Md Abdullah Ahmed Rafi

Md Abdullah Ahmed Rafi

☞︎︎︎ ༒︎꧁♔︎꧂༒︎☜︎︎︎


༒︎᭙ꫀꪶꪶᥴꪮꪑꫀ 𝓽ꪮ ꪑꪗ ρ𝘳ꪮᠻꪖ𝓲ꪶ༒︎
꧁𝕳𝖎 𝕸𝖞 𝕹𝖊𝖜 𝕱𝖗𝖎𝖊𝖓𝖉꧂

03/10/2023

Hea 😔

Photos from Md Abdullah Ahmed Rafi's post 12/05/2023

☺️🙄🙂

05/04/2023

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"
এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept”, অর্থাৎ মানূষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।
সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে ঊঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"
এই ব্যাপারটাকে বলে "Being Professional”, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।
যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত(এমবিএ পাশ করা) ডাকাত দলের সর্দার(যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে)কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"
ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।
এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।
ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।
এই ব্যাপারটাকে বলে, Swim with the tide, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।
কিছু সময় পরেই, টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।"
এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসী বড়।
ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।
এই ব্যাপারটাকে বলে,
"Seizing the opportunity.” Daring to take risks!
অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিৎ...!

29/03/2023

হাজারো সৈনিকের না বলা কথা 🖤😔

__, যে সময়টাতে আমি, কলেজ
কিংবা ভার্সিটির করিডোরে আড্ডা দিতাম
সে সময়টাতে আমি প্রতিনিয়ত "রাইট
স্যার, জ্বি স্যার, ওকে স্যার" বলে
যাচ্ছি-

যে ভোরে আমি কম্বল
পেচিয়ে অনেক বেলা পর্যন্ত ঘুমাবার
কথা, সেই সময়টাতে আমি রাত ০৫:০০
টায় ঘুম থেকে উঠে মাইলের পর মাইল
দৌড়াচ্ছি-

যে সময়টাতে পার্টি, ভ্রমণ আর
বিনোদনের কথা , সে সময়টাতে আমি
অফিস, ফায়ারিং, গ্রেনেড থ্রোইং,সীমান্ত টহল
আরো কত কি কি করে যাচ্ছি-

যে সময়টাতে আমার নাকে কফি
হাউজের কনফেকশনারের গন্ধ, দামি
বডি স্প্রে'র গন্ধ আর মায়ের হাতের
নানান রঙ্গের পিঠা ইত্যাদি
ইত্যাদির গন্ধ থাকার কথা, সে
সময়টাতে আমার নাকে তাজা বুলেট,
গ্রেনেডের ডেটোনেটর, শত্রুর তাজা
রক্ত আর স্পিলিন্টারের গন্ধ-

তুমি দেখলে শুধু পরিপাটি জীবন,
দেখেছো শুধু পালিশ করা বুট, আর আয়রন
করা ইউনিফর্ম এবং ব্যারেট-

তুমি শূন্যতা ভেদ করে আকাশ'কে
দেখেছো, কিন্তু শূন্যতা দেখোনি...
সত্যি দেখোনি..!

🙂✌

18/03/2023

Vai Brother 🤟🤟🤟

Want your business to be the top-listed Grocery Store in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

sad

Category

Website

Address

Dhaka
Tangail