Advance Computer Knowledge

Advance Computer Knowledge

Never Stop Learning of computer knowledge.Because it has no age to learn to anyone.So it can be lear

04/05/2022

©কম্পিউটার শব্দের অর্থ কি? – গননাকারী যন্ত্র
©কম্পিউটারের স্মৃতি কত
প্রকার? -কম্পিউটারের
স্মৃতি প্রধানত দুই প্রকার
©LCD এর পূর্ণমান লিখ? – Liquid Crystal Display.
©PC অর্থ কী? – Personal Computer.
©CPU কী? -Central Processing Unit
©1 KB = ? উত্তরঃ 1 KB = 1024 Byte.
©কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন
© কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? –
Rom
©কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা
©কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
– সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
©ই-মেইল কি?- ইলেকট্রনিক মেইল
© কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসর
©কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? – হার্ডওয়্যার
©বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?-বিল
গেটস
©কম্পিউটার বায়োস (BIOS) কি? -Basic Input-
Output System
© কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট
বোর্ডকে বলা হয়? -মাদারবোর্ড
© কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
-হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
©ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ- - চীন
© IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার- -
Intel 4004
©কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?
-১৯৭৯ সালে
©কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? -৪ প্রকার
©চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা
©বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে
থেকেু হয়?
-১৯৯৬ সালের ৪ জুন
© কম্পিউটারের এই ‘ #’চিহ্ন কে কি বলে? -হ্যাস
চিহ্ন
©ওয়েব অর্থ কি?- – জাল
© মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার
©অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? – ইন্টারনেট
©কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? -স্বপ্ন দেখা
©মাউস ক্লিক বলতে কি বুঝায়? – মাউসের বাম বোতামে চাপা
©কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? – Compute
©কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে? -৩ ধরনের
©কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরের ব্যবহৃত হয় – পেনড্রাইভ
© নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? – বিজয়
© তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি? -ডাক বিভাগ
©অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করতে হয়-
-ফন্ট ডায়লগ বক্সে
© মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে
সফ্টওয়্যার- – প্রান
©কত সালে অ্যাপেল অপারেটিং সিষ্টেম ৭.০
প্রবর্তন করেন? -১৯৭১ সালে
©কম্পিউটারে স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা
হয়? -বাইট
©প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে? – লেডি অ্যাডা অগাষ্টা
©পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? –
মাল্টিমিডিয়া
©কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করে? -ন্যানো সেকেন্ড
©কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি
ছিলেন? – গণিতবিদ
©নিউমেরিক কি প্যাড কোথায় থাকে? - কীবোর্ডের ডান
দিকে।
©সফ্টওয়্যারের অত্মর্ভূক্ত নয় কোনটি? - মনিটর
© ফাইল কপি বা স্থানামত্মর প্রক্রিয়ার চুড়াত্ম নির্দেশ হল- -Copy
©একসিস কোন ধরনের প্যাকেজ প্রোগ্রম? - ডেটাবেজ
© পাওয়ার পয়েন্ট ফাইলেক কি বলা হয়- - প্রেজেন্টেশন
©কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফ্টওয়্যারটি
সর্বাধিক উপযোগী? -এম.এস.এক্সেল
©কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রম্নতগতিতে
উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম? -লেজার প্রিন্টার
©কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে
আইবিএম পিসি তৈরী? -ইন্টেল
© BOL কি?- Bangladesh Online Limited.
©অপারেটিং সিস্টেম হচ্ছে- -মানুষের মস্তিস্কের বুদ্ধি
© Find কমান্ড কোন মেনুতে থাকে?- -Edit মেনুতে
©কিসে Close কমান্ড দিলে ডাটাবেজের বিদ্যমান
ফাইল বন্ধ
হয়ে যায়? -File মেনুর Close কমান্ড দিলে
©নোটপ্যাড এর ব্যবহার নয় কোনটি? -ছবি আঁকা
©জন্ম তারিখ হলো একটি- ফিল্ড
©কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে- -কম
©Binary digit থেকে উৎপত্তি হয়- -Bit
©প্রোগ্রামের মূল লক্ষ্য কী?
-সমস্যার সন্তোষজনক সমাধান
© লেখালেখির জন্য তৈরী ব্যবহারিক প্যাকেজ
প্রোগ্রাম কোনটি? -ওয়ার্ড প্রোসের্সি প্রোগ্রাম
©যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে
রক্ষা করা হয় তাকে কি বলে?
-এন্টিভাইরাস
© মাইক্রো কম্পিউটারে সবকিছু একত্রে থাকাকে
কি বলে? -লজিক বোর্ড
© দুটি কম্পিউটার টেলিফোন লাইনের সাথে
সংযুক্ত করে
কে?-মডেম
© কম্পিউটার গণনার একক কোনটি? -বাইট
©এক্সেল কোন ধরনের প্যাকেজ
প্রোগ্রাম?-
স্প্রেডশিট
কম্পিউটার
"""""""""""""""""""""""
©IC এর পূর্ণরূপ---Integreted Circuit
©IC এর জনক---জ্যাক কেলবি
©জ্যাক কেলবি IC আবিষ্কার করেন---১৯৫৮
©IC ভিত্তিক প্রথম ডিজিটাল কম্পি.----_IBM360
©সিলিকন ভ্যালি বলা হয়---যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকোর দক্ষিণাংশকে
©টার্চ স্কীন মোবাইলের জনক---স্টিভ জবস
©ইন্টারনেট শব্দটির ব্যাপক প্রচলন---১৯৯৪
©বাংলাদেশে ইন্টারনেট আসে---১৯৯৬ সাল
©গুগলের জনক---ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন
©গুগল প্রতিষ্ঠিত হয়---১৯৯৮ সালে
©গুগলের মূলমন্ত্র---Don't be evil'
©গুগলের প্রকৃত নাম---Back Rub
©ফেসবুক প্রতিষ্ঠিত হয়---২০০৪ সালে
©ফেসবুকের প্রতিষ্ঠাতা ---মার্ক জুকারবার্গ
©ফেসবুকের পূর্বনাম ছিল---Facemash
©সবার জন্য ফেসবুক উন্মুক্ত করা হয়---২০০৬
©টুইটারকে বলা হয়---
_ইন্টারনেটের SMS
©টুইটারপ্রতিষ্ঠিতহয়---২০০৬ সালে
©টুইটারে শব্দসংখ্যা----১৪০
©ইন্সটাগ্রাম যাত্রা শুরু করে----২০১০ সালে
©লিংকডইন(LinkedIn)প্রতিষ্ঠিত হয় -----২০০২
©LinkedIn এর প্রতিষ্ঠাতা-------_রেইড হফম্যান
©লিংকডইন এর লিখিত ভাষা----জাভা
©হোয়াটস অ্যাপ যাত্রা শুরু করে----২০০৯
©স্কাইপি একটি----VoIP সেবা
©স্কাইপি বাজারে আসে----২০০৩ সালে
©কম্পিউটার আবিষ্কার করেন---হাওয়ার্ড অ্যাইকেন
©আধুনিক কম্পিউটারের জনক____জন নিউম্যান

©Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
© Email আবিষ্কৃত হয় 1971 সালে।
© Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
©Google আবিষ্কৃত হয় 1998 সালে।
©Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
©Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
©Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
©বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
© বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়---১৯৯৩ সালে।
© বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ----১৯৯৬ সালে।
©বাংলাদেশে 3g চালু হয়--- 14 OCTOBER,2012।
©বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
©২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
©বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচনকরেছেন
-----মহিষের।
©২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন -ড মাকসুদুল আলম।
© ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম---অসবর্ন-১।
©বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিতযুক্তরাষ্ট্রের ---আটলান্টায়।
©বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় --২৮ ফ্রেব্রু ২০১৩।
©বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস)কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --দোয়েল।
© জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে--২১ ফ্রেব্রু:২০১৩।
© বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় --১৩এপ্রিল,২০১৩।
©বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় ----June,2009, Banglalion।
©বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয় ---১৯৯৯ সালে,বনানীতে
© বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ---৪ জানুয়ারী, ১৯৯০।
© বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয় ----১৯৯২ সালে।
©প্রথম ডিজিটার জেলা--- যশোর।
© প্রথম ওয়াই ফাই নগর--- সিলেট
©প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ----মিঠাপুকুর ,রংপুর।

ICT_থেকে_গুরুত্বপূর্ণ_তথ্য
""""""""""""""""""""""""""""""""""""""""""
©প্রথম web browser_____WWW
(এটি টিম বার্নাস লি ১৯৯০ সালে তৈরি করেন)
©Nescape Navigator উন্মুক্ত করা হয়----- ১৯৯৪
©Internet Exploer উন্মুক্ত করা হয়--- ১৯৯৫
©Safari উন্মুক্ত করা হয়--- ২০০৩ সালে
©LAN এর স্ট্যান্ডার্ড ভিত্তি----IEEE 802
©Wifi এর স্ট্যান্ডার্ড ভিত্তি----IEEE 802.11
© ব্লুটুথের স্ট্যান্ডার্ড ভিত্তি--_IEEE 802.15
©Wi-Max এর স্ট্যান্ডার্ড ভিত্তি---_IEEE 802.16
©প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে--- ক্লিপবোর্ড ও RAM
©স্যামসাং কোম্পানি প্রতিষ্ঠিত হয়-----১৯৬৯ সালে(দ.কোরিয়া)
©ওরাকল হচ্ছে-----মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান
©Oracle Corporation এর প্রতিষ্ঠাতা
------লরেন্স জে এলিসন
©ওরাকল প্রতিষ্ঠিত হয়----১৯৭৭ সালে
©ওরাকলের সদরদপ্তর---ক্যালিফোর্নিয়া
®মাইক্রোসফটের জনক------বিলগেটস
©মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়----১৯৭৫
©মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম----Bing
©মাইক্রোসফটের সদরদপ্তর---ওয়াশিংটন DC
©কম্পিউটার জগতের নাম করা প্রতিষ্ঠাতা----মাইক্রোসফট
©IBM এর সদরদপ্তর----নিউইয়র্কে
©এপল এর প্রতিষ্ঠাতা------স্টিভ জবস
©এপল প্রতিষ্ঠিত হয়----১৯৭৬ সালে
©এপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য-----আইফোন

