Mt Sajal Mridha
Traveller❤️ Content Creator's🤙Daily Blog upcoming 🤙 I'm a Medical technologist (Lab)❤️🤙
আপনি বা আপনার প্রিয়জন #ডায়রিয়া আক্রান্ত হলে কি করতে হবে জানেনতো?
ডায়রিয়া রোগ থেকে তাৎক্ষণিক আরোগ্য লাভ হয়না। তবে নিয়ম মেনে খাওয়ার #স্যালাইন ও পথ্য খেলে ধীরে ধীরে ভালো হয়।রোগটি হলে কি করবেন এবং কিভাবে প্রতিরোধ করবেন সে সম্পর্কে জানতে আমাদের #চিকিৎসকদের দেওয়া পরামর্শগুলো দেখুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাংলাদেশের জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধীসৌধে, আমরা লাইফ শেয়ার ফাউন্ডেশন এর সদস্যগণ।
আপনাদের ও দেখানোর চেষ্টা করলাম। আশাকরি ভিডিও টি পুরোটা দেখবেন ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।
লাইফ শেয়ার ফাউন্ডেশন
Mt Sajal Mridha
লাইভ খেলাধুলা
Zahid The Unique Traveller
I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
জীবন থেকে আরেকটি বছর চলে গেল। কিন্তু জীবন ওর হিসাব নিকাশ সঠিক করতে পারিনি এখনো। তারপরও আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আগামী বছর সামনের সময় গুলো যেন ভালো কাটে সেই কামনাই করি আল্লাহর কাছে। সবাই ভাল থাকবেন পরিবারের সাথে থাকবেন সৎ পথে চলবেন।
এক কথায় মাশাল্লাহ!🥺🤍
ব্রেকিং নিউজ😍🥰
চুড়ান্ত হলো ঢাকা–কক্সবাজার রুটের ট্রেনের নাম👍
ঢাকা–কক্সবাজার রুটে চালু হতে যাওয়া নতুন ট্রেনটির নামকরণ করা হয়েছে ' #কক্সবাজার_এক্সপ্রেস'(৮১৩/৮১৪)
আগামী ১ই ডিসেম্বর থেকে এই নামে একজোড়া বিরতিহীন ট্রেন ছুটবে ঢাকা থেকে পর্যটন নগরীতে। যা আগামী বৃহস্পতিবার (২৩ই নভেম্বর) থেকে টিকিট বিক্রি শুরু হবে
প্রতি ট্রেনে যাত্রী ক্যাপাসিটি ৭৮০ জন
এই ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছা যাবে মাত্র ৮ ঘণ্টায়। কোচ থাকবে মোট ১৮টি । যেখানে এসি চেয়ার কোচ থাকবে ৮টি এবং নন-এসি চেয়ার কোচ ১০টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে, নন-এসি কোচ ৫০০ টাকা এবং এসি চেয়ার কোচের ৯৬১ টাকা।
কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে কক্সবাজারে পৌঁছাবে ভোর ৬টা ৪০ মিনিটে আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৫ মিনিটে।
বাস দুটি কক্সবাজারের পর্যটন জোন থেকে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে চলাচল করবে
বিস্তারিত কমেন্টে 🤔
আসসালামু আলাইকুম
পাসপোর্ট কিভাবে রেডি করবেন? সেটিই আজ শেয়ার করবো। সম্পূর্ণ পড়লে ইনশাআল্লাহ কোনো কনফিউশন থাকবেনা।
-Passport অনলাইনে আবেদন 🇧🇩
#ই-পাসপোর্টের (A-Z)
১ম ধাপঃ (অনলাইন আবেদন)
ক. epassport.gov.bd এ গিয়ে Apply Online এ ক্লিক করুন ।।
খ. যা যা info চায় তা দিয়ে সাথে ই-মেইল দিয়ে একটি একাউন্ট খুলুন। ইমেইলে confirmation মেইল আসবে, account active করে নিন।
গ. Account খোলার পর Apply for a new-e-passport এ ক্লিক করুন।
ঘ. যা যা info চাইবে সেখানে দিন।
♦️♦️পাসপোর্ট এর ফি ও সময়সীমা ♦️♦️
1️⃣e-Passport with 48 pages and 5 years validity:
Regular delivery: TK 4,025 (21d)
Express delivery: TK 6,325 (10d)
Super Express delivery: TK 8,625 (2d)
2️⃣ e-Passport with 48 pages and 10 years validity:
Regular delivery: TK 5,750 ( 21d)
