Pancreas অগ্নাশয় Care and Alternative Medicine Jahir sir 01711921416
Pancreas care and alternative medical Treatment
#কোর্সকরতেচাইলেjahirsir01711337019
প্যারা মেডিকেল ও ফার্মা কোর্সে ভর্তি চলিতেছে
-গনপ্রজাতন্রী বাংলাদেশসরকার অনুমোদিত প্রতিষ্টানে -ভর্তি-অনলাইনক্লাস + সরাসরি ক্লাস+ প্রাইভেট ক্লাস+ প্রাইভেট পরীক্ষা
৩/৬/১২/২৪ মাস মেয়াদ
১.কেয়ারগিভার্স প্যারামেডিক CGP
16000tk
২ সার্টিফিকেট প্যারামেডিক PCT
32000tk
৩.কমিনিটি হেলথ ওয়ার্কারস CHW
32000tk
৪.কমিউনিটি প্যারামেডিক CCP
64000 tk
৫.ফার্মা সি PCR ফার্মেসী লাইসেন্স এর কোর্স
৬..LMAF পল্লী চিকিৎসা 6000tk
7.RMP 6000 tk
© CMS ১ বৎসর ১২০০০ টাকা
© CHW 1200 taka
8.DMA /DMS কোর্স 13000tk
9. CLT pathology 32000tk
10. CDT Dental 32000tk
11. CPh.T Physiotherapy 32000tk0
12. LHMP Homoeo 6000 tk
13. LVMP Herbal 6000tk
৪ বৎসরএর কোর্স সায়েন্সর ছাত্রদের জন্য
★ফামাসিস্ট, ★প্যারামেডিকেল, ★ডেন্টাল
,★প্যাথলজী ★ফিজিওথ্যারাপী, ★এক্স-রে, ★নার্সিং কেয়ার গিভার্স★ রেডিওলজী
★অপটোমেট্রি ★ অডিওমেট্রি
♦ যোগ্যতা S.S.C জিপি২.৫০ যে কোন বিভাগ
♦ ভর্তি ফি ৬ হাজার টাকা
বোর্ড ফি আলেদা/ কাউন্সিল ফি আলেদা
★সরকারী বা আধা সরকারী বা প্রাইভেট কোর্স রয়েছ
★সরকারী ও আধা সরকারী বা প্রাইভেট চাকুরীতে আবেদন করা যাবে
★ভর্তির
সময় যে কাগজ পত্র-লাগবে
1.Biodata 1.copy/বায়োডাটা / জীবন বৃন্তান্ত
2.S.S.CCertificate photocophyএস.এস.সি পাস পাস এর সার্টিফিকেটের ফটোকপি
৩.স্কুল পাস করার পসংসা পত্র
৩..NiD/BRC / জন্ম নিবন্ধন এর ফটো কপি
৪. ৬ কপি ছবি/.pic/PP siz
উত্তরা ইন্টিগ্রেটেড প্যারামেডিকেল কলেজ
Uttara Inteegrated Paramedical College
------------------
ঢাকা অফিস
বাড়ী-১২ রোড-৩৩ সেক্টর৭ উত্তরা
ঢাকা ০১৭১১৩৩৭০১৯
সিলেট অফিস
সহিদ ভিউ আম্বরখানা পয়েন্ট ভিউ শপিং সেন্টার ০১৭১১৯২১৪১৬
ময়মনসিংহ:অফিস-
চাইনা ব্রীজ মোড় হাসপিটাল রোড
০১৭১১৩৩৭০১৯
★Mob/whatsup.088-01711337019
সাক্ষাতের পূর্বে দিন ও সময় নির্ধারন করে ফোন করে অাসবেন
♦===========================♦
IVHT
গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শিক্ষামন্ত্রানালয় ও টেকনিক্যাল বোর্ডের অধীনে
ভেটেনারী ও পোল্ট্রি কোর্সে ভতি চলিতেছে ও পরামর্শ whatsup০১৭১১৩৩৭০১৯
অনলাইন+সরসরি ক্লাস+প্রাইভেট ক্লাস
কোর্স সমুহঃ-
১. এনিমেল হেলথ & প্রডাকশন (CAHP)
২. সাটিফিকেট ইন পোল্ট্রি ফার্মিং(CPF)
৩.ভেটেনারী ফার্মেসী কোর্স
৪.কৃত্রিম প্রজনন কোর্স AI
৫.পল্লী ভেটেনারী ও পোল্ট্রি চিকিৎসা দকোর্স
৬.ক্যাটেল রিয়ারিং এন্ড ফার্মিং
৭. পোল্ট্রি রিয়ারিং কোর্স এন্ড ফার্মিং
8. কম্পিউটার অফিস
9. আউট সোর্সিং & ফ্রিল্যান্সিং
10. ফাইন আর্টস ৩/৬ মাস / 12 month
11. হোমিও & হার্বাল ভেটেনারী কোর্স
12.