© কম্পিউটারের মাধ্যমে পারষ্পরিক যোগাযোগকে কী বলে ?-- নেটওয়ার্ক।
©কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি? ----নির্ভুলতা
©প্রথম মাইক্রো কম্পিউটার এর নাম কি?----এ্যাপল।
©বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কি?
---- ENIC.
©এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কোন কম্পিউটার?
উত্তরঃ হাইব্রিড কম্পিউটার।
©চতুর্থ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ?
উত্তরঃ মাইক্রোপ্রসেসর
©পঞ্চম ও ভবিষ্যৎ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ?
উত্তরঃ অধিক শক্তিশালী মাইক্রোপ্রসেসর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা।
©কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলে?
----- মাদার বোর্ড ।
©মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে ?
----১৯৭১ সালে (ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে)
©পেন ড্রাইভ- এর কাজ কী ?
-----তথ্য ষ্টোর করে রাখা
©CD কোন ধরনরে ডিভাইস ?
-----Optical Device
©IBM এর পূর্নরূপ কি?----International Business Machine
©কত সালে আইবিএম পিসি বাজারে আসে ?----১৯৮১ সালে
©বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে কত সালে?----১৯৬৪ সালে
©বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয় কোথায়?---পরমানু শক্তি কেন্দ্র।
©.Email এর CC এর পূর্নরূপ কি ?
-----Carbon Copy
©একটি Anti-Virus সফটওয়্যার এর নাম লিখ ?
-----Avast
©বিজয় বায়ান্নো কে তৈরি করেছেন ?---মোস্তফা জব্বার
©কী-বোর্ডের Shift, Ctrl, Alt কী গুলোকে কি বলে ?
-----কমান্ড কী।
©নিউমেরিক কী- কী বোর্ডের কোন দিকে থাকে ?---ডানদিকে
©কী-বোর্ডের কোন ফাংশন কী-কে Save as Button বলা হয় ---- F12

©Whatsapp এর জনক কে ?
=Brian Acton and Jan Koman
©Li-Fi ( light fidelity) এর জনক কে ?
-by Harald Haas(২০১১ সালে)।Using light to transmit data allows Li-Fi to offer several advantages like working across higher bandwidth
©Wi-fi এর জনক কে ?
=ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস
©Wi-Fi uses--- radio frequency
©ন্যানো প্রযুক্তির জনক কে ?
=রিচার্ড ফাইনম্যান
©Skype-এর জনক - Niklas Zennstrom and Janus Friis
©SHARE it এর উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে--- Lenovo
©মোবাইল ফোনে যোগাযোগ, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ফুল ডুপ্লেক্স এর উদাহরণ।
© Cloud Computing সর্বপ্রথম ২০০৬ সালে চালু হয়।
©G-mail চালু হয় ১৯৯৮ সালে।
©Amazon প্রতিষ্ঠিত হয় ---২০০৬ সালে
©IP (Internet Protocol) অ্যাড্রেস প্রদানকারী সংস্থার নাম IANA (Internet Assigned Numbers Authority).
© বিশ্বের ১ম ই-কমার্স সাইট--- আমাজন ডট কম।
©১ ন্যানোমিটার= ১০^-৯ মিটার
©Yahoo প্রতিষ্ঠাতা----- David filo & Jerry yang
©Amazon প্রতিষ্ঠাতা :--- বেস জোসেফ
©Google প্রতিষ্ঠাতা ---Sergey brin & Larry page
©Wikipedia প্রতিষ্ঠিতা---- Jimmy Wales & Larry Sanger
©Facebook --প্রতিষ্ঠাতা Mark Zucherberg, Chris Hughes
©YouTube প্রতিষ্ঠাতা---- Jawed karid, Steve chen & Chad Harley
©Twitter প্রতিষ্ঠাতা ----Evan Williams Biz Stone & Jack Dorsey,,,
©Multitasking কাকে বলে?-----একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে multitasking.
©টাস্কবার কাকে বল?----- ডেক্সটপের নিচের দিকে start লেখা সম্ফলিত বারকে টাক্স বার বলে।
©রিসাইকেলবিন কি------ রিসাইকেলবিন হচ্ছে একটি ট্রন্সজিট মেমোরি লোকেশন।
©Defragmentation কি---যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হল defragmentation.
©ফরমেট কাকে বলে?Ans:ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে।©বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন → বিল মোগরিজ
©সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো → Mark – 1
©‘হার্ডডিস্ক’ মাপার একক হলো → গিগাবাইট
© মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় → অ্যাপকে
© স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবিত হয় → ১৯৭৪ সালে
©কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে → ৩ টি অংশ
©কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় → হার্ডওয়্যার
©IC আবিষ্কৃত হয় → ১৯৫৮ সালে
© ভাইরাস নামকরণ করেন → গবেষক ফ্রেডরিক কোহেন
© Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়?---- B2G
©COD এর পূর্ণরূপ----- Cash on Delivery
©Oracle Corporation – এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: Lawrence J. Ellison
©কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়?----- দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে
© সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়----WAN-এ
©WiMAX এর পূর্ণরূপ কি?: Worldwide Interoperability for Microwave Access
© কোনটি 3G Language নয়–----Machine Language/Assembly Language
©LinkedIn কি ধরনের সার্ভিস?
-----এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস
©প্রশ্ন: আইনের ৭ম ধারায় তথ্য প্রযুক্তির কতটি বিষয়কে আইনের আওতায় রাখা হয়েছে?--- ২০
© প্রশ্ন: বাংলাদেশ তথ্য ডিজিটাল করনের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত ভাগ কম সময় লাগছে?---৮০-৯০
©দেশের ১৫টি চিনিকলের চাষি একযোগে তথ্য পাচ্ছে কোথা থেকে?----ই- পুর্জি
©বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার হয়?
---২০১১-১২
©কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে? ----Leap Frog এর মাধ্যমে
©রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কি হয়?----কম্পিউটার ঠিক ভাবে কাজ করে না
© BSA পূর্ণরূপ---Business Software Alliance
©GPS এর পূর্ণরূপ–Global Positioning System
©অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় প্রথম — ফোনে।
----HTC
© প্রতি সেকেন্ডে যে বিট টান্সমিট করা হয় তাকে বলে –
--Bandwith
© Coaxial Cable এর সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায়_____ কিলোমিটার পর্যন্ত।
উত্তর: ১
©কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ?---- ৫
©Man এর উৎকৃষ্ট উদাহরন –
উত্তর: ক্যাবল টিভি নেটওয়ার্ক
© ক্রাউড কম্পিউটার এর সেবা দেয়া শুরু হয় –
উত্তর: ২০০৫ সালে
© দূরত্ব বেশি হলে বেস স্টেশনের সংখ্যা –
উত্তর: বাড়াতে হয়
©সংরক্ষিত ডেটাবেজকে বলে
উত্তর: Back end
©ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় - নেটিজেন