Express delivery: TK 8,050 (10d)
Super Express delivery: TK 10,350 (2d)
3️⃣ e-Passport with 64 pages and 5 years validity:
Regular delivery: TK 6,325 (21d)
Express delivery: TK 8,625 (10d)
Super Express delivery: TK 12,075 (2d)
4️⃣ e-Passport with 64 pages and 10 years validity:
Regular delivery: TK 8,050 (21d)
Express delivery: TK 10,350 (10d)
Super Express delivery: TK 13,800(2d)
ঙ. কোন way তে পেইমেন্ট করতে চান সেটা উল্লেখ করে দিতে হবে। মোবাইল ব্যাংকিং বা সরাসরি ব্যাংকে পেমেন্ট করতে পারবেন।
চ. সব info ঠিক মত দেয়ার পর সাবমিট করে দিবেন। সাবমিটের পর e-mail এ একটা confirmation মেইল আসবে। চেক করে নিতে পারেন
ছ. Application form টা download করে রাখুন।
২য় ধাপঃ (schedule selection)
ক. Application Submit এরপর schedule select করতে হবে (ঢাকার ভিতর যারা তাদের জন্যে)
খ. অন্য বিভাগ/ জেলাতে আপনার মন মত যে কোনো দিনে গিয়ে পাসপোর্ট অফিসে ডকুমেন্টস জমা দিয়ে আসতে পারবেন ।।
৩য় ধাপঃ (পেমেন্ট)
ক. নির্ধারিত যে কোনো ব্যাংকে গিয়ে টাকা পরিশোধ করে দিলেই হবে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিলেও হবে।
খ. ব্যাংকে আপনার নাম চাইবে শুধু। passport এ দেয়া হুবহু নামটা দিবেন। কিছু কিছু ক্ষেত্রে NID এবং Application এর কপি দেখতে চায়। তাই এক কপি করে নিয়ে যাবেন।
গ. টাকা জমা দেয়ার পর আপনাকে রিসিট/ payment slip দিবে সেটা যত্ন করে রাখবেন।
৪র্থ ধাপঃ (পার্সপোর্ট এপ্লিকেশন জমা এবং appointment)
ক. নিচের ডকুমেন্টগুলো নিয়ে যাবেনঃ
• E-passport online portal form (1 page)
• ই-পার্সপোর্ট আবেদন ফর্মের প্রিন্টেড কপি (৩ পেজ)
• Appointment/ Order slip কপি (ঢাকার ভিতরে)
• মূল NID এবং NID এর ফটোকপি।
• ব্যাংকে টাকা জমা দেয়ার রিসিট/Payment slip
• কোনো সাদা/হালকা রঙের জামা পরবেন না
• SSC/ HSC Certificate photocopy
• নাগরিকত্ব সার্টিফিকেট
• পাসপোর্ট সাইজের ছবি
খ. আগারগাও RPO এর জন্যঃ
• ৩০৮ নং কক্ষে যাবেন, উপর্যক্ত কাগজ গুলো নিয়ে, application form দেখে সেখান থেকে একটা সিল এবং সিরিয়াল লিখে দিবে।
• ৪০১ নং কক্ষে ৩০৮ এ দেয়া সিরিইয়াল মত আপনাকে প্রবেশ করানো হবে। এই কক্ষে আপনার ডকুমেন্ট সব ঠিক আছে কিনা চেক করা হবে। application online এ সাবমিটে কোনো ভুল হয়ে থাকলে এখানে বলে নিবেন। তারা মার্ক করে দিবে আপনার ফর্মে। চেক শেষে তারা একটা সিল এখন সাইন করে দিবে।
• ৪০৩ নং কক্ষ পুরুষ, ৪০৪/৪০৫ নং কক্ষ মহিলা ও শিশুদের বায়োমেট্রিক করানো কক্ষ। ৪০১ নং কক্ষ থেকে সিল নেয়ার পর। এই কক্ষে আপনার ডিকুমেন্ট রিচেক করা হবে, ডকুমেন্ট স্কান করা হবে এবং কোনো সংশোধন থাকলে সংশোধ করা হবে।
- ২ হাতের ১০ আঙ্গুলের ছাপ
- চোখ স্ক্যান
- ডিজিটাল স্বাক্ষর নেয়া হবে
• কাজ শেষ হলে Delivery Slip দিয়ে দিবে।
৫ম ধাপঃ (পুলিশ ভ্যারিফিকেশন):
ক. পুলিশ বাসায়ও আসতে পারে থানায়ও ডাকতে পারে
খ. থানায় ডাকলে থানায় কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে।
গ. ডকুমেন্ট যা সাথে নিয়ে যাবেনঃ
• NID copy
• Student ID Copy (যদি থাকে)
• SSC Certificate
• Father’s NID copy
• Mother’s NID copy
ঘ. পুলিশ সম্ভবত চা নাস্তার জন্য ৫০০-১০০০ নিতে পারে। আবার পরিচিত হলে লাগেও না!!
