Learning App BD

Learning App BD

This is an Educational Channel. We discus about most important topic which are very necessary for your outstanding preparation.

So follow our page and subscribe Learning App BD on YouTube. Learning App BD,General Knowledge,Bangla literature,Bangla 2nd Paper,Bangladesh and Global Studies,Science,Mathematics,Accounting,Finance and Banking,ICT,Computer,SSC,HSC,JSC,University Admission test,BCS exam,Government Job Preparation,NTRCA,Primary Teachers recruitment,BD,Recent General Knowledge,Current Affairs,Current World,Primary School teacher exam preparation.

15/05/2023

মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য কি আপনি সমর্থন করেন?

এই মুহূর্তে বাংলাদেশ/ চট্টগ্রাম থেকে কতদূরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় "মোচা" Weather Update | Cyclone Mucha 13/05/2023

তথ্য জানুন , সচেতন হ‌উন, নিরাপদ থাকুন।

এই মুহূর্তে বাংলাদেশ/ চট্টগ্রাম থেকে কতদূরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় "মোচা" Weather Update | Cyclone Mucha এই মুহূর্তে দিঘা থেকে ৭৮০ কিমি দূরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় "মোচা" ! Weather Update |ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ! | Cyclone MochaCyclone Mucha. ...

02/05/2023

🔥🔥 Job math previous year questions solution/ যে অংকগুলো বার বার আসে🔥🔥Math Short Cut🔥🔥

28/04/2023

SSC & HSC পরীক্ষায় যে ভুলগুলো করা যাবেনা!!! ভুল হলে করণীয় কি???? How to fill up OMR Sheet.

26/04/2023

বিসিএস পরীক্ষায় আসলো সমতা।
লেভেলপ্লেইং ফিল্ড এবার ঠিক আছে তো?
দীর্ঘদিন থেকে অভিযোগ সাইন্সের স্টুডেন্ট বিসিএস এ বেশি বেশি সুবিধা পায়, সেই অভিযোগের সত্যতা প্রমাণও হয়। এবার লেভেল প্লেয়িং ফিল্ড, সমানে সমান।
প্রশ্ন হবে এসএসসির সমমান।
সাইন্স আর্টস কমার্স সবার জন্য সমান।
কে কিভাবে দেখছেন?? আপনার মতামত জানাবেন।
সংগৃহীত

24/04/2023

দেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে ২৩/০৪/২০২৩ ইং তারিখে শপথ গ্ৰহণ করলেন জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথবাক্য পাঠ করালেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

20/04/2023

ম্যাজিক্যাল পদ্ধতিতে ​কয়েক সেকেন্ডে ক্রমিক সংখ্যা নির্ণয় করুন

15/04/2023

এক অসাধারণ মানুষের অমূল্য মন্তব্য
সংগৃহীত

27/09/2022

গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন

১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।
২। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১৯৩৯ সালে
৩। ATM-এর জনক কে?
উত্তর : জন শেফার্ড ব্যারন।
৪। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পায়?
উত্তর : ১৯৮৮ সালে
৫। সুমাত্রা দ্বীপ কোথায়?
উত্তর : ভারত মহাসাগরে
৬। পৃথিবীর বৃহত্তম দ্বীপ—
উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)
৭। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল
৮। "স্বাধীনতার আগে পিছে" লেখক কে?
উত্তর: শাবলু শাহাবউদ্দিন
৯। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান।
১০। দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?
উত্তর : ২০১১ সালে
১১। জাপানের বৃহত্তম দ্বীপ
উত্তর : হনসু
১২। ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পল জুলিয়াস রয়টার
১৩। দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী—
উত্তর : বন্দর সেরি বেগাওয়ান
১৪। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৫ সালে
১৫। বাংলাদেশের সাংবিধানিক নাম—
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
১৫। নিশীথ সূর্যের দেশ হলো—
উত্তর : নরওয়ে
১৬। কত সালে আরব-ইসরায়েল যুদ্ধ হয়?
উত্তর : ১৯৪৮ সালে
১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন—
উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।
১৮। চির শান্তির শহর—
উত্তর : রোম
১৯। এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?
উত্তর : ২০১৫ সালে
২০। হিসাববিজ্ঞানের জনক কে?
উত্তর : লুকা প্যাসিওলি
২১। ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ সালে
২২। রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?
উত্তর : সাজেক ভ্যালিকে।
২৩। সুয়েজ খাল জাতীয়করণ হয়—
উত্তর : ১৯৫৬ সালে
২৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ইতালির নাগরিক।
২৫। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়?
উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
২৬। বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৪১ সালে
২৭। WWW মানে কী?
উত্তর : World Wide Web
২৮। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি বলা হয়?
উত্তর : খাগড়াছড়ি
২৯। বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন?
উত্তর : ১৯৬৯ সালে
৩০। মালদ্বীপের দাপ্তরিক ভাষা কী?
উত্তর : ধিবেহি
৩১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে?
উত্তর : সাতটি
৩২। ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : অ্যালেন গিনসবার্গ
৩৩। সাঙ্গু ভ্যালি কোথায়?
উত্তর : চট্টগ্রামে
৩৪। মাইনমুখী ভ্যালি কোন জেলায়?
উত্তর : রাঙামাটি জেলায়
৩৫। কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকা—
উত্তর : ভেঙ্গি ভ্যালি
৩৬। জাফনা দ্বীপ কোথায়?
উত্তর : শ্রীলঙ্কা
৩৭। কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী—
উত্তর : জর্জ হ্যারিসন।
৩৮। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : বান্দরবান
৩৯। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।
৪০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন—
উত্তর : রিচার্ড নিক্সন
৪১। বাংলাদেশের ফুসফুস বলা হয়—
উত্তর : সুন্দরবনকে
৪২। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ইন্দিরা গান্ধী।
৪৩। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর : ২১ নভেম্বর।
৪৪। হোক্কাইডো দ্বীপটি কোথায়?
উত্তর : জাপানে
৪৫। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
৪৬। আবু মুসা দ্বীপ কোন সাগরে?
উত্তর : পারস্য উপসাগরে
৪৭। ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়?
উত্তর : মাদাগাস্কার
৪৮। ওকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন—
উত্তর : জাপান
৪৯। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৮২ সালে
৫০। আগুনের দ্বীপ হলো—
উত্তর : আইসল্যান্ড
৫১। ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?
উত্তর : কানাডা
৫২। ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয় কোন দেশকে?
উত্তর : রোম
৫৩। পৃথিবীর ছাদ হলো—
উত্তর : পামির মালভূমি
৫৪। শিকাগো শহরকে বলা হয়—
উত্তর : বাতাসের শহর
৫৫। কোন শহরকে দক্ষিণের রানি বলা হয়?
উত্তর : সিডনি
৫৬। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী হলেন—
উত্তর : নিশাত মজুমদার
৫৭। পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ
৫৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে
উত্তর : ১৯২১ সালে
৫৯। BRICS-এর সদস্যগুলো হলো—
উত্তর : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা
৬০। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে?
উত্তর : ২০১৬ সালে
৬১। সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি
৬২। ভাটির দেশ নামে পরিচিত
উত্তর : বাংলাদেশ
৬৩। ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে?
উত্তর : স্ট্রম্বোলি
৬৪। গুগলের প্রতিষ্ঠাতা—
উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।
৬৫। মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০০৪ সালে
৬৬। টুইটারের যাত্রা শুরু হয়—
উত্তর : ২০০৬ সালে
৬৭। মার্কেটিংয়ের জনক কে?
উত্তর : ফিলিপ কটলার
৬৮। এনাটমির জনক—
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস
৬৯। ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য
৭০। আধুনিক শিক্ষার জনক—
উত্তর : সক্রেটিস
৭১। আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তর : বাল মেগারিজ।
৭২। নিষিদ্ধ শহর বলা হয়—
উত্তর : তিব্বতকে
৭৩। মুক্তার দেশ—
উত্তর : কিউবা
৭৪। ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।
৭৫। WWW-এর জনক কে?
উত্তর : টিম বার্নাস লি ।
৭৬। ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলিনসন।
৭৭। ‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার জেলায়
৭৮। হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি।
৭৯। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার
৮০। বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তর : মালভূমি
৮১। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?
উত্তর : পঞ্চগড়কে
৮২। আধুনিক ফিন্যান্সের জনক কে?
উত্তর : ড. ইউগেন ফামা।
৮৩। বাংলাদেশের আমাজান বলা হয়—
উত্তর : সিলেটের রাতারগুল বনকে
৮৪। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছকে
৮৫। সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে?
উত্তর : রাঙামাটিকে
৮৬। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা?
উত্তর : নারায়ণগঞ্জ
৮৭। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়—
উত্তর : চট্টগ্রামকে
৮৮। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে?
উত্তর : সিলেট
৮৯। ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রাম
৯০। সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তর : অ্যালান এমটাজ।
৯১। ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি?
উত্তর : ডট কম।
৯২। বাংলাদেশে শীতল পানির ঝরনা অবস্থিত?
উত্তর : কক্সবাজার
৯৩। গরম পানির ঝরনা অবস্থিত কোথায়?
উত্তর : সীতাকুণ্ড
৯৪। বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা?
উত্তর : বরিশাল
৯৫। বাংলাদেশের দ্বীপের রানি বলা হয়—
উত্তর : ভোলা জেলাকে
৯৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কী?
উত্তর : সংবিধান
৯৭। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?
উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।
৯৮। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়) আছে?
উত্তর : ১১টি।
৯৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
উত্তর : ১৫৩টি।
১০০। প্রকৃতির কন্যা বলা হয়—
উত্তর : সিলেটের জাফলংকে

