তরুকল্প - Torukalpo
An visual exploration of our discovery of the laws of nature and coordinates in space & time .
“সুতরাং যে আল্লাহকে পায়”সে কি হারিয়েছে?
Ten Less known Facts About
1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.
2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.
3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.
4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.
5. Global Presence: BMW is a global automotive Company
6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.
7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.
8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.
9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.
10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons
Ten Unknown Facts About
1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.
2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.
3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and hybrid powertrains.
4. Performance and Motorsport Heritage: BMW has a strong heritage in motorsport, particularly in touring car and Formula 1 racing. The brand's M division produces high-performance variants of their regular models, known for their precision engineering and exhilarating driving dynamics.
5. Global Presence: BMW is a global automotive Company
6. Luxury and Design: BMW is synonymous with luxury and distinctive design, crafting vehicles that blend elegance with cutting-edge technology and comfort.
7. Sustainable Practices: BMW has committed to sustainability, incorporating eco-friendly materials and manufacturing processes into its vehicles, as well as advancing electric vehicle technology with models like the BMW i4 and iX.
8. Global Manufacturing: BMW operates numerous production facilities worldwide, including in Germany, the United States, China, and other countries, ensuring a global reach and localized production.
9. Brand Portfolio: In addition to its renowned BMW brand, the company also owns MINI and Rolls-Royce, catering to a diverse range of automotive tastes and luxury segments.
10. Cultural Impact: BMW's vehicles often become cultural icons, featured in viralvideo
All business start from....
রিজিক নিয়ে এতো সুন্দর কথা এর আগে হয়তো কখনো পড়েন নি—
#রিজিক :
রিজিকের সর্বনিম্ন স্তর : ‘টাকা, সম্পদ।’
সর্বোচ্চ স্তর : ‘শারীরিক ও মানসিক সুস্থতা।’
সর্বোত্তম স্তর : “পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান।”
পরিপূর্ণ স্তর : ‘মহান আল্লাহর সন্তুষ্টি।’
রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি।
আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না।
ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্ তায়ালা নিয়েছেন।
আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার।
যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি আয় করেই আমি মারা যাবো, হারাম উপায়ে হলেও ওই ১ কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
আমি যেই ফলটি আজকে দেশে বসে খাচ্ছি, সেটা হয়ত বিদেশ থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।
আলহামদুলিল্লাহ্...
কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।
আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কুল আছি, কতটুকু ভরসা করে আছি।
আল্লাহ তা'আলা বলেন :
“দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।”
—(সুরা হুদ : আয়াত ৬)
“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না।”
—(সুরা ত্বালাক : আয়াত ২-৩)
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে সঠিক পথে রিজিক তালাশের তৌফিক দান করুন। আমীন।
লেখাটি—(সংগৃহীত)
New Arrival 🤍
& Eid Special Offer‼️
✨ঈদের আয়োজনে✨
🌿এবার নিয়ে আসলাম কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ের সুন্দর খাদি পাঞ্জাবী।
কুমিল্লার সেই আদিমযুগের ঐতিহ্য মূলত এই খাদি৷ হয়তো আধুনিকতার ধারায় নিত্যনতুন রূপে বিভিন্নরকম খাদির উৎপত্তি হয়ে আসছে,ভবিষ্যতে হয়তো খাদি আরো অনেক নতুন রুপ নিয়ে আসবে৷
☘️ খাদি কাপড় মূলত তিনটি পদ্ধতিতে তৈরী হয় এবং তৈরি পদ্ধতির উপর নির্ভর করে কাপড়টি মোটা হবে নাকি পাতলা হবে।
🍁 খাদির কাপড় তৈরির পদ্ধতি নিম্নরূপঃ-
🌻 পাওয়ারলুম ( একবারে পাতলা কাপড়)
🎀 হ্যান্ডালুম (কিছুটা মোটা কাপড়)
🌺 হ্যান্ডস্পান (ভারী কাপড়)
🍁আপনার পছন্দের পাঞ্জাবীটি অর্ডার করতে কমেন্টে অথবা ইনবক্স জানান।
🍁পাইকারী এবং খুচরা বিক্রয় করা হয়৷
আস্সালামুআলেইকুম। ❤️
বছর ঘুরে আবারও পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে এবার নিয়ে এসেছি কুমিল্লার ঐতিহ্যবাহী অরিজিনাল খাদি ও বাটিক পাঞ্জাবী৷
কাপড়ের গুনগত মান ও পরিধানে অত্যন্ত আরামদায়ক বলে দেশব্যাপী খাদি পাঞ্জাবীর রয়েছে ব্যাপক চাহিদা। আর তাই দেরী না করে সুলভ মুল্যে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের পাঞ্জাবী টি।
★ মুল্য জানতে কিংবা অর্ডার করতে কমেন্ট অথবা ইনবক্স করুন। 🌼
ছোট একটি চুলাতে ইলিশ ভাজা হচ্ছে। পাশেই ইলিশভর্তি বাক্স। মাইকিং করে ক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে। সেই মাছ ভাজাকে কেন্দ্র করে পথচারীরা ঘিরে ধরেছেন। ফুটপাতে এভাবেই ইলিশ মাছ বিক্রি করছেন ভ্রাম্যমাণ এক বিক্রেতা।
বিক্রি করা আগে কেউ নিতে চাইলে আগে তাকে এক পিস ভেঁজে খেতে দিচ্ছে। খেয়ে ভালো লাগলে বেশি পরিমানে নিচ্ছে সেই ব্যক্তি। "এটা একটা ইনোভেশন। বলতে পারেন ব্যবসায়ীক বুদ্ধি"
এতে ক্রেতাদেরও লাভ হচ্ছে কিভাবে বলেন তো?
যারা একটা পুরো মাছ কিনে নিয়ে পরিবারকে খাওয়াতে পারছেনা তারা খুব সহজেই কয়েক টুকরো মাছ নিয়ে পরিবারকে খুশি করতে পারবে❤️❤️
এটা থেকে অনেক কিছুই শিখার আছে আমাদের, ব্যবসা করতে এসে অনেক সমস্যার আসতে পারে তবে হতাস না হয়ে সহজ করে ভাবুন ব্যবসায়ীক কায়দায় ভাবুন সমাধান পেয়ে যাবেন ❤️❤️
#সংগৃহীত পোস্ট
দেরীতে পরিপুর্নতা অর্জনের চাইতে, ক্রমাগত উন্নতি অনেক ভালো।
--মার্ক টোয়েন
🌼সম্পুর্ণ নতুন কালেকশন।
🌼১০০% কটন ফেব্রিক
🌼বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ইনবক্স করুন।
আলহামদুলিল্লাহ! ❤️
1.0k Organic likes! 💥✌🏻
✨
শীতল আবহাওয়ায় নিজেকে আরও ফ্যাশনেবল করে তুলুন নতুন সব এক্সক্লুসিভ উইন্টার কালেকশনে।
👉এক্সপোর্ট হুডি (গার্মেন্টস কটন)
👉 উইন্টার স্পেশাল সুয়েট টিশার্ট
!
৩ টি বা তার অধিক প্রোডাক্ট একসাথে নিলে - দেশের যে কোন জায়গায় ডেলিভারী চার্জ একদম ফ্রী । ✨
(ASIAN)
M - Length 28" Chest 38"
L - Length 29" Chest 40"
XL - Length 30" Chest 42"
!
🙏🏻 দয়া করে Inbox করবেন 🥰
সতর্কতামূলক পোস্ট!!!
আজকাল ঢাকা সহো দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ 'ডেভিলস ব্রেথ' বা 'শয়তানের শ্বাস' বা স্কোপোলামিন (Scopolamine)।
ছিনতাইকারী, পকেটমার ও মলম পার্টির পর বাজারে নতুন এসেছে 'ডেভিলস ব্রেথ' (Devil’s Breath) বা 'শয়তানের শ্বাস' নামে পরিচিত স্কোপোলামিন নামক ড্রাগ। যা ব্যবহার করে যাত্রী ও পথচারীদের সর্বস্ব লুটে নেয় এক চতুর পার্টি।
ঘটনা-১
রাস্তায় হাটছিলেন রহমান সাহেব, হঠাৎ খুব পরিচিত ভঙ্গিতে একজন ডাক দিল। যেন রহমান সাহেব কে চিনে ভাল করে! রহমান সাহেব কিছুটা দ্বিধাগ্রস্ত! পরে লোকটা জাস্ট হ্যান্ডশেক করল, এরপর বেশ কিছু সময় গল্প করল। এরপর উনাকে বলল "ভাই, মানিব্যাগ আর মোবাইলটা দিয়ে দিন'। রহমান সাহেব বিনাবাক্যে এবং বিনাদ্বিধায় পকেট থেকে বের করে পুরো মাসের বেতন সহ মোবাইল দিয়ে দিলেন। কেন দিলেন উনি নিজেই জানেন না! উনি এখনো মোহগ্রস্ত!
ঘটনা-২
রাস্তায় একটা লোক এক্সকিউজ মি বলে নীলা কে ডাক দিল, নীলা ঘুরে তাকাল। এরপর লোকটা জাস্ট মুখের উপর ফু দিল, বলল গাড়ীতে উঠ। নীলা গাড়ীতে উঠল, লোকটা তাকে একটা বাসায় নিয়ে গেল। এরপর কয়জন মিলে ওর সাথে শারিরীক সম্পর্ক করল! নীলা তেমন কোন উচ্চ বাচ্চ করে নি। এরপর ওকে জাস্ট রাস্তায় নামিয়ে দিয়ে গেল। নীলা আবছা আবছা মনে করতে পারে ওর সাথে কি হয়েছে, কিন্তু বাসার ঠিকানা বা লোকগুলোর চেহারা মনে করতে পারছে না। নীলার ঘোর এখনো কাটে নি সে শারিরীক বা মানসিক ভাবে বিধ্বস্ত।
• কীভাবে কাজ করে 'ডেভিল ব্রেথ' পার্টি?
স্কোপোলামিন মাদক ব্যাবহারের কারণে ছিনতাইকারীদের মতো ছুরি, চাকু বহন করা লাগে না এই পার্টির সদস্যদের। এমনকি পকেটমারদের মত ধরা পড়া বা গণপিটুনি খাওয়ার রিস্কও থাকে না তাদের। স্কোপোলামিনের ব্যবহার তাদেরকে এমন সব ঝুট-ঝামেলা থেকে মুক্তি দিয়ে শহরের সবচেয়ে সফল হাইজ্যাকারে পরিণত করেছে। প্রথমে এই পার্টির এক সদস্য তার টার্গেটেড লোকের কাছে যেয়ে একটি কাগজ বা মোবাইলের মেসেজ দেখিয়ে বলবে আন্টি/ভাই/আপু এই ঠিকানাটা কোথায়? কিংবা কোন এক রিকশাওয়ালা সদস্য একটি প্রেসক্রিপশন দেখিয়ে বলবে 'বাবা, এই প্রেসক্রিপশনের ওষুধের নামটা কী? কোথায় পাওয়া যাবে?'
মানবিক বোধ থেকে তাদের সাহায্য করতে গেলেন মানেই তাদের ফাঁদে পা দিলেন। এরা ইচ্ছা করেই কাগজে লেখা ছোট করে থাকে যাতে তাদের 'সম্ভাব্য মুরগী' মোবাইল বা কাগজটা নাক ও মুখের কাছাকাছি নিয়ে পড়তে বাধ্য হয়। তাদের দেওয়া কাগজ, ফোন বা অন্যকিছু আপনি নাক, চোখমুখের কাছাকাছি ধরার মাধ্যমে নিজে নিজেই স্কোপোলামিন গ্রহণ করে ফেলবেন। এরপর আপনি হয়ত ঠিকানা খুঁজতে যাবেন বা ঔষধের নাম, কিন্তু ততক্ষণে সব শেষ। আপনার মাথা ঝিমঝিম লাগবে এবং আপনি বুঝবেন না আপনি কী করছেন! আপনি নিজ থেকেই আপনার কাছে থাকা টাকাপয়সা, গহনা, মোবাইল সহ সব দিয়ে দিবেন আপনার সামনে থাকা ভয়ংকর 'ডেভিলস ব্রেথ' পার্টির সেই কুচক্রী সদস্যের হাতে।
এই পার্টি প্রধানত জুয়েলারি ও ব্যাংকের আশেপাশে ঘোরাফেরা করে এবং অবস্থাসম্পন্ন পথচারী নারীদের টার্গেট করে। এই ঘটনা অনেকেই ফেস করেছেন কিংবা ফেসবুকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছেন। যাদের উদ্দেশ্য খারাপ তারা ফেসবুক ইনস্তাগ্রাম সহো সব সোসাল মিডিয়ায় টার্গেট করে করে ছেলে/মেয়েদের ক্ষতি করছে। যেখানপ মেয়ে ভিক্টিমের সংখ্যাই সর্বোচ্চ। অনেকেই সর্বস্ব খুইয়েছেন। কয়েক মুহুর্তের মধ্যে 'চিন্তাশক্তি অকার্যকর হয়ে হিপনোটাইজড হওয়া এবং ভিকটিমের নিজ থেকেই সব দিয়ে দেওয়া' কীভাবে সম্ভব?
অনেকেই এটাকে কবিরাজি বা তাবিজ করাও ভাবতে পারেন। কিন্তু এটা মুলত একটি ভয়ংকর ও শক্তিশালী ড্রাগস।
এই পাউডার ভিকটিমের উপর খাবারের মাধ্যমে (চা,কফি,কোল্ড ড্রিংক্স বা অন্যান্য কিছু ভারী খাবার), হাচির দেবার ভান করে বা মুখের উপর ফু দিয়ে (যা বেশি করা হয়) অথবা হ্যান্ডশেকের সময় হাতে একটা পিন ফুটিয়ে প্রয়োগ করা হয়। এটা প্রথমে আক্রান্ত ব্যাক্তির মস্তিস্কের প্রাথমিক স্মৃতি বা ইনিশিয়াল স্টেইজ অব মেমোরিকে ব্লক করে দেয়। যার ফলে সে এ্যাটাকারকে ভালভাবে চিনতে পারে না। সেই সাথে ব্রেইনের Amigdale নামক অংশকে আক্রান্ত করে যা তার মস্তিস্কের চিন্তা করার অংশকে ব্লক করে দেয়! যার ফলে কিছু বোঝার আগেই মুহুর্তেই তার চিন্তা করার ক্ষমতা চলে যায়, এবং বাহির থেকে আক্রমন আসলে তার প্রতি যে স্বভাবগত প্রতিক্রিয়া দেখানোর কথা সেটা আর পারে না। ভিক্টিমের আচরন হয়ে যায় সাবমিসিভ, বা বশীভূত! তখন তাকে যে কমান্ড দেয়া হয় সে তাই মানে!
নাসা তাদের এ্যাস্ট্রোনাটদের উপর ০.৩৩ মিলিগ্রাম ইউজ করে, তাদের মোশন সিকনেস কাটানোর জন্য। আর যেকোন সাধারণ মানুষের উপর যদি এর ৫-৭ মিলিগ্রাম ইউজ করা হয় তবে সে হয়ে যাবে এমন হেল্পলেস জম্বি। তাকে দিয়ে যা ইচ্ছা করানো যাবে! আর যদি ১০ মিলিগ্রাম বা তার বেশি হয় তবে রোগী কোমায় চলে যাবে এবং সেখান থেকে মারা যেতে পারে।
তাই রাস্তাঘাট, জুয়েলারি, ব্যাংক, যেকোনো শপিং সেন্টার থেকে বের হবার সময় এই ঘটনাগুলো মনে রাখুন, সতর্ক থাকুন। সতর্ক থাকুন যখন আপনি রিক্সার যাত্রী তখনও!রাস্তায় কোন রিক্সাওয়ালা, অপরিচিত লোক বা বৃদ্ধ বা কোন বোরখা, মাস্ক পড়া মহিলা এভাবে সাহায্য চাইলে সাবধানতার জন্য তাদের এরিয়ে যাওয়ার চেষ্ঠা করুন। টার্গেটে যেহেতু মেয়েদের সংখ্যাই বেশি তাই মেয়েরা সতর্ক থাকুন সেইসব কাছের, দুরের ছেলে বন্ধুদের থেকে যাদের ইনটেনশন এট্রাকটিভ। সবাইকে অন্ধ বিশ্বাস করা বাদদিন। ক্ষতি হবার পর আফসোস করার থেকে আগে সাবধান থাকা শ্রেয়। সন্ধার পর বাহিরে অপরিচিত কারো সাথে কথা না বলাই ভালো এমনকি কমপক্ষে ১-২ মিটার দুরুত্ব থেকে কথা বলুন।
বৈশ্বিক এয়ার ইনডেক্সের টপলিস্টে থাকা বসবাসের অযোগ্য দূষিত এই ধুলাময় শহরে ডাস্ট অ্যালার্জি, ফুসফুসের ক্ষতি, মলম পার্টি, ক্লোরোফর্ম ও ডেভিলস ব্রেথ পার্টিসহ অজানা সব বিপদ থেকে রক্ষা পেতে "মাস্ক" ব্যবহার করুন। এর সুবিধা হলো মাস্ক পরা থাকলে এই সব দুষ্কৃতিকারীরা আপনাকে সহজে টার্গেট করবে না এবং টার্গেট করলেও মাস্ক আপনাকে ওয়ান স্টেপ প্রোটেকশন দিবে। এই রকম ভিক্টিম কেউ হলে তাকে পীর ফকির বাদ দিয়ে, সোজা ডাক্তারের কাছে নিয়ে যাবেন।
