Physiohomesbd

ব্যথা ও প্যরালাইসিস সমস্যায় ঘরে বসে নিন দক্ষ ফিজিওথেরাপিষ্ট দ্ধারা ফিজিওথেরাপি চিকিৎসা

#physiohomesbd

আপনার বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা

বাত,ব্যথা ও প্যরালাইসিস রোগী যারা হাসপাতালে কিংবা ফিজিওথেরাপি সেন্টারে যেতে পারছেন না তাদের জন্য বাড়িতে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেছে
physiohomesbd

যত্রতত্র ফিজিওথেরাপি চিকিৎসা নয়, ফিজিওথেরাপি চিকিৎসক ব্যতিত কোন ফিজিওথেরাপি চিকিৎসা নয়। ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নেওয়ার আগে অবশ্যই দেখে নিবেন আপনার ফিজিওথেরাপিস্ট ঢাকা ইউনিভার্সিটি, ফ্যাকাল

23/07/2023

knee joint space problem

knee joint এর আর্থাইটিসের সমস্যা কিংবা মাংশপেশির দুর্বলতা আবার হাটুর পোস্ট ফ্রাকচার complication থেকে joint এর স্বাভাবিক space কমে যেতে পারে।

যার ফলে স্বাভাবিক বসতে গিয়ে ব্যথা লাগা, দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়া, হাটুতে discomfort অনুভব করা এবং হাটুর স্বাভাবিক মুভমেন্ট করতে অসুবিধা হওয়ার মতো সমস্যা দেখা দেয়।
যদি দেখেন আপনার হাটুতে আমন অসুবিধা হচ্ছে
তাহলে ফিজিওথেরাপি চিকিৎসা এবং এক্সারসাইজ ও নিউট্রিশন হতে পারে আপনার জন্য সঠিক সমাধান।

এই সমস্যায় অতিরিক্ত ব্যথা দেখা যায় অনেক রোগি ঠিক মতো হাটতেই পারে না। তাহলে ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে চিকিৎসা নিবেন কি করে।

সে জন্য আপনাদের এই সমস্যা সমাধানে বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা পেতে কল করুন-- ০১৭৩১৭৪১৪০৬

ছবিতে উল্লেখিত হাটুর স্বাভাবিক ও অস্বাভাবিক স্পেস দেখে বুঝে নিন।
#হাটুরব্যথা
#হাটুরসমস্যা
#হাটুরফিজিওথেরাপি
#হাটুব্যথারচিকিটসা

21/07/2023

হাটুর যে সকল সমস্যায় আমাদের নিকট থেকে চিকিৎসা নিতে পারেন আপনার বাসায় বসে থেকেইঃ

হাটুর যে সকল সমস্যায় আমাদের নিকট থেকে চিকিৎসা নিতে পারেন আপনার বাসায় বসে থেকেইঃ
০১) আর্থাইটিস জনিত সমস্যা
০২) মাংশপেশী,লিগামেন্ট এবং টেনডনে সমস্যা
০৩) হাটুর অপারেশন পরবর্তী , প্লাস্টার পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা
০৪) হাটু শক্ত হয়ে যাওয়া /stiff knee
0৫) লিগামেন্ট সার্জারির পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা
০৬) হাটুর অস্টিওআর্থাইটিস সমস্যা
০৭) হাটুর মাংশপেশির সমস্যা
০৮) ইলিওটিবিয়ালবেন্ড সিনড্রম
০৯) Patellofemoral Pain Syndrome
১০) Injury to the common peroneal nerve
১১) হাটুর স্পেস কমে যাওয়া

মহিলাদের জন্য দক্ষ মহিলা ফিজিওথেরাপিষ্ট রয়েছে।
আমাদের চিকিৎসকগন প্রথমে আপনার রোগির সমস্যা এসেসমেন্ট করে ডায়াগনোসিস নির্ধারন করবেন এবং চিকিৎসা পরিকল্পনা করবেন। Appointment for Home visit
01731741406

Photos from Physiohomesbd's post 30/04/2023

ফ্রোজেন শোল্ডার সমস্যায় সাধারনত কাধ শক্ত হয়ে যায়। হাত নরমাল হাতের মতো উপরে উঠে না। শরীরের স্বাভাবিক কার্যক্রম ও মুভমেন্ট করতে খুব অসুবিধা হয় এবং ব্যথা হয়।
এমন কি ব্যথায় রাতের ঘুম হারাম হয়ে যায়।

বাসায় নিয়মিত এক্সারসাইজ ও ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারে আপনাকে স্বস্থি।

বাসায় আমাদের দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসা পেতে ইনবক্স করুন
Call now- 01731-741406
মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট রয়েছে।






#ফ্রোজেনশোল্ডার
#ফ্রোজেনশোল্ডারফিজিওথেরাপি
#ফিজিওথেরাপি
#ফিজিওথেরাপিচিকিৎসা

30/04/2023

যে সকল সমস্যার জন্য আপনার কাঁধে ব্যথা হতে পারে যেমনঃ
Osteoarthritis
Rheumatoid arthritis
Bursitis
Tendonitis
Instability (that can lead to repeated shoulder dislocations)
Swimmer’s shoulder
Adhesive capsulitis
Acromioclavicular joint problems
Brachial neuritis
Parton’s-Turner Syndrome
Nerve entrapment
Rotator cuff disease

We also treat injuries and more acute conditions, such as:

Dislocation
Rotator cuff tear
Rotator cuff rupture
Frozen shoulder
Shoulder breaks and fractures
--------------------------------------------
কাঁধে ব্যথার চিকিৎসায় মেডিসিন চিকিৎসা ব্যবস্থা যেদিন থেকে নিব ঠিক সেই দিন থেকে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা ও নিতে হবে। আর ফিজিওথেরাপি চিকিৎসা দক্ষ একজন ফিজিওথেরাপিষ্টের নিকট থেকে নিলে ব্যথার চিকিৎসা হবে কার্যকরী।
----------------------------------------------------------
বাসায় আপনার ব্যথার সমস্যা সমাধানে আমাদের ইনবক্স করতে পারেন অথবা
call now-- 01731-741406
---------------------------------

30/04/2023

ঘাড় ব্যথা নিয়ে বহুদিন ধরে যন্ত্রনায় কাতরাচ্ছেন। চিন্তা নেই
বাসায় নিন আপনার ঘাড় ব্যথার ফিজিওথেরাপি চিকিৎসা ।

বিস্তারিত জানতে ইনবক্স করুন
Call Now-01731-741406
-----------------------------------------
মহিলাদের জন্য দক্ষ মহিলা ফিজিওথেরাপিষ্ট রয়েছে।
#নেকপেইন

30/04/2023

মাথায় ব্যথা সাধারনত মাইগ্রেইন/সাইনোসাইটিস/ঠান্ডা জনিত সমস্যাএবং ব্রেইনের ইন্টারনাল সমস্যার কারনে হতে পারে।

