Future Doctors' Academy

Future Doctors' Academy

An exclusive PRIVATE BATCH program for MEDICAL ADMISSION test run by DMC,SSMC,SHSMC,MMC students. If

28/11/2019

এইচএসসি(বিজ্ঞান) ২০২০ মেডিকেল ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য "ন্যাশনাল মেরিট-১" এক্সাম!!!
🌀 পরীক্ষার তারিখ :
৫ ডিসেম্বর (খুলনা)
৬ ডিসেম্বর (নড়াইল)
🌀 পরীক্ষার সময় : খুলনা ঃ সকাল ১১.৪৫ মিনিট।
নড়াইল ঃ বিকাল ৩.০ টা।
পরীক্ষার স্থান ঃ খুলনা -সিটি ল' কলেজ।
নড়াইল- আশ্রম রোড, কর্মসংস্থান ব্যাংক ভবনের ৪র্থ তলা।
🌀 মানবন্টন : মোট নাম্বার ৫০(বায়োলজি ১৫ +রসায়ন ১৩+ পদার্থ ১০+ ইংরেজি ৭+ সাধারণ জ্ঞান ৫)
🌀 প্রশ্নের ধরণ- MCQ (প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে)
🌀 পরীক্ষায় অংশগ্রহণ করতে : রেজিস্ট্রেশন করতে হবে- শিক্ষার্থীর পূর্ণ নাম + কলেজের নাম + কলেজ যে জেলায় অবস্থিত সে জেলার নাম লিখে মেসেজ পাঠাতে হবে নিচের যেকোনো নাম্বার এ ৪ ডিসেম্বর এর মধ্যে।
01754800143
01316264261
01753959190
01646122700
🌀 যে কোন তথ্যের জন্য যোগাযোগ : 01754800143
(বিঃদ্রঃ পরীক্ষায় অংশগ্রহনকারী সকলের জন্য থাকছে মেডিকেল ভর্তি প্রস্তুতি সম্পর্কে 'ঢাকা মেডিকেল কলেজ'ও 'স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ' এর মেধাবী শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা এবং বিজয়ী প্রথম ২৫ জনের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার)

21/11/2019

Second Merit List : 5 Army Medical College

Photos from Future Doctors' Academy's post 14/11/2019

MBBS প্রথম মাইগ্রেশন ও অপেক্ষমান তালিকার ফলাফল 🔥🔥

12/11/2019

Army Medical College Result

09/11/2019

About Result of 5 Army Medical Colleges.

It needs final approval from respected CAS in Academic Council meeting to publish result. As the authority was in abroad due to official purpose, meeting Couldn't be arranged. We hope that Result will publish on Monday/ Tuesday in sha Allah.

(from army medical college official fb page)

04/11/2019
03/11/2019

টুকিটাকি অসাধারণ জ্ঞান 🙄🙄

মাদার তেরেসার জন্মস্থান পড়তে গিয়ে ছোটবেলা থেকেই আমরা দেখেছি যুগোস্লাভিয়ার কথা। 😊 কিন্তু মানচিত্রে যুগোস্লাভিয়া বলে কোন দেশ আমরা দেখতে পাই না। 🤔🤔 কারণ, ১৯৯১ সালে যুগোস্লাভিয়া দেশটি ভেঙে ৭ টি দেশ হয়।😲 দেশগুলো হলো,
১। স্লোভেনিয়া
২। ক্রোয়েশিয়া
৩। বসনিয়া এন্ড হারজেগোভিনা
৪। মন্টিনিগ্রো
৫। সার্বিয়া
৬। কসোভো
৭। নর্থ মেসিডোনিয়া

মনে রাখার সুবিধার্তে নিচে চিত্র এঁকে দেখানো হয়েছে। দেশগুলোর ভেতরে তাদের রাজধানীর নাম দেওয়া হয়েছে।

Photos from Future Doctors' Academy's post 02/11/2019

BDS Admission Result 2019-20 (পূর্ণাঙ্গ রেজাল্ট)

02/11/2019

3rd Merit List : AFMC

Photos from Future Doctors' Academy's post 31/10/2019

(code:51)

সংগৃহীত

30/10/2019

30/10/2019

পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো সহজে মনে রাখার টেকনিক :

অ নে ক স্পঞ্জ

অ = অস্টিয়া, অসক্যুলাম
নে= নালিকাতন্ত্র, নিশ্চল।
ক= কোয়ানোসাইট
স্পঞ্জ= স্পঞ্জিন, স্পঞ্জোসিল, স্পিকিউল।

29/10/2019

প্রাণিবিজ্ঞান বইতে নতুন এ্যাড হওয়া বিষয়-
হৃদরোগ নির্ণয়:
বুকের এক্সরে-হৃদপিন্ডের অবস্থা জানার জন্য🐸
electrocardiogram:হৃদপিন্ডের প্রাথমিক রোগ নির্ণয়ে🐸
exercise tolerance test(ETT):হৃদপিন্ডের অবস্থা বা কার্যখমতা জানার জন্য🐸
Brain Natriuretic Peptide(BNP):হার্ট ফেইলিউর সম্পর্কে নিশ্চিত হওয়া🐸
coronary angiogram:হৃদপিন্ডের রক্তনালিতে ব্লক আছে কিনা দেখা🐸