06/09/2022

জেনেভা,সুইজারল্যান্ড:
ক) যে সংস্থার নাম প্রথমে I/W এবং শেষে U/R/Oআছে তাদের সদর দপ্তর এখানে। যেমন: WHO, WTO, ILO, ISO, WIPO, IPU, ITU

খ) SARRC এবং CIRDAP ব্যতিত ‘R’ যুক্ত সকল সংস্থার দপ্তর এখানে। যেমন: OHCHR, UNHCR, UNHRC, ICRM, UNITAR, UNRISD, RED CROSS.

গ) অন্যান্য: কোন সংস্থার নামের সাথে T এবং C যুক্ত থাকলে সদর দপ্তর এখানে। যেমন: UNCTAD, ITC.

২) ওয়াশিংটস ডিসি, যুক্তরাষ্ট্র: ‘I’ শুরু এবং A/B/C/D/E দিয়ে শেষ হলে সদর দপ্তর এখানে। IMF, IFC, IDA, IDB, IBRD, ICSID ব্যাতিক্রম: MIGA, OAS.

৩) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: কোন সংস্থার নামের সাথে UN এর সাথে E/Fযুক্ত থাকলে সদর দপ্তর এখানে। যেমন: UNIFEM.UNICEF, UNFPA ব্যতিক্রম: UN,UNDP . ৪) রোম, ইতালি: যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলোর সদর দপ্তর এখানে। যেমন: IFAD, WEP, FAO

আমেরিকাঃ ১।জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক ২। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক ৩ UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে

৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক ৫। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

৬। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন ডিসি ৭।IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি

৮!IDA ( Int’l Development Association) বৃটেনঃ ৯। কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন১০ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় – হোয়াইট হল, লন্ডন ১১। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন ১২। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন। সুইজারল্যান্ড ১৩।আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।

১৪। ২১। WHO এর সদর দপ্তর=জেনেভা ১৫।WTO এর সদর দপ্তর= জেনেভা। ১৬। WLO এর সদর দপ্তর= জেনেভা ১৭।ILO-এর সদর দফতর= জেনেভা। ১৮।WIPO এর সদর দপ্তর=জেনেভা ১৯ ।UNCTD এর সদর দপ্তর= জেনেভা

২০।ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা বেলজিয়ামঃ ২১।ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস, বেলজিয়াম ২২। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস, বেলজিয়াম. অস্ট্রিয়া ২৩। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা, অস্ট্রিয়া ২৪।OPEC এর সদর দপ্তর= ভিয়েনা,অস্ট্রিয়া ২৫। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা,অস্ট্রিয়া ২৬।ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ ২৭।OPCW (Organisation for the Prohibition of ChemicalWeapons) এর সদর দপ্তর= হেগ

২৮।আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ ফ্র্যান্সঃ ২৯।ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও, ফ্র্যান্স ৩০। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স। ৩১।UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে ইতালি ৩২। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম,ইতালি ৩৩।FAO এর সদর দপ্তর=রোম , ইতালি চীনঃ ৩৪।NDB সদর দপ্তর- সাংহাই , চীন ৩৫।AIIB সদর দপ্তর- বেইজিং, চীন ৩৬।

IRRI-এর সদর দপ্তর= লস ব্যানোস,ফিলিপাইন ৩৭।এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা,ফিলিপাইন ৩৮।ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা, সৌদি আরব ৩৯।OIC এর সদর দফতর= জেদ্দা,সৌদি আরব ৪০।BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা ৪১।‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা ৪২। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু) ৪৩।D-8 (Developing 8) এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক ৪৪।UNU (United Nation University)= টোকিও, জাপান।

৪৫।ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড ৪৬। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত) ৪৭। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি। ৪৮।PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন ৪৯।NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন

৫০।G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন ৫১।G-77সদর দপ্তর=সদর দপ্তরবিহীন জেনেভা,সুইজারল্যান্ডঃ ক) যে সংস্থার নাম প্রথমে I/W এবং শেষে U/R/Oআছে তাদের সদর দপ্তর এখানে।

যেমন: WHO, WTO, ILO, ISO, WIPO, IPU, ITU খ) SARRC এবং CIRDAP ব্যতিত ‘R’ যুক্ত সকল সংস্থার দপ্তর এখানে। যেমন: OHCHR, UNHCR, UNHRC, ICRM, UNITAR, UNRISD, RED CROSS.

