Digitalmediaque
Marketing Agency
বিশ্বের অন্যতম এবং এক সময়ে সারা বিশ্বে রাজত্ব করা " নকিয়া" মোবাইল ব্র্যান্ড হারিয়ে যাওয়ার গল্পটা নিশ্চয়ই জানেন!
তারপরও বলছি তার কারণ ছিলো অনেক, তার মধ্যে প্রধান ৪ টি কারণ হলোঃ
- সময়ের সাথে সাথে আপডেট হতে বিলম্ব করা
- দাম্বিকতা " আমাদের চেয়ে সেরা কেউই হতে পারবে না"
- কম্পিটিটর এনালিসিসের দূর্বলতা, কিংবা অন্যদের দূর্বল ভেবে ইগনর করা!
- দূরদর্শিতার অভাব!!!
***কাউকেই নিজের থেকে ছোট কিংবা দূর্বল ভেবে অবহেলা করতে নেই, যার প্রমান আজকের 'ফেইসবুক!
**** অহংকার পতনের অন্যতম শিড়ি, হোক না সে মস্ত বড় মহাগুরু কিংবা বিশাল বড় কম্পানি; যার প্রমান আমাদের সবার ঘরে ঘরে পরিচিত বিশ্বের বিখ্যাত ব্র্যান্ড " নকিয়া"
আসসালামু আলাইকুম!!
আমরা যারা নতুন☺️....জেনে নিই প্রয়োজনীয় কিছু বিষয় ঃ
- খুব কম বাজেটের কাজে এপ্লাই করা উত্তম কারণ ও গুলোতে আমাদের সিনিয়ররা সাধারণত আমাদের কম্পিটিটর হন না, তাই কাজ পাওয়ার চান্স থাকে🤫
- নিজের সম্পর্কে না লিখে ক্লায়েন্ট যা চায় সে সম্পর্কে 'কৌশলে কাজের গুরুত্বপূর্ণ ২/৪ টা তথ্য তুলে ধরলেই ক্লায়েন্ট বুঝতে পারবে কাজটা আমার জানা আছে! তখন কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে☺️
- ইমার্জেন্সি, ছোট খাট অফার এসব কাজে নতুনদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি 'আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, বড় কাজগুলোতে কম্পিটিটর রা ও থাকবে বড় মাপের 'সো আমরা ওগুলো প্রথম প্রথম ইগনর করতে পারি🙄
- বড় কাজ নয় বরং ছোট খাট কাজগুলো করে ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারলে সে পরবর্তী তে বড় কাজে ও হায়ার করতে পারে যা আমার ক্ষেত্রে হয়েছে ৩/৪ বার, আমার ৪০$ একটা কাজ এখন প্রায় ১৭,০০০$ এ দাঁড়িয়েছে, ২০$ এর একটা কাজ এখন ৭০০$ পাই প্রতি মাসে😊
- ক্লায়েন্ট ইন্টারভিউ এর জন্যে নক করলে যতটা সম্ভব দ্রুততার সাথে এনসার দেয়া করা ট্রাই করবো😊
ফ্রিল্যান্সিং জগতে আমি ও নতুন, তাই নিজের অভিজ্ঞতা থেকে বিষয়গুলো শেয়ার করলাম🤩
ফেইসবুক এড কেন দিবেন?