© Bar Code সাধারণত কোথায় ব্যবহার করা হয়? ------ Supermarkets
©LAN card এর অপর নাম কি? ---- NIC
©ইনস্টাগ্রাম চালু হয় কত সালের অক্টোবরে? ---২০১০
©সর্বপ্রথম “রোবট” শব্দটি ব্যবহৃত হয় কত সালে?
----১৯২০
©একটি মোবাইল ইউনিটে কতটি অংক থাকে? --- ৩
©মোবাইল ফোনে GSM প্রযুক্তি চালু হয় কত সালে?---১৯৯১
©মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম চালু হয়- ---২০০০ সালে
© সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে ব্যবহৃত প্রথম মোবাইল ফোন- ---এরিকসন আর ৩০৮
©Mozilla Firefox OS উদ্ভাবন হয় কত সালে?
----২০১২
©ইনফ্রারেডের ডেটা ট্রান্সফার রেট কত?
--- 1-4Mbps
©একটি LAN এ সর্বোচ্চ রিপিটার স্টেশন- ৪ টি
©হটস্পট প্রযুক্তি নয়- --- Broadband
©ব্লুটুথের একটি পিকোনেটে সর্বোচ্চ কতটি স্ল্যাভ থাকতে পারে? --- ৭
© কম্পিউটার নেটওয়ার্ক নয়-- -----WAN
©ক্লাউড কম্পিউটিং প্রথম সেবা দেয়া শুরু করে- ----Amazon
©Tcp/IP প্রটোকলের উদ্ভাবন হয়- ---১৯৮২ সালে
© Opera-mini'র জনক- স্টিফেন্সন
©Google e-book সেবা চালু হয়- ---২০১০ সালে
©বর্তমানে মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা- -- সত্য নাদেলা
© ই-কমার্সকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? ---৪
© ব্লগিং এর জনক- ---ইভান উইলিয়াম
© উইকিলিক্স কত সনে যাত্রা শুরু করে?
--- ২০০৬
©বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কখন? ---১৯৯৭
©বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে? ---ডাচ বাংলা ব্যাংক
© বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য? ---- ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য
© GSM মোবাইল ফোনের জন্য থাকে-- -- SIM
© স্বচ্ছ টাচস্ক্রিন কত সালে উদ্ভাবন হয়?
-----১৯৭৪ সালে
©বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
----খুলনা
©বর্তমান গুগলের প্রধান-
----এরিক স্মিথ
©অটোমেটেড টেলার মেশিন” কি কাজে ব্যবহৃত হয়?
---ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়
© IPVC কত বিটের হবে? ---
১২৮
© ব্লু-টুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত পর্যন্ত?
----2.4 GHz
©কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম আসে?
----সিটিসেল
©মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়সীমা কত--- ১৯৮০-১৯৯১ সাল পর্যন্ত
©GSM কি ধরণের চ্যানেল একসেস পদ্ধতি?
------সম্মিলিত
©বর্তমানে একমাত্র কোন দেশ 4G ব্যবহার করছে?
---- দক্ষিণ কোরিয়া
©সাবমেরিন কেবল কোথায় স্থাপন করা হয়?
-----সাগরের তলদেশে ©কোনটি খুবই দ্রুত গতির?
---SPX
©IPV4 ভার্সনের IP Address এর পরের দুটি অকটেট কি প্রকাশ করে? -- Host ID
©ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে-- http
©কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়? --- Web browser
©E-mail ঠিকানায় @ সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?----- ১৯৭২ সালে

©Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
©মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
©কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
©কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
©Bluetooth এর রেঞ্জ---- 10 -100 Meter
©Wi-fi এর গতি- 54 Mbps
©৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
©WiMax এর গতি- 75 Mbps
©FDMA = Frequency Division Multiple Access
©CDMA = Code Division Multiple Access
©GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
©GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি--- 4 ধরনের
©Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
©মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
©কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
©কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
©Bluetooth এর রেঞ্জ---- 10 -100 Meter
©Wi-fi এর গতি- 54 Mbps
©৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
©WiMax এর গতি- 75 Mbps
©FDMA = Frequency Division Multiple Access
©CDMA = Code Division Multiple Access
©GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
©GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি--- 4 ধরনের

©GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
©BMP এর পূর্ণরূপ — Bitmap
©JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
©PNG এর পূর্ণরূপ — Portable Network
©Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
©HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol
©HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure
©URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
©IP এর পূর্ণরূপ— Internet Protocol
©UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System
© RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
© AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
©SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
©AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
©JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
©JAR এর পূর্ণরূপ — Java Archive
©MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
©3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
©3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
©MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
©SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
©3G এর পূর্ণরূপ — 3rd Generation
©GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication
© CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access
©WMV এর পূর্ণরূপ — Windows Media Video
©WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
©WAV এর পূর্ণরূপ — Waveform Audio
©GOOGLE : Global Organization Of Oriented
Group Language Of Earth
©YAHOO : Yet Another Hierarchical Officious
Oracle
©WINDOW : Wide Interactive Network
Development for Office work Solution
©COMPUTER : Common Oriented Machine
Particularly United and used under Technical and
Educational Research
©VIRUS : Vital Information Resources Under
Siege
©UMTS : Universal Mobile Telecommunications
System
©AMOLED: Active-matrix organic light-emitting
diode
©OLED : Organic light-emitting diode
©IMEI: International Mobile Equipment Identity
© ESN: Electronic Serial Number
©UPS: uninterrupted power supply
©HDMI: High-Definition Multimedia Interface
©VPN: virtual private network
©APN: Access Point Name
©SIM: Subscriber Identity Module
©LED: Light emitting diode
©DLNA: Digital Living Network Alliance
©RAM: Random access memory
©ROM: Read only memory
©VGA: Video Graphics Array
©QVGA: Quarter Video Graphics Array
©WVGA: Wide video graphics array
©WXGA: Wide screen Extended Graphics Array
©USB: Universal serial Bus
©WLAN: Wireless Local Area Network
©PPI: Pixels Per Inch
©LCD: Liquid Crystal Display
I'm
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

Netix Wireless Router MAC Filter Configuration, Security in Bangla 03/05/2022

Your new video.....
Router Mac address filtering

Netix Wireless Router MAC Filter Configuration, Security in Bangla Netix Wireless Router MAC Filter Configuration, Security in BanglaMac Filtering Netis Router bangla নেট চুরি বন্ধ পাসওয়ার্ড চুরি করে লাভ নেইnetis router,wi...

06/10/2021
29/04/2020

Covid -19

13/04/2020

Ict
খুবই গুরুত্ব পূর্ণ ১১৫ টি সংক্ষিপ্ত শব্দের পুর্ন রূপ নিন্মে দেওয়া হল:-
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resourc Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Docoment (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Docoment Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission ControlProtocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬৫। HD এর পূর্ণরূপ — High Definition
৬৬। APK এর পূর্ণরূপ — Android application package.
৬৭। BBA এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
৬৮। SSC এর পূর্ণরূপ — Secondary School Certificate
৬৯। HSC এর পূর্ণরূপ — Higher Secondary Certificate
৭০। JSC এর পূর্ণরূপ — Junior School Certificate জুনিয়র স্কুল সার্টিফিকেট।
৭১। BCS এর পূর্ণরূপ — Bangladesh Civil Service
৭২। NCTB এর পূর্ণরূপ — National Curriculam & Text Book
৭৩। DPE এর পূর্ণরূপ — Directorate of Primary Education
৭৪। BA এর পূর্ণরূপ — Bachelor of Arts
৭৫। MBA এর পূর্ণরূপ — Master of Business Administration
৭৬। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
৭৭। MBBA এর পূর্ণরূপ — BACHELOR OF MEDICINE AND BACHELOR OF SURGERY
৭৮। VIP এর পূর্ণরূপ — Very Important Person
৭৯। PHD এর পূর্ণরূপ — Doctor of Philosophy
৮০। UNICEF এর পূর্ণরূপ — United Nations Children’s Fund
৮১। OK এর পূর্ণরূপ — All Correct
৮২। GMT এর পূর্ণরূপ — Greenwich Mean Time
৮৩। এক্সেল — এক্সেল একটি হিসাব রক্ষার কাজে ব্যবহৃত প্রোগ্রাম।
৮৪। MA এর পূর্ণরূপ — MASTER OF ARTS
৮৫। yahoo — নরপশু
৮৬। সফটওয়্যার — ২ প্রকার সিস্টেম সফটওয়্যার ও এপ্লিকেশন সফটওয়্যার
৮৭। ওয়াই ফাই এর কাজ — দ্রুতগতির ইন্টারনেট
৮৮। FBC এর পূর্ণরূপ — Federal bureau corporation
৮৯। fb এর পূর্ণরূপ — Foreign body/ Facebook
৯০। ABC এর পূর্ণরূপ — Alphabetically Based Computerized
৯১। ব্যাকটেরিয়া যে প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে — Amitosesis
৯২। DDR এর পূর্ণরূপ — Double data rate
৯৩। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
৯৪। IP- এর পূর্নরূপ- Internet Protocol
৯৫। WWW এর পূর্ণরূপ — World Wide Web.
৯৬। XY এর পূর্ণরূপ — Male Chromosome
৯৭। XXY এর পূর্ণরূপ — Klinefelter Syndrome chromosomes
৯৮। A-Level এর পূর্নরূপ — Advanced Level
৯৯। BL এর পূর্নরূপ — Bachelor Of Law
১০০। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
১০১। BTV এর পূর্নরূপ — Bangladesh Television
১০২। LP এর পূর্নরূপ — Long Playing
১০৩। PIN এর পূর্নরূপ — Pin Index Number
১০৪। KG এর পূর্নরূপ — KiloGram / Kindergarten
১০৫। Kg এর পূর্নরূপ — Kilogramme
১০৬। PSC এর পূর্ণরূপ — Primary School Certificate.
১০৭। JDC- এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate
১০৮। RAM এর পূর্ণরূপ — Random Access Memory
১০৯। ROM এর পূর্ণরূপ — Read Only Memory
১১০। Mbps এর পুর্নরূপ — Megabytes Per Second(MBps)
১১১। DJ- এর পূর্নরূপ — Disc jockey
১১২। AM এর পূর্ণরূপ – Ante Meridiem যার অর্থ “দ্বিপ্রহরের পূর্বে”
১১৩। PM এর পূর্ণরূপ – Post Meridiem যার অর্থ “অপরাহ্ন”
১১৪। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
১১৫। OTG – এর পূর্নরূপ — On The Go