The Daily Star 12/08/2022

ক্যারিয়ার
বিল গেটস, জ্যাক মা ও ইলন মাস্কের সাফল্যের ‘৫ ঘণ্টা নীতি’
আপনি হয়তো দিনের পর দিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সফলতা পাচ্ছেন না। ক্যারিয়ারের একটি স্থির অবস্থানে আটকে আছেন। সারাদিনের ক্লান্তিকর সব কাজের পর বাসায় ফিরে চাপ দূর করতে ঘণ্টার পর ঘণ্টা ফোন হাতে সময় কাটিয়ে দিচ্ছেন। এটা মাঝে মাঝে হলে ঠিক আছে, কিন্তু প্রতিদিনকার ঘটনা হলে তা মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয়।

এ কারণে বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা তাদের অবসর সময় কাটান নতুন কিছু শেখার মাধ্যমে।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
প্রতিদিন এক ঘণ্টা করে সময়ের সঠিক ব্যবহার হতে পারে আপনার সাফল্যের চাবিকাঠি। তবে, সাফল্যের চূড়ান্তে থাকা বিশ্বের বহু বিখ্যাত মানুষের প্রধান অস্ত্র হচ্ছে, '৫ ঘণ্টা নীতি' বা 'ফাইভ-আওয়ারস রুল'।

বিল গেটস, জ্যাক মা, ইলন মাস্ক, অপরাহ উইনফ্রে, মার্ক জাকারবার্গসহ অনেকেই তাদের সাফল্যের জন্য '৫ ঘণ্টা নীতি' অনুসরণ করেন।

১৮ শতকে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই নীতি প্রথম ব্যবহার করেছিলেন। ধারণাটি এমন ছিল, দিনে এক ঘণ্টা শেখার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি করা। ফ্র্যাঙ্কলিনের দ্বারা অনুপ্রাণিত হয়ে, ইম্প্যাক্টের প্রতিষ্ঠাতা মাইকেল সিমন্স, '৫ ঘণ্টা নীতি' প্রবর্তন করেন।

থমাস কোরলি তার বই, 'রিচ হ্যাভিটস: দ্য ডেইলি সাকসেস হ্যাবিটস অব ওয়েলদি ইনডিভিজুয়্যাল'-এ ধনী ও সফল ব্যক্তিদের সাধারণ কিছু অভ্যাস তুলে ধরেন। তিনি ৫ বছর ধরে, ২০০-এরও বেশি সেলফ-মেড মিলিয়নিয়ারের ওপর গবেষণা করে দেখেছেন, তারা টিভি দেখেন না। তার পরিবর্তে ৮৬ শতাংশ দাবি করেছেন, তারা বই পড়েন। ৬৩ শতাংশ জানান, তারা সকালে যাতায়াতের সময় অডিওবুক শোনেন।

প্রোডাক্টিভিটি বিশেষজ্ঞ চনসে ম্যাডক্স বলেছেন, 'সফল ব্যক্তিরা যে পড়েন তা কোনো গোপন বিষয় নয়। সাধারণত একজন মিলিয়নিয়ার প্রতি মাসে ২ বা তার বেশি বই পড়েন।' তিনি সবাইকে পরামর্শ দেন 'অবসরের সময় ব্লগ, নিউজ সাইট, ফিকশন এবং নন-ফিকশন পড়তে। যাতে আরও বেশি জ্ঞান অর্জন করা যায়।' আর আপনি যদি প্রায়শই চলাফেরার মধ্যে থাকেন, তাহলে অডিওবুক বা পডকাস্ট শুনতে পারেন।

বিল গেটস দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, 'ছোট থেকেই, আমার শেখার অন্যতম প্রধান উপায় হলো বই পড়া।' বিল গেটস প্রতি বছর প্রায় ৫০টি বই পড়েন এবং তিনি একা নন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগকারীদের একজন হিসাবে প্রশংসিত ওয়ারেন বাফেট প্রতিদিন প্রায় ৬ ঘণ্টা বই পড়ার পেছনে ব্যয় করেন। যেখানে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্করা দিনে মাত্র ২০ মিনিট পড়ার পেছনে ব্যয় করেন।

বাফেট বলেন, 'জ্ঞান এইভাবে কাজ করে। এটি চক্রবৃদ্ধি সুদের মতো বাড়তে থাকে। আপনারা সবাই এটা করতে পারেন, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা অনেকেই এটা করবেন না।'

প্রেসিডেন্ট ওবামাও একমাত্র নেতা নন, যিনি তার সাফল্যের জন্য বই পড়াকে উল্লেখ করেছেন।

হয়তো আপনি ভাবছেন, কার এত সময় আছে বই পড়ার মতো। সারাদিনের বিভিন্ন কাজের মাঝে সময় খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। সেক্ষেত্রে, যদি বারাক ওবামা হোয়াইট হাউসে থাকা অবস্থায় বই পড়ার জন্য সময় বের করতে পারেন, তাহলে আপনার কাছে কী অজুহাত আছে?

'৫ ঘণ্টা নীতি' যেভাবে কাজে লাগাবেন

প্রতিদিন এক ঘণ্টা বা সপ্তাহে ৫ ঘণ্টা শেখা এবং অনুশীলনের জন্য বিনিয়োগ করুন। এর অর্থ হলো অন্যান্য কাজের দ্বারা বিভ্রান্ত না হয়ে, শেখা এবং উন্নতির জন্য আপনার সম্পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য সময় আলাদা করা। এটা এতই সহজ।

যদিও বিভিন্ন কাজে আপনার সারা দিনের বেশিরভাগ সময় কেটে যায়, ফ্র্যাঙ্কলিন সেক্ষেত্রে দিন শুরু হওয়ার আগেই সকালে এক ঘণ্টা আলাদা করে নিতেন। যারা কর্মস্থলে যাতায়াতের ওপর থাকেন তারা অডিও বুক ও পডকাস্ট শুনতে পারেন বা যাত্রার মাঝে পড়তে পারেন। কিংবা, নিবেদিত শিক্ষণের জন্য আপনার দিনের শুরুতে এবং শেষে ৩০ মিনিট করে, এক ঘণ্টা আলাদা করে নিতে পারেন।

