Jotis Roy Joy

Freelancing ar Digital markering

26/11/2023

With small brother ❤️

04/07/2022

টেকনোলজির যুগে প্রতিনিয়ত স্কিলকে লেভেলআপ করতে হয়।

ফেসবুক, স্মার্ট ফোন, সকল প্রকার সফটওয়্যার নতুর করে আপডেট নেয়।সেই জায়গায় নিজেকে প্রতিনিয়ত স্কিলের দিক থেকে লেভেল-আপ করা জরুরি।

26/12/2021

👉যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের তিনটা সমস্যা খুবই লক্ষনীয় -
১.পরিবার চায়না।।
২.আমার তো টাকা নেই।।
৩.আমি কি পারব??
তো তাদের জন্য বলছি-
👉১.পরিবার চায়না:পরিবার চায়না ঠিক আছে কিন্তু পরিবার কে মানিয়ে নিতে হবে।
আচ্ছা আপনি যে মোবাইল ফোন চালান সেই মোবাইল ফোন প্রথম যখন পরিবারের কাছ থেকে চান তখন তাদের reaction কেমন ছিল?
আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊
👉২.আমার তো টাকা নেইঃ ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করছি..আপনাকেও করতে হবে . এখন পরিবার ও support করছে😇।
আপনি বন্ধুদের সাথে পার্টি করার জন্য বা কোনো ট্যুরে যাওয়ার জন্য টাকা যোগাড় করতে পারেন ।
কিন্তু আপনার নিজের ক্যারিয়ার গড়ার জন্য কষ্ট করতে চান না ।
সময় টাকে কাজে লাগান।
👉৩.আমি কি পারব? এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি..যদি নিজের প্রতি আর আামাদের প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে
সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
👉তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি সময় আছে সময়টাকে কাজে লাগান.....

25/11/2021

#ফ্রিল্যন্সিং_থেকে_আয়েন_উৎস_বা_গুরুত্ব

তথ্য-প্রযুক্তির বিশ্বে ফ্রিল্যান্সিং হতে পারে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত। ২০২১ সালের মধ্যে এখাতে ২০ লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এ কাজে সাফল্য আনতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন ও ধৈর্য ধরে কাজ করাটাই বেশি জরুরি।

আইসিটি মন্ত্রণালয়ের তথ্যমতে বর্তমানে আইটি খাত থেকে আয় হচ্ছে ৭০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে আয় ১০ কোটি মার্কিন ডলার। আগামী ৫ বছরে এ আয় ১০০ কোটি মার্কিন ডলারে উন্নীত করার প্রত্যাশা সরকারের।

উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশের কর্মীদের দিয়ে ওডেক্সের মত বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের কাজ করিয়ে থাকেন। ফ্রিল্যান্সারের দক্ষতা অনুযায়ী মার্কেট বিড করে কাজ নিতে হয়। একজন কর্মীকে তাঁর কাজের জন্য অর্থ পরিশোধ করা হয়। আর এটাই আউটসোর্সিং। দিন দিন বিশ্বব্যাপী বাড়ছে আউটসোর্সিংয়ের পরিমাণ।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস- বেসিস এর তথ্য অনুসারে, ২০১৭ সালে সারা বিশ্বে প্রায় ৫শ’ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের কাজ আউটসোর্সিং এর মাধ্যমে হয়ে থাকে।

14/11/2021

ফ্রিল্যাসিং তাদের জন্য যাদের ধৈর্য্য আছে,।তাদের জন্য ফ্রিল্যাসিং নয় যারা আজ ভর্তি হলো কাল টাকা ইনকাম করবে।