৩ মাসের কোর্স ৮ হাজার
৬ মাসের কোর্স ফি ১৬ হাজার টাকা
১ বৎসরেরর কোর্স ফি ৩২০০০ টাকা
৩ মাস/৬মাস/১ বছর মেয়াদী/৪ বৎসর♦
যোগ্যতাঃ- এস/এস/সি/ সমমান/ভোকেশনাল
ক্লাস সিষ্টেমঃ-অনলাইনে বা সরাসরি ক্লাস
ভর্তির সময়ঃযা লাগবে
1-Boidata 1 coy বায়োডাটা/ জীবন বৃত্তান্ত
2. S.S.Certficate er Photocopy and mark sheet er photocophy
3. NiD/ BRC from / জন্মনিবন্মন
4. Photo 6 copy/ ৬ কপি ছবি
কাগজ পত্র ডাঃ দ্বারা সত্যায়িত করবেন
ইস্টটিটিউট ভেটেনারী হেল্থ টেকনোলজী ivht
সরকার অনুমোদিত কলেজ কোড নং- ৬১১১৫)
Ivht
♦সিলেট অফিস
৯৫/বি ওয়েভস আম্বরখানা সিলেট মোবা ০১৭১১৩৩৭০১৯
Ivht
♦ঢাকা অফিস
বাড়ী-১২ রোড-৩৩ সেক্টর ৭ উত্তরা
মোবা ০১৭১১৩৩৭০১৯
Ivht
♦ময়মনশিংহ ক্লাস -
চাইনা ব্রীজ মৌড় হসপিটাল রোড মোবা-০১৭১১৩৩৭০১৯
♦ফোন করে সাক্ষাত সময় নিবেন তার পর সাক্ষাত
করবেন
জহির স্যার মোবা-০১৭১১৩৩৭০১৯
মোবা/ওয়ার্টসআপ ০১৭১১৯২১৪১৬
=================================
IFTI
কম্পিউটার ও টেকনিক্যাল কোর্সেভর্তি চলিতেছে-
গনপ্রজাত্ন্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড অধীভুক্ত কলেজ কোড নং 61099
৩ মাস/৬ মাস /১ মেয়াদী কোর্স
১.♦কম্পিউটার অফিস/এমএস ওয়ার্ড টাইপিং)
২.♦ গ্রাফিক্স ডিজাইন ও আউট সোর্সিং
৩.♦অামীন শীপ ও সার্ভেয়ার
৪.♦ ইলেকিট্রিকেল হাউজ ওয়ারিং
৫.♦ iCT&Fine Art
6.♦কেয়ার গিভার্স প্যারামেডিক
৭♦ ফাইন আর্টস ৩/৬/১২ মাস
৩ মাসের কোর্স ৮ হাজার
৬ মাসের কোর্স ফি ১৬ হাজার টাকা
১ বৎসরেরর কোর্স ফি ৩২০০০ টাকা
★যোগ্যতা-এস.এস.সি/সমমান
(ক্লাস সিস্টেম:-অলাইন ক্লাস ও সরাসরি ক্লাস)
সরকারী ও বেসরকারী চাকুরীতে আৃবেদন করা যাবে
★ভর্তির সময় যে কাগজ পত্র লাগবে
1.Biodata 1.copy/বায়োডাটা ১ কপি
2.S.S.C/ পাসের সার্টি ফিকেট ও মার্কসিটের
ফটোকপি
3.NiD/BRC/ জন্মনিবন্ধন
4.pic/PP size/ ৬ কপি ছবি
♦ভর্তির সময় ৬০০০ টাকা লাগবে
♦ইবনে অাকন্দ ফাউন্ডেশন টেকনিক ইন্সটিিটিউট
♦ ঢাকা অফিস-
বাড়ী১২ রোড ৩৩ সেক্টর ৭ উত্তরা
জহির স্যার-০১৭১১৩৩৭০১৯
♦সিলেট অফিস
৯৫/বি ওয়েভস অাম্বরখানা
জহির স্যার ০১৭১১৯২১৪১৬
♦ ময়মনশিংহ অফিস:
চাইনা ব্রীজ মোড় হসপিটাল রোড
জহির স্যার০১৭১১৩৩৭০১৯
♦মোবা-০১৭১১৯২১৪১৬ ;01711337019
সাক্ষাত ও ভর্তি করতে/হইতে চাইলে ফোন করে সময় ও দিন ঠিক করে যোগাযোগ করবেন
অনলাইনে যারা ভর্তি ও ক্লাস করবেন
===================
প্রথমে whatsapp এ
Biodata ও ছবি &
Education certificate
নাগরিকতত্ব সনদ
জন্ম নিবন্মন সনদ পাঠাবেন
Whats app গ্রুফ দেওয়া হবেZoom ক্লাস করতে
হবে টাকা বিকাশে লেনদেন করতে হবে
Jahir sir বিকাশ 01711337019
সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে এই খাবারগুলো খাবারের তালিকা থেকে বাদ দিন
===≠===========================
কে না চায় সুন্দরভাবে এই পৃথিবীতে অনেক দিন বেঁচে থাকতে? আর সুন্দরভাবে বেঁচে থাকার মূলমন্ত্র হলো সুস্বাস্থ্য ও রোগমুক্ত জীবন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই না জেনে বা না বুঝে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন অভ্যাসগুলো আয়ত্ত করে নেই যার মধ্যে অন্যতম হলো খাদ্যাভ্যাস।
হাঁ, আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের প্রতিদিনের খাবারের মেনুর উপর আমাদের সুস্বাস্থ্য এবং সুস্থতা অনেকাংশে নির্ভর করে। আর আজ আমি আপনাদেরকে ওই খাবারগুলো সম্পর্কে বলব যা শুধু আপনাকে অসুস্থ করে না সাথে আপনার আয়ুও কমিয়ে দেয়! চলুন জেনে নেই এমন দশটি খাবার সম্পর্কে যা আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিলে আপনি সুন্দরভাবে এবং সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন অনেক দিন।
ডায়েট পানীয়:
অধিকাংশ কৃত্রিম সুইটেনার সমৃদ্ধ খাবারে (যেমন- ডায়েট সোডা) কেমিক্যাল কালপ্রিট হচ্ছে অ্যাসপারটামি, যার সঙ্গে ব্রেইন টিউমার ও রক্ত-সম্পর্কিত ক্যানসারের (যেমন- লিউকেমিয়া ও লিম্ফোমা) সংযোগ পাওয়া গেছে। স্বাস্থ্য, খাবার ও পুষ্টি বিশেষজ্ঞ ক্যারোলিন ডিন বলেন, ‘অ্যাসপারটাটি ভেঙে নিউরোট্রান্সমিটার অ্যাস্পারটিক অ্যাসিডে পরিণত হয়, যা অন্যান্য অ্যামিনো অ্যাসিডের সঙ্গে আবদ্ধ না হলে স্নায়ু টিস্যুর জন্য বিষাক্ত বা নিউরোটক্সিক।’
এনার্জি ড্রিংক:
আপনি জানেন যে এসব অত্যধিক ক্যাফেইন সমৃদ্ধ পানীয় আপনার স্বাস্থ্যের জন্য ভীতিপ্রদ, কিন্তু তা সত্ত্বেও আপনি এখনো মাঝেমাঝে এসব পানীয় পান করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যদি আপনার আয়ু বাড়াতে চান ও সুস্থ থাকতে চান, তাহলে এ ধরনের পানীয় সম্পূর্ণরূপে বর্জন করাটাই সর্বোত্তম। ক্যালিফোর্নিয়ার স্যান্টা মনিকায় অবস্থিত প্রভিডেন্স সেন্ট জন’স হেলথ সেন্টারের কার্ডিওলজিস্ট নিকোলে ওয়েইনবার্গ বলেন, ‘এসব পানীয়তে এত বেশি ক্যাফেইন থাকে যে আপনার অনিয়মিত হৃদস্পন্দন সৃষ্টি হতে পারে।’ বিরল ক্ষেত্রে, অত্যধিক ক্যাফেইন গ্রহণে হঠাৎ মৃত্যু হতে পারে।
প্রক্রিয়াজাত মাংস:
মাঝেমাঝে লাঞ্চে ডেলি স্যান্ডুইচ খাওয়া সম্ভবত আপনাকে অসুস্থ করবে না, কিন্তু প্রতিনিয়ত ডেলি মিট ও প্রক্রিয়াজাত মাংস ভোজনের সঙ্গে অনেক ধরনের অসুস্থতার সংযোগ পাওয়া গেছে, যেমন- হৃদরোগ ও ক্যানসার, বলেন হাউসটনভিত্তিক ডায়েটিশিয়ান এবং ইটরাইটফিটনেস ডটকমের প্রতিষ্ঠাতা রজার. ই অ্যাডামস। প্রকৃতপক্ষে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রক্রিয়াজাত