Afrin Khan
personal blog,photo
যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোন অন্তরায় থাকবে না। [নাসায়ী,সুনানে বায়হাকি]
শয়নকালী পাঠ করলে সকাল হওয়া পর্যন্ত তার জন্য একটি ফেরেশতা নিযুক্ত থাকে। যাতে সয়তান নিকটবর্তী না হতে পারে।
[বুখারী]
#আয়াতুল #কুরসি
🤍🤍🤍🌙🌙
The nature with moonlight 🌙
এই রোজার বিশেষ রেসিপি🥹
দামে কাঁঠাল মানে মুরগি🙂।
🙂
Kha Bangali kha🫥
Arihamuni😍
I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
Mustard flowers💚💛
I don't have a worldCup although.😶🌫️🫣
But I've a cup of tea.🇧🇩💚❤️
I'm happy with wht I've.🖤💜
& more happy with their victory.🇦🇷🤍💙
Afrin khan🥱😎
তাদের কাছে ও শিখার আছে,🤞
বন্যরা কারো যত্নের আশায় অভিমানী অসুন্দর হয় না।
তারা তাদের প্রদত্ত সৌন্দর্যে সৌন্দর্য বিলায়।💜
---আফরিন খান---
New member 🤗😍
Date of birth:6-12-2022.
boro vaia &vabi.
wo fuppi ki jaan🥺😇
মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা,এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়,আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না।🙂
একটি অগোছালো মানুষ 😊
অনেকের মুখে শোনা যায় মেয়েটি অগোছালো !!
না আছে কোন রুটিন, না আছে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কেমন যেন আনমনা হয়ে থাকে।
কিছু ফ্রেন্ডসরাও বলে, যাহ তুই এমন কেন!! ইত্যাদি
শুধু তার উত্তরটা হয় হুম আমি এমনি।😅
প্রতিবেশী বলে মেয়েটি বড্ড বাজে।
(No reaction)
ফ্যামিলির সবাই বলে সে নাকি ঐ বাসার সবার থেকে নিকৃষ্ট ।আরো অনেক কিছু।
(Reaction 😅)
যদি কান্না করে,সে হয়ে যায় ন্যাকা।😆
যদি বেশি হাসে সে হয়ে যায় বেহায়া।😌
মন খুলে কথা বললে একসময় হয়ে যায় গুরুত্বহীন।
এই অগোছালো মানুষগুলো একটু নীরবতা প্রিয় হয়।
কিন্তু কয়জনে জানে তার নীরবতা পালনের কারণ।
কয়জনে জানে তার অগোছালো হওয়ার গল্প!!
সে মানুষটাও কখনো কাউকে বোঝাতে পারেনি যে,
সে এমন হতে চায়নি।তার ভেতরে ও হয়তো অনেক কথা আছে যা কখনো কাউকে বোঝাতে পারেনি।
তাদের আঁকড়ে ধরার মানুষের বড্ড অভাব।
তাতে কোন আফসোস থাকেনা অবশ্য তাদের।
কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে এগুলো তে।
সে জেনে গেছে তাকে আল্লাহ ছাড়া বোঝার মত কেউ নেই। শেষে তারা শুধু চুপ করে শুনতেই অভ্যস্ত হয়ে যায়।তাকে ঘিরে যত আলোচনা সমালোচনাগুলোর জবাবও তার কাছে থাকা সত্ত্বেও বলার আগ্রহ তারা হয়তো হারিয়ে ফেলে।😊😅
"তাই বলছি কি!!
কাওকে তার গভীর থেকে না যেনে মন্তব্য ছুড়ে দিয়েন না।"
-----সেই মেয়েটি ------
some changing only for Allah😇
"বস্তুত তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তো বা কোনো একটা বিষয় পছন্দনীয় অথচ তোমাদের জন্য তা অকল্যাণকর। আল্লাহই জানেন, তোমরা জানো না।"
সূরা বাকারা -২১৬
ফুটা বালতি হতে সাবধান!
১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। (ফুটা বালতি!)
২. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম দিয়ে। (ফুটা বালতি!)
৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি কিন্তু তা লোক দেখানোর জন্য নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই। (ফুটা বালতি!)
৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি। (ফুটা বালতি!)
৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন, কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষ-ত্রুটির গীবত করা শুরু করেন। (ফুটা বালতি!)
৬. আপনি অনেক দান-সাদাকাহ করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন। (ফুটা বালতি!)
৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। (ফুটা বালতি!)
৮. রোযা রেখে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন। (ফুটা বালতি!)
৯. আপনি মানুষের অনেক উপকার করেন, কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামকাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না। (ফুটা বালতি!)
১০. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না। (ফুটা বালতি!)
ফুটা বালতিতে যতই পানি ভরেন, তা কি সেখানে থাকবে??