এমন ঘাড়ে সমস্যা এবং মাথার পিছনে নার্ভের সমস্যার জন্যে ও মাথার সামনে ও পিছনে ব্যথা হতে পারে।

মাথার সামনে ও পিছনে ব্যথা হয় নিচের দুটি কারনেঃ
01) cervicogenic Headche
02) Occiputal neuritis

এই ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপি চিকিৎসা নিন।

পার্শ্বপ্রতিক্রিয়াহীন ফিজিওথেরাপি চিকিৎসা ব্যথার সমস্যা সমাধানে খুব ই কার্যকরী।

অনেকেই আছেন সময়ের অভাবে ফিজিওথেরাপি সেন্টারে চিকিৎসা নিতে যেতে পারেন না।
সেজন্য আপনার একটা কলে আমাদের দক্ষ ফিজিওথেরাপিষ্ট যাবে আপনার বাসায়।

সেবা সংক্রান্ত বিষয় ও এপয়েন্টমেন্ট পেতে ইনবক্স করুন /
Call Now -- 01731741406







#ব্যথা
#মাথায়ব্যথা

23/04/2023

শারিরীক ব্যথা ও প্যারালাইসিস সমস্যায় যখন হাসপাতাল কিংবা ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া সম্ভব হয় না ঠিক তখন বাসায় ফিজিওথেরাপি চিকিৎসক দিয়ে চিকিৎসা নিতে পারবেন।

আমাদের চিকিৎসা সেবা সম্পর্কে জানতে ইনবক্স করুন /
Call Now-- 01731-741406
------------------------------------
-- ঘাড় ও কোমরে ব্যথা
-- কাঁধে ও হাটু ব্যথা
-- ফ্রোজেন শোল্ডার
--জয়েন্ট ও মাংশপেশির ব্যথা
-- কনুই ব্যথা
-- টেন্ডন ও লিগামেন্ট ইঞ্জরি
-- ফ্রাকচার/প্লাস্টার পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা
--স্ট্রোক, জিবিএস এবং পারকিনসন্স রোগির ফিজিওথেরাপি চিকিৎসা
-- মুখ বাঁকা সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা
--শিশুদের ব্যথা ও প্যারালাইসিস সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা
--মহিলাদের সুস্বাস্থ্য ও প্রেগনেন্সিতে ঘাড় এবং কোমর ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা
-- ফুসফুস সমস্যায় চেস্ট থেরাপি
-- বয়স্ক লোকদের আর্থাইটিস সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা
------------------------------------------------------
মহিলাদের জন্য দক্ষ ফিজিওথেরাপিষ্ট রয়েছে।
আপনার ব্যথা ও প্যারালাইসিস সমস্যা সমাধানে দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিয়ে আমরা আছি আপনাদের পাশে।







#ফিজিওথেরাপিচিকিৎসা

04/02/2023

ফিজিওথেরাপ চিকিৎসায় কি ধরনের উপকার হয় জেনে নিন
----------------------------------------------------------------
অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের নিয়ে "Physiohomesbd" আছে আপনাদের পাশে।
চেম্বার বা হসপিটালে গিয়ে ফিজিওথেরাপি সেবা নেওয়া ঢাকাবাসীদের কাছে প্রধান অসুবিধার কারণ। যেমনঃ
✓ বিরক্তিকর জ্যাম
✓চেম্বার বা হসপিটালে যাওয়ার মত অবস্থা না থাকা
✓অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট না পাওয়া
✓সময় ও সুযোগ তৈরী না হওয়া
আপনার এ সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা শত শত রোগীকে ফিজিওথেরাপি সেবা বাসায় বসে নেয়ার সুযোগ করে দিচ্ছে একদল অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট।
------------------------------------------
আমাদের রয়েছে সর্বনিম্ন(৫-৭) বছরের অভিজ্ঞতাসম্পন্ন ফিজিওথেরাপিস্ট যারা নিয়মিত ঢাকার বিভিন্ন প্রান্তে ফিজিও সেবা দিয়ে আসছে। আমাদের আরও রয়েছে মহিলাদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট পুরুষদের জন্য পুরুষ ফিজিওথেরাপিস্ট।
[PhysioHomesBD]

সেবা সংক্রান্ত বিষয় সম্পর্কে জানতে কল করুন-- 01731741406
-------------------------------------------------------------------

#বাসায়ফিজিওথেরাপি

02/02/2023

একজন ফিজিওথেরাপিষ্টের নিকট থেকে আপনি কোন কোন সমস্যা থেকে উপকৃত হতে পারেন
০১) ঘাড়, কোমর, হাটু,কাঁধে ব্যথা মাথা ব্যথা
০২) জয়েন্ট ও মাংশপেশির ব্যথা
০৩) হাত পা অবশ হয়ে যাওয়া
০৪) স্ট্রোক প্যারালাইসিস
০৪) মুখবাঁকা সমস্যা
০৫) আর্থ্রাইটিস জনিত ব্যথা
০৬) ফ্রাকচার কেস, প্লাস্টার পরবর্তী সম্পূর্ন রিকোভারি
০৭) শিশুদের ব্যথা ও প্যারালাইসিস
০৮) মহিলাদের প্রেগনেন্সি কেসে কোমর ব্যথা, ঘাড় ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা
আপনার স্বাস্থ্য সমস্যা সমাধানে আমরা দিচ্ছি বাসায় দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসার সুযোগ। আপনার একটা কলে আমাদের দক্ষ ফিজিওথেরাপিষ্টগন চলে যাবে আপনার বাসায়। মহিলাদের জন্য দক্ষ মহিলা ফিজিওথেরাপিষ্ট রয়েছে।
আপনাদের দ্রুত সুস্থ্যতাই আমাদের Physiohomesbd এর প্রধান লক্ষ্য।
Call now—01731741406






#বাসায়ফিজিওথেরাপি







#বাসায়ফিজিওথেরাপি

09/01/2023

শিশুদের শারিরীক সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা
------------------------------------------------------
আমরা অভিভাবকেরা জানেন ই না যে, আপনার সোনামনির শারিরীক সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা দরকার হয়।

শিশুদের তো আর মাত্রাতিরুক্ত মেডিসিন দেওয়া যায় না। সেজন্য ফিজিওথেরাপি চিকিৎসা হতে পারে বিকল্প সমাধান।

আপনাদের সময়ের গুরুত্বের কথা বিবেচনা করে physiohomesbd বাসায় আপনার সোনামনির দ্রুত সুস্থ্যতার জন্য দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসা সেবা চালু করেছে।

আপনার বাসায় দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসার জন্য কল করুন --
01731741406
------------------------

#বাসায়দক্ষফিজিওথেরাপি


#শিশুদেরফিজিওথেরাপি
#পেডিয়াট্রিকফিজিওথেরাপি

08/01/2023

মাথা ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা
মাথা ব্যথা সাধারণত ঘাড়ের মেরুদন্ডের সমস্যা ও অক্সিপিটাল নিউরালজিয়ার সমস্যা থেকে হতে পারে।