'৫ ঘণ্টা নীতির' ৩ অংশ

কৌশলটিকে ফলপ্রসূ করতে একে ৩টি অংশে ভাগ করা হয়।

বই পড়া

পড়ার জন্য সময় ব্যয় করুন। অনেক সফল মানুষের অভ্যাস বই পড়া এবং কোনো কিছু শেখার জন্য একটি সহজ এবং সুবিধাজনক উপায় হলো বই পড়া। বেশিরভাগ ক্ষেত্রে সফল ব্যক্তিরা ফিকশন কম পড়েন, নন-ফিকশন, জীবনী এবং সংবাদ প্রতিবেদনের পাতা উল্টাতে বেশি সময় ব্যয় করেন। বর্তমানে ই-বুকের সহজপ্রাপ্যতার কারণে আপনি যেখানেই থাকেন না কেন যেকোনো বিষয়ে পড়তে পারবেন।

আলিবাবার সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা বলেছেন, 'প্রচুর বই পড়ার ফলে কোনো বিষয়ে আপনি ভালো একটি সূচনা করতে পারবেন; যা প্রায়শই আপনার সহকর্মীরা পারবে না। যারা প্রচুর বই পড়েন তাদের বিভিন্ন বিষয়ে জানার সম্ভাবনা বেশি।'

আপনি যদি প্রথমেই, প্রতিদিন এক ঘণ্টা বা তার বেশি পড়ার প্রতিশ্রুতি দিতে না পারেন। তাহলে, আগে ২০ থেকে ৩০ মিনিট দিয়ে শুরু করতে পারেন।

ভাবুন

আপনার কাজের বিষয়ে ভাবনা-চিন্তা করতে সময় ব্যয় করুন। আপনি যা শিখলেন, আপনার চিন্তাভাবনা এবং ভুলগুলোর বিষয়ে চিন্তা করা বা ভাবতে শেখা একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি হতে পারে কেবল দেয়ালের দিকে তাকিয়ে ভাবা বা আপনার চিন্তাভাবনাগুলোকে কোথাও লিখে ফেলা।

২০১৪ সালে, টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, মানসিক বিশ্রাম ও চিন্তা করা শেখার ক্ষেত্রে সহায়ক।

কোনো বিষয়ে না ভাবলে অনেক বেশি শেখার চেষ্টা আপনাকে বিভ্রান্ত করে ফেলতে পারে এবং আপনাকে নতুন বিষয়ে দক্ষতা অর্জনে বাধা দিতে পারে। এটি গুরুত্বপূর্ণ যে আপনার ভাবনার সময়টি যেন সুগঠিত হয়, না হলে আপনি বিভ্রান্ত হতে পারেন।

সব সময় একটি জার্নাল রাখার চেষ্টা করুন, আপনি যে বিষয়টি শিখছেন সে বিষয়ে ভাববার খোরাক যোগাবে। চিন্তা-ভাবনার মাধ্যমে অতীতে করা ভুল থেকে শেখার সুযোগ পাওয়া যায় এবং সেইসঙ্গে আপনি কোন কাজগুলো সঠিকভাবে করেছেন তাও মূল্যায়ন করা যায়।

গবেষণা

আপনি যখন জ্ঞানার্জন করতে শুরু করলেন এবং ভুল করে বা কোনো বিষয়ে চ্যালেঞ্জ গ্রহণের মধ্য দিয়ে চিন্তা করার প্রক্রিয়া অর্জন করলেন, তখন পরবর্তী যৌক্তিক পদক্ষেপ হচ্ছে গবেষণা বা এক্সপেরিমেন্ট। এর মাধ্যমে আপনি দেখতে পারবেন কোনটি কাজ করছে এবং কোনটি করছে না; যা '৫ ঘণ্টা নীতির' একটি মৌলিক অংশ। এক্সপেরিমেন্ট এত কার্যকর হওয়ার কারণ হলো আপনার কাছে তখন তথ্য আছে, অনুমান নয়। বিভিন্ন ক্ষেত্রে নতুন কিছু সমাধানের চেষ্টা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

আপনার নতুন আইডিয়াগুলো পরীক্ষার জন্য প্রতি সপ্তাহে কিছু সময় আলাদা করে রাখুন, এবার সেগুলো যতই উদ্ভট হোক না কেন। বিশ্বের সবচেয়ে সফল কিছু পণ্য পরীক্ষা-নিরীক্ষার ফলাফল স্বরূপ তৈরি হয়েছে।

বেনজামিন ফ্র্যাঙ্কলিন এবং টমাস এডিসন তাদের পরীক্ষার কারণে শীর্ষস্থানীয় উদ্ভাবক এবং চিন্তাবিদ হয়ে ওঠেন।

এ ক্ষেত্রে জ্যাক মা'র পরামর্শ হলো, আপনি যে জ্ঞান অর্জন করেছেন, তা বাস্তব জীবনে প্রয়োগ করুন। যেমন: সহযোগিতা এবং দলগত কাজ সম্পর্কে একটি বই পড়ার পরে আপনি সেই জ্ঞান ব্যবহারের বা পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবক দলে যোগ দিতে পারেন।

কয়েকটি লক্ষ্যণীয় বিষয়

আপনি যখন শেখার অভ্যাস তৈরি করবেন, তখন আপনি সম্ভবত আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে আরও সফল হবেন। বই পড়ার অভ্যাসে বিনিয়োগ, আপনাকে লাভবান করবেই। তবে, এ ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

শেখার সঙ্গে কাজকে গুলিয়ে ফেলবেন না

শেখার সঙ্গে কাজকে গুলিয়ে ফেলা সহজ এবং এভাবেই আপনি আটকে যেতে পারেন। আপনি ভাবতে পারেন, সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করা আপনার উন্নতির জন্য যথেষ্ট, কিন্তু সেটি খুব কমই হয়। আপনি যখন প্রতিদিনের সমস্যাগুলোতে মনোনিবেশ করছেন, আপনি নিজেকে বিকাশ এবং বৃদ্ধির জন্য সময় দিচ্ছেন না। প্রতিদিন কাজ করতে গিয়ে কিছু শিখতে পারেন, এই আশার বিপরীতে ৫ ঘণ্টা নীতি ইচ্ছাকৃতভাবে শেখার বিষয়ে গুরুত্ব দেয়।

শুধু প্রোডাক্টিভিটি নয়, উন্নতিতে মনোযোগ দিন

আপনি মনে করতে পারেন, আপনি যত বেশি প্রোডাক্টিভ, তত বেশি সফল হবেন। প্রোডাক্টিভিটি সাফল্যের জন্য ভূমিকা পালন করে বটে, কিন্তু শিক্ষা ছাড়া এটি অকার্যকর। আপনি যদি দীর্ঘমেয়াদী আত্মউন্নয়নের পরিবর্তে, ক্রমাগত আপনার বর্তমান কাজের দিকে মনোনিবেশ করতে থাকেন, তাহলে আপনি জীবনে খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারনে না।

