MicroAds

MicroAds

You may also like

Jafor 8
Jafor 8

Boost Your Business Right Now.

25/10/2021

✅✅✅প্রিমিয়াম বুষ্টিং সার্ভিস📢📢📢📢📢
✅✅✅রিয়েল ডলার/কার্ড দিয়ে বুস্ট করান।
❌❌❌কুপন/থ্রেসহোল্ড ব্যবহার থেকে বিরত থাকুন।
🟥বুষ্ট বার বার বন্ধ হয়ে যাচ্ছে?
🟥বুষ্ট করে রিচ নেই? বা রিচ হলেও কাষ্টমার নেই?
🟥ইতিমধ্যে আপনার কিছু পেজ রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে?
আমাদের সার্ভিস সমুহঃ
🔹পেজ প্রোমোট
🔹পোস্ট বুস্ট
🔹ভি‌ডিও বুস্ট
🔹লাইভ বুস্ট
⏩⏩⏩বিশেষত সিরিয়াস টাইপের ই-কমার্স ব্যবসায়ীদের জন্য আমাদের এই সার্ভিস।

13/09/2021

সাবধান! অনেক রকম স্ক্যামার আছে অনলাইনে।

13/09/2021

ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিসঃ
✅ ব্যবসায় সাফল্য পেতে টার্গেট কাস্টমারকে আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেখান, ডিজিটাল মার্কেটিং এর সুযোগ নিয়ে অধিক মানুষের কাছে আপনার প্রোডাক্ট এর পরিচিত বাড়ান!
◉ বুস্ট এর সুবিধাঃ
✅টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
✅ লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।
✅বয়স,লিঙ্গ,ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
✅অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পোঁছানো।
✅ কারা আপনার বিজ্ঞাপন দেখলো, কতজন আপনার বিজ্ঞাপন দেখলো তা সরাসরি দেখার সুবিধা।
✅বিজ্ঞাপন ক্যাম্পেইন শেষে বিজ্ঞাপনের রিপোর্ট দেখার সুবিধা।
★আমাদের থেকে ডলার নিয়ে নিজেই বুস্ট করার সুবিধা আছে।
তাই যারা ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিস নিতে চান তারা আমাদের পেজে ম্যাসেজ দিন ।

07/09/2021

এধরনের ম্যাসেজ করবেন না প্লিজ। আমরাও দূঃখিত এরকম রিপ্লাই করার জন্য। কিন্তু উনার কথা বলার ধরনটা আমাদের বাজে লেগেছে।

29/08/2021

সস্তায় খুজলে এরকমি হয়।

08/04/2021

শীঘ্রই ফিরে আসছি প্রিমিয়াম সব সার্ভিস নিয়ে . . .

22/01/2021

আমাদের ফেসবুক আইডি ডিসেবল হয়ে যাওয়ার কারণে, সবার অ্যাড আপাতত বন্ধ আছে। ভেরিফিকেশনের জন্য আবেদন করা হয়ে গেসে। আশাকরি আইডি ঠিক হলে, সব অ্যাড আবারো চালু হয়ে যাবে। ফোন বন্ধ রাখা হয়েছে। অযথা গালাগালি করে সময় নস্ট করবেন না। আমরা সবাই জানি ফেসবুক ডেভেলভমেন্ট এর কাজ চলছে। এখন সবারি সমস্যা হচ্ছে। আপনাদের কারোও টাকা মাইর যাবে না। ধৈর্য্য ধরে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।
আইডি ঠিক হয়ে গেলে আবারোও অনেস্ট সার্ভিস পাবেন। আর এতক্ষনে আমাদের যারা গালাগালি করেছিলেন। তখন দয়া করে নিজ দায়িত্বে কমেন্ট গুলো রিমোভ করে দিয়েন।
ধন্যবাদ সবাইকে।

Photos from MicroAds's post 18/01/2021

ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিসঃ
👉আপনার অ্যাড কি কিছুক্ষণ রান হওয়ার পর বন্ধ হয়ে যায়?
👉আপনার পেজ এর রিছ কি কমে গেছে?
👉আগের মত রেজাল্ট পাচ্ছেন না?