আল্লাহ আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দিন। আমীন।
❇️❇️যেভাবে_পর্দার_রুলস_মেনে_চলবেনঃ
নারীর পর্দা মানে শুধুই পোশাক নয়, বরং পোশাক হলো সামগ্রিক পর্দার একটি অংশ। শুধু পোশাকের তো ৬ টি ফরয শর্ত রয়েছে। কিন্তু পোশাক ছাড়াও সামগ্রিক পর্দার অন্যান্য অংশগুলো হলো:
✅১. ঘরের মধ্যে অবস্থান:
পর্দার সবচাইতে প্রথম অংশ হলো যে, নারী অত্যাবশ্যকীয় কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না।
✅২. ফ্রী মিক্সিং থেকে পর্দা:
অর্থাৎ পরিপূর্ণ বোরকা পরিধান করলেও একজন নারী পরপুরুষের মাঝে অবস্থান করবে না। গাইরে মাহরাম পুরুষ থেকে সে সর্বদা নিজেকে দূরে রাখবে। এমনকি বাড়ির ভেতরের গাইরে মাহরাম পুরুষদের থেকেও।
✅৩. চোখের পর্দা:
দৃষ্টির হেফাজত করাও পর্দার একটি অংশ। ঘরের মধ্যে হোক, কিংবা ঘরের বাইরে, কোনো নারী কোনো পরপুরুষের দিকে বাসনার সাথে তাকাবে না।
✅৪. কন্ঠের পর্দা:
গাইরে মাহরাম পুরুষের সাথে বিনা প্রয়োজনে সে কথা বলবে না। আর অত্যাবশ্যকীয় কোনো প্রয়োজনে কথা বলতে হলে সে গাম্ভির্যের সাথে কথা বলবে। কখনোই মোলায়েম কণ্ঠে/ মিষ্টি কণ্ঠে/ ন্যাকামি কণ্ঠে কথা বলবে না।
✅৫. সফরের পর্দা:
অত্যাবশ্যকীয় প্রয়োজনে নারীকে সফর করতে হলে, সে সর্বদা তার কোনো মাহরাম পুরুষের সাথে সফর করবে। সে কখনোই একাকী কিংবা কোনো
গাইরে মাহরাম পুরুষের সাথে সফর করবে না।
✅৬. নির্জনতা থেকে পর্দা:
নিজের কোনো মাহরাম পুরুষ ছাড়া সে অন্য কোনো গাইরে মাহরাম পুরুষের সাথে এমনভাবে অবস্থান করবে না, যাতে সেখানে কেবল তারা দু'জনেই থাকে।
✅৭. সুগন্ধী থেকে পর্দা:
নারী সুগন্ধী মেখে এমন জায়গায় যাবে না, কিংবা এমন জায়গায় অবস্থান করে সুগন্ধী মাখবে না, যাতে করে স্বামী ছাড়া সুগন্ধীর ঘ্রাণ অন্য কেউ পেয়ে যায়।
❝ইন শা আল্লাহ্ ❞
আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুক।
আল্লহুম্মা আমিন🤲
©
“ মামা ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা খুবই খারাপ। সামনে আমাদের খুব বিপদ। মামা সারাদিনে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় উঠে। রিকশায় বসে তারা এত এত খারাপ ভাষায় এবং অশ্লীল বিষয় নিয়ে মোবাইলে কথা বলে যে, শুনতে আমারই লজ্জা লাগে। তারা একবারও ভাবে না যে, তাদের কথাগুলো আমার কান পর্যন্ত আসছে। রিকশা চালালেও তো আমি তাদের বাবার বয়সী। কেউ কেউ তুই করে কথা বলে। দাম না করে রিকশায় উঠে বলে:–টানো। গন্তব্যে যাওয়ার পর সঠিক ভাড়া চাইলেও অনেক কম টাকা দিয়ে চলে যায়। নিতে না চাইলে দৌড়ে মারতে আসে। মাঝে মাঝে ছোট ছোট ছেলে মেয়েরা থাপ্পড় মারে! ” বলতেই কান্না করে দিলেন দিনাজপুরের বিরামপুর থেকে রিকশা চালাতে আসা মন্তাজ আলী। জানালেন, তাদের এমন কাণ্ড দেখে এখন নিজের সন্তানকে নিয়ে ভয় পাচ্ছেন তিনি। গতকাল মন্তাজ আলীর রিকশায় চড়ে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যাওয়ার সময় তার সঙ্গে আলাপকালে তিনি এসব কষ্টের কথা বলেন।
© Mahabur Alam Shohag
একটু কষ্ট করে নিচের হাদীস দুটি পড়েন, হাদীস পাঠ শেষে তালিবুল ইলম্ হিসেবে কিছু বিষয় জানতে চাইব।
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشْرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلاَءُ
রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাত যখন পনেরটি বিষয়ে লিপ্ত হয়ে পড়বে তখন তাদের উপর বিপদ-মুসীবত এসে পড়বে।
فَقِيلَ وَمَا هُنَّ يَا رَسُولَ اللَّهِ قَالَ
প্রশ্ন করা হল ইয়া রাসূলাল্লাহ! সেগুলো কি কি? তিনি বললেনঃ
إِذَا كَانَ الْمَغْنَمُ دُوَلاً
(১)যখন গানীমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,
وَالأَمَانَةُ مَغْنَمًا
(২)আমানাত লুটের মালে পরিণত হবে,
وَالزَّكَاةُ مَغْرَمًا
(৩) যাকাত জরিমানা রূপে গণ্য হবে,
وَأَطَاعَ الرَّجُلُ زَوْجَتَهُ
(৪)পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে,
وَعَقَّ أُمَّهُ
(৫) এবং মায়ের অবাধ্য হবে,
وَبَرَّ صَدِيقَهُ
(৬) বন্ধুর সাথে ভাল ব্যবহার করবে,
وَجَفَا أَبَاهُ
(৭) কিন্তু পিতার সাথে খারাপ ব্যবহার করবে,
وَارْتَفَعَتِ الأَصْوَات فِي الْمَسَاجِدِ
(৮) মসজিদে শোরগোল করা হবে,
وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ
(৯) সবচাইতে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা,
وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ
(১০) কোন লোককে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে,
وَشُرِبَتِ الْخُمُورُ
(১১) মদ পান করা হবে,
وَلُبِسَ الْحَرِيرُ
(১২) রেশমী বস্ত্র পরিধান করা হবে,
وَاتُّخِذَتِ الْقَيْنَاتُ
(১৩) নর্তকী গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে,
وَالْمَعَازِفُ
(১৪) বাদ্যযন্ত্রসমূহের কদর করা হবে ,
وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا
(১৫) এবং এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ব যুগের লোকদের অভিসম্পাত করবে,
فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ أَوْ خَسْفًا وَمَسْخًا
তখন তোমরা একটি অগ্নিবায়ু অথবা ভূমিধ্বস অথবা চেহারা বিকৃতির আজাবের অপেক্ষা করবে।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১০
হাদিসের মান: দুর্বল হাদিস
এর পরের বর্ননাটিতে গজবের কথা আরেকটু বিস্তারিত এসেছে।
فليرتقِبوا عندَ ذلكَ ريحًا حمراءَ وزلزلةً وخسفًا ومسخًا وقذفًا وآياتٍ تتابعُ كنظامٍ بالٍ قُطِعَ سِلكُهُ فتتابَع
তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।
তিরমিজি-২২১১
হাদিসের মান: দুর্বল হাদিস
এক.
উপরের দুটি হাদীসই দূর্বল ,
দুই.
হাদীসে বর্ণিত পনেরটি অপরাধ ই উম্মাহ থেকে সংগঠিত হয়ে গেছে,হইতেছে এবং হতে থাকবে,,,,, যেহেতু হাদীস দুর্বল সেহেতু এগুলো ঘটলেও মনে করতে হবে ঘটেনি,,,,,,কারণ হাদিস তো দূর্বল তাইনা!?
তিন.
হাদীস দূর্বল হওয়ার কারণে হাদীসে বর্ণিত গজবগুলি ঘটলেও আমরা বলব ঘটেনি,,,,?!
চার.