সপ্তাহে '৫ ঘণ্টা নীতি' মেনে চলা বেশ কঠিন হতে পারে, কারণ এটি আপনাকে তাৎক্ষণিক কোনো ফলাফল এনে দেবে না। কিন্তু দীর্ঘমেয়াদে আপনি এটিকে অবশ্যই ধন্যবাদ জানবেন।



তথ্যসূত্র: দ্য সিইও ম্যাগাজিন, এন্ট্রাপ্রেনিউর.কম, লাইফ হ্যাক

The Daily Star Journalism Without Fear or Favour

05/08/2022
01/08/2022

১০০টি গুরুত্বপূর্ণ Idioms & phrases (পর্ব-২)
✪ By the grace of Allah - আল্লাহর অনুগ্রহে
✪ By hook or by crook – যেভাবেই হোক।
✪ hush money – ঘুষ
✪ Bad blood - মনোমালিন্য
✪ Bosom friend - অন্তরঙ্গ বন্ধু
✪ chip of the old block – বাপকা বেটা
✪ crocodile tears – মায়া কান্না
✪ In time – ঠিক সময়ে
✪ c**k and bull story – গাজাঁখুরী গল্প
✪ have a bad time – দুঃসময়ে পড়া
✪ In a hurry – তাড়াহুড়ার মধ্যে
✪ dead of night – মধ্য রাত্রি
✪ By and large - মোটামুটি।
✪ By heart – মুখস্ত করা।
✪ By turns – পর্যায়ক্রমে।
✪ By mistake – ভুলক্রমে
✪ By the bye– বিদায়ের মাধ্যমে
✪ By fair means or foul – যে-কোন উপায়ে।
✪ By leaps and bounds – অতি দ্রুতগতিতে।
✪ By dint of – প্রভাবে।
✪ By rote – না বুঝে মুখস্ত করা।
✪ By far – অনেকাংশে।
✪ By contrast – তুলনায়।
✪ By all means – সর্বোতোভাবে।
✪ By stage – ধাপে ধাপে।
✪ By no means – কোনক্রমেই না।
✪ By fits and starts – অনিয়মিত।
✪ By this time – এতক্ষণে।
✪ By the by – কথা প্রসঙ্গে।
✪ A bed Of Roses - সুখ-স্বাচ্ছন্দপূর্ণ জীবন
✪ A bed of thorns - কন্টকময় জীবন
✪ A black sheep - কুলাঙ্গার
✪ A piece of cake - খুবই সহজ
✪ A rainy day - দুর্দিন
✪ ABC - প্রাথমিক জ্ঞান
✪ Above all - সর্বোপরি
✪ After all - সবকিছু সত্ত্বেও
✪ All on a sudden - হঠাৎ
✪ As if - যেন
✪ At all - আদৌ
✪ At all events - যাই ঘটুক সব ক্ষেত্রে
✪ At bay - কোনঠাসা
✪ At large - স্বাধীন
✪ At last - অবশেষে
✪ At once back and call - বাধ্য
✪ Bag and baggage - তল্পিতল্পাসহ
✪ Big gun - নেতৃস্থানীয় ব্যক্তি
✪ At random - বেপরোয়া
✪ Bad faith - বিশ্বাসঘাতকতা
✪ Bid fair - ভালো কিছু আশা করা
✪ As usual - যথারীতি
✪ At a stretch - একটানা
✪ At arm’s length - দূরে
✪ At least - অন্তত
✪ At one’s own sweet will - খুশিমতো
✪ At sixes and sevens - বিশৃংখলা অবস্থায়
✪ Beggar description - বর্ণনাতীত
✪ Big cheese - দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তি
✪ Bring to book - শাস্তি দেয়া
✪ Build castle in the air - আকাশ-কুসুম চিন্তা করা
✪ Far and wide - সর্বত্র
✪ Bone of contention - বিবাদের বিষয়
✪ Bring to light - প্রকাশ করা
✪ By and by - শীঘ্র
✪ all but – প্রায়
✪ birds eye view – মোটামুটি ধারনা
✪ blue blood – অভিজাত বংশের রক্তবহনকারী
✪ call a spade a spade – অপ্রিয় সত্য কথা বলা
✪ come off with flying colours – জয়লাভ করা
✪ dead language – যে ভাষা এখন আর কথ্য নয়
✪ fish in a troubled water – এলোমেলো অবস্থায় সুযোগ নেওয়া
✪ breathe out – নিঃশ্বাস ত্যাগ করা
✪ but me no buts – কিন্তু কিন্তু করো না
✪ catch red handed – হাতে নাতে ধরা
✪ clever hit – কথার মতো কথা
✪ come to light – প্রকাশিত হওয়া
✪ cut to the quick – মর্মাহত হওয়া
✪ end in smoke – ব্যর্থ হওয়া
✪ feather ones nest – কাজ গুছিয়ে নেওয়া
✪ fish out of water – অস্বস্তিকর ব্যাপার
✪ from a to z – প্রথম হতে শেষ অব্দি
✪ get rid of – মুক্তি পাওয়া
✪ cringing flatterer – খঁয়ের খা
✪ curry favour – তোষামদ করিয়ে প্রিয় হওয়া
✪ dead against – তীব্র বিরোধী
✪ die in harness – কর্মরত অবস্থায় মারা যাওয়া
✪ fall flat – ফলপ্রসূ না হওয়া
✪ fight shy – এড়িয়ে চলা
✪ flesh and blood – রক্তমাংশের শরীর
✪ from hand to mouth – দিনে আনে দিন খায়
✪ gift of the gab – বাককটুতা
✪ hard nut to crack – কঠিন সমস্যা
✪ head and ears – সমপূর্ণরপে
✪ hold good – প্রযুক্ত হওয়া
✪ household word – সকলের পরিচিত নাম
✪ in cold blood – ঠান্ডা মাথায়
✪ in full swing – পুরোদমে
✪ in the long run – পরিশেষে
✪ ins and outs – খুঁটিনাটি সবকিছু
✪ kith and kin – নিকট আত্মীয়
✪ maiden speech – প্রথম বক্তৃতা

🔥 Follow us

07/07/2022

💥বিগত বিসিএস, নন ক্যাডার, ব্যাংক, নিবন্ধন ও প্রাইমারী পরীক্ষায় এসেছিল। সকল পরীক্ষায় এগুলো বারবার আসে। নিচে গুরুত্বপূর্ণ ৮০ টা spelling দেওয়া হল:

1) Achievement (2018,2013,2012,2010)
2) Accelerate (2018,12, 14)
3) Assessment(2010,14)
4) Adulteration (2018,09,13)
5) Acquiescence (2013)
6) Acclamation (2013)
7) Accessible (2005,10,11,13)
8) Agreeable (2012)
9) Agriculture (2012)
10) Ascertain (2012)
11) Accession (2011)
12) Acquaintance (2010)
13) Assignment (2010)
14) Alleviation (2010)
15) Absorb (2010)
16) Accommodation (2007)
17) Bouquet (2006,09,10,15)
18) Bureaucrat (2012,13,15)
19) Brochure (2012)
20) Believable. (2010)
21) Barrier (2010)
22) Belligerent (2009)
23) Committee (2010,15)
24) Catastrophe (09,13,14)
25) Conqueror (09,1314)
26) Collaboration (06,10,11,12 13)
27) Connoisseur (09,13)
28) Commission (08,11,12,13)
29) Contiguous (08,12)
30) Commemorate (2012)
31) Commentary (06, 07,11)
32) Conscientious (2010)
33) Ceiling (2010)
34) Constellation (08,10)
35) Chrysanthemum (2009)
36) Conspicuous (2008)
37) Conquer (2002)
38) Counsil (1990)
39) Diarrhoea (2001,2018)
40) Dysentery (06,08,10,11,14)
Join the group.
41) Exaggerate (2014)
42) Embarrassment (2012,13)
43) Exhilaration ( 2008,10,13)
44) Encyclopedia/Encyclopaedia (2009,11,13)
45) Efflorescence (2008,13)
46) Explanation (2012)
47) Elementary (2010)
48) Exemplary (2009,10)
49) Education (1997)
50) Foreigner (2009,10)
51) Grievance (2008,09,10,12,13)
52) Forfeit (2008,09)
53) Guillotine (2013)
54) Grammatic (2011)
55) Humorous (2018,2013,2012)
56) Heterogeneous (06,09,13)
57) Incandescent.( 2009,13)
58) Indispensable (2011)
59) Jewellery (2010,12,13)
60) Kaleidoscope (2009,13)
61) Lieutenant (06)
62) Misspell (2013)
63) Missionary (09,13)
64) Moustache/mustache ( 2009,13)
65)Psychology (09,11,12)
66) Magnanimous (2010)
67) Occasion (08,09,10,11)
68) Possession (10,12)
69) passenger (2010)
70) professional (2010)
71) personnel ( 2007)
72) Sovereignty (2016 muktijuda kuta)
73) Supersede -(2015)
74) Secretariat (2014)
75) Surveillance (09,13)
76) Sabotage (2013)
77) Satellite (09,10)
78) Sedentary (2012)
79) superstitious (09)
79) Tsunami (2015)
80)Tuition (1995)

Collected

04/07/2022

📝পরীক্ষার খাতায় লেখার নিয়ম:

🌟হাতের লেখা:
হাতের লেখা ভালো হতে হবে এমন কোন কথা নেই। তবে হাতের লেখা পরিষ্কার হতে হবে। হাতের লেখা ভালো হলে পরীক্ষকের পরীক্ষার্থীর সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরী করে যার প্রভাব সম্পূর্ণ খাতার উপরেই পড়ে। কাটা-ছেঁড়া কম করার চেষ্টা করবে, কাটা গেলে একটান দিয়ে কাটবে।

🌟প্যারা করে লেখা:
প্যারা করে লিখলে একই সাথে তোমার উপস্থাপিত তথ্য ভালোভাবে শিক্ষকের চোখে পড়ে এবং তোমার উপস্থাপিত তথ্যও সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। উত্তর লেখার সময় পয়েন্ট সহকারে প্যারা করে লিখতে হবে আর খেয়াল রাখতে হবে উভয় প্যারার মাঝে দূরত্ব লাইনের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ হবে।

🌟নানা রঙের কলম ও কালি ব্যবহার:
অনেকে পরীক্ষার খাতায় নানা রঙের কলম ও কালি ব্যবহার করে থাকে। এতে সময় যেমন নষ্ট হয় তেমনি খাতার উপস্থাপনার সৌন্দর্যও নষ্ট হয়।
খাতা মার্জিন করার নিয়ম হল একটি ভালো মানের পেন্সিল দিয়ে মার্জিন করা।
লেখার সময় উপরে ও বামপাশে এক স্কেল এবং নিচে ও ডানপাশে হাফ স্কেল জায়গা ফাঁকা রাখবে।

🌟প্রশ্নপত্র ভালোভাবে পড়া:
পরীক্ষার সময় ধৈর্য সহকারে প্রশ্নের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলো। অনেক শিক্ষার্থীরই অভ্যাস পুরো প্রশ্ন না পড়েই উত্তর করা শুরু করা। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর। প্রশ্নে যে রকম চেয়েছে তাই বুঝিয়ে লেখার চেষ্টা করো। অযথাই এক কথা বারবার লিখে উত্তর অপ্রাসঙ্গিক করলেও নাম্বার তেমন আসে না! তাই খেয়াল রাখো প্রশ্নে কী চেয়েছে।

🌟কখনো কিছু ছেড়ে আসবে না:
পরীক্ষায় খালি খাতা দিয়ে জমা দিয়ে আসার চাইতে কিছু লিখে আসা অনেক অনেক ভালো। হারাবার তো কিছু নেই, তাই না? খালি খাতা দিলে নিশ্চিত ০ পাবে। তার চাইতে কিছু তো লিখে আসতে পারো।

🌟নিশ্চিত প্রশ্ন সবার আগে:
যেটা পারো, সেটা আগে উত্তর করো। জটিল কাজ আগে করে লাভ নাই। যে উত্তর ভালোভাবে পারো না সেটা নিয়ে অযথা সময় নষ্ট করবে না।

🌟গাদা গাদা লুজ শিট নেয়া:
অনেকেরই ধারণা থাকে পরীক্ষায় অনেক লুজ শিট নিয়ে খাতা ভারি হলেই তা বেশি নম্বর প্রাপ্তিতে সহায়তা করবে। এই চিন্তা বাদ দাও। ধর্ম পরীক্ষা বা বাংলা পরীক্ষায় অনেক সময়ে পরীক্ষকেরা খাতার পৃষ্ঠা গুনে নম্বর দেন। কিন্তু সেগুলো বাদে বাকি পরীক্ষায় অতিরিক্ত ইনিয়ে বিনিয়ে লিখে পাতার পর পাতা ভরাবার মানে নাই।

🌟সময় মেপে কাজ করো:
যদি ৩ টা প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সময় থাকলে অবশ্যই ঘড়ির ধরে প্রশ্নপিছু ২৫–২৮ মিনিট ধরে লিখবে। চেষ্টা করবে পরীক্ষার হলে ডিজিটাল ঘড়ি ব্যবহার করতে, যাতে নিখুঁতভাবে সময়ের হিসাব থাকে।

🌟পরীক্ষা শেষে :
পরীক্ষা শেষে কোনটা ঠিক হলো, কোনটা ভুল হলো তার হিসাব করা একেবারেই বাদ দাও। পরীক্ষা শেষে প্রশ্নটাকে নির্বাসনে পাঠাও। প্রশ্ন নিয়ে চিবিয়ে খেলেও যা লিখে এসেছো তা তো আর পাল্টাবে না, তাই না?