◉ এখনই সময়, নিজের পেজকে বাঁচান, নিজের ব্যবসা বাঁচান।

👉সাবধান! কূপন ও থ্রেসহোল্ড ব্যবহার করে আপনার অনলাইন বিজনেস নিজের হাতে ধ্বংস করবেন না!
👉একমাত্র আমরা করছি ইবিএল কার্ড দিয়ে বুস্ট/প্রোমোট।
👉 ব্যবসায় সাফল্য পেতে টার্গেট কাস্টমারকে আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেখান, ডিজিটাল মার্কেটিং এর সুযোগ নিয়ে অধিক মানুষের কাছে আপনার প্রোডাক্ট এর পরিচিত বাড়ান!

◉ বুস্ট এর সুবিধাঃ
● টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।
● বয়স,লিঙ্গ,ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পোঁছানো।
● কারা আপনার বিজ্ঞাপন দেখলো, কতজন আপনার বিজ্ঞাপন দেখলো তা সরাসরি দেখার সুবিধা।
● বিজ্ঞাপন ক্যাম্পেইন শেষে বিজ্ঞাপনের রিপোর্ট দেখার সুবিধা।

তাই যারা ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিস নিতে চান তারা আমাদের পেজে ম্যাসেজ দিন ।

আমাদের কিছু রেগুলার এবং প্রিমিয়াম কাস্টোমার দরকার। যাদের মোটামুটি ভাল মানের বিজনেস রয়েছে এবং ইনভেস্ট করতে চান কিন্তু ভাল সার্ভিস প্রোভাইডার পাচ্ছেন না।

ডলার প্রাইসঃ ১০৫ থেকে ১১০ টাকা ( ডলারের পরিমান অনুসারে)।

Photos from MicroAds's post 26/12/2020

ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিসঃ
👉সাবধান! কূপন ও থ্রেসহোল্ড ব্যবহার করে আপনার অনলাইন বিজনেস নিজের হাতে ধ্বংস করছেন নাতো!
👉একমাত্র আমরা করছি ইবিএল কার্ড দিয়ে বুস্ট/প্রোমোট।
👉 ব্যবসায় সাফল্য পেতে টার্গেট কাস্টমারকে আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেখান, ডিজিটাল মার্কেটিং এর সুযোগ নিয়ে অধিক মানুষের কাছে আপনার প্রোডাক্ট এর পরিচিত বাড়ান!
◉ বুস্ট এর সুবিধাঃ
● টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।
● বয়স,লিঙ্গ,ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পোঁছানো।
● কারা আপনার বিজ্ঞাপন দেখলো, কতজন আপনার বিজ্ঞাপন দেখলো তা সরাসরি দেখার সুবিধা।
● বিজ্ঞাপন ক্যাম্পেইন শেষে বিজ্ঞাপনের রিপোর্ট দেখার সুবিধা।
★আমাদের থেকে ডলার নিয়ে নিজেই বুস্ট করার সুবিধা আছে।
তাই যারা ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিস নিতে চান তারা আমাদের পেজে ম্যাসেজ দিন ।

05/12/2020

Finally. . .

21/11/2020

***"লোগো ডিজাইন সার্ভিস"*** ***"Logo Design Service"***

👉 ই-কমার্সের যুগে আপনারা অনেকেই ফেসবুক/ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের প্রডাক্টগুলো সেল করে থাকেন। অনলাইন ব্যবসার ক্ষেত্রে "Brand Awarness" খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তাই আপনার "Brand" কে রিপ্রেজেন্ট করার জন্য লোগো একটি অত্যাবশ্যকীয় বিষয়।

👉এছাড়াও অফলাইন বিজনেস কার্ড বানাতে, পেইজের ট্যাগ দিতে কিংবা যে কোন ধরনের ব্রান্ডিং করতে একটি লোগো থাকা আবশ্যক।

★তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, সবচেয়ে কম খরচে কিছু লোগো ডিজাইন সার্ভিস প্যাকেজঃ
◉ প্যাকেজসমূহঃ
● "স্ট্যান্ডার্ড" লোগো ডিজাইন সার্ভিস - ৳৫০০/-
● "প্লাটিনাম" লোগো ডিজাইন সার্ভিস - ৳৭৫০/-
● "প্রিমিয়াম" লোগো ডিজাইন সার্ভিস - ৳১০০০/-

