Md Morchalin Sheikh limon
সবক'টা জানালা খুলে দাও,
আমি গাইবো বিজয়ের গান 🥰
শহীদের স্মৃতিচারনে ওয়েসিস স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা!!!...
নতুন প্রাইভেট ব্যাচ শুরু হয়েছে, অনলাইন ও অফলাইনে আসন সংখ্যা ৯ জন। গনিত- ৩য় থেকে ৮ম শ্রেনী পর্যন্ত। পদার্থ, রসায়ন নবম-দশম শ্রেনীর জন্য এবং একাদশ - দ্বাদশ শ্রেনীর জন্য পদার্থবিজ্ঞান। ৩য় থেকে পঞ্চম শ্রেনীর জন্য সকল সাবজেক্ট পড়ানো হবে।
স্থানঃ ভাদাইল।
যোগাযোগঃ 01797-855746
যোগ্যতাঃ
অনার্স ২য় বর্ষ
বিভাগঃ পদার্থবিজ্ঞান
সরকারি দেবেন্দ্র কলেজ।
জানুয়ারি থেকে নতুন বছরে ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনী সকল সাবজেক্ট এবং নবম - দশম শ্রেনীর পদার্থ, রসায়ন , জীব বিজ্ঞান ও HSC দের জন্য শুধু পদার্থ বিষয়ের প্রাইভেট ব্যাচ শুরু করছি, প্রয়োজনে,
মোবাইলঃ ০১৭৯৭৮৫৫৭৪৬.
রমজান মুবারক
অমর একুশে
ঘুমাও ঘুমাও ভাইরা মােদের
ঘুমাও মাটির ঘরে,
তােমাদের কথা লিখিয়াছি মােরা।
রক্তে আখর গড়ে।
█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█
চলতি বছরের এসএসসি-এইচএসসি ও সমমানে প্রতিটি বিষয়ের পরীক্ষার পূর্ণমান হবে ৫০ নম্বর। প্রতিটি বিষয়ের পরীক্ষা আলাদাভাবে গ্রহণ করতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের নম্বর বণ্টনের ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে এমসিকিউ অংশে ২০ নম্বরে এবং লিখিত অংশের ৩০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে দুই পাবলিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে লিখিত অংশের ছয়টি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি উত্তর দিতে হবে। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা নেই সেগুলোর লিখিত অংশে ১১টি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন বিষয়ে লিখিত অংশে আটটি প্রশ্নের মধ্যে যে কোনো দুইটির উত্তর দিতে হবে। এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট কার্যক্রমের ওপরও গুরুত্ব আরোপ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের সভায়।
♦️ এসএসসিতে ইসলাম শিক্ষা এবং আইসিটি বাদ দেয়া হয়েছে এবং এইচএসসিতে শুধু মাত্র আইসিটি বাদ দেয়া হয়েছে।
♦️তিন ঘণ্টার পরিবর্তে নেওয়া হবে দেড় ঘণ্টায়।♦️এসএসসির পরীক্ষা শুরু হবে ১৯ মে, বৃহস্পতিবার। আর শেষ হবে ৯ জুন, বৃহস্পতিবার।
♦️এইচএসসি পরীক্ষা শুরু হবে ১৮ জুলাই, সোমবার।
৩১ আগস্ট, বুধবার এই পরীক্ষা শেষ হবে।
এসএসসি রসায়ন।
পঞ্চম অধ্যায়ঃ রাসায়নিক বন্ধন।
পেজ নাম্বার ৩,৪।
রসায়ন,পদার্থ বিষয়ে, কোন প্রবলেম থাকলে ইনবক্স করতে পাড়ো অথবা কমেন্ট জানাতে পারো,,
রসায়ন ৫ম অধ্যায়ঃ রাসায়নিক বন্ধন।
শ্রেনী নবম-দশম
বিজ্ঞান বিভাগের কোন সাজেশন কিংবা কোন হেল্প লাগলে আমাকে জানাতে পারো!!.
একজন বিসিএস (BCS) দিয়ে ফরেন ক্যাডার হলো। সে ভাবতেছে, "সে সবার থেকে ভালো করেছে।" অথচ আরেক জন BUET থেকে পাশ করলো। তাকে জিজ্ঞেস করলাম বিসিএস দিবে কিনা। সে উড়িয়ে দিল। বললো, "বিসিএসই যদি দিতে হয় এতো কষ্ট করে Engineering পড়লাম কেন?" তার কাছে বিসিএস এর মূল্যই নেই!!