আমরা এটাকে মাইগ্রেনের সমস্যা বলে মনে করি। এমন কি মাথার সমস্যা ও ভাবা হয়ে থাকে।

নিউরোমেডিসিন দেখাই এবং মেডিসিন ও খেয়ে যাই দিনের পর দিন কিন্তু ব্যথা তো আর কমে না।

এক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারলে আশা করি এই ব্যথা সমস্যা সমাধান করা যায়।

আপনার বাসায় আমাদের দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক পেতে কল করুন--
01731741406
----------------------------------
#মাথাব্যথা
#মাথাব্যথারচিকিৎসা
#মাথাব্যথারফিজিওথেরাপি







#বাসায়দক্ষফিজিওথেরাপি

05/01/2023

আমাদের রয়েছে দক্ষ মহিলা ফিজিওথেরাপিষ্ট। মহিলাদের কেয়ারের কথা বিবেচনা করেই আমরা আপনাদের সর্বোচ্চ সেবাটাই নিশ্চিত করতে বদ্ধ পরিকর

মহিলাদের চিকিৎসা সেবাসমূহঃ
০১) ঘাড় ও কোমরে ব্যথা
০২) জয়েন্ট ও মাংশপেশির ব্যথা
০৩) প্রেগনেন্সি কেসে ফিজিওথেরাপি চিকিৎসা
০৪) ফুসফুসজনিত সমস্যায় চেষ্ট থেরাপি
০৫) হাত পা অবশ ও ঝি ঝি ধরা সমস্যা
০৭) শীতকালীন ও ঠান্ডা সিজনে মুখ বাকা সমস্যা
০৮) কাধে, হাটু,গোড়ালি ব্যথা
০৯) ফ্রাকচার, প্লাস্টার ও সার্জারি পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা
১০) স্ট্রোক, জিবিএস, পারকিনসন্স ডিজিস জনিত প্যারালাইজড সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা
১১) ফিজিক্যাল ফিটনেস ও পরামর্শ
১২) মাথা ব্যথা ও মাথা ঘুরানো সমস্যা
১৩) বাত/ আর্থাইটিস সমস্যা
১৪) আঘাত জনিত ব্যথা, কব্জি ও কনুই ব্যথা
১৫) হাটুর লিগামেন্ট ইঞ্জুরি
----------------------------------------
সেবা সংক্রান্ত বিষয় সম্পর্কে জানতে কল করুন -- 01731741406.
আমরাই আপনাদেরকে আপনাদের সামর্থ অনুযায়ী চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ করে দিচ্ছি

#ফেমেলফিজিও
#মহিলাফিজিও







#বাসায়দক্ষফিজিওথেরাপি

05/01/2023

বাসায় ফিজিওথেরাপি সেবা নেওয়ার কথা ভাবছেন? খুব সহজেই আপনার প্রয়োজনীয় ফিজিওথেরাপি সেবা নিন এখন থেকে নিজের বাসায়।আধুনিক যন্ত্রপাতি অভিজ্ঞ এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট দ্বারা'' ইউরোপ আমেরিকা, কানাডার ন্যায়, এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে নিজ বাসায় ফিজিওথেরাপির সকল চিকিৎসা, দীর্ঘ ৫ বছর যাবত বাসায় ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিচ্ছে। 👩‍⚕️👨‍⚕️

বাসায় বসে ফিজিওথেরাপি সেবা নিতে আমাদেরকে কল করুন ।
📞 01731741406

সার্ভিস এরিয়া: টংগী গাজীপুরের যে কোন স্থানে, আমাদের সেবা চলমান রয়েছে।

আপনার একটি ফোনেই অভিজ্ঞ এবং কোয়ালিফায়েড ফিজিওথেরাপিস্ট পৌঁছে যাবে আপনার ঠিকানায়।

আপনি কেন আমাদের সেবা নিবেন?

কারণঃ
✅ আমরা আছি ঢাকা শহরের সব এরিয়াতে, দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে আমরা বাসায় সেবা দিয়ে যাচ্ছি ।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট বিএসসি ডিগ্রিধারী ।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট নূন্যতম ২ থেকে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
✅ অভিজ্ঞ ফিজিও থেকে আপনি পাবেন সর্বোচ্চ মানের সেবা ।
✅এরিয়া ভিত্তিক হওয়ায় সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী হবে এবং ইমার্জেন্সি কল এ কাছে পাবেন সহজেই।
✅ রোগীর সুবিধা মতো সময়ে বাসায় ফিজিওথেরাপি দেওয়ার ব্যবস্হা।
✅ আছে মহিলা রোগীদের জন্য মহিলা ফিজিওথেরাপিষ্ট এবং পুরুষ রোগীদের জন্য পুরুষ ফিজিওথেরাপিষ্ট।
✅ ট্রাফিক জ্যামে আটকা পড়ে বা সিরিয়ালের ঝামেলায় আর সময় নষ্ট হবে না।
✅ফিজিওথেরাপি অত্যাবশকীয় হওয়া সত্যেও ঝুঁকি নিয়ে যারা হাসপাতালে বা ফিজিওথেরাপি সেন্টারে যেতে চাচ্ছেন না বাসায় থেকেই নিরাপদেই সেবা পেতে পারবেন।
---------------------------------------------------------------------------------------------------
#আমাদের আছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি সমূহঃ
★আল্ট্রাসাউন্ড থেরাপি (UST)
★সর্ট ওয়েভ ডায়াথারমী থেরাপি (SDW)
★ইনফ্রা রেড রে (IRR)
★ইন্টার ফেরেন্সিয়াল থেরাপি( IFT)
★মাসেল স্টিমুলেটর(MST)
★ সারভাইক্যাল ও লাম্বার ট্রাকসন
★এবং অন্যান্য থেরাপিউটিক ইকুইপমেন্ট
--------------------------
#ফিজিওথেরাপি_সেবাসমূহ :

★স্ট্রোক জনিত প্যারালাইসিস
★মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি
★অটিজম ফিজিওথেরাপী।
★স্পাইনাল কর্ড ইনজুরি।
★প্লাস্টার বা অপারেশন পরবর্তী জয়েন্ট স্টিফনেস।
★ মাংশপেশী ব্যাথা ও শুকিয়ে যাওয়া
★ফ্রোজেন সোল্ডার
★ হাত পা অবশ ও ঝিনঝিন করা
★যে কোন জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
★ডিস্ক প্রলেপস জনিত ব্যাথা
★ টিস্যু ইনজুরি
★ মাসেল ইনজুরি
★ PLID
★ব্যাক পেইন বা পিঠে ব্যথা
★GBS
★মুখ বেকে যাওয়া বা বেলস পালসি,
★বার্ধক্যজনিত সমস্যা চিকিৎসার ক্ষেএে ও বাত, ব্যাথা
★হাঁটু ও গোড়ালীর ব্যাথা
★ সায়াটিকা
ইত্যাদি সমস্যায় বাসায় ফিজিওথেরাপি দেওয়া হয়।
★যোগাযোগ করুন: 01731741406 নম্বরে