05/04/2020

🌍মহাদেশ ও মহাসাগর প্রশ্ন এবং উত্তর🏝️

1:পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ?
উত্তর: ৭টি ।
2: পৃথিবীতে কয়টি মহাসাগর আছে ?
উত্তর: ৫টি ।
3:এশিয়া মহাদেশের আয়াতন কত ?
উত্তর: প্রায় ৪ কোটি ৬৪ লক্ষ ৮৯ হাজার
৭২৮ বর্গকিলোমিটার ।

4) এশিয়া মহাদেশ পৃথিবীর কোথায় অবস্থিত ?
উত্তর: র্পূব গোলার্ধে অবস্থিত ।

5)ভূলগা নদী কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: ইউরোপ মহাদেশে অবস্থিত ।

6) সিন্ধু নদী কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: এশিয়া মহাদেশে অবস্থিত ।
7) কোন পর্বতমালা এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত ?
উত্তর: ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপের মাঝে
অবস্থি
8) কোন মহাদেশের দক্ষিণে দক্ষিণ আমেরিকা অবস্থিত ?
উত্তর: উত্তর আমেরিকা ।
9) উত্তর আমেরিকার র্পূব ও পশ্চিম উপকুলে কোন কোন মহাসাগর অবস্থিত ?
উত্তর: উত্তর আমেরিকা পৃথিবীর চর্তুথ বৃহত্তম মহাদেশ
এর পূর্বে আটলান্টিক মহাসাগর ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত ।

10) পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটি ?
এর আয়াতন কত ?
উত্তর: পৃথিবীর শীতলতম মহাদেশ এন্টার্কটিকা মহাদেশ ।
এ মহাদেশ সারা বছরই বরফে আবৃত থাকে ।
আয়তন: এর আয়াতন ১ কোটি ৪১ লক্ষ বর্গকিলোমিটার ।

11) তুরুসকো কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: পশ্চিম এশিয়ার দেশে তুরুসকো অবস্থিত ।

12) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ?
উত্তর: ওশেনিয়া ।

13) পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি ?
উত্তর: উত্তর মহাসাগর ।

14) পৃথিবীর কোন দুটো দেশ দুটি মহাদেশে অবস্থিত ?
উত্তর: তুরস্কু ও রাশিয়া ।

15) কেনিয়া কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: পূর্ব আফ্রিকা ।

16) চীংল্যান্ড কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: ইউরোপ ।
17) আইসেল্যান্ড কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: উত্তর ইউরোপ ।

18) মালদ্বীপ কোন সাগরে অবস্থিত ?
উত্তর: ভারত মহাসাগরে ।

19) সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: আফ্রিকা মহাদেশে অবস্থিত ।

20) আয়াতনের সবচেয়ে ছোট মহাসাগর কোনটি ?
উত্তর: অ্যান্টার্কটিকা মহাসাগর । (দক্ষিণ মহাদেশ) ।

21) পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি ?
উত্তর: এশিয়া মহাদেশ ।

22) আল-পোস পর্বত কোথায় অবস্থিত ?
উত্তর: ইউরোপ মহাদেশে অবস্থিত ।

23) কেমেরু কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: মধ্যে আফ্রিকার দেশে অবস্থিত ।

24) লিবিয়া কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর: উত্তর আফ্রিকা ।

😊ভুল হলে বলবেন😊

04/04/2020

করোনা ভাইরাস

১) করোনা ভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়েছিল?

উত্তর ঃ ১৯৬০ সালে।

২) করোনা ভাইরাস ১ম কোথায় আবিষ্কৃত হয়েছিল?