05/11/2021

🎉🎉ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কোর্স বিষয় বস্তু
🎉🎉মার্কেটিংকে বলা হয় যে কোনো কোম্পানির মেরুদন্ড কারণ একটা কোম্পানির উন্নতি নির্ভর করে মার্কেটিং এর উপর। যার কারনে মার্কেটিং এর চাহিদাও এখন ব্যপক বৃদ্ধি পেয়েছে।
🎉🎉বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর অনেক ডিমান্ড। ডিজিটাল মার্কেটিং শিখে আপনি চাকরি, পড়াশোনা বা ঘরের কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারেন। এমনকি কোম্পানিতে ফুল টাইম জবও করতে পারেন।
🎉🎉কোন কিছু না বুজলে বুজায় দেওয়া হবে যে কোনো সময়। লাইফ টাইম সাপর্ট পাবেন।
🎉🎉কোর্সের যা যা থাকবে
💥 Facebook Marketing
💥 Instagram marketing
💥 Pinterest marketing
💥Twitter marketing
💥 LinkedIn marketing
💥 Google marketing
💥 Yahoo marketing
💥 YouTube marketing
💥 WordPress
💥 Woo-commerce
💥 On Page SEO
💥 Off Page SEO
💥 Email Marketing
💥 Lead generation
💥 Affiliate marketing
💥 Shopify
💥 Drop Shipping
💥 Content writing
🌋Canva Design
💥 Fiverr.com
💥 Upwork.com
🎯কোর্সের মেয়াদঃ ৪ মাস
🎯রেগুলার এসাইনমেন্ট এবং স্কিল টেস্ট বেবস্থা আছে
🎯ক্লাইন্টের সাথে কথা বলে দেয়া
🎯কাজ পাওয়ার পরে তা করায় সাহায্য করা
🎉🎉এই সব গুলো টপিক আপনি একটি কোর্সেই শিখতে পারবেন। এই কোর্স গুলো যদি আপনি আলাদা ভাবে করতে যান তাহলে আপনাকে আরো বেশি খরচ করতে হবে। কিন্তু আমাদের এখানে আপনি আপনি এক সাথেই সব কর্স পেয়ে যাচ্ছেন।
🎉🎉বিস্তারিতো জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন,:01716083270
অথবা আমার ইনবক্স এসে আপনার নাম্বার টি দিন।

Digital Marketing Free Class Reg. Form: 19/10/2021

আমি যে কথা গুলো বলব তা অনেকবারই বলা হয়েছে। সামনেও বলা হবে। তার পরও সবাইকে স্মরণ করিয়ে দেয়ার জন্য এই লেখা। তার আগে
একটি শিক্ষণীয় বাস্তব গল্প বলি।

🎤🎤গল্প-১ঃ
কচ্ছপের কোন দাঁত নাই। কিন্তু তার চোয়াল অনেক শক্ত। কেমন শক্ত? Discovery চ্যানেলে অনেকেই কচ্ছপকে দেখেছেন, কামড় দিয়ে হাড় ভেঙ্গে দিতে। বলা হয় কচ্ছপ কাউকে রাগ করে কামড় দিয়ে ধরলে, তাকে আর ছাড়ে না। তখন পরিত্রাণের একটাই উপায় তার গলা কেটে ফেলা।
শিক্ষণীয়ঃ আপনি যদি কচ্ছপের মত লেগে থাকতে পারেন, তবে ফ্রিলান্সিং আপনার জন্য।

✍কেন এই লেখা লিখছি?

প্রতিদিন অনেকেই আমাকে ইনবক্স করেন, ফ্রিলান্সিং কিভাবে সহজে শেখা যায়? কোন কাজ সব থেকে সহজ? কত দিনে ইনকাম করা যায়? আমি কি কাজ করি? আমার ইনকাম কত? আমার প্রোফাইল লিঙ্ক দেয়া যাবে কিনা? কিছু কাজ দিতে পারব কিনা? ইত্যাদি ইত্যাদি। উত্তর দিতে দিতে অনেকটাই ত্যাক্ত বিরক্ত। সবার উত্তর দিতে পারিনা। যারা এই ধরনের প্রশ্ন করেন, আমার মতে ফ্রিলান্সিং তাদের জন্য না।

🧮নতুন কিছু শিখতে কেমন সময় লাগে?

