Agro Localz

Agro Localz

We provide our customers with best quality halal Organic food.

30/04/2024

আসসালামু আলাইকুম জনগণ,

আপনারা যারা রেগুলার সরিষার তেল খান, তাদেরকে বলছি।

আপনি কি জানেন আপনি যেই তেল খাচ্ছেন সেটা মেশিনের ভাঙ্গানো নাকি ঘানি ভাঙ্গা? প্রথম চাপের তেল নাকি দ্বিতীয় চাপের তেল, দেশি সরিষার তেল নাকি ইন্ডিয়ান সরিষার তেল, কয়েকবার ফিল্টার করা হয়েছে নাকি মাত্র একবার ফিল্টার করা হয়েছে?

ব্যস্ততার কারণে হয়তোবা এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামানোর সময় হয়নি আপনার,

তাই আপনার হয়ে Agro Localz রেগুলার সরিষার তেল ব্যবহারকারীদের জন্য নিয়ে এলো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির প্রথম চাপের ঘানি ভাঙ্গা দেশি সরিষার তেল।

দেশি কালো এবং হলুদ সরিষার ৫০-৫০ সংমিশ্রনে Agro Localz এর নিজস্ব তেঁতুল কাঠের ঘানিতে, যার ফলে কাঁচা সরিষার ঘ্রাণ থাকে অটুট ।আমাদের নিজস্ব তত্বাবধানে একবার মাত্র চাপ দিয়ে এই তেল উৎপাদন করা হয়। সরিষার মান ভালো হওয়ার কারনে তেল খুবই ঘন হয় আর প্রথম চাপের হওয়ার কারনে তেলটি হয় ঘোলা। আপনি যদি সরিষার তেল এর ব্যপারে অভিজ্ঞ হন তাহলে আমাদের তেল টি ব্যবহার করার সাথে সাথেই বুঝতে পারবেন।

✅ মূল্য : ৩০০ টাকা/ লিটার, ( ৫ লিটার ১৩০০ টাকা )

💴 Cash on Delivery

🌐 ওয়েবসাইট ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-first-cold-pressed-musta/

🚕 ডেলিভারি চার্জ স্থান এবং দুরত্ব নির্বাচনে সরাসরি আপনাকে জানিয়ে দেয়া হবে।
বিস্তারিত বার্তা পেতে আমাদের পেজ Agro Localz এ মেসেজ করুন অথবা সরাসরি আমাদের একজন প্রতিনিধির সাথে কথা বলুন।

📗01644440229

11/03/2024

আসসালামু আলাইকুম জনগন,
রমাদান মুবারক।

পূর্ববর্তী প্রত্যেক উম্মতের ওপরই আল্লাহ তায়ালা রোজা ফরজ করেছিলেন। তার ধারাবাহিকতায় মুহাম্মদ সা:-এর উম্মতের ওপরও চারটি ধাপে পূর্ণভাবে রোজাকে ফরজ করা হয়েছে।

এ ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন- ‘সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে।’ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত- তিনি বলেন, নবী সা: বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে। আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে শাবানের গণনা ৩০ দিন পূরণ করবে’ (সহিহ বুখারি-১৯০৯)।

Photos from Agro Localz's post 01/03/2024

আমরা শোকাহত।

29/02/2024

Inbox For Order.

🇧🇩আসসালামু আলাইকুম জনগন,

শীতকালে গরম খিচুড়ির সাথে সরিষার তেল, ভর্তার সাথে তো মাস্ট, আবার বাচ্চাটার শরীরে মেখে দিলে ঠান্ডা লাগবে না সহজে, কোলেস্ট্রলের মাত্রা কম হওয়ায় ডাক্তার রাও রেকমেন্ড করছেন।

কিন্তু ভাল এবং খাটি সরিষার তেল কোথায় পাবেন ?