আরেক জন জজ হয়েছেন। সে ভাবছে, "আমিই পৃথিবীর সেরা জব হোল্ডার। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যদি মামলা হয়, তবে আমার কোর্টে আমাকে স্যার বলতে হবে" । অথচ কিছুদিন আগে আমার পরিচিত একজন জজ হয়েছিলেন। জয়েন করার কিছুদিন পরই চাকুরি ছেড়ে দিলেন। তারপর তিনি টিচার হলেন। তিনি ভেবেছেন নিজে জজ হওয়ার থেকে জজ বানানোটা বেশি সম্মানের। বর্তমানে তিনি জজ নিয়োগের ভাইবাবোর্ডে থাকেন।
আবার আরেকজন ব্যবসায়ী। সে ভাবছে, "চাকুরিজীবীরা হচ্ছে চাকর। এ জাতীয় পেশায় স্বাধীনতা নেই । অপরদিকে আমার পেশায় চাইলেই ছুটি কাটানো সম্ভব। সেই দিক দিয়ে আমার পেশাই সেরা। দেশের অর্থনীতিতে আমাদের অবদানই বেশি। আমাদের কাউকে স্যার বলতে হয়না। তাছাড়া ব্যবয়ায়ীদের সন্তানেরা যতটা স্বাচ্ছন্দ্য পায়,অন্য প্রফেশনালিস্টরা তা চিন্তাও করতে পারেনা। তাই আমাদের প্রফেশনই সেরা।"
সবশেষে আসলে সেরা কে?
কয়েক বছর আগে একদিন আমার এক প্রফেসরকে জিজ্ঞেস করেছিলাম," স্যার, ক্যাডারদের মধ্যে কোন ক্যাডার হওয়াটা বেশি সম্মানের?" স্যার বললেন," সম্মান যে কার বেশি এটা বলা খুব মুশকিল। পদমর্যাদার দিকে একজন সচিব একজন ডাক্তারের থেকে উপরে। আবার ঐ সচিবের ছেলেটা যখন ইন্টার পাশ করে সচিবও চায় তার ছেলে যেন ডাক্তারিতে চান্স পায়।"
আসল কথা হচ্ছে, এক পেশার সাথে অন্য পেশার কখনও তুলনা করতে নেই। পৃথিবীতে প্রত্যেকটা সৎ পেশা সম্মানের। যাদের মূলত সুশিক্ষার অভাব ও মানবিক মূল্যবোধের অভাব রয়েছে তারাই তুলনা করে। তারাই বিতর্ক করে, "আপেল ভালো, নাকি কমলা? সাগর, নাকি পাহাড়? গাড়িতে চড়া উচ্চ মানের, না প্লেনে-ইত্যাদি"।।
(সংগৃহিত)
30-12-2021 এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ পাবে!!🥰 তোমরা তোমাদের রেজাল্ট কমেন্টে জানিয়ে দিবা! যদি রেজাল্ট বের করতে না পারো সেক্ষেত্রে তোমাদের এক্সামের রোল নাম্বারঃ রেজিষ্ট্রেশন নাম্বারঃ কমেন্ট বক্সে জানিয়ে দিও!
তোমাদের সকলের জন্য শুভ কামনা রইলো!!
HSC পরীক্ষার্থীদের জন্য
এইচএসসি সকল পরীক্ষার্থীদেরকে কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে শুভকামনা রইলো🥰
তোমরা তোমাদের পরীক্ষা ভালোভাবে সম্পুর্ন করো এই দোয়াই করি! আল্লাহ তোমাদের সু ভাগ্য দান করুন, সফল হও! তোমরা তোমাদের জীবনকে গড়িয়ে তুলে পৌঁছে যাও উন্নত থেকে উন্নততর শিখরে🥰
S.S.C পরিক্ষার্থী থাকলে কমেন্টে জানাও তোমাদের জন্য সব সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে!
Students of all public and private universities will be inoculated against Covid-19 by September and the universities will start in-person classes from October 15, a meeting of the ministries and stakeholders concerned decided yesterday.
আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে চলতি বছরের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময়। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান হতে এসএমএস পাঠানোর সময় ৩১ আগস্ট এবং এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
এতে বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের ফরম পূরণ ব্যর্থ হলে সেই প্রতিষ্ঠান প্রধানকে তা বহন করতে হবে। এছাড়া ঢাকার আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
চাষাদের মুটেদের মজুরের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
ছোটদের বড়দের সকলের
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, দেশ মাতা এক সকলের।
লাঙলের সাথে আজ চাকা ঘুরে এক তালে
এক হয়ে মিশে গেছি আমারা সে যে কোন প্রাণে।।
মন্দির, মসজিদ, গীর্জার আবাহনে।।
বাণী শুনি একই সুরের।
চাষাদের মজুরের ফকিরের
ফকিরের নিঃস্বের গরিবের
আমার এ দেশ, সব মানুষের, সব মানুষের।
বড়দের ছোটদের সকলের
আমার এ দেশ সব মানুষের।