“৭ দিনে ফ্রিল্যান্সিং শিখুন” বা “এক মাসে ফ্রিল্যান্সিং শিখুন” বা মাত্র তিন দিনে গ্রাফিক ডিজাইনার হন, এই টাইপের টাইটেল দেখে অনেকেই ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হচ্ছে। চটকদার বিজ্ঞাপনে ফাঁদে পড়ে, অনেকেই হয়তো এসব ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং ও নিয়েছে। কিন্তু আসলেই কি ৭ দিনে শিখা যায়? উত্তর হচ্ছে না। আসলে ফ্রিল্যান্সিং কি, কি ভাবে করা যায়, কিভাবে অনলানে ক্যারিয়ার গড়া যায় এসব জানতে ৭ দিন লাগে না। একটু ঘাঁটা ঘাঁটি করলে কয়েক ঘন্টাই যথেষ্ট। কিন্তু ফ্রিল্যান্সিং করার জন্য যে জ্ঞান লাগে, যে দক্ষতা লাগে, তা কি ৭ দিনে শেখা সম্ভব? সহজ উত্তর হচ্ছে অবশ্যই না। ফ্রিল্যান্স বা অনলাইন ক্যারিয়ার করা এত সহজ না, এবং এখানে যথেষ্ট দক্ষতা, পরিশ্রম, এবং চর্চার ব্যাপার আছে। ৭ দিনে হয়ত বেসিক ধারনা অর্জন করা সম্ভব, তবে সফল হতে হলে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে চর্চা করা লাগতে পারে।

✍এবার সেই গাইড লাইনঃ

ফ্রিলান্সিং এ সব সেক্টরেরই ফিউচারই ভাল। আপনার যে কাজ ভাল লাগে সেই কাজ শিখবেন। তবে কথা হচ্ছে ফ্রিলান্সিংকে পার্টটাইম নয় ফুল টাইম হিসেবে নিতে হবে। টাকার লোভ যদি আগেই পেয়ে বসে, তবে ফ্রিলান্সিং আপনার জন্য না। এই পর্যন্ত আমার লেখা পড়ে নতুন যারা ফ্রিলান্সিংএ আসতে চাচ্ছেন তারা অনেকেই হয়ত হতাশ হয়ে পড়বেন। অনেকেই হয়ত মনে করছেন, আমি নয়ে হয় ১০ বছর ধরে কোন কিছু শেখার কথা বলছি। আসলে তা নয়। ফ্রিলান্সিং এ শুরু করার জন্য নিদিষ্ট কোন কিছু শিখতে এত সময় লাগে না। ক্ষেত্র বিশেষে ৬ মাস থেকে ২ বছরই যথেষ্ট। প্রথমে প্রচুর নেট ঘাঁটা ঘাটি করুন, কিছু টিউটোরিয়াল সংগ্রহ করে সেগুলো দেখুন। অভিজ্ঞ কারো হেল্প নিন। তবে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনার মনে যেটা ভাল লাগে, সেটাকেই ঠিক করেন। মনে রাখবেন বিষয় সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। যা ভাল লাগে না, তা ভুলেও জোর করে ভাল লাগাতে যাবেন না। অযথা আপনার সময় নষ্ট হবে।

বিস্তারিত জানতে
যোগাযোগঃ 01716083270

https://www.facebook.com/jotisroy.joy.5

Digital Marketing Free Class Reg. Form: Collaborate with all information.

