পারে। কাজেই, ভাল না লাগলেও এখন বেশি বেশি গরম পানি পান করবেন, আইসক্রিম থেকে দূরত্ব বজায় রাখবেন।

🎯লবন মিশ্রিত গরম পানি দিয়ে গারগল করলে গলার মিউকাস পরিষ্কার হবার সাথে সাথে টনসিলের জীবানুসহ করোনাও দূর হবে, ফুসফুসে সংক্রমিত হবে না।

🎯আর, নাকে-মুখে আঙ্গুল বা হাত দেবার অভ্যাস পরিত্যাগ করতে হবে। কারন, মানব শরীরে জীবানু প্রবেশের সদর দরজা হলো নাক-মুখ-চোখ!

সূত্র: ইউনিসেফ

14/02/2020

সকলকে বস্তন্তের শুভেচ্ছা............।

Photos from Skytouch Tourism / স্কাইটাচ ট্যুরিজম's post 09/02/2020

আকাশ ছুতে গিয়ে মেঘের সাথে তাদের সকলের আলিঙ্গন। গ্রুপ ট্যুর এর জন্য আনাদের সাথেই থাকুন।

Photos from Skytouch Tourism / স্কাইটাচ ট্যুরিজম's post 18/01/2020

ফটোগ্রাফি ✌📸📷

02/01/2020

চলে আসছে আমাদের নেক্সট বান্দরবন ট্যুর। ডিটেইল দেওয়া হবে দ্রুতই। আগ্রহীগণ রেডি হোন। সিঙেল ডাবল সবাই জয়েন করতে পারেন।

Photos from Skytouch Tourism / স্কাইটাচ ট্যুরিজম's post 01/01/2020

সফল ভাবে সম্পন্ন হল "Skytouch Tourism/স্কাইটাচ ট্যুরিজম" এর প্রথম গ্রুপ ট্যুর। ট্যুরটা গতানুগতিক ভ্রমণ এর থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। আমাদের ট্যুর ছিল "রাঙামাটি থেকে নৌপথে কাপ্তাইলেক, কাট্টলির বিল হয়ে সাজেক, খাগড়াছড়ি আলুটিলা গুহা দেখে সেন্টমার্টিন ও কক্সবাজার"। প্রথমেই ৭ দিনের ট্যুর অর্গানাইজ করা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং ছিল। কিন্তু গ্রুপের সকলের অন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ মনোভাবের জন্য ট্যুর অনেক সহজ ও প্রাণবন্ত হয়েছে। সকল কে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন। "স্কাইটাচ" এর সাথেই থাকুন।

22/12/2019

নাফাখুম যাওয়ার সময় অসাধারণ "বড় পাথর" এর পাশ দিয়ে ছোট্ট ট্রলারে ভ্রমণ মনে গেথে থাকবে সারাজীবন।

ধারাভাষ্য : সৈকত হাসান

Photos from Skytouch Tourism / স্কাইটাচ ট্যুরিজম's post 20/12/2019

" স্কাইটাচ ট্যুরিজম " এর নাফাখুম জয়.... ✌✌

আমরা অত্যান্ত সল্প খরচে এবং বিশ্বস্ততার সাথে সকল ধরনের ট্যুর এর আয়োজন করে থাকি। বিস্তারিত জানতে পেইজে এসএমএস করুন অথবা কল ও মেইল করুন আমাদের।

ধন্যবাদ

Photos from Skytouch Tourism / স্কাইটাচ ট্যুরিজম's post 17/12/2019

অল্প খরচে ধামাকা ট্যুর অফার

[ রাঙ্গামাটি, কাপ্তাই লেক, কাট্টলির বিল হয়ে নৌপথে সাজেক ভ্যালি ভ্রমন - খাগড়াছড়ি হয়ে ফেরার পথে আলুটিলা গুহা,রিসাং ঝর্ণা দেখে চিটাগাং হয়ে সেইন্টমার্টিন ও কক্সবাজার ভ্রমণ ]

