Sunshine Akhi

Sunshine Akhi

আল্লাহ কে ভয় করুন দেখবেন জীবন টাই বদলে যাবে😍

01/10/2024

এতো কম প্রাইসে জুতা কিনে কনফিউশানে ছিলাম কেমন হবে কোয়ালিটি 🫡🫡 Shoes from- Akhi Fashion

26/09/2024

আমার লাইফের সিচুয়েশন না বুঝে যারা উল্টা পাল্টা কথা বলবেন তাদের আমি দূরেই রাখবো 🤐 যার যার লাইফের প্রব্লেম আলাদা আলাদা। আমার এমন আপন মানুষের দরকার নাই যে একটু কিছু কম হলেই আমাকে খোচা মেরে কথা বলবে খোচা মেরে পোস্ট করবে। লাইফে হাজার হাজার কাছের মানুষ না থাকলেও হাতে গোনা কয়েকটা পেয়েই আমি খুশি।

আর হ্যা আমার সংসার নিয়ে অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। অযথা কেউ ইন্টারেস্ট দেখাইতে আইসেন না এগুলা নিয়ে। আমি যাদের কাছে রাখি তাদের আমার সুখ-দুঃখের হিসাব দিয়েই রাখি।আর যদি কোন কারনে আপনাকে দূরে ঠেলে দেই ভাববেন আপনার খোচামারা স্বভাবের কারনেই।

সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো থাকেন নিজের লাইফ নিয়ে থাকেন।

17/09/2024

"বাজেট ফ্রেন্ডলি" ড্রেসের দাম শুনলে বাজেট একদিকে আর ফ্রেন্ড আরেকদিকে দৌড় দেয়🙄🫢

15/09/2024

ছাদ বাগানে কি কি গাছ লাগিয়েছি তাই নিয়ে আজকের ভিডিও 😍

10/09/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Nilpori Nilanjona, Runa Ahamed, She Tu, Trisha Rahman Himu, Orisha Ononna, Amrita Atthi, Masabih Talukder Ayaan

09/09/2024

মানুষের উল্টা পাল্টা খোচা মারা Status এ আমার বাল ছেড়া যাবে ফালতু 🙄

09/09/2024

🎉 Facebook recognised me as a top rising creator this week!

09/09/2024

ছেলের আবদার রাখতে কোথায় ঘুরতে নিয়ে গেলাম 😍 ঘুরতে গিয়ে সে কি করলো.. ゚viralシfypシ゚follow

05/09/2024

লাইফে এক ঘেয়েমি দূর করতে চাইলে ফ্যমিলি আর ফ্রেন্ডসদের সাথে সময় কাটান দেখবেন মন ভালো হয়ে গেছে😍😍 ゚viralシfypシ゚follow

04/09/2024

ফ্রেন্ড ফ্রেন্ড এর জায়গায় ঠিক আছে কিন্তু তাকে বেডরুমে আনলে ঝামেলা তো হবেই🤐

01/09/2024
01/09/2024

আমি মনে করি বিয়ের পর পর নবদম্পতির আলাদা বাসায় শিফট হওয়া উচিত যদি সামর্থ্য থাকে।

সামর্থ্য না থাকলেও চেষ্টা করা উচিত আলাদা থাকার ব্যবস্থা করার।

কারণ, বিয়ের পরের সময়টাই আসল সময় নিজেদেরকে ভালো ভাবে জানার বোঝার, আর এই জানাবোঝার জন্য একান্ত সময়ের প্রয়োজন।
যে সময়টা পরিবারের সাথে থাকলে পাওয়া সম্ভব না। এখানে কিন্তু পরিবার আলাদা সময় দিবেনা, ব্যাপার টা এমন না।

পরিবার নবদম্পতিকে আলাদা সময় দিতে চাইলেও সেটা তারা ব্যবহার করতে পারেনা অনেক কারণে।

ছোটখাটো কয়েকটি উদাহরণ দিই-
রাতভর গল্প করে সকালে দেরিতে উঠলে কেউ কিছু না বললেও নিজের কাছেই গিল্টি ফিল হয়, একই সাথে লজ্জাও লাগে এই ভেবে যে কে কি মনে করলো!