🌟আত্মবিশ্বাস:
পরীক্ষার হলে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল আত্মবিশ্বাস। পরীক্ষার আগে তুমি যা যা পড়েছো তা সঠিকভাবে খাতায় উপস্থাপন করে আসাটাই মাথায় রাখবে শুধু। আর কিছু নয়! যা শিখে গেলে তা যদি অতিরিক্ত টেনশনে ভুলে গিয়ে লিখে দিয়ে আসতে না পারো তাহলে লাভ নেই। পরীক্ষার হলে প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়া যাবে না। আত্মবিশ্বাস রাখতে হবে।

📌পরীক্ষা ছাড়া যেমন কি পড়াশোনা করলে তা মূল্যায়ন করা যায় না, তেমনি পড়াশোনা না করলে পরীক্ষাতেও তুমি যথাযথ মূল্যায়ন পাবেনা।

সংগৃহীত পোস্ট।
#শিক্ষা_ও_তথ্য_কেন্দ্র।

28/06/2022

১। গুণফল = গুণ্য × গুণক
২। গুণক = গুণফল ÷ গুণ্য
৩। গুণ্য = গুণফল ÷ গুণক
নিংশেষে বিভাজ্য হলে
৪। ভাগফল = ভাজ্য ÷ ভাজক
৫। ভাজক =ভাজ্য ÷ ভাগফল।
৬। ভাজ্য = ভাজক × ভাগফল।
নিংশেষে বিভাজ্য না হলে
৭। ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।
৮। ভাজক = (ভাজ্য – ভাগশেষ) ÷
ভাগফল।
৯। ভাগফল = ( ভাজ্য – ভাগশেষ)
÷ ভাজক।
১০। গড় = রাশিগুলোর যোগফল ÷
রাশিগুলোর সংখ্যা।
১১। লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য।
১২। ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য।
১৬। ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।
১৭। ১ কুইন্টাল ১০০ কিলোগ্রাম (কেজি)
১৮। ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (কেজি)।
১৯। ১ এয়র = ১০০ বর্গমিটার।
২০। ১ হেক্টর = ১০০০০ বর্গ মিটার।
২১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ।
২২। সামান্তরিকের ক্ষেত্রফল = ভুমি × উচ্চতা।
২৩। ত্রিভুজের ক্ষেত্রফল = (ভুমি × উচ্চতা) ÷ ২
২৪। দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ।
২৫। প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য।
২৬। ভুমি = (ক্ষেত্রফল × ২) ÷ উচ্চতা।
২৭। উচ্চতা = (ক্ষেত্রফল × ২) ÷ ভুমি।
২৮। পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)।
২৯। জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩০। আয়তন = জনসংখ্যা ÷ ঘনত্ব।
৩১। ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩২। জনসংখ্যা = ঘনত্ব × আয়তন।
৩৩। ভাগ কী?
উঃ ভাগ হলো পুনঃ পুনঃ বিয়োগ।
৩৪। খোলা বাক্য কাকে বলে?
উঃ যখন কোনো বাক্যের সত্য, মিথ্যা যাচাই করা যায় না, তাকে খোলা বাক্য বলে।
৩৫। গাণিতিক বাক্য কাকে বলে?
উঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায়, তাকে গাণিতিক বাক্য বলে?
৩৬। অক্ষর প্রতীক কী?
উঃ অজানা সংখ্যা নির্দেশ করতে যে বিশেষ প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে।
৩৭। গাণিতিক প্রতিক কী?
উঃ গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাই গাণিতিক প্রতীক।
৩৮। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?
উঃ সংখ্যা প্রতীক ১০ টি। যথা – ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯।
৩৯। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?
উঃ ৪টি যথাঃ ➕, ➖, ✖, ➗
৪০। সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী?
উঃ সম্পর্ক প্রতীক অনেক আছে। তবে প্রাথমিকে ব্যবহৃত সম্পর্ক প্রতীক ৪ টি যথাঃ >, ≥ = ≠
৪১। গুণিতক কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, সেই সকল সংখ্যার প্রত্যেককে ঐ নির্দিষ্ট সংখ্যার গুণিতক বলে।
৪২। ল.সা.গু. কাকে বলে?
উঃ দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে বলে ল.সা.গু.।
৪৩। গ.সা.গু. কাকে বলে?
উঃ একাধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো গ.সা.গু.।
৪৪। গুণনীয়ক কাকে বলে?
উঃ কোনো সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সকল সংখ্যাকে গুণনীয়ক বলে।
৪৫। মৌলিক সংখ্যা কাকে বলে?
উঃ কোনো সংখ্যার গুণনীয়ক যদি ১ এবং ঐ সংখ্যা (শুধু দুইটি) হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে।
৪৬। সংখ্যা রাশি কী?
উঃ কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন এবং প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে একটি সংখ্যা রাশি তৈরি হয়।
যেমনঃ (৩৬ ÷৪) × ৫ -৭
৪৭। ভগ্নাংশ কাকে বলে?
উঃ কোনো বস্তু বা পরিমানের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে।
৪৮। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উঃ যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
৪৯। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উঃ যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৫০। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কাকে বলে?
যেসব ভগ্নাংশের হর একই তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে।
৫১। মিশ্র ভগ্নাংশ কাকে বলে?
উঃ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হয়ে থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে।
৫২। গড় কাকে বলে?
উঃ রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই গড়।
৫৩। শতকরা কী?
উঃ শতকরা হলো এমন একটি অনুপাত যা ১০০ এর ভগ্নাংশ রুপে প্রকাশ করা হয়।
৫৪। আসল কী?
উঃ বিনিয়োগকৃত টাকাকে আসল বলে।
৫৫। বৃত্ত কী?
উঃ বৃত্ত হলো একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দুরে থাকে।
৫৬। পরিধি কী?
উঃ যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রেখেছে তাকে বলে পরিধি।
৫৭। জ্যা কী?
উঃ জ্যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোজক রেখাংশ।
৫৮। ব্যাসার্ধ কী?
উঃ কেন্দ্র থেকে পরিধির দুরুত্বই হলো ব্যাসার্ধ।
৫৯। কর্ন কাকে বলে?