এই ট্যুরটি প্রচলিত সাজেক ট্যুর থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনি অনেক নতুন জায়গায় ঘুরবেন যা অনেকের এখনো অজানা। এই ট্যুরটা হবে ব্যতিক্রমী। সকলের অনুরোধে স্পেশাল ভাবে সাজানো হয়েছে আমাদের এই ট্যুর। আকাশপথ ছাড়া সকল ধরনের ভ্রমণ অভিজ্ঞতা পাবেন এই ট্যুরে।

"ট্যুরের স্পেশালিটি"
------------------------------------------------------
#অংশগ্রহণ কারি সকলেই পাবেন "Skytouch Tour Organizer" এর টিশার্ট

#পর্যাপ্ত পরিমানে পাহাড়ি ফ্রেশ ফল

#মারিশ্যা, সাজেকে রাত্রীযাপন

#দ্বীপ গ্রাম নীলজলের দেশে

#কাট্টলি বিল বাজার,পাহাড়ের মাঝে এক অদ্ভুত সুন্দর বিল ও বিলের মাঝখানে বাজার।

# পাহাড়ের আদিবাসি পল্লী ও তাদের লাইফস্টাইল ।

#অভিজ্ঞ ট্যুর মেনেজমেন্ট দ্বারা ট্যুর পরিচালনা করা হবে

"যা যা দেখবো ও করবো" :
----------------------------------------------------

#কাপ্তাইয়ের লেকের সৌন্দর্য উপভোগ করবো নৌকায় চড়ে
রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ
রাজবন বিহার
সুভলং ঝর্ণা
ফ্লোটিং বাজার (সুভলং বাজার)
কাট্টলির বিল ( অসম্ভব সুন্দর )
কাট্টলির বাজার
লংগদু
মারিশ্যা
সাজেক ভ্যালি
রুইলুই পাড়া
কংলাক পাড়া
লুসাই, ত্রীপুরা, চাকমা উপজাতীদের পল্লী ও জীবনযাপন
হাজরাছড়া ঝর্ণা
রিসাং ঝর্ণা
আলুটিলা গুহা [ গা ছম ছম করা ভূতুরে পরিবেশ ]
খাগড়াছড়ি শহর

ভ্রমন বিস্তারিত ::
----------------------------------------------------
#১ম রাত :
১০:০০ [ফকিরাপুল ] থেকে রাঙ্গামাটির উদ্দেশ্য যাত্রা শুরু ।

#১ম দিন
সকাল ৭ টায় নাস্তা করে কাট্টলির বিলে যাত্রা
১১ টায় কাট্টলির বিল থেকে লংগদু
১:০০ দুপুরের খাবার খেয়ে
রিজার্ভ গাড়িতে সাজেক ভ্যালিতে যাত্রা
বিকেলটা রুইলুই পাড়ায়
রাত্রি যাপন রুইলুই পাড়ার

#২য় রাত :
কটেজে BBQ ও রাত্রি যাপন
৯:০০ রাতের খাবার

#২য় দিন :
সকালের সূর্যদয় দেখা পাহাড়ের চূড়ার ইজরে বসে
৮:৩০ এ সকালের নাস্তা
লুসাই ও ত্রিপুরা দের লাইফ স্টাইল দেখা
কংলাক পাড়ায় ঘোরাঘুরি
১০:০০ ফ্রেশ হয়ে রুম চেক আউট
১০:৩০ টায় দুপুরের খাবার
১১:০০ সকালের স্কটে খাগড়াছড়ি যাত্রা
১২:৩০ হাজরাছড়া ঝর্ণা
৩:০০ আলুটিলা গুহা দেখে , ফেরার প্রস্তুতি
৪.৩০ খাগড়াছড়ি থেকে চিটাগাং যাত্রা

#৩য় রাত :
৮:০০ টায় রাতের খাবার
৯:০০ বাসে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু।