10/09/2021

আমাদের সবার কমন প্রশ্ন..................?????🙄

আমি কি ফ্রিল্যান্সিং পারবো?🤔
আমার ফ্যামিলি তো রাজি হবে না😌।আমার কাছে তো কোনো টাকা নাই💵। তাহলে আমি কেমনে ফ্রিল্যান্সিং করব🤔???
ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা🥰। যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন😱।

আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক😌। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই😒। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে😇

আর টাকা💵 নেই। না থাকাটা স্বাভাবিক। কারণ,টাকা💵 থাকলে তো আর কাজ করতেন না।কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে রিস্ক নিতে শিখুন💪। 🥰দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু উপহার দিবে🥰।

👉তিনটি জিনিস ঠিক রেখে এগিয়ে যাবেন সফল হতে বেশি দিন লাগবে না।
১। কমিটমেন্ট।
২। ধৈর্য।
৩। আত্নবিশ্বাস ।

👉ফ্রিল্যান্সিংয়ের জন্য কোন পরামর্শ বা দরকার পড়লে অথবা শিখতে চাইলে অবশ্যই ইনবক্স 📩করবেন আমি আমার সর্বোচ্চ টা দিয়ে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ।

❤️ধন্যবাদ 🥰🥰

25/08/2021

ফ্রিল্যান্সিং লাইফে আসার পর কিছু আল্ট্রা লেভেলের লিজেন্ডের সাথে পরিচয়।
কিছু উদাহরণঃ
১) ভাই মাসে কত বেতন পান? (ভাই আমি কোনো জব করিনা যে মাসিক স্যালারি পাই🥴)
২) ভাই আমি শিখতে চাই, ফ্রি তে শিখা যাবে? (বাঙালির স্বভাব হচ্ছে ফ্রি ফ্রি চাওয়া, হ ভাই এটা তো তোমার দাদাবাড়ির সম্পত্তি যে তোমাকে ফ্রি দিয়া দিবে)
৩) ভাইয়া আমি ভর্তি হওয়ার ১ মাসের মধ্যে কি প্রতি মাসে কম করে ১০-১২ হাজার টাকা ইনকাম করতে পারব? (এটার উত্তর আমার কাছে নাই, এদের কাছে এলিয়েন রা-ও হার মানতে বাধ্য)
৪) ভাইয়া আমি কোর্সে ভর্তি হতে চাই, কিন্তু আমি চাচ্ছি আমি যদি ইনকাম করতে পারি তাহলে টাকা দিবো নাইলে দিবোনা। (ভাই স্কুল কলেজে ভর্তির আগে কি বইলা নিছিলেন স্যার আমি যদি জব পাই তাইলে বেতন দিমু, নাইলে দিমুনা? যদি বইলা থাকেন তো আপনাকে ফ্রি তেই দেওয়া হবে সব🥴, নিজের টাকায় একটা ল্যাপটপ ও কিন্না দিবো আপনারে)
৫) সবচেয়ে আল্ট্রা লেভেলের লিজেন্ড হচ্ছে এরা যাদের কাছ থেকে শুনছি- ভাই আমি শিখতে চাই কিন্তু ভাবছি আরেকটু বয়স হলে শিখব এখন শিখে নাকি লাভ নাই অনেকে বলে।
এরকম আরো হাজার হাজার আল্ট্রা/প্রো লেভেলের লিজেন্ড (যে-কোনো ক্ষেত্রে) আমাদের চারপাশে ভরপুর।

24/08/2021

অনেকেই সিস্টেম জানার আগে কার কত ইনকাম হয়েছে সেটা জানতে আগ্রহী বেশি।

এটা কি মধু নাকি যে ঢেলে দিলাম আর দলে দলে পিঁপড়া চলে আসবে???

আপনি যা ই করবেন না কেন,তা সঠিক জায়গায় এপ্লাইড করতে হবে।

মধু ঢেলে দিলেই কিন্তু পিঁপড়া আসবে তেমন ও না।
মধু কোথায় ঢেলে দিচ্ছেন সেটা হলো আসল বিষয়।

আপনার কত ইনকাম হয়,
কত ইনকাম করেছেন
কত অর্ডার হয়

অন্যজনের এসব দেখে কখনও সিদ্ধান্ত নেওয়া বোকামি।

বরং দেখুন সিস্টেম কতটা সূদুরপ্রসারী এবং শক্তিশালী। সেটা দেখে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

