Sheikh Kamal Uddin

Sheikh Kamal Uddin

Assistant professor and Journalist.

03/04/2023

2nd Ramadan Abbazan, 1st Ramadan maternal funeral, 2nd April Ammazan and 26th April funeral of Reverend Ustad Allama Ghulam Haqqani (RA). Times of losing loved ones come very close. When my mother was sick, she was under treatment at Dhaka Comfort Hospital. I told my mother one day while under treatment, I will go home. The other two brothers will stay with you. Mamtamayee looked at my face and wanted to tell Shahadat with a forbidding finger - Baba ... and my father ... don't leave me in the hospital and go anywhere. Can't speak, can't move by myself, can't eat food by mouth, I am a stupid child today, just as you were born in my womb and could not do anything as a newborn child, I could not be away from you even for a moment. Today you remember that sad scene at the end of my life. Baba...sit beside me.
Mother's eyes are dripping with tears....we are all shocked. Our hearts are broken by mother's desire. O Allah! Please heal our mother. Remove the mother's pain. Ma...ma-go...o..ma..I won't leave you anywhere, I will take you home when I have to go. When I got better, I went home with my mother. bedridden mother Always ask my wife when I go out for work...
Mom - Where is my father Kamal?
- Answer says, Amma- has not returned home yet. Whenever I come home at night, I gently push the door. Amma loudly says Kamal is coming.. Open the door. Come on mom. Open the door quickly. There is no sleep in the mother's eyes until the child returns home. That dear mother is not alive among us today. Thirteen years ago, mother left us and passed away. The mother's honey face is floating in the eyes again and again. My mother is my heaven. I also have to go to my own address. As parents and relatives are gone. I pray to all and seek forgiveness from the One who created us, nurtures us with good sustenance and luxurious abode. Alhamdulillah.

19/02/2023

ঘুম ভাঙলে সকাল
না ভাঙলে পরকাল।

18/08/2022

কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মইনপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন সাহেবের পিতা ১৮/০৮/২০২২, বৃহস্পতিবার বিকেল ৬টায় ইন্তিকাল করেন। ইন্না... রাজিউন। শুক্রবার বাদ জুমআ পানিয়ারূপ গ্রামে নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।

17/08/2022

চলুন, একটা চারাগাছ
রোপণ করি। যে গাছ বড়
হলে ছায়া দেবে, ফল দেবে
দেবে শান্তির নি:শ্বাস।

চলুন, এটাকে যতন করি।
যে গাছ শেষকালে
সেবা দেবে, সুখ দেবে বলে
বিশ্বাস।

তার যদি হয় ব্যত্যয়
কষ্ট নেবে না মনে
আল্লাহকে মনে রেখো
প্রতি ক্ষণে ক্ষণে

তাতো হবে বেশ
খোঁজ রাখে সন্তানে
প্রভুর কাছে হাত বাড়াবে
অতি সঙ্গোপনে।

25/07/2022

আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র) আদরের শিশু সন্তান জাররার সাঈদীর তিলাওয়াত শুনছেন। উপভোগ করছেন হাজার হাজার কুরআন প্রেমী মুসল্লিয়ানে কিরাম।