কাজের ভিত্তিতে ঐচ্ছিক পেশির প্রকারভেদ-
ফ্লে্ক্্রর পেশি:বাইসেপ্স😐
এক্রটেনসর পেশি:ট্রাইসেপস☺
অ্যাবডাক্টর পেশি:ডেলটয়েড😶
অ্যাডাক্টর পেশি:ল্যাটিসিমাস ডরসি😎
ডিপ্রেসর পেশি:ডিপ্রেসর মেন্ডিবুলার😐
লিভেটর পেশি:ম্যাসেটর পেশি😃
রোটেটর পেশি:পাইরিফরমিস😊

28/10/2019

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ফলাফল প্রকাশিত হবে আগামীকাল।

28/10/2019

সামনে ডেন্টাল এক্সাম তাই,ডেন্টাল ভর্তিতে সহায়ক কিছু তথ্য পুনরায় পোস্ট করা হলো।।।
১।কোষের মস্তিষ্ক → Nucleus.
২।কোষীয় কংকাল → Microtubules & Microfilaments.
৩।Suicidal Sack/ Packet of enzymes /আত্নঘাতী থলিকা →লাইসোজোম.
৪।লাইপোকণ্ড্রিয়া/প্যাকেজিং সেণ্টার→ গলগি বডি.
৫।কোষের মেইন সুইচ → প্রোটিয়োসোম.
৬। Ultra microscopic Organism→ Virus.
৭। Pumping Machine →Heart.
৮। Master Gland → পিটুইটারি.
৯। Emergency / Stress Hormone→ কর্টিসল (Cortisol).
১০। Life saving Hormone → অ্যালডোস্টেরন (Aldosterone).
১১। Organic Laboratory → যকৃত.
১২। Chemical Messenger→ Hormone.
১৩। Molecular Core of Life/ জীবনের আণবিক ভিত্তি→ DNA.
১৪। মাস্টার মলিকিউল→ DNA.
১৫। Language of Life/জীবনের ভাষা→ protein.
**DNA থেকে DNA সৃষ্টি -রেপ্লিকেশন।
DNA থেকে RNA সৃষ্টি -ট্রান্সক্রিপশন।
RNA থেকে Protein সৃষ্টি -ট্রান্সলেশন।
রিভার্স ট্রান্সক্রিপশন??
রিভার্স ট্রান্সক্রিপশন হলো ট্রন্সক্রিপশনের বিপরীত ঘটনা অর্থাৎ RNA থেকে DNA সৃষ্টি।এর জন্য প্রয়োজন রিভার্স ট্রান্সক্রিপটেজ এনজাইম যা HIV virus এ পাওয়া যায়।।।
রেপ্লিকেশন - ট্রান্সক্রিপশন - ট্রান্সলেশন এই তিনটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে জীবের তথ্য প্রবাহিত হয়।।
তথ্য প্রবাহের এ ঘটনাকে বলা হয় সেন্ট্রাল ডগমা।।
**ভাইরাল হেপাটাইটিস।।
হেপাটাইটিস ভাইরাসগুলো হলো:
হেপাটাইটিস A
হেপাটাইটিস B
হেপাটাইটিস C
হেপাটাইটিস D
হেপাটাইটিস E
হেপাটাইটিস G
এগুলোর মধ্যে হেপাটাইটিস B হলো DNA ভাইরাস বাকিগুলো RNA ভাইরাস।।
হেপাটাইটিস-B অপেক্ষা হেপাটাইটিস-C অধিক মারাত্মক।কারন-
1.হেপাটাইটিস C আক্রান্ত ব্যক্তি সাধারণত রোগের কোন লক্ষণ প্রকাশ করে না।।
2.রক্ত পরীক্ষা করে HBsAG পজিটিভ পাওয়া গেলে হেপাটাইটিস B আক্রান্ত ধরে নেওয়া হয়।। কিন্তু হেপাটাইটিস C এর জন্য এমন কোন পরীক্ষা নেই।।
3.হেপাটাইটিস B এর ভ্যাকসিন আছে কিন্তু হেপাটাইটিস C এর ভ্যাকসিন নেই।।
HBsAg ?
HBsAg হলো Hepatitis-B surface antigen..
ভাইরাস প্রধানত দুটি অংশে বিভক্ত।
১। নিউক্লিক এসিড (DNA/RNA)
২।ক্যাপসিড তথা প্রোটিন আবরণ।
কোন কোন ভাইরাসে ক্যাপসিডের বাহিরে আরেকটি আবরণ দেখা যায় যা বহিস্থ আবরণ (envelop) নামে পরিচিত। হেপাটাইটিস বি ভাইরাসের বহিস্থ আবরণের প্রোটিন অণুগুলো বলা হয় HBsAg....
উল্লেখ্য, বহিস্থ আবরণ বিশিষ্ট ভাইরাসগুলো হলো:
ইনফ্লুয়েঞ্জা
হার্পিস
HIV
Hepatitis B,C & D
**অটোক্লেভ
Sterilization বা জীবাণুমুক্তকরণ পদ্ধতির একটি কার্যকর যন্ত্রের নাম অটোক্লেভ।।
এর সাহায্যে কালচার মিডিয়াকে জীবাণুমুক্ত করা হয়।
Autoclave যন্ত্রে :
তাপমাত্রা : ১২১ ডিগ্রী সেলসিয়াস
চাপ :১৫ পাউন্ড
সময় : ২০ মিনিট।।
**মশকীবাহিত রোগ:
১। Anopheles মশকী : ম্যালেরিয়া
২। Culex মশকী :ফাইলেরিয়াসিস (গোদ রোগ)
৩। Aedes মশকী : ডেংগু।।।
**গুরুত্বপূর্ণ কিছু ক্রোমোজোম সংখ্যা :
*ক্রোমোজোম ১১
১১ নং ক্রোমোজোমের খাটো বাহুর DNA এর শীর্ষে থাকে ইনসুলিন উৎপাদনকারী জিন।।
*ক্রোমোজোম ৬
৬ নং ক্রোমোজোমের খাটো বাহুতে থাকে MHC (Major Histocompatibility Complex)..
*ক্রোমোজম ২২
অস্বাভাবিক ২২ নং ক্রোমোজোম লিউকেমিয়া (ব্লাড ক্যান্সার) সৃষ্টিকারী।।।
*ক্রোমোজোম ১
ছোলার ক্ষেত্রে ১নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে।।।
**
গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো মনে রাখার সহজ পদ্ধতি:
NEGATIVESSSS
N: Neisseria species
E: এনটেরোব্যাকটেরিয়া
G: গনোকক্কাস
A: X
T: Treponema pallidum
I: X
V: ভিব্রিও
E: ই. কোলাই
S: সায়ানোব্যাকটেরিয়া
S: সালমোনেলা
S: শিগেলা
S: soil bacteria ( রাইজোবিয়াম)
উল্লেখ্য:
Neisseria species গুলোর মধ্যে প্রধান হলো :
N. gonorrhoeae যা গনোরিয়া রোগের জন্য দায়ী।
N.meningitidis যা মেনিনজাইটিস করে।
Treponema pallidum সিফিলিস এর জীবাণু।
সিফিলিস, গনোরিয়া,এইডস এগুলো হলো STD (sexually transmitted disease)।