কেননা আমি ১ কোটি ইনকাম করতে পারলেও সেই ১ কোটি ইনকাম করার যোগ্যত। আপনার নাও থাকতে পারে।অথবা আপনি আরো যোগ্যতাসম্পন্ন,আরো বেশি ইনকাম করবেন।

সুতরাং কে কি করেছে,কতটুকু করেছে,কেমনে করেছে,কেন করেনি,কেন পারে নি এসব না দেখে নিজের ইন্টেলিজেন্স কাজে লাগান।

আপনার কাজ ই আপনাকে সফল করবে
অন্যের সফলতা বা বিফলতা আপনাকে কেবল সাময়িক অনুপ্রেরণা দিবে কিন্তু স্থায়ীত্ব দিবে না।

সুতরাং নিজ কাজে,নিজ পরিশ্রম ব্যয় করুন।লেগে থাকুন, ধৈর্য রাখুন,সফলতা পালানোর সু্যোগ পাবে না।

14/08/2021

লকডাউন 🤔❗️
গতবছর লকডাউনে চাকরী হারিয়েছে অসংখ্য মানুষ। আবারো কি একই পুনরাবৃত্তি ঘটবে🤔!!!!!

#ফ্রিল্যান্সিং বা #ডিজিটাল_মার্কেটিং হোক আপনার #ক্যারিয়ারের নিরাপদ ও আয়ের অন্যতম উৎস। #ফ্রিল্যান্সিং এ চাকরী থাকা বা না থাকা এ নিয়ে কোন চিন্তা নেই কারণ ঘরে বসেই কাজ করা যায়।

দিচ্ছে #ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এর উপর ৫০% ছাড় শুধুমাত্র করোনা পেন্ডেমিক এর জন্য।


📣 📣

✅ 18 Classes
✅ 100% Teachers and Experts Guideline monitoring
✅ Learning and Working with Team
✅ Certificate
✅ Alfa Squad Super 20 Project(16
classes)
✅ Secrete Facebook group for learning



With

12/05/2021

কোন পেশাই ছোট না😊 আর আমার কাছে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচেয়ে সেরা পেশা🤎 কারন ফ্রিল্যান্সিংই একমাত্র পেশা যেখানে আপনি আপনার দক্ষ শক্তি কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন🥰 তাই আমার কাছে ফ্রিল্যান্সিংই সেরা🤎 তবে আমরা কেন চাকরির আশায় ঘরে বসে আছি??🤔 কেন আমরা এই সেরা পেশায় নিজেকে নিযুক্ত করি না?🙄
সময় আছে চিন্তা ভাবনা পরিবর্তন করুন😒 সঠিক একটি সিদ্ধান্ত নিন, জীবনটা বদলান, ভালো কিছু করুন🥰 যদি তাই করতে চান তাহলে আমি বলবো ফ্রিল্যান্সিং করুন, আর পেছনে ফিরে তাকানো লাগবে না, সফলতা এখান থেকেই আসবে।

বিস্তারিত জানতে ইনবক্স করুন📨
অথবা কল করুনঃ 01716083270📞

29/04/2021

freelancing ফ্রিল্যান্সিং কথাটি গত কয়েক বছর আগেও আমাদের কাছে অপরিচিত একটি শব্দ ছিল। কিন্তু সময় টা এখন ২০২১ সাল। সব কিছুর সাথে পরিবর্তন হয়েছে মানুষের কাজকর্মের প্লাটফর্মেরও ।অনলাইন টা জেন আমাদেত নিত্যদিনের কাজকর্মের প্লাটফর্ম হয়ে উঠেছে।

freelancing ফ্রিল্যান্সিং কেন করবেন?

freelancing ফ্রিল্যান্সিং এর সাথে পরিচয় করিয়ে দেই। ঘরে বসে অনলাইমের সাহায্যে দেশ বিদেশের ছোট বড় যে কোন ধরনের কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে।

কিন্তু আমরা অনেকেই জানি না ফ্রিল্যান্সিং কেন করবেন,কিভাবে সুরু করবেন নিজের freelancing ফ্রিল্যান্সিং ক্যারিয়ার । আজ আমরা আলোচনা করবো ফ্রিল্যান্সিং কেন করবেন,

freelancing ফ্রিল্যান্সিং কেন করবেন?