উত্তর ঃ মালেশিয়া।

৩) Corona শব্দটি কোন ধরনের?

উত্তর ঃ লাতিন।

৪) করোনা শব্দের অর্থ কি?

উত্তর ঃ পুষ্পমাল্য বা পুষ্পমুকুট।

৫) সসম্প্রতি কোথায় থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে?

উত্তর ঃ চীনের হুবেই প্রদেশের উহান থেকে।

৬) কত তারিখে উহানে ভাইরাস টি সনাক্ত করা হয়?

উত্তর ঃ ৩১ শে ডিসেম্বর ২০১৯।

৭) এ পর্যন্ত কতটি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে?

উত্তর

৮) করোনা ভাইরাসের নাম কি?

উত্তর ঃ কোভিড-১৯ ( Covid-19) যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত।

৯) এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ সনাক্ত হয়েছে?

উত্তর ঃ ৭ টি।

১০) সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোন কোন দেশ?

উত্তর ঃ আমেরিকা

১১) কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারি হিসেবে ঘোষণা করেছে?

উত্তর ঃ (WHO) World health organisation.

১৩) কত তারিখে (Who) করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারী হিসেবে ঘোষণা করেছে?

১১ ই মার্চ ২০২০.
সংগ্রহীত

12/11/2019

☞ ইন্টারনেটের জনক - ভিন্টন গ্রে
কার্ফ ।
☞ মাইক্রোসফটের জনক - বিল গেটস।
www-এর জনক - টিম বার্নাস লি।
☞মোবাইল ফোনের জনক - মার্টিন
কুপার।
☞ গুগলের জনক - সার্জেই বিন।
☞ ফেসবুকের জনক - মার্ক জুকারবার্গ।
☞ টুইটারের জনক - জ্যাক ডোরসেই।
☞ ই বুকের জনক - মাইকেল এস হার্ট।
☞ সিডি এর জনক - নোরি ও ওগো।
☞ কম্পিউটার মাউসের জনক - ডগলাস
এঙ্গেলবার্ট।
☞ আধুনিক ল্যাপটপের জনক - বাল
মেগারিজ।
☞ সার্চ ইঞ্জিনের জনক - এলান
এমটাজ।
☞ ডিজিটাল ক্যামেরার জনক -
স্টিভেন জে সিসোন।
☞ ATM-এর জনক - জন শেফার্ড ব্যারন।
☞ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা -
জিমি ওয়েলস।
☞ ই মেইলের জনক - র্যায়মন্ড
স্যামুয়েল টমলিনসন।
(সংগৃহীত)

06/11/2019

AI == Artificial Intelligence

04/11/2019

একটি ব্রিফ কম্পিউটার ইতিহাস

আমরা জানি যে কম্পিউটারটি আজ 19 শতকের ইংরেজি গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ দিয়ে শুরু হয়েছিল।
তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনটি ডিজাইন করেছিলেন এবং এটিই এই ডিজাইনটি আজকের কম্পিউটারগুলির প্রাথমিক কাঠামো ভিত্তিক।

সাধারণভাবে বলতে গেলে কম্পিউটারগুলিকে তিনটি প্রজন্মের জন্য শ্রেণিবদ্ধ করা যেতে পারে। প্রতিটি প্রজন্ম নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হয়েছিল
সময়, এবং প্রত্যেকে আমাদের একটি নতুন এবং উন্নত কম্পিউটার বা বিদ্যমান কম্পিউটারে উন্নতি দিয়েছে।

প্রথম প্রজন্ম: 1937 - 1946 - 1937 সালে প্রথম ইলেক্ট্রনিক ডিজিটাল কম্পিউটারটি ডঃ জন ভি। আতানাসফ এবং ক্লিফোর্ড বেরি দ্বারা নির্মিত হয়েছিল। একে বলা হত আতানাসফ-বেরি কম্পিউটার (এবিসি)। 1943 সালে কলসাস নামে একটি বৈদ্যুতিন কম্পিউটার সামরিক বাহিনীর জন্য নির্মিত হয়েছিল। অন্যান্য অগ্রগতি 1946 অবধি অব্যাহত ছিল প্রথম সাধারণ উদ্দেশ্যে - ডিজিটাল কম্পিউটার, বৈদ্যুতিন সংখ্যাসূচক ইন্টিগ্রেটার এবং কম্পিউটার (ENIAC) নির্মিত হয়েছিল। বলা হয়ে থাকে যে এই কম্পিউটারটির ওজন 30 টন, এবং এতে 18,000 ভ্যাকুয়াম টিউব ছিল যা প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যবহৃত হত। এই কম্পিউটারটি যখন ফিলাডেলফিয়ার বিভাগগুলিতে প্রথমবারের জন্য আলোকসজ্জার জন্য চালু করা হয়েছিল। এই প্রজন্মের কম্পিউটারগুলি কেবলমাত্র একক টাস্ক সম্পাদন করতে পারে এবং তাদের কোনও অপারেটিং সিস্টেম ছিল না।