◉ "স্ট্যান্ডার্ড" লোগো ডিজাইন সার্ভিসঃ
আপনাদের ব্রান্ড নেম এবং ব্যবসার ধরণ বুঝে আপনাদেরকে
আমরা লোগো ডিজাইন করে দিব।

◉ "প্লাটিনাম" লোগো ডিজাইন সার্ভিসঃ
আপনারা আমাদের Concept এবং sample দিবেন, এ অনুযায়ী
আমরা আপনাদেরকে লোগো ডিজাইন করে দিব।সাথে পাচ্ছেন একবার
রিভিশন।

◉ "প্রিমিয়াম" লোগো ডিজাইন সার্ভিসঃ
আপনারা আমাদের Concept এবং sample দিবেন, আমাদের
গ্রাফিক্স ডিজাইনার আপনাকে ক্যাটালগ এবং ডিজাইন দেখাবে।
কম্বাইন্ড পছন্দকৃত ডিজাইন থেকে আমরা আপনাদেরকে
লোগো ডিজাইন দিব। সাথে পাচ্ছেন আনলিমিটেড রিভিশন।

★ লোগো সার্ভিস নিতে আমাদের পেইজে ম্যাসেজ দিন অথবা দ্রুত সার্ভিস পেতে চাইলে আমাদেরকে আপনার ফোন নাম্বার দিন, আমরা যত দ্রুত সম্ভব কল করব।

21/11/2020

আমরা এক এক করে আমাদের সব সার্ভিস চালু করে দিচ্ছি। আপনারা আমাদের আরোও কিছু সার্ভিসের জন্য অনুরোধ করেছেন। তাই আমাদের কভারেজ এর মধ্যে কিছু সার্ভিস যোগ করতে যাচ্ছি। আপডেট পেতে সাথেই থাকুন।

MicroAds 14/11/2020

আপনারা অনেকেই আমাদের কাছ থেকে Facebook Ad Coupon চাচ্ছেন।
আমরা খুব তারাতারি Coupon নিয়ে আসব।
Ad Coupon আলাদাভাবে সেল হবে।
Coupon দিয়ে কোনো প্রকার Boost করে দেওয়া হবে না।

MicroAds Boost Your Business Right Now.

13/11/2020

সাময়িক বিরতির জন্য আমরা আন্তরিকভাবে দূঃখিত।

আমাদের ম্যানেজমেন্ট ও কারিগরী ত্রূটির জন্য আগামী ৪-৬ দিন কার্যক্রম বন্ধ থাকবে।
পেজ~এ সবার ম্যাসেজের এর উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না।
আমাদের সাথেই থাকবেন।
আশাকরি আমাদের কাছ থেকেই সর্বোচ্চ সাপোর্ট পাবেন।

11/11/2020

***ডিজিটাল মার্কেটিং কেন করবেন?

১. ভোক্তারা বেশি বেশি ডিজিটাল হচ্ছেঃ
সময় এবং প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে প্রতিটি পণ্যের ভোক্তার মাঝে অনেক পরিবর্তন হচ্ছে। ভোক্তারা এখন কোন পণ্য কেনার আগে দেখতে চায় সেই পন্যটি কেমন? কি কি গুনাবলী রয়েছে? ভোক্তা সেই পণ্য গ্রহন করলে কি কি সুবিধা পাবে? অন্য আর কে এমন ধরণের সেবা প্রদান করে? তাদের সাথে এই পণ্যের পার্থক্য কি? তার পরিচিত কেউ একই পণ্য ব্যবহার করছে কিনা বা সাধারণ জনগন এই পণ্য ব্যবহার করে কি রিভিউ দিচ্ছে ইত্যাদি, এই বিষয়গুলো জানার জন্য ভোক্তা সহজেই ব্যবহার করে তার হাতের মোবাইলটি বা কম্পিউটারটি। আগে একটা সময় ছিল, এই প্রশ্নগুলো ভোক্তা জানতে চাইলেও কম সময়ে সহজেই জানতে পারতেন না কিন্তু এখন গুগল বা ফেসবুক-এ সার্চ দেওয়ার মাধ্যমে দেখতে সহজেই পণ্যের ছবি, পণ্যের বৈশিষ্ট্য এবং পণ্য কোন কোম্পানী সরবরাহ করছে, ভোক্তা মতামত এবং আর অনেক উত্তর খুব সহজেই দেখতে পায় এবং যে সব পণ্য এর তথ্য সহজেই পেয়ে যায় এবং পজিটিভ রিভিউ দেখে সে সব পণ্য কিনতে সব চেয়ে বেশি আগ্রহী হয়। যেহেতু ভোক্তা পণ্য ক্রয় করার পূর্বে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছে তাই আপনাকেও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করেই তার কাছে পৌছাতে হবে। আপনাকে ব্রান্ড এবং আপনার পণ্যকে গুগল, ফেসবুক, টুইটার বা ইউটিউবের মাধ্যমে কাস্টমারের কাছে উপস্থাপন করতে হবে। যেন তারা আপনার ব্রান্ড বা পণ্য সম্পর্কে জানতে চাইলে সহজেই খুজে পায়। তাহলে আপানর পণ্যের বিক্রয় বৃদ্ধি পাবে। আপনার ব্যবসায়ের উন্নয়ন হবে।