#বাসায়ফিজিওথেরাপি
#বাসায়দক্ষফিজিওথেরাপি

02/01/2023

আমাদের অনেকেরই ঘাড়ে ব্যথা ও হাত ঝি ঝি করা এবং অবশ হয়ে আসে। হাত নিচের দিকে ঝুলিয়ে রাখলে ব্যথায় কান্না চলে আসে
এমন সমস্যায় দ্রুত চিকিৎসা জরুরী।

চিকিৎসায় কেবলমাত্র মেডিসিন নির্ভর হলে হবে না। সাথে সাথে ফিজিওথেরাপি চিকিৎসকের নিকটে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে।

কেন কিভাবে, সমাধান ও চিকিৎসা সম্পর্কে জানতেীবং চিকিৎসকের সিরিয়াল পেতে কল করন
০১৭৩১৭৪১৪০৬
------------------------------------------------
আমাদের রয়েছে আন্তর্জাতিক মান সম্পন্ন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক ।
মহিলাদের জন্য দক্ষ মহিলা ফিজিওথেরাপিষ্ট রয়েছে ।
-------------------------------------------------------------

#ঘারেরসমসসা
#নেকপেইন
#ঘাড়ব্যথা
#হাতেঅবশভাব

30/12/2022

ঘাড়ের ব্যথা,মাথার পিছন দিক ও সামনে ব্যথা

আমরাই আপনাদের জন্যে বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা কার্যক্রম নিয়ে এসেছি। যাতে সকলে এমার্জেন্সিতে বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারে এবং সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে।

আপনার বাসায় দক্ষ ফিজিওথেরাপি প্রফেশনাল চিকিৎসক পেতে কল করুন
01731741406
----------------------------------------








#বাসায়ফিজিওথেরাপি
#বাড়িতেফিজিওথেরাপি
#টংগীতেফিজিওথেরাপি

27/12/2022

মাথা ব্যথার সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা
মাথা ব্যথা আমাদের কম বেশি আমরা সবাই ভুগে থাকি । এক হচ্ছে মাইগ্রেনের ব্যথা । আরেক হচ্ছে মস্তিষ্ক জনিত সমস্যায় মাথা ব্যথা।
কিন্তু ঘাড়ের সমস্যা ও মাথার পিছনের ঠিক নিচের অংশে স্নায়ুজনিত সমস্যায় মাথা ব্যথা ও কপাল এবং চোখের সমস্যা হয়ে থাকে।
মাথা ব্যথার ধরনঃ
০১) cervicogenic headache / Tension headache
02) Occiputal neuralgia
মাথা ব্যথায় নিউরো মেডিসিন চিকিৎসক দেখিয়ে মেডিসিনকে গুরুত্ব দিয়ে থাকেন । খুব বেশি গুরুত্বপুর্ন কিন্তু এই দুই ধরনের ব্যথা নিরাময়ে ফিজিওথেরাপি চিকিৎসা অনেক বেশি গুরুত্বপূর্ন।

চিকিৎসা ও সমাধান সম্পর্কে জানতে ফিজিওথেরাপি চিকিৎসকের সিরিয়াল পেতে কল করুন
01831022865, 01775106106
--------------------------------------------------------------------------------




#মাথাব্যথা
#মাথাবেথারচিকিটসা
#মাথাব্যথারফিজিওথেরাপি
#মাথাব্যথাহলেকিকরব
#ফিজিওথেরাপি
#ফিজিক্যালথেরাপি






#বাসায়ফিজিওথেরাপিনিতেচান

#টংগীতেফিজিওথেরাপি

26/12/2022

 নিজ বাসায় প্রফেশনাল ও দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসা নিতে চাচ্ছেন ?
 আপনি কি ব্যথার যন্ত্রনায় কাতরাচ্ছেন ?
 আপনি/ আপনার আত্বীয়স্বজন কি প্যারালাইসিসে আক্রান্ত ?
 আপনাদের কারো মুখ বাঁকা সমস্যা আছে ?
 প্লাস্টার/লিগামেন্ট সার্জারির পর/ ফ্রাকচার সার্জারির পর ফিজিওথেরাপি চিকিৎসা

অনেকেই আছেন যাদের সময় থাকে না । ইমার্জেন্সির কারনে ফিজিওথেরাপি সেন্টারে যেতে পারেন না। অথবা রোগি একদম বেড থেকে উঠতে পারে না ।

আপনাদের শারিরীক এই ধরনের সমস্যা সমাধানে আমরা নিয়ে এসেছি বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা সেবা।

01731741406
-------------------------------------------



#ফিজিওথেরাপি
#বাসায়ফিজিওথেরাপি
#টংগীতেফিজিওথেরাপি
#ব্যথারফিজিওথেরাপি
#বাসায়ফিজিওথেরাপিনিতেচান

Photos from Physiohomesbd's post 09/05/2022

Fear-avoidance beliefs and pain avoidance in low back pain

কোমর ব্যথার ক্ষেত্রে একটা বাজে বিশ্বাস বা কনসেপ্ট হল, ব্যথার ভয়ে নড়াচড়া বা এক্টিভিটি থেকে বিরত থাকা! অর্থাৎ নড়াচড়া করলে ব্যথা বেড়ে যাবে এই বিশ্বাস রোগীর ব্রেইনে সেট হয়ে যায় ! ফলে অনেকে নড়াচড়ার অভাবে ডিজ্যাবিলিটির ( প্রতিবন্ধিতার) সম্মুখীন হয়। সেটা মাস, বছর, এমনকি সারাজীবনের জন্যও হতে পারে।

সম্প্রতি এটা নিয়ে অনেক গবেষনা হয়েছে, চিকিৎসা বিজ্ঞানে এটাকে নাম দেওয়া হয়েছে Fear Avoidance Beliefs (FAB)।

তাই এইসব রোগীদের চিকিৎসার পাশাপাশি পর্যাপ্ত কাউন্সেলিংও করতে হবে। এদেরকে এমডিডিটি এপ্রোচে চিকিৎসা করানো উচিত।

আমাদেরকে মেডসিন চিকিৎসার পাশাপাশি শরীরের ফিজিক্যাল ফাংশনিং এবং মুভমেন্ট বাড়ামোর জন্য এক্সারসাইজ বেইজড চিকিৎসা ব্যবস্থা, সাইকোলজিক্যাল সাপোর্ট সহ MDT aproach মেনে চিকিৎসা নিতে হবে।

কোমরের ব্যথা থেকে সুস্থ্য স্বাভাবিক জীবন পেতে প্রতিদিন এক্সারসাইজ এবং ব্যথা হলে ফিজিওথেরাপি চিকিৎসার প্রতি গুরুত্ব দিতে হবে।
কোমর ব্যথার চিকিৎসার জন্য সিরিয়াল পেতে পেজে থাকা call now button এ ক্লিক করুন।