দ্বিতীয় প্রজন্ম: ১৯৪। - ১৯62২ - কম্পিউটারের এই প্রজন্ম ভ্যাকুয়াম টিউবগুলির পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার করেছিল যা আরও নির্ভরযোগ্য ছিল। ১৯৫১ সালে বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রথম কম্পিউটারটি জনসাধারণের কাছে চালু হয়েছিল; ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার (UNIVAC 1)। 1953 সালে আন্তর্জাতিক বিজনেস মেশিন (আইবিএম) 650 এবং 700 সিরিজের কম্পিউটারগুলি কম্পিউটার বিশ্বে তাদের ছাপ ফেলেছিল। কম্পিউটারগুলির এই প্রজন্মের সময় 100 টিরও বেশি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, কম্পিউটারগুলির মেমোরি এবং অপারেটিং সিস্টেম ছিল। টেপ এবং ডিস্কের মতো স্টোরেজ মিডিয়াগুলিও আউটপুটের জন্য প্রিন্টার ছিল।

তৃতীয় প্রজন্ম: 1963 - বর্তমান - সংহত সার্কিটের আবিষ্কার আমাদের তৃতীয় প্রজন্মের কম্পিউটার এনেছে। এই আবিষ্কারের সাথে কম্পিউটারগুলি আরও ছোট, আরও শক্তিশালী আরও নির্ভরযোগ্য হয়ে ওঠে এবং তারা একই সাথে অনেকগুলি বিভিন্ন প্রোগ্রাম চালাতে সক্ষম হয়। ১৯৯০ সালে মাইক্রোসফ্ট ডিস্ক অপারেটিং সিস্টেম (এমএস-ডস) জন্মগ্রহণ করে এবং ১৯৮১ সালে আইবিএম হোম এবং অফিস ব্যবহারের জন্য ব্যক্তিগত কম্পিউটার (পিসি) চালু করে। তিন বছর পরে অ্যাপল আমাদের আইকন চালিত ইন্টারফেস সহ আমাদের ম্যাকিনটোস কম্পিউটার দিয়েছে এবং 90 এর দশকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়েছে।

কম্পিউটারের বিকাশের বিভিন্ন উন্নতির ফলস্বরূপ আমরা দেখেছি কম্পিউটারটি জীবনের সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এটি একটি খুব দরকারী সরঞ্জাম যা সময়ের সাথে সাথে নতুন বিকাশের অভিজ্ঞতা অর্জন করতে থাকবে।

URI online judge LIVE solution - YouTube 12/10/2019

Start to video upload in you tube .................
please subscribe our channel and like comment & share.............

https://www.youtube.com/playlist?list=PLlKPz7IvMl40luwAcbd95Ot0fMSlsMsa_

URI online judge LIVE solution - YouTube Here all problem submit ti LIVE to URI online judge

12/10/2019

রোবটের ইতিহাস

"রোবট" এর সংজ্ঞা প্রথম থেকেই বিভ্রান্তিকর ছিল। শব্দটি প্রথম ক্যারেল ক্যাপেকের নাটক আর.আর.আর, বা রসমের ইউনিভার্সাল রোবটগুলিতে 1921 সালে প্রকাশিত হয়েছিল। "রোবট" চেক থেকে "জোরপূর্বক শ্রমের জন্য" আসে ”যদিও এই রোবটগুলি ফর্মের চেয়ে স্পিরিটে রোবট ছিল। তারা মানুষের মতো দেখতে, এবং ধাতু তৈরির পরিবর্তে, তারা রাসায়নিক বাটা দিয়ে তৈরি হয়েছিল। রোবটগুলি তাদের মানব সহকর্মীদের চেয়ে অনেক বেশি দক্ষ ছিল এবং আরও হত্যার- y- তারা শেষ পর্যন্ত একটি হত্যাকাণ্ড চালিয়ে গেছে।

R.U.R. নন-টু-বি-ট্রাস্টেড মেশিনের ট্রপ প্রতিষ্ঠা করবে (উদাঃ, টার্মিনেটর, দ্য স্টেপফোর্ড স্ত্রী, ব্লেড রানার, ইত্যাদি) যা আজ অবধি অব্যাহত রয়েছে — যা পপ সংস্কৃতিতে বন্ধুত্বপূর্ণ রোবটকে জড়িয়ে ধরেছে না তা বলে। দ্য জেটসন থেকে রোজি ভাবুন। (অরনেরি, নিশ্চিত, তবে অবশ্যই তিনি আত্মহত্যা নয়)) এবং এটি দ্বৈতবর্ষীয় ব্যক্তি হিসাবে রবিন উইলিয়ামসের চেয়ে বেশি পরিবার-বন্ধুবান্ধব হয় না।

"রোবট" এর আসল-বিশ্বের সংজ্ঞা সেই কাল্পনিক চিত্রের মতোই পিচ্ছিল। 10 রোবোটিকদের জিজ্ঞাসা করুন এবং আপনি 10 টি উত্তর পেয়ে যাবেন। তবে তারা কিছু সাধারণ নির্দেশিকায় একমত হয় না: একটি রোবট হ'ল একটি বুদ্ধিমান, শারীরিকভাবে মূর্ত মেশিন। একটি রোবট স্বায়ত্তশাসিতভাবে কার্য সম্পাদন করতে পারে। এবং একটি রোবট তার পরিবেশকে উপলব্ধি করতে এবং পরিচালনা করতে পারে।

Want your business to be the top-listed Computer & Electronics Service in Thakurgaon?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Baliadangi
Thakurgaon
5140