মাংসকে (অধিকাংশ ডেলি মিট, হট ডগস, হ্যাম, বেকন, সসেজ) কার্সিনোজেন হিসেবে শনাক্ত করেছে। অ্যাডামস বলেন, ‘১০ দেশের ২২ জন বিশেষজ্ঞ ৮০০ এর বেশি বৈজ্ঞানিক গবেষণা রিভিউ করে পেয়েছেন যে, প্রতিদিন ৫০ গ্রাম প্রক্রিয়াজাত মাংস ভোজনে কোলরেক্টাল ক্যানসারের ঝুঁকি ১৮ শতাংশ বেড়ে যায়। এছাড়া অধিকাংশ প্রক্রিয়াজাত মাংসের উচ্চ সোডিয়াম উপাদান স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী রক্তচাপ বৃদ্ধির কারণ হতে পারে।
সাদা চিনি ও সাদা ময়দার খাবার:
প্রক্রিয়াজাত, পরিশোধিত এবং সাদা চিনি ও সাদা ময়দার খাবার আপনার শরীরে হজমের জন্য স্বাস্থ্যকর নয়। এসব খাবার (যেমন- ব্রেড, ক্র্যাকার্স, সাদা ভাত, পাস্তা) অত্যধিক সরল কার্বোহাইড্রেট সরবরাহ করে যা দ্রুত রক্ত শর্করায় রূপান্তরিত হয়, এটি ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি করতে পারে এবং ডায়াবেটিস ও হৃদরোগের কারণ হতে পারে। ডা. ডিন বলেন, ‘চিনি হঠাৎ করে ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এবং যকৃতের সরল চিনি, গ্লুকোজ বিপাকের প্রক্রিয়াকেও পরিবর্তন করতে পারে।’ তিনি যোগ করেন, ‘চিনি অক্সিডেটিভ স্ট্রেস বৃদ্ধি করে এবং অভ্যন্তরীণ প্রদাহ সৃষ্টি করে যা মরিচা পড়ার অনুরূপ। এই অভ্যন্তরীণ মরিচা বয়স্কতার ছাপ ও বলিরেখা সৃষ্টি করে, কারণ এটি কোষকে ক্ষতিগ্রস্ত করে।’ চিনি অ্যাড্রিনাল গ্ল্যান্ড ও ইমিউন সিস্টেমের ওপর বিরূপ প্রভাব ফেলে। যখন অ্যাড্রিনাল ফাংশন ক্ষতিগ্রস্ত বা দুর্বল হয়, কোনো লোক নিম্ন রক্ত শর্করা, নিম্ন রক্তচাপ, নিম্ন শারীরিক তাপমাত্রা ও অবসাদ বা ক্লান্তিতে ভুগতে পারেন, বলেন ডা. ডিন।
এমএসজি সমৃদ্ধ খাবার:
মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি নামক উপাদান আপনার খাবারকে সুস্বাদু করে, কিন্তু এটির সঙ্গে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সংযোগ পাওয়া গেছে, যেমন- মাথাব্যথা, ফ্লাশিং, ঘাম নিঃসরণ, মুখমণ্ডলে চাপ বা টাইটনেস, অসাড়তা, সুঁই বিদ্ধ হওয়ার অনুভূতি, জ্বালাপোড়া, বুক ধড়ফড়, বুক ব্যথা ও বমিবমি ভাব। ডা. ডিন এমএসজি যুক্ত করা হয়নি এমন খাবার খেতে পরামর্শ দিচ্ছেন, যেমন- উচ্চ ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অর্গানিক বাদাম ও বীজ খেতে পারেন। আমাদের শরীরে ৭০০ থেকে ৮০০ এনজাইম অ্যাকশনের (যেমন- সঠিক ইমিউন ফাংশন, ইনসুলিন নিয়ন্ত্রণ, রক্ত শর্করার ভারসাম্য ও শক্তি উৎপাদন) জন্য ম্যাগনেসিয়াম গুরুত্বপূর্ণ।