৩য় দিন
৬.০০ টেকনাফ ফ্রেশ হয়ে
৭.৩০ এ সকালের নাস্তা
৯.০০ আগেই টিকেট করে রাখা কেয়ারী সিন্দাবাদ জাহাজে করে সেইন্টমার্টিন এর উদ্দেশ্যে যাত্রা শুরু।
১২.৩০ সেইন্টমার্টিন পৌছে হোটেলে চেকইন।
কাপড় চেঞ্জ করে সমুদ্রের স্বচ্ছ নীল জলে ঝাপাঝাপি শেষে ২.৩০ টায় দুপুরের খাবার।
বিশ্রাম নিয়ে সারা বিকেল জুড়ে সেইন্টমার্টিন ঘুরে দেখা, ছবি তোলা।
৫.১৫ - সূর্যাস্ত দেখা একসাথে।
৮.০০ বারবিকিউ পার্টি ও গানের আড্ড

৪র্থ রাত
সেইন্টমার্টিন হোটেলে রাত্রি যাপন।

৪র্থ দিন
ভোরে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখা
৭.৩০ নাস্তা করে ট্রলারে ছেড়াদ্বীপ যাত্রা
১২.০০ এসে গোসল করে ফ্রেশ হয়ে হোটেল চেক আউট
১.৩০ দুপুরের খাবার গ্রহণ
২.৩০ ফিরতি জাহাজে টেকনাফ যাত্রা

৫ম রাত

টেকনাফ থেকে কক্সবাজার যাত্রা ও পূর্বনির্ধারিত থ্রিস্টার হোটেলে রাত্রি যাপন।

৫ম দিন
ভোরে উঠে সূর্যোদয় দেখা
৭.০০ নাস্তা সেরে হিমছড়ি ও ইনানি বিচ ভ্রমণ
১১.০০ হোটেল থেকে গোসল করে রেডি হয়ে হোটেল চেক আউট।
০১. ৩০ পূর্ব নির্ধারিত স্থানে ব্যাগ-লাগেজ রেখে দুপুরের খাবার খাব
২.৩০ রেডিয়েন্ট একুরিয়াম দর্শন ও বিকালে কক্সবাজার শহরে ঘুরে বেড়ানো ও সকলের ব্যক্তিগত কেনাকাটা করা।
৫.১৫ সূর্যাস্ত দেখে ব্যাগ -লাগেজ নিয়ে গাড়ির কাছে চলে যাওয়া।

৬ষ্ঠ রাত
৭.৩০ গাড়িতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা দিয়ে ট্যুরের সমাপ্তি।

"খাবার, দাবার"
যেহেতু আমাদের প্রথম ট্যুর তাই সকলের মতামতের ভিত্তিতে খানাদানা করব ইনশাআল্লাহ।

#যাত্রার তারিখ : ২৪/১২/২০১৯ রাত ১০ টা
#ফেরার তারিখ : ৩১/১২/২০১৯ সকাল ৬টা

৩১ তারিখ আমরা খুব ভোররাতে ঢাকার থাকবো ইনশাল্লাহ

#প্যাকেজ মূল্য : ৯০০০/- মাত্র [ প্রতিজন]
ভ্রমণ সময়. : ৬ রাত ৫ দিন

#ট্রিপ সাইজ : ১৬ জন ( ফিক্সড )

#এইটা শুধু ছেলেদের জন্য ব্যাচেলর ট্রিপ। এর পর আমরা ফ্যমেলি ট্যুর করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ নিরাপদ ও স্টান্ডার্ড ফলো করে এই ইভেন্ট পরিচালিত হবে। সম্পূর্ণ ট্যুরটাতে রিলাক্স যানবাহন থাকবে এবং অল্প ট্রাকিং করতে হবে ,তাই নিশ্চিন্ত ভাবে যেতে পারেন।

"" #বিস্তারিত জানতে কথা বলতে পারেন :""

