EMS Engineering Technologies
United Constriction & Consultant service provide Honestly & Friendly, so make your dreams to our service (Work 1st Quality & Commitment)
EMS Engineering Electrical and Fire safety service list.
to more information plz visit our web:www.ems-et.com
How to Know Existing Building Reinforcement / Scanning Test.
https://youtu.be/xnfSrM6G4YA
rebar Scanning and testing This is engineering video this video provide a how to know existing column reinforcement and reinforcement quality etc.
https://youtu.be/0uFGCeoqsPU
Full video এর জন্য subscribe করে কমেন্ট করুন।
how to create tekla structure lesson1 Tekla structure is a important for every civil and structure engineer .so create a steel structure and learn more for steel
ঢাকা নতুন বাড়ি নির্মাণের জন্য রাজউক থেকে প্লান পাশ করার প্রয়োজন হলে, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ করে দিতে পারবো।
আমাদের সেবাসমূহঃ
১. আর্কিটেকচারাল ডিজাইন,
২. স্ট্রাকচারাল ডিজাইন ,
৩. ইলেক্ট্রিক্যাল ডিজাইন,
৪. প্লাম্বিং ডিজাইন,
৫. সকল ধরনের ইন্টেরিওর ডিজাইন ও মালামাল সহ কাজ করি।
৬.রাজউক /পৌরসভা /সিটি কর্পোরেশান সিট তৈরী ও অনুমোদন।
৭. 3D ডিজাইন, 3D অ্যানিমেশন
৮.ল্যান্ডস্কেপ /ছাদ বাগান/ সুইমিংপুল /ফাউন্টেন ডিজাইন
৯. বাড়ি, মার্কেট, ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরির প্ল্যান/মাস্টার প্ল্যান- 2D & 3D
১০.এস্টিমেট
১১. Soil টেস্ট / পাইলিং
১২. কন্সট্রাকশন ও সুপারভিশন
United Construction & Consultant. আলহামদুলিল্লাহ, আরো কিচু আবাসিক ভবন ডিজাইন কাজ সম্পাদন করলাম। .আলহামদুলিল্লাহ আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কাজ আপনাদের উপহার দেয়ার জন্য।কম সময়ে স্বল্প ব্যায়ে আদুনিক ও নিরাপদ কাঠামোর ডিজাইন ও কন্সট্রাকশন এর জন্য যোগাযোগ কোরুন:
Engr. Saiful Islam, B.Sc Engr(Civil), Structural Design Engineer, Cell:01840349864
আমাদের সেবা সমূহ ঃ-
۞ রাজউক/ পৌরসভা প্ল্যান-পাশ।
۞ ব্যাংক ঋণের ফাইল তৈরি।
۞ আর্কিটেক্টচারাল এন্ড স্ট্রাকচারাল ডিজাইন ।
۞ ইলেকট্রিক্যাল এন্ড প্লাম্বিং ডিজাইন।
۞ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র।
۞ শিল্প ভবন ডিজাইন ।
۞ ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্ট
۞ কন্সট্রাকশন এবং ইন্টেরিয়র ডিজাইন।
Cell:Engr.Jahid:01731209030,Kamrul:01827861922
United Construction & Consultant.
আমাদের সেবা সমূহ ঃ-
۞ রাজউক/ পৌরসভা প্ল্যান-পাশ।
۞ আর্কিটেক্টচারাল এন্ড স্ট্রাকচারাল ডিজাইন ।
۞ কন্সট্রাকশন এবং Estimate.
۞ ইলেকট্রিক্যাল এন্ড প্লাম্বিং ডিজাইন।
۞ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র ডিজাইন।
۞ শিল্প ভবন ডিজাইন ।
۞ ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্ট
۞ ব্যাংক ঋণের ফাইল তৈরি।
Office>Plot No:32/1,Road No:03,Shyamoli,Dhaka.
Local Office> Nazninvilla,Normosjid, academy Road,Feni.
Cell :+8801840349864,+8801823584710,+8801827861922
United Construction & Consultant.