দুপুরের ভাত ঘুমের পর হয়তো একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে গল্প করছে, অমনি কেউ ডাক দিবে, গেস্ট এসেছে নতুন বউকে দেখতে!

সন্ধ্যায় কিংবা মধ্যরাতে বারান্দায় অপরকে বাহুতে জড়িয়ে ধরে বসতে পারা যায়না, কে কখন ডাক দিবে!

দুজনে চা/কফি কিংবা ডিনারে যেতে চাইলে একটা দ্বিধা কাজ করে, পরিবারকে ছাড়া যাওয়াটা কেমন লাগে...ছোট ভাইবোন থাকলে আরও খারাপ লাগে তাদেরকে রেখে যেতে।

৩/৪ দিনের ছুটি পেলে কোথাও ট্যুরে যাওয়ার ইচ্ছে করতে পারে, কিন্তু সেখানেও দ্বিধা, এভাবে হুটহাট যাবো বাসায় কি বলা যায়...তাদেরকে রেখে যাওয়াটা কেমন দেখায়!

যেমন ইচ্ছে তেমন পোশাক পরা যায়না, যা ইচ্ছে তা বলা যায়না, যখন তখন রোমান্স করা যায়না...
সবসময় মাথায় রাখা লাগে সবার মধ্যে আছি!

সময় মতো না উঠলে কে কি ভাবে, এই পোশাক টা পরলে কে কি ভাববে, এই সময় ইন্টিমেট হইলে কেউ যদি বুঝে কেমন লাগবে, এই অবেলায় গোসল করা যায় কি বাহানায়...

কেউ কিছু ভাবুক আর না ভাবুক, ভাবতে পারে বলতে পারে বুঝতে পারে এই ভাবনাতেই নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর সময়টা সুন্দর ভাবে কাটানো সম্ভব হয়না!

শুনতে এসব খুব সাধারণ মনে হলেও ঘরে ঘরে এইসব নিয়ে অনেক অশান্তি হতে দেখেছি শুনেছি।

কেউ স্বীকার করুক আর না করুক, এটাই সত্য যে বিয়ের পর প্রথম কয়েকবছর যে পরিমাণ আগ্রহ একে অপরকে মানসিক শারীরিক ভাবে চেনার জানার কাছে পাওয়ার থাকে তা একেবারেই অন্য লেভেলের!
সময়ের সাথে সাথে এক্সাইটমেন্ট টা পরিবর্তন হয়ে যায়, তখন জীবন রুটিনের মধ্যে চলে আসে। ভবিষ্যৎ প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং, ক্যারিয়ার ইত্যাদি ইত্যাদির মধ্যে নিজেদের একান্ত চাওয়া পাওয়া গুলা কিছুটা হলেও কমে যায়...

ভালবাসা কমার কথা বলছিনা কিন্তু!
ভালবাসা থাকলে আজীবন ই থাকে।
বলছি ভালবাসার ধরণ পাল্টানোর কথা।

একটা বাচ্চা হয়ে গেলে তখন জীবনসঙ্গী শুধু জীবনসঙ্গী থাকেনা, বাচ্চার বাবা/মা হয়ে যায়। তখন নিজেদের একান্ত সময়ের ভাগ বাচ্চাকে দেয়া লাগে...বাচ্চাকে নিয়ে নানান ব্যস্ততা চলে আসে।

তাই বাচ্চা হবার আগে যতটা সম্ভব নিজেদের সম্পর্কে সময় দেয়া উচিত, বন্ডিং টা শক্তপোক্ত করা উচিত, নিজেদের অভ্যাসের সাথে পরিচিত হওয়া উচিত। বিয়ে/জীবনসঙ্গী নিয়ে নিজেদের স্বপ্ন/ফ্যান্টাসি গুলা পূরণ করে ফেলা উচিত।

আর এইটার জন্য প্রয়োজন আলাদা থাকার। শুধুমাত্র দুজনা থাকলে একে অপরের ওপর নির্ভরশীলতা বাড়ে, মায়া বাড়ে, ভালবাসার প্রকাশ বাড়ে, সম্পর্ক মজবুত হয়।

কিন্তু যেখানে ছেলের বিয়ে দিলেই মনে করা হয় পুত্রবধূ এবার ছেলেকে বশ করে নিবে/নিচ্ছে...
সেখানে আলাদা থাকার কথা বললেই তো হাওকাও বেঁধে যাবে!
যেহেতু বিয়ের পর ছেলের পরিবারের সাথেই থাকা হয়, আপত্তিও তাই ছেলের পরিবার থেকেই আসে/আসবে।

এক্ষেত্রে ছেলের দায়িত্ব এই আপত্তি যেন না আসে সেই ব্যবস্থা করা, সবাইকে বুঝানো এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে কেন।

অবশ্য বাঙালি ছেলেরা মুখে প্রগতিশীলতার কথা বললেও নিজের ঘরে সেই আদিমকালের মতো ব্যবহার করতে চায়!
মনে করে বিয়ে করলে সেই বউয়ের দায়িত্ব তার পরিবারের দেখাশোনা করা! অথচ এইটা খুবই অহেতুক চাহিদা!

পুত্রবধূ যদি পরিবারের দেখাশোনা করে, খোজ রাখে, ভালবাসে এইটা তার ভালো মানুষী, ভদ্রতা, মানবিকতা।

কিন্তু এইসব করতে সে বাধ্য না, আর তাকে বাধ্য করা উচিতও না।

এদিকে, অনেক ছেলে বিয়েই করে মা বাবার জন্য কাজের মেয়ে পাবার আশায়! অনেকে তো আরও একধাপ এগিয়ে, বিয়ে করে বউকে বাপ মায়ের কাছে রেখে সে চলে যায় দূরে কোথাও!

এইটা কেমন আচরণ আমি আসলেই বুঝিনা!

একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে। আর যাই হোক স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে থাকার স্বপ্ন দেখেনা মোটেও!

কিন্তু তাকে বাধ্য করা হয় এমন জীবন যাপন করতে...

এই পর্যন্ত পড়ে অনেকেই মনে করতে পারেন এই মেয়ে দেখি ছেলেকে তার পরিবার থেকে দূর হবার কথা বলছে!

ভুল বুঝেছেন।
পরিবারের সাথে দূরত্ব তৈরি করা আমার উদ্দেশ্য না, আমি সে কথা বলছিও না।
পরিবারের সাথে অবশ্যই যোগাযোগ থাকবে, কথা হবে, দেখা করতে যাওয়া হবে, সময় সুযোগ সামর্থ্য মিললে একসাথে ঘুরতে যাওয়াও হবে...
সবই হবে...

শুধু থাকাটা হবে আলাদা ফ্ল্যাটে, কিংবা আলাদা বাসায়।
ভাবতে পারেন যেমনটা বিয়ের পর একটা মেয়ে তার পরিবারের থেকে আলাদা থাকে, তেমনটা।

এতে কিন্তু সম্পর্ক নষ্ট হবার কোনো চান্স নাই।

একসাথে থাকলে বরং নানান সময় নানান রকমের সমস্যা হবে, সেই সমস্যায় না পারবেন স্ত্রীর সাইড নিতে আর না পারবেন পরিবারের সাইড নিতে..
মাঝামাঝি পিষবেন।

বলতে পারেন ব্যালেন্স করে চলা যায়।
তা যায়, কিন্তু এই ব্যালেন্স করা টা খুবই কঠিন...

অন্যদিকে, দূরে থেকেও ব্যালেন্স করে চলা যায়।

যাজ্ঞে, যার যার নিজস্ব ব্যাপার।
যে যেভাবে ভালো থাকে থাকুক।

আমি শুধু আমার মতামত বললাম, যেটা কেউ জিজ্ঞেস করেনাই।
আমি বললাম আমার ইচ্ছে হইসে তাই।
কে বুঝবে, কে মানবে, কে বুঝবেনা মানবেনা এইসব আমার দেখার বিষয় না।

অনেক লম্বা পোস্ট, যারা পড়বেন, তাদেরকে ধন্যবাদ।
ভালো থাকুন আপনারা, একটাই জীবন, অল্প সময়ের...তাই ভালো থাকা জরুরি এই জীবনে ❤️

#সংগৃহীত

Photos from Sunshine Akhi's post 28/08/2024

আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম🙂

আমি একা ডরামু কেন আপনারাও ডরান😁😁

28/08/2024

ভাইরাল কোটা হেয়ার কালার রিভিউ করলাম আজকে সবাই দেখবেন আর কমেন্ট করে জানিয়ে দিন কেমন হয়েছে.? আর হ্যা এই হেয়ার কালার টি আপনারা পেয়ে জাবেন তাজ কালেকশন'স Exepressed by Tayeba এই পেইজে😍😍 ゚viralシfypシ゚follow

28/08/2024

অধিকাংশ ফ্যামিলিতে এমন একজন মানুষ থাকেন যে অশান্তি বাঁধিয়ে দেবার পর বলে সবাই মিলেমিশে থাকলে তবেই তো ভালো লাগে 🤨🤨

26/08/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Runa Ahamed, Orisha Ononna, She Tu, Ananna Tondra, Trisha Rahman Himu

26/08/2024

আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার গ্যাস লাইন আজকে বন্ধ করে দেওয়া হয়েছে 😍😍 ゚viralシfypシ゚Follow to follow ফলো টু ফলো

26/08/2024

আজকাল বিয়ের পর ছেলের মা ই একটু বেশি নাক গলায় ছেলের সংসারে

বিয়ের পর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি বাবা মা র কাছে যেতে হয় ,তাহলে আপনি বিয়ে করছেন ই বা কেনো ?

আপনার বিয়ে করার বয়স হয়েছে মানে সিদ্ধান্ত নেবার বয়স হয়েছে।
কিন্তু বিয়ের পর প্রতিটি সিদ্ধান্ত যদি মা বাবাকে জিজ্ঞেস করে নিতে হয়,তাহলে আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে মর্যাদা হারাবেন ।

স্ত্রীকে নিয়ে শশুরবাড়ি যাবেন কিনা ,স্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে চাইলে বার বার তাকে বলা মাকে জিজ্ঞেস করো 🙂

স্ত্রীকে নিয়ে বাইরে যাওয়ার আগে বারবার অনুমতি নেওয়া লাগলে এটার ফল আসলেই নেতিবাচক।

সাময়িক মনে হতে পারে কোনো অসুবিধা তো হচ্ছে না

কিন্তু আপনার স্ত্রীর মনে ক্ষোভ জন্ম নেয়,আপনার প্রতি তার সম্মানবোধ উঠে যায়।

মাঝে মধ্যে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন .... দেখি মা কি বলে।তখন হয়তো সে কিছু বলে না ।
কিন্তু মা যদি না করেন ,মায়ের ওপর না বরং আপনার ওপরই তার রাগ হয় ।।

আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই মা বাবার পরামর্শ নেবেন ,,তাদেরকে শ্রদ্ধা করবেন।

কিন্তু স্বামী হিসেবে আপনার যে কর্তৃত্ব আছে ,সেই কর্তৃত্বের চর্চা আপনিই করুন।
আপনার মা বাবা কে করতে দিবেন না।
স্ত্রীর কোনো আবদার নাকচ করতে চাইলে তাকে বুঝিয়ে আপনিই নাকচ করুন ।

নিজের মা বাবা কে involeb করে যখন দাম্পত্য জীবনের সিদ্ধান্ত নিবেন ,কোনো এক সিদ্ধান্ত ভুল হলে স্ত্রী আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে।।

ঠিক তেমনি স্ত্রীর বেলায়ও...
স্ত্রীরা বেশিরভাগ কথা তার মায়ের সাথে শেয়ার করে।
স্বামী কি করল কি বললো ,স্বামীকে এটা কিভাবে বলব ,স্বামীর কাছে কিভাবে চাইবে এগুলো নিয়ে সে মায়ের সাথে কথা বলে ।
মাও খুব আগ্রহ নিয়ে মেয়েকে বুদ্ধি দেন।

বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দেইনোন্দিন এসব ব্যাপারে মেয়ের মা যত involeb হবে,পারিবারিক অশান্তি তত বাড়বে।

মা যদি জিজ্ঞেস করে ,এটা বলার পর জামাই কি বললো ,স্ত্রীর তখন স্পষ্টভাবে বলা উচিত ,sorry মা ও আমাকে কি বলছে সেটা তোমাকে বলতে পারব না।।

একজন স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আপনার এই আত্মসম্মান থাকা উচিত ।
সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সুকৌশলী হওন, যাতে সাপ ও না মরে লাঠিও না ভাঙে।

26/08/2024

শুভ সকাল ❤️

25/08/2024

ড. ইউনুস কোথায়?

ড. মুহাম্মদ ইউনূস এর সাথে ৪৪টি এনজিও এর বৈঠক হয়েছে গতকাল। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় ১০০০ কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ হাতে নেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ! ❤️

25/08/2024

তাজ কালেকশন'স Exepressed by Tayeba থেকে কি কি কিনলাম তা এই ভিডিও তে দেখুন আর রিভিউ গুলোও দেখুন😍😍

24/08/2024

এ ছবিটা নিয়ে ট্রল হওয়া উচিৎ। হাহা রিএক্ট দিয়ে ভরে ফেলেন।
কেউ এই লোকের পক্ষে সাফাই গাইতে আইসেন না,সিম্পিথি দেখাইয়েন না।
ফাইজলামি নাকি এসব?
যেখানে তুখোড় সাঁতারুরা এসব স্পটে গিয়ে নিজেদেরকে সামলাতে পারছেনা সেখানে ও গিয়ে কি করবে?

মানে
ফাইজলামি শুরু করছে।
২ লাখ টাকা দান কইরা সেটার ভিডিও কইরা টিকটক ফেসবুকে দিয়া ৫ লাখ কামানোর ধান্দায় গেছে ও।দরকার ছিলো এসবের?
টাকাপয়সা যা উঠাইছে সব কোনো এক ফাউন্ডেশনে দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে সবকিছু হয়ে যেতো।ওর একমাত্র উদ্দেশ্যই হইলো মানুষের সিম্পিথি নেওয়া,বৌ ব্যাবসা আর ভিউ ব্যাবসা কইরা টাকা কামানো।যত্তসব ফালতু।

সংগ্রহ: Habibur Rahman

24/08/2024

Next ভিডিও আপলোড করবো তাজ কালেকশন'স Exepressed by Tayeba থেকে কি কি কিনলাম😍😍

19/08/2024

আইসক্রিম এর জন্য বায়না করতেছে তারপর কান্ডটা দেখুন🙄🙄

25/07/2020

মাশাল্লাহ রিভিউ 😍

Videos (show all)

#vedioviral #reelsfypシ #Bangladesh #Tangail
Jutar review
🫢🫢 #trendingreelsvideo #reelsfypシ #reelsvideoシ #Tangail
ছাদ বাগান ভিডিও
Enjoy family time
আমার শহর ছাড়া কোথাও ভালো লাগে না🥲 #tangailcity #viralreelsシ #reelsfypシ #foryoupageシ #highlight
Freinds adda
ফেভারিট প্লেস আর ফেভারিট মানুষ গুলোর সাথে ফেভারিট খাবার খাওয়া দারুন কম্বিনেশন 😍😍 #dosa #bucketbiriyani #favoriteplace #t...
#Hair_color_review
Gas line off aj theke
কিছু কিছু মানুষের জন্য দুনিয়ার প্রতি আর কোন মায়া থাকে না🙂🙂 #reelsviralシ #viralreelschallenge #tangail_city #follower #hi...
তার দুস্টামি গুলা আমি খুব এনজয় করি😍 সবাই মাশাল্লাহ বলবেন🫰🫰#reelsviralシ #viralreelschallenge #babyboy #Ayaan #tangail_cit...

Website