#বেকপেইন
#ব্যাকপেইন
#কোমরব্যথা
#কোমরব্যথার_ভয়

আপনার বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা দরকার হলে , আমাদের দক্ষ ও স্কীল্ড পেশাদার ফিজিওথেরাপিষ্ট আছে আপনার পাশে।

কল করুন- 01533-942067

26/04/2022

Occipital Neuralgia এমন একটি সমস্যা যেখানে occipital স্নায়ু, মাথার খুলির মধ্য দিয়ে প্রবাহিত স্নায়ুগুলি আহত বা ফুলে যায়। এটি মাথা ব্যাথার কারণ হয় যা উপরের ঘাড়ে, মাথার পিছনে বা কানের পিছনে গুরুতর ছিদ্র, স্পন্দন বা শকের মতো ব্যথা অনুভব করে।
কারন কি
Occipital neuralgia ঘাড় মধ্যে চিমটি স্নায়ু বা পেশী আঁটসাঁট ফলাফল হতে পারে। এটি মাথা বা ঘাড়ের আঘাতের কারণেও হতে পারে। Occipital neuralgia প্রাথমিক বা মাধ্যমিক হতে পারে। একটি গৌণ অবস্থা একটি অন্তর্নিহিত রোগের সাথে যুক্ত।

ঘাড়ের উপরিভাগের অস্টিওআর্থাইতিস, গ্রেটার/লেছার অক্সিপুটাল নার্ভে আঘাতজনিত সমস্য ও কম্প্রেশন, মেরুদন্দের ডিজানেরেটিভ পরিবর্তনে c2/c3 নার্ভ রুটে কম্প্রেশন, ঘাড়ে মেরুদন্ডের ডিস্কে রোগ সমস্যা, ঘাঊট ডায়াবেটিস, ঘাড়ে রক্তনালীতে প্রদাহ এবং ইনফেকশন এর কারনে আপনার এই সমস্যা হতে পারে।

আপনার ঘাড়ে,মাথার পিছনে ও মাথার সামনে এবং কানের দিকে প্রচন্ড ব্যথা হতে পারে।

তবে খুব খারাপ হলে সার্জারি ও লাগতে পারে। সার্জারির পরে ও ফিজিওথেরাপি চিকিৎসার ফলোআপ লাগতে পারে।

এই সমস্যার সমাধানের জন্য মেডিসিন চিকিৎসা ত নিবেন ই। কিন্তু খুব ইফেকটিভ সমাধান পেতে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া জরুরী।

চিকিৎসার জন্য এপয়েন্টমেন্ট পেতে পেজে থাকা call now button এ ক্লিক করে দিন।









#ঘাড়ব্যথা
#মাথাব্যথা
#ঘাড়ব্যথার_ফিজিওথেরাপি
#ঘাড়_মাথা_ব্যথার_চিকিৎসা

Physiohomesbd ব্যথা ও প্যরালাইসিস সমস্যায় ঘরে বসে নিন দক্ষ ফিজিওথেরাপিষ্ট দ্ধারা ফিজিওথেরাপি চিকিৎসা

25/04/2022

একটি সার্ভিকোজেনিক হেডেক ( মাথা ব্যাথা) একটি ব্যথা যা ঘাড়ে বিকশিত হয়, যদিও একজন ব্যক্তি তাদের মাথায় ব্যথা অনুভব করে।
সার্ভিকোজেনিক মাথাব্যথা হল সেকেন্ডারি মাথা ব্যাথা। সেকেন্ডারি মাথা ব্যাথা হল একটি অন্তর্নিহিত অবস্থার কারণে, যেমন ঘাড়ের আঘাত, সংক্রমণ, বা গুরুতর উচ্চ রক্তচাপ। এটি তাদের প্রাথমিক মাথা ব্যাথা, যেমন মাইগ্রেন এবং ক্লাস্টার মাথা ব্যাথা থেকে আলাদা করে তোলে।

সার্ভিকোজেনিক মাথাব্যথার কারণে সৃষ্ট ব্যথা ঘাড় এবং মাথার পিছনে শুরু হয় এবং মাথার সামনের দিকে বিকিরণ করে। লোকেরা মাইগ্রেন এবং টেনশন মাথা ব্যাথার সাথে সার্ভিকোজেনিক মাথা ব্যাথাকে বিভ্রান্ত করতে পারে, উভয়ই ঘাড়ে ব্যথা হতে পারে।

যদি দেখেন যে, ব্যথা আপনার ঘাড়ের পিছন থেকে মাথার দিকে উঠে সামনে আসতে আসতে দুই চোখের কোনায় ব্যথা করছে এভবগ ঘাড় ঘুরাতে গেলে ও অস্বস্থিকর অনুভব করছেন। তাহলেই বুঝে নিবেন আপনার এই সমস্যা হয়েছে।

বাসায় ফিজিওথেরাপি চিকিৎসা পেতে কল করুন- 01533942067

পেজটিকে ফলো করে সাথেই একটিভ থাকুন
#ঘাড়_ব্যথা
#মাথাব্যথা
#নেকপেইন

25/04/2022

ফিজিওথেরাপিস্টদের বয়স্ক ব্যক্তিদের সাথে কাজ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা রোগ এবং অক্ষমতা প্রতিরোধ, বর্তমান অবস্থার চিকিত্সা, রোগীর যত্ন পরিচালনা এবং সম্প্রদায়ের মধ্যে অনুসরণ করার সাথে জড়িত। তারা এমন বিষয়গুলি সনাক্ত করতে পারে যা কারও জীবনের উপর সর্বাধিক প্রভাব ফেলছে এবং তাদের উন্নত করার জন্য কাজ করতে সহায়তা করে, যা জীবনের আরও ভাল মানের দিকে পরিচালিত করে এবং অব্যাহত স্বাধীনতার দিকে পরিচালিত করে।

ফিজিওথেরাপিস্টদের বিভিন্ন ধরণের দক্ষতা রয়েছে যা বয়স্ক ব্যক্তিদের দ্বারা ক্ষতিগ্রস্ত অনেক শর্তকে উপকৃত করতে পারে। বয়স্ক পরিচর্যা ফিজিওথেরাপিস্টরা তাদের বাড়িতে, হাসপাতালে এবং কেয়ার হোমে বয়স্ক ব্যক্তিদের মূল্যায়ন, চিকিত্সা এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ।

ফিজিওথেরাপি চিকিৎসার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া (side/adverse effects) নাই”

উপভোগ করুন দেশ সেরা স্বাস্থ্য সেবা, আপনার নিজ বাসায়

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

01533-942067

টংগী ,গাজীপুর শহরের যেকোনো প্রান্তে যেকোনো লোকেশনে আন্তরিক সেবা নিয়ে আপনার পাশে থাকছি আমরা, প্রশিক্ষিত ও সুদক্ষ মহিলা-পুরুষ কর্মী।