ধরুন আপনার একটা দোকান আছে, আপনার কাস্টমার হলো যারাই আপনার দোকানের সামনে দিয়ে যাচ্ছে ওরাই' এমন সময় আপনার দোকানটা নজরে পড়লো এবং তার কিছু একটা দরকারি জিনিস চোখে পড়লো অথবা আপনার দোকানের কিছু আকর্ষণীয় জিনিস দেখে দাম দর করতে থাকলো এবং কিনেই নিলো, ব্যাপারটা এমনি👍
এবার ফেইসবুক এড নিয়ে বলি ঃ
ফেইসবুক নিউজফিডে হাজার মানুষ সারাদিন দেখেই যাচ্ছে তাদের পছন্দের বিষয় আসয়, ওখানে শুধু মাত্র আপনার দোকানের সামনের লোকজন নয় পুরো দেশ বিদেশের লোকজন দেখছে, তাহলে ফেইবুকেই যদি আপনি একটা দোকান খুলে বসেন তবে ভাবুন তো আপনার সেই দোকানটা দেশ বিদেশের সবাই দেখছে, এবং পছন্দের কিংবা দরকারি কোন পন্য পেলে দাম দর করে আপনার কাছ থেকে কিনে ও নিলো, তাহলে আপনার কাস্টমার কোথায় বেশি পেলেন?
হ্যাঁ আপনি যদি সততার সাথে বিজনেস করতে চান তবে পুরো পৃথিবীটাই হবে আপনার কাস্টমার আর লোভে পড়ে ঠকানো শুরু করলে তবে ফেইসবুক বিজনেস আপনার জন্যে নয়🙆♀️
জীবনের সংগ্রামটা হয় একান্তই ব্যক্তিগত, কিন্তু রেজাল্ট টা? - সবার!
- দিন শেষে রেজাল্ট ভালো হলে -👉 জানতাম তুমি পারবে, 👉জানতাম তুমি এমনটাই ছিলে, 👉আমরা সব সময় তোমার পাশে আছি, 👉আর দশ জনের চেয়ে তুমিই সেরা, 👉তোমার সফলতা মানেই আমাদের সফলতা।
-আর ব্যর্থ হলে - 👉জানতাম কিছুই হবে না, 👉নিজের যতটুকু আছে তাতে সন্তুষ্ট না থেকে অতি লোভ করতে গেলে কেন, 👉তোমার দুঃখ কষ্টের কথা আর কত শুনাবা, 👉এই জ্বালায় তোমার ফোন ধরতে ও ইচ্ছা করে না, 👉তোমার কথা ভাবা ছাড়াও তো আরো কাজ আছে নাকি?, 👉তোমার চিন্তা তুমি করোনা বাপু আমাদেরকে কেন সব সময় এতো বিরক্ত কর।
*তুমি সফল তো পুরো পৃথিবী তোমার, আর ব্যর্থ তো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার বাবা মা ভাই বোন আপন জনদের ভালোবাসা ও তুমি ছাড়া বাকি সবার*
::
::
::
::
Client Review | Florence Ashman | Digital Marketing | Social Media Management | @Upwork Today is 20th March, 2021 - From my first work(18th August 2020), I've surpassed my golden 10 months with upwork. I can't express my joy of working there in ...
***ফেইসবুক এড দরকার?***
🙄বুস্ট করে পেইজ রিচ হয়েছে প্রচুর; কিন্তু সেইল আসেনি একটাও?
আপনার দরকার প্রফেশনাল একজন "বিজনেস মেনেজার"
আপনার বিজনেস অনলাইনে দাঁড় করতে যা করতে হবেঃ
👉 বিজনেস পেইজ সেট আপ & অপটিমাইজেশন
👉 কোয়ালিটি এড ডিজাইন & কন্টেন্ট
👉 রিয়েল টাইপ অডিয়েন্স টার্গেটিং
👉 বিজনেস এড মেনেজার সেট আপ
👉 পেইড এডভার্টাইজমেন্ট & মনিটরিং
**মনে রাখবেন একটা বিজনেস পেইজ মানেই একটা অনলাইন দোকান আর ওয়েবসাইট মানেই একটা ভালো মানের অনলাইন শো-রুম**
****বুস্ট করে টাকা নষ্ট করবেন না প্লিজ****
****বিজনেস এড মেনেজার সেটআপ করে খরচ কমে আসবে অর্ধেকের চেয়ে বেশি****
*প্রতিটি এড রেজাল্টকেই গুরুত্ব দিয়ে কাজ করি আমরা*
::
::
::
Welcome Everyone!