26/10/2019

এক-ই সাথে বুয়েট,মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় Future Doctors' Academy নড়াইল শাখার পক্ষ থেকে অভিনন্দন নড়াইলের গর্বিত সন্তান আ.ন.ম সামিউল হক(অঙ্কন) কে ❤❤❤

ঐতিহ্যবাহী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ছাত্র অঙ্কন।এবছর এখন পর্যন্ত অংশগ্রহণ করা সকল ভর্তি পরীক্ষা(বুয়েট,মেডিকেল,ঢাকা বিশ্ববিদ্যালয়(স্থগিত),জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়) তে চান্স পাওয়ার অসামান্য কৃতিত্ব অর্জন করেছে সে!
সদ্য প্রকাশিত বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফলে মেধাক্রম ঃ৮৫২
এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় 'খুলনা মেডিকেল কলেজ' এ চান্স পাওয়ার গৌরব অর্জন করে।
আর তার এই অসামান্য অর্জনে মেন্টর হিসেবে সার্বক্ষনিক পাশে ছিলো বুয়েটের আরেক কৃতি সন্তান, নড়াইলের গর্ব আমাদের@Future Doctors Academy এর অন্যতম সদস্য @মেহেদী হাসান শাকিল। অভিনন্দন শাকিল! একই সাথে বুয়েট এবং মেডিকেল এ চান্স পাওয়া স্টুডেন্ট কে পড়ানো এবং সার্বিকভাবে সফল, ফলপ্রসূ দিকনির্দেশনা প্রদানের জন্য ❤❤
উল্লেখ্য আ.ন.ম সামিউল হক (অঙ্কন) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এর পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নড়াইল এর সর্বজন শ্রদ্ধেয় আ.ন.ম আরিফুল হক স্যার এর ভাতিজা। 😍😍

25/10/2019

ঢাকা,সলিমুল্লাহ,সোহরাওয়ার্দী, ময়মনসিংহ ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত মেডিকেল ভর্তির 'স্পেশাল প্রাইভেট ব্যাচ' প্রগ্রাম Future Doctors' Academy.

ব্রাঞ্চ ঠিকানাঃ

আজিমপুর শাখাঃ১নং গেট,১৪২,চায়না বিল্ডিং গলি,আজিমপুর ঢাকা।

খিলগাঁও শাখাঃখিলগাও চৌরাস্তা মোড়, খিলগাঁও, ঢাকা

সদরঘাট শাখাঃজগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন

খুলনা শাখাঃ৪৪/৩,সামসুর রহমান রোড,খুলনা

নড়াইল শাখাঃঅনার্স কোচিং গলি,রূপগঞ্জ বাজার,নড়াইল।

Telephone

Website