আমাদের সেবা সমূহ ঃ-
۞ রাজউক/ পৌরসভা প্ল্যান-পাশ।
۞ ব্যাংক ঋণের ফাইল তৈরি।
۞ আর্কিটেক্টচারাল এন্ড স্ট্রাকচারাল ডিজাইন ।
۞ ইলেকট্রিক্যাল এন্ড প্লাম্বিং ডিজাইন।
۞ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র।
۞ শিল্প ভবন ডিজাইন ।
۞ ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্ট
۞ কন্সট্রাকশন এবং ইন্টেরিয়র ডিজাইন।
United Construction & Consultant. আলহামদুলিল্লাহ, আরো কিচু আবাসিক ভবন ডিজাইন এর কাজ সম্পাদন করলাম। প্রকল্পটির নাম ১. আলহাজ্ব কামাল মজুমদ্বার (বেলাল সাহেব) , দক্ষিন বল্লভপুর,ফেনি । 2.কামাল উদ্দিন (চেয়ারম্যেন কামাল) ছাগলনাইয়া,ফেনি.3. রাশেদ খান ,গাজীপুর,ঢাকা.আলহামদুলিল্লাহ আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কাজ আপনাদের উপহার দেয়ার জন্য।
Engr. Saiful Islam, B.Sc Engr(Civil), Structural Design Engineer, Cell:01840349864
আমাদের সেবা সমূহ ঃ-
۞ রাজউক/ পৌরসভা প্ল্যান-পাশ।
۞ ব্যাংক ঋণের ফাইল তৈরি।
۞ আর্কিটেক্টচারাল এন্ড স্ট্রাকচারাল ডিজাইন ।
۞ ইলেকট্রিক্যাল এন্ড প্লাম্বিং ডিজাইন।
۞ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র।
۞ শিল্প ভবন ডিজাইন ।
۞ ডিজিটাল সার্ভে এবং সয়েল টেস্ট
۞ কন্সট্রাকশন এবং ইন্টেরিয়র ডিজাইন।
Cell:Engr.Jahid:01731209030,Kamrul:01827861922
জেনে রাখা ভালো
মাটি পরিক্ষার রিপোর্ট চেনার সহজ উপায়।
খুব সহজেই Soil Test এর N ভেল্যু দেখে জেনে নিন মাটির অবস্থা....
✅value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
⏩Reff.......BNBC, Soil & Foundation⏪
কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
⏩Reff..BUET, TESTING OF MATERIALS AND SERVICES.⏪
Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।
Soil Test কেন করা হয়❓
ভূনিন্মস্থ মাটির নিরাপদ #ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।
তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগন সাধারনত Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।
মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের #প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।
Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা (N) কাউন্ট করা হয়।
প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪
Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
⏩ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম ⏪
Soil Test কাদের দিয়ে করাবেন❓
✅ যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
✅ অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।
কোম্পানি ভেদে প্রতিটি বোরহোলের জন্য ৬ থেকে ২০ হাজার পর্যন্ত নেওয়া হয়, তবে কেউ যদি মাত্র ৬ হাজার টাকায় করে দেওয়ার প্রস্তাব দেয় তবে বুঝতে হবে আপনি তার কাছ থেকে কখনোই প্রকৃত রিপোর্ট পাবেন না।
জেনে রাখুন BUET থেকে টেস্ট করালে শুধু মাত্র একটি বোরহোলের জন্য খরচ পরবে ৭০-৮০ হাজার টাকা, যেখানে Physical & Index Properties, Compaction and Density Tests, Direct Shear Tests, Triaxle Shear Tests, Strength and Deformation Characteristics, Permeability and Seepage Characteristics ইত্যাদি টেস্ট সমূহ করতে ৮-২০ হাজার টাকা চলে যাবে।
ধন্যবাদ।
up Coming project .
বাড়ী নির্মাণ এর হিসাব :- সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি সব প্রশ্নের উওর: Part-1. For United Construction & Consultant .
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে। গাথুনী এব প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই
জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় ………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে। খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
=====================
Contact the business
Telephone
Website
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |