Mazharulislam814gmail.com

Mazharulislam814gmail.com

Mazharul Islam.. Post Graduation complete of MBA management...

25/08/2023

বেকারত্বদের এমনিতেই চলতে কষ্ট আবার আবেদন ফি বাড়ানো হয়েছে....যে ব্যক্তি ইনকাম করতে পারে সে চাকরির আবেদন করবে না.... যার ইনকাম নাই অর্থাৎ বেকার সেই চাকরির আবেদন করে.... একজন বেকার ব্যক্তি যানে চাকরির আবেদন ফি যোগানো কতোটা কষ্টকর.......

Photos from Mazharulislam814gmail.com's post 11/08/2023

পর্তুগীজ সুপার কাপ চ্যাম্পিয়ন ট্রফি হাতে দুই আর্জেন্টাইন ডি-মারিয়া ও ওতামেন্ডি। 🥰🥰🥰

Photos from Mazharulislam814gmail.com's post 10/08/2023
06/08/2023

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

06/07/2023
Photos from শিক্ষাঙ্গন - Subject's post 31/03/2023
Photos from Matrix BCS Series's post 29/11/2022
06/03/2022

১. রাশিয়া কতসালে ক্রিমিয়া দখল করে ?
উত্তরঃ ২০১৪ সালে।

২. ইউক্রেনের রাজধানীর নাম কি?
উত্তরঃ কিয়েভ

৩. কমলা বিপ্লব কোথায় অনুষ্ঠিত হয়
উত্তরঃ ইউক্রেনে (২০০৪ সালে)

৪. বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম কী ?
উত্তরঃ রাশিয়া

৫. চেইনএলাইসিস কোন দেশের নিরাপত্তা প্রতিষ্ঠান
উত্তর; যুক্তরাষ্ট্র

৬. দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশ কততম ?
উত্তরঃ ৭৫তম

৭. ২০২২ সাথে ফিফা ওয়াল্ড কাপ কাতারে কত তারিখে অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ ১৮ ডিসেম্বর

৮. 2022সালে COP-27 অনুষ্ঠিত হবে
উত্তরঃ মিশর

৯. ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত

১০. RCEP জোট গঠন-
চুক্তি স্বাক্ষরঃ ২০২০, ১৫ নভেম্বর
চুক্তি কার্যকরঃ ১ জানুয়ারি ২০২২
বর্তমান সদস্যঃ ১৫

03/03/2022

২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের সমস্যার মূল কারণ কোনটি এবং কেন?
রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ। এটি এতোই বড় যে, ১১টি টাইম জোন জুড়ে তা বিস্তৃত। যুক্তরাষ্ট্রের দ্বিগুণ। ভারতের পাঁচগুণ। ব্রিটেনের চেয়ে ৭০ গুন বড়। কিন্তু দেশটির জনসংখ্যা মাত্র ১৪ কোটি ৪০ লাখ। বাংলাদেশ, নাইজেরিয়া বা পাকিস্তানের চেয়েও কম।

এত বড় একটি দেশের ক্রিমিলজের সীমানাভুক্ত করার কী দরকার ছিল! প্রকৃতপক্ষে রাশিয়া যত বড় দেশই হোক, তাদের একটাই সমস্যা - সারা বছর সচল রাখা যায় উষ্ণ পানির এমন গুরুত্বপূর্ণ বন্দর তাদের প্রায় নেই বললেই চলে। ক্রিমিয়ার সেভাস্তাপোলে রাশিয়ার যে নৌঘাঁটি, সেটি কৌশলগত কারণে তাই রাশিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাল্টিক সাগরে রাশিয়ার ঢোকার পথ হচ্ছে এই বন্দর। সেটি হাতছাড়া হতে তারা কোনোভাবেই দিতে চায়নি। প্রায় ২০০ বছর ধরে ক্রিমিয়া কিন্তু রাশিয়ারই অংশ ছিল। ক্রিমিয়ার প্রায় ৬০ শতাংশ মানুষও জাতিগত রুশ।

১৯৫৪ সালে সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ এটি হস্তান্তর করেন তৎকালীন সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনের কাছে। তখন তারা ভাবেননি, কোনো একদিন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবে এবং ক্রিমিয়ার ওপর মস্কোর নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। কাজেই ইউক্রেন যে ন্যাটোর সদস্য হবে, সেটা রাশিয়া কোনোভাবেই মানবে না। কিন্তু মস্কো যখনই দেখলো যে ইউক্রেন তাদের প্রভাবের বাইরে চলে যাচ্ছে, তখন প্রেসিডেন্ট পুতিন সেখানে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন। কাজেই ইউক্রেনের ব্যাপারে কিছু না করে বসে থাকার কোনো সুযোগ তার ছিল না। কারণ ক্রিমিয়া ছিল রাশিয়ার একমাত্র উষ্ণ পানির বন্দর, আর পুতিনের আমলেই এই বন্দর রাশিয়ার হাতছাড়া হবে, সেটা তিনি চাননি।’ রাশিয়া নিজেকে এখনো দেখে একটি পরাশক্তি হিসেবে, এবং বিশ্বে তার সেই সামরিক-রাজনৈতিক শক্তি অটুট রাখার ক্ষেত্রে ক্রিমিয়ার ভূ-রাজনৈতিক গুরুত্ব তাই অনেক।

সোজা কথায় পুতিন চান ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না। তিনি পশ্চিমা নেতাদের সঙ্গে বৈঠক করে এ নিশ্চয়তা চেয়েছিলেন যে ন্যাটো আর এ অঞ্চল থেকে নতুন করে কোনো দেশকে সদস্য করবে না। কিন্তু পশ্চিমারা তাতে রাজি হয়নি। পুতিন মনে করছেন, পশ্চিমারা ন্যাটোর বাহিনী দিয়ে চারদিক থেকে রাশিয়াকে ঘিরে ফেলে ব্ল্যাকমেল করতে চাইছে।

14/02/2022

আজ ১৪ ফেব্রুয়ারি।
"সুন্দরবন দিবস"।
সবাইকে সুন্দরবন দিবসের শুভেচ্ছা।

বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবনের আয়তন প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার। এর মধ্যে ৬,০১৭ বর্গকিলোমিটার বাংলাদেশে পড়েছে। অর্থাৎ, মোট আয়তনের ৬২ শতাংশ বাংলাদেশের অংশ, আর বাকি অংশ ভারতের। সুন্দরবন বাংলাদেশের ৫টি জেলাকে স্পর্শ করেছে। জেলাগুলো হল- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা।

রামসার কনভেনশন কর্তৃক ১৯৯২ সালের ২১ মে সুন্দরবন "রামসার সাইট" আন্তর্জাতিক ভাবে স্বীকৃত জলাভূমি) হিসেবে স্বীকৃতি লাভ করে।

১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো একে "ওয়ার্ল্ড হেরিটেজ সাইট" বা "বিশ্ব ঐতিহ্য" হিসেবে ঘোষণা করে।

Want your school to be the top-listed School/college in Tangail?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

Telephone

Website

Address

Tangail