NFS Tech Solutions

NFS Tech Solutions

To create a world where all kinds of tech solutions have always been our goal.

12/12/2023

জুলুমকারীরা শীঘ্রই জানবে তাদের পরিণাম কি!!

11/12/2023

আনাস বিন মালিক (রা.) বলেন এক ব্যক্তি (আল্লাহর উপর ভরসা করার ধরন প্রসঙ্গে জিজ্ঞাসা করে) বললো, হে আল্লাহর রাসুল! আমি উট বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি উ ছেড়ে দিয়ে? রাসূল (স) বললেন- উট বেঁধে নাও তারপর আল্লাহর উপর ভরসা করো। —তিরমিজি: ২৫১৭

08/12/2023

একদিন আল্লাহর রাসূল ﷺ মাটিতে একটা বর্গ আঁকলেন। মাঝ বরাবর একটা রেখা টানলেন, যা বর্গকে ছেদ করে বেরিয়ে গেছে। এই মধ্যরেখা ছেদ করে করে আরও ছোটছোট কিছু রেখা টানলেন কিছুদূর ফাঁক রেখে রেখে।
সাহাবিদের শুধালেন, “এর মানে জানো?"
তারা বললেন, “আল্লাহ ও তাঁর রাসূল ভালো জানেন।"

তিনি বললেন, "এই যে সোজা রেখাটা দেখছ এটা মানুষের জীবনপথ। আর এই বর্গটা তার জীবনকাল। একসময় জীবনের ব্যাপ্তি ফুরিয়ে যাবে। কিন্তু মাঝবরাবর রেখাটাকে দেখো বর্গকে ছাড়িয়ে গেছে। এটা তার আশা। সব আশা পূরণ হওয়ার আগেই একদিন তার মৃত্যু চলে আসবে। আর দু-পাশে যেসব ছোটছোট রেখা দেখছ ওগুলো দুঃখ-দুর্দশা। চারপাশ থেকে এগুলো তাকে ঘিরে ধরে। একটা না হলে আরেকটা।"

বইঃ এক দিঘল দিনে নবিজি ﷺ
ওয়াফি পাবলিকেশন

26/11/2023

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকলকে জানাই পুষ্পিত শুভেচ্ছা ও অভিনন্দন🥰❤️!
যেসকল ভাই ও বোন উত্তীর্ণ হতে পারেন নাই আপনারা হতাশ হয়েন না🥺, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে🥰। রেজাল্ট কখনোই কারোর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না😊। শুভকামনা সবার নতুন জীবনের জন্য❤️

03/07/2022

বৃষ্টি সমানে পড়ছে। পানি আবারো বাড়ছে৷ ৫০১ টি ঘর বানানোর উপকরণ ক্রয় করে এখন আটকে আছি। এগুলো কোথায় নিরাপদে রাখবো তা নিয়ে চিন্তা করছি। ১০০ টি গরু ক্রয় করতে হবে। গরুগুলো ক্রয় করার পর কোথায় রেখে খাওয়াবো তা নিয়ে চিন্তা করছি। প্রশ্নগুলোর উত্তর বৃষ্টি আরো কঠিন করে দিচ্ছে৷ কাল আবারো ত্রাণ নিয়ে সিলেট যাবো ইনশাআল্লাহ।

Faraaz Karim Chowdhury

27/02/2022

আস্তাগফিরুল্লাহ... 🤲🏻🤲🏻

08/02/2022

🍀নির্যাতিত উম্মাহ ফিলিস্তিনি ভাই-বোনেরা দশ মিলিয়ন ডলার কালেকশন করেছে অপর নির্যাতিত সিরিয়ান মুসলিম ভাই-বোনদের জন্য।

🌸আর এই জাতি পড়ে আছে হাত কোথায় বাঁধবে, ইল্লাল্লাহ জিকির বাঁশের আগায় করবে নাকি ছাদের তলায়। লাখ টাকায় আনা বিশেষ বক্তার বয়ানের টপিক হয় কোন হিন্দি গান মার্কেট পেল, কোন নায়িকার কি হলো।

🍀অথচ উম্মাহর শ্রেষ্ঠ সন্তানেরা জালিমের কারাগারে বন্দি। লাখ লাখ পরিবার কাঁটা তারের ওপারে নির্যাতিত। আফসোস!