01680870334

" #ট্রান্সপোর্ট+হোটেল ও কটেজ এর বিস্তারিত "
------------------------------------------------------------
√রাঙামাটি থেকে সাজেক ও খাগড়াছড়ি রিজার্ভ ট্রান্সপোর্ট থাকবে।
√2 IN 1 বেড শেয়ারিং করতে হবে
√সম্পূর্ণ ট্যুরটা পাহাড়ি এলাকায় তাই চাওয়া মাত্রই অনেক কিছু নাও পেতে পারেন সে ব্যপারে ধর্য্য ধারন করতে হবে
√নৌকা ও চান্দের গাড়ি অভিজ্ঞ ড্রাইভার ড্রাইভ করবেন
√হোটেল +কটেজ ও ট্রান্সপোর্ট ফ্যামিলি স্টান্ডার্ড ধরে করা হয়েছে।

""বুকিং পদ্ধতি : ""
------------------------------------------------------------
#প্রথমে ৩০০০ টাকা বুকিং করতে হবে
বাকি টাকা ৩দিন পূর্বে দিলেই হবে
#বুকিং এর টাকা অফেরত যোগ্য
#ভ্রমনের ৩ দিন পূর্ব সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে, চাইলে বুকিং এই পুরো টাকা দিতে পারেন
#এসি বাস চাইলে জনপ্রতি অতিরিক্ত ১৫০০/- টাকা দিতে হবে
#বুকিং এর ভিত্তিতে বাসের সিট বন্টন করা হবে। আগে আসলে আগে পাবেন।

"টাকা জমা দেবার বিবরন "
------------------------------------------------------------
# # #ব্যাংক একাউন্টে জমা দিতে পারেন

যে যে ব্যাংকে জমা দিতে পারবেন :
DUTCH BANGLA, BRACK, TRUST, AGRANI, BKASH, NAGOD.

আপনার সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে অথবা পেইজে এসএমএস করে জেনে নিতে পারবেন।

1) অফিস এসে জমা দিতে পারেন
স্কাইটাচ ট্যুর অর্গানাইজার
পুরাতন বাসস্টেন্ড, ঘাটাইল, টাঙ্গাইল।

""বুকিং এর শেষ দিন "" ২০ /১২/২০১৯

তবে নিদৃষ্ট আসন পূর্ণ হলে নতুন কাউকে নেয়া হবে না ।

''বিশেষ নির্দেশনাবলি ""
----------------------------------------------------------
১) ভ্রমণ পিপাসু মন থাকতে হবে, না হলে সব কিছু মানিয়ে নিতে পারবেন না
২) অযাচিত চিল্লাচিল্লি করা যাবে না। যে কোন সমস্যাতে ট্যুর গাইডকে বলতে হবে। সে সকল সমস্যা সমাধান করে দিবে ইনশাআল্লাহ।
৩) সবার প্রতি সবার যাথাযথ সন্মান দেখাতে হবে
৪) নামাজের জন্যে সময় থাকবে
৫) আদিবাসী দের সাথে কোন খারাপ ব্যবহার করা যাবে না, অনুমতি ছাড়া তাদের কোন ছবি তোলা যাবে না
৬) সাজেক ভ্যালিতে প্রায় 2200" ফুট উপরে কংলাক পাড়ায় একটু পাহাড়ের হেটে উঠতে হবে অনেকটা এডভেঞ্চার পাবেন এখানে।
৭) অযথা হৈ চৈই করা যাবে না এবং সময় মেন্টেন করে সব কাজ করতে হবে
৮) ট্যুরের সব জায়গা সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত তাই কোন ভয় বা চিন্তা ছাড়াই নিশ্চিন্তে থাকতে ও ঘুরতে পারবেন

# #যা যা ভ্রমণের মধ্যে অন্তর্ভুক্ত নয় ::
--------------------------------------------------------
#বাসের যাত্রা বিরতির খাবার
#ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল,
মিনারেল ওয়াটার , ড্রিংকস
#প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধের , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ),সড়ক দুর্ঘটনা ইত্যাদি কারণে উদ্ভূত কোন খরচ সবাই একসঙ্গে ভাগকরে নিতে হবে