২. অল্প খরছে ডিজিটাল মার্কেটিং স্ট্রেটেজির প্রয়োগ করা যায়ঃ
প্রচলিত মার্কেটিং পদ্ধতির সাথে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় পার্থক্য হল ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব কম খরচে আপনি আপনার ব্যবসায়কে কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌছাতে পারবেন। একটি ফেসবুক পেইজের মাধ্যমে বা একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার পণ্যকে লক্ষাধিক কাস্টমারের কাছে খুব সহজে পৌছাতে পারবেন যা প্রচলিত লোকাল মার্কেটিং পদ্ধিতে অনেক ব্যয়বহুল। ফেসবুক অ্যাডের মাধ্যমে কয়েক ডলার খরচ করে আমাদের দেশে হাজার মানুষের কাছে পণ্য সম্পর্কিত তথ্য পৌছে দিচ্ছে বিভিন্ন ই-কমার্স কোম্পানী। তাও আবার বয়স, পেশা, ইন্টারেস্ট ইত্যাদির মাধ্যমে টার্গেট করে সঠিক ব্যক্তির কাছে পৌছানো যাচ্ছে। তাই ডিজিটাল মার্কেটিং এর এই সুযোগ লুফে নিচ্ছে পৃথিবীর সকল ছোট বড় কোম্পানী গুলো। আপনি কেন আপনাকে গুটিয়ে রাখবেন।

৩. সহজেই ট্র্যাক করা যায়ঃ
মার্কেটিং করার সাথে সাথে মার্কেটিং এর রেজাল্ট ট্র্যাক করতে হয়। মার্কেটিং এর পদক্ষেপ কেমন হল? কতটুকু সফলতা পাওয়া গেল? পণ্য বা সার্ভিস কাস্টমারের কেমন লাগল? ইত্যাদি জানতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর ট্র্যাকিং সিস্টেম এর মাধ্যমে। আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ন অংশ এসইও করেন তাহলে সহজেই ভিজিটর পাবেন এবং সেই ভিজিটরকে গুগল এনালাইটিকের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ আপনার এসইও পদ্ধতিটি কত জন মানুষকে আপনার কাছে নিয়ে আসতে পেরেছে তা জানতে পারবেন এবং তার ফলাফল কি তা বুঝতে পারবেন।
তারপর মার্কেটিং এ কি পরিবর্তন দরকার? কি নতুন যোগ করা দকার তা বুঝতে পারবেন। কিন্তু প্রচলিত মার্কেটিং পদ্ধতির মাধ্যমে কতজন আপনার সম্পর্কে জানতে পারলো তা বুঝতে পারা যায় না। যেমনঃ আপনি আপনার ব্যবসায়ের মার্কেটিং বিভিন্ন ব্যানার বা পোস্টার এর মাধ্যমে করলেন কিন্তু বলতে পারবেন না এই পোস্টার বা ব্যানার কত জন দেখল এবং কত জন আপনার সম্পর্কে জানলো। অথচ ডিজিটাল মার্কেটিং-এ প্রায় প্রতিটি দিক ট্র্যাক করা যায়। যদি আপনার মার্কেটিং স্ট্রেটেজিতে কোনরকম ভালো ফলাফল না আসে তাহলে সেই স্ট্রেটেজি খুব সহজেই পরিবর্তন করে ফেলতে পারবেন। এটি মার্কেটিং ব্যয়ও কমাবে।