দেশি কালো এবং হলুদ সরিষার ৫০-৫০ সংমিশ্রনে Agro Localz এর নিজস্ব তেঁতুল কাঠের ঘানিতে,
আমাদের নিজস্ব তত্বাবধানে একবার মাত্র চাপ দিয়ে এই তেল উৎপাদন করা হয়। সরিষার মান ভালো হওয়ার কারনে তেল খুবই ঘন হয় আর প্রথম চাপের হওয়ার কারনে তেলটি হয় ঘোলা। আপনি যদি সরিষার তেল এর ব্যপারে অভিজ্ঞ হন তাহলে আমাদের তেল টি ব্যবহার করার সাথে সাথেই বুঝতে পারবেন।

✅ মূল্য : ৩০০ টাকা/ লিটার, ( ৫ লিটার ১৩০০ টাকা )

💴 Cash on Delivery

🌐 ওয়েবসাইট ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a7%a7%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a7%a8%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%ae%e0%a6%bf/

🚕 ডেলিভারি চার্জ স্থান এবং দুরত্ব নির্বাচনে সরাসরি আপনাকে জানিয়ে দেয়া হবে।

বিস্তারিত বার্তা পেতে আমাদের পেজ Agro Localz এ মেসেজ করুন অথবা সরাসরি আমাদের একজন প্রতিনিধির সাথে কথা বলুন।

📗01644440229

07/01/2024

বিচ্ছিন্ন ।

নির্বাচন কেন্দ্রিক পোস্ট নয় ।

20/12/2023

🇧🇩আসসালামু আলাইকুম জনগন,

শীতকালে গরম খিচুড়ির সাথে সরিষার তেল, ভর্তার সাথে তো মাস্ট, আবার বাচ্চাটার শরীরে মেখে দিলে ঠান্ডা লাগবে না সহজে, কোলেস্ট্রলের মাত্রা কম হওয়ায় ডাক্তার রাও রেকমেন্ড করছেন।

কিন্তু ভাল এবং খাটি সরিষার তেল কোথায় পাবেন ?

দেশি কালো এবং হলুদ সরিষার ৫০-৫০ সংমিশ্রনে Agro Localz এর নিজস্ব তেঁতুল কাঠের ঘানিতে,
আমাদের নিজস্ব তত্বাবধানে একবার মাত্র চাপ দিয়ে এই তেল উৎপাদন করা হয়। সরিষার মান ভালো হওয়ার কারনে তেল খুবই ঘন হয় আর প্রথম চাপের হওয়ার কারনে তেলটি হয় ঘোলা। আপনি যদি সরিষার তেল এর ব্যপারে অভিজ্ঞ হন তাহলে আমাদের তেল টি ব্যবহার করার সাথে সাথেই বুঝতে পারবেন।

✅ মূল্য : ৩০০ টাকা/ লিটার, ( ৫ লিটার ১৩০০ টাকা )

💴 Cash on Delivery

🌐 ওয়েবসাইট ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a7%a7%e0%a6%ae-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a7%a8%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%ae%e0%a6%bf/

🚕 ডেলিভারি চার্জ স্থান এবং দুরত্ব নির্বাচনে সরাসরি আপনাকে জানিয়ে দেয়া হবে।

বিস্তারিত বার্তা পেতে আমাদের পেজ Agro Localz এ মেসেজ করুন অথবা সরাসরি আমাদের একজন প্রতিনিধির সাথে কথা বলুন।

📗01644440229

20/12/2023

🇧🇩আসসালামু আলাইকুম জনগন,

শীতে চুই ঝাল দিয়ে গোস্ত রান্না করে খাওয়ার আশা নাই, এই রকম বাঙ্গালী কম ই খুজে পাওয়া যাবে। চুইঝাল লতাজাতীয় উদ্ভিদ। প্রাকৃতিকভাবে ভেষজগুণ সম্পন্ন। চুইঝাল গ্রীষ্ম অঞ্চলের লতাজাতীয় বনজ ফসল হলেও দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে জন্মে। ভারত, নেপাল, ভুটান, বার্মা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড চুইঝাল চাষের জন্য উপযোগী। প্রাচীনকাল থেকে চুইঝালের আবাদ হয়ে আসছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের দেশের চাষিরা নিজ উদ্যোগে প্রয়োজন মেটানোর জন্য অনেক দিন আগ থেকেই চুইঝাল চাষ করে আসছেন। দেশের দক্ষিণাঞ্চলে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরায় চুইঝাল বেশ জনপ্রিয় এবং দেশের সিংহভাগ চুইঝাল এখানেই আবাদ হয়। এসব এলাকাতে চুইঝালের শিকড় রান্নার সাথে ব্যঞ্জন হিসেবে এবং ঔষধি পথ্য হিসেবে কাজে লাগায়। বিশেষ করে মাংস তাও আবার খাসির মাংসে, মাছের সাথে, ডালের সাথে মিশিয়েও রান্না করে। বাংলাদেশে এর ফল খাওয়া হয় না কিন্তু দক্ষিণ এশিয়ার কোনো কোনো দেশে চুইঝালের ফল শুকিয়ে লংয়ের মতো সেগুলোও মসলা হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অন্য গাছের সাথে আশ্রয় নিয়ে এটি বেড়ে উঠে যার মধ্যে আম, কাঁঠাল, মেহগনি, সুপারি, শিমুল, নারিকেল, মেহগনি, কাফলা গাছে ভালো হয়। আবার আম, কাফলা ও কাঁঠাল গাছে বেড়ে ওঠা চুই সবচেয়ে বেশি ভালোমানের বলে এক্সপার্ট রা জানান।

ফ্রেশ চুইঝাল খাওয়ানোর জন্য আমরা প্রস্তুত, আপনি খাওয়ার জন্য প্রস্তুত তো ?

✅ মূল্য : ১০০০ টাকা/ কেজি

💴 Cash on Delivery

🌐 ওয়েবসাইট ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a6%9a%e0%a7%81%e0%a6%87%e0%a6%9d%e0%a6%be%e0%a6%b2-chuijhal/

🚕 ডেলিভারি চার্জ স্থান এবং দুরত্ব নির্বাচনে সরাসরি আপনাকে জানিয়ে দেয়া হবে।

বিস্তারিত বার্তা পেতে আমাদের পেজ Agro Localz এ মেসেজ করুন অথবা সরাসরি আমাদের একজন প্রতিনিধির সাথে কথা বলুন। 📗01644440229

18/12/2023

আসসালামু আলাইকুম জনগন,

শীতকালে খেজুরের পাটালির খোজে বাঙ্গালী এলাকার চিপায় চাপায় ঘুরতে ঘুরতে হয়রান। ভাপা পিঠা খাওয়ার জন্য মন উথাল পাথাল। কিন্তু এদিকে Agro Localz এমন এক বিশেষ খেজুরের পাটালি নিয়ে কাজ করছে যা কিনা অনেক দিন আগে পাওয়া যেত টাইপ এর খুব ভাল মানের চিনিমুক্ত গুড়। এই ধরনের গুড় সাধারনত বাজারে সাপ্লাই হয় না এর ভঙ্গুর প্রকৃতির কারনে। খুব নাজুক প্রকৃতির এই গুড় মুখে দেয়ার সাথে সাথেই চকলেটের মত গলে যাবে।

শীত এসে শীত চলেও যাবে, কিন্তু আপনার খাটি খেজুরের গুড় খাওয়ার আকাঙ্খা কি পূরন হবে এবার ?

তাই দেরি না করে এখনি অর্ডার করুন।

Price : 600 BDT/ kg

Buy from Website : https://localzbd.com/product/%e0%a6%96%e0%a7%87%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-date-molasess-rock/

ডেলিভারি চার্জ দুরত্ব এবং স্থান ভেদে সরাসরি আপনাকে জানিয়ে দেয়া হবে।

বিস্তারিত তথ্য জানতে পেজ এ মেসেজ করুন অথবা সরাসরি আমাদের একজন প্রতিনিধির সাথে কথা বলুন এই নম্বরে।

📞01644440229

20/11/2023

💢 Offer 💢 Offer 💢 Offer 💢

আসসালামু আলাইকুম জনগন,
Agro Localz আজকে চলছে প্রতি ডজন ডিম মাত্র ১১০ টাকা। প্রতি সপ্তাহে পাবেন এই আকর্ষণীয় মূল্য ছাড়।

শর্ত : আমাদের কাছ থেকে প্রতি ডজন ডিমের জন্য মাত্র ১০০ টাকা অন্য যেকোনো প্রোডাক্ট কিনলেই পাবেন এই অফার। আমাদের Shop এ রয়েছে ১০০+ বেশি Organic Food.

Order করতে আমাদের Inbox করুন অথবা কল করুন 01644440229 Number এ।

20/11/2023

💢💢 চিয়া সিড 💢💢

আসসালামু আলাইকুম জনগন,
চিয়া সিডকে সুপার ফুড বলা হয়এতে আছে দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি, পালংশাকের চেয়ে ৩ গুণ বেশি আয়রন,
কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম, মুরগির ডিম থেকে ৩ গুণ বেশি প্রোটিন,
স্যামন মাছের চেয়ে ৮ গুণ বেশি ওমেগা-৩।

💢 চিয়া সিড খাওয়ার উপকারিতা:

🔹 এতে আছে ওমেগা-৩, যা হৃদ্‌রোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।

🔹 শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়।

🔹 প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করে।

🔹 মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে।

🔹 ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়।

🔹 এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী।

🔹 কোলন পরিষ্কার রাখে। ফলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে।

🔹 এটি শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দিতে সাহায্য করে।

🔹 পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে।

🔹 ভালো ঘুম হতে সাহায্য করে।

🔹 হজমে সহায়তা করে।

🔹 হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে।

🔹 ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।

💢 প্রাইস জানতে ইনবক্স করুন।

💢 পন্যটি পেতে কল করুন : 01644440229 💢

ক্যাশ অন ডেলিভারি (হাদিয়া দিয়ে পন্য বুঝে নিন)

*৩ দিনে ডেলিভারি
*ডেলিভারি চার্জ : ঢাকার ভিতর ৭০ টাকা এবং বাহিরে আলোচনা সাপেক্ষে।

19/07/2023

বই পড়তে কে না ভালোবাসে!

আর সেটা যদি হয় সত্য ঘটনা সম্বলিত, তাহলে তো আর কোন কথাই নেই।

মাওলানা তারিক জামিল হলেন পাকিস্তানের একজন বিশিষ্ট বক্তা, আধ্যাত্মিক লেখক এবং একজন ইসলামিক স্কলার।

তার লেখা "চোখে দেখা কবরের আযাব" বইটি এখন পেয়ে যাচ্ছেন Pathok Localz এ।

সত্য ঘটনা সম্বলিত এই বইটি পড়তে এখনই অর্ডার করুন।

Price : 250 BDT

পন্যটি পেতে কল করুন : 01644440229
অথবা
কিনতে ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac/

ক্যাশ অন ডেলিভারি (হাদিয়া দিয়ে পন্য বুঝে নিন)

*মিরপুরে ডেলিভারি ফ্রি
*৩ দিনে ডেলিভারি
*ডেলিভারি চার্জ : ঢাকার ভিতর ৬০ টাকা এবং বাহিরে আলোচনা সাপেক্ষে।

17/07/2023

আসসালামু আলাইকুম জনগন,

আমাদের আজকের পণ্য কালোজিরা মধু, যেই কালোজিরা তে মৃত্যু বাদে সকল রোগের শেফা রয়েছে। চাষের মধু গুলোর মধ্যে কালোজিরা মধু টাই সবচেয়ে উপকারি এবং উপাদেয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, হৃদরোগজনিত সমস্যা কমায়, ত্বকের সুস্বাস্থ্য, আর্থাইটিস ও মাংসপেশির ব্যথা কমাতে কালিজিরার মধু উপযোগী। কালোজিরা শরীরের জন্য খুবই জরুরি। পেটের যাবতীয় জীবাণু ও গ্যাস দূর করে। কালোজিরা কৃমি দূর করার জন্য খুব ই ভালো কাজ করে।

Price :১০০০ BDT / kg

পন্যটি পেতে কল করুন : 01644440229
অথবা
কিনতে ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81/

ক্যাশ অন ডেলিভারি (হাদিয়া দিয়ে পন্য বুঝে নিন)

*মিরপুরে ডেলিভারি ফ্রি
*৩ দিনে ডেলিভারি
*ডেলিভারি চার্জ : ঢাকার ভিতর ৬০ টাকা এবং বাহিরে আলোচনা সাপেক্ষে।

শপ নম্বরঃ ১/১২ পপুলার হাউজিং মিরপুর-২ বড়বাগ ঢাকা ১২১৬
(৬০ ফিট মনিপুর বয়েজ স্কুল এর বিপরীত পাশে)
ধন্যবাদ।

25/06/2023

আসসালামু আলাইকুম জনগণ,

Agro Localz এবার শুরু হল আম্রপালি উৎসব, পাকা আমের সয়লাবে যেন বাজারগুলো মুখরিত হয়ে রয়েছে।

কৃত্রিমতার এই যুগে মেডিসিনমুক্ত আম খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে।
Agro Localz মেডিসিনমুক্ত আম নিয়ে কাজ করছে অনেকদিন ধরে। শুধুমাত্র আমের যাচাই-বাছাই সংক্রান্ত সমস্যা নিয়েও আপনারা কথা বলতে পারেন আমাদের সাথে।

গত লটে আমরা ২৩০০ কেজি হিমসাগর আম বিক্রি করেছি এবং ক্রেতার নিকট হতে খুবই ভালো ফিডব্যাক পেয়েছি।

আমরা এখন শুধুমাত্র আম্রপালি বিক্রি করছি যা শুধুমাত্র ১০০ টাকা কেজি দরে এবং দরদাম করার সুযোগ তো থাকছেই।

আম্রপালি আম ক্রয় করতে চাইলে আমাদের পেইজে নক করুন অথবা কল করুন +8801644440229 এই নম্বরে।

07/06/2023

আসসালামু আলাইকুম জনগন,

আমাদের আজকের পন্য কুমড়ার বড়ি।

চাল্কুমড়া এবং কলাই এর ডাল এর সংমিশ্রন এ এই বড়ি টি তৈরি করা হয়। চালকুমড়া এবং কলাই এর পরিপূর্ন পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে । ঝোলসহ তরকারি তে এর বড়িগুলো ভাজি করে দিলে খেতে দারুন লাগে।

শীতকাল ছাড়া শুধুমাত্র যশোর জেলাতেই এই কুমড়ার বড়ি তৈরি করা হয়। সম্পুর্ন ভিন্নধর্মী স্বাদ এর এই কুমড়ার বড়ি আমরা যশোর থেকেই সংগ্রহ করি তাই এটি খুব সহযেই পেয়ে যাবেন Agro Localz এ।

Price :৫০০ BDT / kg

পন্যটি পেতে কল করুন : 01644440229
অথবা
কিনতে ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%9c%e0%a6%bf-daler-bori-kumrar-bori/

ক্যাশ অন ডেলিভারি (হাদিয়া দিয়ে পন্য বুঝে নিন)

*মিরপুরে ডেলিভারি ফ্রি
*৩ দিনে ডেলিভারি
*ডেলিভারি চার্জ : ঢাকার ভিতর ৬০ টাকা এবং বাহিরে আলোচনা সাপেক্ষে।

শপ নম্বরঃ ১/১২ পপুলার হাউজিং মিরপুর-২ বড়বাগ ঢাকা ১২১৬
(৬০ ফিট মনিপুর বয়েজ স্কুল এর বিপরীত পাশে)

ধন্যবাদ।

02/06/2023

আসসালামু আলাইকুম জনগণ,

হঠাৎ করেই শুরু হয়ে গেল আমের উৎসব, পাকা আমের সয়লাবে যেন বাজারগুলো মুখরিত হয়ে রয়েছে।
কৃত্রিমতার এই যুগে মেডিসিনমুক্ত আম খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে।

Agro Localz মেডিসিনমুক্ত আম নিয়ে কাজ করছে অনেকদিন ধরে। শুধুমাত্র আমের যাচাই-বাছাই সংক্রান্ত সমস্যা নিয়েও আপনারা কথা বলতে পারেন আমাদের সাথে।

গত তিন দিনে আমরা ২২০০ কেজি হিমসাগর আম বিক্রি করেছি এবং ক্রেতার নিকট হতে খুবই ভালো ফিডব্যাক পেয়েছি।

আমরা এখন শুধুমাত্র হিমসাগর আম বিক্রি করছি যা শুধুমাত্র ১০০ টাকা কেজি দরে এবং দরদাম করার সুযোগ তো থাকছেই।

হিমসাগর আম ক্রয় করতে চাইলে আমাদের পেইজে নক করুন অথবা কল করুন +8801644440229 এই নম্বরে।

31/05/2023

আসসালামু আলাইকুম জনগন,

দেখতে দেখতে চলে এলো আম খাওয়ার সময়। এই সময় বাংলাদেশের মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে ভোগে। এই সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আম আসে। উল্লেখযোগ্য জেলা সমূহ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং সাতক্ষীরা। Agro Localz রাজশাহী জেলা থেকে আম সংগ্রহ করার চেষ্টা করে।
জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের আম বিক্রির কার্যক্রম শুরু হবে। আম পচনশীল হওয়ার কারণে আমরা স্টকে না রাখার চেষ্টা করব। প্রত্যেক সপ্তাহে আমরা এক থেকে দেড় হাজার কেজি আমের অর্ডার নিয়ে থাকি।

আমের মূল্য ১০০ টাকা কেজি।
ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা।

যারা যারা মেডিসিন মুক্ত আম খেতে আগ্রহী তারা অবশ্যই আমাদের পেইজে বার্তা দিয়ে রাখুন।
অথবা ফোন করুন +৮৮০১৬৪৪৪৪০২২৯ এই নম্বরে।