[আপনি চাইলে (করপোরেট/ বন্ধু বা পরিবার/ভিআইপিদের ) জন্যে যে কোন দিন এই ট্যুর পরিচালনা করা যাবে, শর্ত সাপেক্ষে। ]

বিঃ দ্রঃ
গ্রুপের সদস্য 12 জন হলে যে কোন দিন যে কোন (ফ্যমিলি /করপোরেট /গ্রুপ) ট্যুর আয়োজন করা যাবে ।
আমাদের অন্যান্য ট্যুর ইভেন্ট গুলো দেখতে পেজে এবং গ্রুপের ইভেন্ট অপশনটি তে ক্লিক করুন

বিনামূল্যে ভ্রমন সংক্রান্ত যে কোন তথ্যের জন্যে
Massage করতে পারেন আমাদের পেজে অথবা অফিসে আসতে পারেন বা কথা বলতে পারেন 01680870334 এই নাম্বারে।
Email: [email protected]

13/12/2019

Road to Sajek 😍✌

...

12/12/2019

12/12/2019

11/12/2019

আসসালামু আলাইকুম। সকলকে "স্কাইটাচ ট্যুর অর্গানাইজার" এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ট্যুর অর্গানাইজ করে থাকি বাংলাদেশের সকল দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থান সহ দেশের বাহিরের দর্শনীয় স্থান গুলোতে । আপনি চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন সিঙেল গ্রুপ ট্যুরে। এছাড়াও আমারা ট্যুর অর্গানাইজ করে থাকি কাপল সহ ফ্যামেলির জন্য । নিরাপদ ও পারিবারিক আবহে ভ্রমণের জন্য এবং ভ্রমন বিষয়ক দেশী বিদেশী সকল তথ্যের জন্য আমাদের পেইজ লাইক দিয়ে সাথেই থাকুন । ধন্যবাদান্তে "স্কাইটাচ ট্যুর অর্গানাইজার" পরিবার।

11/12/2019

Welcom to
" SKYTOUCH TOURISM "

Want your business to be the top-listed Travel Agency in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Category

Telephone

Website

Address

Main Road , Ghatail Bus Stand
Tangail
01980

Other Travel Companies in Tangail (show all)
Al-Tabib Tour's & Travel's Ltd. Al-Tabib Tour's & Travel's Ltd.
Vasani Road, Muslimpara( Near Muslimpara Mosque)
Tangail, 1900

Al- Tabib Tours & Travel's Ltd is the concern of ATBL. It is a travel company. This company arranged

Al Wahid Hajj Group Al Wahid Hajj Group
Jamtola, Shokhipur
Tangail

A.Kabir Vlogs A.Kabir Vlogs
Tangail

it is a parsonal vlogs page.

Travel Vlogs with ATik Travel Vlogs with ATik
Tangail

me Atik , Back again with another vlogging video . In this channel , I am going to upload different vlogs by travelling around Bangladesh and its natural beauties , cultural and tr...

Frame of Bangladesh Frame of Bangladesh
Madhupur
Tangail

Welcome to Frame of Bangladesh

Nidhi travels Nidhi travels
Basail Bus Stand
Tangail, 1920

Travel Tent & Tofael Travel Tent & Tofael
Bagbari, Bhuapir
Tangail

বেড়ানোর গতানুগতিক ধারার বাইরে আমরা কাজ করি এবং সবাইকে আমরা বেড়ানোর জন্য উৎসাহিত করি।

Khadem Trade International Khadem Trade International
Thana Road, Mirzapur
Tangail

Tangail Hajj Travels Tangail Hajj Travels
Bhuapur
Tangail

আল্লাহর ঘর যিয়ারতের লক্ষ্যে টাঙ্গাইল হজ্জ ট্রাভেলস রয়েছে আপনার পাশে ।

Traveling&Eaiting Traveling&Eaiting
Tangail, 1900

travelling &eating

Naba Travels & Tours Naba Travels & Tours
Pakula Buss Stand, Mirzapur
Tangail

We provide the best service to consumers with quality assurance.