10/04/2022

ঢাকা উত্তরা, টংগী এবং গাজীপুর শহরে বাড়িতে ফিজিওথেরাপি চিকিৎসা ।
ফিজিওথেরাপি সেবা নিন আপনার নিজ বাসায়।

কোমর ব্যথার ফিজিওথেরাপি চিকিৎসা

পিঠের নিচের অংশে ব্যথা খুবই সাধারণ। এটি পেশী বা পিছনে টেন্ডনগুলিতে একটি স্ট্রেন (আঘাত) থেকে হতে পারে। অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে আর্থ্রাইটিস, কাঠামোগত সমস্যা এবং ডিস্কের আঘাত। ব্যথা প্রায়শই বিশ্রাম, শারীরিক থেরাপি এবং ওষুধের সাথে আরও ভাল হয়ে যায়। স্বাস্থ্যকর ওজন বজায় রেখে এবং সক্রিয় থাকার মাধ্যমে আপনার নিম্ন পিঠে ব্যথার ঝুঁকি হ্রাস করুন।

নিম্ন পিঠে ব্যথা বিভিন্ন আঘাত, শর্ত বা রোগের ফলে হতে পারে - প্রায়শই, পেশী বা পিঠে টেন্ডনের আঘাত।

ব্যথা হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। কিছু ক্ষেত্রে, ব্যথা হাঁটা, ঘুম, কাজ বা দৈনন্দিন ক্রিয়াকলাপ করা কঠিন বা অসম্ভব করে তুলতে পারে।
সাধারণত, পিঠের নীচের অংশে ব্যথা বিশ্রাম, ব্যথা উপশমকারী এবং শারীরিক থেরাপি (পিটি) দিয়ে আরও ভাল হয়ে যায়। কর্টিসোন ইনজেকশন এবং হ্যান্ডস-অন চিকিত্সা (যেমন অস্টিওপ্যাথিক বা ম্যানিপুলেশন) ব্যথা উপশম করতে পারে এবং নিরাময় প্রক্রিয়াতে সহায়তা করতে পারে।

অতিরিক্ত ব্যথায় রোগি যখন বিছানা থেকেই উঠতে পারে না ঠিক তখন হাসপাতালে আসাটা ও খুব মুশকিল।

নিজ বাসায় আমাদের দক্ষ কোয়ালিফাইড ফিজিওথেরাপিষ্টের নিকট থেকে চিকিৎসা নিতে কল করুনঃ
01731-741406, 01533-942067
ভিজিট করুনঃ
www.physiohomesbd.com





#ব্যাকপেইন
#ব্যাকপেইনচিকিৎসা
#ব্যাকপেইন_ফিজিওথেরাপি
#কোমরব্যথা
#কোমরব্যথার_চিকিৎসা
#কোমর_ব্যথার_ফিজিওথেরাপি

08/04/2022

ঢাকা উত্তরা, টংগী ও গাজীপুর শহরে যেকোনো প্রান্তে যে কোনো লোকেশনে আন্তরিক সেবা নিয়ে আপনার পাশে থাকছি আমরা, প্রশিক্ষিত ও সুদক্ষ মহিলা–পুরুষ ফিজিওথেরাপিষ্ট।

পার্কিনসন রোগ মানুষের মস্তিষ্কের মধ্যে মোটর এবং অ-মোটর সিস্টেমকে প্রভাবিত করে এমন সবচেয়ে প্রচলিত নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডারগুলির মধ্যে একটি। গতিশীলতা, গতিশীলতা এবং নির্বাহী কার্যকারিতার ঘাটতি রোগীদের মধ্যে তাদের দৈনন্দিন জীবন পরিচালনা করার ক্ষমতাকে প্রভাবিত করে, যা তাদের সামগ্রিক জীবনযাত্রার মানকে প্রভাবিত করে। বর্তমানে বেশ কয়েকটি চিকিত্সার বিকল্প রয়েছে যা ড্রাগ, শল্য চিকিত্সার চিকিত্সা এবং ফিজিওথেরাপি সহ একটি মাল্টিডিসিপ্লিনারি পদ্ধতি তৈরি করে।

এই রোগীর ব্যথা নিরামর ও শরীরের মুভমেন্ট বাড়ানোর জন্য ফিজিওথেরাপি চিকিৎসার বিকল্প কিছু নেই। এছাড়াও ফিজিওথেরাপি চিকিৎসকের নির্দেশনামতে রেগুলার এক্সারসাইজ করতে হবে।

নিজ বাসায় ফিজিওথেরাপি ও চিকিৎসকের ফ্রি পরামর্শ পেতে কল করুন
০১৭৩১৭৪১৪০৬,০১৫৩৩-৯৪২০৬৭

ভিজিট করুনঃ
www.physiohomesbd.com

ঢাকা উত্তরা, টংগী ও গাজীপুর শহরে যেকোনো প্রান্তে যে কোনো লোকেশনে আন্তরিক সেবা নিয়ে আপনার পাশে থাকছি আমরা, প্রশিক্ষিত ও সুদক্ষ মহিলা–পুরুষ ফিজিওথেরাপিষ্ট।




#প্যারালাইসিস
#পারকিনসন্সডিজিস
#নেকপেইন
#বাচকপেইন

08/04/2022

জিবিএস রোগীর সুস্থ্যতার জন্য মেডিসিন যেমন গুরুত্বপূর্ণ ঠিক তার সাথে ফিজিওথেরাপি চিকিৎসা খুব ই গুরুত্বপূর্ণ।

এই ধরনের রোগীদের বাসা থেকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসাটা খুব ই কষ্টকর ব্যাপার কারন রোগীর হাত পা এতটাই প্যারালাইসিস হয় যে পুরো শরীর ই অবশ হয়ে যায়।

জিবিএস রোগীকে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে ফিজিওথেরাপি চিকিৎসার বিকল্প নেই।
রোগীকে ও থেরাপিষ্টের নির্দেশনামতে এক্সারসাইজ করতে হয়।

আপনার বাসায় জিবিএস রোগীর জন্য দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক দ্ধারা চিকিৎসা পেতে কল করুনঃ
01731-741406,01533-942067

ভিজিট করুনঃ
www.physiohomesbd.com


#প্যারালাইসিস
#জিবিএস
#ফিজিওথেরাপি
#প্যারালাইসিস_ফিজিওথেরাপি
#জিবিএস_হলে_কি_করব
#জিবিএস_রোগীর_চিকিৎসা

08/04/2022

ঢাকা উত্তরা, টংগী এবং গাজীপুর শহরে বাড়িতে ফিজিওথেরাপি চিকিৎসা।

ফিজিওথেরাপি সেবা নিন আপনার নিজ বাসায়।

Bells palsy/ মুখ বাকা সমস্যায় ফিজিওথেরাপি চিকিৎসা

এই সমস্যাটি খুবই কমন একটি সমস্যা। শীতকাল কিংবা দিনের ঠান্ডায় ভাইরাসের আক্রমনে মুখ বাকা সমস্যা বেশি আক্রান্ত হতে দেখা যায়।
সমাধানের জন্য অনেকেই খুব আঝে বাঝে চিকিৎসা করে থাকি এমনকি কবিরাজ ,পানি পরা খাওয়ানো হয়। কোন কাজেই আসে না।
আমাদের ফিজিওথেরাপি চিকিৎসকের কাছে ভাল হতে খুব অল্প সময়ই লাগে .