৪. ট্রেন্ড গুলো সহজেই সনাক্ত করা যায়ঃ
মার্কেটিং এর জন্য ট্রেন্ড সবসময় গুরুত্বপূর্ন। ট্রেন্ড মার্কেটিং পদ্ধতিকে পরিবর্তন করে। কারণ মার্কেটিং সবসময় ট্রেন্ড অনুসারে হতে হয়। আবার ট্রেন্ডও সর্বদা পরিবর্তনশীল। তাই একজন মার্কেটারকে সর্বদা ট্রেন্ডের প্রতি লক্ষ রাখতে হয়। ট্রেন্ড সনাক্ত বা ট্রেন্ড অনুসরন করার সবচেয়ে কার্যকরী মাধ্যম হল ডিজিটাল মাধ্যম। ডিজিটাল মার্কেটিং–এ সকল ট্রেন্ড সহজেই জানা যায় ও বুঝা যায়। গুগল ট্রেন্ডে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কোন ধরণের ট্রেন্ড গুলো চলছে তা দেখা যায়। মার্কেটিং পদ্ধতি তৈরির পূর্বে সেই ট্রেন্ড অনুসারে কৌশল তৈরি করা যায়।

৫. কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করা অনেক সহজঃ
আমারা জানি কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করা একটি ব্যবসায়ের জন্য কতটা গুরুল্বপূর্ন। এই সম্পর্ক সহজেই তৈরি করা যায় ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। ডিজিটাল মার্কেটিং করা হয় ওয়েবসাইট, ব্লগ, ফেসবুক পেইজ, ইউটিউব ভিডিও ইত্যাদির মাধ্যমে যেখানে সরাসরি কাস্টমার তাদের অভিজ্ঞতা প্রকাশ করতে পারে। যার মাধ্যমে তাদের সাথে সহজে সম্পর্ক তৈরি হয়। তাদের পছন্দ অপছন্দ সম্পর্কে জানা যায় এবং তার উপর নির্ভর করে উদ্যোগ নেয়া যায় সহজেই। তাই ডিজিটাল মার্কেটিং এই দিক দিয়ে প্রচলিত মার্কেটিং পদ্ধতি থেকে কার্যকরী।

৬. প্রতিযোগীরা ব্যবসায়ীঃ
আপনি কেন ডিজিটাল মার্কেটিং করবেন এর সবচেয়ে সহজ উত্তর হল আপনার প্রতিযোগী ব্যবসায়ী ডিজিটাল মার্কেটিং করছে। আমাদের দেশে হোক বা আন্তর্জাতিক, ডিজিটাল মার্কেটিং এর প্রয়োগ দেখতে পারবেন সকল ক্ষেত্রে। আজ আমাদের দেশের খুব ছোট একজন ব্যবসায়ী তার পণ্য ফেসবুক পেইজের মাধ্যমে প্রচার করছে। লাইভ ভিডিওর মাধ্যমে কাস্টমারকে পণ্য দেখাচ্ছে। ঠিক তেমনি বড় বড় কোম্পানীগুলো ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রফেশনাল ডিজিটাল মার্কেটার নিয়োগ দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট এর পরিকল্পনা অনুসারে কাজ করছে। আপনি কেন করবেন না? আপনি যদি ডিজিটাল মার্কেটিং না করেন তাহলে কাস্টমারের একটি বড় অংশ আপনা পণ্য এবং ব্রান্ড সম্পর্কে জানতে পারবেন না। তখন এই সুযোগটি আপনার প্রতিযোগী গ্রহন করে নিবে।

08/11/2020

ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিসঃ
👉 ব্যবসায় সাফল্য পেতে টার্গেট কাস্টমারকে আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেখান, ডিজিটাল মার্কেটিং এর সুযোগ নিয়ে অধিক মানুষের কাছে আপনার প্রোডাক্ট এর পরিচিত বাড়ান!