৬ষ্ঠ ধাপঃ (পাসপোর্ট ডেলিভারি)
ক. Police verification এর কিছু দিন পর (৪-৬ দিন) Application Status, Enrollment pending Approval থেকে Enrollment Approved হবে। এবং পাসপোর্টের তৈরির কাজ শুরু হবে।
খ. Enrollment Approved status এর কিছু দিন পর (২-৩দিন) status হবে Passport Shipped
গ. Passport Shipped এর ১/২ দিন পর SMS, email এবং status হবে ePassport is ready for issuance তখন পার্সপোট আনতে পাসপোর্ট অফিসে যেতে হবে।।
ঘ. সাথে delivery slip এবং NID এর কপি নিয়ে যাবেন।
ঙ. ঢাকায় হলে ৩০১ নং কক্ষের ডান পাশে আপনার delivery slip দিয়ে সিরিয়াল নিবেন।
চ.. আপনার সিরিয়াল আসলে ৩০১নং কক্ষের বাম পাশে স্বাক্ষর আর ফিঙ্গার স্ক্যান দিয়ে e-Passport নিয়ে আসবেন।
এই গেলো পুরো প্রসেস। এই পুরো প্রসেসের সময় আপনি আপনার passport process এর অবস্থা দেখতে পাবেন আপনার account এ login করে/ website এর Check Status থেকে Status গুলো যথাক্রমে এবং কোনটা কখন হয়।
উপদেশঃ
1️⃣. দালাল থেকে দূরে থাকুন।
2️⃣. কিছু জানার থাকলে হয় help desk এ জিজ্ঞাস করুন, নয় আশেপাশে মানুষকে জিজ্ঞাস করুন। কারো সাথে আপনার শত্রুতা নেই যে ভুল তথ্য দিবে। খামাখা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকা অফিসারদের বিরক্ত করবেন না।।
3️⃣. পারমানেন্ট আড্রেস ঠিক মত দিবেন।
4️⃣. যা যা ডকুমেন্ট দরকার সাথে রাখবেন।
5️⃣. সময় হিসাব করবেন application RPO তে জমা দেয়ার পর থেকে।
(এখানে শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য যাদের NID আছে । অপ্রাপ্ত বয়স্কদের আই মিন যাদের NID নেই তাদের E-passport করা যাবে Birth Certificate + বাবা মায়ের NID দিয়ে। ( ধন্যবাদ)
(সংগৃহিত+ বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রণ)
কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বা ইনবক্সে নক দিতে পারেন।
Sajal the unique Travellers@followers
মেট্রোরেলে মতিঝিল যেতে বিভিন্ন স্টেশন থেকে যত ভাড়া
উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ১০০ টাকা; উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৯০ টাকা; পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৮০ টাকা; মিরপুর-১১ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৭০ টাকা; মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৬০ টাকা; শেওড়াপাড়া ও আগারগাঁ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৫০ টাকা; ফার্মগেট স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং সচিবালয় স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ২০ টাকা।একই পরিমাণ ভাড়া উভয় দিকে চলাচলের জন্য প্রযোজ্য।
অন্যদিকে, মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট ৩০ টাকা ও কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে ৪০ টাকা। মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাড়া ৫০ টাকা। মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনে যেতে ৬০ টাকা লাগবে।
ফার্মগেট স্টেশন থেকে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে একই ভাড়া দিয়ে যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত। আর ফার্মগেট থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা।
মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কত নাটকীয়তা হলো। সবকিছুর জবাব দিয়ে দিলেন একটি বিশ্বকাপে। বারবার প্রমাণ করলেন যে মাহমুদুল্লাহ ছাড়া বাংলাদেশ টিমের কোন অস্তিত্ব নেই। সঠিক নেতৃত্ব যদি পেতো এবং মাহমুদুল্লাহর মত আরো অনেক প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ জয় করতে পারতো। কিন্তু আফসোস আমরা এরকম এক জাতি ক্ষমতা ছাড়তে চাই না কেউ।
সেলুট বস মাহমুদুল্লাহ রিয়াদ
আলহামদুলিল্লাহ সৌদি আরবে আজ থেকে ভিসা ছাড়া ৪ দিনে জন্য আসতে পারবে বাংলাদেশি পাসপোর্ট ও শুধু সৌদি এয়ারলাইন্স ফ্লাইট করে আসতে হবে সৌদি ফ্লাইট বাংলাদেশের বিমান থেকে অনেকে কমে পাওয়া যায় আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত গরিব সবাই ওমরা পালন করতে পারবে বেশি হলে ৬০,৭০ হাজার করচ হবে যে Sajal the unique Travellers followers Arabia
৯০০ কোটি টাকার লোভে পড়েছে ওরা!!এতে হিতাহিত কাণ্ডজ্ঞান হারিয়েছে। জরুরী মিটিং 900 কোটি টাকার ভাগাভাগি নিয়ে টিকেট খেলা যা মন চায় তা হোক ওটা আমাদের দেখার বিষয় না আমাদের ভাবমন্ড ঠিক থাকলেই হচ্ছে
হে আমি এটাই করি।
আলহামদুলিল্লাহ❤️
📍ঐতিহ্যবাহী নৌকা বাইচ ২০২৩ ঢাকা টঙ্গী গাজীপুর
টঙ্গী তুরাগ নদী😊
সঠিক সিদ্ধান্ত💖 লোকাল বাসের দরকার নেই বিআরটিসির সংখ্যা বাড়িয়ে দিলে হবে❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Address
Tongi
1711
Dhaka
Tongi, 1230
ছোট ছোট বিষয়ের ওপর বিশ্বাস রাখা উচিত কারণ এর উপরেই মানুষের শক্তি নির্ভর করে। যাই হোক নতুন পেজ...
Dhaka Tongi Gazipur
Tongi
Always do good, and you’ll see the good, not just in things around you, but also in everyone and y