চাইনীজ টেকআউট: কিছু এশিয়ান খাবারে উচ্চমাত্রায় লবণ ও চর্বি থাকে, যেমন- চাইনীজ টেকআউট। ডা. অ্যাডামস বলেন, ‘উচ্চ চর্বি সমৃদ্ধ খাবার আপনার স্থূলতা, হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি করতে পারে।’ তিনি যোগ করেন, ‘এসব খাবারে যোগ করা অত্যধিক সোডিয়াম দ্রুত রক্তচাপ বৃদ্ধি করতে পারে এবং নিয়মিত ভোজন করলে হৃদরোগের ঝুঁকি।’
গ্রিলড মাংস:
অ্যাডামস বলেন, ‘মাংসের পৃষ্ঠ যখন উচ্চ তাপের সংস্পর্শে আসে তখন একটি কেমিক্যাল রিয়্যাকশন হয়, যেখানে হিটেরোসাইক্লিক অ্যামাইন (এইচসিএ) এবং পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (পিএএইচ) সৃষ্টি হয়।’ গবেষণায় পাওয়া গেছে, এইচসিএ এবং পিএএইচ প্রাণীদের মধ্যে ক্যানসার সৃষ্টি করতে পারে এবং গবেষণায় এখনো মাংস রান্নার পদ্ধতি ও ক্যানসার ঝুঁকির মধ্যে সম্পর্ক নিয়ে তদন্ত চলছে। সুখবর হচ্ছে এই রিয়্যাকশন হ্রাস করার জন্য অনেক উপায় রয়েছে। ডা. অ্যাডামস রিয়্যাকশন হ্রাস বা প্রতিরোধ করতে নিম্ন চিনির ম্যারিনেড ব্যবহার করতে, সস বা তেলে মাংসকে ব্রাশিং করতে অথবা মাংসকে গ্রিলের ওপর রাখার পূর্বে পানিতে ভেজাতে পরামর্শ দিচ্ছেন। এছাড়া মাংস রান্নার সময় ঘনঘন নেড়ে, পোড়া মাংস কেটে ফেলে এবং মাংসকে নিম্ন তাপমাত্রায় রান্না করে ক্যানসারের ঝুঁকি কমানো যেতে পারে।
ট্রান্স ফ্যাট:
ফ্রেঞ্চ ফ্রাই, প্যাস্ট্রি, বিস্কুট বা কুকিজ ও অতি মিষ্টান্ন খাবারের অধিকাংশেই অত্যধিক মাত্রায় ট্রান্স ফ্যাট থাকে। মেট্রো ইন্টিগ্রেটিভ ফার্মেসির ট্রাডিশনাল ন্যাচারোপ্যাথ সাল্লি ওয়ারেন সতর্ক করেন, ‘ট্রান্স ফ্যাটের সঙ্গে প্রদাহ, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও জীবনের আয়ু কমাতে পারে এমন অন্যান্য ক্রনিক সমস্যার সংযোগ পাওয়া গেছে।’ গবেষণায় দেখা গেছে যে, ট্রান্স ফ্যাটি অ্যাসিড থেকে ২ শতাংশ শক্তি অর্জনে করোনারি হৃদরোগ বা সিএইচডি'র ঝুঁকি ২৩ শতাংশ বেড়ে যায়, যা হঠাৎ কার্ডিয়াক মৃত্যুর প্রধান রিস্ক ফ্যাক্টর।
ফাস্ট ফুড:
ফাস্ট ফুড আপনার শরীরের ওপর কি রকম নেতিবাচক প্রভাব ফেলে তা হয়তো আপনি ধারণাও করতে পারেন না। ক্যালিফোর্নিয়ার স্যান্টা মনিকায় অবস্থিত প্রভিডেন্স সেন্ট জন’স হেলথ সেন্টারের স্বাস্থ্য বিশেষজ্ঞ শেরি রস বলেন, ‘আপনার ডায়েট থেকে ফাস্ট ফুড অপসারণ আপনাকে ক্যালরি ও ফ্যাট হ্রাস করতে সাহায্য করবে। ডায়েট থেকে ফাস্ট ফুড অপসারণের কয়েক সপ্তাহের মধ্যে আপনার কোলেস্টেরল মাত্রা উন্নত হবে।’
অ্যালকোহলিক বেভারেজ:
অত্যধিক অ্যালকোহল পানে পুরুষ ও নারীর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। অল্প মাত্রায় অ্যালকোহল পানে কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া গেলেও তা কিন্তু পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। একটি বৈশ্বিক গবেষণা বলছে যে, অ্যালকোহল পানের কোনো নিরাপদ মাত্রা নেই, অর্থাৎ যেকোনো মাত্রার অ্যালকোহল পানে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকে। অ্যালকোহল পানে স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী ক্ষতি হয়, যা আপনার আয়ু হ্রাস করবে। অত্যধিক অ্যালকোহল পানের নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যে হৃদরোগ, লিভার ড্যামেজ, প্যানক্রিয়েটাইটিস (অগ্ন্যাশয়ের প্রদাহ), মুখের ক্যানসার, খাদ্যনালীর ক্যানসার, গলার ক্যানসার, লিভারের ক্যানসার ও স্তন ক্যানসার অন্তর্ভুক্ত। তাই অ্যালকোহল পরিহার করাটাই সবচেয়ে ভালো।
AMC dr akand sir 01711337019
অ্যাকিউট ও ক্রনিক প্যানক্রিয়াটাইটিস! অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস প্রদাহের কারণ লক্ষণ জটিলতা চিকিৎসা
কোন কারণে আমাদের প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়ে প্রদাহ হলে তাকে প্যানক্রিয়াটাইটিস Pancreatitis বলা হয়ে থাকে।প্যানক্রিয়াস দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এর অবস্থান পেটের ভেতর পাকস্থলীর পেছনে, যার ওজন প্রায় ৮০ গ্রামের মতো। প্যানক্রিয়াসের কাজ হল দু'টি। একটি হলো পাচক রস বা এনজ়াইম তৈরি করা। যা আমাদের খাবার হজম করতে সাহায্য করে। শর্করা, আমিষ এবং স্নেহ এই তিন ধরনের খাবার হজমেই সাহায্য করে অগ্ন্যাশয়ে তৈরি হওয়া এই উৎসেচক। প্যানক্রিয়াসের সঙ্গে আবার কিছু ডাক্টের মাধ্যমে ইনটেস্টাইন বা অন্ত্রের সংযোগ থাকে। যেগুলি দিয়ে প্যানক্রিয়াসে তৈরি পাচক রস অন্ত্রে পৌঁছয়। তার পরেই খাবার হজমের প্রক্রিয়া শুরু হয়। একে এক্সোক্রিন প্যানক্রিয়াস বলে। প্যানক্রিয়াসের আর একটি কাজ হল ইনসুলিন বা ব্লাড সুগার নিয়ন্ত্রণকারী হরমোন তৈরি করা। একে এন্ডোক্রিন প্যানক্রিয়াস বলে।
সাধারণত পাচক রস বা এনজ়াইমস তৈরি হওয়ার পরে তা প্যানক্রিয়াসে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অন্ত্রে পৌঁছনোর পরেই সেগুলি সক্রিয় হয়। এবং খাবার হজমের ক্ষমতা তৈরি হয়। কিন্তু কোনও কারণে যদি প্যানক্রিয়াসে থাকা অবস্থাতেই এনজ়াইমগুলি সক্রিয় হয়ে ওঠে, তখন তা প্যানক্রিয়াস গ্ল্যান্ডকেই হজম করতে শুরু করে। হজম করার এই প্রক্রিয়ার ফলে ইনফ্ল্যামেটরি মিডিয়েটর বেরোয়। যা ইনফ্ল্যামেশন বা প্রদাহে সাহায্য করে। অগ্ন্যাশয়ের এই প্রদাহকেই প্যানক্রিয়াটাইটিস বলে। প্যানক্রিয়াসের প্রদাহ দুই রকমভাবে হতে পারে-
অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস
অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস:- যে সকল কারণে উপরের পেটে মাঝারি হতে তীব্র ব্যথা হয় সেগুলির মধ্যে অ্যাকিউট প্যানক্রিয়াটইটিস বা প্যানক্রিয়াসের আকস্মিক তীব্র প্রদাহ অন্যতম। কোন কারণে আমাদের প্যানক্রিয়াসে আকস্মিক তীব্র প্রদাহ ঘটলে তাকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস বলা হয়ে থাকে। এর ফলে কিডনি কাজ করা বন্ধ করে দিতে পারে বা হার্টফেল হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের প্রধান কারণ পিত্তনালির পাথর বা গলস্টোন। এ ছাড়া অতিরিক্ত মদ্যপান, রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি, ডায়াবেটিস, অগ্ন্যাশয়ে আঘাত, এলোপ্যাথিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অতিরিক্ত ওজন, সার্জারি, ইনফেকশন, জন্মগত ত্রুটি, আলসার বা জিনগত কারণেও অগ্ন্যাশয়ের প্রদাহ হতে পারে। তবে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কারণ থাকে না।
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস:- প্রচুর মদ্যপানের কারণে দীর্ঘমেয়াদী বা ক্রনিক প্যানক্রিয়াটিটিস দেখা দেয়। এটা দীর্ঘসময় ধরে থাকে এবং রিয়েল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ছাড়া এর ঠিক হওয়ার সম্ভাবনাও খুবই কম থাকে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগীর ঘন ঘন পেটে ব্যথা হয়। খাদ্য হজম হয় না। ওজন কমে যায়। ফেনাযুক্ত পায়খানা হয়। ডায়াবেটিস হতে পারে।
অ্যাকিউট ও ক্রনিক প্যানক্রিয়াটাইটিস
প্যানক্রিয়াটাইটিস - লক্ষণ ও উপসর্গ
তীব্র পেটের উপরিভাগে এবং পিঠে ব্যথা
পেট ফুলে যাওয়া।
বমি বমি ভাব
বমি হওয়া
দ্রুত হৃদস্পন্দন
তীব্র ব্যথার সঙ্গে বমি হতে পারে
অনেক ক্ষেত্রেই রোগী অজ্ঞান হয়ে যায়
জ্বর হওয়া
ডায়েরিয়া হওয়া
ওজন কমে যাওয়া
অতিরিক্ত ঘাম হওয়া
অগ্নাশয় বা পিত্তনালি নালী বন্ধ হয়ে যাওয়া
পিত্তনালি সরু হয়ে গেলে জন্ডিস দেখা দিতে পারে
হঠাৎ প্রদাহে রোগী মারাও যেতে পারে
প্যানক্রিয়াটাইটিস - কারণগুলি কি কি
মদ্যপান
গলব্লাডারে পাথর
অগ্নাশয়ের বংশগত সমস্যা
এলোপ্যাথিক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া যেমন : স্টেরয়েড
পেটে আঘাত পাওয়া
প্যানক্রিয়াটিক ক্যান্সার
হাইপারগ্লাইসেমিয়া এবং হাইপারট্রাইগ্লাইসেরিডেমিয়া
মাম্পস
প্যানক্রিয়াটাইটিস - রোগ নির্ণয়
রক্তে অ্যামাইলেজের মাত্রা
আল্ট্রাসাউন্ড
কিছু ক্ষেত্রে সিটিস্ক্যান
কিছু ক্ষেত্রে ইআরসিপির
প্যানক্রিয়াটাইটিস - জটিলতা
অগ্ন্যাশয়ের প্রদাহ থেকে অনেক জটিলতা হতে পারে। যেমন :
অগ্ন্যাশয়ের ক্ষতিগ্রস্ত কোষে ঘা বা ফোঁড়া তৈরি হওয়া
শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেওয়ার কারণে খিঁচুনি হওয়া
অগ্ন্যাশয়-সংলগ্ন অন্ত্রনালি সরু হয়ে যাওয়া ইত্যাদি
অগ্ন্যাশয় ক্ষতিগ্রস্ত হলে উৎপন্ন তরল পদার্থ জমে জমে এক ধরনের সিস্ট Psendocyst তৈরি করে