ফ্রিল্যান্সিং করার সব থেকে বড় সুবিধা আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন। ঘরে বসে অনলাইন ব্যাবহার এর মাধ্যমে আমরা যে কাজ করে থাকি তাকে ফ্রিল্যান্সিং বলে। freelancing ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা।

এটির সব থেকে বড় সুবিধা আপনি আপনার নিজের ইচ্ছা মত কাজ করতে পারবেন। ধরেন আপনি কোন কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন সময় মত অফিসে জেতে হবে,সময় মত কাজ শেষ করতে হবে,এবং কাজ শেষে বাসায় ফিরতে হবে।

অনেকের কাছে এই ভাবে চাকরি করাটা বিরক্তিকর লাগে। এমন কি আমার কাছেই খুব বিরক্তকর লাগে। কিন্তু আপনি যদি freelancing ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি আপনার ইচ্ছামত কাজ করতে পারবেন।

আপনাকে কোন অফিসে জেতে হবে না। আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন। এ জন্য আমি মনে করি ফ্রিল্যান্সংকে নিজের ক্যারিয়ার হিসেবে নিলে আমরা আমাদের জীবনকে সুন্দর ভাবে উপভোগ করতে পারবো।

26/04/2021

#আগে_জানুন_পরে_শিখুন
✨ আপনি কি সফল ফ্রীলান্সার হতে চান ?
✨ আপনি কি সঠিক প্লাটফর্ম খুজছেন ?
✨ আপনি কি নিজের সফল ক্যারিয়ার গড়তে চান ?
✨ আপনি কি পরিবারের হাল ধরতে চান ?
✨ আপনাকেই বলছি,,,
🌹 ফ্রীলান্সিং এর জগতে আপনাকে স্বাগতম 🌹
💥 আমরাই শুধু মাত্র সকল প্রকার সুযোগ - সুবিধা দিয়ে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং শিখাচ্ছি এবং এর পাশা পাশি ১০০% ইনকাম নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছি। প্রত্যেক কে ফ্রিল্যান্সিং ক্যরিয়ারে সুনিশ্চিত ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছি।
পুরো বাংলাদেশ থেকে প্রথম ১০০ জন ভাই - বোন কে বাছাই করার মধ্য দিয়ে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি #অপর্চুনিটি_অফ_ফ্রিল্যান্সিং_ক্যরিয়ার_ফ্রি_ক্লাস
এই ক্লাস টি করার মাধ্যমে যেই সকল বিষয় আপনি জানতে পারবেন 👇🏻
১. ফ্রিল্যান্সিং কি ?
২. কীভাবে করবো ?
৩. কেন করবো ?
৪. ফ্রিল্যান্সিং এর কাজ কি ?
৫. কোন সেক্টর এ কাজ করলে দ্রুত সফল হওয়া সম্ভব ?
৬. ইনকাম কীভাবে হয় ?
৭. কত টুকু সময় , শ্রম দিতে হবে ?
৮. ফোন দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যাবে ?
৯. ১০০ % ইনকাম কি হবে ?
১০. গভঃ সার্টিফিকেট কি দিবে ?
এই রকম হাজার প্রশ্নের উত্তর ইমশাআল্লাহ জানার সুযোগ পাচ্ছেন । আর এই সুযোগ প্রথম ১০০ জন কেই দেয়া হচ্ছে।
ফ্রি ক্লাসে জয়েন করতে হলে পূর্বে আপনাকে অবস্যই একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে।
রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ ব্যতিত ফ্রি ক্লাস টি তে যুক্ত হতে পারবেন না। ফর্ম ফিল আপ এর জন্য সরাসরি আমাকে ইনবক্স করুন।
#বিঃদ্রঃ সিট সংখ্যা সীমিত
লাইফে অনেক আড্ডা দিয়েছি আমরা।
এখন নয় সচেতন হই চলুন।
দাঁত থাকতে দাঁতের মর্ম বুজতে হবে ।
কারণ সময় গেলে সাধন হবে না।
শিক্ষিত বেকার না থেকে নিজে বাঁচুন এবং দেশকে বাঁচান । সফ্ট স্কিল এর উপর নিজেকে দক্ষ করুন।
👉 বিস্তারিত জানতে ইনবক্সে করুন.