◉ বুস্ট এর সুবিধাঃ
● টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।
● বয়স,লিঙ্গ,ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পোঁছানো।
● কারা আপনার বিজ্ঞাপন দেখলো, কতজন আপনার বিজ্ঞাপন দেখলো তা সরাসরি দেখার সুবিধা।
● বিজ্ঞাপন ক্যাম্পেইন শেষে বিজ্ঞাপনের রিপোর্ট দেখার সুবিধা।
★আমাদের থেকে ডলার নিয়ে নিজেই বুস্ট করার সুবিধা আছে।

তাই যারা ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিস নিতে চান তারা আমাদের পেজে ম্যাসেজ দিন ।

05/11/2020

Page Like (পেজ লাইক)ঃ

এই এড ক্যাটাগরিতে এড দিলে ফেসবুক পেজ প্রমোটের মাধ্যমে পেজের লাইকসংখ্যা বৃদ্ধি করে।

কখন ব্যবহার করবেনঃ
ব্র্যান্ড ভ্যালু তৈরি করা বা ব্র্যান্ড এওয়ারনেস (Brand Awareness) বৃদ্ধির জন্য ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়ায় বিশাল ফ্যানবেস না থাকলে কি আর হয়? এই এড ক্যাটাগরিতে এড দেওয়ার মাধ্যমে আপনার পেজের লাইকসংখ্যা বাড়িয়ে নিতে পারবেন।

সতর্কতাঃ
এডের মাধ্যমে পেজে লাইকসংখ্যা বাড়াবেন ভালো কথা, কিন্তু এড পেজে দেখে লাইক দেওয়া ব্যক্তিদের সত্যিকারের ইন্টারেস্ট যদি পেজে না থাকে তাহলে এই লাইক একরকম মূল্যহীন-ই বলা চলে। তাই সবচেয়ে ভালো উপায় হলো বিষয়ভিত্তিক পোস্ট দিয়ে সেটায় এংগেজমেন্টের জন্য এড দেওয়া। এই প্রসেসে লাইক একটু ধীরগতিতে বাড়বে। কিন্তু আপনি পার্ফেক্ট একটা ফ্যানবেস পাবেন।

05/11/2020

ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিসঃ
👉 ব্যবসায় সাফল্য পেতে টার্গেট কাস্টমারকে আপনার প্রোডাক্ট এর বিজ্ঞাপন দেখান, ডিজিটাল মার্কেটিং এর সুযোগ নিয়ে অধিক মানুষের কাছে আপনার প্রোডাক্ট এর পরিচিত বাড়ান!
◉ বুস্ট এর সুবিধাঃ
● টার্গেট কাস্টমারকে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● লোকেশন অনুসারে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।
● বয়স,লিঙ্গ,ক্যাটাগরি সিলেক্ট করে বিজ্ঞাপন দেখানোর সুবিধা।
● অল্প সময়ে অধিক মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পোঁছানো।
● কারা আপনার বিজ্ঞাপন দেখলো, কতজন আপনার বিজ্ঞাপন দেখলো তা সরাসরি দেখার সুবিধা।
● বিজ্ঞাপন ক্যাম্পেইন শেষে বিজ্ঞাপনের রিপোর্ট দেখার সুবিধা।
★আমাদের থেকে ডলার নিয়ে নিজেই বুস্ট করার সুবিধা আছে।
তাই যারা ফেসবুকে বিজ্ঞাপণ সার্ভিস নিতে চান তারা আমাদের পেজে ম্যাসেজ দিন ।

05/11/2020

*** Post Engagement (পোস্ট এংগেজমেন্ট)

এংগেজমেন্টের মধ্যে যে তিনটি তার শাখা (পোস্ট এংগেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স ) আছে তার মধ্যে এই এড ক্যাটাগরিতে এড দিলে পেইজের নির্দিষ্ট পোস্ট বুস্ট করার মাধ্যমে পোস্টে এংগেজমেন্ট বাড়ায়।

ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে পোস্ট এংগেজমেন্ট বাড়ানো
কখন ব্যবহার করবেনঃ যখন আপনার পেজের কোনো পোস্ট আপনার পেজের এভারেজ অর্গানিক রিচের থেকে কয়েকগুণ বেশি রিচ হয় এবং আপনি আপনার পেজের ফ্যানদের বাইরেও এই পোস্টটি দেখাতে চান তখন এই এড ক্যাটাগরিতে এড দিতে পারেন।