30/05/2023

আসসালামু আলাইকুম জনগণ,

হঠাৎ করেই শুরু হয়ে গেল আমের উৎসব, পাকা আমের সয়লাবে যেন বাজারগুলো মুখরিত হয়ে রয়েছে।
কৃত্রিমতার এই যুগে মেডিসিনমুক্ত আম খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে।

Agro Localz মেডিসিনমুক্ত আম নিয়ে কাজ করছে অনেকদিন ধরে। শুধুমাত্র আমের যাচাই-বাছাই সংক্রান্ত সমস্যা নিয়েও আপনারা কথা বলতে পারেন আমাদের সাথে।

গত তিন দিনে আমরা ২২০০ কেজি হিমসাগর আম বিক্রি করেছি এবং ক্রেতার নিকট হতে খুবই ভালো ফিডব্যাক পেয়েছি।

আমরা এখন শুধুমাত্র হিমসাগর আম বিক্রি করছি যা শুধুমাত্র ১০০ টাকা কেজি দরে এবং দরদাম করার সুযোগ তো থাকছেই।

হিমসাগর আম ক্রয় করতে চাইলে আমাদের পেইজে নক করুন অথবা কল করুন +8801644440229 এই নম্বরে।

24/05/2023

আসসালামু আলাইকুম জনগন,

দেখতে দেখতে চলে এলো আম খাওয়ার সময়। এই সময় বাংলাদেশের মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে ভোগে। এই সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আম আসে। উল্লেখযোগ্য জেলা সমূহ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং সাতক্ষীরা। Agro Localz রাজশাহী জেলা থেকে আম সংগ্রহ করার চেষ্টা করে।
জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের আম বিক্রির কার্যক্রম শুরু হবে। আম পচনশীল হওয়ার কারণে আমরা স্টকে না রাখার চেষ্টা করব। প্রত্যেক সপ্তাহে আমরা এক থেকে দেড় হাজার কেজি আমের অর্ডার নিয়ে থাকি।

এই বছরে আমের মূল্য ১০০ থেকে ১২০ টাকার মধ্যে হয়ে থাকবে। ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা।

যারা যারা মেডিসিন মুক্ত আম খেতে আগ্রহী তারা অবশ্যই আমাদের পেইজে বার্তা দিয়ে রাখুন।
অথবা ফোন করুন +৮৮০১৬৪৪৪৪০২২৯ এই নম্বরে।

12/02/2023

আসসালামু আলাইকুম জনগন,

Agro Localz এর আজকের পন্য চিড়ার মোয়া।

ভাজা চিড়া এবং খেজুরের ঝোলা গুড় এর মিশ্রনে এই বিলুপ্ত প্রায় চিড়ার মোয়া তৈরি করা হয়। সময় কাটানোর জন্য স্বাস্থ্যকর খাবারের মধ্যে চিড়ার মোয়া খুব ই জনপ্রিয়।

Price : ৪০ BDT / প্যাকেট (২০ পিস)

পন্যটি পেতে কল করুন : 01644440229
অথবা
কিনতে ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a6%9a%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be-chirar-moa-packet/

ক্যাশ অন ডেলিভারি (হাদিয়া দিয়ে পন্য বুঝে নিন)

*মিরপুরে ডেলিভারি ফ্রি
*৩ দিনে ডেলিভারি
*ডেলিভারি চার্জ : ঢাকার ভিতর ৬০ টাকা এবং বাহিরে আলোচনা সাপেক্ষে।

শপ নম্বরঃ ১/১২ পপুলার হাউজিং মিরপুর-২ বড়বাগ ঢাকা ১২১৬
(৬০ ফিট মনিপুর বয়েজ স্কুল এর বিপরীত পাশে)
ধন্যবাদ।

04/01/2023

আসসালামু আলাইকুম জনগন,

আমাদের আজকের পন্য তোকমাদানা।

তোকমা দানার হাইড্রোফিলিক উপাদান থাকায় খুব সহজে পানি শোষণ করে। গবেষণায় দেখা গেছে, তোকমার দানা দেহের জন্য উপকারী কোলেস্টেরল উৎপাদন করে থাকে এছাড়াও রক্তে চর্বির পরিমাণ কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, শর্করার পরিমাণ ঠিক করে হার্ট সুস্থ রাখে। হাড় গঠনে সহযোগিতা করে।

Price : ৩৫০ BDT / kg

পন্যটি পেতে কল করুন : 01644440229
অথবা
কিনতে ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-tokma-seed/