জটিলতা হিসেবে রোগীর ডায়াবেটিসও হতে পারে
শ্বাসতন্ত্র আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট শুরু হতে পারে
অন্যান্য অঙ্গের কার্যকারিতা নষ্ট হতে পারে যেমন : কিডনি বিকল হওয়া, লিভার বিকল হওয়া ইত্যাদি
পিত্তনালি বন্ধ হয়ে গিয়ে জন্ডিস হতে পারে
ভালো হয়ে যাওয়ার পরও অনেক রোগী দীর্ঘমেয়াদি ধীরগতির প্রাদাহে আক্রান্ত হতে পারে। সঠিক সময়ে রোগনির্ণয় এবং চিকিৎসা শুরু না হলে রোগী মারা যেতে পারে
প্যানক্রিয়াটাইটিস - চিকিৎসা
এটি একটি জটিল প্রকৃতির সমস্যা। অগ্ন্যাশয়ে হঠাৎ প্রদাহ একটি জরুরি অবস্থা। যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করতে হয়। মনে রাখতে হবে, আইসিইউ-এর ব্যবস্থা রয়েছে, এমন হাসপাতালে রোগীকে ভর্তি করা ভাল। কারণ এ সময়ে হঠাৎই রোগীর বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করে, শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে আইসিইউ বা সিসিইউ জরুরি। পিত্তে পাথরের জন্য এই রোগ হলে অস্ত্রোপচার বাধ্যতামূলক হয়ে পড়ে। তবে প্যানক্রিয়াটাইটিস সারিয়ে নিয়ে তবেই অস্ত্রোপচার করতে হবে।
কেউ যদি বারবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হন, তখন প্যানক্রিয়াস ক্ষতিগ্রস্ত হতে থাকে। সে ক্ষেত্রে প্রপার হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো ফলাফল বয়ে আনে। দেখা যায় যারা এই সমস্যায় আক্রান্ত হন তাদের কিছু দিন পর পরই হাসপাতালে ভর্তি হতে হয়। এর চিকিৎসায় বিভিন্ন কারণে সার্জারি করার পরামর্শ দিয়ে থাকে এলোপ্যাথিক চিকিৎসকগণ কিন্তু এক্ষেত্রে এর চিকিৎসা বেশ ব্যয়বহুল। তবে আপনি হয়তো জেনে স্বস্তি পাবেন যে - প্যানক্রিয়াটাইটিস এর মতো জটিল প্রকৃতির রোগের অসাধারণ চিকিৎসা রয়েছে রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেমে। তবে এর জন্য অবশ্যই দক্ষ একজন হোমিও চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন আশা করি নিরাশ হবেন না ইনশা-আল্লাহ।
প্যানক্রিয়াটাইটিস - সাবধানতা
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হলে চর্বিজাতীয় খাবার যেমন ডিম, দুধ, রেড মিট এড়িয়ে চলতে হবে। তেল জাতীয় খাবার বা ভাজাভুজিও চলবে না। ধূমপান এবং মদ্যপানও বন্ধ করতে হবে।
পেনক্রিয়াস কি
অগ্নাশয়ের অবস্থান
অগ্নাশয় ইনফেকশন
পেনক্রিয়াস পাথর
প্যানক্রিয়াস ইনফেকশন
প্যানক্রিয়াটাইটিস রোগীর খাদ্য
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস
প্যানক্রিয়াটাইটিস ক্যান্সার
অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস
প্যানক্রিয়াটাইটিস বিশেষজ্ঞ
প্যানক্রিয়াস ইনফেকশন
অগ্নাশয় ভালো রাখার উপায়