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Thakurgaon?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে🇧🇩#love #Bangladesh #Dhaka #fbreels #foryou #fbreelsfypシ゚viral
Hatirjhil,Dhaka,Bangladesh🇧🇩❤️ #love #Bangladesh#foryou #fbreels #Dhaka
I ❤️ Bangladesh.#beautiful #Bangladesh#foryou #fbreels
বাস্তব #fyp #fypシ゚ #fypシ゚viral #fb #follow
Bangladesh
Bangladesh #Bangladesh #beautiful #new #fyp
বঙ্গবন্ধু সেতু🇧🇩 #I #love #Bangladesh #beautiful #Bangladesh
It's Bangladesh#beautiful #Bangladesh #beauty #new #fypシ #fyp #foryou #funny #fypシ゚viral #love #fb
🌺শুধু তোমার জন্য প্রিয়.... #love #loveit #flowers #fyp #fypシ #fypシ゚viral #foryou
Mother👩‍👦9 months in the stomach 3 years in the chest and whole life in the heart She is our mother #love #my #mother #c...
Flowers 🌼🌻🌺🌞 #flowers #Nice #beautiful #best #beauty#foryou  #fypシ #fypシ゚viral
It is also Bangladesh 🇧🇩.... #Bangladesh #bangla #natural #most #beautiful

Website

Address

Pirganj
Thakurgaon

Other Internet Marketing Services in Thakurgaon (show all)
Digital Topup Bage 2023 Digital Topup Bage 2023
Thakurgaon, 5100

Internet Marketing Service / Hotline =01730558647

Dilip Roy marketig jop Dilip Roy marketig jop
Thakurgaon

I'm digital marketer

Digital Topup Bage 11 Digital Topup Bage 11
Thakurgon
Thakurgaon, 5100

Internet Marketing Service/Hotline=01730558647

Kanij's collection Kanij's collection
Thakurgaon

আকর্ষণীয় সব ধরনের জামা ও ব্যাগ পেতে আমাদের পেজ টি ফলো করুন।

Hrishikesh Ray Hrishikesh Ray
North Circular Road
Thakurgaon, 5110

Seo expert in Bangladesh and online marketing specialist

Raton Marketing Agency Raton Marketing Agency
Thakugaon
Thakurgaon, 5100

I am Digital Marketer In Online Platfrom. You Can Follow My Page.

Nusrat Akter Fariya Nusrat Akter Fariya
Thakurgaon, 5130

blood Group A+

Wadud Manik-Digital Marketing Specialist Wadud Manik-Digital Marketing Specialist
Khamar, Haripur
Thakurgaon

We build digital marketing strategies for growth-stage and market-leading companies around the world.

Banglagor BR It Banglagor BR It
Nargaon, Banglagore, Ranisonkail
Thakurgaon, 5120

Hi, this is Dilip Chandra Barman a Professional freelancer as digital marketing expert.

Ziban Rahman Ziban Rahman
Thakurgaon
Thakurgaon, 5100

Hey Hi! 🌟 Elevating Your Social Media Presence, One Post at a Time! 🌟 🚀 Passionate about helpin

Nibir Ahammed Nibir Ahammed
Thakurgaon Shibgonj
Thakurgaon, 5101

Hey Hi, I am a professional digital marketer and SEO expert