ক্যাশ অন ডেলিভারি (হাদিয়া দিয়ে পন্য বুঝে নিন)
*মিরপুরে ডেলিভারি ফ্রি
*৩ দিনে ডেলিভারি
*ডেলিভারি চার্জ : ঢাকার ভিতর ৬০ টাকা এবং বাহিরে আলোচনা সাপেক্ষে।

শপ নম্বরঃ ১/১২ পপুলার হাউজিং মিরপুর-২ বড়বাগ ঢাকা ১২১৬
(৬০ ফিট মনিপুর বয়েজ স্কুল এর বিপরীত পাশে)
ধন্যবাদ।

25/12/2022

আসসালামু আলাইকুম জনগন,

বিরই, চাল এর নাম।

এতে রয়েছে এনথ্রোসায়ানিন, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ, ক্যালসিয়াম এবং সেলেনিয়াম । মূলত শরীরের বিভিন্ন প্রদাহ, এলার্জি, ক্যান্সারের ঝুঁকি ও ওজন কমাতে সাহায্য করে এনথ্রোসায়ানিন ।

ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একত্রে গিরা ব্যথা, হাড় ক্ষয় প্রতিরোধ করে এবং হাড় ও দাঁতের স্বাস্থ্যকর গঠনে সহায়তা করে । মানব দেহের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে সেলেনিয়াম।

ডায়াবেটিস ও হাই প্রেশারের মানুষদের জন্য এটিআদর্শ খাদ্য। শরীরে প্রেশার অনুকূলে রাখার পাশাপাশি হার্টের ব্লক যাতে তৈরি না হতে পারে তাতে সহায়তা করে এই চাল।

Price : 85 BDT / kg

পন্যটি পেতে কল করুন : 01644440229
অথবা
কিনতে ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2-biroi-rice/

ক্যাশ অন ডেলিভারি (হাদিয়া দিয়ে পন্য বুঝে নিন)
*মিরপুরে ডেলিভারি ফ্রি
*৩ দিনে ডেলিভারি
*ডেলিভারি চার্জ : ঢাকার ভিতর ৬০ টাকা এবং বাহিরে আলোচনা সাপেক্ষে।

15/10/2022

আসসালামু আলাইকুম জনগন,

সাদা এই গোলমরিচে রয়েছে ক্যাপসাইসিনের পাশাপাশি উচ্চমাত্রায় ফ্ল্যাভনয়েড, ভিটামিন- এ ও সি। যা রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। যাদের উচ্চ রক্তচাপে রয়েছে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই সাদা গোলমরিচ রাখা উচিৎ।

ওজন কমানোর জন্য যে সব ঔষধ তৈরি করা হয় তার বেশীরভাগ ঔষধেই থাকে ক্যাপসাইসিন কারণ এই উপাদানটি শরীরে থাকা ফ্যাট বার্ণ করতে সাহায্য করে। যার ফলে ওজন দ্রুত কমে। তাই সাদা গোলমরিচ খেলে ঔষধ সেবনের কোন প্রয়োজনই নেই।

Price : 100 BDT / 100 gm

পন্যটি পেতে কল করুন : 01644440229
অথবা
কিনতে ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a-white-pepper/

ক্যাশ অন ডেলিভারি (হাদিয়া দিয়ে পন্য বুঝে নিন)

*মিরপুরে ডেলিভারি ফ্রি
*৩ দিনে ডেলিভারি
*ডেলিভারি চার্জ : ঢাকার ভিতর ৬০ টাকা এবং বাহিরে আলোচনা সাপেক্ষে।

09/10/2022

আসসালামু আলাইকুম জনগন,

চিয়া সালভিয়া হিসপানিকা নামক মিন্ট প্রজাতির উদ্ভিদের বীজ। এটি মধ্য আমেরিকা এবং মেক্সিকোর মরুভূমি অঞ্চলে বেশি জন্মায়। প্রাচীন অ্যাজটেকদের খাদ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত বলে বিশেষজ্ঞরা দাবি করেন। দেখতে অনেকটা তোকমা দানার মতো। চিয়া বীজ সাদা ও কালো রঙের এবং তিলের মতো হয়।

নিয়মিত চিয়া সীড খেলে কমে হৃদরোগের ঝুঁকি। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ত্বকের যাবতীয় সমস্যা দূর করে। পানিতে ভিজিয়ে চিয়া সীড খেলে শরীরে পানির ঘাটতি পূরণ হবে এবং ত্বক হাইড্রেটেড থাকে। পাশাপাশি চিয়া বীজ রূপচর্চায় ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়ে।