চিকিৎসকের ফ্রি পরামর্শ পেতে কল করুন
০১৭৩১-৭৪১৪০৬,০১৫৩৩-৯৪২০৬৭

ভিজিট করুনঃ www.physiohomesbd.com

08/04/2022

ফিজিওথেরাপি হোম সার্ভিস
আমাদের দক্ষ, অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যারা ঢাকা শহরের বিভিন্ন যায়গায় ফিজিওথেরাপি হোম সার্ভিস সুনামের সাথে রোগীর চিকিৎসা দিচ্ছেন।
কেন ফিজিওথেরাপি হোম সার্ভিসের গ্রহণ করিবেন!
আপনি কি ব্যাক-পেইন সম্মুখীন?
আপনার প্যারলাইসিস এর কারনে শারীরিক
ভারসাম্য হারিয়েছেন?
আপনি কি ফ্লোজেন সোল্ডার সমস্যায় ভুগছেন?
আপনি কি হাটা চলায় অক্ষম?
আপনার ব্যথার কারনে ঘুম নিয়ে সমস্যা হচ্ছে?
আপনারা আমাদের অভিজ্ঞ এবং প্রত্যয়িত ফিজিওথেরাপিস্টদের সাথে পরামর্শ করা উচিত যারা আপনার প্রয়োজন অনুসারে হোম সার্ভিস সরবরাহ করতে পারে। আপনি আমাদের দৈনিক, সাপ্তাকি কিংবা মাসিক ভিত্তিতে সেবা গ্রহন করতে পারেন।
হোম ফিজিওথেরাপি কী?
ফিজিওথেরাপি অর্থ শারীরিক চিকিৎসা ফিজিওথেরাপিস্টরা প্রতিরোধের পাশাপাশি পুনর্বাসনের জন্যও কাজ করে। ফিজিওথেরাপি চিকিৎসা প্রাপ্তি কেবল ব্যথা হ্রাস করবে না বরং নমনীয়তাও বাড়িয়ে তুলবে।
এভাবেই আমরা আমাদের কাজ নিয়ে প্রক্রিয়া করি
আমাদের বিশেষজ্ঞরা প্রথমে আপনার অসুস্থতা এবং চিকিৎসার ইতিহাস সম্পর্কে জানবেন।
তারপরে তারা আপনার অবস্থা এবং করণীয় মূল্যায়ন ও পরীক্ষা করবে।
তারা একটি চিকিৎসা পরিকল্পনার ফর্ম্যাট করবে যা তাদের সর্বোত্তম হবে
আপনি প্রত্যাশিত চিকিৎসা এবং কার্যধাপগুলি পাবেন।
হোম ফিজিওথেরাপি চিকিৎসার সুবিধা
বর্তমানে ফিজিওথেরাপির প্রয়োজন ক্রমবর্ধমান।
আমাদের লক্ষ্য আপনার সুবিধাজনক পরিবেশে একটি চাপ-মুক্ত থেরাপি সেশন সরবরাহ করা।
বাড়িতে ফিজিওথেরাপি সমর্থন কার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে। বাচ্চাদের থেকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি সবার জন্য প্রযোজ্য।
আমাদের হোম ফিজিওথেরাপি থেকে আপনি যে সকল সুবিধা পাবেন
একান্ত গুরুত্বের সাথে
রোগীদের যত্ন চিকিৎসা এমনভাবে যাতে এটি দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রচার করে। ফিজিওথেরাপিস্ট নির্দিষ্ট জীবনযাত্রার পরিবর্তনের পরামর্শ দিতে পারেন। যখন সে আপনাকে দেখবে তখন সে আপনাকে 100% মনোযোগ দেবে।
সময় সাশ্রয়
ফিজিওথেরাপিস্ট আপনার বাড়িতে পৌঁছে এবং সেশন শুরু করে। আপনি যতক্ষণ এটি বুক করেছেন ততক্ষণ এটি স্থায়ী থাকবে। অভ্যর্থনাটির অপেক্ষায় আপনি যাত্রাপথে সময় সাশ্রয় করবেন। পরিবর্তে, আপনি সরাসরি অন্য কাজে ফিরে যেতে পারেন।
কমফোর্ট হোম
সবাই ক্লিনিক এবং হাসপাতাল পছন্দ করে না। হাসপাতালে যাতায়াতও ব্যস্ত ও সময়সাপেক্ষ। ইতিমধ্যে, আপনি বাড়িতে থাকার আরাম উপভোগ করতে পারেন। আপনি পুরো সময়টি কেবল নিরাময়ে ব্যয় করতে পারেন।
অধিক কার্যকরী
বাসায় ফিজিওথেরাপি সেশন গুলো অনেক বেশি কার্যকারী । আপনার সমস্যা গুলো দ্রুত নিরাময়ে সহায়তা করবে। একান্ত গুরুত্বের সাথে চিকিৎসার পরিকল্পনাগুলি আরও কার্যকর করে তোলে।
এটি নিরাপদ
হোম-বেসড ফিজিওথেরাপি সংক্রমণের ঝুঁকি রোধ করার জন্য আদর্শ বিকল্প। বাড়িতে আপনি ক্লিনিকের উদ্দীপনাজনিত ঝুঁকি থেকে দূরে রয়েছেন।
ফিজিওথেরাপি হোম সার্ভিসের যেকোন সেবা পেতে যোগাযোগ করুন
মোবাইল: 01731-741406,01533-942067
ভিজিট করুনঃ www.physiohomesbd.com

07/04/2022

ঢাকা উত্তরা, টংগী এবং গাজীপুর শহরে বাড়িতে ফিজিওথেরাপি চিকিৎসা ।
ফিজিওথেরাপি সেবা নিন আপনার নিজ বাসায়।

স্ট্রোক রোগীর জন্য ফিজিওথেরাপি।

Physiotherapy for stroke patient
বিশ্বব্যাপী, আজকাল, স্ট্রোকের ঘটনাগুলি আরও সাধারণ হয়ে উঠেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) এর মতে, মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার কারণে একটি স্ট্রোক হয়, সাধারণত একটি রক্তনালী ফেটে বা জমাট বাঁধা দ্বারা আটকানো হয়। এটি অক্সিজেন এবং পুষ্টির সরবরাহ বন্ধ করে দেয়, মস্তিষ্কের টিস্যুগুলির ক্ষতি করে। একটি স্ট্রোক রোগী প্রায়শই তাদের মস্তিষ্কের কোষগুলিতে ব্যাপক ক্ষতি করে। তারা নিজেরাই বিভিন্ন কার্য সম্পাদন করার ক্ষমতা হারিয়ে ফেলে। স্ট্রোকের জন্য ফিজিওথেরাপি অন্যতম কার্যকর নিরাময় ।