উঃ বিপরীত শীর্ষ বিন্দুর সংযোগকারী রেখাকে কর্ণ বলে।
৬০। রম্বস কাকে বলে?
উঃ যে চতুর্ভূজের চারটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে।
৬১। আয়ত কাকে বলে?
উঃ যে চতুর্ভূজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে আয়ত বলে।
৬২। বর্গ কাকে বলে?
যে আয়তের চারটি বাহু সমান ও কোনগুলো সমান তাকে বর্গ বলে।
৬৩। চতুর্ভূজ কাকে বলে?
উঃ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চুতুর্ভূজ বলে।
৬৪। অধিবর্ষ কী?
উঃ চার দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলে।
৬৫। ১ শতাব্দি কী?
উঃ ধারাবাহিক ১০০ বছর সময় কালকে ১ শতাব্দি বলে।
৬৬। যুগ কী?
উঃ ধারাবাহিক ভাবে ১২ বছর সময় কালকে ১ যুগ বলে।
৬৭। ১ দশক কী?
উঃ ধারাবাহিক ভাবে ১০ বছর সময় কাল হয় ১দশক।
৬৮। উপাত্ত কাকে বলে?
উঃ প্রাপ্ত তথ্য সমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে।
৬৯। উপাত্ত কত প্রকার ও কী কী?
উঃ উপাত্ত ২ প্রকার। বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত।
৭০। বিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উঃ যে উপাত্ত গুলো কোনো বৈশিষ্ট অনুযায়ী সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে।
৭১। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?
উঃ যে উপাত্ত গুলো কোনো বৈশিষ্ট অনুযায়ী সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে।
৭২। লেখ চিত্র কাকে বলে?
উঃ চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকাচিত্র হলো লেখচিত্র।
৭৩। শ্রেনি ব্যবধান কী?
উঃ শ্রেণির উর্ধ্বসীমা ও নিম্নসীমার মধ্যে পার্থক্যই হলো শ্রেণি ব্যবধান।
৭৪। ঘটন সংখ্যার অপর নাম কী?
উঃ গণসংখ্যা
৭৫। জনসংখ্যার ঘনত্ব কী?
উঃ প্রতি বর্গ কিলোমিটারে বসবাসরত লোক সংখ্য হলো জনসংখ্যার ঘনত্ব।
৭৬। ক্যালকুলেটর কী?
উঃ ক্যালকুলেটর হলো একটি সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র, যা একটি বৈদুতিক ব্যটারি দ্বারা চলে।
৭৭। মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কী ক্যালকুলেটর ব্যবহৃত হয়?
উঃ বৈজ্ঞানিক ক্যালকুলেটর।
৭৮। কম্পিউটার কী?
উঃ কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে।
৭৯। রাশিগুলোর যোগফল = গড় × রাশিগুলোর সংখ্যা।
৮০। যৌগিক সংখ্যা কাকে বলে?ৎ
উঃ যে সংখ্যার গুণনীয়ক ১ এবং ঐ সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকে যৌগিক সংখ্যা বলে।
৮১। পরিসর = (সর্ব্বোচ্চ -সর্বনিম্ন ) + ১
৮২। গুণ্য কাকে বলে?
উঃ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে।
৮৩। গুণক কাকে বলে?
উঃ যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে।
৮৪। গুণফল কাকে বলে?
উঃ গুণ্যকে গুণক দ্বারা গুন করার পর যে মান পাওয়া যায় তাকে গুণফল বলে।
৮৫। ভাজ্য কাকে বলে?
উঃ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে।
৮৬। ভাজক কাকে বলে?
উঃ যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে।
৮৭। ভাগশেষ কাকে বলে?
উঃ ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যদি কোনো অবশেষ সংখ্যা থেকে যায় তবে তাকে ভাগশেষ বলে।
জেএসসির ১০০% কমন সাজেশন
৮৮। ভাগফল কাকে বলে?
উঃ ভাগফল কাকে বলে?
উঃ ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পর যে মান পাওয়া যায় তাকে ভাগফল বলে।
৮৯। সমলব ভগ্নাংশ কাকে বলে?
উঃ যে ভগ্নাংশগুলোর লব সমান তাদেরকে সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে।
৯০। ঐকিক নিয়ম কাকে বলে?
উঃ হিসাবের সুবিধার্তে প্রথমে একটির দাম বের করে সমস্য সমাধানের পদ্ধতিকে ঐকিক নিয়ক বলে।
৯১। ১ জোড়া = ২টি।
৯২। ১ হালি = ৪টি।
৯৩। ১ ডজন = ১২ টি।
৯৪। ১ কুড়ি = ২০ টি।
৯৫। ১ দিস্তা = ২৪ তা।
৯৬। ১ রীম = ২০ দিস্তা।
৯৭। ১ সপ্তাহ = ৭ দিন।
৯৮। ১ মাস = ৩০ দিন।
৯৯। ১ বছর = ১২ মাস = ৩৬৫ দিন।
১০০। মৌলিক সংখ্যার অপর নাম কী?
উঃ উৎপাদাক
১০১। দশমিক ভগ্নাংশ কী?
উঃ ভগ্নাংশ প্রকাশের একটি বিশেষ পদ্ধতি হলো দশমিক ভগ্নাংশ।
১০২। বিপরীত ভগ্নাংশ কাকে বলে?
উঃ কোনো ভগ্নাংশের লবকে হর এবং হরকে লব করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বিপরীত ভগ্নাংশ বলে।
১০৩। শতকরাকে কী বলা হয়?
উঃ শতকারাকে শতাংশ বলা হয়।
১০৪। ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
১০৫। ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি।
১০৬। ১ লিটার = ১০০০ মিলিলিটার = ১০০০ ঘন সেন্টিমিটার।
১০৭। ১ ঘনমিটার = ১০০০০ লিটার।
১০৮। ১ কুইন্টাল = ১০০ কেজি।
১০৯। ১০০০ গ্রাম = ১ কেজি।
১১০। ১ পক্ষ = ১৫দিন।

সংগৃহীত পোস্ট।

Videos (show all)

🔥🔥 Job math previous year questions solution/ যে অংকগুলো বার বার আসে🔥🔥Math Short Cut🔥🔥
Job math solution #reelsvideo #mathematics #job #reels #math #প্রাথমিকশিক্ষক #শিক্ষকনিয়োগ
Job math solution#math #reelsvideo #reels #mathematics #reelsviral
#JobMath #reelsvideo #reelsviral #math #job #reels #mathematics
Job Math Easy Solution#reelsvideo #প্রাথমিকশিক্ষক #শিক্ষকনিয়োগ #reelsviral
BCS, Primary Teacher's , NTRCA তথ্য ও অনুসন্ধান ২০২৩ NTRCA  UPDATE NEWS 2023 BCS, Math solution, Math Preparetion, Easy ...
ম্যাজিক্যাল পদ্ধতিতে কয়েক সেকেন্ডে ক্রমিক সংখ্যা নির্ণয় করুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ অন্যান্য চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ও শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ অন্যান্য চাকরির পরীক্ষায় বার বার আসা প্রশ্নের সহজ পদ্ধতিতে স...
Current Affair's December 2020

Telephone

Website