নিজেকেই সাবধান হতে হবে, নির্জন যায়গায় কেউ ডাকলে যাওয়া যাবে না। অপরিচিত কেউ বেশি ঘনিষ্ঠ বা পরিচিত আচরণ করলে তার পরিচয় জিজ্ঞেস করে শিওর হয়ে নিবেন এবং তার থেকে একটা নির্দিষ্ট দুরুত্ব বজায় রাখবেন। যার তার সাথে হ্যান্ডশেক করবেন না।
শেয়ার করুন। সতর্ক থাকুন। ভালো থাকুন৷
(Collected)
১৮৯৩ সালের সত্যি ঘটনা!
আমেরিকার এক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল
যার হেডলাইন ছিল এমনঃ
"A Bullet That Waited 20 Years To Find Its
revenge "
এবার আসল ঘটনায় আসি!
হেনরি নামের এক ছেলের সাথে এক আমেরিকান
মেয়ের গভীর প্রেম ছিল!
গভির প্রেম হলে যা হয় বিয়ে শাদি বাচ্চাকাচ্চা কেমন হবে কার নাম কি হবে সব আগে থেকেই প্ল্যান করে রেখেছে।
যে কোন কারনে হেনরি মেয়েটির সাথে ব্রেকাপ করে ফেলে।
মেয়ে টি অনেক কষ্ট পেয়ে আত্মহত্যা করে।
মেয়ের বড় ভাই বিষয় টি জানার পর অনেক কষ্ট পায় এবং সে চিন্তা করে আজকে সে হেনরি কে গুলি করে মেরে ফেলবে। যেই ভাবা সেই কাজ
সে হেনরির কাছে গেল এবং তাকে গুলি করল।
গুলি করে সে পালিয়ে গেল কিন্তু বোনের শোকে সে
নিজেও আত্নহত্যা করল।
কিন্তু হেনরি বেচে গিয়েছিল কারন গুলি তার কান ঘেষে তার পিছনের এক গাছে গিয়ে লেগেছিল।
সে নিজের মত বাচতে থাকল।
ঠিক বিশ বছর পরের ঘটনা ১৯১৩ সালে কোন কারনে তার পুরোনো ঘটনা টি মনে পড়ে যায় তাই সে চিন্তা করে যে গাছে তাকে গুলি করা বুলেট টি আটকে আছে সেই গাছ টি সে ডায়নামাইট দিয়ে উড়িয়ে ফেলবে এবং ২০ বছর আগের এই ঘটনার
কোন চিহ্ন সে রাখবেনা। যেই সে ডাইনামাইট ফিট
করল এবং ব্লাস্ট হল সেই ২০ বছর আগের বুলেট টি ছুটে এসে সোজা তার কপাল বরাবর গিয়ে লাগল এবং সে মারা গেল। এভাবে ঠিক ২০ বছর পর সে তার কৃতকর্মের ফল পেয়েছিল।
তাই কখনো কারো সাথে খারাপ করা থেকে বিরত থাকুন। কারন প্রকৃতির নিয়মে আপ্নি এর ফল পাবেন ই পাবেন আজ অথবা কাল।
যাইহোক, শীত চলে আসছে। এখন অনেকেই বিভিন্ন জায়গায় ট্যুর দিচ্ছেন। অনেকের ট্রাভেল ব্যাগের দরকার হয়। সাথে কিছু ল্যাপটপ ব্যাগও আছে।
নিতে চাইলে ইনবক্স করতে পারেন।
N E W A R R I V A L 💥
Get with 10% flat discount 😍
পূজা উপলক্ষে যে কোন শার্ট পাবেন ১০% ডিসকাউন্টে