পন্যটি পেতে কল করুন : 01644440229
অথবা
কিনতে ভিজিট করুন : https://localzbd.com/product/%e0%a6%9a%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%a1/

ক্যাশ অন ডেলিভারি (হাদিয়া দিয়ে পন্য বুঝে নিন)

*মিরপুরে ডেলিভারি ফ্রি
*৩ দিনে ডেলিভারি
*ডেলিভারি চার্জ : ঢাকার ভিতর ৬০ টাকা এবং বাহিরে আলোচনা সাপেক্ষে।

07/10/2022

আসসালামু আলাইকুম জনগন,

Agro Localz এর প্রথম প্রোডাক্টটি ভেষজ হিসেবে আমরা অ্যালোভেরাকেই বেছে নিয়েছি।

ঘৃতকুমারী নামে একে সবাই চেনে যার বৈজ্ঞানিক নাম Aloe Vera, ইংরেজিতে একে Medicinal Aloe অথবা Burn plant বলা হয়।
এটি একটি রসালো উদ্ভিদ প্রজাতি। ঘৃতকুমারী গাছটা দেখতে কাঁটাযুক্ত ফণীমনসা অথবা ক্যাকটাসের মতো অনেকটা।

Price : 40 BDT / Pcs

পন্যটি পেতে কল করুন : 01644440229
অথবা
কিনতে ভিজিট করুন : https://localzbd.com/product/1940/

ক্যাশ অন ডেলিভারি (হাদিয়া দিয়ে পন্য বুঝে নিন)

*মিরপুরে ডেলিভারি ফ্রি
*৩ দিনে ডেলিভারি
*ডেলিভারি চার্জ : ঢাকার ভিতর ৬০ টাকা এবং বাহিরে আলোচনা সাপেক্ষে।

অ্যালোভেরা ক্যাক্টাসের মত দেখতে হলেও ক্যাক্টাস প্রযাতির নয়। এটি এলো পরিবারের একটি সদস্য।

কোলেস্টেরলের মাত্রা কমায়। ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে সঞ্চালন স্বাভাবিক রাখে এবং অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়িয়ে দেয় রক্তে। দূষিত রক্ত বের করে কণিকা বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে হৃদযন্ত্র সুস্থ ও সক্রিয় থাকে।

ব্যবহারঃ

অ্যালোভেরা জেলে থাকা ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিডেন্ট শুষ্ক ত্বকের জন্য অনন্য। ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন ত্বকে। এতে ত্বক নরম ও উজ্জ্বল হবে।
রোদে পোড়া দাগ দূর করতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল।
মেকআপ ওঠাতে তুলায় অ্যালোভেরা জেল ব্যবহার করুন।
লালচে হয়ে যাওয়া ত্বকে অথবা অ্যালার্জির প্রকোপ কমাতে এই জেল ব্যবহার করা হয়।
শেভিং জেলের বিকল্প হিসেবেও অ্যালোভেরা জেল ব্যবহার করা হয়। এজন্য ১/৩ কাপ অ্যালোভেরা , ১/৪ কাপ তরল সাবান, ১ চামচ বাদামের তেল, ১ চামচ ভিটামিন ই অয়েল এবং ১/৪ কাপ পানি সঙ্গে মিশিয়ে নিন।
ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য নিতে পারেন এই অ্যালোভেরা জেলের। মোটা দানার চিনির সঙ্গে এই জেল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন এবং কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
ভ্রূ লম্বা ও ঘন করতে অ্যালোভেরা জেল লাগাতে পারেন।
ফেটে যাওয়া গোড়ালির যত্নে অতুলনীয় কাজ করে অ্যালোভেরা জেল। আধা কাপ ওট, আধা কাপ কর্নমিল, ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও আধা কাপ লোশন একসঙ্গে মিশিয়ে গোড়ালিতে ঘষুন এবং কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও হজমের সমস্যা দূর করতে অ্যালোভেরার পানীয় পান করা ভালো।
পোকার কামড়ের স্থানে ভালো করতে লাগিয়ে রাখতে পারেন অ্যালোভেরা জেল।

Videos (show all)

আসসালামু আলাইকুম জনগন, রমাদান মুবারক। পূর্ববর্তী প্রত্যেক উম্মতের ওপরই আল্লাহ তায়ালা রোজা ফরজ করেছিলেন। তার ধারাবাহিকতায়...

Telephone