কতদিন ধরে মায়াভরা ধমক শুনি না।

শুনি না দ্বীন প্রতিষ্ঠায় ঘুমন্ত জাতিকে জাগ্রত করার যাদুকরী বাণী।
ভরা গলায় চিৎকার করে শুনতে পাইনা সালাত কায়েমের অমীয় বাণী।
তরুণ সমাজের সমাদৃত নেতা আর কখনো ডাকবে না দরাজ কন্ঠে।
মনে পড়ে অতীতের অনেক স্মৃতি।
আল্লাহর রাজ কায়েমে আপনার দিক নির্দেশনা খুব তাড়া করে।
সুখে-দুঃখে আপনার সাথেই ছিলাম ছায়ার মতো।
আপনি নিশ্চয়ই উপলব্ধি করেছেন।
সর্বশেষ চিকিৎসার জন্য আড়াইবাড়ী থেকে যাবার আগে মাদরাসা অফিস থেকে সবার সাথে দেখা করে বাড়ীতে যেতে যেতে মাদরাসা কামিল এমপিওভূক্তির ব্যাপারে আইনমন্ত্রী মহোদয়ের আশ্বাসের কথা শুনিয়েছিলেন। মন্ত্রী মহোদয় কথা রেখেছেন।
আপনার দাদা, বাবা, আপনি আর এর সফলতার অংশীদারদের আল্লাহ পূর্ণ প্রতিদান নসিব করুন।
সেদিন আপনার বাড়ীর ভিতরের দরজায় দাঁড়িয়ে বলেছিলেন-
" কামাল, জীবনে কোন বন্ধু হিসেবে গ্রহণ
করে থাকলে সে ব্যক্তিটা তুমি। ক্ষমা করো
কামাল। দোয়া করো।"
আমি অশ্রুধারা মুছতে মুছতে আপনার দু'হাত জরিয়ে ধরে ভাঙ্গা গলায় বলেছিলাম,
হুজুর, আপনার কাছে আমি অনেক ঋণী।
আমাকে মাফ করবেন।
এটি ছিলো আপনার সাথে আমার জীবনের শেষ কথা। আর কোনদিন কথা বলার সুযোগ হয়নি। এমনভাবে কোনদিন কথা হবে না, এমনটিতো জানা ছিলো না। সেই আফসোস আমার অন্তরে ভীষন আঘাত হানে।
আমি খুব কষ্ট পাই।
কষ্ট লাগে।
কি যে কষ্ট!
আপনার স্নেহের প্রতিদান কিভাবে দেবো?
ব্যথাতুর হৃদয় আজ ক্ষত-বিক্ষত।
আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন।

Photos from Sheikh Kamal Uddin's post 26/04/2022

২০০৯ সালের এদিনে আমাদের প্রাণের স্পন্দন আড়াইবাড়ী দরবার শরীফের প্রাণপুরুষ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র)এর দুনিয়ার সফর সমাপ্ত হয়েছিল।

তিনি তাঁর সুযোগ্য পিতা আল্লামা আবু সাঈদ আসগর আহমাদ আলক্বাদেরী (র)এর দ্বীনী স্বপ্ন বাস্তবায়নে পূর্ণ চেষ্টা করেছিলেন। আল্লাহ তাঁর সকল নেক কর্ম কবুল করুন।

অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আল্লামা গোলাম হাক্কানী (র) এর রেখে যাওয়া দ্বীনী কাজ ও প্রতিষ্ঠানের আন্তরিকতার সহিত যোগানদাতা আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (র)কে।

তিনি তাঁর দাদা ও পিতার পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে জীবন উৎসর্গ করেছিলেন।

তিনি পিতার মতই জাগতিক লোভ লালসা পরিত্যাগ করে এই দরবার ও সকল প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনার কাজ যথাযথভাব পালন করেছেন।

আমরা তাঁদের পূণ্যময় কর্মের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলার সাহায্য কামনা করি।

তাঁদের উত্তরসূরীদের কুরআন-সুন্নাহর অনুসরণে দরবার পরিচালনায় সুব্যবস্থা করুন। এই দ্বীনী শিক্ষাঙ্গনসমূহ ক্বিয়ামত পর্যন্ত জারী রাখুন। আমাদেরকে আল্লাহ ক্ষমা করুন।
আল্লাহ তাঁদের প্রতি দয়াশীল হউন। আমিন।

শাহছুফি মাওলানা মোহাম্মদ আবদুশ্ শুকুর (র.) 03/03/2022

শাহছুফি মাওলানা মোহাম্মদ আবদুশ্ শুকুর (র.) শেখ মো. কামাল উদ্দিন :জ্ঞানের আলো বিকশিত করে এ সমাজে ইসলাম কায়েম করার ইচ্ছায় অনেক দ্বীনদার ব্যক্তিগণ নিজের সন্তান....

Photos from Sheikh Kamal Uddin's post 03/10/2021

দাখিল ও আলিম পরীক্ষা ২০২১ এর সময়সূচী।

29/07/2021

সরকারি আদর্শ মহাবিদ্যালয়, সৈয়দাবাদ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া'র সাবেক ভিপি, ঘোলখার শেখ বাড়ির হারানো কৃতি সন্তান শেখ মোশাররফ হোসেন মারুফ ভাইয়ের ১ম মৃত্যু বার্ষিকী। আল্লাহ ভাইজানকে জান্নাত দান করুন।

23/06/2020

সকাল সন্ধ্যা ১০ বার পাঠ করুন।

19/06/2020

নিখাদ স্নেহভরে যারা
লালন করেছে,
তারা আজ পরপারে
পারি জমিয়েছে।

বিপদ সংকুল সময়ে
মনে পড়িতেছে,
তাদের কথা আজ
খুব মনে পড়িতেছে।

Telephone

Website