এবং মাত্র ৯০ টাকায় সারাদেশে হোম ডেলিভারি চলবে। 💥
মধ্য বয়সী একটি মেয়ে কোন এক আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজার হিসাবে কাজ করত। তার কাজ ছিল, প্রতিদিন আইসক্রিম তৈরী এবং বিক্রির হিসাব রাখা।
একদিন কাজ শেষ হবার কিছু সময় আগে সে আইসক্রিম রাখার স্টোরেজ রুমে ঢুকল। যেটা মূলত কোল্ড স্টরেজ। তখন হুট করে বাইরে থেকে দরজাটি লক হয়ে যায়। সে অনেক চেষ্টা করলেও দরজাটা খোলা সম্ভব হয় নি। অনেক চিৎকার করেও কেন লাভ হয় নি। কারণ ততোক্ষণে অন্যান্য সব কর্মী কাজ শেষ করে বেরিয়ে গেছে।
আস্তে আস্তে সে ঠান্ডায় জমে যেতে লাগল। সে কাঁদছিলো কারণ সে জানে তার মৃত্যু আসন্ন এবং তার বাঁচার কোন সম্ভাবনাই নেই।
হঠাৎ বেশ অপ্রত্যাশিতভাবে একজন সিকিউরিটি গার্ড এসে দরজা খুললেন এবং তাকে অর্ধ হিম অবস্থায় সেখান থেকে তাকে মুক্ত করলেন। মেয়েটি কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞেস করলো, আপনার তো এখানে আসার কথা নয়। হঠাৎ কি মনে করে এমন সময় এখানে আসলেন?
গার্ড উত্তর দিলেন, আমি একটা দীর্ঘ সময় ধরে এ কম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ করছি। প্রায় ৩৫ বছর। কিন্তু আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা প্রতি সকালে আমাকে সালাম দিয়ে ঢুকেছে এবং সন্ধ্যায় বের হবার সময় সালাম দিয়ে বেরিয়েছে। বেশিরভাগ মানুষ এমন আচরণ করত যেন তারা আমাকে দেখতেই পায় না। কিন্তু আপনি ছিলেন সেই মানুষ যিনি প্রতিদিন আমাকে হাসিমুখে সালাম করতেন। এবং যথারীতি আজ সকালেও করেছেন।
কিন্তু আজ সন্ধ্যায় আমি আপনার কাছ থেকে সালাম শুনিনি। তার মানে আপনি এখনো বের হন নি। সেটা আমি বুঝতে পেরে আপনাকে খুঁজতে শুরু করি।
আমাদের জীবন খুবই ছোট। এই পৃথিবীতে কাউকে ছোট মনে করবেন না। সবাইকে যথাযত সম্মান দিয়ে কথা বলুন। জীবনের প্রয়োজনে কখন কাকে আপনার প্রয়োজন হবে সেটা বলা যায় না। বড় জব বা টাকা পয়সার মালিক হলেই কেউ বড় হয়ে যায় না। বিনয়, সামাজিকতা, সুশিক্ষা মানুষকে বড় করে তুলে। তাই সব সময় সবাইকে সম্মান দিন
নিশ্চয়ই আল্লাহ এর প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।
এখন একদম নতুন আর মাথা নষ্ট ডিজাইনের নিত্য দিনের প্রয়োজনীয় ব্যাগ গুলো দেখেন! এখানে আছে মিনি ব্যাগ, লার্জ ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, জিম ব্যাগ এবং বাইকে জন্য বাচ্চাদের সেফটি বেল্ট।