🍀এই জাতির উপর জুলুম চাপিয়ে দেয়া হবে না তো কার উপর দেয়া হবে! জিনিসের চড়া দাম, দুর্নীতি এগুলি আজাবের ই নমুনা।

-আবু সুমাইয়া

08/02/2022

গুনাহের যত অপকারিতাঃ পর্ব ১

দুনিয়া ও আখিরাতে যত অকল্যাণ অথবা ব্যাধি রয়েছে তার মূলে রয়েছে গুনাহ্ ও পাপাচার।

🌸এরই কারণেই আদম ও হাউওয়া’ বা হাওয়া (আলাইহিমাস্ সালাম) একদা জান্নাত থেকে বের হতে বাধ্য হন।

🌸এরই কারণে শয়তান ইব্লীস আল্লাহ্ তা‘আলার রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়।

🌸এরই কারণে নূহ্ (আঃ) এর যুগে বিশ্বব্যাপী মহা প্লাবন দেখা দেয় এবং কিছু সংখ্যক ব্যক্তি ও বস্ত্ত ছাড়া সবই ধ্বংস হয়ে যায়।

🌸এরই কারণে ’হূদ্ (আঃ) এর যুগে ধ্বংসাত্মক বায়ু প্রবাহিত হয় এবং সব কিছুই ধ্বংস হয়ে যায়।

🌸এরই কারণে সা’লিহ্ (আঃ) এর যুগে ভয়ঙ্কর চিৎকার শুনে সবাই হৃদয় ফেটে অথবা হৃদয় ছিঁড়ে মারা যায়।

🌸এরই কারণে লুত্ব (আঃ) এর যুগে তাঁরই আবাসভূমিকে উল্টিয়ে তাতে পাথর নিক্ষেপ করা হয় এবং শুধু একজন ছাড়া তাঁর পরিবারের সকলকেই রক্ষা করা হয়। আর অন্যরা সবাই দুনিয়া থেকে একেবারেই নির্মূল হয়ে যায়।

🌸এরই কারণে শু‘আইব (আঃ) এর যুগে আকাশ থেকে আগুন বর্ষিত হয়।

🌸এরই কারণে ফির‘আউন ও তার বংশধররা লোহিত সাগরে ডুবে মারা যায়।

🌸এরই কারণে ক্বারূন তার ঘর, সম্পদ ও পরিবারসহ ভূমিতে ধসে যায়।

🌸এরই কারণে আল্লাহ্ তা‘আলা বনী ইস্রাঈল তথা ইহুদিদের উপর এমন শত্রু পাঠিয়ে দেন যারা তাদের এলাকায় ঢুকে তাদের ঘর-বাড়ি ধ্বংস করে দেয়, তাদের পুরুষদেরকে হত্যা করে, তাদের মহিলা ও বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়। তাদের সকল সম্পদ লুটে নেয়। এভাবে একবার নয়। বরং দু’ দু’ বার ঘটে। পরিশেষে আল্লাহ্ তা‘আলা তাদের সম্পর্কে কসম করে বলেন: ‘‘(হে নবী!) তুমি স্মরণ করো সে সময়ের কথা যখন তোমার প্রভু ঘোষণা করলেন, তিনি অবশ্যই কিয়ামত পর্যন্ত ইহুদিদের প্রতি এমন লোক পাঠাবেন যারা ওদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে’’। (আ’রাফ : ১৬৭)

🍀আমরা গুনাহ থেকে সাবধান হবো...

02/02/2022

Istanbul, Turkey ❤❤❤❤

01/02/2022

দাওয়াহ'র কাজে ব্যতিব্যস্ত থাকা লোকটি শত জুলুম সহ্য করেছে কিন্তু দাওয়াহর ময়দান থেকে সড়ে পড়েনি। কালো দাড়িগুলো শুভ্রতায় পরিণত হয়েছে কিন্তু দাওয়াহ'র মন-মানসিকতা একটুও পরিবর্তন হয়নি। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে এই কাজে অবিচল রাখুন। ❤️


#কুরআনিক_রিদম

06/01/2022

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ
হে আল্লাহ! আপনি আমাদেকে কবুল করুন৷
নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ।

14/12/2021

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ‘ভাষা ও অনুবাদ’ বিভাগের এই ছাত্র মাহমুদ রেজা হামুদা আজ মাত্র ছয় ঘন্টায় পুরো কুরআন কারিম কোনো লোকমা ছাড়া মুখস্থ শুনিয়েছেন।

আফসোস, কত রেকর্ড আর প্রতিভা নিয়ে মাতামাতি হয়, এমন অনুসরণীয় সত্যিকার কীর্তি নিয়ে মাতামাতি তো আমরাও করি না।

18/11/2021

🌿🌿❣️❣️🌿🌿

16/11/2021

হাদীসের বানী...🌱🌱

15/11/2021

শীঘ্রই তোমার রব তোমাকে এতো দেবে যে তুমি খুশি হয়ে যাবে। 🌿🌿

(সুরা দুহা, আয়াত ৫)

Photos from NFS Tech Solutions's post 14/11/2021

কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার শায়খ মুখতার আলম শিকদারকে সৌদি সরকার সম্মানজনক নাগরিকত্ব প্রদানের আজ হারামাইন শরিফাইন অধিদপ্তরের প্রেসিডেন্ট শায়খ সুদাইস তাকে সংবর্ধনা প্রদান করেন।

We are Proud ❤️

20/10/2021

অবশ্যই ধৈর্য্য সুন্দর ❤️

🔰 Quranic Rhythm

03/07/2021

"আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়" (সুরাহ রা'দঃ২৮)❣️❣️

02/07/2021

Welcome To Our New Quranic Official Page.
Please connect with us...

Telephone