05/11/2020

*** Traffic (ভিজিটর)
এই এড আপনার ওয়েবসাইটে ফেসবুক থেকে ট্রাফিক অর্থাৎ ভিজিটর পাঠায়।

ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে ওয়েবসাইটের ট্র্যাফিক বৃদ্ধি করানো
কখন ব্যবহার করবেনঃ ফেসবুক থেকে ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত এড ক্যাটাগরি এটি। তবে ব্লগ পোস্ট বা আর্টিকেল পোস্টে ফেসবুক এড থেকে তুলনামূলক বেশি ট্রাফিক পাওয়া যায়।

তাই আপনার ওয়েবসাইটে যখন শুধু ট্রাফিকের প্রয়োজন হবে তখন এই এড টাইপটি ব্যবহার করতে পারেন।

05/11/2020

***Reach (প্রচার)

এই ক্যাটাগরিতে এড দিলে আপনার এডটি অল্প টাকায় সর্বাধিক সংখ্যক লোককে দেখাবে ফেসবুক।

ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে রিচ করানো
কখন ব্যবহার করবেনঃ

আপনার অডিয়েন্স সাইজ যখন মোটামুটি ছোটো হয়ে যাবে এবং আপনি এদের সবাইকে আপনার পণ্য সম্পর্কে জানাতে চাবেন তখন এই ক্যাটাগরিতে এড দিতে পারেন।

ফেসবুক এই এড ফিচারটি এমনভাবে ডিজাইন করেছে যাতে টার্গেট অডিয়েন্সের সর্বোচ্চ সংখ্যক লোকের কাছে আপনার এড শো করে।


এই এডে আরেকটি মজার ব্যাপার আছে। এই এডে ফেসবুক ফ্রিকুয়েন্সি ক্যাপিং চালু করেছে। একটু সোজা করে বলি, মাঝেমধ্যে এমন হয় যে একই বিজ্ঞাপন বারবার একই ব্যাক্তিকে দেখাচ্ছে।

কিন্তু ফ্রিকুয়েন্সি ক্যাপিংয়ের মাধ্যমে আপনি একই ব্যাক্তিকে একই বিজ্ঞাপন দ্বিতীয়বার দেখানো মধ্যবর্তী সময় নির্ধারণ করে দিতে পারবেন।

05/11/2020

***Brand Awareness (পণ্য সচেতনতা)

এই ক্যাটাগরি সিলেক্ট করে এড দিলে এডটি আপনার ব্র্যান্ডের সচেতনতা বা প্রচার বাড়ানোর সম্ভাবনা বেশি এমন লোকদেরকেই দেখাবে।

ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে ব্র্যান্ড আওয়ারনেস
কখন ব্যবহার করবেনঃ বেশ বড়সড় ব্র্যান্ডের ক্ষেত্রে যখন একমাত্র উদ্দেশ্যই থাকে ব্র্যান্ডের প্রচার এবং প্রসার তখন এই ক্যাটাগরিতে এড দিতে পারেন। তবে আমার মতে এই ক্যাটাগরিটা শুধুমাত্র লার্জ স্কেলের ব্যবসায়ীদের জন্য বেশি ফলপ্রসু।

কারণ তারা ঢালাওভাবে পণ্যের প্রচারে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। আপনি যদি ছোটো ব্যবসায়ী হন তাহলে ফেসবুক এড থেকে ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে আরও ডিটেইল টার্গেটিং করতে হবে এবং অন্য এড টাইপগুলো ব্যবহার করতে হবে।

05/11/2020

***ফেসবুক বিজ্ঞাপন এর ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে?

একটি ফেসবুক বিজ্ঞাপন চালু হওয়ার পর থেকে ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আপনার বিজ্ঞাপনের সব আপডেট পাবেন। কোন বিজ্ঞাপন কত জন দেখেছে? কত জন ক্লিক করেছে? কতজন লাইক দিয়েছে? নির্ধারিত বাজেটের মধ্যে কত ডলার খরচ হয়েছে তার সব কিছুই জানা যাবে অ্যাড ম্যানেজার থেকে। বিজ্ঞাপনের সময়কাল শেষে হওয়ার পর চাইলে বিজ্ঞাপনের প্রতিবেদন পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন।