যেহেতু হাদীস দূর্বল সেহেতু সৌদি আরবে নর্তকীদের নাচ, সীনেমা হল চালু হলেও বলতে হবে চালু হয়নি।
লেখার উদ্দেশ্য,
দূর্বল দূর্বল শ্লোগান যেন আমাদেরকে অন্ধ বানিয়ে না দেয়।
মুফতী আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ্✍
জামিয়া শারিফিয়া আরাবিয়া মাদ্রাসা লালবাগ।
😓😓মায়ের হারিয়ে যাওয়া ভালোবাসা গুলো।😓😓
এদের দেখে অনেক কষ্ট হচ্ছিল আমার।😓
কিন্তু কি আর করার!! 😑
মায়ের মতো তো ভালোবাসা দিতে পারব না।😔
তাই ওদেরকে টুকে এনে বারান্দায় ঝুলিয়ে দিয়েছি বাসা গুলো।☺️
ওদের জন্য অনেক রকম খাবার তৈরি করেছি। এখনো ওই চিন্তায় আছি আর কি বানানো যায়। 🙆🏻♀️
ওদের জন্য দোয়া করবেন।😓
যদি একটা ছানা ও ইন্নালিল্লাহ(পরকাল গমন করে) করে আমি শেষ।😓😓
আর যেঠিক ঠাক মত বড় করে উড়িয়ে দিতে পারলেই হলো।☺️😇😁
তাহলেই আমি সার্থক।😁
Beautiful creativity. 😍
Put on some lipstick and
pull yourself together.💄
- Elizabeth Taylor -
Gift from Apu 😍
apu😇
সুন্দর একটি সকাল 😇🌄🍃
ইন্টারনেটে এই হ্যাশট্যাগ এক নম্বরে ট্রেন্ড হলেই তাহলে বড় বড় মিডিয়ারা এই নিউজ পাবলিশ করবে।খুব বেশি একটা সময় লাগবে না (কপি করে পেস্ট করতে ১০-১৫ সেকেন্ড লাগবে)
:
_
_
_
(SAW)
اِنَّ الَّذِیۡنَ یُؤۡذُوۡنَ اللّٰہَ وَ رَسُوۡلَہٗ لَعَنَہُمُ اللّٰہُ فِی الدُّنۡیَا وَ الۡاٰخِرَۃِ وَ اَعَدَّ لَہُمۡ عَذَابًا مُّہِیۡنًا ﴿۵۷﴾
-অনুবাদঃ
- "নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন অপমানজনক আযাব।"
©সূরা আল আহযাব:আয়াত ৫৭
যেমন ছিলেন প্রিয় নবী মুহাম্মাদ (সা.)🥰🥰🥰
১/ তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২/ তিনি কম হাসতেন।
৩/ তিনি মুচকি হাসতেন, হাসি ওনার ঠোঁটে লেগে থাকতো।
৪/ তিনি অট্টহাসি হাসতেন না।
৫/ তিনি তাহাজ্জুদ নামাজ ত্যাগ করতেন না।
৬/ তিনি দৈনিক শতবার ক্ষমা প্রার্থনা করতেন।
৭/ তিনি কখনোই প্রতিশোধ নিতেন না।
৮/ তিনি যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকেই আঘাত করেননি।
৯/ তিনি বিপদে পড়লে তাৎক্ষনিক নামাজে দাঁড়িয়ে পড়তেন।
১০/ তিনি অসুস্থ হলে বসে নামাজ পড়তেন।
১১/ তিনি শিশুদের সালাম দিতেন।
১২/ তিনি সমাবেত মহিলাদের সালাম দিতেন।
১৩/ তিনি শিশুদের পরম স্নেহ করতেন।
১৪/ তিনি পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন।
১৫/ তিনি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
১৬/ তিনি ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
১৭/ তিনি মিথ্যাকে সার্বাধিক ঘৃণা করতেন।
১৮/ তিনি উপহার গ্রহণ করতেন।
১৯/ তিনি সাদকাহ (দান) করতেন।
২০/ তিনি সব সময় আল্লাহকে স্মরণ করতেন।
২১/ তিনি আল্লাহকে সব সময় ভয় করতেন
২২/ হাতে যা আসতো তা আল্লাহর রাস্তায় দান করে দিতেন।
২৩/ কেউ কথা বলতে বসলে সে ব্যক্তি উঠা না পর্যন্ত তিনি উঠতেন না।
২৪/ বিনা প্রয়োজনে কথা বলতেন না।
২৫/ কথা বলার সময় সুস্পষ্টভাবে বলতেন যাতে শ্রবণকারী সহজেই বুঝে নিতে পারে।
২৬/ কথা, কাজ ও লেন-দেনে কঠোরতা অবলম্বন করতেন না।
২৭/ নম্রতাকে পছন্দ করতেন।
২৮/ তাঁর নিকট আগত ব্যক্তিদের অবহেলা করতেন না।
২৯/ কারো সাথে বিঘ্নতা সৃষ্টি করতেন না।
৩০/ শরীয়তবিরোধী কথা হলে তা থেকে বিরত থাকতেন বা সেখান থেকে উঠে যেতেন।
৩১/ আল্লাহ তায়ালার প্রতিটি নিয়ামতকে কদর করতেন।
৩২/ খাদ্যদ্রব্যের দোষ ধরতেন না। মন চাইলে খেতেন না হয় বাদ দিতেন।
৩৩/ ক্ষমাকে পছন্দ করতেন।
৩৪/ সর্বদা ধৈর্য্য ধারণ করতেন।
রাসুল (সা.) এর গুণাবলি বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তায়ালা আমাদেরকে নবী (সা.) এর চরিত্রে চরিত্রবান হওয়ার তাওফীক দান করুন।
আমিন..🖤
Everything depends on the way how you see.❌✔️
মাসজিদ আল-হারামের ইমাম শাইখ মাহির রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।
১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।
২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।
৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।
তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)
আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।
আমিন।
খোশ আমদেদ মাহে রমজান। 🏮
বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গিয়েছে।
আলহামদুলিল্লাহ 😇
her cuteness 🖤🤍
Click here to claim your Sponsored Listing.