স্ট্রোক নির্দিষ্ট দুর্বলতা সৃষ্টি করতে পারে। এটি আংশিক বা সম্পূর্ণ পক্ষাঘাতকে ট্রিগার করতে পারে, যা হেমিপ্লেজিয়ার নামে পরিচিত। এটি রোগীকে তার অঙ্গ প্রত্যঙ্গ করা কঠিন বা কখনও কখনও অসম্ভব করে তোলে।

রোগীদের ভারসাম্য এবং ভঙ্গি বিঘ্নিত হয় এবং সে কারণেই অন্যান্য ওষুধের সাথে চিকিৎসাগত সহায়তাও প্রয়োজনীয়। স্ট্রোকের রোগীকে নিরাময়ে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম। সর্বাধিক গুরুত্বপূর্ণভাবে, এই রোগীদের পুনরুদ্ধারের লক্ষ্যে ফিজিওথেরাপি সেশনগুলি তাদের অঙ্গগুলি শক্তিশালীকরণ এবং তাদের পুনরায় আন্দোলন করতে সক্ষম করার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। এটি কেবল তাদের (রোগীদের) শক্তি ফিরে পেতে সহায়তা করে না একই সাথে এটি তাদের আত্মবিশ্বাস ফিরে পেতে সহায়তা করে।

স্ট্রোক রোগীদের দ্রুত পুনরুদ্ধার করতে বাড়ির উপর ভিত্তি করে ফিজিওথেরাপি প্রকৃতপক্ষে উপকার করতে পারে এমন বেশ কয়েকটি উপায় রয়েছে। হাসপাতাল ভিত্তিক পুনর্বাসনের তুলনায়, হোম-ভিত্তিক ফিজিওথেরাপি বিভিন্ন স্তরের সুবিধা দেয়।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
01533942067
01731-741406

ঢাকা উত্তরা, টংগী ও গাজীপুর শহরে যেকোনো প্রান্তে যে কোনো লোকেশনে আন্তরিক সেবা নিয়ে আপনার পাশে থাকছি আমরা, প্রশিক্ষিত ও সুদক্ষ মহিলা–পুরুষ ফিজিওথেরাপিষ্ট।

ভিজিট করুন
www. physiohomesbd.com

07/04/2022

ঢাকা উত্তরা, টংগী এবং গাজীপুর শহরে বাড়িতে ফিজিওথেরাপি চিকিৎসা

ফিজিওথেরাপি সেবা নিন আপনার নিজ বাসায়।

অসুস্থ শরীর নিয়ে বাহিরে না গিয়ে এখন খুব সহজেই আপনার প্রয়োজনীয় ফিজিওথেরাপি সেবা নিন নিজের বাসায়।আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট দ্বারা'' ইউরোপ, আমেরিকা, কানাডার ন্যায়, এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে নিজ বাসায় ফিজিওথেরাপির সকল সেবা , ফিজিও সেবা আস্থার সাথে দীর্ঘ ৬ বছর যাবত বাসায় ফিজিওথেরাপি সেবা পৌঁছে দিচ্ছে।

আপনার একটি ফোন কলে অভিজ্ঞ এবং কোয়ালিফায়েড ফিজিওথেরাপিস্ট পৌঁছে যাবে আপনার ঠিকানায়।
01731741406,01533-942067

আপনি কেন আমাদের নিকট থেকে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিবেন?

কারণঃ
আমরা আছি ঢাকা উত্তরা, টংগী এবং গাজীপুর শহরের সব এরিয়াতে, দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে আমরা বাসায় সেবা দিয়ে যাচ্ছি ।
আমাদের সকল ফিজিওথেরাপিস্ট নূন্যতম ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।

ট্রাফিক জ্যামে আটকা পরে বা সিরিয়ালের ঝামেলায় আর সময় নষ্ট হবে না।
আমাদের আছে অত্যাধুনিক সব ইকুইপমেন্ট সমূহঃ

★আল্ট্রাসাউন্ড থেরাপি (UST)
★ইনফ্রা রেড রে (IRR)
★ইন্টার ফেরেন্সিয়াল থেরাপি( IFT)
★মাসেল স্টিমুলেটর(MST)
★ সারভাইক্যাল ও লাম্বার ট্রাকসন
★এবং অন্যান্য থেরাপিউটিক ইকুইপমেন্ট

ফিজিওথেরাপি সেবাসমূহ :

★স্ট্রোক জনিত প্যারালাইসিস
★অটিজম ফিজিওথেরাপি
★স্পাইনাল কর্ড ইনজুরি
★অপারেশন পরবর্তী জয়েন্ট স্টিফনেস।
★ মাংশপেশী ব্যথা
★ফ্রোজেন সোল্ডার
★ হাত পা অবশ ও ঝিনঝিন করা
★যে কোন জয়েন্ট শক্ত হয়ে যাওয়া
★ডিস্ক প্রলেপস জনিত ব্যথা
★ মাসেল ইনজুরি,টিস্যু ইনজুরি
★ PLID,GBS
★ব্যাক পেইন বা পিঠে ব্যথা
★মুখ বেকে যাওয়া বা বেলস পালসি
★বার্ধক্যজনিত সমস্যা
★হাঁটু ও গোড়ালীর ব্যথা
★ সায়াটিকা, ইত্যাদি।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
01533942067
01731-741406

ঢাকা উত্তরা, টংগী ও গাজীপুর শহরে যেকোনো প্রান্তে যে কোনো লোকেশনে আন্তরিক সেবা নিয়ে আপনার পাশে থাকছি আমরা, প্রশিক্ষিত ও সুদক্ষ মহিলা–পুরুষ ফিজিওথেরাপিষ্ট।

ভিজিট করুন www. physiohomesbd.com

Want your practice to be the top-listed Clinic in Tongi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Molla Bari Road, Hosen Market, Gazipur
Tongi

Other Physical Therapists in Tongi (show all)
Dr.Md. Qawsarul Alam- physiotherapist Dr.Md. Qawsarul Alam- physiotherapist
Tongi, 1711

আর্থাইটিস,বাত,ব্যথা,প্যারালাইসিস ফিজিওথেরাপি চিকিৎসক বিশেষজ্ঞ আন্তর্জাতিক প্রশিক্ষনপ্রাপ্ত

Dhaka Imperial Hospital physiotherapy and Rehab Center Dhaka Imperial Hospital physiotherapy and Rehab Center
Tongi, Gazipur, Dhaka Division
Tongi, 1711

টংগীতে সবচেয়ে বড় ও শীতাতপ নিয়ন্ত্রিত বাত,ব্যথা ও প্যারালাইসিসের ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র