Dhaka University Laboratory College - I E R Dhaka University.

Dhaka University Laboratory College - I E R Dhaka University.

Dhaka University Laboratory College also known as ULAB, is a college located in the campus of Dhaka

21/12/2021

চলে আসুন সবাই।

01/07/2021

১০০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ।

শুভ জন্মদিন ।

Timeline photos 28/08/2020
14/07/2020

ভালোবাসা !!!!

Photos from Dhaka University Laboratory College - I E R Dhaka University.'s post 31/05/2020
08/04/2020

ফেসবুকে গতকাল থেকে এই লোকের একটা ভিডিও ছড়িয়েছে কে বা কোন একটা গোষ্ঠী ।

শুরুতেই বলে রাখি বাংলাদেশে জ্ঞাত সময়ে কোন দুর্ভিক্ষ হয়নি, যা হয়েছে তা ব্রিটিশদের খাদ্য মজুদ করার কারনে আর বাঙ্গালীকে না খাইয়ে দুর্বল করে রাখার নীতির কারনে যাতে তারা ব্রিটিশদের সাথে যুদ্ধে জিততে না পারে। বাংলাদেশের খাদ্য ব্রিটিশরা বিভিন্ন জায়গায় তাদের সেনাদের জন্য পাঠাতো যুদ্ধ ক্ষেত্রে, এখানে কি হচ্ছে তা তাদের দেখার সময় ছিল না। না খেয়ে মরলেও তারা কর্নপাত করতো না।

দেশে বর্তমানে প্রায় এক বছরের খাদ্য মজুদ আছে সরকারের কাছে। নতুন ফসল মাঠে, তা ঘরে কয়দিন পরেই উঠবে, আম, কাঠাল, ফলফলাদি বাঁজারে আসা শুরু করেছে। তাই এসবে বিভ্রান্ত হবেন না।

আচ্ছা, ওনার ভাষ্য মতে উনি অনেক কিছু করতে চাচ্ছেন, কিন্তু তাকে করতে দেয়া হচ্ছে না। তিনি মানে তার কোম্পানি কিট দিতে চাচ্ছে যার দাম মাত্র তিনশ টাকা, সেটা সরকার নেয়নি, এটা ওটা।

না নিয়ে অন্যদের থেকে নিয়েছে, এই সেই ঐ। ওনার কোম্পানীর নাম এটা, উনি ৮০ টা দেশ ঘুরেছে এই ঐ, দেশে দুর্ভিক্ষ হবে কাউকাউ।
ভাই থামেন।

আসেন আসল কথায় আসি, শুধু টেস্টিং কিট হলেই কি চলবে? সাথে কোটি কোটি টাকার পিসিআর মেশিন থেকে শুরু করে পুরো ল্যাব সেটিং লাগবে তা কি উনি দিচ্ছেন ?
না।

জেনে নেন।

করোনা সনাক্ত করনে বাংলাদেশে যেসব ল্যাব বসানো হয়েছে তার মেশিনপত্র থেকে শুরু করে কীট পুরোটাই বাংলাদেশ সরকারকে চীনা সরকার উপহার হিসেবে বিনামুল্যে দিয়েছে। একটা পয়সা লাগেনি আনতে। কমিশনের গল্প এটা সেটা তাহলে এত গল্প ফেদে লাভ কি? উনি কিছু ধান্দা করতে চেয়েছিলেন তা করতে পারেননি তাই এতো আক্ষেপ!

উনি কিট ৩০০ টাকায় সরবরাহ করে দেবে, কিন্তু কোটি টাকা দামের পিসিআর মেশিন কে দেবে ? ল্যাব সরঞ্জামাদি কে দেবে? ট্রেনিং কে দেবে? সেটা তো বললেন না উনি।

আর এতো কিট নিয়ে কি করবেন?

পয়তাল্লিশ হাজারের উপরে কিট মজুদ আছে বাংলাদেশে, যা বিভিন্ন সংস্থা আর চীনা সরকারের দেয়া, এদিকে গনস্বাস্থ্য কেন্দ্রের কীট বাজারে আসছে ১১ তারিখে, যা মাত্র আড়াইশ টাকা লাগবে, তাও সরকার ফ্রিতে উৎপাদন করার ব্যাবস্থা করে দিয়েছে। কারন চীন থেকে কাচামাল আর ইউকে থেকে মেশিনপত্র আনতে বাংলাদেশ সরকার এবং চীনা সরকার, ইউকে সরকার সহায়তা করেছে।

আর গনস্বাস্থ্য কেন্দ্রের কীট নিতে চাচ্ছে আমেরিকা। সিডিসি (Center for diseases control ) এই জন্য আলোচনা করছে। তাহলে ওনার ৩০০ টাকার সাপ্লাই করা কীট কিনে আমরা কি করবো?

দয়াকরে জাতির এই মহাদুর্যোগে কেউ কোন প্রকারের গুজব ছড়াবেন না। কেউ কিছু বললে তার সত্যতা যাচাই করে তার পরে বিশ্বাস করবেন।

বাসায় থাকুন, সুস্থ থাকুন।

17/10/2019

বাংলাদেশ-ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ গুলি বিনিময়, একজন বিএসএফ সৈন্য নিহতের ঘটনায় যা বললেন বিজিবি । বিস্তারিত ভিডিওতে https://youtu.be/2FyUW3UuZ5w

17/10/2019

Telephone