আমরা অনেক সময় দেখে থাকি অনেক ফেসবুক পেজে কোটি কোটি লাইক. এগুলোর সবগুলো কি আসল ফেসবুক ইউজার লাইক দিচ্ছে ? জানা নেই। কারন কিছু অসাধু ব্যবসায়ী অল্প টাকার বিনিময়ে ফেইক ফেসবুক ইউজার দ্বারা এইসব বিজ্ঞাপন দিয়ে থাকে। এর মাধ্যমে লাভবান হছে এইসব অসাধু ব্যবসায়ী, কারন আপনি কিন্তু আপনার টার্গেট লাইক পাচ্ছেন না। যার ফলে আপনার পেজে লাখ লাখ লাইক থাকার কারনেও তাদের থেকে তেমন সারা পাচ্ছেন না। শেষ পর্যন্ত আপনি হতাশ হচ্ছেন এবং ভাবছেন ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার পরও মানুষ কেন আপনার ব্যবসা সম্পর্কে জানছে না। এর একটাই কারন ফেইক ফেসবুক ইউজার দ্বারা আপনার পেইজের এর লাইক বাড়ানো হচ্ছে যা অনলাইনে কিনতে পাওয়া যায়।

05/11/2020

***ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে আপনার ব্যবসা কিভাবে বাড়বে?

আপনার পেইজ লাইক বাড়লো তো ব্যবসাও বাড়লো। ফেসবুক সবসময় চেষ্টা করে বিজ্ঞাপন যেন সর্বোচ্চ সংখ্যক ইউজারের কাছে পৌঁছানো যায়। একই সাথে আপনার কাঙ্ক্ষিত ক্রেতা খুঁজে বের করাও এর কাজ। আপনি চাইলে একটি নির্দিষ্ট দেশে বিজ্ঞাপন চালাতে পারেন। আবার নির্দিষ্ট বয়সের ব্যবহারকারীর কাছেও পৌঁছাতে পারেন। একে বলা হয় কাষ্টমাইজড অ্যাড। নির্ধারিত বাজেটের বিজ্ঞাপন থেকে আপনি কতগুলো ফেসবুক লাইক পাবেন নির্দিষ্ট ভাবে বলা থাকে না। কারণ ফেসবুকের কাজ হচ্ছে আপনার বিজ্ঞাপন ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া। লাইক বা ভিজিটর নির্ভর করে আপনি বিভিন্ন ‘প্যারামিটার’ কিভাবে নির্ধারণ করছেন তার উপর। এই প্যারামিটার নির্ধারণের অন্যতম পর্যায় হচ্ছে বিজ্ঞাপন কোন দেশ, কোন বয়স, কোন লিঙ্গ, কোন ভাষার ব্যবহারকারী দেখবে। তবে বিজ্ঞাপনের বাজেট যত বেশি হবে ফলাফলও ততো ভালো হবে।

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Tejgaon?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

59/6 West Rajabajar
Tejgaon
1207

Other Advertising Agencies in Tejgaon (show all)
Artboard71 Artboard71
Capital Super Market, Farmgate
Tejgaon, 1215

Hello, Artboardbd71 We are an Creative Agency. Here you Get: Digital Branding with Digital Print

Digital Marketing Digital Marketing
Tejgaon

Find Your Target Audience & Required Marketing Creative Content . Our Service: Facebook Marketing Di

Mohammad Akib Hossain Mohammad Akib Hossain
171/3, Vhuiagoli, West-agargoan
Tejgaon, 1207

I provide advanced Facebook promotion and digital marketing services. Stay with us to take service.

Chocolight Creative Chocolight Creative
4th Floor (West Side) 13-A/4-A, Babar Road, Block B, Mohammadpur
Tejgaon, 1207

Photography , audio-visual and everything creative in between.

Advertisement Dept. Daily jaijaidin Advertisement Dept. Daily jaijaidin
HRC Media Bhavan, 446, E+F+G, Love Road
Tejgaon, 1208

Hazera Advertising Hazera Advertising
354/1 West Nakhalpara
Tejgaon, 1215

ফেসবুকে বিজ্ঞাপন প্রচারে আমরা সহযোগিতা করে থাকি। ডিজিটাল মার্কেটিং সেবায় আপনার পাশেই আমরা।